Dhaka University B Unit 2004-2005

ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৪-২০০৫)

বাংলা

01. ‘বাজারে প্রচুর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে।’  এখানে তাজা কোন পদ?

(ক) গুণবাচক বিশেষণ      (খ) রূপবাচক বিশেষণ

(গ) অবস্থাবাচক বিশেষণ (ঘ) অব্যয়ের বিশেষণ

 

02. ‘বীচি’ এর সমার্থক শব্দ-

(ক) অঙ্কুর (খ) তরঙ্গ 

(গ) নদী         (ঘ) আঁটি 

 

03. ‘টেকসই’ শব্দের ‘সই’ কোন ধরনের প্রত্যয়?

(ক) বাংলা কৃৎ-প্রত্যয় (খ) সংস্কৃত কৃৎ-প্রত্যয় 

(গ) সংস্কৃত তদ্ভিত প্রত্যয় (ঘ) বিদেশি তদ্ভিত প্রত্যয়

 

04. ‘যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে।’ কোন ধরনের বাক্য?

(ক) সরল      (খ) জটিল 

(গ) যৌগিক (ঘ) খন্ড 

 

05. ‘এই দরিদ্র- পীড়িত ও ব্যাধিগ্রস্থ বালকটি তাহার দুরাবস্থার কথা সাশ্রুনয়নে সবিস্তৃত বর্ণনা করল।’ চলিত ভাষার এ বাক্যে ভুলের সংখ্যা-

(ক) পাঁচটি (খ) ছয়টি 

(গ) চারটি   (ঘ) সাতটি 

 

06. ‘মকমক’ হলো-

(ক) মেঘের ধ্বনি (খ) মখমল 

(গ) মিষ্টি ফল        (ঘ) ব্যাঙের ডাক 

 

07. ‘যত গর্জে তত বর্ষে না।’ বাক্যে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে? 

(ক) তুলনা             (খ) পরিণাম 

(গ) কার্যকারণ (ঘ) বৈপরীত্য 

 

08. পরিভাষারূপে ‘Secondary’  শব্দের যথাযথ বাংলা রূপান্তর –

(ক) যৌগ (খ) মাধ্যমিক 

(গ)দ্বৈতয়িক (ঘ) দ্বিতীয়  

 

09. কী সুখে এ কথা বলব?  ‘সুখে’ কোন কারক?

(ক) কর্মকার        (খ) অপাদান

(গ) অধিকরণ      (ঘ) করণ

 

10. ‘তেজস্বী’  শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-

(ক) তেজঃ + বিন (খ) তেজঃ + বী

(গ) তেজস + বিন        (ঘ) তেজস + বী 

 

11. ‘কী’ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?

(ক) এই যে আসুন, তারপর কী খবর 

(খ) খবর কী, কেমন আছেন?

(গ) নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল

(ঘ) কী সহজে বলা হয়ে গেল  

 

12. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে।’ বাক্যটির নেতিবাচক রূপ-

(ক) প্রিয়ংবদা যথার্থ কহে নাই       (খ) প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে

(গ) প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে না   (ঘ) প্রিয়ংবদা অযথার্থ কহে নাই 

 

13.কোন যতিচিহ্নটির বিরতিকাল নেই?

(ক) জিজ্ঞাসা চিহ্ন      (খ) বিস্ময় চিহ্ন

(গ) ইলেক চিহ্ন          (ঘ) উদ্ধরণ চিহ্ন

 

14. ‘বাকবিতণ্ডা’ কোন সমাসসাধিত শব্দ?

(ক) কর্মধারয় (খ)দ্বন্ধ

(গ) তৎপুরুষ (ঘ) অব্যয়ীভাব 

 

15. ভুল বিপরীত শব্দযুগল-

(ক) ঐহিক> পারত্রিক (খ) গাম্ভীর্য > চাপল্য 

(গ) আসক্ত > বিরক্ত (ঘ) গুপ্ত > সুপ্ত 

 

16. ‘ঘুঘু দেখেছ,ফাঁদ দেখনি।’ বাক্যটির বিশিষ্টার্থ-

(ক) ফাঁদে আটকানোর কৌশল 

(খ) শাস্তির কথা বলা 

(গ) অভিজ্ঞতার অভাব 

(ঘ) বিপদগ্রস্থ হওয়ার ভয় দেখানো 

 

17. ‘He is man of world.’ এর বঙ্গানুবাদ-

(ক) তিনি বিশ্ববিখ্যাত লোক 

(খ) তিনি পৃথিবীর লোক 

(গ) তিনি বিষয়ী লোক 

(ঘ) তিনি সম্পদশালী লোক 

 

18. ‘যিশু’ শব্দটি-

(ক) পর্তুগিজ        (খ) হিব্রু 

(গ) ওলন্দাজ        (ঘ) সংস্কৃত 

 

19. ‘তুবড়ি’ কী?

(ক) তালি                        (খ) আতশবাজী 

(গ) একপ্রকার বাদ্যযন্ত্র (ঘ) অনর্গল  

 

20. ‘তাঁহারা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন।’ বাক্যটি কোন রচনার?

(ক) বিলাসী (খ) অর্ধাঙ্গি

(গ) হৈমন্তী (ঘ) একটি তুলসী গাছের কাহিনী 

 

21. ‘ক্ষুধার্থ কালেভদ্রে অপরের খাওয়া দেখেও নাকি শান্তি পায়।’ বাক্যটির লেখক-

(ক) শওকত উসমান  (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

(গ) কাজী নজরুল ইসলাম        (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 

 

22. ‘সহস্রের অবসান, হন্তারক বারুদে বন্দুকে’ এটি কোন কবিতার চরণ?

(ক) একটি ফটোগ্রাফ (খ) জীবন বন্দনা 

(গ) বাংলাদেশ             (ঘ) ধন্যবাদ 

 

23.কী উপলক্ষে অপুদের কলিকাতার বাড়িতে গ্রামের কুটুম্বরা এসেছিলেন?

(ক) রথযাত্রা উপলক্ষে (খ) রাস উপলক্ষে

(গ) বিয়ে উপলক্ষে (ঘ) পূজা উপলক্ষে 

 

24. ‘অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্ছস্থানে ওঠবার চেষ্টাটাই মহাপাতনের কারণ হয়।’  কার রচনার অন্তর্গত? 

(ক) প্রমথ চৌধুরীর           (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

(গ) শওকত উসমানের    (ঘ) জহির রায়হানের 

 

25. ‘উদাসিনী সেই পল্লি – বালার নয়নের জল বুঝি।’ কবর কবিতার এ পল্লী বালা বৃদ্ধের-

(ক) স্ত্রী          (খ) কন্যা 

(গ) পুত্রবধূ   (ঘ) পৌত্রী 

 

প্রশ্ন 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

উত্তর 

প্রশ্ন 

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

উত্তর 

 

English

Read the following passage and answer questions 1-5:

A rain forest, as the term suggests, is a kind of wooded area, subject to unusually heavy and frequent rains. Found only in the tropical or subtropical regions of the Caribbean, Brazil, Africa. and Asia, rain forests contain a great variety of trees including bamboo, palm, cedar ebony, calabash, and whitewood. Many of these trees grow to a height of more than a hundred feet, with dense canopies or crowns characteristically forming three distinguishable stores. Although ground flora is sparse, climbers of all kinds abound and often exotic flowers appear inconspicuously in the thick foliage.

 

01. Choose a suitable title for the passage. 

a. Trees and rain forest b. A Dream region

c. The Rain Forests       d. Forestry 

 

02. ‘Wooded area’ means

a. area full of woods b. area that looks wooden

c. forest area              d. forest wood 

 

03. “dense canopies or crowns” means ___.

a. thick branches of trees

b. crown-like top of trees 

c. coarse leaves in crown form 

d. rough branches of trees 

 

04. The word ‘climbers’ means 

a. ladders                     b. mountaineers 

c. those who climb      d. creepers 

 

05. ‘inconspicuously’ stands for 

a. not easily noticeable

b. impossible to find 

c. unusually 

d. naturally  

 

06. What does  ‘wander’ means?

a. surprise b. miracle 

c. tread           d. walk aimlessly

 

07.Choose the appropriate preposition to fill in the blank. This is a difficult question ____ answer.

a. for        b. to 

c. with     d. in 

 

08.Choose the synonym of ‘serene’

a. severe b. dark 

c. calm       d. serious 

 

09.The frown on the man’s face showed that he was displaced. In the sentence ‘frown’ can be replaced by

a. A look fear        b. look of anger 

c. look of delight d. look of surprise 

 

10.Fill in the gap with the proper option. 

Muslin was a fabric ___ by the famed weavers of Bangladesh.

a. woven        b. weave 

c. wove          d. had weaved 

 

11.His appeal ____ mercy was rejected. 

a. to b. for 

c. on          d. with 

 

12.Fill in the blank with suitable preposition. She has dealt ___ the problem nicely.

a. with        b. in

c. to d. on 

 

13. My father will discipline me for my actions. Here ‘discipline’  means 

a. reward        b. reproach 

c. raprove d. punish 

 

14.My father does not like terrorism and ___.

a. neither I do b. neither do I 

c. I do                    d. I do either 

 

15.Choose the best option to fill in the blank: ‘Teachers dislike _ the examination routine as much as students do.

a. changing b. change 

c. having change    d. to be changed 

 

16.Choose the suitable option to fill in the gap: The tiny print on the poster is ___ small to be read easily.

a.  so b. much

c. very d. too 

 

17.select the right option for the blank space. If forests are destroyed, wild animals __ their natural habitation 

a. loses           b. will have los

c. will lose     d. lost 

 

18. Choose the correct translation of the sentence “আমি ১৯৮৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছি।”

a.I have been born in January 01, 1985

b. I was born on January 01 ,1985

c. I born on January 01 ,1985

d. I was born in January 01 ,1985

 

19.Choose the correct spelling. 

a. repition b. repeatation 

c. repeatton d. repetiton 

 

20.Complete the sentence, He bought a new car because his old one _ own.

a. broke            b. had broken 

c. has broken d. was broken 

 

21.Choose the correct sentence. 

a. I need a few furniture

b. I do not need many furniture

c. I do not need some furniture

d. I need some furniture 

 

22.Verb of the word justification is –

a. justice b. justify 

c. justifiable    d. justifiably 

 

23.Select the best option to fill in the blank – if I had seen it, I __ you about it.

a. will tell          b. had told

c. would tell d. would have told 

 

24.What is the major attraction of life as expressed in “under the greenwood tree”?

a. no people b. rich nature

c. no enemy     d. singing birds 

 

25. “Jocund company”  in Wordsworth “I wandered lonely”  as a cloud refers to-

a. a friend b. a group of men who stood by 

c. waves         d. daffodils 

  

 

que

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

ans

c

a

b

c

a

d

b

c

b

a

b

a

d

que

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

 

ans

b

a

d

c

b

b

d

d

b

d

c

d

 

সাধারণ জ্ঞান

01. ছয় দফা দাবি উত্থাপন করা হয়-

(ক) ঢাকায়        (খ) লাহোরে 

(গ) করাচীতে    (ঘ) চট্টগ্রাম 

 

02. যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন-

(ক) আহমদ শাহ আবদালি      (খ)নাদির শাহ 

(গ) দ্বিতীয় শাহ আব্বাস           (ঘ) সুলতান মাহমুদ

 

03. ‘দ্য ক্রুয়েল বার্থ আব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা-

(ক) সায়মুন ড্রিং                (খ) আর্চার কে ব্লাড

(গ) এন্থনি মাস্কারেনহাস   (ঘ) এলেন গিন্সবারগ 

 

04. বাংলাদেশের সংবাদ সংস্থা-

(ক) এপি             (খ) রয়টার্স 

(গ) ইউএনবি      (ঘ) এফপি 

 

05. নেপালে সদ্য বরখাস্তকৃত প্রধানমন্ত্রীর নাম-

(ক) শের বাহাদুর দিউবা (খ) গিরিজা প্রসাদ কৈরালা 

(গ) বীরেন্দ্র প্রসাদ থাপা   (ঘ) জ্ঞানেন্দ্র বাহাদুর শেরপা 

 

06. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন-

(ক) ধস্মপদ              (খ) চর্যাপদ 

(গ) শ্রীকৃষ্ণকীর্তন (ঘ) পদ্মাবতী 

 

07. মাটির ময়না ছবির পরিচালক-

(ক) মাসুদ রানা       (খ) রাজ্জাক

(গ) তারেক মাসুদ   (ঘ) কাজী ফারুক 

 

08. যে শহরে United Nations Charter স্বাক্ষরিত হয়-

(ক) নিউইয়র্ক       (খ) সান্সফ্রান্সিস্কো 

(গ) জেনেভা         (ঘ) লন্ডন 

 

09. বাংলাদেশ সোর্ড অব অনার পুরস্কার প্রাপ্ত প্রথম নারী-

(ক) রাজিয়া সুলতান   (খ) তারামন বিবি 

(গ) মারিয়া ইসলাম     (ঘ) মারজিয়া ইসলাম 

 

10. গ্রীসের দার্শনিক নন-

(ক) অ্যারিস্টটল    (খ) প্লেটো 

(গ) সঙ্ক্রেটিস         (ঘ) ভল্টেয়ার  

 

11. স্থগিত সার্ক শীর্ষ সম্মেলন-

(ক) সপ্তম    (খ) দশম 

(গ) দ্বাদশ     (ঘ) ত্রয়োদশ 

 

12. ইন্তিফাদা কী?

(ক) প্যালেস্টাইন শান্তিবাহিনী (খ) প্যালেস্টাইন-ইস্রায়ল চুক্তি 

(গ) প্যালেস্টাইন জাগরণ         (ঘ) প্যালেস্টাইন সামরিক ঘাঁটি 

 

13. সর্বমোট কয়টি বিষয়ে নোবেল পুরষ্কার দেওয়া হয়?

(ক) ৫টি      (খ) ৬টি

(গ) ৮টি      (ঘ) ৯টি 

 

14. বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন সদস্য কোথায় বিমান দুর্ঘটনায় শহীদ হন?

(ক) দক্ষিণ আফ্রিকায়    (খ) বেনিনে 

(গ) বাহরাইন                  (ঘ) লন্ডনে 

 

15. ‘লজিক’ বা ‘তর্কশাস্ত্রের’ জন্ম হয়েছে-

(ক) পোল্যান্ড      (খ) ইংল্যান্ড 

(গ) জার্মানিতে    (ঘ) গ্রিসে 

 

16. ইয়াসির আরাফাত মারা যান-

(ক) জেরুজালেমে    (খ) রামাল্লায় 

(গ) ওয়াশিংটনে         (ঘ) প্যারিসে 

 

17. ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট –

(ক) মেঘবতী সুকর্ণপুত্রী (খ) সুহার্তো 

(গ) আব্দুর রহমান ওয়াহিদ   (ঘ) সুশিলো বাম্বাং 

 

18. পৃথিবীর প্রাচীনতম ধর্ম-

(ক) ইহুদি ধর্ম        (খ) খ্রিস্ট ধর্ম

(গ) ইসলাম  ধর্ম    (ঘ) সনাতন ধর্ম 

 

19. অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণকে বলা হয়-

(ক) ব্যষ্টিক অর্থনৈতিক      (খ) সামষ্টিক অর্থনৈতিক

(গ) বাজার অর্থনৈতিক      (ঘ) বাজেট 

 

20. বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি-

(ক) জেনেভা চুক্তি    (খ) কিয়োটা চুক্তি

(গ) সিসিবিটি (ঘ) রোম চুক্তি  

 

21. আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) দি হেগ         (খ) জেনেভা 

(গ) ন্যুরেম্বার্গ      (ঘ) টোকিও 

 

22. বর্তমান সার্ক সভাপতি রাষ্ট্র-

(ক) নেপাল      (খ) পাকিস্তান 

(গ) ভারত        (ঘ) বাংলাদেশ

 

23. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে-

(ক) সাইবেরিয়া (খ) নামিবিয়া 

(গ) হাইতি             (ঘ) সিয়েরা লিয়ন

 

24. লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত?

(ক) নিউইয়র্কে        (খ) ওয়াশিংটন ডি.সি তে 

(গ) ভার্জিনিয়াতে    (ঘ) শিকাগোতে 

 

25. ‘অর্থনীতি সম্পদের বিজ্ঞান’ বলেছেন –

(ক) এল. রবিন্স (খ) আলফ্রেড মার্শাল 

(গ) অ্যাডাম স্মিথ     (ঘ) টি. মালথাস 

 

26. যে দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না-

(ক) সৌদি আরব (খ) আইসল্যান্ড 

(গ) গ্রিনল্যান্ড (ঘ) ভ্যাটিক্যান 

 

27. যে বাংলাদেশি সর্বশেষ ম্যাগসাসে পুরস্কার পেয়েছেন-

(ক) আব্দুল্লাহ আবু সায়ীদ (খ) এ্যাঞ্জেলা গোমেজ 

(গ) তাহেরুন্নেসা আব্দুল্লাহ   (ঘ) ফজলে হাসান আবেদ 

 

28. যে শহরে ২০০৬ সনের বিশ্বকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়- 

(ক) মিউনিখ (খ) বার্লিন 

(গ) বন             (ঘ) ফ্রাঙ্কফুট 

 

29. বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম যে দেশের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল-

(ক) স্কটল্যান্ড     (খ) নিউজিল্যান্ড 

(গ) পাকিস্তান    (ঘ) জিম্বাবুয়ে 

 

30. গ্যাসের চাপ মাপার যন্ত্র-

(ক) ম্যানমিটার     (খ) ব্যারোমিটার

(গ) ফ্যাদোমিটার (ঘ) অডিওমিটার

 

31. কোন সালে ঢাকার ইংরেজি বানান ‘Dacca’ থেকে  ‘Dhaka’ হয়?

(ক) ১৯৮২ সালে     (খ) ১৯৮৩সালে

(গ) ১৯৮০ সালে     (ঘ) ১৯৮৪ সালে 

 

32. এঁদের মধ্যে কে বীরশ্রেষ্ঠ?

(ক) কামালউদ্দীন      (খ) মুন্সী আঃ রহীম 

(গ) নুরুল ইসলাম      (ঘ) মহিউদ্দীন জাহাঙ্গীর 

 

33. ‘অমরকোষ’ কী জাতীয় গ্রন্থ?

(ক) মহাকাব্য    (খ) নাটক 

(গ) অভিধান     (ঘ) উপন্যাস

 

34. জাতিসংঘের যে সংস্থায় বাংলাদেশ নির্বাচিত হয়েছে-

(ক) এসকাপ                                      (খ) নিরাপত্তা পরিষদ

(গ) জাতিসংঘ মানবাধিকার সংস্থা     (ঘ) ট্রাস্টিশিপ পরিষদ

 

35. প্রাক্তন পাকিস্তানকে বিদায় জানাতে  আসসালামুআলাইকুম  জানিয়েছিলেন কে? 

(ক) মাওলানা আবদুল হামিদ খান ভাসানি 

(খ) হোসেন শহীদ সোহারাওয়ার্দী 

(গ) শেখ মুজিবুর রহমান 

(ঘ) শের- এ বাংলা  এ.কে. ফজলুল হক 

 

36. মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন? 

(ক) নোয়াখালী (খ) বরিশাল 

(গ) ঢাকা           (ঘ) খুলনা 

 

37. যে মুসলিম রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নে যোগদান কারার জন্য প্রার্থী –

(ক) ইন্দোনেশিয়া (খ) মিশর

(গ) বসনিয়া           (ঘ) তুরস্ক 

 

38. আবাদান বন্দর কোন দেশে?

(ক) ইরাকে   (খ) ইরানে 

(গ) তুরস্কে (ঘ) লিবিয়ায় 

 

39. কোন দেশে সমুদ্রবন্দর নেই?

(ক) লেবানন    (খ) আলজেরিয়া

(গ) মিসর         (ঘ) আফগানিস্তান 

 

40. ‘সুনামি’ শব্দটি যে ভাষা থেকে এসেছে-

(ক) বাহাসা ইন্দোনেশিয়া (খ) সিংহলি 

(গ) কোরীয়                       (ঘ) জাপানী  

 

41. জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি-

(ক) তাসখন্দ           (খ) ভ্লাদিভোস্টক

(গ) ক্রেমলীন (ঘ) লেনিনগ্রাড 

 

42. ICAO কী?

(ক) International Cultural Organization 

(খ) International Community Advancement Organization 

(গ) International Civil Aviation Organization 

(ঘ) International Community for Advancement of the Organization 

 

43. ব্রডওয়ে অবস্থিত-

(ক) লন্ডনে        (খ) সানফ্রান্সিস্কো 

(গ) নিউইয়র্কে   (ঘ) মস্কোতে 

 

44. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে? 

(ক) তিতাস           (খ) বাখরাবাদ 

(গ) টেংরাটিলা (ঘ) মাগুর ছড়া 

 

45. সংস্কৃতি হলে একটি-

(ক) বিনোদন মাধ্যম (খ) জীবন প্রনালি 

(গ) শিল্পকলা                 (ঘ) নাট্যকলা 

 

46. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি সাক্ষরিত হয়?

(ক) সেভার্স  চুক্তি    (খ) লুজেন  চুক্তি

(গ) ভার্সাই  চুক্তি (ঘ) প্যারিস  চুক্তি 

 

47. বুলবুল ই-হিন্দ কাকে বলে?

(ক) তানসেনকে          (খ) আমীর খসরুকে 

(গ) আবুল ফজলকে   (ঘ) থাইল্যান্ড 

 

48. BIMSTEC এর সদস্য নয়-

(ক) ভারত        (খ) পাকিস্তান 

(গ) বাংলাদেশ (ঘ) থাইল্যান্ড 

 

49. কোন ঘটনাটি আগে ঘটেছিল?

(ক)রাশিয়ার বলশেভিক বিপ্লব

(খ) ভারতের স্বাধীনতা লাভ

(গ) জাতিসংঘের জন্ম

(ঘ) দ্বিতীয় মহা যুদ্ধ  

 

50. ইন্টারপোল কী ধরনের সংস্থা?

(ক) উত্তর গোলার্ধের পরিবেশ সংরক্ষণ 

(খ) পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা 

(গ) আন্তর্জাতিক প্রানী সংরক্ষণ 

(ঘ) আফগানিস্তান জাতিসংঘ শান্তিরক্ষি বাহিনী  

 

 

 

 

প্রশ্ন

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

উত্তর 

—-

প্রশ্ন

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

উত্তর 

প্রশ্ন

২৭

২৮

২৯

৩০

৩১

৩২

৩৩

৩৪

৩৫

৩৬

৩৭

৩৮

৩৯

উত্তর 

প্রশ্ন

৪০

৪১

৪২

৪৩

৪৪

৪৫

৪৬

৪৭

৪৮

৪৯

৫০

   

উত্তর 

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *