Forms of Verbs [Latest] ‘All in 5’ Chart

Basic Forms of Verbs in English

Forms of Verbs আমরা ছোট থেকেই শিখি , সেজন্য অনেকের কাছে বিষয়টি অবহেলার মনে হতে পারে । বিষয়টি কিন্তু মোটেও অবহেলার নয় , কারণ এটি ভালমত আয়ত্ত করার উপরই নির্ভর করবে আপনার গ্র্যমারের ভবিষ্যত দক্ষতা

ইংরেজি ভাষার আন্তর্জাতিকমানের ব্যাকরণবিশারদগণ (Grammarians) Verb এর ৫ টি form নির্ণয় করেছেন। এর অর্থ হলো, ইংরেজি ভাষায় একটি verb এর মোট ৫ টি চেহারায় দেখা মিলবে. সেই ৫ টি form হল :

1. Base Form

2. Present Form

3. Past Form

4. Present Participle Form

5. Past Participle Form

প্রতিটি form সম্পর্কে বিস্তারিত পড়তে ট্যাবগুলোর উপর ক্লিক করুন. form গুলোর তাৎপর্য বোঝার জন্য নিচের উদাহরণগুলো লক্ষ্য করি :

Five Forms of Different Verbs

অনেকের মনে হতে পারে base form হতে present form ভিন্ন কীভাবে হল। এর সহজ উত্তর হচ্ছে infitinitive phrase এ to এর পরে ভার্ব এর base form ব্যবহৃত হয়, present form হয় না। আবার present indefinite tense এর subject যখন 3rd person singular number বিশিষ্ট হয়, তখন verb এর base form ব্যবহৃত হয় না, present form ব্যবহৃত হয়। Dictionary তেও আমরা verb গুলোকে base form এর এন্ট্রিতে পাই। Base form এবং present form এর মাঝে মিল থাকলেও দুটি form সম্পূর্ণ আলদা ব্যাকরণ মেনে চলে। এটি আমাদের দেশের ছাত্রদের জন্য বোঝা খুবই জরুরি এজন্য যে, আমরা বাজারের দেশী লেখকদের প্রচলিত বই পড়ে base form আর present form কে একই মনে করে থাকি, যা native English grammarianদের লিখিত বা আন্তর্জাতিকমানের ইংরেজি ব্যাকরণ বইগুলো হতে সম্পূর্ণ ভিন্ন। আমরা পৃষ্ঠার শেষে কিছু রেফারেন্স উল্লেখ করব।

এবার চলুন এই form গুলোর বিশেষ প্রয়োগের কয়েকটি উদাহরণ দেখি:

He has to have the work done.

এই বাক্যের subject হচ্ছে he, কিন্তু বাক্যে verb হিসেবে প্রথমবার has এবং পরে have এসেছে. কেন এরকম হল ? কারণ এই যে, প্রথম verbটি বাক্যের main এবং একমাত্র finite verb : বাক্যটি present indefinite tense এ থাকায় সেজন্য have ভার্বটির present form বসবে. ছক থেকে দেখি verb টির present form হল have/has. এদুটির মধ্য় হতে যেটি subject (he) এর number এবং person এর সাথে যায়, সেটি (has) বসবে। পক্ষান্তরে, পরের ভার্বটি বাক্যের non-finite verb, যেটি infinitive phrase এ ব্যবহৃত হয়েছে। Infinitive phrase এর গঠন হল to+base form of verb, সেজন্য দ্বিতীয়বার have বসেছে, যা verb টির base form. যারা base form এবং present form এর মধ্যে পার্থক্য জানেন না, তাদের জন্য বিষয়টি নির্ণয় করা বেশ ঘোলাটে হয়। আবার, যদি বাক্যটির subject ই হত , তবে main verb এর ক্ষেত্রেও have ব্যবহৃত হত। সেক্ষেত্রে বাক্যটি হত : I have to have the work done.

Base form আর present form এর মধ্যে সবচে স্পষ্ট পার্থক্য দেখা যায় be verb এর বিভিন্ন ফর্মের ক্ষেত্রে। একটি বাক্য লক্ষ্য করি : He is to be an engineer. বাক্যটির প্রথম verb হল main verb, ‘be‘, এবং দ্বিতীয় verbটিও non-finite verb, ‘be‘. প্রথমক্ষেত্রে be এর present form, ‘is’, ব্যবহৃত হয়েছে, কিন্তু পরবর্তিতে base form হিসেবে be ব্যবহৃত হয়েছে।

বিশেষ জ্ঞাতব্য : অনেক বিখ্যাত grammarian এর মতে verb forms মোট ৬ টি। উনারা passive form কে একটি স্বতন্ত্র form হিসেবে উল্লেখ করেছেন। আমরা যেই মতটি অনুসরণ করেছি, সেটি অনুযায়ী passive verb বিশিষ্ট বাক্যগুলো প্রকৃতপক্ষে Linking verb বিশিষ্ট বাক্য – যেখানে be হচ্ছে main verb এবং পরবর্তী past participle form বিশিষ্ট verbটি বাক্যের Complement. এসম্পর্কে passive verb অধ্যায়ে বিস্তারিত আলোচনা আসবে।

**References :

  • https://dictionary.cambridge.org/grammar/british-grammar/verb-forms
  • http://www.mit.edu/course/21/21.guide/v-form.htm
  • Oxford A-Z English Grammar – John Seely
  • Practical English Grammar – Michael Swan
  • An Oxford Guide to English Grammar – John Eastwood
  • The Oxford Dictionary of English Grammar – Bas Arts, Sylvia Chalker, Edmund Weiner
  • The Pocket Guide to English Language – John o` Connor
  • English Grammar-Geoffrey Leech
  • A Practical English Grammar Exercises 2 – A.J. Thomson
  • A Practaical English Grammar Exercies 1 – A.V. Martinet
  • A English Grammar of the English Language – Sidney Greenbaum
  • A University Grammar of English – Randolph Quirk
  • A University Course in English Grammar – Angela Downing
  • ABC of English Grammar – Jahurul Islam
  • Learning English The Easy Way – Sadruddin Ahmed
Look for Forms of Verbs in the Dictionary
The word ‘verb’ in the dictionary

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *