Dhaka University C Unit Admission Question 2015-2016

ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৫-২০১৬)

বাংলা

০১. ‘স্থির’ শব্দের বিপরীত শব্দ কোনটি? 

A) সতত B) অচঞ্চল 

C) অস্থায়ী D) স্থানু

E) জঙ্গম 


০২. ‘চাবি’ কোন ভাষা থেকে আগত শব্দ? 

A) আরবি B) ফারসি 

C)পর্তুগিজ D) তামিল

E) দেশি 

 

০৩. ‘আমড়াগাছি করা’ বলতে বোঝায়?  

A) বনে – বাদাড়ে ঘোরা B) তোষামোদ করা 

C) গালমন্দ করা E) হম্বিতম্বি করা

E) অহেতুক প্রশংসা করা 


০৪. ‘ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতি লভে নি কি …………..’ শূণ্যস্থানে কি হবে ?  

A) বসন্তের সাজ B) ঋতুর সাজন 

C) ঋতুর সাজ D) ঋতুর রাজন

E) ঋতুর ঘ্রাণ 


০৫. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় ‘হাস কেন’ কথাটি কে বলেছে? 

A) চাপরাশি B) হাকিম 

C) মুহুরি D) কনস্টেবল

E) নসীবাবু 


০৬. নিচের কোনটি রূপক কবিতা? 

A) বঙ্গভাষা B) কবর 

C) আমার পূর্ব বাংলা D) আঠারো বছর বয়স

E)  পাঞ্জেরী 


০৭. ঢাকা বিশ্ববিদ্যালয় ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ কে ডি লিট উপাধি প্রদান করে কত সালে?  

A) ১৯৩৩ সালে B) ১৯৩২ সালে 

C) ১৯৩৪ সালে D) ১৯৩৬ সালে

E) ১৯৩৮ সালে 


০৮. ‘রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের ধার বেয়ে’ কাকে উদ্দেশ্য করে এ চরণ রচিত?  

A) বৃদ্ধের স্ত্রীকে B) বৃদ্ধের ছেলের বউকে 

C) বৃদ্ধের মেয়েকে D) বৃদ্ধের নাতিকে

E) বৃদ্ধের ছেলেকে 


০৯. ‘আলোকদিয়া’ – য় কে জন্মগ্রহণ করেন? 

A) সুকান্ত ভট্টাচার্য B) শামসুর রাহমান 

C) ফররুখ আহমদ D) বেগম সুফিয়া কামাল

E) সৈয়দ আলী আহসান 


১০. ‘কুলকাঠের আগুন ‘ বলতে বোঝায় – 

A) সর্যনাশ B) অসহিষ্ণুতা  

C) ভয়ংকর D) শত্রুতা

E) তীব্র জ্বালা 


১১. ‘তার ধন আছে কিন্তু বিদ্যা নেই’ – বাক্যটি  কোন শ্রেণীর ? 

A) সরল B) মিশ্র 

C) জটিল D) যৌগিক

E) নির্দেশাত্মক 


১২. কোনটি ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস? 

A) আরক্তিম B) আজীবন 

C) আপাদমস্তক D) আগমন

E) অলুক 


১৩. কোন দুটি রচনায় ‘সীতা’ নামের উল্লেখ পাওয়া যায় ? 

A) হৈমন্তী ও অর্ধাঙ্গী B) হৈমন্তী ও বিলাসী 

C) হৈমন্তী ও সাহিত্য খেলা D) অর্ধাঙ্গী ও বিলাসী 

E) অর্ধাঙ্গী ও সাহিত্য খেলা 


১৪. ‘লক্ষ্মীছাড়া শিমুল গাছটির বড়ো বাড় বেড়েছে।’ এই বাক্যে ‘শিমুল গাছটির’ কোন কারকে কোন বিভক্তি ?  

A) কর্মে ৭মী B) কর্মে ৬ষ্ঠী 

C) কর্তকারকে ৭মী D) কর্তৃকারকে ৬ ষ্ঠী

E) মম্বন্ধ পদ 


১৫. কাজী নজরুল ইসলামের ‘ জীবন – বন্দনা’ কবিতার দ্বিতীয় স্তবকে কাদের বন্দনা করা হয়েছে? 

A) কৃষকদের B) শ্রমজীবীদের 

C) মৎস্যজীবীদের D) বিপ্লবীদের

E) মানুষের 

 

১৬. ‘প্রতিজ্ঞা আগে ইহাকে শুনাইয়া দাও- গোলমালে কাজ নাই।’ – বাক্যে ‘প্রতিজ্ঞা’ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে- 

A) বিবৃতি B) প্রতিশ্রুতি 

C) শপথ D) প্রত্যয়

E) প্রতিপাদ্য 


১৭.  নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল অপ্রাণিবাচক শব্দের সঙ্গে যুক্ত?  

A) -কুল B) -লোক 

C) -সভা D) -দাম

E) -জন 


১৮. ‘দলছুট’ শব্দটি কোন সমাসের উদাহরণ? 

A) কর্মধারয় B) অপাদান তৎপুরুষ 

C) করণ তৎপুরুষ D) সম্বন্ধ তৎপুরুষ

E) রূপক তৎপুরুষ 


১৯. ‘আদিত্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি? 

A) অবনী B) বসুন্ধরা 

C) অর্ক D) জলধি

E) শশাঙ্ক 


২০. কোন বানানটি শুদ্ধ? 

A) ত্রিভূজ B) পরিপক্ক 

C) আকাঙ্খা D) পূণ্য

E) পুরানো  

 

উত্তর


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

E

C

E

D

A

E

D

C

E

E

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

D

A

A

D

B

C

D

B

C

D

 

ENGLISH

Read the following passage and answer questions 1- 5 : 

Many young people know that conservation is necessary. Boy scouts in many countries study man and nature. These ‘conservation volunteers’ spend their spare time planting trees, building bridges, and so on. Some girls in a town in United States cleaned the banks of their river, and a group of boys in a village in Bangladesh mended a wooden bridge on a canal and cleaned the canal of debris. Actors, singers and writers in many countries have spoken about conservation. The popular English rock band, the Beatles and the singer Cliff Richard, have made records on conservation. The money from the sale of the records has helped conserve wild animals. 

 

01. Choose the appropriate title for the passage above : 

A) Saving Man and Nature 

B) Man and Animals 

C) Cleaning River Banks and Canals 

D) Conservation Volunteers 

E) Singer, Writers and Actors 


02. What do Boy Scouts pursue? 

A) They look after animals 

B) They mend bridges on canals 

C) They study man and nature 

D) They plant trees 

E) They clear river banks  


03. What is common between the girls in United States and the boys in Bangladesh? 

A) They live in two different countries  

B) They do voluntary work 

C) They work as cleaning experts 

D) They do conservation work to pass exam 

E) They work at conservation full time 


04. What did the Beatles and Cliff Richard achieve ? 

A) They made records 

B) They popularized their genre 

C) They helped conserve wild animals 

D) They conserved nature and wild animals  

E) They made a lot of money 


05. ‘Spare time’ means 

A) Make time B) Extra time 

C) Siesta time D) Extended time

E) Too much time 


Find the correct sentence (Questions 6 – 7) 

06. A) She had faith in and hopes for the future. 

      B) She had faith and hopes for the future.

      C) She had faith and hopes in the future. 

      D) She had faith and hopes in future. 

      E) She had faith for and hopes future .


07. A) She was interested in both plants and animals.

      B) She was interested both in plant and animals.

      C) She was interested both in plants but also in animals .

      D) She was interesting in both plants and animals. 

      E) She was interested in plants, animals, both. 


08. Select the pair that best expresses a relationship similar to that expressed in the pair FISH : SCALES  

A) plane : wings B) bird : feathers 

C) cat : claws D) snake : fangs

E) song : notes 


Fill in the blanks with appropriate words (Questions 9 – 12) 

09. _______ all his attempts to solve the problems, he failed. 

A) After B) Because 

C) Before D) Despite

E) During 


10. We were _____ friends in that strange country. 

A) among B) upon 

C) looking D) between

E) into 


11. My dog is smarter than______ 

A) their B) theirs 

C) your D) her

E) we 

  

12. Let your _____ be your guide. 

A) information B) conscience 

C) data  D) hands

E) legs 


13. ‘He hardly works’ In this statement ‘hardly’ means – 

A) very hard  B) rather 

C) perhaps D) rarely

E) remarkably 


14. Find the synonym of the word ‘ Collapse’  

A) Miracle B) Wonder 

C) Rise D) Debacle

E) Lapse 


15. Find the antonym for the word ‘Infatuation’ : 

A) Apathy B) Fascination 

C) Love D) Interest

E) Likeness 


16. Which of the following word is spelt correctly? 

A) Restaurant B) Restaurent 

C) Restaurant D) Resorent

E) Restourent   


Choose the correct prepositions (Questions 17 – 19) 

17. He lives ______ his sister’s money. 

A) with B) for 

C) on D) from

E) of 


18. We were surprised ______ his failure.

A) for B) about 

C) at D) of

E) on 


19. He died ____ illness. 

A) of B) on 

C) by D) with

E) in 


20. What does the word ‘Obese’ mean? 

A) Fat B) Slim 

C) Healthy D) Emaciated

E) serious 

ANSWER 

01

02

03

04

05

06

07

08

09

10

C

C

E

D

C

A

A

B

D

A

11

12

13

14

15

16

17

18

19

20

B

B

D

D

A

A

C

C

A

A

ACCOUNTING

০১. নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য?  

A) লেনদেনের শ্রেণীবিন্যাস

B) ব্যবসায়ের উন্নতি ঘটানো 

C) ব্যয় সংকোচনের জন্য

D) মুনাফা বৃদ্ধির জন্য

E) সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত তথ্য সরবরাহ করা 


০২. নিম্নের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের আর্থিক প্রতিবেদন মান (BFRS) নির্ধারণ করে? 

A) ICMAB B) BSEC 

C) BMA D) BIBM

E) ICAB 


০৩. একটি প্রতিষ্ঠান নগদ ৮০,০০০ টাকা দিয়ে ভূমত ক্রয় করল। ভূ – সম্পত্তির দালালের কমিশন বাবদ ৫,০০০ টাকা প্রদান করা হল। নতুন দালান নির্মাণের জন্য পুরানো দালান ভেঙ্গে ফেলা হল এবং এ বাবদ খরচ হল ৭,০০০ টাকা। ক্রয়মূল্য নীতি অনুযায়ী, ভূমির মূল্য লিপিবদ্ধ করা হবে : 

A) ৮৭,০০০ টাকা B) ৮০,০০০ টাকা 

C) ৮৫,০০০ টাকা D) ৯২,০০০ টাকা

E) ১,০০,০০০ টাকা 


০৪. সায়েম এবং সাবরিনা অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদারি। ১ লা জানুয়ারী , ২০১৪ – তে ব্যবসায়ে তাদের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা। উক্ত হিসাবকালের মাঝামাঝি সময়ে সেলিম ব্যবসায়ের অংশীদার হিসাবে চক্তিবদ্ধ হয়।  এ ক্ষেত্রে তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা। অংশীদারি চুক্তি আনুযায়ী তাদের বিনিয়োগকৃত মূলধনের উপর ১০% হারে সুদ ধার্য করা হয়। ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে সেলিমের মূলধনের সুদ কত? 

A) ৩০০০ টাকা B) ৪০০০ টাকা 

C) ৫০০০ টাকা D) ১০,০০০ টাকা

E) ২০০০ টাকা 


০৫. একটি কোম্পানির বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ৫:১ আনুপাতে নতুন শেয়ার বিতরণ করল। বণ্টনকৃত এই শেয়ার বলা হয় :

A) রাইট শেয়ার B) বোনাস শেয়ার

C) অগ্রধিকার শেয়ার D) সাধারণ শেয়ার

E) উদ্যোক্তার শেয়ার

০৬. ১ লা অক্টোবর তারিখে PQS কোম্পানি ৩৫,০০০ টাকার মালিকানা স্বত্ব প্রদর্শন কর। অক্টোবর মাসে মালিক ২,০০০ টাকার অতিরিক্ত বিনিয়োগ করে এবং কোম্পানি ৬,০০০ টাকার নীট মুনাফা অর্জন করে। যদি ৩১ শে অক্টোবর তারিখে মালিকানা স্বত্ব ৪০,০০০ টাকা হয়, তবে অক্টোবর মাসে মালিকের উওোলিত টাকার পরিমাণ কত হবে? 

 A) 0 টাকা B)  ৩,০০০ টাকা 

 C)  ৪,০০০ টাকা D)  ৫,০০০ টাকা

E)  ৭,০০০০ টাকা 


০৭. লেদারেক্স সু স্টোরের প্রারম্ভিক মজুদপণ্যের জের ১,৫০,০০০ টাকা । উক্ত হিসাবকালে ক্রয় ৬০,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা ও আন্তঃপরিবহণ ব্যয় ৫,০০০ টাকা। হিসাবকাল শেষে গণনার পর দেখা যায় ১০,০০০ টাকার পণ্য এখনও হাতে আছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ে পরিমাণ হবে – 

A) ৭২,০০০ টাকা B) ৬৮,০০০ টাকা 

C) ৭৮,০০০ টাকা D) ৮২,০০০ টাকা

E) ৯০,০০০ টাকা 


০৮. একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত হয়েছে ৪৪৮ টাকায় কিন্তু ভুলবশত ব্যাংক চেকটি ৪৮৪ টাকায় লিপিবদ্ধ করে। ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য নিম্নের কোনটি সঠিক? 

A) ব্যাংক জেরের সাথে ৩৬ টাকা যোগ করা । 

B) নগদান জেরের সাথে ৩৬ টাকা যোগ করা ।

C) ব্যাংক জের থেকে ৩৬ টাকা বিয়োগ করা ।

D) নগদান জের থেকে ৪৪৮ টাকা বিয়োগ করা ।

E) নগদান জের থেকে ৮৪ টাকা বিয়োগ করা।


০৯. ২০০২ সালের ১ লা জুলাই মাসুদ ২২,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় করে। যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা , আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা । উক্ত বছরে জানুয়ারি মাসের ১ তারিখে পুঞ্জীভূত অবচয় হিসাবেরর জের ছিল ৩৫,০০০ টাকা । সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে উক্ত সম্পত্তি বিক্রয়ে লাভ বা ক্ষতি হবে –   

A) লাভ ৩,০০০ টাকা B) লাভ ২,০০০ টাকা 

C) ক্ষতি ৩,০০০ টাকা D) ক্ষতি ২,০০০ টাকা 

E) লাভ ৫,০০০ টাকা 


১০. নাহার হার্ডওয়্যার সেন্টারের একটি নির্দিষ্ট বছরে নীট ধারে বিক্রয়ের পরিমাণ ৬৫,০০.০০০ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় ৫০,০০,০০০ টাকা। বছরের শুরুতে এবং শেষে দেনাদারের পরিমাণ ছিল যথাক্রমে ৬,০০,০০০ টাকা ও ৭,০০,০০০ টাকা । উক্ত বছরের দেনাদার আবর্তন – 

A)  ৭.৭ বার B) ১০.৮ বার 

C)  ৯.৩ বার D) ১০ বার E) ১২ বার 


১১. আর্থিক বিবরণীতে সংযুক্ত টীকায় যে তথ্য প্রদর্শন করা হয়,  তা করা হয়- 

A) ক্রয়মূল্য নীতির জন্য B) পূর্ণপ্রকাশ নীতির জন্য 

C) মিলকরণ নীতির জন্য D) আয় স্বীকৃতি নীতির জন্য 

E) রক্ষণশীলতার জন্য 


১২. ABC  কোম্পানি XYZ  কোম্পানি থেকে ৬০০ টাকার সরঞ্জাম নগদে ক্রয় করছে। ABC  কোম্পানির হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে?  

A) সম্পদ এবং দায় বৃদ্ধি 

B) সম্পদ এবং দায় হ্রাস 

C) মোট সম্পদে কোন পরিবর্তন হবে না 

D) দায়ে কোন পরিবর্তন হবে না 

E) সম্পদ বৃদ্ধি এবং দায় হ্রাস 


১৩. নিম্নের কোন লেনদেনটি মালিকানা স্বত্বকে প্রভাবিত করবে না?  

A) বিক্রিত পণ্যের ব্যয় লিপিবদ্ধকরণ

B) নগদ বিক্রয় লিপিবদ্ধকরণ 

C) ধারে বিক্রয় লিপিবদ্ধকরণ

D) ইউটিলিটি ব্যয় লিপিবদ্ধকরণ 

E) নগদে মজুদমাল ক্রয় 


১৪. নিম্নের কোনটি মূলধন জাতীয় ব্যয় নয়? 

A) আসবাবপত্র ক্রয় B) ভূমি ক্রয় 

C) কপিরাইট অর্জন ব্যয় D) স্থায়ী সম্পত্তির অবচয় 

E) মোটর গাড়ী ক্রয় 


১৫. নিম্নের কোন ভুলটি রেওয়ামিলের সাহায্যে ধরা পড়ে ? 

A) যে লেনদেন জাবেদাভুক্ত করা হয়নি 

B) একটি জাবেদা দাখিলা দুইবার খতিয়ানে পোস্টিং দেয়া হয়েছে 

C) লেনদেন লিপিবদ্ধকরণে পরিপূরক ভুল 

D) লেনদেন স্থানান্তরের ভুল 

E) লেখার ভুল 


১৬. নিম্নের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? 

A) স্থানান্তরকরণ, জাবেদাকরণ, বিশ্লেষণ 

B) জাবেদাকরণ , বিশ্লেষণ , স্থানান্তরকরণ 

C) বিশ্লেষণ , স্থানান্তর , জাবেদাকরণ 

D) বিশ্লেষণ, জাবেদাকরণ , স্থানান্তর 

E) জাবেদাকরন , স্থানান্তর , বিশ্লেষণ 


১৭. নিম্নের কোনটি স্বল্প মেয়াদি তারল্যের মাপকাঠি হিসাবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ? 

A) ত্বরিত বা অগ্নিপরীক্ষা B) চলতি অনুপাত 

C) দায় অনুপাত D) চলতি কার্যক্রম থেকে নগদপ্রবাহ 

E) দেনাদার আবর্তন অনুপাত 


১৮. কোন প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১০০০  একক, সমাপনী মজুদ ৮০০ একক এবং বিক্রয় ৬২০০ একক। যদি উৎপাদন ব্যয় ৩০,০০০ টাকা হয়, তবে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত?  

A) ৪ টাকা B) ৫ টাকা 

C) ৬ টাকা D) ৭ টাকা E) ৮ টাকা 


১৯. অবিরাম মজুদপণ্য পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানিতে নিচের কোন হিসাব থাকে? 

A) ক্রয় B) বিক্রিত পণ্যের ব্যয় 

C) ক্রয় পরিবহণ D) ক্রয় বাট্টা

E) প্রারম্ভিক মজুদ মাল 

 

২০. কোন নীতি / রীতি দশ বৎসর কার্যকাল সম্পন্ন একটি কলমদানী ক্রয়ের সময়ই খরচ হিসাবে লেখার অনুমতি দেয়?  

A) বাস্তব ধারণা B) চলমান ধারণা 

C) বিশ্বাসযোগ্যতা D) আর্থিক সত্বা E) প্রকাশনীতি 

 


উওর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

E

E

D

C

B

B

C

B

B

D

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

B

C

E

D

D

D

C

B

B

A

Management

০১. বযবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা বেশী প্রয়োজন? 

A) নিম্ন স্তরে B) উচ্চ স্তরে 

C) মধ্য স্তরে D) সকল স্তরে

E) উচ্চ – মধ্য স্তর 


০২. কারিগরি দক্ষতা বলতে বুঝায়- 

A) কার্য সংক্রান্ত জ্ঞান B) সামাজিক জ্ঞান 

C) চিন্তন ক্ষমতা D) রাজনৈতিক জ্ঞান

E) আর্থিক জ্ঞান 

 

০৩. ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সবচেয়ে গ্রহণযোগ্য ধারাবাহিকতা কোনটি?  

A) পরিকল্পনা-সংগঠন-নেতৃত্ব-নিয়ন্ত্রণ 

B)পরিকল্পনা-নিয়ন্ত্রণ-সংগঠন-নেতৃত্ব 

C) পরিকল্পনা-নেতৃত্ব-সংগঠন-নিয়ন্ত্রণ 

D) নিয়ন্ত্রণ-সংগঠন-পরিকল্পনা-নেতৃত্ব 

E) সংগঠন-নিয়ন্ত্রণ-নেতৃত্ব-পরিকল্পনা 


০৪. একটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলঃ 

A) বিবরণ পত্র B) পরিমেল নিয়মাবলী 

C) বার্ষিক বিবরণী D) পরিমেলবদ্ধ

E) কার্যারম্ভের অনুমতি পত্র 

০৫. একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলঃ 

A) অর্থ B) যন্ত্রপাতি 

C) জমি D) দক্ষতা

E) মানব সম্পদ 


০৬. এক্সিম ব্যাংক লি.-  এর মালিকানার ধরণ হলঃ 

A) প্রাইভেট লিমিটেড কোম্পানি

B) পাবলিক লিমিটেড কোম্পানি 

C) রাষ্ট্রীয় মালিকানা

D) অংশীদারি কারবার 

E) সমবায় সমিতি 

 

০৭. প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক নয়?  

A) এ কোম্পানির শেয়ার বিক্রয় করার জন্য বিবরণ পত্র ইস্যু করার দরকার নেই 

B) এ কোম্পানির শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কোন বাধা নিষেধ নেই 

C) এ কোম্পানির হিসাবপত্র বাহ্যিক নিরীক্ষা করার কোন বাধ্যবাধকতা নেই 

D) সর্বনিম্ন দু’জন সদস্যের সমন্বয়ে এ কোম্পানি গঠন করা যায় 

E) এ কোম্পানির পরিচালকদের অবসর গ্রহণের বাধ্যবাধকতা নেই 


০৮. ব্যাংকিং ও অ- ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ অংশীদারের সংখ্যা হচ্ছে যথাক্রমে……… ও ……….. । 

A) ১০,১৫ B) ১৫,২০ 

C) ১০,২০ D) ২০,৩০ 

E) ২০,৫০ 


০৯. মালিকের দায় – দায়িত্ব বিবেচনায় নিচের কোন কারবারটি সবচেয়ে কম পছন্দনীয় হওয়া উচিত ? 

A) একক মালিকানাধীন কারবার 

B) ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারি কারবার 

C) অ- ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারি কারবার 

D) প্রাইভেট লিমিটেড কোম্পানি 

E) পাবলিক লিমিটেড কোম্পানি 


১০. বিধিবদ্ধ সভা প্রযোজ্য হয়…… এর ক্ষেত্রে।  

A) একক মালিকানাধীন কারবার 

B) অ – ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারি কারবার 

C) ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারি কারবার 

D) প্রাইভেট লিমিটেড কোম্পানি 

E) পাবলিক লিমিটেড কোম্পানি 

 

১১. সমবায় সমিতি অধ্যাদেশ , ১৯৮৪ অনুসারে কোন সমবায় সমিতির একজন সদস্য সমিতির মোট মূলধনের সর্বাধিক কত শতাংশ ধারণ করতে পারে? 

A) ৫% B) ১০% 

C) ১৫% D) ২০%

E) ২৫% 

১২. নিচের কোনটি স্মারকলিপির ধারা?  

A) শেয়ারহোল্ডারদের দায়-দায়িত্ব B) পরিচালকের ক্ষমতা 

C) শেয়ারহোল্ডারদের সভা D) হিসাব ও নিরীক্ষা 

E) মুনফা বন্টন 


১৩. কতিপয় বিকল্প কার্যপ্রণালী থেকে সর্বোৎকৃষ্ট বিকল্পটি বাছাই করাকে বলা হয়- 

A) নির্দেশনা B) সিদ্ধান্ত গ্রহণ 

C) পরামর্শমূলক নির্দেশনা D) উদ্দেশ্য

E) নীতি নির্ধারণ 


১৪. প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক কে? 

A) মাসলো B) হার্জবার্গ 

C) ম্যাকগ্রেগর D) থমাস

E) হেনরি 

  

১৫. সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?  

A) একমালিকানা B) অংশীদারি  

C) যৌথ মূলধনী কোম্পানি D) সমবায় সমিতি

E) রাষ্ট্রীয় কারবার 


১৬. অংশীদারি  ব্যবসায় পরিচালনায় দিক- নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? 

A) পারস্পরিক বিশ্বাস B) চুক্তিপত্র 

C) সদস্যদের যোগ্যতা D) সুসম্পর্ক

E) আন্তরিকতা 


১৭. কোন সংগঠন পরিচালনার জন্যে কমপক্ষে ২ জন পরিচালক থাকতে হয়? 

A) সমবায় সমিতি B) অংশীদারি কারবার 

C) প্রাইভেট লি। কোম্পানি D) পাবলিক লি। কোম্পানি 

E) একমালিকা কারবার 


১৮. মধ্যস্বত্বভোগীর শোষণ থেকে রক্ষা পেতে কোন ব্যবসায় অধিক উপযোগী? 

A) একমালিকানা B) অংশীদারি 

C) প্রাইভেট লি. কোম্পানি D) পাবলিক লি. কোম্পানি 

E) সমবায় সমিতি 


১৯. রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষতি কে বহন করে? 

A) ব্যবস্থাপকগণ B) সরকার 

C) পরিচালকগন D) গ্রাহকগণ 

E) অফিসারগন 


২০. ই – বিজনেসের নিচের কোন মডেলে একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রয় করে? 

A) C2B B) C2C 

C) B2B D) B2C

E) B2G  

 


উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

B

A

A

D

E

B

B

C

A

E

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

D

A

B

B

A

B

C

E

B

B

 

Finance

01. The market where new securities are bought and sold for the first time is called ……… market. 

A) primary        B) secondary 

C) tertiary         D) capital  

E) treasury 

 

02. What does BSEC stand for? 

A) Securities and Exchange Commission 

B) Bangladesh Securities and Exchange Commission 

C) Bangladesh Securities and Exchange Commission 

D) Bangladesh Securities and Exchanges Commission  

E) Bangladesh Security and Exchanges Commission 

 

03. How do the interest rate and bond prices change ? 

A) in the same direction 

B) in opposite direction 

C) without any relationship with each other 

D) positively 

E) sometimes in the same and sometimes in the negative direction 

 

04. In which year the Financial Institutions Act was passed? 

A) 1994         B) 1993 

C) 1991        D)  2002  

E) 2010 

 

05. Which  one is the non-discounted capital budgeting technique? 

A) payback period              B) net present value 

C) internal rate of return    D) capital rationing 

E) profitability index 

 

06. Which institution issues treasury bill? 

A) central bank  

B) Ministry of Finance 

C) listed company  

D) private commercial banks 

E) specialized financial institutions 

 

07. Which one is the least liquid current asset of a company? 

A) cash  

B) bank balance 

C) prepaid expenses  

D) A/C receivables  

E) inventory 

 

08. What interest rate doubles Tk. 500 in 9 years according to Rule 72? 

A) 8%      B) 9%  

C) 10%    D) 11%  

E) 12% 

 

09. Which one should be greater that the cost of capital to accept a proposal for investment? 

A) ARR                        B) NPV 

C) IRR                         C) payback period  

E) profitability index 

 

10. Which one is not the source of long – term financing? 

A) debenture    B) share 

C) bond             D) commercial paper

E) treasury bill 

 

11. Which investment is the most risky? 

A) bank deposit 

B) bond purchase 

C) purchase of preference share 

D) purchase of government bond 

E) purchase of ordinary share 

 

12. Which of the following components of capital has the highest cost?  

A) ordinary equity     B) preferred share 

C) debenture             D) retained earnings  

E) profit 

 

13. Which of the following is not unsecured short – term credit? 

A) line of credit              B) revolving credit 

C) transaction loan       D) floating loan  

E) bank loan 

 

14. Which type of annuity requires payment of installment money at the beginning of each installment period? 

A) ordinary annuity                B) annuity due 

C) annuity compounded       D) effective annuity  

E) perpetuity 

 

15. Which type of risk is avoidable through proper diversification? 

A) portfolio risk                B) systematic risk 

C) unsystematic risk      D) total risk  

E) financial risk 

 

16. Which one is considered the ideal current ratio? 

A) 10%     B) 15% 

C) 1 : 1     D) 2 : 1

E) 3 : 1 

 

17. What does the BSEC regulate? 

A) bond market          B) share market 

C) money market       D) secured exchange

E) financial market 

 

18. Which one is not an external source of financing? 

A) retained earning      B) share capital 

C) bank loan                 D) trade credit

E) share premium 

 

19. To whom the bonus shares are distributed?  

A) existing shareholders    B) previous shareholder 

C) new shareholders D) director  

E) employees 

 

20. What does the discounting process mean? 

A) awarding concessions 

B) taking less money 

C) ignoring importance 

D) converting future value into present value 

E) converting present value into future value 4  

 

Answer 

 

01

02

03

04

05

06

07

08

09

10

A

C

B

B

A

A

E

A

B

D

11

12

13

14

15

16

17

18

19

20

E

A

D

B

C

D

B

A

A

D

 

MARKETING

০১. বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্য কি? 

A) মুনাফা অর্জন করা

B) ক্রেতার চাহিদা পূরণ করা 

C) পণ্য উৎপাদন করা

D) পণ্য বন্টন করা 

E) ক্রেতার সন্তষ্টি বিধান করে মুনাফা অর্জন করা  

 

০২. নিম্নের কোনটি বাজারজাতকরণের সহায়ক কাজ নয় ? 

A) মোড়কীকরণ B)গুদামজাতকরণ 

C) মান নির্ধারণ ও শ্রেনীবদ্ধকরণ D) বিক্রয় 

E) পরিবহণ 

 

০৩. বাজারাতকরণের অত্যাধুনিক মতবাদ কোনটি? 

A) উৎপাদন মতবাদ B) পণ্য মতবাদ 

C) বিক্রয় মতবাদ D) বাজারজারকরণ মতবাদ 

E) সমন্বিত বাজারজাতকরণ মতবাদ 

 

০৪. বাজারে প্রবেশের জন্য এক বা একাধিক মার্কেট সেগমেন্টস নির্বাচন করার প্রক্রিয়াকে বলা হয় –  

A) মার্কেট টার্গেটিং B) মার্কেট ডমিনেন্স 

C) মার্কেট রিসার্চ D) মার্কেট পজিশনিং 

E) মার্কেট সেগমেন্টস 

 

০৫. নিম্নের কোনটি একই জাতীয় প্রয়োজন ও আকাঙ্খা আছে এমন একদল ক্রেতা নিয়ে গঠিত হয়?  

A) উল্লম্ব বিপণন ব্যবস্থা B) বাজার বাস্কেট 

C) বাজার শেয়ার D) বাজার সেগমেন্ট

E) বাজার স্তর 

 

০৬. নিম্নের কোনটি ছাড়া সবগুলোই মনস্তাক্তিক বিভক্তিকরণের উপাদান?  

A) সামাজিক শ্রেণী B) জীবনধারা 

C) পেশা D) ব্যক্তিত্ব E) আগ্রহ 

 

০৭. নিম্নের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি নয়?  

A) ভৌগোলিক B) পরিচালন বিষয়ক 

C) জনসংখ্যা বিষয়ক D) মনস্তাক্তিক                

E) আচরণিক 

 

০৮. একটি কোম্পানির জন্য কখন উৎপাদন মতবাদ ব্যবহার করা উপযুক্ত ?  

A) যখন পণ্যটি অযাচিত 

B) যখন ধারাবাহিক পণ্যমান উন্নয়ন প্রয়োজন 

C) যখন পণ্যমূল্য অত্যাধিক এবং পণ্যমূল্য কমাতে উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন 

D) যখন পণ্যের সরবরাহ চাহিদা থেকে বেশী  

E) যখন পণ্যটি impulse পণ্য 

 

০৯. যখন একটি আমদানিকারী দেশ একটি নির্দিষ্ট পণ্যের কতটা গ্রহণ করবে তা নির্ধারণ করে দেয় তাকে বলে – 

A) কোটা B) বাধা 

C) শুল্ক D) অবরোধ

E) বার 

 

১০. গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরণের উপযোগ সৃষ্টি করা হয়? 

A) স্থানগত উপযোগ B) সময়গত উপযোগ 

C) সেবাগত উপযোগ D) স্বত্বগত উপযোগ 

E) রূপগত উপযোগ 

 

১১. কাঠ থেকে আসবাবপত্র তৈরির ক্ষেত্রে নিম্নের কোন ধরণের উপযোগ সৃষ্টি করা হয় ? 

A) রূপগত উপযোগ B) সময়গত উপযোগ 

C) স্থাঙ্গত উপযোগ D) স্বত্বগত উপযোগ 

E) সেবাগত উপযোগ 

 

১২. ম্যাগাজিন কোন ধরণের পণ্য? 

A) লোভনীয় পণ্য B) অবশ্যক পণ্য 

C) ভোক্তা পণ্য D) বিশিষ্ট পণ্য

E) সুবিধা পণ্য 

 

১৩. নিম্নের কোন বাজারজাতকরণ যোগাযোগ কৌশলটি ক্রেতা প্রস্তুতিকরণে ক্রেতার দৃঢ় বিশ্বাস জন্মানোর স্তরে প্রভাবিত করার জন্য সবচাইতে কার্যকর? 

A) বিজ্ঞাপন B) পাবলিসিটি 

C) সেলস্‌ প্রমোশন D) ব্যক্তিক বিক্রয় 

E) ইভন্টস এন্ড এক্সপেরিয়েন্সস 

 

১৪. যে প্রমোশন কৌশলে বিক্রয়কর্মী ও ট্রেড প্রমোশন ব্যবহার করে মধ্যস্থ কারবারীর মাধ্যমে পণ্য বিক্রয় করা হয় তাকে বলে – 

A) স্থানগত কৌশল B) পুশ কৌশল 

C) পুল কৌশল D)  ব্লকিং কৌশল

E) সমন্বিত কৌশল 

 

১৫. ৯৯.৯৫ কি ধরণের মূল্য? 

A) প্রমোশনাল মূল্য B) মনস্তাত্ত্বিক মূল্য 

C) সেগমেন্ট মূল্য D) মার্ক – আপ মূল্য 

E) ডেসিমাল মূল্য 

 

১৬. কোথা থেকে পণ্য বা সেবা ডিজাইন শুরু হওয়া উচিত? 

A) মার্কেটিং বিভাগ থেকে B) মার্কেটিং পরিকল্পনা থেকে 

C) পণ্য ডেভেলপমেন্ট টিম থেকে D) ক্রেতা থেকে 

E) গবেষণা প্রতিষ্ঠান থেকে 

 

১৭. যদি একটি পণ্য প্রতিযোগীর পণ্যের চেয়ে গুণে , মানে ও বৈশিষ্ট্যের দিক থেকে উন্নত হয়, তাহলে সেই পণ্যকে বলা হয় – 

A) উন্নত পণ্য B) অদ্বিতীয় উচ্চতর পণ্য 

C) পজিশনড পণ্য D) পূর্বে চালু করা পণ্য

E) প্রিমিয়াম পণ্য 

 

১৮. নিম্নে বাজার বৃদ্ধি হার ও তুলনামূলকভাবে উচ্চ বাজার শেয়ার দখলকারী ব্যবসা বা পণ্যকে কি বলা হয়? 

A) স্টার B) ক্যাশ কাউ 

C) কোশ্চেন মার্ক D) ডগস্‌

E) ক্যাশ বিবেটস 

 

১৯. পণ্যের জীবন চক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে হয়? 

A) পণ্য উন্নয়ন B) সূচনা 

C) প্রবৃদ্ধি D) পূর্ণতা E) পতন 

 

২০. নিম্নের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? 

A) স্থান B) মানুষ 

C) পণ্য D) প্রসার E) মূল্য 

 উত্তর     

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

E

D

E

E

D

C

B

C

A

B

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

A

A

D

E

B

D

B

B

D

B

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *