ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৬-২০০৭)
বাংলা
01. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির স্তবকসংখ্যা-
(ক) চার (খ) পাঁচ
(গ) ছয় (ঘ) সাত
02. ‘অমেয়’ অর্থ –
(ক) অমৃত (খ) মলিন
(গ) অনেক (ঘ) অপরিমেয়
03. ‘মিত্তির’ শব্দ সৃষ্টির কারণ-
(ক) স্বরভক্তি (খ) স্বরসঙ্গতি
(গ) অপিনিহিত (ঘ) অভিশ্রুতি
04. ‘I can not count on you’ এর বঙ্গানুবাদ কোনটি?
(ক) আমি তোমাকে মানতে পারছি না
(খ) তুমি আমার গণনার মধ্যে নও
(গ) আমি তোমার ওপর ভরসা করতে পারি না
(ঘ) আমি তোমাকে গন্য করি না
05. ‘প্রলয়’ শব্দের প্র উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়?
(ক) বিপরীত (খ) গতি
(ঘ) আধিক্য (ঘ) প্রকৃষ্ট
06. যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে বলা হয়-
(ক) লিপিকর (খ) কুসীদজীবী
(গ) নকল বাজ (ঘ) কুম্ভীলক
07. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) তুর্কি (খ) আরবি
(গ) উর্দু (ঘ) ফারসি
08. ‘এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ।’ এ চরণের ‘টুকু’ অংশটির ব্যাকরণিক নাম-
(ক) প্রত্যয় (গ) অনুসর্গ
(গ) উপসর্গ (ঘ) পদাশ্রিত নির্দেশক
09. ‘রাশি রাশি ভারা ভারা’ শব্দের এরূপ ব্যবহারকে বলে-
(ক) পুনরুক্তি (খ) অলঙ্কার
(গ) ক্রিয়া বিশেষণ (ঘ) নির্ধারক
10. ‘দ্রাঘিমা’ শব্দের প্রকৃতি-প্রত্যয়-
(ক) দৈর্ঘ্য + ইমন (খ) দীর্ঘ + ইমন
(গ) দৈর্ঘ্য + মা (ঘ) দীর্ঘ + মা
11. বহুব্রীহি সমাস ধারা নিষ্পন্ন শব্দ-
(ক) রাজেন্দ্র (খ) গায়েপড়া
(গ) পকেটমার (ঘ) হৃতসর্বস্ব
12. ‘সূর্য’ এর সমার্থক শব্দ-
(ক) বিবস্বান (খ) মরুৎ
(গ) উরগ (ঘ) ক্ষিতি
13. ‘কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা’। এটিকে সরল বাক্যে রূপান্তর করলে হয়-
(ক) কাব্যজগতে আনন্দের নামই বেদানা
(খ) কাব্যজগতে আনন্দ-বেদনার নাম একই
(গ) কাব্যজগতে আনন্দ ও বেদনার নাম একই
(ঘ) কাব্যজগতে আনন্দের অপর নাম বেদনা
14. ‘জ্যৈষ্ঠ ভ্রাতার প্রহারে দিগ্বিদিগ জ্ঞানশূণ্য হইয়া সে ঊর্ধশ্বাসে ছুটতে লাগল।’ সাধুরীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
(ক) তিন (খ) চার
(গ) পাঁচ (ঘ) ছয়
15. ‘উলুখাগড়া’ বাগধারার অর্থ-
(ক) খড়কুটো (খ) দুর্বল ও ব্যক্তিত্বহীন
(গ) তুচ্ছ ব্যক্তি (ঘ) আপদ
16. ‘Postage’ শব্দের বাংলা পরিভাষা-
(ক) ডাক-সংক্রান্ত (খ) ডাকমাশুল
(গ) ডাকছাপ (ঘ) ডাকটিকিট
17. নিচের কোনটি সমধ্বনির দৃষ্টান্ত নয়?
(ক) চির-চীর (খ) কাদা-কাদা
(গ) আপন-আপণ (ঘ) বিশ-বিষ
18. ‘কাব্যের ঝুমঝুমি’ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত?
(ক) অর্ধাঙ্গী (খ) ভাষার কথা
(গ) সাহিত্যে খেলা (ঘ) একুশের গল্প
19. শামসুর রাহমানের ‘একটি ফটোগ্রাফ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
(খ) বিধ্বস্ত নীলিমা
(গ) এক ফোঁটা কেমন অনল
(ঘ) দুঃসময়ের মুখোমুখি
20. মৃত্যঞ্জয়ের আমবাগানের আয়তন-
(ক) দশ-পনের বিঘা (খ) কুড়ি-পঁচিশ বিঘা
(গ) পঁচিশ-তিরিশ বিঘা (ঘ) তিরিশ-চল্লিশ বিঘা
21. ‘জান্তা’ শব্দটি ব্যবহৃত হয়েছে কোন রচনায়?
(ক) সৌদামিনি মালো (খ) হৈমন্তী
(গ) অর্ধাঙ্গী (ঘ) সাহিত্যে খেলা
22.কবি যৌবনের মাতৃরূপের’র যেসব দৃষ্টান্ত দিয়েছেন, তার মধ্যে কোনটির উল্লেখ নেই?
(ক) আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া
(খ) হতাশার বুকে আশা জাগানো
(গ) দুর্দশাগ্রস্থদের জন্য ভিক্ষা করা
(ঘ) রাত জেগে রোগীর সেবা করা
23. ‘জীবন-বন্দনা’ কবিতায় কবি প্রথমে কার বন্দনা করেছেন?
(ক) অভিযাত্রীর (খ) বিপ্লবীর
(গ) বিজ্ঞানীর (ঘ) কৃষকের
24. ‘তাম্রশাসন’ বোঝায়-
(ক) কালো আইন
(খ) তামার পাতে লেখা আদেশ
(গ) জবরদস্তিমুলক শাসন
(ঘ) আরনের অনুশাসন
25. কোন রচনায় খরগোশের গল্পের উল্লেখ আছে?
(ক) বিলাসী (খ) সৌদামিনি মালো
(গ) একটি তুলসি গাছের কাহিনী (ঘ) একুশের গল্প
English
(Choose the best option to fill in the blank space/ spaces or complete the sentence where necessary).
Read the passage and answer questions 1-4:
Throughout human history, nearly all people were close to the soil. Therefore their lives were
profoundly affected by the alternation of winter and summer, by the coming and going’ of the full moon, and by the pattern of rain and drought and the annual harvest. Steadily the ever-expanding city replaced the countryside as the home of most of the world’s people, and the big cities now have dwarfed the biggest city of several hundred years earlier. In 1995 at least 25 cities each held more than seven million inhabitants.
01. In the passage the word ‘dwarfed’ means-
a. were smaller than b. made look smaller
c. are comparable to d. are not are big as
02. ‘Steadily the ever-expanding city replaced the countryside as the home of most of the world’s people’ means-
a. gradually the cities destroyed the village
b. gradually the cities took up all the space occupied
c. gradually more people started living in cities than in villages
d. people loved city life
03. The word ‘drought’ is closest in meaning to-
a. flood b. occasional rain
c. rainless period d. storm
04. According to the passage the lives of the people were-
a. greatly influenced by nature
b. little influenced by nature
c. somewhat influenced by nature
d. were not influenced by nature
05. He hates ___ the phone and very often lets it ___
a. attending, off b. answering, ring
c. ring, off d. holding, ring
06. Too many cooks……… the broth.
a. spoiling b. spoil
c. made d. brewed
07. The closest meaning of the word ‘progressive’ in the sentence “prof. Chowdhury is a progressive man.” is-
a. prosperous b. has progressed
c. aggressive d. open to changes
08. I found it difficult to convince the ticket inspector that I __ my ticket.
a. had lost b. will lose
c. have been lost d. have lost
09. Ever since I ___ to move to Dhaka, I __ whether the decision I took was the right one.
a. decided, had been worrying
b. have decided, shall worry
c. decided, worried
d. decided, have been worrying
10. By this time next month, the government resigned.
a. would have b. will have
c. will d. have
11. They wouldn’t let my sister in the theatre because she was_____ age.
a. below b. small
c. under d. young
12. I can’t quite ____ out what is written on the board.
a. make b. read
c. under d. fulfill
13. Which figure of speech do you find in the expression I wandered lonely as a cloud?
a. metaphor b. personification
c. simile d. imagery
14. These grapes _____ sour.
a. tasting b. are tasting
c. tastes d. taste
15. He learned to read and write quite _ in his life.
a. lately b. late
c. latest d. taste
16.A basket of apples __ been sold.
a. has b. have
c. having d. haven’t
17. Choose the correct spelling.
a. asurance b. assurance
c. assurence d. asurrence
18. What does the sentence, It is too cold to go swimming mean?
a. One should go to swim when it is
b. The weather is not to swim when it is too cold
c. One should not go swimming in cold weather
d. The weather is not suitable for swimming
19. Which word does not describe someone’s mood?
a. angry b. upset
c. clever d. happy
20. What is the best translation of the sentence: “সে তার ভাইয়ের মতো লম্বা নয়?”
a. He is not as tall like his brother
b. He is not tall enough
c. He is not taller than his brother
d. He is not as tall as his brother
21. Choose the antonym for the word “hostile”.
a. indifferent b. friendly
c. rude d. inimical
22. Had he __ anything he would have told me.
a. known b. knowing
c. knew d. knowledge
23. I took ___ walking, hoping __ lose some weight.
a. to, at b. for, to
c. in, to d. to, to
24. “sprightly dance” in Wordsworth’s poem on the “daffodils” refers to-
a. lively dance b. new dance
c. jocular dance d. shaky, dance
25. Which characteristic quality did M.K Rowlings find in jerry?
a. honesty b. bravery
c. integrity d. have lost
সাধারণ জ্ঞান
01.বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন-
(ক) শশাঙ্ক (খ) বখতিয়ার
(গ) বিজয় সেন (ঘ) গোপাল
02.লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রধান নেতা-
(ক) শেখ ইয়াসিন (খ) মুকতাদা আল-সদর
(গ) শেখ হাসান নসরুল্লাহ (ঘ) মাহমুদ আহমাদিনেজাদ
03.বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি প্রকাশিত হয় কোন সালে?
(ক) ১৯৯৬ (খ) ১৯৯৭
(গ) ২০০১ (ঘ) ২০০৫
04.শিল্প বিপ্লব সংঘটিত হয়-
(ক) সতের শতকে (খ) আঠার শতকে
(গ) উনিশ শতকে (ঘ) বিশ শতকে
05.অস্ট্রেলীয় ক্রিকেটদল কতবার চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করল?
(ক) একবার (খ) দুইবার
(গ) তিনবার (ঘ) পাঁচবার
06.যে সালে বাংলাদেশের পোশাক শিল্পে কোটা ব্যবস্থার বিলুপ্তি ঘটে –
(ক) ১৯৯৮ (খ) ২০০০
(গ) ২০০২ (ঘ) ২০০৪
07.কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
(ক) বৈদেশিক মুদ্রার লেনদেন (খ) শেয়ারে বিনিয়োগ
(গ) গ্রাহকের উপদেশ (ঘ) বিহিত মুদ্রার প্রচলন
08.জিনেদিন জিদান কতবার ‘ওয়ার্ল্ড ফুটবলার অব দি ইয়ার’ নির্বাচিত হয়েছেন?
ক) একবার (খ) দুইবার
(গ) তিনবার (ঘ) চারবার
09.ভেনিজুয়েলার প্রেসিডেন্ট-
(ক) হুগো চাভেজ (খ) ইভো মোরেল
(গ) নিকোলাস মদুরো (ঘ) ড্যানিয়েল অরটেল্
10.ব্রুনাই দারুস- সালাম যে দ্বীপে অবস্থিত-
(ক) বোর্নিও দ্বীপ (খ) মিন্দানাও দ্বীপ
(গ) সেলিবিস দ্বীপ (ঘ) সুমাত্রা দ্বীপ
11.২০০৬ সালে সংগীতে একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি-
(ক) বশীর আহমেদ (খ) ফেরদৌসী বেগম
(গ) মাহমুদুন্নবী (ঘ) আনোয়ারা উদ্দিন খান
12. ‘হাদীস’ শব্দের অর্থ-
(ক) কথা (খ) আদেশ
(গ) উপদেশ (ঘ) বক্তৃতা
13.কোন মহিলা আমেরিকার কংগ্রেসের স্পিকার নির্বাচিত হয়েছেন?
(ক) ন্যান্সি পেলোসি (খ) লরা বুশ
(গ) হিলারি ক্লিনটন (ঘ) ন্যান্সি রিগান
14.খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম-
(ক) কোর্ট অব ডিসিপ্লিন (খ) কোর্ট অব আরবিট্রেশন
(গ) কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স (ঘ) কোর্ট অব প্লে
15. ‘উত্তমাশা’ হলো একটি-
(ক) হ্রদ (খ) অন্তরদ্বীপ
(গ) দ্বীপ (ঘ) নাটক
16.জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০০৬ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
(ক) ১৪ কোটি ৪০ লক্ষ (খ) ১৪ কোটি ৪৪ লক্ষ
(গ) ১৪ কোটি (ঘ) ১৪ কোটি ৩০ লক্ষ
17. ‘মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি’ -বলেছেন?
(ক) আলেকজান্ডার (খ) সক্রেটিস
(গ) প্লেটো (ঘ) অ্যারিস্টটল
18. ‘জীবনবৃত্তান্ত’ – এর প্রচলিত নাম ‘কারিকুলাম ভিটাই’ কোন ভাষার শব্দ?
(ক) জার্মান (খ) ল্যাটিন
(গ) ফরাসি (ঘ) ইংরেজি
19.বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫-এ উন্নীত করা হয়?
(ক) একাদশ (খ) দ্বাদশ
(গ) ত্রয়োদশ (ঘ) চতুর্দশ
20. ‘দ্বান্দ্বিক বস্তবাদ’ তত্ত্বের প্রবক্তা-
(ক) লেনিন (খ) ফিদেল কাস্ত্রো
(গ) কার্ল মার্ক্স (ঘ) মাও সেতুং
21.কোন ব্যক্তি একাধারে গণিতবিদ, দার্শনিক ও সাহিত্যিক?
(ক) গ্যাটে (খ) মোপাসা
(গ) রাসেল (ঘ) রবীন্দ্রনাথ
22.বিটিআরসি-র পুরো নাম-
(ক) বাংলাদেশ টোব্যাকো রেগুলেটরি কমিটি
(খ) বাংলাদেস টেলিকম রেগুলেটরি কমিশন
(গ) ব্রিটিশ টেলিফোন রিসিভিং কাউন্সিল
(ঘ) বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিটি
23.ভোক্তার জন্য সর্বোত্তম বাজার-
(ক) একচেটিয়া বাজার (খ) কয়েকটি ফার্মের বাজার
(গ) প্রতিযোগিতামুলক বাজার (ঘ) দুটি ফার্মের বাজার
24.মিসর যে দেশের উপনিবেশ ছিল-
(ক) জার্মানি (খ) লেদারল্যান্ডস
(গ) পর্তুগাল (ঘ) ব্রিটেন
25.মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে-
(ক) ডেমোক্রেট (খ) লিবারেল ডেমোক্রেটস
(গ) রিপাব্লিকান (ঘ) লেবার পার্টি
26.ইউরোপীয় ইউনিয়নের যে দেশ এখনো ইউরো গ্রহণ করেনি-
(ক) ফ্রান্স (খ) জার্মানি
(গ) ইতালি (ঘ) ইংল্যান্ড
27. ‘অপারেশন ক্লিন হার্ট’ কোন সালের ঘটনা?
(ক) ২০০০ (খ) ২০০১ (গ) ২০০২ (ঘ) ২০০৩
28. ‘জুলু’ উপজাতি বাস করে-
(ক) ল্যাটিন আমিরিকায় (খ) দক্ষিণ আফ্রিকায়
(গ) ভারতে (ঘ) ফ্রান্সে
29.রাষ্টের প্রতি নাগরিকদের প্রধান কর্তব্য-
(ক) আইন মান্য করা (খ) ভোট দেওয়া
(গ) আনুগত্য প্রকাশ করা (ঘ) কর প্রদান করা
30.কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে?
(ক) ৭ মার্চ (খ) ২৬ মার্চ
(গ) ২৪ নভেম্বর (ঘ) ১ ডিসেম্বর
31.ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে?
(ক) ১৬.৫ কিমি (খ) ২০.৫ কিমি
(গ) ১৮ কিমি (ঘ) ১৯.৩ কিমি
32.কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক?
(ক) আগুনপাখি (খ) বরফগলা নদী
(গ) কাঁদো নদী কাঁদো (ঘ) খোয়াবনামা
33.নোবেল পুরস্কার বিজয়ী এশীয়দের মধ্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের স্থান কততম?
(ক) ২০ তম (খ) ২৫ তম (গ) ২৮ তম (ঘ) ৩০তম
34.বাংলাদেশ থেকে জাতিসংঘের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন-
(ক) খাজা কায়সার (খ) হুমায়ূন রশীদ চৌধুরী
(গ) বিচার বিএ সিদ্দিকী (ঘ) কর্নেল মুস্তাফিজ রহমান
35.বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয়-
(ক) ১ জানুয়ারি ১৯৯৩ (খ) ১ জানুয়ারি ১৯৯৪
(গ) ১ জানুয়ারি ১৯৯৫ (ঘ) ১ জানুয়ারি ১৯৯৬
36. “In the Line of Fire” গ্রন্থটির রচয়িতা-
(ক) ড. মনমোহন সিং (খ) ড. আবুল কামাল
(গ) জে. পারভেজ মোশারফ (ঘ) এয়ার মার্শাল (অবঃ) আসগর খান
37.২০০৬ সনে বুকার পুরস্কার বিজয়ী হয়েছেন-
(ক) কিরণ দেশাই (খ) সালমান রুশদি
(গ) অরুন্ধতী রায় (ঘ) তারিক আলী
38.UNDP সাম্প্রতিক রিপোর্টে কোন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য বাংলাদেশকে প্রশংসা করেছে?
(ক) নিরাপদ পানি ও শৌচ ব্যবস্থা (খ) নারী-পুরুষ সমতা
(গ) জনসংখা নিয়ন্ত্রণ (ঘ) প্রাথমিক শিক্ষা
39.কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল-
(ক) তিব্বতের মানস সরোবর হ্রদ
(খ) লামার মইভার পর্বত
(গ) মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ
(ঘ) সিকিমের পার্বত্য অঞ্চল
40.জাতিসংঘের অষ্টম মহাসচিব-
(ক) কফি আনান (খ) বুট্রোস ঘালি
(গ) সতীশ ধাওয়ান (ঘ) বান কি মুন
41.দ্বিতীয় আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণ সম্মেলন অনুষ্ঠিত হয় কানাডার কোন শহরে?
(ক) হ্যালিফ্যাক্স (খ) মন্ট্রিল
(গ) টরোন্টো (ঘ) অটোয়া
42.মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী?
(ক) ফ্রান্স (খ) ইতালি
(গ) অস্ট্রিয়া (ঘ) গ্রীস
43.আদমজি পাটকল বন্ধ হয়-
(ক) ৩০ জুন ২০০২ (খ) ২৮ আগস্ট ২০০৩
(গ) ২৬ মার্চ ২০০২ (ঘ) ৩০ জুলাই ২০০২
44.কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
(ক) সওগাত (খ) কল্লোল
(গ) মোহাম্মদী (ঘ) লাঙ্গল
45.চীনের মুদ্রার নাম-
(ক) ফ্রা (খ) ইউয়ান
(গ) তুয়ান (ঘ) ইয়েন
46.কোন সালে বাংলা ভাষাকে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
(ক) ১৯৫২ (খ) ১৯৫৩
(গ) ১৯৫৬ (ঘ) ১৯৬১
47.ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত?
(ক) বঙ্গ (খ) রাঢ়
(গ) বরেন্দ্র (ঘ) হরিকেল
48.ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে?
(ক)১৮৫৭ (খ) ১৮৫৮
(গ) ১৮৫৯ (ঘ) ১৮৬০
49.স্বাধীন দুর্নীতি দমন কমিশন কখন গঠিত হয়?
(ক) ২১ নভেম্বর ২০০৪ (খ) ২০ মার্চ ২০০৪
(গ) ৩০ এপ্রিল ২০০৪ (ঘ) ১৫ আগস্ট ২০০৪
50. ‘আলোকিত মানুষ’ তৈরির কর্মসূচি কোন সংগঠনের?
(ক) ব্র্যাক (খ) এশিয়াটিক সোসাইটি
(গ) বিশ্ব সাহিত্য কেন্দ্র (ঘ) গ্রামীণ ব্যাংক