Chittagong University B Unit Admission Question 2019-2020 (Evening)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৯-২০২০) (বিকাল)

বাংলা

01.‘ধর্ম কী? পরোপকারই ধর্ম। ‘ -উক্তিটি  কোন রচনা থেকে নেওয়া হয়েছে?

ক) জীবন ও বৃক্ষ           খ) চাষার দুক্ষু

গ) বিড়াল ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ঘ) আমার পথ

 

02.‘নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা/এ কণক-লঙ্কা রাজা, মজিলা আপনি!’ – কার উক্তি?

ক) মেঘনাদ ⠀⠀ ⠀ ⠀ ⠀ খ) রাম

ঘ) রাবণ ⠀⠀ ⠀ ⠀ ⠀ ঘ) বিভীষণ

 

03.’কার্তুজ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক) ফরাসি খ) ফারসি

গ) তুর্কি ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀  ঘ)উর্দু

 

04.মানিক বন্দোপাধ্যায়েট পৈতৃক নিবাস কেন জেলায়?

ক) কলকাতা খ) ফরিদপুর

গ) চট্টগ্রাম ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ঘ) ঢাকা

 

05.‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) ঝরাপালক ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀    খ) রূপ্সী বাংলা

গ) বনলতা সেন ঘ) ধূসর পান্ডুলিপি

 

06.‘সে যেন খাঁচায় ধরা পড়েছে।’ – লালসালু  উপন্যাসের কাী সম্পর্কে এ কথা বলা হয়েছে?

ক) মজিদ খ) জমিলা

গ) রহিমা ঘ) খ্যাংটা বুড়ি

 

07.‘সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা।’ – কেন কবিতার চরণ?

ক) ঐকতান খ) রক্তে আমার অনাদি অস্থি

গ) আমি কিংবদন্তির কথা বলছি ঘ) ফেব্রুয়ারী ১৯৬৯

 

08.বঙ্গবন্ধু জাদুঘর  কোথায় অবস্থিত?

ক) ধানমন্ডি খ) সেগুনবাগিচা

গ) পল্টন ঘ) আগারগাও

09.নিচের কোনটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়?

ক) মেঘমল্লার খ) অবরোধবাসীনি

গ) পদ্মরাগ ঘ) মতিচুর

 

10.রেইনকোট  গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?

ক) কেমিস্ট্রি খ) ইংরেজি

গ) বাংলা ঘ) জিওগ্রাফি

 

11.কাদের বিরোদ্ধে  নুরুলদীন জেগে উঠার কথা বলেছেন?

ক) পাকিস্তানি ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) নবাব

গ) পর্তুগিজ ⠀⠀ ⠀ ⠀ ⠀    ঘ) ব্রিটিশ

 

12.‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে?

ক) শীত ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ খ) বসন্ত

গ) গ্রীষ্ম ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ঘ) বর্ষা

 

13.কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেনি?

ক) তিনি সন্ত্রাস দূরীকরণে কিছু পরামর্শ দেন

খ) পরবর্তীতে দুজনকে গ্রেপ্তার করা হল

গ) এ তথ্য গ্রাহ্যযোগ্য নয়

ঘ) সভায় সকল সদস্যরা উপস্থিত

 

14.মোতাহের হোসেন চৌধুরী কোনটিকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

ক) নদীকে  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀খ) আত্মাকে

গ) ধর্মকে         ঘ) বৃক্ষকে

 

15.ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়রি চিঠি লিখেছিলেন?

ক) ৪টি  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) ৩ টি

গ) ২ টি ঘ) ৫টি

 

16.বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা

গ) আসত্তি ঘ) রীতিসিদ্ধতা

 

17.শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে কোনটি?

ক) অনুসর্গ খ) বিভক্তি

গ) প্রত্যয় ঘ) উপসর্গ

 

18.‘রচিয়া লহ না আজও গীতি’- এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) অনুরোধ খ) উপদেশ

গ) নিষেধ ঘ) তিরস্কার

 

19.‘আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।’ – কেন রচনার অংশ?

ক) নেকলেস খ) চাষার দুক্ষু

গ) অপরিচিতা ঘ) আমার পথ

20.‘আমি পৃথিবীর কবি…….’ অপূর্ণ এই পঙক্তিতে পরের অংশ  কেনটি?

ক) যেথা তার যত উঠে ধনি খ) যতটুকু যানি

গ) নাড়া তার জাগিবে তখনি ঘ) দেখেছি কত না নগর রাজধানী

21.কোনটি সঠিক বানান?

ক) অভুতপুর্ব  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) অভুতপূর্ব

গ) অভূতপূর্ব ঘ) অভুতপুব

22.গী দ্য মোপাসাঁ কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?

ক) সপ্তদশ  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀        খ) উনবিংশ

গ) অষ্টাদশ ঘ) বিংশ

23.কবি দিলওয়ার – এর জন্মস্থান কোন জেলায়?

ক) রংপুর খ) টাঙ্গাইল

গ) যশোর  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀       ঘ) সিলেট

 

24.কোন বাগধারাটি সমার্থক নয়?

ক) তেলে বেগুনে জ্বলে উঠা খ) অহিনকুল সম্মন্ধ

গ) দা-কুমড়া  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀  ঘ) আদায় কাচকলায়

25.কোনটি দ্বন্দ্ব  সমাসের উদাহরণ?

ক) বাবা-মা  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) সপ্তাহ

গ) অভাব ⠀  ঘ) পলান্ন

 

26.‘শিশুটি খেলা করে।’ -এই বাক্যে কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

ক) কর্তায় শুন্য খ) করণে শূন্য

গ) সম্প্রদানে শূন্য ঘ) কর্মে শূন্য

 

27.শামসুর রহমানের গ্রন্থ নয় কোনটি?

ক) উদ্ভট ঊঠের পিঠে চলেছে স্বদেশ

খ) বৃষ্টি ও সাহসী পুরুষের গল্প

গ) বুক তার বাংলাদেশের হৃদয়

ঘ) ফিরিয়ে নাও ঘাতক কাঁটা

 

28.আহ্বান ছোট গল্পে তিত্তিরাজ কী?

ক) বক জাতীয় পাখি খ) এক ধরণের মাছ

গ) আঞ্চলিক রাজা ঘ) এক ধরণের গাছ

 

29.কবি সুকান্ত ভট্টাচার্য কোন কিশোর সভার সদস্য ছিলেন?

ক) দৈনিক স্বাধীনতা খ) পূর্বাশা

গ) আজাদ ঘ) সওগাত

 

30.Dynamic শব্দটির বাংলা পারিভাষা কোনটি?

ক)গতিশীল খ) উজ্জ্বল

গ) বৈদ্যুতিক তরঙ্গ ঘ) স্থিতিশীল

31.‘তুমি এলে আমি যাব।’- বাক্যটি কোন শ্রেণির?

ক) সরল  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) যৌগিক

গ) অনুজ্ঞাসূচক     ঘ) জটিল

32.‘এইখানে এসে লুটাইয়া পড়ে সকল_______।’-সাম্যবাদী কবিতার এই চরণের শূন্যস্থানে

কোনটি রয়েছে?

ক) তাজাফুল খ) দেবতা

গ) রাজমুকুট  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ঘ) মহাগীতা

 

33.‘দওলত আমার কাছে ভগবানের দাদা মশায়ের চেয়েও বড়।’ সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তি কার?

ক) উমিচাদ  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀   খ) ঘষেটি বেগম

গ) রাজবল্লব ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀   ঘ)মিরজাফর

 

34.‘না বুঝে বোঝার ভন্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনদিনই করব না।’ -উক্তিটি কার?

ক) মোতাহের হোসেন চৌধুরী

খ) বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন

গ) মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ) কাজী নজরুল ইসলাম

 

35.প্রত্যয়ের কাজ কী?

ক) বাক্যস্থিত শব্দে অন্বয় ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) নতুন শব্দ গঠন

গ) সমস্যমান পদ নির্ণয় ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀⠀ ⠀ ⠀ ⠀  ঘ) উচ্চারণ শ্রুতিমধুর


প্রশ্ন

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

১৪

১৫

উত্তর

প্রশ্ন

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

২৯

৩০

উত্তর

প্রশ্ন

৩১

৩২

৩৩

৩৪

৩৫

উত্তর

English -35

Choose the alternative A,B,C or that best completes the sentence (1-17).

01. Have you sent that e-mail to Mr. Kabir? Yes, I’ve _____ done it.

  1. already

  2. still

  3. yet

  4. now

02. Which would you ___ have, gold or silver?

  1. prefer

  2. rather

  3. could

  4. better

03. Antonym of the word ‘foremost’ is_______.

  1. hindmost

  2. disposed

  3. unimportant

  4. utmost

04. They had to provide some evidence to tha court to clear him of the accusation,________?

  1. wouldn’t they

  2. haven’t they

  3. did they

  4. didn’t they

05. I was reading a book when you __ into the room.

  1. have come

  2. came

  3. come

  4. had come

06. Rajiv failed because his answers were not ___ to the questions asked.

  1. allusive

  2. revealing

  3. referential

  4. pertinent

 

07.The woman ___ was old and bent.

  1. I spoke to

  2. that I spoke

  3. whom I spoke her

  4. I spoke for her

08. The man said he did not __ to go by bus.

  1. mind having

  2. bother about

  3. care for

  4. minded

09. Most people are unfailingly obsequious to persons in authority. Here ‘obsequious’ means ____.

  1. servile

  2. differential

  3. disgruntled

  4. obedient

10. Synonym  of “stumbling block” is________.

  1. argument

  2. hurdle

  3. advantage

  4. frustration

11. Whenever there was a visitor, the dog ____ to the door

  1. will run

  2. is running

  3. was running

  4. would run

12. She ____ a baby sitter for three years when she decided to qualify as a nurse.

  1. has been

  2. is being

  3. is

  4. had been

13. The station is roo far away __ to.

  1. for working

  2. in walking

  3. to walk

  4. by walking

14.The word ____ a lot by 2099

  1. is changing

  2. will have changed

  3. has changed

  4. changes

15. The house ______ is adjacent to the church is mine ; I was the one ___ met you the other

day.

  1. who, that

  2. where, that

  3. that, who

  4. that, which

 

16. People who don’t like boys with lonf hair or girls with tattoos are probably ____.

  1. considerate

  2. confident

  3. conservative

  4. cantankerous

17.How many cups of milk ___ yesterday?

  1. you have drunk

  2. did you drink

  3. were have drinking

  4. do you drink


Read the passage below and choose the alternative A, B, C or D to answer the questions(18-23).

Washington was the first city in history to be created solely for the purpose of governance. Following the Revolution Congress had hotly debated the question of a permanent them-selves and departments of the Treasury. the Patent Office. and so on which even the sketchiest of central entrances could feel obliged to establish. In 1790. largely in order to put an end to congressional bickering. George Washington charged with select- ing a site for the newly designated federal district. Not much to anyone’s surprise but to the disappointment of

He chose a tract of land on the banks of the Poto- mac Riser, a mile upstream from his beloved plan. station mount Vernon. The District of Columbia was taken in part from Virginia

and in part from Maryland, At the time it was laid out, its hundred square miles consisted of gently rolling lulls. some under cultivation and the rest heavily wooded. with a number of creeks and much swampy land along the Potomac. There is now a section of Washington that is commonly referred  to as Foggy Bottom: that section bore the same nickname a hundred and gave it access by ship to the most important cities of the infant nation, Charleston, Baltimore. Philadelphia. New York. New. port. Salem and Portsmouth and also to the far•otT part of England and the Continent

 

18. Why was Georege Washington’s choice for the site capital not surprising?

  1. Gorge Washington had lived on the site before the American Revolution

  2. The river would bring trade to the city

  3. the member of congress had already stated their preference for the site

  4. The site was very close to George Washington’s own home

19. It can be inferred from the that the term “foggy Bottom” in the third paragraph refers to a section of Washington, D.C that

  1. lise at the bottom of Mount vernon

  2. used to be mostly swampland

  3. has the lowest population in the district

  4. used to be the site of the national weather station

20. In line 7, the phrase “charged with” could best be replaced by which of the following?

  1. attacked with

  2. accused of

  3. given the responsibility of

  4. asked to pay for

21. The author implies that Georgetown was important in the eighteen century because it

  1. was the home of the Treasury and the Patent office

  2. was a model for building the new federal district

  3. defended the east coast against invaders

  4. linked the federal district with the ocean

22. What is the main topic of the passage?

  1. The role of the George Washington in the American

  2. The founding of Washington

  3. The first years of the United States Congress

  4. The governing of the federal district

23. In 1970 a large of the federal district was –

  1. seashore

  2. village squares

  3. wilderness

  4. a flourishing port

Choose the alternative A,B,C or D that is closest in meaning to the sentence /the  underlined word (24-30).

24. At first, many people didn’t like that kind of music, but after a while it caught on.

  1. Not many people enjoy that kind of music

  2. You’d never catch me listening to that kind of music

  3. The public’s first reaction that music was positive

  4. It took a while for that music to become popular

25. Shirley’s place is always tidy.

  1. Shirley’s place is always busy

  2. Shirley’s place is always time

  3. Shirley’s place is always messy

  4. Shirley’s place is always unprepared

26. On the  whole, I don’t care for fish.

  1. I seldom eat fish whole

  2. I don’t like fish very much

  3. Pet fish are difficult to care for

  4. It’s difficult to buy a whole fish

27. Biologists have………..  that specialized cells convert chemical energy into mechanical energy.

  1. pretended

  2. argued

  3. determined

  4. hypothesized

28. Ice skates manufactured……………. Of iron were  first sold in the 1800s.

  1. routinely

  2. mainly

  3. successfully

  4. solely

29.When humming birds fly, their  wing-beats are so rapid that the wings seem blurred.

  1. indistinct

  2. fragile

  3. tiny

  4. inexhaustible

30. Mary was disappointed in her new secretary.

  1. Mary was appointed by the secretary

  2. The new secretary was disappointed in Mary

  3. Mary was not pleased with her secretary

  4. the new secretary cancelled Mary’s appointment

31.A (A) well-planned resume is the(B) first step towards finding(C)  satisfaction(D) job.

 

32.If a baby stays alive(A) for two or three weeks after leaving(B) the nest, it has a fair(C) chance of become(D) an adult.

 

33.Wind and rain(A) continually hit against the surface(B) of the earth, broken(C) large rocks into smaller and smaller(D) particles.

 

34.The amphibians are of(A) few(B) economic(C) importance to humans.(D)

 

35.The earth was once(A) inhabited(B) by plants and animals of which(C) today there is none(D) living trace.


que

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

ans

a

b

c

d

b

d

a

b

a

b

d

d

c

b

c

que

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

ans

c

b

b

b

c

d

b

b

d

c

b

cc

d

a

c

que

31

32

33

34

35

ans

d

d

c

b

d

সাধারণ জ্ঞান -৩০

01.দার্শনিকদের ক্ষেত্রে কোনটি কালানুক্রমিক সঠিক বিন্যাস?

ক) সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল

খ) সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো

গ)প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল

ঘ)অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো,

 

02.‘অন্যায় যে করে আর যে সহে

   তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।’ -কবিতার চরণটি কার?

ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর খ)কাজী নজ্রুল ইসলাম

গ) সুকান্ত ভট্টাচার্য ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

03.একুশের প্রথম কবিতার রচয়িতা কে?

ক) আলাউদ্দীন আল আজাদ খ) আব্দুল লতিফ

গ) জহির রায়হান ঘ) মাহবুব উল আলম চৌধুরী

 

04.চৌচির উপন্যাসটি কার লেখা?

ক) সেলিনা হোসেন খ) আবু ইসহাক

গ) আব্দুল ফজল ঘ) শওকত উস্মান

05.মির্জা গালিব কোন ভাষার কবি?

ক) আরবি ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) বাংলা

গ) উর্দু ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀         ঘ) হিন্দি

 

06.‘অর্থনৈতিক সমীক্ষা -২০১৯’অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?

ক) ৭২ বছর খ) ৭১ বছর

গ) ৭৩ বছর  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀            ঘ) ৭৪ বছর

 

07.ইতিহাসের জনক কে?

ক) এডওয়ার্ড গিবন  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) আল বেরুনী

গ) হেনরি পিরেন ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀       ঘ) হেরডেটাস

 

08.রাজা কণিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন?

ক) জরুতুন্ত্র  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀ ⠀ খ) বৌদ্ধ ধর্ম

গ) হিন্দু ধর্ম⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀      ঘ)  বাহাই

 

09.শেখ হাসিনার জীবনীভিত্তিক ‘হাসিনা: আ ডটার্স টেল’ কোন ধরনের শিল্পকর্ম?

ক)পূর্ণদৈর্ঘ্য চলচিত্র   ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ)ডকুড্রামা

গ) উপন্যাস  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀     ঘ) মঞ্চনাট্য

 

10.কোন সালকে ভিত্তি করে হিজরী সন গণনা করা হয়?

ক)৬২৪ খ্রিঃ  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) ৬২২খ্রিঃ

গ) ৬২৮ খ্রিঃ  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) ৬৩২ খ্রিঃ

 

11.শিখদের ধর্ম গ্রন্থের নাম কী?

ক) গ্রান্থসাহেব  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) গীতা

গ) জেন্দাবেস্থা  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) ত্রিপিটক

 

12.পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন কে?

ক) বিক্রমআদিত্য  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) লক্ষণ সেন

গ) মহীপাল  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) ধর্মপাল

13. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রথম বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন করা হয়?

ক) ১ অক্টোবর ২০১৯  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) ৩ অক্টোবর ২০১৯

গ) ২ অক্টোবর ২০১৯ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) ৪ অক্টোবর ২০১৯

 

14.২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল -এর ‘ম্যান আব দ্য ফাইনাল হয়েছেন কে?

ক) অ্যান্তনি গ্রিজম্যান ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀        খ) অ্যান্তনি হাইডম্যান

গ) অ্যান্তনি ম্যাথিও  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) অ্যান্তনি রজারম্যন

 

15. জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নের সময়সীমা

কত সাল পর্যন্ত?

ক) ২০২১ ⠀ ⠀⠀⠀ খ) ২০৩৫ গ) ২০৩০ ঘ) ২০৪১

 

16. আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ?

ক) ১৮ ডিসেম্বর খ) ১৫ ডিসেম্বর

গ) ১৯  ডিসেম্বর ঘ) ২০ ডিসেম্বর

 

17. বিশ্বের সবচেয়ে চিরহরিৎ বনাঞ্চল কোনটি?

ক) আমাজন ফরেস্ট খ) ডেইন্ট্রি ফরেস্ট

গ) সুন্দরবন ঘ) কাপ্তাই ফরেস্ট

 

18. অভিন্ন ইউরো চালু করার ম্যাসট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত কত সালে?

ক) ১৯৯৪⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) ১৯৯৩

খ) ১৯৯২⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ ঘ) ১৯৯৫

 

19.‘ইউডেমনিটি ‘ বলতে কী বোঝায়?

ক) রাজসাক্ষী⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) আসামি

গ) বিচারপ্রার্থী⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ঘ) দায়মুক্তি

 

20. সম্প্রতি ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন নেতা?

ক) শেখ হাসিনা ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ খ) ডোনাল্ড ট্রাম্প

গ) নরেন্দ্র মোদি ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀  ঘ) অ্যাঙ্গেলা মার্কেল

 

21.পৃথিবীর কোন শহরকে  স্বর্ণনগরী বলা হয়?

ক) ইস্তাম্বুল ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) জোহান্সবার্গ

গ) কায়রো ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ ঘ) ভেনিস

 

22. ২০১৯ সালে কোন শহরকে ‘OIC City of  Tourism’ হিসেবে ঘোষনা করা হয়?

ক) টোকিও ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) ঢাকা

গ) দিল্লি ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀     ঘ) প্যারিস

 

23. Veto- কোন ভাষার শব্দ?

ক) ইংলিশ ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ খ) ফ্রেঞ্চ

গ) ল্যাটিন ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ ঘ) স্প্যানিশ

 

24.২০১৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ীর নাম কী?

ক) অ্যান্তনিও গুতেরেস খ) শিরিন এবাদি

গ) গ্রেটা থুনবার্গ ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ঘ) আবি আহমেদ আলি

 

25.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানি ভাষায় অনুবাদকের নাম কী?

ক) ইশিকাওয়া ওয়াতানাবে খ)  হাইয়ামি ওয়াতানাবে

 গ) কাজুহিরো ওয়াতানাবে ঘ) কুনোহিরো ওয়াতানাবে

 

26.জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র কোনটি?

ক) এতটুকু আশা   খ) অমরপ্রেম

গ) ওরা এগারো জন  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ঘ) স্টপ জেনোসাইড

   ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀

27.কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক) সোজন বাদিয়ার ঘাট  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) রাখালী

গ) ধানক্ষেত  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ঘ) বালুচর

 

28. Interventions: A Life in War and Peace শীর্ষক আত্মজীবনী কার লেখা?

ক) বারাক ওবামা ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) বিন ক্লিনটন

গ) কফি আনান  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ঘ) ইসাসির আরাফাত

 

29. ২০১৯ সালে কে ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ লাভ করেন?

ক) জিয়া হাইদার খ) ড্যান ক্লিনটন

গ) নোয়া হারীবী ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀     ঘ) জোখা আলহারথি

30. ঐতিহাসিক ‘রোজ গার্ডেন’ ঢাকার কোথায় অবস্থিত?

ক) সোনারগাঁও  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀  খ) পলাশী

গ) লালবাগ ঘ) টিকাটলি


প্রশ্ন

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

১৪

১৫

উত্তর

প্রশ্ন

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

২৯

৩০

উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *