Dhaka University D Unit Admission Question 2003-2004

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৩-২০০৪)

বাংলা

০১. কোন বানানটি শুদ্ধ নয়?

A) কৃতিত্ব B) দায়িত্ব

C) সখিত্ব D) সতিত্ব


০২. নিচের শব্দগুলির কোনটিতে ‘উপ’ উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

A) উপনদী B) উপকূল

C) উপভাষা D) উপবিধি


০৩. ‘প্রেক্ষিত’ শব্দের অর্থ –

A) দৃষ্টিকোণ B) পর্যবেক্ষণ

C) দর্শন করা হয়েছে এমন D) প্রেক্ষাপট


০৪. ‘ডালে ডালে কুসুম ভার’ -এখানে ‘ভার’ কোন অর্থে প্রকাশ করছে?

A) বোঝা B) সমূহ

C) উজ্জ্বল D) শুকিয়ে যাওয়া


০৫. যেখানে কমা অপেক্ষা অধিক বিরাম আবশ্যক সেখানে কোন চিহ্ন ব্যবহার হয়?

A) কোলন B) ড্যাশ

C) সেমিকোলন D) দাঁড়ি


০৬. শত্রুকে দমন করে যে, তাকে এক শব্দে বলা হয় –

A) শত্রুঘ্ন B) শত্রুহস্তা

C) অরিন্দম D) অবিবৈরী


০৭. ‘রাতুল’ শব্দের অর্থ –

A) লাল মোরগ B) লাল পদ্ম

C) লাল শালুক D) লাল


০৮. ‘দালাল’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

A) ইংরেজি B) উর্দু

C) হিন্দি D) আরবি


০৯. শুদ্ধ বাক্যাংশ কোনটি?

A) খেলা চলাকালীন সময়ে B) খেলাকালীন সময়ে

C) খেলা চলাকালে D) খেলা চলার সময়কালে


১০. দেশি শব্দ কোনটি?

A) শরম B) চাবি

C) কুটুম D) খড়


১১. ‘নীরস’ শব্দের সন্ধিবিচ্ছেদ হলো –

A) নিঃ + রস B) নীঃ + রস

C) নী + রস D) নিঃ + অস


১২. যার আকার কুৎসিত –

A) কুশ্রী B) বিশ্রী

C) কদর্য D) কদাকার


১৩. ‘সমভিব্যাহার’ শব্দে উপসর্গের সংখ্যা –

A) চার B) তিন

C) দুই D) এক


১৪. ‘Horizontal’ এর পরিভাষা –

A) দিগন্ত B) অনুভূমিক

C) প্রান্তিক D) সমান্তরাল


১৫. ‘ভারসাম্যতা’ শব্দটি অশুদ্ধ কেন?

A) প্রত্যয়জনিত কারণে B) উপসর্গজনিত কারণে

C) সন্ধিজনিত কারণে D) কারকজনিত কারণে


১৬. ‘উচাটন’ এর বিপরীতার্থক শব্ধ কোনটি?

A) ঊর্ধ্বটান B) প্রশান্ত

C) ঊঁচুনিচু D) উত্তাল


১৭. যৌগিক বাক্য কোনটি?

A) সকাল হলে পথিকেরা যাত্রা করল

B) যখন সকাল হলো, তারপর পথিকেরা যাত্রা করল

C) সকাল হলো, তারপর পথিকেরা যাত্রা করল

D) সকালে পথিকেরা যাত্রা করল


১৮. ‘হলুদবাটা’ সমাসবদ্ধ বাক্যের ব্যাসবাক্য –

A) হলুদের বাটা B) হলুদকে বাটা

C) বাটা যে হলুদ D) বাটা হয়েছে যে হলুদ


১৯. ‘হস্তী’ এর সমার্থক শব্দ –

A) তুরগ B) কুঞ্জর

C) অরুরু D) বাজী


২০. ‘উদ্দেশ্য দিয়েই উপায়ের বিচার করা উচিত।’ বাক্যটি আছে যে রচনায় তার নাম –

A) যৌবনের গান B) সাহিত্যের খেলা

C) সৌদামিনী মালো D) শকুন্তলা


২১. ‘হৈমন্তী’র ডাকনাম কয়টি?

A) একটি B) দুটি

C) তিনটি D) চারটি


২২. ‘ঘরের মেঝেতে সপটি বিছায়ে কহিলাম বাছা শোও’ -এর পরের পঙক্তি –

A) সেই শোওয়া হবে শেষ শোওয়া তার তাহা কী জানিত কেউ?

B) সেই শোওয়া তার হবে শেষ শোওয়া তাহা কি জানিত কেউ?

C) সেই শোওয়া তার শেষ হবে তাহা কী জানিত কেউ?

D) সেই শোওয়া তার শেষ শোওয়া হবে তাহা কি জানিত কেউ?


২৩. ‘টিবিয়া ফেবুলা’ দু’ইঞ্চি ছোট ছিল কার?

A) নেণুর B) রাহাতের

C) তপুর D) অজানা শহিদের


২৪. ‘একটি ফটোগ্রাফ’ কবিতার ছোট ছেলেটি কত বছর আগে ডুবে মারা গিয়েছিল?

A) এক B) দুই

C) তিন D) পাঁচ


২৫. ‘কুশীলব’ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত?

A) শকুন্তলা B) বিলাসী

C) যৌবনের গান D) সাহিত্যের খেলা

উত্তর


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

D

B

C

B

C

C

D

D

C

D

A

D

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B

A

B

C

C

B

C

C

D

C

C

C

English

Read the following passage and answer the question (1 – 5):

Although speech is generally accepted as the most advanced form of communication, there are many ways of communicating without using words. In every known culture, signals, signs, symbols and gestures are commonly utilized as instruments of communication. There is a great deal of agreement among communication scientists as to what each of these methods is and how each differs from the others. For instance, the basic function of any signal is to impact upon the environment in such a way that it attracts attention, as for example, the dots and dashes that can be applied to telegraph circuits. Coded refers to speech, the potential for communication through these dots and dashes – short and long intervals as the circuit is broken – is very great.


01. Which of the following would be the best title for the passage?

A) Signs and Signals B) Gestures

C) Communication D) Speech


02. What does the author say about speech?

A) It is the only accepted form of communication

B) It is dependent upon advances made by inventors

C) It is necessary for communication to happen

D) It is the most developed form of communication


03. The phrase ‘impact upon’ in the passage is closest in meaning to –

A) affect B) intrude

C) vary D) prohibit


04. The word ‘it’ in line 9 of the passage refers to –

A) function B) signal

C) environment D) way


05. The word potential in the passage could best to replaced by –

A) range B) advantage

C) organization D) possibility


Choose the correct option (6 – 25):

06. ‘The Arabian nights’ ____ still a great favourite.

A) has B) are

C) is D) were


07. Which of the following word is not correct?

A) Comming B) Beginning

C) Occurred D) Happily


08. The police is looking ____ the case.

A) after B) on

C) up D) into


09. Choose the correct spelling:

A) assertain B) asertain

C) ascertain D) asartain

10. Choose the Correct Meaning: He raised his eyebrows at my explanation.

A) show happiness B) show agreement

C) show disapproval D) show indifference


11. Select the correct sentence:

A) The man was tall who stole my bag

B) The man stole my bag who was tall

C) The man stole my bag who is tall

D) The man who stole my bag was tall


12. Fill in the blank: ‘Let us not ____ your past mistake’

A) dwell on B) dwell

C) dwell by D) dwell about


13. Complete the sentence with the correct verb form: Neela ____ her hand when she was cooking dinner.

A) was burnt B) is burning

C) was burning D) burnt


14. Though the bus was slow I was ____ for class.

A) in time B) late

C) on time D) into time


15. While going to class, ____.

A) the dog bit me B) I was bitten by a dog

C) a dog bite me D) a dog bit me


16. The first bridge ____ built ____ probably a wooden bridge.

A) ever being, had B) that stands, is

C) that was, was D) had fallen, was


17. The correct form of the possessive has been maintained in –

A) Charles friend’s loves Burns Poems

B) Charles friend loves Burns Poems

C) Charle’s friend loves Burns Poems

D) Charle’s friend loves Burns’s Poems


18. The correct translation of ‘রাজশাহীতে প্রচুর আম জন্মে’ is –

A) Abundance mango in Rajshahi

B) Plentiful mango grow in Rajshahi

C) Available mangoes grow in Rajshahi

D) Mangoes grow in plenty in Rajshahi


19. Not until the Triassic period ____.

A) the first primitive mammals did develop

B) did the first primitive mammals develop

C) did develop the first primitive mammals

D) the first primitive mammals develop


20. Although Southern California is densely populated, ____ live in the northern part of the state.

A) a little people B) only a few people

C) some of the people D) many people


21. ____ is currently available to researchers and physicians who study the indigenous life of Bangladesh.

A) A little information B) Few information

C) Little information D) A few information


22. An antonym of advancing is ____.

A) forwarding B) retreating

C) running D) progressing


23. Which is the best translation of – ‘টাইটানিক জাহাজখানা ডুবেই গেল?’

A) The Titanic sank

B) The Titanic was drowned

C) Drown into water went the Titanic

D) The Titanic went down into water


24. The word ‘reproduction’ is ____.

A) an adjective B) a verb

C) an adverb D) a noun


25. The more hemoglobin one has, the more oxygen is carried to ____ cells.

A) its B) our

C) their D) one’s


Answers


01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

C

D

A

B

D

C

A

D

C

C

D

A

D

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

C

B

C

D

D

B

B

C

B

C

D

D

বাংলাদেশ বিষয়াবলি

০১. বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?

A) ২ অক্টোবর ১৯৭২      B) ৪ নভেম্বর ১৯৭২

C) ১৬ ডিসেম্বর ১৯৭২    D) ৪ জানুয়ারি ১৯৭৩

 

০২. সোমপুর বিহার কোথায় অবস্থিত?

A) ময়নামতি     B) মহাস্থানগড়

C) বাগেরহাট     D) পাহাড়পুর

 

০৩. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

A) ঢাকা                B) রাজশাহী

C) ময়মনসিংহ    D) রাঙামাটি

 

০৪. বাংলাদেশের মান সময় গ্রিনিচ সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী?

A) ৪ ঘন্টা         B) ৫ ঘন্টা

C) ৬ ঘন্টা        D) ৭ ঘন্টা

 

০৫. বাংলাদেশের কোন বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন?

A) তুষার ইমরান          B) মাশরাফি বিন মর্তুজা

C) অলক কাপালি       D) মোহাম্মদ রফিক

 

০৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য কে ছিলেন?

A) ডক্টর ওসমান গণি                 B) ডক্টর মাহমুদ হাসান

C) ডক্টর মোয়াজ্জেম হোসেন   D) স্যার এ. এফ. রহমান

 

০৭. কোন অলিম্পিক গেমসে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে?

A) লস এঞ্জেলস্‌       B) আটলান্টা

C) মস্কো                   D) মেক্সিকো সিটি

 

০৮. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের পরিচালক কে?

A) হুমায়ুন আহমেদ           B) তারেক মাসুদ

C) তানভীর মোকাম্মেল     D) আমজাদ হোসেন

 

০৯. কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পাচ্ছে?

A) মার্কিন যুক্তরাষ্ট্র     B) যুক্তরাজ্য

C) জাপান                  D) ভারত

 

১০. কোন সালে নারীরা প্রথম ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে সরাসরি ভোটে নির্বাচিত হয়?

A) ১৯৯৫ সালে       B) ১৯৯৬ সালে

C) ১৯৯৭ সালে       D) ১৯৯৮ সালে

১১. ‘সাপটা’ স্বাক্ষরিত হয় কোন সালে?

A) ১৯৯১ সালে       B) ১৯৯৩ সালে

C) ২০০২ সালে      D) ২০০৪ সালে

 

১২. বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?

A) সিলেট     B) রাজশাহী

C) খুলনা      D) বরিশাল

 

১৩. ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন?

A) হাজী শরীয়তউল্লাহ     B) সৈয়দ আহমদ শহীদ

C) তিতুমীর                       D) ফকির মজনু শাহ

 

১৪. ‘জুম’ বলতে কী বোঝায়?

A) এক ধরনের চাষাবাদ B) এক ধরনের ফুল

C) গুচ্ছ গ্রাম                   D) একটি পাহাড়ি জনগোষ্ঠীর নাম

 

১৫. বাংলাদেশ ও মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী?

A) কর্ণফুলী      B) সুরমা

C) সাঙ্গু            D) নাফ

 

১৬. বাংলাদেশের কোন শিল্পী দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হন?

A) জয়নুল আবেদীন    B) এস. এম. সুলতান

C) কামরুল ইসলাম      D) শফিউদ্দিন আহমেদ

  

১৭. ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়?

A) ১৭৫৭      B) ১৯০৫

C) ১৮৫৭     D) ১৯১১

 

১৮. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?

A) ডক্টর আবদুল মজিদ খান      B) ডক্টর কুদরত-ই-খুদা

C) ডক্টর মফিজউদ্দীন                D) প্রফেসর এম. শামসুল হক

 

১৯. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?

A) সৌদি আরব     B) সিরিয়া

C) জর্ডান              D) ইরাক

 

২০. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন?

A) প্রধানমন্ত্রী       B) প্রেসিডেন্ট

C) স্পিকার          D) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

 

২১. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?

A) এ্যালেন গিনেসবার্গ             B) জর্জ হ্যারিসন

C) এ্যন্থনি ম্যাসকারেনহাস      D) শামসুর রহমান

 

২২. কোন খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?

A) চা               B) চিংড়ি

C) চামড়া        D) তৈরি পোশাক

 

২৩. জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্তমানে কয়টি দেশে কর্মরত রয়েছে?

A) ২৭ টি          B) ১১ টি

C) ২১ টি          D) ১৭ টি

 

২৪. ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?

A) ১৯৯৬              B) ১৯৮৩

C) ১৯৮৯              D) ২০০১

 

২৫. জাতীয় সংসদে কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হয়?

A) ৯০ জন             B) ৭৫ জন

C) ৬০ জন            D) ৫০ জন

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

D

D

C

C

D

A

B

C

C

B

B

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

A

D

A

B

B

D

B

A

D

   

C

 

  

আন্তর্জাতিক বিষয়াবলি

০১. জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয় –

A) নিউইয়র্ক ১৯৯০    B) নয়াদিল্লি ১৯৯০

C) বেইজিং ১৯৯৫      D) ঢাকা ১৯৯৫

 

০২. মঙ্গলগ্রহে অবতনকারী নাসা’র মহাশূন্য যানটির নাম কী?

A) রোভার        B) বিগলৎ

C) স্পিরিট       D) কলম্বিয়া

 

০৩. ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে ‘সেভেন সেস্টার্স’ বলা হয়?

A) উত্তরাঞ্চল                 B) উত্তর – পশ্চিমাঞ্চল

C) উত্তর – পূর্বাঞ্চল        D) পূর্বাঞ্চল

 

০৪. কোন দেশটি কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেট্‌স (CIS) এর সদস্য রাষ্ট্র?

A) পোল্যান্ড      B) চীন

C) বেলারুশ      D) জার্মানি

 

০৫. বর্ণবাদ বিরোধী বিশ্ব সম্মেলন দক্ষিণ আফ্রিকার কোন শহরে অনুষ্ঠিত হয়?

A) জোহান্সবার্গ    B) ডারবান

C) সানসিটি          D) প্রিটোরিয়া

 

০৬. বাম কোথায় অবস্থিত?

A) ইরান      B) সিরিয়া

C) ইরাক     D) আফগানিস্তান

 

০৭. কানকুন কোথায় অবস্থিত?

A) মেক্সিকো     B) ব্রাজিল

C) পেরু           D) কলম্বিয়া

 

০৮. কোন দেশ কমনওয়েলথ সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে?

A) পাকিস্তান   B) নাইজেরিয়া

C) হংকং         D) জিম্বাবুয়ে

 

০৯. ইরাকের অস্থায়ী শাসন কর্তৃপক্ষের নেতৃত্বে আছেন –

A) ডেনাল্ড রামসফেল্ড B) কলিন ব্রেমার

C) ডেভিট কে                    D) পল ব্লেমার

 

১০. কোন রাষ্ট্র ২০০৩ সালের ন্যাম শীর্ষ সম্মেলন আয়োজন করে?

A) নাইজেরিয়া       B) মালয়েশিয়া

C) ইন্দোনেশিয়া     D) পাকিস্তান

 

১১. গুয়ানতানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?

A) কিউবা                B) ইউএসএ

C) আফগানিস্তান   D) ব্রিটেন

 

১২. ২০০৩ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ী জে. এম. কোয়েটজি কোন দেশের নাগরিক?

A) দক্ষিণ আফ্রিকা   B) ভেনিজুয়েলা

C) ত্রিনিদাদ              D) পোল্যান্ড

 

১৩. চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়?

A) আণবিক অস্ত্র পরীক্ষার স্থান      B) আণবিক অস্ত্র মজুদের স্থান

C) ইকো – পর্কের স্থান                    D) উপরের কোনটিই নয়

 

১৪. ‘Long Walk to Freedom’ কার আত্মজীবনী?

A) নেলসন মেন্ডেলা           B) মহাত্মা গান্ধী

C) ভি. আই. লেনিন           D) মাও সে তুং

 

 

১৫. সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?

A) কৃষি উন্নয়ন          B) দ্বিপাক্ষিক সমস্যা

C) অবাধ বাণিজ্য      D) সাংস্কৃতিক বিনিময়

 

১৬. কোনটি উপদ্বীপ?

A) জাপান                 B) কোরিয়া

C) সৌদি আরব         D) কিউবা

 

১৭. কোন দেশ গণবিধ্বংসী অস্ত্র পরিত্যাগের ঘোষণা দিয়েছে?

A) ইসরাইল          B) লিবিয়া

C) সিরিয়া            D) উত্তর কোরিয়া

 

১৮. ‘ইমবেডেড জার্নালিজম’ কোন অপারেশনের সাথে যুক্ত?

A) অপারেশন ইরাকি ফ্রিডম  B) অপারেশন ডেজার্ট স্টর্ম

C) অপারেশন রেড ডন          D) অপারেশন লিপ ফরওয়ার্ড

 

১৯. ‘স্বাধীনতা, সাম্য, ভাতৃত্ব’ স্লোগানটি –

A) অক্টোবর বিপ্লবের      B) ফরাসি বিপ্লবের

C) গৌরবোজ্জল বিপ্লবের D) জাতিসংঘ সনদের

 

২০. বার্লিন প্রাচীরের পতন হয় –

A) ১৯৮৮ সালে      B) ১৯৮৯ সালে

C) ১৯৯০ সালে      D) ১৯৯২ সালে

 

২১. জাতিসংঘ শান্তিরক্ষীদের শিরস্ত্রাণের রং –

A) লাল       B) নীল

C) সবুজ   D) সাদা

 

২২. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব –

A) ইয়ান মার্টিন       B) কলিন পাওয়েল

C) আইরিন খান       D) রিচার্ড হলব্রুক

 

২৩. চীনের মুদ্রার নাম –

A) ইয়েন    B) ইউয়ান

C) ফ্রা D) রিয়াল

 

২৪. সার্স কী?

A) ব্যাধি                            B) অস্ত্র

C) প্রশাসনিক অঞ্চল       D) খেলা

 

২৫. অস্ট্রেলীয় সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়কের নাম –

A) স্টিভ ওয়াহ    B) ইয়ান চ্যাপেল

C) শেন ওয়ার্ন     D) রিকি পন্টিং

 

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

C

C

C

B

A

A

D

 

B

A

A

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

A

B

B

 

A

B

B

B

 

B

A

D

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *