ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৩-২০০৪)
বাংলা
01. ‘চুলায় দেওয়া’র বিশিষ্টার্থ-
(ক) পরিত্যাগ করা (খ) সর্বনাশ করা
(গ) নিশ্চিহ্ন করা (ঘ) পোড়ানো
02. ‘কর্ণকুহর’ কোন সমাস?
(ক) তৎপুরুষ (খ) কর্মধারয়
(গ) দ্বন্ধ (ঘ) বহুব্রীহি
03. ‘সে কথায় এরা ভাবে’ বাক্যটির নেতিবাচক রূপ-
(ক) সে কথাই এরা ভাবে না
(খ) সে কথাই এরা না ভেবে পারে না
(গ) সে কথাই না এরা না ভেবে পারে
(ঘ)সে কথাই না এরা ভেবে
04. ‘আঠারো বছর বয়স’ কবিতাটির স্তবকসংখ্যা-
(ক) ছয় (খ) আট
(গ) দশ (ঘ) বারো
05. “ও কৌতুক করার কৌতুহল সম্বরণ করতে পারলেন না৷”-বাক্যটিতে ভুলের সংখ্যা-
(ক) দুটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) একটি
06. ‘ব্যাঘাত’ এর বিশেষণ-
(ক) বিঘ্ন (খ) ব্যাহত
(গ) বিধেয় (ঘ) প্রতিঘাত
07. ‘Licences’ এর পরিভাষা-
(ক) ছাড়পত্র (খ)নিয়োগপত্র
(গ) পরিচয় পত্র (ঘ) অনুজ্ঞাপত্র
08.শুদ্ধ বাক্য কোনটি?
(ক) আমি, তুমি ও সে একই বয়সের
(খ) আমি, সে ও তুমি একই বয়সের
(গ) তুমি, আমি ও সে একই বয়সের
(ঘ) তুমি, সে ও আমি একই বয়সের
09.কোনটি কোলন?
(ক); (খ) ঃ
(গ) = (ঘ) :
10.ফলাযুক্ত শব্দ কোনটি?
(ক) পল্লল (খ) শক্ত
(গ) লিপ্সা (ঘ) কর্জ
11. ‘রাজা আছেন, কোটালের দোহাই কেন?’ কোন ধরনের বাক্য?
(ক) সরল (খ) জটিল
(গ) যৌগিক (ঘ) মিশ্র
12. ‘The trial was held in camera.’ এর বঙ্গানুবাদ-
(ক) বিচারের কাজ প্রকাশ্যে করা হয়েছিল
(খ) বিচারানুষ্ঠানটি গোপ্নে পরিচালিত হয়েছিল
(গ) সর্বসমক্ষে এ বিচারকার্য পরিচালিত হয়েছিল
(ঘ) ক্যামেরার সামনে এ বিচারকার্য অনুষ্ঠিত হয়েছিল
13.কেনটি গণনাবাচক?
(ক) ৭ (খ) সাত
(গ) সাতই (ঘ) সপ্তম
14. ‘তবলা’ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
(ক) আরবি (খ) ফারসি
(গ) পর্তুগিজ (ঘ) সংস্কৃত
15. ‘শাকসবজি’ শব্দটি কোন দুইয়ের মিলন?
(ক) তৎসম + ফারসি (খ) তদ্ভব + ফারসি
(গ) পর্তুগিজ + আরবি (ঘ) দেশি + আরবি
16. ‘খিড়কি’ এর বিপরীতার্থক শব্দ-
(ক) পুত্র ও কন্যা (খ) পুত্রবধূ
(গ) বাতায়ন (ঘ) সিংহদ্বার
17. ‘পলবগ্রাহিতা’ শব্দটির অর্থ-
(ক) ভাসা ভাসা জ্ঞান (খ) পাতা কুড়ানো
(গ) অনুকরণ (ঘ) পাতা বাসানো
18. ‘মরুৎ’ এর সমার্থক শব্দ –
(ক) পানি (খ) বাতাস
(গ) মাটি (ঘ) মরূদ্যান
19.উপসর্গযোগে গঠিত শব্দ –
(ক) প্রতীক (খ) পঙ্কজ
(গ) আবাদ (ঘ) বিবাদ
20. ‘জীবন- বন্দনা’ কবিতায় কবি নিজেকে কী হিসেবে আখ্যায়িত করেছেন?
(ক) বিদ্রোহী কবি (খ) মরু-কবি
(গ) যৌবনের কবি (ঘ) বেদনার কবি
21. ‘শকুন্তলা’ চরিত্রটি-
(ক) সামাজিক (খ) ঐতিহাসিক
(গ) পৌরণিক (ঘ) রাজনৈতিক
22. ‘যৌবনের গান’ রচনাটি প্রকৃতপক্ষে –
(ক) প্রতিবেদন (খ) সম্পাদকীয়
(গ) অভিভাষণ (ঘ) প্রতিভাষণ
23. ‘মন্দভাগ্যের কথা মানা যায় কিন্তু সহ্য করা যায় না।‘ বাক্যটি কোন রচনার?
(ক) একটি তুলসী গাছের কাহিনী (খ) বিলাসী
(গ) সৌদামিনী মালো (ঘ) একুশের গল্প
24. ‘জোড়ামানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু- ছায়৷’ এ ‘জোড়ামানিক’ বৃদ্ধের-
(ক) পুত্র ও কন্যা (খ) পুত্র ও পুত্রবধু
(গ) স্ত্রী ও কন্যা (ঘ) পুত্র ও পৌত্র
25.হস্তপদ থাকা সত্বেও পুত্তলিকা অচেতন ওদার্থ। বাক্যটি রচনা করেছেন-
(ক) প্রমথ চৌধুরী (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) শওকত উসমান (ঘ) বেগম রোকেয়া
English
Read the ing passage and answer questions 1-5:
Waiting is very annoying. exhausting, and time-consuming- writing to buy books at the college store is a cramp/e Of a very long and tiresome task. I need to buy books, and so does everyone else This causes the lines to be very long. Most Of the time find myself leaning against the wall daydreaming. Sometimes even leave this and hope to come back when the store is extremely busy. But that never works because everyone else seems to get the same
idea. So I finally realize that just have to wait. Another experience is waiting for a ride home from school or work. My ride always seems to be the last car to pull up in the parking lot. When I am for a ride, I wonder what it would be like to own a car or if / would ever make home. ‘Vailing in line at a fast-food restaurant is also annoying because. if it is fast shouldn’t have to wait. But in reality, it is never fast, spend a good deal of my time buying a burger or a chicken fry By the time being handed over the food. Feel hunger. or sometimes I find my appetite totally gone. Anyway, shouldn’t complain. because waiting
just seems to be a part of life, so I might as well
01. What could be the most appropriate title for the passage?
a. A bitter experience b. The reality of life
b. waiting d. Consequence of Waiting
02. How many examples does the writer use in the paragraph to support the main idea?
a. one b. two
c. three d. four
03. Which of the following adjectives is not used to describe the main idea in the paragraph?
a. irritating b. tiresome
c. time-consuming d. annoying
04. Which of the following information is probably true about the writer?
a. He/she has a car
b. He/she has a car, but doesn’t knoe how to drive
c. He/she will soon own a car
d. He/She uses public transport
05. Which of the following best describes the writer’s attitude to waiting?
a. Approving b. Disapproving
c. Rational d. Irrational
06. text book এর পুরাতন সিলেবাসের প্রশ্ন।
07. The synonym of ‘impromptu’ is
a. extempore b. prepared
c. improper d. direct
08. The antonym of ‘plaintiff’ is-
a. complainant b. defendant
c. sorrowful d. witness
09. The word ‘irrevocable’ in the sentence, ‘Lead poisoning in the city is causing irrevocable harm to our children’ means
a. irrelievent b. irresistible
c. irreparable d. irreplaceable
10. Choose the appropriate preposition: He was angry_______ me for losing the book.
a. upon b. at
c. with d. for
11. Choose the proper word: I would frown _ that sort of snobbish attitude.
a. aginst b. upon
c. down d. with
12. Verb of the word ‘simplification’ is –
a. simply b. simplicity
c. simplistic d. simplify
13. Choose the proper word to complete the following sentence.
He stopped his car __ when the light turned red
a. abruptly b. ambiguously
c. equityably d. incisively
14. Choose the right option for gap.
Give her a telephone number to ring _ she gets lost.
a. unless b. whether
c. perheps d. in case
15. Choose the correct spelling:
a. questionere b. questionaire
c. questioneer d. questionnaire
16. Select the appropriate option for the blank space:
When we arrived at the shop, we noticed that someone __ onto the place.
a. had broken b. broke
c. had been breaking d. would break
17. Which one of the proper tag question in, He always lags behind __?
a. won’t he b. can’t he
c. didn’t he d. doesn’t he
18. Select the best option for the blank space:
Advocates of the death penalty claim that it __crime
a. deters b. encourages
c. spreads d. diffuse
19. Choose the best translation of the sentence,
“তুমি বরং তাকে এখানে পাঠাও”
a. You send him here
b. You better send him here
c. You better send him here
d. You rather send him here
20. Choose the best translation of the sentence: “They were at dagger’s drawn.”
(ক) তারা ছুরি বের করেছিল
(খ) তারা উন্মুক্ত ছুরির কাছে ছিল
(গ) তারা ঘোর বিবাদ্মান অবস্থায় ছিল
(ঘ) তারা শত্রু ছিল
21. Choose the right option for the sentence :
“The use of pictures ___ speaking tests ___ common.”
a. in, is b. to, was
c. on, were d. of, is
22. Choose the correct sentence.
a. When there is chaos in society the economy of the country do not develop.
b. The economy of the country will not develop if ther is chaos in the society
c. Economic conditions does not improve when there is chaos in the society.
d. The economy of the country will not be develop when the is chaos in the society.
23. Choose the correct option. Although he felt very ___ he smiled ____
a. angrily, friendly
c. angry, friendly
c. angrily, in a friendly
d. angry, in a friendly way.
24. Choose the correct sentence.
a. If I found a bag in the street, I will take it to the police.
b. If I found a bag in the street, I’d take it to the police.
c. If I found a bag in the street, I took it to the police.
d. If I found a bag in the street, I’ll be taking it to the police.
25. Select the best option:
The dog is barking. It _ a terrible noise
a. makes b. made
c. is making d. has made
সাধারণ জ্ঞান
01. ন্যাটোর সদস্য-
(ক) পাকিস্তান (খ) আলবেনিয়া
(গ) তুরস্ক (ঘ) সৌদি আরব
02. বাংলাদেশ কোন বছরে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৩ সালে
(গ) ১৯৭৪ সালে (ঘ) ১৯৭৫ সালে
03. বাংলার প্রথম স্বাধীন সুলতান –
(ক) ফখরুদ্দীন ইলিয়াস শাহ
(খ) ফখরুদ্দীন জহির শাহ
(গ) ফখরুদ্দীন মোবারক শাহ
(ঘ) মোহাম্মদ ঘোরী
04. ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
(ক) লন্ডন (খ) বন
(গ) নিউইয়র্ক (ঘ) ওয়াশিংটন
05. বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?
(ক) ২১ সেপ্টেম্বর (খ) ২৩ সেপ্টেম্বর
(গ) ২৩ মার্চ (ঘ) ২১ এপ্রিল
06. যে নগরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর অবস্থিত-
(ক) ম্যানিলা (খ) টোকিও
(গ) সিঙ্গাপুর (ঘ) বেইজিং
07. বাংলাদেশের দীর্ঘতম নদী-
(ক) পদ্মা (খ) মেঘনা
(ক) যমুনা (ঘ) ব্রক্ষ্মপুত্র
08. হিরোশিমার উপর আণবিক বোমা নিক্ষিপ্ত হয়-
(ক) ৭মে ১৯৪৫ (খ) ৬ আগস্ট ১৯৪৫
(গ) ১ সেপ্টেম্বর ১৯৩৯ (ঘ) ৭ সেপ্টেম্বর ১৯৪৫
09. নির্বান এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত?
(ক) হিন্দু ধর্ম (খ) বৌদ্ধ ধর্ম
(গ) খ্রিষ্ট ধর্ম (ঘ) ইহুদি ধর্ম
10. কোন বছরে অ্যারোপ্লেনের আবিষ্কার হয়?
(ক) ১৮৮১ সালে (খ) ১৮৯৯ সালে
(গ) ১৯০৩ সালে (ঘ) ১৯১২ সালে
11. কাকে ইতিহাসের জনক বলা হয়?
(ক) থুকিডাইডিস (খ) হেরোডেটাস
(গ) অ্যারিস্টটল (ঘ) টয়েনবি
12. যে দেশটিতে সেনাবাহিনী নেই-
(ক) মালদ্বীপ (খ) নেপাল
(গ) ভুটান (ঘ) শ্রীলঙ্কা
13. ফিদা মকবুল হোসেন একজন-
(ক) ভাস্কর (খ) তৈলচিত্র
(গ) স্থপতি (ঘ) বিচারপতি
14. বাংলাদেশে বসবাস করে না-
(ক) রাখাইন (খ) মণিপুর
(গ) খাসিয়া (ঘ) নাগা
15. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কাদের আগমন ঘটে?
(ক) ওলন্দাজ (খ) ইংরেজ
(গ) পর্তুগিজ (ঘ) ফরাসি
16. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের যুক্ত করেছে যে প্রণালি-
(ক) প্রাক-প্রনালি (খ) পানাম প্রনালি
(গ) জিব্রাল্টার প্রনালি (ঘ) মালংকা প্রনালি
17. জাপানের পার্লামেন্টের নাম-
(ক) কংগ্রেস (খ) নেসেট
(গ) মজলিস (ঘ) ডায়েট
18. স্ক্যান্ডিনেভীয় দেশ নয়-
(ক) ইতালি (খ) নরওয়ে
(গ) সুইডেন (ঘ) ডেনমার্ক
19. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়-
(ক) ১৯২৫ সনে (খ) ১৯৪৫ সনে
(গ) ১৯৬৬ সনে (ঘ) ১৯৭২ সনে
20. ‘From Purdah to parliament’ গ্রন্থের লেখক-
(ক) অরুন্ধতী রায় (খ) সালমান রুশদী
(গ) সুফিয়া কামাল (ঘ) শায়েস্তা ইকরাম উল্লাহ
21. কোন সুলতানের রাজত্বকালে ইবনে বতুতা বাংলায় সফর করেন?
(ক) ফখরুদ্দীন মুবারক শাহ্
(খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্
(গ) আলাউদ্দিন হুসেন
(ঘ) নুসরত শাহ্
22. ম্যাকমোহন লাইন বিভক্ত করে-
(ক) বাংলাদেশ-মায়ানমার
(খ) ভারত-চীন
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা
(ঘ) উত্তর ভিয়েতনাম- দক্ষিণ ভিয়েতনাম
23. সিটিবিটি কী উদ্দেশ্য স্বাক্ষরিত হয়েছিল?
(ক) পরিবেশ সংরক্ষণ
(খ) পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ
(গ) মুক্ত বাণিজ্য
(ঘ) শিশু পাচার রোধ
24. মুদ্রার অবমূল্যায়নের মুখ্য উদ্দেশ্য-
(ক) রপ্তানি বৃদ্ধি করা
(খ) আমদানি বৃদ্ধি করা
(গ) বৈদেশিক লেনদেন সমস্যার সমাধান
(ঘ) মুদ্রার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা
25. হযরত আবু বকর (রা) কেন সালে খলিফা হন?
(ক) ৬৩২ খ্রিস্টাব্দে (খ) ৬৩৪ খ্রিস্টাব্দে
(গ) ৬৩৫ খ্রিস্টাব্দে (ঘ) ৬৩৬ খ্রিস্টাব্দে
26. ইরাক আক্রমণে আমেরিকার সামর্থ্যনকারী দেশ ছিল না?
(ক) যুক্তরাজ্য (খ) ফ্রান্স
(গ) জাপান (ঘ) অস্ট্রেলিয়া
27. BAPEX এর পুরো নাম-
(ক) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোর্ট
(খ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোজার
(গ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন
(ঘ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপার্ট
28. বাংলাদেশের রাষ্ট্রপতির নূন্যতম বয়সসীমা-
(ক) ২৫ (খ) ৩০
(গ) ৩৫ (ঘ) ৪০
29. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
(ক) ৪ জুলাই, ১৯১৪ (খ) ১ সেপ্টেম্বর, ১৯৩৯
(গ) ৪ জুলাই, ১৯৪০ (ঘ) ১ সেপ্টেম্বর, ১৯৪০
30. দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
(ক) শেরশাহ (খ) আকবর
(গ) জাহাঙ্গীর (ঘ) আওরঙ্গজেব
31. ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন?
(ক) শায়েস্তা খান (খ) পরী বিবি
(গ) শেরশাহ (ঘ) ঈশা খাঁ
32. সতীদাহ প্রথা বিলোপ করেন-
(ক) বিদ্যাসাগর (খ) রামমোহন
(গ) বেন্টিক (ঘ) হান্টার
33. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ-
(ক) ভারত (খ) নেপাল
(গ) সোভিয়েত ইউনিয়ন (ঘ) ভূটান
34. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল?
(ক) ১০৭৬ সনে (খ) ১৩৭৬ সনে
(গ) ১১৭৬ সনে (ঘ) ১২৭৬ সনে
35. আলেকজান্ডারের শিক্ষক-
(ক) সঙ্ক্রেটিস (খ) হোমার
(গ) প্লেটো (ঘ) এরিস্টটল
36. ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম-
(ক) ভিক্টোরিয়া প্যালেস (খ) বাকিংহাম প্যালেস
(গ) এলিজাবেথ প্যালেস (ঘ) এডোয়ার্ড প্যালেস
37. বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার?
(ক) ১,৫৫,৫৭০ (খ) ১,৫৭,৫৬০
(গ) ১,৪৭,৫৭০ (ঘ) ১,৬৭,৫৭০
38. মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল-
(ক) ইংল্যান্ড (খ) স্পেন
(গ) পর্তুগাল (ঘ) আর্জেন্টিনা
39. আনন্দ বিহার কোথায় অবস্থিত?
(ক) ময়নামতি (খ) পাহাড়পুর
(গ) মহাস্থানগড় (ঘ) সোনারগাঁও
40. আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছ-
(ক) ডোভার প্রনালি (খ) জিব্রাল্টার প্রনালি
(গ) বেরিং প্রনালি (ঘ) পক প্রনালি
41. এপি কোন দেশের সংবাদ সংস্থা?
(ক) যুক্তরাজ্য (খ) রাশিয়া
(গ) অস্ট্রেলিয়া (ঘ) যুক্তরাষ্ট্র
42. রংপুরের লালপুরে কোন খনিজ সম্পদ পাওয়া যায়?
(ক) তেল (খ) কয়লা
(গ) গ্যাস (ঘ) চুনাপাথর
43. রবিশস্য বলতে কী বোঝায়?
(ক) গ্রীষ্মকালীন শস্য (খ) বসন্তকালীন শস্য
(গ) শীতকালীন শস্য (ঘ) বর্ষাকালীন শস্য
44. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন?
(ক) সম্রাট আঁকবর (খ) ঈশা খাঁ
(গ) সুবেদার (ঘ) শাহজাদা আজম
45. ইনিড কে লিখেছেন?
(ক) হোমার (খ) ট্যাসো
(গ) মিল্টন (ঘ) ডেনমার্ক
46. ২০০৪ সালের অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়?
(ক) গ্রিস (খ) ইংল্যান্ড
(গ) ফ্রান্স (ঘ) ডেনমার্ক
47. কোন আন্তর্জাতিক সংস্থা একুশে পদক- ২০০৩ লাভ করেছে?
(ক) UNO (খ) UNSECO
(গ) UNICEF (ঘ) UNFPA
48. এশিয়ার ক্ষুদ্রতম দেশ-
(ক) নেপাল (খ) ভুটান
(গ) মালদ্বীপ (ঘ) থাইল্যান্ড
49. কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়-
(ক) বাংলাদেশ টেলিভিশন (খ) কেন্দ্রীয় শহীদমিনার
(গ) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (ঘ) রমনা বটমূলে
50. রম্য রচনা লেখক হিসেবে সুপরিচিত-
(ক) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ (খ) গাজি শামসুর রাহমান
(গ) সৈয়দ মুজতবা আলী (ঘ) মুহম্মদ আবদুল হাই