ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৫-২০০৬)
বাংলা
01. লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য দেওয়া হয়-
(ক) ইলেক চিহ্ন (খ) উদ্ধরণ চিহ্ন
(গ) ড্যাশ চিহ্ন (ঘ) সেমিকোলন
02. ‘Agenda’ শব্দের পরিভাষা-
(ক) আলোচ্য-সুচি (খ)ক্রোড়পত্র
(গ) উপদেষ্টা (ঘ) সূচিপত্র
03. ‘ভানুমতীর খেল’ প্রবচনটি বোঝায়-
(ক) চালবাজী (খ) ভেল্কিবাজি
(গ) ফটকবাজ (ঘ) ফেরেববাজি
04. অশুদ্ধ বানান কোনটি-
(ক) নিস্প্রভ (খ) নিষ্পত্র
(গ) নিষ্পাপ (ঘ) নিষ্পন্দ
05. কান্না’র সমার্থক শব্দ-
(ক) বিলাপ (খ) আহাজারি
(গ) রোনাজারি (ঘ) অশ্রু
06. বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ-
(ক) বাঁদরামি (খ) অংশীদার
(গ) কর্তব্য (ঘ) বাছাই
07. ‘নদীতীরে বালি চিকচিক করছে।’ বাক্যে ‘চিকচিক’-
(ক) ক্রিয়া (খ) ভাববিশেষণ
(গ) অনুকার অব্যয় (ঘ) দ্বিরুক্ত শব্দ
08. ‘কুঁড়ি’ যে-শব্দের বিবর্তিত রূপ তা হলো-
(ক) কুঁড়ি (খ) কেশর
(গ) কোরক (ঘ) কলি
09. ‘মোটাও নয় রোগাও নয়’ এক কথায়-
(ক) দোহারা (খ) দোবারা
(গ) দোমালা (ঘ) দোপাট্টা
10. প্লাজা (Plaza) শব্দের অর্থ-
(ক) কোণ (খ) চত্বর
(গ) কেন্দ্র (ঘ) শহর
11. ‘সন্নিহিত’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
(ক) সং + নিহিত (খ) সম + নিহিত
(গ) সৎ + নিহিত (ঘ) সন + নিহিত
12. ‘আগমন’ শব্দের ‘আ’ কোন অর্থে ব্যবহৃত?
(ক) পর্যন্ত (খ) ঈষৎ
(গ) সদৃশ (ঘ) বিপরীত
13. Can you recall his name? এর বঙ্গানুবাদ-
(ক) তুমি কি তার নাম মনে করতে পার?
(খ) তুমি কি তার নাম মনে রাখতে পার?
(গ) তুমি কি তাকে নাম ধরে ডাকতে পার?
(ঘ) তুমি কি তার নাম আবার ডাকতে পার?
14. জীবের ডগা আর উপর-পাটি দাঁতের সংস্পর্শে উচ্চারিত হয়-
(ক) গ,ঘ (খ) জ,ঝ (গ) ট,ঠ (ঘ) ত, থ
15. ‘শরাসনে সংহিত শর আশু প্রতিসংহার করুন।’ বাক্যটি-
(ক) সরল (খ) যৌগিক
(গ) জটিল (ঘ) খন্ড
16. ‘দ্বাদশ’ শব্দটি-
(ক) অঙ্কবাচক (খ) গণনাবাচক
(গ) পূরণবাচক (ঘ) তারিখবাচক
17. ‘দই’ শব্দটির উৎসভাষা-
(ক) আরবি (খ) সংস্কৃত
(গ) তুর্কি (ঘ) পর্তুগিজ
18. কোনটি তৎপুরুষ সমাস?
(ক) জনমানব (খ) মহাকাব্য
(গ) শতাব্দী (ঘ) মন্ত্রমুগ্ধ
19. ‘তুই যেতে পারবি না।’ বাক্যটির অস্তিবাচক রূপ-
(ক) তুই যেতে পারবি (খ) তুই না গিয়ে পারবি নাহ
(গ) তোকে যেতে হবে (ঘ) তোকে থাকতে হবে
20. ‘তার খই যেন মুখে ফুটেছে।’ এখানে বাক্য হারিয়েছে?
(ক) আকাংখা (খ) যোগ্যতা
(গ) আসত্তি (ঘ) কোনটিই নয়
21. ‘শোকাভিভূত পিতা জেষ্ঠ পুত্রের আচরনে স্তম্বিত হয়ে বসে রহিলেন।’ চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
(ক) তিন (খ) চার
(গ) পাঁচ (ঘ) ছয়
22. ‘তিনটি বছর মাত্র তিনটি বছর কত উর্ণাজাল বুনে কেটেছে।’ কোন কবির রচনা?
(ক) সুফিয়া কামাল (খ) অমিয় চক্রবর্তী
(গ) আহসান হাবীব (ঘ) শামসুর রাহমান
23. ‘সহমরণ’ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত?
(ক) বিলাসী (খ) হৈমন্তি
(গ) অর্ধাঙ্গী (ঘ) সৌদামিনী মালো
24. ‘ধন্যবাদ’ কবিতায় ‘স্যার’ শব্দটি কয় বার ব্যবহৃত হয়েছে?
(ক) পাঁচ (খ) ছয়
(গ) সাত (ঘ) আট
25. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে বেসুরো হারমনিয়াম এনেছিল কে?
(ক) কাদের (খ) হাবিবুল্লা
(গ) আমজাদ (ঘ) বদরুদ্দিন
English
Read the following passage and answer questions 1-5:
Two great centuries of civilization under the Roman Empire were Rome itself in the West and Byzantium (present-day Istanbul) in the East. The arts had reached supreme heights in the first century DC But when Rome fell to invading barbarian’s acts and the Dark Ages submerged most of Europe for hundreds Of years. A large part of the Empire was gradually restored under King Charlemagne in the late and early ninth centuries. and the culture of Byzantium, u}tieh had continued to flourish. began to filter through to the
01. According to the Passage, the culture of the Roman Empire was destroyed by-
a. During 100BC b. civil war
c. religious conflicts d. an act of invasion
02. Which of the following statement is true?
a. Roman culture continued to flourish during the Dark ages
b. Byzantium fell to the invading barbarians
c. Byzantium culture continued to flourish during Dark ages
d. Byzantium was destroyed during the Dark ages
03. In which of the following periods had the arts developed greatly?
a. During 100BC b. During 101DC
c. Before 100BC d. During 1BC
04. The empire was greatly re-established ___.
a. in the Dark ages
b. because of Byzantium culture
c. by King Charlemagne
d. in the 1st century BC
05. In the passage the word ‘submerged’ means
a. engulfed b. pushed underwater
c. joined d. rose
06. Which of the following is not correct?
a. huggest b. tallest
c. largest d. biggest
07. Choose the proper option to fill in the blank in the sentence, ‘If rains, we ____ ludo’.
a. would play b. will play
c. played d. would have played
08. Many intellectuals suffered martyrdom during the Liberation War. Here “martyrdom” stands for
a. threat of death b. confinement
c. death d. imprisonment
09. Choose the suitable option to fill in the gap in the sentence given below: When Musa finally arrived at the concert, he suddenly realized that he __ his ticket at home.
a. left l b. was leaving
c. had left d. has left
10. Which of the following does not add ves in the plural form?
a. wife b. roof
c. wolf d. shelf
11. The adjective of the word “mountain” is
a. mountinal b. mountainous
c. mountic d. mountainly
12. Choose the correct spelling.
a. persiverrence b. perseverance
c. preserverence d. persivearence
13. Choose the correct option for the blank space. After __ threatened by the miscreants, he filed a case with the police.
a. being b. having being
c. been d. having been
14. Choose the best translation for the sentence “আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখছি।”
a. We learn English from our childhood
b. We are learning English since our childhood
c. We have been learning English since our childhood
d. We have been learning English from our childhood
15. Choose the proper option to fill in the blank spaces: I prefer______ what I like even though it ____ not having much money.
a. to doing, mean b. doing, means
c. to do, may d. doing, mean
16. Choose the proper option for the blank space in the sentence, One must follow __ conscience
a. individual’s b. One’s
c. right d. personal
17. Choose the antonym for the word ‘reckless’.
a. careful b. thoughtless
c. submissive d. provocative
18. Choose the correct option to fill the blank space in the sentence : “There is ___ on the riads today.”
a. too many traffic b. very much traffic
c. too much traffic d. few traffics
19. Choose the best option to complete the sentence : “The greater the demand,______?”
a. higher the price b. the higher the price
c. the high the price d. lower the price
20. Complete the sentence with the suitable option. “She often visits her home town,_______?”
a. hasn’t she b. don’t she
c. doesn’t she d. has she
21. Select the appropriate option to fill in the blank space. We opted ___ a reconciliation ____ the dispute.
a. in, to b. with, at
c. for, to d. for, of
22. The word “lucrative” means
a. good looking b. oily
c. professional d. profitable
23. “Visage” in Shelley’s “Ozymandias” refers to –
a. body b. sculpture
c. statue d. face
24. In Robert Herrick’s “To Daffodils” apart from human beings, what other things are short lived?
a. summer and winter
b. summer and rainy season
c. flowers and animals
d. summer and morning dew
25. In R.K. Narayan’s Under the Banyan Tree Nambi narrated only those stories which he
a. read in the books b. heard from people
c.made up in his head d. saw in his dream
সাধারণ জ্ঞান
01. প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হত?
(ক) মুর্শিদাবাদ (খ) রাজশাহী
(গ) চট্টগ্রাম (ঘ) মেদিনীপুর
02. বরিশালের প্রাচীন নাম-
(ক) বাখরগঞ্জ (খ) ভুলুয়া
(গ) বাকলা (ঘ) শাহবাজপুর
03. হযরত ইব্রাহিম (আঃ) এর মাজার কোথায় অবস্থিত?
(ক) জেরুজালেম (খ) হেবরুন
(গ) তিরকুটে (ঘ) মদিনায়
04. স্থলবেষ্টিত দেশ নয়-
(ক) নেপাল (খ) আফগানিস্তান
(গ) লাওস (ঘ) ভিয়েতনাম
05. আফ্রিকার কোন দেশে প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন?
(ক) নাইজেরিয়া (খ) লাইবেরিয়া
(গ) আলজেরিয়া (ঘ) সুদান
06. বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযুদ্ধা-
(ক) ডব্লিউ (খ) মার্ক টেলি
(গ) আন্দ্রে মাল্রো (ঘ) এডওয়ার্ড কেনেডি
07. জার্মানির বর্তমান চ্যান্সেলর-
(ক) স্ট্রেসেম্যান (খ) অ্যাঞ্জেলা মারকেল
(গ) শ্রোয়েডার (ঘ) উইলি ব্রান্ড
08. জাতিসংঘ থেকে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের নারী শামীমা খাতুনের গ্রামের নাম-
(ক) বিড়ালাক্ষী (খ) কপোতাক্ষী
(গ) আশাসুনি (ঘ) কোটালীপাড়া
09. মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন-
(ক) ২২ বছর (খ) ২৫ বছর
(গ) ২০ বছর (ঘ) ১৫ বছর
10. বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা-
(ক) জ্ঞানেন্দ্র মোহন দাস (খ) মুহম্মদ এনামুল হক
(গ) হরিচরণ বন্দ্যোপাধ্যায় (ঘ) মুহম্মদ শহিদুল্লাহ
11. আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালির নাম-
(ক) দার্দানেলিস (খ) হরমুজ
(গ) বাব-এল-মান্দেল (ঘ) মালাক্কা
12. মধ্যপ্রাচ্যে অধিকাংশ আদিবাসী-
(ক) ককেশীয় (খ) মঙ্গলীয়
(গ) নিগ্রো (ঘ) অস্ট্রেলীয়
13. শ্রীলঙ্কা সরকার ও তামিল গেরিলাদের মধ্যে মধ্যস্থতা করেছিল-
(ক) সুইডেন (খ) ফ্রান্স
(গ) জার্মানি (ঘ) নরওয়ে
14. বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই?
(ক) ইসরাইল (খ) তাইওয়ান
(গ) দক্ষিণ আফ্রিকা (ঘ) হাইতি
15. ডি-৮ এর সদর দপ্তর-
(ক) ইস্তম্বুল (খ) ঢাকা
(গ) বাঙ্কক (ঘ) জাকার্তা
16. উত্তর কেরিয়ার পার্লামেন্টের নাম-
(ক) লর্ডস অ্যাসেম্বলি (খ) সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি
(গ) ফেডারেল অ্যাসেম্বলি (ঘ) হাউজ অব অ্যাসেম্বলি
17. আন্তর্জাতিক পরিবেশ দিবস-
(ক) ১০ ফেব্রুয়ারি (খ) ৫ এপ্রিল
(গ) ৫ জুন (ঘ) ৮ ডিসেম্বর
18. কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?
(ক) বিদ্রোহী (খ) কান্ডারী হুঁশিয়ার
(গ) আনন্দময়ীর আগমনে (ঘ) দুঃশাসনের রক্ত চাই
19. ২০০৫ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের বর্তমান
শিক্ষার হার-
(ক) ৫৮.৩২% (খ) ৬০.০০%
(খ) ৬২.৬৬% (ঘ) ৬৫.৫০%
20. ‘সাফটা’র’ পূর্ণরূপ-
(ক) সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া
(খ) সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এসোসিয়েশন
(গ) সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট
(ঘ) সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এলায়েন্স
21. পানিপথের তৃতীয় যুদ্ধ হয়-
(ক) ১৫২৬ সালে (খ) ১৫৫৬ সালে
(গ) ১৭৬১ সালে (ঘ) ১৭৬৫ সালে
22. সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক?
(ক) তৃতীয় (খ) চতুর্থ
(গ) পঞ্চম (ঘ) ষষ্ঠ
23. কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন?
(ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(খ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
(গ) এ কে ফজলুল হক
(ঘ) আতাউর রহমান খান
24. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদরদপ্তর কোথায়?
(ক) নিউইয়র্ক (খ) ভিয়েনা
(গ) জুরিখ (ঘ) লন্ডন
25. সম্প্রতি ঘোষিত বাংলাদেশ ভিশন ২০২১ হচ্ছে-
(ক) বস্ত্রখাত উন্নয়নের পরিকল্পনা
(খ) চিংড়ি রপ্তানি বৃদ্ধি পরিকল্পনা
(গ) দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা
(ঘ) নিরক্ষরতা দূরীকরণ
26. হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম-
(ক) লিটল বয় (খ) ডেস্ট্রয়ার
(গ) স্কাড (ঘ) প্যাট্রিয়ট
27. বাংলাদেশে নিযুক্ত ১৪টি দাতা দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সংগঠনের নাম-
(ক) গ্রুপ ফোরটিন (খ) ককাস
(গ) টুয়েসডে গ্রুপ (ঘ) ওয়ার্ল্ডকম
28. ঢাকায় কত তারিখে BIMSTEC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
(ক) সেপ্টেম্বর ২১, ২০০৫ (খ) লভেম্বর ১৯, ২০০৫
(গ) ডিসেম্বর ৭, ২০০৫ (ঘ) ডিসেম্বর ১৯, ২০০৫
29. জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশ সফর করেন-
(ক) ২০০০ সালে. (খ) ২০০১ সালে.
(গ) ২০০২ সালে. (ঘ) ২০০৩ সালে.
30. অস্ট্রিয়ার ভাষা-
(ক) ইংরেজি (খ) ফরাসি
(গ) স্পেনিশ (ঘ) জার্মান
31. ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল?
(ক) মরক্কো (খ) ঘানা
(গ) মিসর (ঘ) ইথিওপিয়া
32. শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট-
(ক) এন্টন বালসিংহাম (খ) মাহিন্দ্র রাজাপাক্সে
(গ) চন্দ্রিকা কুমারাতুঙ্গা (ঘ) রনিল বিক্রমাসিংহে
33. এসপিএ কেন দেশের সংবাদ সংস্থা?
(ক) দক্ষিণ আফ্রিকা (খ) সৌদি আরব
(গ) স্পেন (ঘ) সিঙ্গাপুর
34. ভূমি মাইন নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত চুক্তি-
(ক) সিটিবিটি (খ) কিয়োটো
(গ) অটোয়া চুক্তি (ঘ) রোম চুক্তি
35. কোন নদীর তীরে ওয়েস্ট ব্যাংক অবস্থিত?
(ক) নীল (খ) ফোরাত
(গ) জর্ডান (ঘ) সিন্ধু
36. বর্তমান ক্যাথলিক চার্চের পোপ-
(ক) দ্বিতীয় জন পল (খ) দ্বিতীয় পল
(গ) দ্বিতীয় গ্রেগরি (ঘ) ষোড়শ বেনেডিক্ট
37. যুক্তরাষ্ট্র ওয়ান্তানামো বে ব্যবহার করে-
(ক) জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের জন্য
(খ) সামরিক কয়েদখানা হিসেবে
(গ) জাতীয় পার্ক হিসেবে
(ঘ) পর্যটন স্থান হিসেবে
38. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়-
(ক) ৩৮৬ মার্কিন ডলার
(খ) ৪০০ মার্কিন ডলার
(গ) ৪৭০ মার্কিন ডলার
(ঘ) ৫০০ মার্কিন ডলার
39. বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান আসন সংখ্যা-
(ক) ৩০০ (খ) ৩৩০
(গ) ৩৪৫ (ঘ) ৩৫০
40. বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সভা কোন শহরে অনুষ্ঠিত হয়?
(ক) ব্যাংকক (খ) বেইজিং
(গ) দোহা (খ) হংকং
41. ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার?
(ক) প্রায় ২০১৫ কিলোমিটার
(খ) প্রায় ৪১৫৬ কিলোমিটার
(গ) প্রায় ৫০০০ কিলোমিটার
(ঘ) ৭০১৫ কিলোমিটার
42. অ্যান্টওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর?
(ক) সুইজারল্যান্ড (খ) বেলজিয়াম
(গ) জার্মানি (গ) ইতালি
43. হ্যারেন্ড পিন্টার মূলত সাহিত্যের কোন শাখায় অবদানের জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন?
(ক) উপন্যাস (খ) নাটক
(গ) কবিতা (ঘ) প্রবন্ধ
44. একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১১,০০০ রান সংগ্রহকারী দ্বিতীয় ব্যক্তি?
(ক) ইনজামামুল হক (খ) শচীন টেন্ডুল্কার
(গ) ব্রায়ান লারা (ঘ) অ্যালান বোর্ডার
45. ২০০৫ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার-
(ক) জিদান (খ) বেকহাম
(গ) রোনাল্ডো (ঘ) রোনাল্ডিনহো
46. ২০১২ সনে অলিম্পিক খেলা হয়-
(ক) প্যারিসে (খ) লন্ডনে
(গ) রোমে (ঘ) বেইজিংয়ে
47. লন্ডনে বিবসি’র প্রধান কার্যালয়ে নাম-
(ক) বুশ হাউজ (খ) হোয়াইট হল
(গ) ভিক্টোরিয়া প্যালেস (ঘ)বাকিংহাম প্যালেস
48. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক আইন পাস হয়-
(ক) ১৯৯২ সালে (খ) ১৯৯১ সালে
(গ) ১৯৯০ সালে (ঘ) ১৯৮৯ সালে
49. অর্থনীতিকে সর্বপ্রথম ব্যষ্টিক দুই ভাগে ভাগ করা করেছেন-
(ক) এ্যাডাম স্মিথ (খ) জন ডাল্টন
(গ) র্যাগ্নার ফ্রেশ (ঘ) জন মেনার্ড কিন্স
50. ১২ মাসে ১ বৎসর, ৩০দিনে ১ মাস, এই গণনারীতি কাদের দ্বারা সূচিত?
(ক) গ্রীক (খ) মিসরীয়
(গ) খ্রিস্টান (ঘ) ফরাসি