Dhaka University D Unit 2017-2018

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮)

বাংলা

০১. নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছিলেন –

A) ভক্তি B) পরাবলম্বন

C) আত্মাবলম্বন D) শক্তি

 

০২. নিচের কোন কবিতাটি জসীমউদ্‌দীনের লেখা?

A) আসাদের শার্ট B) হুলিয়া

C) কবর D) নির্ঝরের স্বপ্নভঙ্গ

 

০৩. নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার উদ্দেশ্যে পুজা নিবেদন করেছিলেন?

A) অগ্নিদেবতা B) মহাদেব

C) ইন্দ্র D) ব্রহ্মা

 

০৪. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কাব্যনাট্যাংশে ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ চরণটি ব্যবহৃত হয়েছে – 

A) ছয়বার B) সাতবার

C) আটবার D) নয়বার

 

০৫. বঙ্কিমচন্দ্রের বক্তব্য অনুসারে যুক্তিতে পরাস্ত হলে সমাজের তথাকথিত বিজ্ঞলোকেরা কী করে?

A) ক্ষুদ্ধ আচরণ করে B) অপমানিত বোধ করে

C) উপদেশ প্রদান করে D) শঠতার আশ্রয় নেয়

 

০৬. ‘রক্তকরবী’ কোন ধরণের রচনা?

A) গান B) কবিতা

C) উপন্যাস D) নাটক

 

০৭. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় রুপসীর নাম কী?

A) মানিকমালা B) শঙ্খমালা

C) কঙ্কাবতী D) বনলতা

 

০৮. ‘নিশীথে অম্বরে মন্দ্রে জীমূতেন্দ্র কোপি’ এ চরণের ‘কোপি’র সমার্থক কোনটি?

A) বজ্র B) বিদ্যুৎ

C) আঘাত D) ক্রব্ধ

 

০৯. কোনটি প্রত্যয়ান্ত শব্দ?

A) লামা B) জামা

C) গামা D) হেমা

 

১০. ‘Once bitten, twice shy’ এর অর্থ কোনটি?

A) নেড়া কি কভু বেলতলা যায়?

B) অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট

C) অতি দর্পে হত লঙ্কা

D) দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ

 

১১. ‘তামাকু’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

A) আরবি B) ফারসি

C) পর্তুগিজ D) স্প্যানিশ

 

১২. কোনটি শুদ্ধ?

A) উৎ + ছাস = উচ্ছ্বাস

B) মনস্‌ + ঈষা = মনীষা

C) প্রতি + উষ = প্রত্যূষ

D) পুরঃ + কার = পুরস্কার

 

১৩. কোনটি শুদ্ধ উচ্চারণ নয়?

A) তীব্র – তিব্‌ব্রো B) শূন্য – শুন্‌ন

C) দুঃসাহস – দুশ্‌শাহোশ D) লক্ষ্য – লোক্‌খো

 

১৪. ‘এবার আমি পরীক্ষায় ভালো করেছি’ কোন কালের উদাহরণ?

A) সাধারণ অতীত B) পুরাঘটিত অতীত

C) পুরাঘটিত বর্তমান D) ঘটমান বর্তমান

 

১৫. ‘Charter’ শব্দের বাংলা পরিভাষা – 

A) বিজ্ঞপ্তি B) সনদ

B) ভাষ্য D) নথিপত্র

 

১৬. নিচের কোন বানানটি প্রমিত?

A) শিরঃচ্ছেদ B) শিরশ্ছেদ

C) শিরোশ্ছেদ D) শিরচ্ছেদ

 

১৭. নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?

A) সজল B) একগুঁয়ে

C) সুশ্রী D0 স্বপ্ন

 

১৮. ‘ট্যাক্স > ট্যাক্‌সো’ এটি কোন ধরণের ধ্বনির পরিবর্তন?

A) অন্ত্য স্বরাগম B) অভিশ্রুতি

C) ধ্বনি বিপর্যয় D) মধ্য স্বরাগম

 

১৯. ‘অবিবাহিত জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়েকে’ একশব্দে বলা হয় –

A)  অগ্রবিয়ে B) অগ্রদানি

C) পরদানি D) পরিবেদন

 

২০. ‘সংসর্প’ শব্দের অর্থ-

A) হিংস্র B) উদার

C) আঁকাবাঁকা D) উন্মুক্ত

 

২১. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?

A) দূরদৃষ্টি B) একত্রিত

C) পঞ্চভূত D) জবাবদিহি

 

২২. ‘এক যে ছিল রাজা।’ এ বাক্যে ‘যে’ এর ব্যাকরণিক নাম কী?

A) অনন্বয়ী অব্যয় B) বাক্যালংকার অব্যয়

C) পদান্বয়ী অব্যয় D) ধন্যাত্মক অব্যয়

 

২৩. কোনটি একাক্ষর শব্দ? 

A) কাকা B) চাচা

C) ভাই D) বোনাই

 

২৪. যদি বল, আসব। এটি কী ধরণের বাক্য?

A) ইচ্ছাসূচক B) প্রার্থনামূলক

C) কার্যকারণাত্মক D) অনুজ্ঞা

 

২৫. অভিধানে ‘ক্ষ’ বর্ণ কোথায় থাকে?

A) ‘খ’ বর্ণের পরে B) ‘ষ’ বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে

C) ‘হ’ বর্ণের পরে D) ‘ক’ বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে

 

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

C

A

A

C

D

B

D

D

A

D

B

B

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

C

D

B

D

A

D

C

B

B

C

C

D

 

 

English

Read the following passage and answer questions 1-5

When it comes to dealing with violence against vulnerable groups in society, such as children, legislation is one important tool that must be enacted to deter people from resorting to violence. In Bangladesh, there are laws providing protection for children, especially girls, but these laws have often proved to be ineffective either because of an absence of stricter clauses or lack of proper implementation. These have resulted in a surge in violence in recent times. Rape, gang-rape, torture, deaths and child marriage are only a few examples of violence-related cases. Formulating appropriate mechanism for the implementation of the Children Act 2013 has become an urgent need to improve legal protection of children. We must all be sensitized to the rights of children and must unite to create an environment of zero tolerance towards violence of any sorts – sexual, physical or psychological against children through the implementation of the Act.

 

The most appropriate title for the passage would be:

A) Violence against children B) The legal system of Bangladesh

C) Protecting children’s rights D) Children in Bangladesh

 

The antonym of ‘vulnerable’ is:

A) defenceless B) illiterate

C) poor D) guarded

 

The noun of ‘deter’ is:

A) deterrence B) deterrential

C) detention D) detour

 

Why has there been a rise in acts of violence against children in recent times?

A) Children are unaware of their rights in society

B) There are flawed laws in the bangladesh legal system to punish criminals for acts of violence against children

C) Juvenile justice remains slack in enforcing proper acting to protect children’s right

D) The legal system today sees children as the most neglected members of society.

 

‘Zero tolerance’ is:

A) A policy that measures intolerant behaviour of criminals on a scale that denotes zero as the negative reading

B) A policy that imposes strict punishment for offences with the intention of eliminating them

C) The penalty enforced against Juvenile delinquents

D) A legal term used for punishment within the armed forces

 

The police tried to blame the accident ____ the poor rickshaw puller.

A) for B) to

C) over D) on

 

This is the school which ____ .

A) I used to go B) I used to go to

C) I go D) I am going

 

Neither the teacher nor the students ____ to use this book again.

A) wants B) want

C) wanting D) is wanting

 

As I ____ Mr. Chowdhury’s behaviour towards me, I will not tolerate it anymore.

A) admire B) engage

C) detest D) initiate

 

Due to the continual noise from the street below, I couldn’t ____ what I was reading.

A) comprehend B) bother

C) pretend D) consider

 

Farhana speaks English fluently; ____, she knows French.

A) however B) since

C) although D) moreover

 

I think my brother has ____ his friends badly and displayed selfishness for a long time.

A) respected B) treated

C) acted D) protected

 

Germany has won the football match, ____?

A) has it B) hasn’t it

C) did it D) does it

 

The strength of Achilles was on his ____.

A) hill B) heal

C) Heel D) hell

 

The discovery of penicillin was a ____ event.

A) sensible B) sensational

C) senile D) sensitive

 

The Highway Agency warned drivers to be extra careful and to delay journeys if bad weather ____.

A) facilitate B) persists

C) hinders D) ceases

 

Left ____ himself, he would be able to complete the work in less than a month.

A) with B) on

C) by D) to

 

The correct synonym of ‘discrepancy’ in:

A) discreet B) discursive

C) disagreement D) discourse

 

The antonym of ‘viable’ is:

A) possible B) impracticable

C) vulnerable D) honourable

 

One who draws a map is called a ____.

A) compositor B) cartographer

C) apothecary D) curator

 

The meaning of the word ‘nocturnal’ is:

A) sleepy in the afternoon

B) occurring or active at night

C) sleepless during the day

D) passive during night

 

The correctly spelled word is:

A) escalater B) etherial 

C) estuary D) exquisite 

 

What is the meaning of the idiom ‘to follow your nose’?

A) to discover something

B) to follow your instinct

C) to smell something

D) to suspect a trick

 

‘A piece of cake’ means:

A) Something that is very easy

B) A slice of cake

C) An inexperienced person

D) A valueless act

 

The appropriate translation of the following sentence ‘শিক্ষক আমাদের দেরী করার জন্য বকলেন’ is:

A) Our teacher expelled us for being late

B) Our teacher detained us for being late

C) Our teacher punished us for being late

D) Our teacher told us off for being late

Answers

 

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

C

D

A

B

B

D

A

B

C

A

D

B

B

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

 

C

B

B

D

C

B

B

B

C

B

A

D

 

 

বাংলাদেশ বিষয়াবলি

০১. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

A) ২৫ মার্চ ১৯৭২ B) ২ ডিসেম্বর ১৯৯৭

C) ১২ জুলাই ১৯৯৬ D) ২ নভেম্বর ২০০১

 

০২. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

A) ৪.৮ কি.মি B) ৫.০৩ কি.মি

C) ৬.১৫ কি.মি D) ৭.০১ কি.মি

 

০৩. বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কত জিবিপিএস ব্যান্ডউইথ পাবে?

A) ১০০০ জিবিপিএস B) ১২০০ জিবিপিএস

C) ১৫০০ জিবিপিএস D) ২০০০ জিবিপিএস

 

০৪. বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নাম কী?

A) নাজমা চৌধুরী B) ড. শিরীন শারমিন চৌধুরী

C) মাহমুদা চৌধুরী D) শিরীন ওসমান চৌধুরী

 

০৫. বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে?

A) ১৯৯১ B) ১৯৯৪

C) ১৯৯২ D) ১৯৯৫

 

০৬. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি?

A) বেনাপোল B) হিলি

C) আখাউড়া D) সোনা মসজিদ

 

০৭. ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন??

A) এ. আর. মল্লিক B) এম. এন. হুদা

C) নুরুল ইসিওলাম D) তাজউদ্দীন আহমদ

 

০৮. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?

A) জহির রায়হান B) আলমগীর কবির

C) সুভাষ দত্ত D) খান আতাউর রহমান

 

০৯. জাতীয় যুবনীতি ২০১৭ অনুসারে যুবকদের বয়সসীমা কত?

A) ১২-২৪ বছর B) ১৫-২৫ বছর

C) ১৮-৩৫ বছর D) ২০-৩৮ বছর

 

১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স প্রদান করা হয়?

A) ফ্রান্সিস গারি B) অমিত চাকমা

C) প্রণব মুখোপাধ্যায় D) রলফ হিউয়ার

 

১১. ২০১৭ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

A) ১২০তম B) ১২৮তম

C) ১৩৭তম D) ১৪২তম

 

১২. ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?

A) ছয়দফা কর্মসূচিঃ বাঙালির দাবি

B) ছয়দফাঃ আমাদের বাঁচার দাবি

C) ছয়দফাঃ আমাদের সংগ্রামের দাবি

D) ছয়দফাঃ পূর্ব বাংলার বাঁচার অধিকার

 

১৩. ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কতগুলি আসনে বিজয়ী হয়েছিল?

A) ১৭০ B) ১৬৯৩

C) ১৬৭ D) ১৯৩

 

১৪. স্পারসো বাংলাদেশের কোথায় অবস্থিত?

A) চট্টগ্রাম B) বরিশাল

C) ঢাকা D) খুলনা

 

১৫. বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে?

A) কাজী ফারুক আহমেদ B) ফজলে হাসান আবেদ

C) শফিউল আজম D) আখতার হামিদ খান

 

১৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কার হাতে রয়েছে?

A) প্রধানমন্ত্রী B) রাষ্ট্রপতি

C) স্পিকার D) প্রধান বিচারপতি

 

১৭. নিম্নের কোনটির স্থপতি লুই আই কান?

A) শহিদ মিনার B) হাইকোর্ট

C) বাংলাদেশ জাতী সংসদ D) কার্জন হল

১৮. বাংলাদেশের সংবিধানের কোন ধারা অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান?

A) ৭ B) ২৭

C) ১১ D) ১৭

 

১৯. ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে?

A) ১৫ B ১৩

C) ১২ D) ১৪

 

২০. বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?

A) ৫০ B) ৩০

C) ৩৫ D) ৪৫

 

২১. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?

A) স্বন্দীপ B) ভোলা

C) সেন্ট মার্টিন D) হাতিয়া

 

২২. অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

A) হোসেন শহীদ সোহরাওয়ার্দী B) এ. কে. ফজলুল হক

C) বিধান চন্দ্র রায় D) খাজা নাজিমউদ্দিন

 

২৩. মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণ কবে ঘটে?

A) ১৯৯৪ B) ১৯৯৭

C) ২০০০ D) ২০০২

 

২৪. ‘একাত্তরের দিনগুলি’ বইটির লেখক কে?

A) সেলিনা হোসেন B) হুমায়ূন আহমেদ

C) হাসান আজিজুল হক D) জাহানারা ইমাম

 

২৫. ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার কত টাকা?

A) ৩ লাখ ৮০ কোটি টাকা B) ৪ লাখ ২৬৬ কোটি টাকা

C) ৫ লাখ কোটি টাকা D) ৫ লাখ ৬০০ কোটি টাকা

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

C

C

B

D

A

D

A

C

B

B

B

C

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

C

D

B

C

B

B

A

B

B

B

D

B

 

 

আন্তর্জাতিক বিষয়াবলি

০১. কিয়োটো প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

A) শান্তি B) কৃষি

C) বাণিজ্য D) পরিবেশ

 

০২. আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ কওরে?

A) ব্রিটেন B) ফ্রান্স

C) অস্ট্রেলিয়া D) কানাডা

 

০৩. ‘আই হ্যাভ এ ড্রিম’ শীর্ষক বক্তৃতা টি কার?

A) মাহাথির মোহাম্মদ B) নেলসন ম্যান্ডেলা

C) মার্টিন লুথার কিং D) মহাত্মা গান্ধী

 

০৪. ‘ইমোজি’ শব্দটি এসেছে কোন শব্দ থেকে?

A) ইংরেজি B) স্প্যানিশ

C) জাপানিজ D) ল্যাটিন

 

০৫. ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা কে?

A) জন লক B) প্লেটো

C) অ্যাারিস্টটল D) সক্রেটিস

 

০৬. হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম কি?

A) লিটল বয় B) ফ্যাট ম্যান

C) ব্যাটম্যান D) ফ্যাটি বয়

 

০৭. তিন (৩) বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল?

A) লোহিত সাগর B) বঙ্গোপসাগর

C) ভূমধ্যসাগর D) আরব সাগর

 

০৮. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী?

A) হাউজ অফ কমন্‌স্‌ B) সিনেট

C) হাউজ অফ লর্ডস D) হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ্‌স

 

০৯. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কী?

A) এলান লোম্যাক্স B) আসমা জাহাঙ্গীর

C) শিরিন এবাদি D) জেইদ রা’দ আল হুসেইন

 

১০. আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন কোন দেশের মধ্যে?

A) চীন ও যুক্তরাজ্য B) চীন ও যুক্তরাষ্ট্র

C) চীন ও রাশিয়া D) চীন ও ফ্রান্স

 

১১. ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

A) টোকিও B) রিও ডি জেনিরো

C) সাও পাওলো D) লন্ডন

 

১২. নওয়াজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হলো কেন?

A) মেমোগেট কেলেঙ্কারি B) ওয়াটারগেট কেলেঙ্কারি

C) পানামা পেপারস কেলেঙ্কারি D) বোফোর্স কেলেঙ্কারি

 

১৩. কোনটি আমস্টার্ডমভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান?

A) গ্রিন পিস B) দ্য সিয়েরা ক্লাব

C) ওয়ার্ল্ড ওয়াচ D) কোন সোয়ার্ম

 

১৪. নিম্নলিখিত কোন স্থানটি গাদ্দাফি-বিরধী আন্দোলনের জন্য বিখ্যাত হয়েছি/?

A) ব্লো স্কয়ার B) রাসেল স্কয়ার

C) গ্রিন স্কয়ার D) তাহরির স্কয়ার

 

১৫. ২০১৭ সালে ব্রিকস সামিট কোথায় অনুষ্ঠিত হয়?

A) বেইজিং B) জিয়ামেন

C) ন্যানজিং D) তিয়ানজিন

 

১৬. সর্বোচ্চ গ্রিন হাইজ গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি?

A) চীন ও যুক্তরাষ্ট্র B) ভারত ও চীন

C) চীন ও রাশিয়া D) সৌদি আরব ও ভারত

 

১৭. মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম কী?

A) নাথান কমিশন B) চিলকট কমিশন

C) আনান কমিশন D) কোনটিই নয়

 

১৮. কোন বিখ্যাত নেতার মরদেহ এখনো সংরক্ষণ করা আছে?

A) কার্ল মার্ক্স B) উড্রো উইলসন

C) হো চি মিন D) ভ্লাদিমির ইলিচ লেনিন

 

১৯. হুথি কোন দেশের বিদ্রোহী গ্রুপ?

A) ইয়েমেন B) সোমালিয়া

C) নাইজেরিয়া D) লিবিয়া

 

২০. সম্প্রতি উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ভুখন্ডে আঘাত হানার হুমকি দিয়েছে?

A) ভার্জিন আইল্যান্ডস B) পুয়ের্তো রিকো

C) আমেরিকান সামোয়া D) গুয়াম

 

২১. ভারতের মোদি সরকার কর্তৃক ঘোষিত অবৈধ মুদ্রামান কোনটি?

A) ৫০০ রুপি B) ৫০ রুপি

C) ১০০ রুপি D) ২০০ রুপি

 

২২. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কে?

A) অরুন্ধতী রায় B) কাজু ও ইশিগুরো

C) পাবলো নেরুদা D) টনি মরসন

 

২৩. ‘ইন্ডিয়া হাইজ’ কোথায়?

A) ভারত B) নেপাল

C) বাংলাদেশ D) যুক্তরাজ্য

 

২৪. ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে-

A) ভারত, চীন ও নেপাল B) চীন, ভারত ও ভুটান

C) চীন, ভারত ও পাকিস্তান D) আফগানিস্তান, ভারত ও চীন

 

২৫. স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য বর্তমানে আন্দোলন করছে?

A) তারাগোনা B) সেভিল

C) কাতালোনিয়া D) জিরোনা

 

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

D

A

C

C

B

A

C

B

D

A

B

C

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

C

B

A

C

D

A

D

A

B

D

B

C

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *