Dhaka University B Unit 2010-2011

ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১০-২০১১)​

বাংলা

01. “বানি” কী?

(ক) কথা                              (খ) বেনে 

(গ) গয়না তৈরির মজুরি     (ঘ) বায়না 

 

02. ‘তুমি না সেদিন আবৃত্তি করেছিলে?-এখনে ‘না’ কেন অর্থে ব্যবহৃত?

(ক) সন্দেহ (খ) বিস্ময়

(গ) অনুমান     (ঘ) নিশ্চয়তা

 

03.স্বগতোক্তিতে কথা বলেন-

(ক) একজন     (খ) দুজন

(গ) তিনজন (ঘ) চারজন 

 

04. ’শবল’ শব্দের অর্থ-

(ক) শববাহক        (খ) গাইতি 

(গ) শক্তিমান         (ঘ) বহুবর্ণিল 

 

05. ‘চত্বারিংশ’ শব্দটি কেন সংখ্যাজ্ঞাপক?

(ক) চুয়াল্লিশ     (খ) চল্লিশ 

(গ) চৌত্রিশ      (ঘ) চব্বিশ 

 

06.ইংরেজি ভাষা থেকে আগত শব্দগুচ্ছ-

(ক) দারোগা, কেদারা, ক্লাব 

(খ) জাঁদরেল, আরদালি, বোতল 

(গ) বকেয়া, বাহাদুর, রেস্তোরাঁ 

(ঘ) কুর্সি, কেতলি, কাবাব

 

07.ঠিক বিপরীত শব্দযুগল-

(ক) অনন্ত- সান্ত (খ) আশ্রয়- প্রশ্রয়

(গ) উত্তম- মধ্যম      (ঘ) জলচর- খেচর 

 

08. ‘Key-Note’ এর যথার্থ-

(ক) গুরুত্বপূর্ণ (খ) চাবিকাঠি 

(গ) মূল্ভাব          (ঘ) টীকা- টিপ্পনি 

 

09.He has broken with his friend. বাক্যটির বাংলা-

(ক) সে তার বন্ধুকে বিদায় করে দিয়েছে। 

(খ) সে তার বন্ধুর বিশ্বাস ভঙ্গ করেছে।

(গ) সে তার বন্ধুকে আঘাত করেছে।

(ঘ) সে তার বন্ধুর সংঘে ঝগড়া করেছে।

 

10. ‘শিং ভেঙে বাছুরের দলে’ প্রবাদটির অর্থ-

(ক) দলত্যাগ             (খ) বয়স্ক ব্যক্তির ছেলেমানুষি 

(গ) নিস্ফল পরিশ্রম (ঘ) অকারণে ঝামেলায় পড়া 

 

11. ‘বিনয়ভূষনের তনয় সুকেশিনী নন্দিতা উড়োজাহাজের আবিষ্কারকের নাম পরিস্কাররূপে বলিতপ না পারায় পুরস্কারটি হারাল।’ চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা –

(ক) পাঁচটি       (খ) ছয়টি 

(গ) সাতটি       (ঘ) আটটি 

 

12. ‘রাত্রির শেষ ভাগ’ এক কথায় কী হবে? 

(ক) মহানিশা   (খ) যামিনী 

(গ) পররাত্র     (ঘ) রাত্রিশেষ 

 

13. ‘অনতিবিলম্বে সম্রাট সৈন্য সমভিব্যাহারে দুর্গম মরুপথে অভিযান করলেন।’ বাক্যটিতে উপসর্গ রয়েছে-

(ক) নয় (খ) ছয় (গ) সাত (ঘ) আট

 

14. ‘গদ্যভাষায় রচিত এ গ্রন্থে লেখকের আধুনিক মনোভাব, পরিমিতিবোধ, সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও শৈল্পিক সচেতনতার পরিচয় পাওয়া যায়।’ বাক্যটিতে বিশেষণ রয়েছে?

(ক) চারটি   (খ) পাঁচটি

(গ) ছয়টি    (ঘ) সাতটি 

 

15. ‘মরো, নইলে বাঁচার মতো বাঁচো।’ বাক্যটি-

(ক) যৌগিক  

(খ) সরল 

(গ) সংকোচক অব্যয়যুক্ত জটিল  

(ঘ) সংযোজক অব্যয়যুক্ত জটিল

 

16. ‘সন্ধি’ শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায়?

(ক) সন্ধি      (খ) প্রত্যয় 

(গ) সমাস    (ঘ) উপসর্গ 

 

17. ‘হেলাল’ শব্দের সমার্থ-

(ক) রাকা   (খ) আদিত্য 

(গ) অংশুমান (ঘ) ফাল্গুনী 

 

18.’কূর্ম অবতার’ বোঝায়-

(ক) অসহায়         (খ) সংকীর্ণচিত্ত 

(গ) অভিজাত       (ঘ) অলস 

 

19.বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়-

(ক) ড্যাশ      (খ) সেমিকোলন 

(গ) কমা        (ঘ) কোলন 

 

20.সংলাপনির্ভর রচনা-

(ক) তাহারেই পড়ে মনে   (খ) বঙ্গভাষা 

(গ) কবর                           (ঘ) একটি অটোগ্রাফ 

 

21. ‘তরুছায়ামসী-মাখা’ কোন রঙের প্রসঙ্গ?

(ক) মেটে (খ) সবুজ 

(গ) কালো   (ঘ) ধূসর

 

 

22. ‘কড়িকাঠ’ কোথায় থাকে?

(ক) মেঝেতে      (খ) জানালায় 

(গ) দরজায়        (ঘ) ছাদে 

 

23. ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?’-রাত  পোহাবার চরণাংশের ব্যঞ্জনার্থ-

(ক) সকাল হবার                (খ) প্রতীক্ষা শেষ হবার 

(গ) দুঃসময় কেটে যাবার (ঘ) বিরক্তির অবসান হবার 

 

24.কলকাতার সড়ক বা মহল্লা নয়-

(ক) ব্লকম্যান লেন     (খ) লারমিনি স্ট্রিট 

(গ) খালাসি পট্ট          (ঘ) সৈয়দ সালেহ লেন 

 

25. ‘মুহুরি হাকিমের দিকে চাহিয়া বলিল, ধর্মাবতার! সাক্ষী বড় সেরকশ।’ সেরকশ শব্দের অর্থ-

(ক) দক্ষ            (খ) বেয়াড়া 

(গ) বোকা         (ঘ) খেয়ালি 

 

প্রশ্ন 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

উত্তর 

প্রশ্ন 

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

উত্তর 

ক,খ

 

 

English

Read the paragraph and answer question 1-7. 

Since a writer’s main purpose is to explain things clearly, description is an important aid. TO add liveliness to an essay, descriptive details are necessary to create a clear, unified impression of an object or a scene. As a technique in writing, description matches the kinds of details we see in vivid and effective photographs. Good descriptive writers help the reader to ‘see’ objects, scenes and even moods by means of language.

 

01.The most suitable title for the passage would be

a. Importance of Description in Writing

b. Good Writing

c. Effective Language in Writing 

d. Technique of Writing 

 

02.A writer’s main purpose is to 

a. express himself            b. discuss his ideas 

c. explain things clearly   d. show things precisely 

 

03. “unified impression” means

a. single thought     b. diverse thoughts

c. single image d. complete image 

 

04. Which mode is adopted by a successful writer?

a. descriptive       b. argumentative 

c. photographic   d. symbolic 

 

05. “Liveliness” in the paragraph stands for __.

a. clarity         b. charm

c. vividness    d. attractiveness 

 

06. “description” should be like _

a. photographic details   b. nature 

c. a picture                      d. a painting 

 

07.What helps a writer to make his writing interesting?

a. precision       b. description 

c. objective       d. rationality 

 

08. “Land me your ears” means 

a. let me check your ears 

b. let me whisper into your ears 

c. listen to me 

d. come close to me 

 

09.I ____ to meet you ever since I read your first novel.

a. hope   b. have hoped 

c. have been hope d. am hoping 

 

10.What part of speech is ‘extraordinary’? 

a. noun         b. verb

c. adjective d. adverb 

 

11.The driver stopped the car just ____ time to avoid a collision. 

a. at b. by c. of d. in 

 

12.Choose the proper translation of আমি যদি তোমার জায়গায় হতাম

a. If  I were in your shoes 

b. If I was in your condition 

c. If I was in your situation 

d. If I was in your place 

 

13.Choose the correct sentence :

a. Neither of the roads lead to the railway station

b. Neither of the roads leads to the railway station

c. Neither of the roads are leading to the railway station

d. Neither roads are led to the railway station

 

14.There is _ hope of his recovery.

a. many     b. little

c. very       d. few

 

15.Noise pollution cannot be _,_____.

a. easy, avoid        b. easily, avoided 

c. easily avoid      d. easier, avoided 

 

16.He is ____ punctual ____ efficient.

a. neither, but      b. very, but

c. either, or          d. neither, nor 

 

17.Frequent closures of universities badly _ academic progress. 

a. affect b. effect

c. effects    d. damages 

 

18.How many engineering ____ ____ there in Bangladesh?

a. university, is                 b. universities, are 

c. universities, is              d.  University, are 

 

19.I will not go _ I am invited.

a. because b. lest

c. unless      d. otherswise 

 

20.She could have been more discreet, ____.

a. didn’t she?     b. can’t she?

c. won’t she?     d. couldn’t she?

 

21.Have you ever____ _ ____ Sundarbans?

a. looked, on, to     b. travelled, within, forest 

c. seen, or, been     d. been, to, the 

 

22.Which two things of nature does Robert Herrick find similar to human beings and daffodils?

a. rising sun, moon 

b. summer’s rain, mornings dew

c. spring, summer 

d. hasting day, even song 

 

23.Education ____ our mind.

a. shrinks       b. emoboldness

c. enlightens d. ennobles 

 

24.In Shelly’s   “Ozymandias”  the words, ‘My name is Ozymandias,  king of kings’ are inscribed  on 

a. the visage of the statue

b. the pedestal of the statue

c. the hand of the statue

d. the sand of the antique land 

 

25.In “ Under the Greenwood tree” the tree refers to____

a. nature b. forest

c. sun        d. a big tree

  

que

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

ans 

a

c

d

a

c

a

b

c

b

c

d

a

b

que

14

15

16

17

18

19

20

21

22

23.

24

25

 

ans

b

b

d

a

b

c

d

d

b

d

b

a

 

      

 

Elective English

(Answer each question by choosing the best option.) 

Read the following passage carefully and answer questions 1-7

The art of asking oneself critical questions that lead either to new answers or to genuine revitalizing of old answers may not be entirely amenable to instruction. But it is a necessary art nonetheless, for any person who wants to be free. It is an art that all philosophers have tried to pursue, and many of them have given direct guidance in how to pursue it. Needless to say; it is an art the pursuit of which is never fully completed. No one thinks for himself or 

herself very much of the time or in very many subjects- Yet the habitual effort to ask the right 

critical questions and to apply rigorous tests to our hunches is a clearer mark than any other of an educated person.

 

01.The word ‘critical’  in the paragraph means 

a. disapproving   b. dangerous 

c. important        d. uncertain 

 

02. ‘revitalizing’ means

a. making important 

b. imbuing with new life 

c. renewing 

d. innovating 

 

03. ‘amenable’ to instruction means

a. capable of being trained 

b. unable to be trained 

c. unwilling to be trained 

d. eager to be trained 

 

04. The word ‘hunch’ means

a. knowledge   b. push 

c. hump           d. intuition 

 

05.According to the passage, philosophers are 

a. important 

b. not important 

c. sometimes important 

d. sometimes misguiding 

 

06. In the passage the word ‘art’ is used to mean 

a. an aesthetic object b. an ability 

c. a quality                  d. intelligence 

 

07. According to the passage an educated person 

a. has the right ideas

b. knows the right questions 

c. asks questions and test his/her ideas

d. is important to society 

 

08. “A laconic speech” is

a. a piece of advice    b. an angry speech 

c. a sermon d. a concise speech

 

09. Readers who have eclectic tastes in literature 

a. read strange books 

b. read a wide variety of books 

c. read books on just one topic 

d. do not read books 

10. “Raj wasn’t the paragon of virtue Rashida had expected” means

a. Rashida was disappointed in Raj 

b. Rashida was happy with Raj 

c. Rashida was not disappointed in Raj

d. Rashida approved of Raj 

11. Choose the one which does not fit in

a. sonnet  b. ode

c. stanza d. elegy 

12. ‘impermeable’ means 

a. that which cannot be permitted 

b. not lasting long

c. hard to break

d. not allowing a liquid to pass through 

13.I saw ____ one-eyed man begging for alms.

a. lonely b. a

c. an d. only

14. “To be or not be, that is the question”  occurs in ____.

a. Macbeth   b. King lear

c. Othello d. Hamlet 

15. “War and peace” was written by-

a. Chekhov b. Gorky

c. Tolstoy     d. Dostoyevsky 

16. What does “note of dissent” mean?

a. disagreement b. agreement 

c. consent            d. postponement 

17.Travellers ____ their reservations well in advance if they want to fly during the holidays.

a. had better to get    b. had to get better

c. had better get        c. had better got 

18.The Canterbury Tales is as alive and _ today as it was nearly 600 years ago.

a. appealing b. fruitful 

c. repelling c. enhancing 

19.The antonym of “indictment” is-

a. harangue b. eulogy 

c. tired          d. punishment 

20.Which ane does not fall into the same category.

a. Rosalind    b. Ophelia 

c. Cordelia    d. Desdemona 

21.The synonym of  “equivocation” is

a. fairness        b. evasion

c. imprecation d. equality 

22.The boy said, “I ____ starve than beg.”

a. better             b. would better

c. would rather d. rather 

23.The word “anthropology”  is related to 

a. music

b. philosophy 

c. the study of mathematics

d. the study of mankind 

24.A ‘Canto’ is

a. an act of a play               b. a part of a play

c. a chapter of a novel        d. a division of an epic 

25.A ‘Protagonist’  is 

a. the clown in a play

b. the villain in a play 

c. the leading character in a play

d. the director of a play 

 

que 

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

ans

c

c

d

d

a

c

c

d

b

a

c

d

b

que 

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

 

ans

d

c

a

c

a

b

a

b

c

d

d

b

 

 

সাধারণ জ্ঞান

01.বাংলাদেশে কোন সালে বিজ্ঞান ও আইসিটি ( বিজ্ঞান, তথ্য যোগাযোগ  ও প্রযুক্তি) মন্ত্রণালয় স্থাপন করা হয়?

(ক) ২০০০     (খ) ২০০২

(গ) ২০০৭      (ঘ) ২০০৯

02.বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল?

(ক) আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা

(খ) আগরতলা ষড়যন্ত্র মামলা 

(গ) ভারত- পাকিস্তান যুদ্ধ 

(ঘ) উনিশ দফা আন্দোলন 

03.দীর্ঘকাল মাটির নিচে অবরুদ্ধ থাকার পর ৩৩ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে- 

(ক) চীনে (খ) বলিভিয়াতে 

(গ) চিলিতে (ঘ) পেরুতে 

04.BIMSTEC-এর পূর্ণরূপ-

(ক) বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার শ্রীলঙ্কা তাইওয়ান ইকোনোমিক কো-অপারেশন 

(খ) বাংলাদেশ ইন্ডিয়া মিনিস্টেরিয়াল স্ট্র্যাটেজিক টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কমিটি 

(গ) বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি- সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কো-অপারেশন

(ঘ) বাংলাদেশ ইন্ডিয়া মিলিটারি স্ট্র্যাটেজিক টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কমিটি 

05.সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত তারিখে গঠিত হয়?

(ক) ১৫ অক্টোবর ১৯৪৭ (খ) ৩০ জানুয়ারি ১৯৫২ 

(গ) ২০ ফেব্রুয়ারি ১৯৫২ (ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৫২

06.জাতীয়তাবাদের উপাদান নয়- 

(ক) ভাষা               (খ) ধর্ম 

(গ) রাজনীতি        (ঘ) ভৌগলিক ঐক্য 

07.যে কারণে জাতিসংঘ বাংলাদেশকে MDG অর্জনের জন্য পুরস্কৃত করেছে-

(ক) ক্ষুদা ও দারিদ্র্য নিবারণ 

(খ) সার্ব্জনিন প্রাথমিক শিক্ষায় কৃতিত্ব অর্জন 

(গ) শিশু মৃত্য হ্রাস 

(ঘ) লিঙ্গ সমতা উন্নয়ন ও নারির ক্ষমতায়ন 

08.বিচারপতি এবিএম খায়রুল হক বাংলাদেশের কততম প্রধান বিচারপতি?

(ক) ১৬তম (খ) ১৭তম

(গ) ১৮তম      (ঘ) ১৯তম

09.বিডিআর হত্যাকান্ড সংঘটিত হয় –

(ক) ২১ শে ফেব্রুয়ারি ২০০৭

(খ) ২৩ শে ফেব্রুয়ারি ২০০৮

(গ) ২৪ শে ফেব্রুয়ারি ২০০৯

(ঘ) ২৫ শে ফেব্রুয়ারি ২০০৯


10.ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি?

(ক) সাতটি    (খ) ছয়টি 

(গ) পাঁচটি (ঘ) আটটি 

11.বাংলাদেশের পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়-

(ক) ১৫-১৯ শে মার্চ ২০১১

(খ) ১-১৫ই ডিসেম্বর ২০১১

(গ) ১৬-২০ শে মার্চ ২০১২

(ঘ) ১৭-২১ শে মার্চ ২০১২

12.আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা -র প্রথম দফা-

(ক) রাষ্ট্রভাষা হিসেবে বাংলা  

(খ) ধর্মনিরপেক্ষতা 

(গ) স্বতন্ত্র মুদ্রা  

(ঘ) প্রাদেশিক স্বায়ত্তশাসন 

13.বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-

(ক) গারো      (খ) মণিপুরী

(গ) রোহিঙ্গা (ঘ) সাঁওতাল 

14.বুলবুল আহমেদ ছিলেন একজন-

(ক) ক্রিকেটার (খ) গায়ক 

(গ) সাংসদ        (ঘ) অভিনেতা 

15.নেপালের সর্বশেষ রাজা ছিলেন-

(ক) ধীরেন্দ্র      (খ) জ্ঞানেন্দ্র 

(গ) বীরেন্দ্র      (ঘ) মহেন্দ্র 

16.সেমুতাং গ্যাসক্ষেত্র অবস্থিত-

(ক) বান্দারবানে    (খ) খাগড়াছড়িতে 

(গ) সুনামগঞ্জে (ঘ) রাঙ্গামাটিতে 

17.পাটের জীবন রহস্য উদ্ভাবনকারী দলের নেতা-

(ক) মোঃ জলিল           (খ) কুদরত-ই-খুদা 

(গ) মাক্সুদুল আলম   (ঘ) নুরুল ইসলাম 

18.সামাজিক নেটওয়ার্কিং সাইট-

(ক) সুপারবাগ      (খ) গুগল 

(গ) টুইটার   (ঘ) ফ্লিকার 

19.সেনেপাল যে দেশের উপনিবেশ ছিল-

(ক) ফ্রান্স         (খ) নেদারল্যান্ডস 

(গ) ইংল্যান্ড     (ঘ) রাশিয়া 

20.প্রিস্টিনা কেন দেশের রাজধানী?

(ক) ক্রোয়েশিয়া      (খ) কসোভো

(গ) মেসিডোনিয়া    (ঘ) জর্জিয়া 

21.ফরাসি বিপ্লবের মেয়াদকাল-

(ক) ১৮৮৯-১৮৯৯    (খ) ১৭৮৯-১৭৯৯

(গ) ১৭৭৬-১৭৮৬ (ঘ) ১৮৮৬-১৮৯৬ 

22.নাথান কমিশন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত-

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়   (খ) মুম্বাই বিশ্ববিদ্যালয় 

(গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়    (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়

 

23.২০১০ সালে কোন ভাষার লেখক সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন? 

(ক) স্প্যানিশ     (খ) ইংরেজি 

(গ) পর্তুগিজ      (ঘ) ফরাসি

 

24.বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ সংস্থা-

(ক) প্লানিং কমিশন

(খ) অর্থ ও পরিকল্পনা 

(গ) প্রধানমন্ত্রীর কার্যালয় 

(ঘ) জাতীয় অর্থনৈতিক কাউন্সিল নির্বাহী পরিষদ 

25.নরওয়ের মুদ্রার নাম-

(ক) ইউরো (খ) গিল্ডার

(গ) ক্রোনা (ঘ) লিরা 

26. “দেশ ভাল হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাল হয়”- বলেছিলেন –

(ক) আব্রাহাম লিঙ্কন   (খ) আইজাক নিউটন 

(গ) বার্ট্রান্ড রালেস         (ঘ) পন্ডিত নেহেরূ 

27.ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের মূল প্রবক্তা-

(ক) জন স্টুয়ার্ট মিল     (খ) জেমস মিল

(গ) জন লক                  (ঘ) জেরেমি বেন্থাম 

28.বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়ে থাকে-

(ক) ২ আগস্টে    (খ) ৫আগস্টে

(খ) ৭ আগস্টে     (ঘ) ৯ আগস্টে

29. ‘টেস্ট টিউব বেবি’ পদ্ধতির জনক-

(ক) ঈগর কুজনেতসভ (খ) উচিতা ও’হারা

(গ) রবার্ট এডয়ার্ডস   (ঘ) নাইজেল ম্যাক্লিনান 

30. ‘এটাও ইতিহাসের শিক্ষা যে কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।’-কথাটি বলেছেন-

(ক) উইনস্টন চার্চিল      (খ) নেপোলিয়ান বোনাপার্ট 

(গ) বিসমার্ক (ঘ) কার্ল মার্ক্স 

31. ‘বাংলাওয়াশ’ ঘটেছে-

(ক) ১৬ অক্টোবর ২০১০    (খ) ১৭ অক্টোবর ২০১০

(গ) ১৮ অক্টোবর ২০১০     (ঘ) ১৯ অক্টোবর ২০১০

 

32.প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি বইটির লেখক-

(ক) আবু সাইদ চৌধুরী (খ) ফারুক চৌধুরী

(গ) বেলাল চৌধুরী         (ঘ) শামসুল হুদা চৌধুরী

33.ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ –

(ক) ফকির ও সন্ন্যাসি বিদ্রোহ (খ) নীল বিদ্রোহ 

(গ) সিপাহী বিদ্রোহ                  (ঘ) আগস্ট (১৯৪২) বিদ্রোহ 

34.২০১১ সালে দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক দেশ হিসেবে ভূমিকা পালন করেনি-

(ক) বাংলাদেশ (খ) পাকিস্তান

(গ) ভারত           (ঘ) শ্রীলঙ্কা 

35.২০১০-২০১১ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্দ রাখা হয়েছে-

(ক) ৩৫,০০০ কোটি টাকা     (খ) ৩৭,০০০ কোটি টাকা 

(গ) ৩৮,৫০০ কোটি টাকা     (ঘ) ৩৯,০০০ কোটি টাকা 

36.২০১১ সালে সার্ধশত জন্মবার্ষিকী পালিত হবে-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের 

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 

(গ) মির মশাররফ হোসেনের 

(ঘ) প্রমথ চৌধুরী  

37. ‘এনথ্রাক্স’ শব্দটির মূল ভাষা-

(ক) ইংরেজি      (খ) ফরাসি 

(গ) গ্রীক            (ঘ) ল্যাটিন 

38.এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিম জানিয়েছেন, এভারেস্ট শৃঙ্গের দৈর্ঘ্য-প্রস্থ হলো-

(ক) ২৫ ফুট ও ৮ ফুট    (খ) ৩০ ফুট ও ৬ ফুট 

(গ) ৩৫ফুট ও ৭ ফুট (ঘ) ৪০ ফুট ও ১০ ফুট 

39.বাংলাদেশে জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স-

(ক) ০ থেকে ৮ বছর         (খ) ১ থেকে ১০ বছর 

(গ) জন্ম থেকে ১৮ বছর   (ঘ) ১ থেকে ১২ বছর 

40.জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম-

(ক) ইউনিফেম           (খ) সমতা তহবিল 

(গ) ইউএন উইমেন    (ঘ) জেন্ডার সমতা তহবিল 

41.বাংলাদেশের সদ্য ঘোষিত নতুন বিভাগ-

(ক) রংপুর       (খ) দিনাজপুর 

(গ) বরিশাল     (ঘ) কুমিল্লা  

42.মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হল-

(ক) সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা 

(খ)  সম্পত্তির ব্যাক্তি মালিকানা 

(গ)  সম্পত্তির ব্যাক্তি ও রাষ্ট্রীয় মালিকানা 

(ঘ) ব্যক্তিগত সম্পত্তির যৌথ মালিকানা 

43.স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন-

(ক) ফজলে হাসান আবেদ 

(খ) ড. মুহাম্মদ ইউনুস 

(গ) বিচারপতি আবু সাইদ চৌধুরী 

(ঘ) এফ. আর. খান 

44.বাংলাদেশ সংবিধানে বাঙালি জাতীয়তা বাংলাদেশি জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত যে সংশোধনীতে-

(ক) তৃতীয় সংশোধনী    (খ) চতুর্থ সংশোধনী

(গ) পঞ্চম সংশোধনী     (ঘ) সপ্তম সংশোধনী

45.অর্থ সরবরাহ বেড়ে গেলে-

(ক) দেশের উন্নয়ন হয়     (খ) শ্রমিকের মজুরি বাড়ানো যায় 

(গ) মূল্যস্ফীতি হয়             (ঘ) কর হ্রাস করা সম্ভব 

46.লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন-

(ক) কেশবচন্দ্র সেন      (খ) দীনেশচন্দ্র সেন

(গ) হীরালাল সেন (ঘ) রজনীকান্ত সেন 

47.প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে-

(ক) ন্যাপ (খ) ডিপিই     (গ) এনসিটিবি (ঘ) পিটিআই 

48.ইউএনবি কী?

(ক) একটি বিদেশি সংস্থা 

(খ) একটি ঔষধ কোম্পানি 

(গ) একটি বহুজাতিক কোম্পানি 

(ঘ) একটি সংবাদ সংস্থা

49.বাংলাদেশ যে দেশের কাছে কৃষি জমি ইজারা চেয়েছে-

(ক) সেনেগাল (খ) আর্জেন্টিনা 

(গ) নিউজিল্যান্ড (ঘ) ব্রাজিল 

50.মাইলপোস্ট নাটকটি লিখেছেন-

(ক) সাঈদ আহমেদ                  (খ) সেলিম আল দীন

(গ) আলাউদ্দিন আল আজাদ   (ঘ) আব্দুল্লাহ আল মামুন 

 

প্রশ্ন 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

উত্তর 

প্রশ্ন 

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

উত্তর 

প্রশ্ন 

২৭

২৮

২৯

৩০

৩১

৩২

৩৩

৩৪

৩৫

৩৬

৩৭

৩৮

৩৯

উত্তর 

প্রশ্ন 

৪০

৪১

৪২

৪৩

৪৪

৪৫

৪৬

৪৭

৪৮

৪৯

৫০

   

উত্তর 

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *