Blow, Blow Thou Winter Wind (As You Like It)

blow blow though winter wind

প্রিয় পাঠক, Blow, Blow Thou Winter Wind কবিতাটি তোমাদের বইয়ের Unit 4, Lesson 2 তে Love and Friendship নামে রয়েছে। কবিতাটি বাস্তবে William Shakespeare এর বিখ্যাত নাটক As You Like It এর মধ্যে Amiens নামক এক চরিত্রের গাওয়া একটি ছোটগান। তুমি কি লক্ষ্য করেছ, কবিতাটির উপরে অধ্যায়ের সূচনার দিকে italics এ লেখা কয়েকটি লাইন আছে ? এসো লাইনগুলো দেখি :

লাইনগুলো কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে। তুমি কি জানো, এই লাইনগুলোই বাস্তবে কবিতাটির theme writing ?

লাইনগুলোর মাধ্যমে শ্রদ্ধেয় লেখকগণ তোমাকে কবিতাটির মূলভাব বা theme বোঝাতে চেয়েছেন। আর এভাবে শিরোনামহীন দেয়ার কারণ যেন তুমি মূল বিষয়টি উপলব্ধি করার পূর্বে মুখস্ত করতে উদ্যত না হও। এভাবেই আস্তে আস্তে বিভিন্ন আঙ্গিকে লেখা theme পড়তে পড়তে কবিতার theme বোঝা ও লেখাতে তোমাকে পারদর্শী হয়ে উঠতে হবে। Blow, Blow Thou Winter Wind এর আরো কয়েকটি Theme নিচে দেয়া হল।

Model Theme 1 : Blow, Blow Thou Winter Wind

This song (or poem) is actually a song sung by Amiens, a character in the play As you like it by William Shakespeare. The main theme of the poem is fake friendship. The speaker here compares human nature with the harsh winter wind to show the negative attributes of human beings. According to him a fake friend causes more pain than the harsh winter wind. The winter wind is bitter but the intensity of this bitterness is lesser than the ingratitude of a friend. The winter wind hurts for a short period of time but the betrayal of a friend is unforgettable. The sting of the winter wind is not unbearable but a friend’s ingratitude is hard to tolerate. 

Model Theme 2

The main theme of the poem (or, the short song) is the exposure of the ungrateful nature of the human heart. The forces of nature such as, winter wind and frosty sky cause great sufferings to mankind. But the ingratitude of friends and lovers generates greater grief and anguish due to its sheer perceptibility. The nature is harsh sometimes, but harsher is the sting of thankless attitudes in man that bites bitterly fading the intensity of winter.

প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই মডেল Theme গুলো কখনোই মুখস্ত করার জন্য নয়। বরং কবিতাটির Theme বুঝার জন্য। তুমি পরীক্ষায় লেখার জন্য অবশ্যই এগুলো মুখস্ত করবে না, বরং, এগুলো পড়ে নিজের মত করে একটি লিখবে। প্রয়োজনে, বাসায় নিজের মত করে লিখে সেটি শিক্ষককে দেখাবে। তারপর সেটি সংশোধন করে পরীক্ষায় লিখবে। কিন্তু কখনোই, অন্যের লেখা হুবহু লিখবে না। এতে তোমার মেধা বিকাশের পথ শুরুতেই রুদ্ধ হয়ে যাবে।

HSC First Paper পরীক্ষার জন্য English For Today (Class 11-12) বইয়ের আরো কবিতার theme পড়তে ক্লিক কর এখানে।.

The Traffic Police Poem

The Traffic Police Poem

প্রিয় HSC শিক্ষার্থী বন্ধু, এই মডেল Theme গুলো কখনোই মুখস্ত করার জন্য নয়। বরং কবিতাটির Theme বুঝার জন্য। The Traffic Police poem এর কয়েকটি Theme নিচে দেয়া হল। কবিতাটি তোমাদের বইয়ের Unit 2, Lesson 3 এ বিদ্যমান।

Model Theme 1 (Level : Easily Suitable for Most HSC Students)

Dutifulness and responsibilities of a traffic policeman is the main theme of the poem “The Traffic Police”. In this poem, the policeman says that he carries out his duty regardless of the weather being good or bad, sunny or rainy. Whether his head aches or cars hurt does not matter to him because he cares for the people’s safety first and foremost. He knows that a moment of his heedlessness can cause fatal accidents. So he remains vigilant and stands erect like a fiddle just to serve the people on the road. Thus the poem portrays the joys and sorrows of a traffic policeman.

Model Theme 2 (Level : High Performing Students)

The main theme of the poem is the responsibilities performed by a traffic police amidst numerous setbacks and considerable dangers in the execution of his duty. A traffic police has to carry out his tasks at the centre of chaotic roads and reckless vehicles to ensure the safety and security of people. He stands firm and vigilant, facing bitter rain, blistering heat and constant threats of accident. Though his job is soul-tiring, sweat-jerking and often life-endangering, only few people acknowledge and fathom the ineffable sacrifices he makes for us.

প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি পরীক্ষায় লেখার জন্য অবশ্যই এগুলো মুখস্ত করবে না, বরং, এগুলো পড়ে নিজের মত করে একটি লিখবে। প্রয়োজনে, বাসায় নিজের মত করে লিখে সেটি শিক্ষককে দেখাবে। তারপর সেটি সংশোধন করে পরীক্ষায় লিখবে। কিন্তু কখনোই, অন্যের লেখা হুবহু লিখবে না। এতে তোমার মেধা বিকাশের পথ শুরুতেই রুদ্ধ হয়ে যাবে।

HSC First Paper পরীক্ষার জন্য English For Today (Class 11-12) বইয়ের আরো কবিতার theme পড়তে ক্লিক কর এখানে।

The Lake Isle of Innisfree by Y. B. Yeats

The Lake Isle of Innisfree by Y. B. Yeats

Theme of the Poem

প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই মডেল Theme গুলো কখনোই মুখস্ত করার জন্য নয়। বরং কবিতাটির Theme বুঝার জন্য। তুমি পরীক্ষায় লেখার জন্য অবশ্যই এগুলো মুখস্ত করবে না, বরং, এগুলো পড়ে নিজের মত করে একটি লিখবে। প্রয়োজনে, বাসায় নিজের মত করে লিখে সেটি শিক্ষককে দেখাবে। তারপর সেটি সংশোধন করে পরীক্ষায় লিখবে। কিন্তু কখনোই, অন্যের লেখা হুবহু লিখবে না। এতে তোমার মেধা বিকাশের পথ শুরুতেই রুদ্ধ হয়ে যাবে। The Lake Isle of Innisfree by Y. B. Yeats এর কয়েকটি Theme নিচে দেয়া হল।

Model Theme 1 (Level : Easily Suitable for Most HSC Students)

The main theme of the poem is the poet’s longing for peace and tranquility. The poet wants to go to Innisfree, a place devoid of the chaos and commotion of daily life. He wants to be in touch with nature to achieve the peace and calmness he desires. And he is certain that he will be able to lead a peaceful life being in touch with nature if he lives alone in Innisfree. He prefers nature to city to live in because he knows that only nature can bring peace and harmony to man. That is why the poet wants to escape from city life to Innisfree, a peaceful and beautiful place, and build his dream home there.

written by M.Ghaji

Model Theme 2 (Level : Undergraduate or High Performing HSC Students)

The main theme of the poem is the speaker’s quest for unruffled serenity in the lap of nature. The speaker desires to live in a small hut near the lake isle of Innisfree abandoning the troubling bustles of city life. Since nature has profuse healing power, he wants to turn his turbulent heart into a peaceful one, being in touch with every object of nature- from buzzing bees to fluttering birds. The tranquil aura and the enshrouded beauty of the lake will bring long-cherished peace to his disturbed soul. The desire to attain this exhilarating calmness is so intense in him that the sound of the lake whispers into the speaker’s heart. At the time of trouble, he revives past memories of the lake he has in his heart to get utmost consolation.

written by Night-in-Gale

To know about the poet William Butler Yeats click here.

HSC First Paper পরীক্ষার জন্য English For Today (Class 11-12) বইয়ের আরো কবিতার theme পড়তে ক্লিক কর এখানে।.