ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১১-২০১২)
বাংলা
০১. ‘বাংলাদেশ’ কবিতায় কোন প্রাণীটির কথা উল্লেখ করা হয়েছে?
A) বাঘ B) সিংহ
C) উল্লুক D) ভাল্লুক
E) খরগোশ
০২. কলিমদ্দিকে ষোলই ডিসেম্বর কোথায় গিয়েছিল?
A) রাস্তায় B) সাঁকোতে
C) সিনেমায় D) চা স্টলে
E) মাঠে
০৩. কালস্কট্কা কোন মাছের দেশ নামে পরিচিত?
A) ইলিশ B) ভেটকি
C) রূপচাঁদা D) টুনা
E) স্যামন
০৪. ‘বেওয়ারিশ’ কোন সমাসের উদাহরণ?
A) দ্বন্দ্ব B) কর্মধারয়
C) তৎপুরুষ D) বহুব্রীহি
E) দ্বিগু
০৫. ‘হরণ’ এর বিপরীত শব্দ?
A) গ্রহণ B) দান
C) পূরণ D) বরণ
E) চরণ
০৬. কোনটি ভিন্নার্থক শব্দ?
A) গজ B) তুরাগ
C) দ্বিরদ D) করী
E) মাতঙ্গ
০৭. শূণ্যস্থান পূরণের প্রশ্নে লুপ্ত জায়গায় বসে-
A) কমা B) কোলন
C) দাঁড়ি D) ড্যাস
E) সেমিকোলন
০৮. ‘কর্তব্যের বাস্তাব ঘনিষ্টতা উপেক্ষা করে সপ্নকল্পনার রাজ্যে বিচরণ করিলে জীবনসংগ্রামের কঠোর দিকটি অনুশীলনের সুযোগ হয় না’। – চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা –
A) তিন B) চার
C) পাঁচ D) ছয়
E) সাত
০৯. কার মূল্যবান সময় ‘মিনিটে মিনিটে টাকা প্রসব করে’?
A) ফরিয়াদির B) ডিপুটির
C) ফরিয়াদির উকিলের D) কমলাকান্তের
E) কালোকোর্তা কনস্টেবলের
১০. ‘উচ্ছুণ্ড্য’ শব্দের অর্থ-
A) উচ্ছন্ন B) উৎসব
C) উচ্ছৃঙ্খল D) উৎসর্গ
E) উচ্ছ্বাস
১১. সমোচ্চারিত শব্দযুগল নয় –
A) টিকা-টীকা B) অশ্ব-অশ্ম
C) আশি-আশী D) আপন-আপণ
E) কৃতি-কৃতী
১২. বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ-
A) অরবিন্দ B) তপস্বী
C) দাপট D) আতরদান
E) পাচক
১৩. কোনটি শুদ্ধ বানান?
A) পরিপক্ক B) আকাঙ্খা
C) লক্ষন D) দিক্ষীত
E) লাঞ্চনা
১৪. ‘কাটিতে কাটিতে ধান এল বরষা’ – এখানে ‘কাটিতে কাটিতে’ কোন অর্থে ব্যবহৃত হয়?
A) নিরন্তরতা B) বিলম্ব
C) সমাপ্তি D) সম্ভাবনা
E) আকস্মিকতা
১৫. কোনটি হিন্দি শব্দ?
A) আব্ব B) কলম
C) পানি D) মৌসুম
E) জেনানা
১৬. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ-
A) গাড়িবারান্দা B) পাঁচহাতি
C) দশবছুরে D) কাঞ্চনপ্রভ
E) পঙ্কজ
১৭. কোনটিতে ‘উপ’ উপসর্গ ভিন্ন দ্যোতনায় প্রযুক্ত?
A) উপনদী B) উপকূল
C) উপভাষা D) উপবিধি
E) উপদল
১৮. ‘হানাদা বাহিনী পুড়িয়ে দেওয়ার ফলে শূন্য বাড়িটা খাঁ খাঁ করছে’। ‘খাঁ খাঁ’ – র ব্যাকরণিক অভিধা
A) ধ্বন্যাত্মক ধাতু B) ধ্বন্যাত্মক বর্ণ
C) ধ্বন্যাত্মক অব্যয় D) ধ্বন্যাগম
E) ধ্বনিবিকার
১৯. কোনটি একার শব্দ?
A) মামা B) দিদি
C) জল D) আম্মা
E) বন্ধুর
২০. ‘Agora’ শব্দের অর্থ –
A) মুদিখানা B) পণ্যাগার
C) পণ্য D) মুক্তাঞ্চল
E) মনোরম
২১. ‘দা-কুমড়া সম্বন্ধ’ বাগধারাটি পাওয়া যায় কোন রচনায়?
A) সাহিত্যে খেলা B) বিলাসী
C) একুশের গল্প D) একটি তুলসী গাছের কাহিনী
E) অর্ধাঙ্গী
২২. ‘কোষ্ঠী’ কী?
A) বংশলতিকা B) জন্মপত্রিকা
C) কোঠা D) ব্যাধি
E) কুঠিবাড়ি
২৩. The fire is out – বাক্যটির বানলা অনুবাদ-
A) আগুন ছড়িয়ে পড়েছে B) আগুন নিভে গেছে
C) আগুন এখন বাইরে D) বাইরে আগুন
E) আগুন নিবুনিবু
২৪. ‘অপরাহ্নের গল্প’টির শুরুতে কত সময় আগের কথা বলা হয়েছে?
A) এক মাস B) ছয় মাস
C) এক বছর D) প্রায় পাঁচ বছর
E) প্রায় এক যুগ
২৫. ‘ভুয়িষ্ঠ’ শব্দের অর্থ-
A) ভূমিজাত B) ভুমিলগ্ন
C) ভুয়া D) প্রচুর
E) মিথ্যাচার
উত্তর
English
Read the following passage carefully and then answer (questions 1 – 5)
Oil markets are full of uncertainty. Asian demand is booming and doubts abound over the ability of supply to match the world’s appetite. What goes for crude oil also applies to the stuff squeezed out of vegetable matter.
The price of frying food and cooking has rarely been higher. Over past decade the price of vegetable oils has increased substantially. Like other commodities, prices hit records in 2008. The subsequent slmp is now forgotten: prices are back close to the peaks. Increasing demand and supply problems indicate that prices will not go down in the near future.
01. This passage is mainly about rising prices and
A) oil markets B) the world economy
C) vegetable oils D) asian markets
E) demand and supply problems
02. The passage suggests that-
A) crude oil prices are rising while vegetable oil prices are falling
B) both crude oil and vegetable oil prices are rising
C) both crude oil and vegetable oil prices are falling
D) Crude oil prices are falling while vegetable oil prices are rising
E) prices of crude oil and vegetable oils are going to stay the same in the future.
03. The antonym of ‘booming’ is –
A) explosive B) peaking
C) Slimming D) shrinking
E) growing
04. ‘Substantially’ in line 5 is –
A) an adjective B) an adverb
C) a noun D) a gerund
E) a participle
05. A synonym of ‘subsequent’ is –
A) antecedent B) recent
C) consequent D) current
E) existent
Choose the correct options
06. The government has extended a warm welcome _____ the visiting delegation.
A) to B) for
C) with D) among
E) through
07. Identify the incorrect spelling-
A) contamination B) conjunction
C) connection D) commotion
E) conotation
08. Choose the correct verb from: Marine biologists are concerned about the effects of untreated sewage that____ into costal water.
A) flow B) flows
C) is flowing D) flowed
E) flown
09. To markdown price is to –
A) make them remarkable B) reduce them
C) deemphasize them D) make them outstanding
E) depress them
10. Choose the correct word for the following sentence: The teacher _____ student evaluations were the highest won an award.
A) which B) whose
C) whom D) who
E) whosoever
11. The opposite of ‘inflation’ is –
A) strangulation B) stagflation
C) depression D) deflation
E) expansion
12. Choose the correct verb form : “Central bankers _____ themselves ready to tackle the problems likely to be caused by falling share markets. “
A) had shown B) having shown
C) have had shown D) has shown
E) have shown
13. A mediator is –
A) a thoughtful person
B) a middle man
C) someone inclined to meditation
D) a media expert
E) a settler of disputes
14. Fill in the blanks-
______ Bangladesh has many new growth sectors, foreign investors are coming here in great numbers.
A) Why B) As a result
C) On account of D) Ever since
E) Because
15. The word ‘Gravity’ is
A) a noun B) an adverb
C) an adjective D) a verb
E) a gerund
Fill in the blanks with appropriate preposition (question 16 – 17)
16. The boy looked ____ his sick pet bird.
A) Up B) Over
C) Into D) On
E) After
17. You can have no excuse ______ behaving rudely.
A) of B) for
C) at D) on
E) with
18. Which is an adequate translation of “চক চক করলেই সোনা হয় না” –
A) All that glitters is not gold
B) Shining does not make a metal gold
C) Glittering is not alone for gold
D) All that is glittering is not being gold
E) Glitters are not gold
Pick the option that best completes the sentence (question 19 – 20)
19. The cyclist ______ he crossed the main street.
A) Looked with caution after
B) Had looked cautiously
C) was looked cautious when
D) looks cautious when
E) had looked cautiously when
20. Neither Jane nor her brothers _____ a consent form for tomorrow’s field trip.
A) need B) needs
C) is needing D) has need
E) are needing
21. Select the lettered pair that best express a relationship similar to that expressed in the original pair : EXPIATE : GUILT
A) canvass : support
B) adorn : appearance
C) testify : conviction
D) correct : error
E) preach : conversion
Choose the word that is closest in meaning to the keyword in italics (questions 22 – 23)
22. The bank charges an exorbitant rate of interest.
A) marvellous B) excessive
C) moderate D) increasing
E) fair
23. It was an indiscreet action on their part.
A) unfair B) secret
C) dishonest D) imprudent
E) hasty
24. Fill in the blanks with appropriate choice.
The government is considering _____ a new international airport.
A) to build B) building
C) to have built D) for building
E) that build
25. Choose the correct sentence.
A) We have many works to do in summer
B) We have much works to do in the summer
C) We have a lot of work to do in summer
D) We have a lot of works to do n summer
E) We have a lot of works to do in the summer
Answer
হিসাববিজ্ঞান
০১. একটি পণ্য ক্রয় – বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক হিসাবকালে একের বেশিবার ক্রয় করা সাপেক্ষে দাম বৃদ্ধির পরিস্থিতিতে মজুদ পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি অবলম্বন করলে মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে?
A) লিফো LIFO B) ফিফো FIFO
C) সাধারণ গড় D) ভারযুক্ত গড়
E) চলমান গড়
০২. কালান্তিক মজুদ পদ্ধতি (periodic inventory method) ব্যবহার করে এম্ন পণ্য ক্রয় -বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়ামিলে কোন হিসাবটি পাওয়া যাবে?
A) বিক্রয় – বাট্টা হিসাব
B) ক্রয় হিসাব
C) আন্তপরিবহন খরচ হিসাব
D) বিক্রিত পণ্যের হিসাব (Cost of Good Sold Account)
E) প্রারম্ভিক মজুদ হিসাব
০৩. একটি হিসাবকাল নীট বিক্রয়ের পরিমাণ ৭৮,০০০ টাকা, মোট লাভের হার ৪০%, নীট লাভের হার ২৫%। উক্ত হিসাবকালের ব্যবসায়ের পরিচালন খরচ কত?
A) ৩,১২,০০০ টাকা B) ১,১৭,০০০ টাকা
C) ১,৯৫,০০০ টাকা D) ৫,০৭,০০০ টাকা
E) ৪,২৯,০০০ টাকা
০৪. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ‘ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাব সরাসরি জমা’ কে –
A) নগদান বহিতে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে।
B) ব্যাংকের পাসবহি অনুসারে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে ।
C) নগদান বহির ব্যাংকের জেরের সাথে যোগ করতে হব।
D) ব্যাংকের পাসবই অনুসারে ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে ।
E) কোনো সমন্বয়ের দরকার নেই।
০৫. লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ (recording point of view) হতে ‘জাবেদা’ ‘ খতিয়ান’ – এর মধ্যে সম্পর্ক কী?
A) একটি আর একটির সাথে সম্পর্কযুক্ত (Related to each other)
B) একবারেই সম্পর্কযুক্ত নয়
C) খতিয়ানে লিপিবদ্ধকরণের উৎস হল জাবেদা
D) দুইটির প্রত্যেকটিই জের দেখায়
E) দুইটির প্রত্যেটিই আর্থিক বিবরণী প্রস্তুতের উৎস
০৬. একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবকাআলের প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ ১২,০০,০০০ টাকা, সমাপনি দিনে দায়ের পরিমাণ ২,০০,০০০ টাকা বেড়ে মোট ৯,০০,০০০ টাকায় দাঁড়িয়েছে। সমাপ্তি দিনে মালিকানা স্বত্বের পরিমাণ হল ৮,০০,০০০ টাকা। যদি ব্যবসায়টি উক্ত হিসাবকালে ২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে থাকে এবং মালিক নতুন করে ১,৭৫,০০০ টাকা বিনিয়োগ করে উক্ত হিসাবকালে মালিক কর্তৃক উত্তোলনের পরিমাণ কত?
A) শূন্য B) ৭৫,০০০ টাকা
C) ১,৫০,০০০ টাকা D) ২৫,০০০ টাকা
E) ১,২৫,০০০ টাকা
০৭. চলতি নয় এম্ন সম্পত্তির উপর বাৎসরিক অবচিতি (depreciation) ধার্য করার ভিত্তিমূল্য (base value) হল –
A) সম্পত্তি ক্রয় মূল্য
B) সম্পত্তির পুনঃস্থাপন মূল্য
C) সম্পত্তি আদায়যোগ্য মূল্য
D) সম্পত্তি কেনার সময় পরিশোধিত অথবা পরিশোধের জন্য দায়ের পরিমাণ
E) সম্পত্তিটি যে উদ্দেশ্যে কেনা হয়েছে তার জন্য মোট ত্যাগকৃত সম্পদ
০৮. একটি পণ্য প্রস্তুতকারী কোম্পানির একটি হিসাবকালে ৬,০০,০০০ টাকা মূল্যের মালামাল ক্রয় করে, যার মধ্যে ৪,০০,০০০ টাকার মালামাল প্রত্যক্ষ কাঁচামাল হিসাবে ৫০,০০০ টাকার মালামাল পরোক্ষ মালামাল হিসাবে উৎপাদনে ব্যবহার করে। কোম্পানি ৩,০০,০০০ টাকা প্রত্যক্ষ মজুরি, কারখানার ব্যবস্থাপকের ৫০,০০০ টাকা বেতন অ বিক্রয় ব্যবস্থাপকের ২০,০০০ টাকা বেতন প্রদান করে। অন্যান্য কারখানা খরচ ৪০,০০০ টাকা অবচিতিসহ মোট ২,৫০,০০০ টাকা। কোম্পনিটি কারখানা- উপরিব্যয় হিসাবে কত টাকা উৎপাদনে চার্জ করেছে?
A) ৩,৫০,০০০ টাকা B) ৩,১০,০০০ টাকা
C) ৩,৭০,০০০ টাকা D) ২,৮০,০০০ টাকা
E) ৩,৩০,০০০ টাকা
০৯. অনু অ তনু দুই অংশীদার একটি অংশীদারি কারবারে ৩ঃ২ হারে লাভ-ক্ষতি বণ্টন করে। ২০১০ সনের ১ জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদ্ব্য প্রারম্ভিক মূলধনের উপর ১০% সুদ পাবে এবং অনু মাসিক ১০০০ টাকা বেতন পাবে। ২০১০ সনে কারবারটি ২,০০,০০০ টাকা মোট মুনাফা করে। পরিচালন খরচ ৫০০০ টাকা। ২০১০ সনের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত?
A) ১,২৫,০০০ টাকা B) ১,১৩,০০০ টাকা
C) ১,৩০,০০০ টাকা D) ১,০০,০০০ টাকা
E) ১,১২,০০০ টাকা
১০. ইতঃপূর্বে অপলোপিত একটি কু-ঋন (bad debt already written off) থেকে যখন অপ্রত্যাশিতভাবে নগদ পাওয়া যায়, তখন-
A) দেনাদার একই থাকে B) দেনাদার কমে
C) খরচ বাড়ে D) নগদ একই থাকে
E) বিক্রয় বাট্টা বাড়ে
১১. কোনটি মোট মুনাফার (gross profit) শতকরা হার বাড়ায়?
A) ক্রয়ের পরিমান বৃদ্ধি B) খরচের হ্রাস
C) গ্রাহকের দীর্ঘকালীন ধার প্রদান D) বিক্রয়মূল্য বৃদ্ধিকরণ
E) পণ্যের ক্রয়মূল্য বৃদ্ধি
১২. একটি কোম্পানি কালীন মজুদ পদ্ধতি (periodic inventory system) অনুসরণ করে এবং তার ক্রয়-বিক্রয়ের জন্য কোনো ফেরৎ বা বাট্টা দেয় না অথবা তাতে জড়িত নয়। কোন পরিস্থিতিতে ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের সমান হয়?
A) প্রারম্ভিক মজুদ পণ্য শূন্য
B) সমাপনি মজুদ প্নন শূন্য
C) প্রারম্ভিক মজুদ পণ্য সমান সমাপনি মজুদ পণ্য
D) বিক্রয় প্রত্যাশার চেয়ে কম
E) সমাপনি মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বেশি
১৩. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
A) শেয়ারহোল্ডার B) কর্মচারী
C) ব্যবস্থাপনা D) ট্রেড ইউনিয়ন
E) সরকার
১৪. কোনটি লেনদেন নয়?
A) গ্রাহকের নিটক হতে অগ্রিম গ্রহন ৫০,০০০ টাকা
B) পরবর্তী মাসে পণ্য সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন করা হল এবং ১,০০,০০০ টাকা জমা দেওয়া হল
C) মাসিক ৩০,০০০ টাকায় একজন ব্যবস্থাপক নিয়োগ করা হল
D) ১০,০০০ টাকার সেবা প্রদান করা হল কিন্তু বিল করা হয় নি
E) এই বৎসরে ৮,০০০ টাকার মালামাল অপব্যয়িত
১৫. রেওয়ামিলে সাপ্লাই হিসাবে ১৫,০০০ টাকা দেখানো আছে। যদি বৎসর শেষে ৮,০০০ টাকার সাপ্লাই হাতে থাকে, তবে সমন্বয় জাবেদা হবে-
A) সাপ্লাই খরচ ডেবিট ৮,০০০ টাকা এবং সাপ্লাই ক্রেডিট ৮,০০০ টাকা
B) সাপ্লাই ডেবিট ৮,০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৮,০০০ টাকা
C) সাপ্লাই ডেবিট ৭,০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৭,০০০ টাকা
D) সাপ্লাই খরচ ডেবিট ৭,০০০ টাকা এবং নগদান ক্রেডিট ৭,০০০ টাকা
E) সাপ্লাই খরচ ডেবিট ৭,০০০ টাকা এবনহ সাপ্লাই ক্রেডিট ৭,০০০ টাকা
১৬. মালিকের মূলধন দায় হিসাবে গণ্য করা হয় কারণ আমরা অনুসরণ করি –
A) সত্তার নীতি B) প্রকাশের নীতি
C) চলমান নীতি D) মেটেরিয়ালিটি নীতি
E) আদায়ের নীতি
১৭. নিম্নের হিসাব সমুহ শুরু করার জন্য প্রারম্ভিক জাবেদার প্রয়োজন হয়-
A) রাজস্ব, খরচ ও সম্পত্তি
B) সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ব
C) সম্পত্তি,দায় ও মালিকের উত্তোলন
D) রাজস্ব, ব্যয় ও দায়
E) রাজস্ব , ব্যয় ও নীট সম্পত্তি
১৮. যন্ত্রপাতির সংযোজন একটি-
A) রাজস্ব জাতীয় খরচ B) মেরামত খরচে ডেবিট
C) ক্রয় হিসাবে ডেবিট D) মূলধন জাতীয় খরচ
E) বিলম্বিত রাজস্ব জাতীয় খরচ
১৯. বোনাস শেয়ার প্রাদান করা হলে শেয়ার হোল্ডারদের স্বত্বে দেখানো হয়-
A) পরিশোধিত মূলধন ও জমাকৃত অর্জন হতে কমানো হয়
B) শেয়ার প্রিমিয়ারে যোগ হবে
C) শুধুমাত্র জমাকৃত অর্জন হতে বাদ দিয়ে
D) শুধুমাত্র মূলধনের সাথে যোগ হবে
E) জমাকৃত অর্জন হতে বাদ যাবে এবং মূলধন সাথে যোগ হবে
২০. চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়?
A) ইনভেনটরি টার্নওভার B) সংগ্রহের গড় দিন
C) এসিড টেস্ট অনুপাত D) বিনিয়োগের উপর অর্জন
E) মুনাফার অনুপাত
২১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনী তহবিলে বলতে বোঝায়-
A) একটি নির্দিষ্ট কালের আয় ও ব্যয়ের পার্থক্য
B) একটি নির্দিষ্ট কালের নগদ গ্রহণ ও পরিশোধের পার্থক্য
C) একটি নির্দিষ্ট হিসাব কালের সম্পত্তি ও দায়ের পার্থক্য
D) একটি নির্দিষ্ট দিনের সম্পত্তি ও দায়ের পার্থক্য
E) মোট প্রাপ্ত দান
২২. অর্থ সংস্থান বিল লেখা হয়-
A) দেনাদারের প্রাপ্য মেটানোর জন্য
B) মূল্যবান প্রতিদানের বিপরীতে অর্থ উত্তোলনের জন্য
C) ধারে ব্যবসায় করার সুযোগ সৃষ্টি করার জন্য
D) কোনো প্রতিদান ছাড়া অর্থ উত্তোলনের জন্য
E) মেয়াদান্ত পর্যন্ত ধরে রাখার জন্য
২৩. ‘কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হল’- এর জাবেদা হবে-
A) বেতন ও ভাতা হিঃ ডেবিট, নগদান হিঃ ক্রেডিট
B) নগদান হিঃ ডেবিট ,বেতন ও ভাতা হিঃ ক্রেডিট
C) উৎসব বোনাস হিঃ দেবিত,বেতন হিঃ ক্রেডিট
D) বেতন হিঃ ডেবিট, উৎসব বোনাস হিঃ ক্রেডিট
E) উপরের কোনটাই নয়
২৪. ধারে বিক্রয় ৬০০ টাকা হিসাব ও দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। এর প্রভাব কী?
A) দেনাদার হিসাবের জের ১২০০ টাকা কম হয়েছে
B) দেনাদার হিসাবের জের ৬০০ টাকা কম হয়েছে
C) বিক্রয় ১২০০ টাকা বেশি ধরা হয়েছে
D) বিক্রয় ৬০০ টাকা বেশি ধরা হয়েছে
E) বিক্রয় হিসাব ০ দেনাদার উভয়ই ঠিক আছে
২৫. ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ৩০,০০০ টাকার একটি যন্ত্র কেনা হয় যার কার্যকরী আয়ুষ্কাল ১৫ বৎসর। ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে জমাকৃত অবচয় হিসাবের জের কত হবে ?
A) প্রায় ৪,৫০০ টাকা
B) প্রায় ৮,৩২৫ টাকা
C) প্রায় ১১,৫৭৬ টাকা
D) প্রায় ১৪,৩৪০ টাকা
E) প্রায় ১৬,২৩২ টাকা
উত্তর
ব্যবসায় নীতি ও প্রয়োগ
০১. বাংলাদেশে অংশীদারি ব্যবসায় —– সনের অংশীদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
A) ১৯১৩ B) ১৯৩২
C) ১৯৭২ D) ১৯৯৪
E) ২০০২
০২. অংশীদারি ব্যবসায় প্রসঙ্গে কোন বক্তব্যটি সঠিক নয়?
A) অংশীদারি চুক্তি অবশ্যই লিখিত হতে হবে
B) অংশীদারি ফার্মের নিবন্ধন বাধ্যতামূলক নয়
C) অংশীদারি ফার্মের দেনার জন্য প্রত্যেক অংশীদার ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে দায়ী থাকেন
D) একজন অংশীদার তার মালিকানার শেয়ার তৃতীয় কোনো পড়ে নিকট হস্তান্তর করতে পারে না
E) মূলধন বিনিয়োগ না করেও কোনো ব্যক্তি একটি অংশীদারি ফার্মের অংশীদার হতে পারে
০৩. কোন প্রতিষ্ঠানটি বানিজ্যে নিয়োজিত নয়?
A) ব্রাক ব্যাংক লিঃ
B) প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ
C) ঢাকা কোল্ড স্টোরেজ লিঃ
D) বাংলাদেশ রেলওয়ে
E) স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ
০৪. কোন অংশীদার অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করেন কিন্তু এর ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনা সক্রিয় অংশগ্রহন করেন না?
A) নিষ্ক্রিয় অংশীদার
B) নামমাত্র অংশীদার
C) আপাতদৃষ্টিতে অংশীদার
D) পরিমত অংশীদার
E) সাধারণ অংশীদার
০৫. একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্বন্ধে কোন উক্তিটি সত্য?
A) এটি গঠন করতে কমপক্ষে সাতজন সদস্যের প্রয়োজন হয়
B) শেয়ার ক্রয়ের আমন্ত্রন জানিয়ে সাধারণ জঙ্গনের নিকট এ কোম্পনিকে একটি বিবরণপত্র ইস্যু করতে হয়
C) এর ব্যবসায় পরিচালনায় কমপক্ষে তিনজন পরিচালকের প্রয়োজন হয়
D) এর শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না
E) ব্যবসায় শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র পেতে হলে এ কোম্পানিকে ন্যূনতম পুঁজি সংগ্রহ করতে হয়
০৬. দায়-দায়িত্বের বিবেচনায় কোন ধরণের ব্যবসায়টি সর্বোত্তম?
A) একক মালিকানাধীন ব্যবসায়
B) অংশীদারি ব্যবসায়
C) যৌথ পারিবারিক ব্যবসায়
D) পাবলিক লিমিটেড কোম্পানি
E) সমবায় সমিতি
০৭. একটি প্রাথমিক ব্যবসায় সমতির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে যথাক্রমে ____ এবং ____ ।
A) ২, ৫০ B) ৭ , ৫০
C) ১০ , ৫০ D) ৭, সীমাহীন
E) ১০ , সীমাহীন
০৮. ব্যবস্থাপনার জনক কে?
A) হেনরি মিন্জবার্গ
B) এফ.ডব্লিউ.টেলর
C) ডগ্লাস ম্যাকগ্রেগর
D) হেনরি ফেয়ল
E) ম্যাক্স ওয়েবার
০৯. _____ নীতির অর্থ হচ্ছে , একজন অধস্তন কর্মী একজন মাত্র বস্ থাকা উচিত।
A) কর্তৃত্ব B) আদেশের ঐক্য
C) স্ক্যালার চেইন D) শৃঙ্খলা
E) নির্দেশনার ঐক্য
১০. জনৈক কর্মী একজন সহযোগিতা – মনোভাবাপন্ন ও বন্ধুসুলভ কর্তার অধীনে কাজ করতে চায়। মাসলোর প্রয়োজনীয় সোপান তত্ত্ব অনুযায়ী এক্ষেত্রে এ কর্মী কী ধরণের প্রয়োজন অনুভব করেছে?
A) জৈব B) নিরাপত্তা সংক্রান্ত
C) সামাজিক D) আত্মসম্মান সক্রান্ত
E) আত্মতুষ্টি সংক্রান্ত
১১. একজন ম্যানেজারের অধীনে কতজন কর্মী কাজ করবে তার নির্ধারণের বিষয়টি ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত?
A) পরিকল্পনা B) সংগঠিতকরণ
C) নেতৃত্ব প্রদান D) প্রেষণা প্রদান
E) নির্মাণ শিল্প
১২. পানি বা বায়ু থেকে সম্পদ উত্তোলন যে – শিল্পের অন্তর্ভুক্ত তা হল –
A) সেবা শিল্প B) উৎপাদনমুখী শিল্প
C) নিষ্কাশন শিল্প D) প্রজনন শিল্প
E) নির্মাণ শিল্প
১৩. কোনটি ‘তালিকাভুক্ত তফসিলি ব্যাংক’ নয়?
A) রূপালি ব্যাংক লিঃ
B) বাংলাদেশ ব্যাংক
C) ওয়ান ব্যাংক লিঃ
D) ডাচ্-বাংলা ব্যাংক লিঃ
E) প্রাইম ব্যাংক লিঃ
১৪. ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
A) যুক্তরাজ্য B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) জার্মানি D) জাপান
E) রুশ প্রজাতন্ত্র
১৫. বাণিজ্যিক ব্যাংকের কাজ হল?
A) মুদ্রার ইস্যু B) ঋণ নিয়ন্ত্রণ
C) গ্রাহকদের ঋণদান D) বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ
E) মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
১৬. নিকাশ ঘরের প্রধান কাজ-
A) আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তিকরণ
B) আমানত সংগ্রহ ও বাণিজ্যিক ব্যাংকের নিকট বিতরণ
C) মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করা
D) মুদ্রাবাজার গঠন করা
E) ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা
১৭. কোনটি চেকের পক্ষ নয়?
A) সরকার B) আদেষ্টা
C) প্রাপক D) অনুমোদনকারী
E) ধারক
১৮. ‘দা ইনস্যুরেন্স (এমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স’ পাস হয় –
A) ১৯৮৪ সালে B) ১৯৮৫ সালে
C) ১৯৯৪ সালে D) ১৯৯৫ সালে
E) ১৯৭৫ সালে
১৯. ‘ব্যাংক রেট’ নির্ধারণ করে-
A) বাণিজ্যিক ব্যাংক B) কৃষি ব্যাংক
C) কেন্দ্রীয় ব্যাংক D) বিশেষায়িত ব্যাংক
E) অর্থ মন্ত্রণালয়
২০. কোন তহবিলটি ব্যাংকের ‘বিপদের বন্ধু’ হিসাবে পরিচিত?
A) সংরক্ষিত তহবিল B) কল মানি
C) ফিক্সড ডিপোজিট D) চলতি তহবিল
E) পরিশোধিত মূলধন
২১. পুঁজি বাজারের নীতি নির্ধারক কে?
A) স্টক এক্সচেঞ্জ B) বাংলাদেশ ব্যাংক
C) এস.ই.সি D) অর্থমন্ত্রণালয়
E) বিনিয়োগকারী
২২. কোন মন্ত্রণালয় বীমা ব্যবসায় পরিচালনা করে?
A) কমার্স B) শিক্ষা
C) অর্থ D) নৌ-পরিবহন
E) পরিকল্পনা
২৩. রপ্তানিকারকগণ জাহাজিকরণের পর নিম্নলিখিত কাগজ জাহাজ কোম্পানির থেকে পেয়ে থাকেন।
A) এয়ার ওয়ে বিল B) বিল অব লেডিং
C) চালান D) প্যাকিং লিস্ট
E) এক্সেপটেন্স লেটার
২৪. চেক ইস্যু করার তারিখ থেকে কত মাসের মধ্যে না ভাঙালে তা কার্যকর হয় না?
A) ৩ মাস B) ৬ মাস
C) ৯ মাস D) ১২ মাস
E) ১৮ মাস
২৫. ‘বিবরণ পত্রের বিকল্প বিবৃতি’ প্রকাশ করে-
A) কর্পোরেশন
B) রাষ্ট্রীয় কারবার
C) সমবায় সমিতি
D) পাবলিক লিমিটেড কোম্পানি
E) প্রাইভেট লিমিটেড কোম্পানি
উত্তর