ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১১-২০১২)
বাংলা
01.যিনি অনেক দেখেছেন-
(ক) দার্শনিক (খ) দূরদর্শী
(গ) পর্যটক (ঘ)ভূয়োদর্শী
02.বাতুল এর সমার্থক শব্দ-
(ক)নির্বোধ (খ)উন্মাদ
(গ)বেকুব (ঘ)বাতিল
03.কোন শব্দটি ষত্ন বিধানের নিয়মের বাইরে?
(ক)বিষয় (খ)বর্ষা
(গ)ভাষা (ঘ)কষ্ট
04.সাঁপা শব্দটির ব্যুৎপত্তি নির্দেশ কর:
(ক)স্বপন (খ)স্বপ্না
(গ)সমর্পন (ঘ)সর্প
05.দেশবিভাগের অব্যাবহিত পর পরিত্যাক্ত বাড়িটি দখল করেছিল কলকাতার ঘিঞ্জী এলাকায় মাথা গুজে দূর্বিসহ জীবনযাপন করা উদ্ভাস্ত কয়েকজন মানুষ। বাক্যটিতে ভুলের সংখ্যা-
(ক)পাঁচটি (খ)ছয়টি
(গ)সাতটি (ঘ)আটটি
06.চা জুড়িয়ে যাচ্ছে বাক্যটিতে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে কী অর্থে?
(ক)অবিরাম অর্থে (খ)সমাপ্তি অর্থে
(গ)সম্ভাবনা অর্থে (ঘ)ক্রমশ অর্থে
07.I cannot spare a moment. বাক্যটির যথাযত বঙ্গানুবাদ-
(ক)আমি এক মুহূর্তে ব্যয় করতে পারি না
(খ)আমার মূহুর্তের ছাড় নেই
(গ)আমার তিল মাত্র সময় নেই
(ঘ)আমার এক তিল সময় ছিল না
08.বাক্যের অনুজ্ঞা পদগুলো হলো-
(ক)বিশেষ্য পদের রুপ (খ) বিশেষণ পদের রুপ
(গ)সর্বনাম পদের রুপ (ঘ)ক্রিয়া পদের রুপ
09.ক্ষতি এর বিপরীত শব্দ নিচের কোনটি?
(ক)ফায়দা (খ)সামান্য
(গ)ব্যবসা (ঘ)অনুকূল
10.কোন প্রয়োগটি শুদ্ধ-
(ক)দীর্ঘাঙ্গী পুরুষ (খ)রাঁধুনি বামুন
(গ)সহোদর ভাই (ঘ)শ্বশ্রমহাশয়
11.বুড় সালিকের ঘাড়ে রোঁ প্রবচনটির যথার্থ অর্থ-
(ক)কষ্টের উপর আরও কষ্ট (খ)দুরারোগ্য ব্যাধি
(গ)বুড়োর ভীমরতি (ঘ)নতুন যৌবনপ্রাপ্তি
12.সন্ধিঘটিত শুদ্ধ শব্দ-
(ক)অতি+অধিক=অত্যাধিক
(খ)অগ্নী+উৎপাত=অগ্নুৎপাত
(গ)প্রশ্ন+আবলি=প্রশ্নাবলি
(ঘ)চতুঃ+অঙ্গ=চতুরঙ্গ
13.উপসর্গযুক্ত শব্দ কোনটি?
(ক)কুজন (খ)কুসুম
(গ)কুলীন (ঘ)কুশল
14.টাকা দাও,ছাড়া পাবে। বাক্যটি-
(ক)জটিল (খ)যৌগিক
(গ)সরল (ঘ)সংযুক্ত
15.Deadlock এর বাংলা-
(ক)অন্ধকারাচ্ছন্ন (খ)বিশৃঙ্খলা
(গ)অচলাবস্থা (ঘ)মৃত্যুপথযাত্রী
16.তাহারেই পড়ে মনে কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের-
(ক)বাতাবি নেবু, আম (খ)বাতাবি নেবু, লিচু
(গ)আম, লেচু (ঘ)আম, পেয়ারা
17.কোনটি শুদ্ধ?
(ক)শিরশ্ছেদ (খ)শিরোচ্ছেদ
(গ)শিরোশ্ছেদ (ঘ)শিরচ্ছেদ
18.কোন রচনাটি সামাজিক-রাজনৈতিক পটভূমিতে রচিত নয়-
(ক)একুশের গল্প (খ)সাহিত্যে খেলা
(গ)একটি তুলসীগাছের কাহিনী (ঘ)কলিমদ্দি দফাদার
19.যৌবনের গান প্রবন্ধে উপমান হিসেবে কোন দুটি নদীর নামের উল্লেখ আছে?
(ক)পদ্মা-মেঘনা (খ)পদ্মা-ভাগীরথী
(গ)গঙ্গা-সরস্বতী (খ)গঙ্গা-যমুনা
20.বৃদ্ধের পুত্রবধূর কবরে ঝিঁঝিরা কী বাজায়?
(ক)ব্যথার ঘুঙুর (খ)ঘুমের নূপুর
(গ)দুঃকহের সানাই (ঘ)করুণ বাঁশি
21.কাটারা শব্দের অর্থ-
(ক)পুরানো ভবন
(খ)মাংস কাটার ছুরি
(গ)কাটারিভোগ চালের স্থানীয় নাম
(ঘ)কাঠগড়া
22.আপেল রঙের মতো মেয়ে-
(ক)রেণু (খ)বিলাসী
(গ)হৈমন্তী (ঘ)শকুন্তলা
23.পুলিশ এসেছে আবার। সে ফিসফিস করে বলে। -কে ফিসফিস করে বলে?
(ক)মকসুদ (খ)ইউনুস
(গ)মতিন (ঘ)মোদাব্বের
24.এইচআইভি রোগের লক্ষ্মণ নয়
(ক) জ্বর (খ) ডাইরিয়া
(গ) দুর্বলতা (ঘ) মাথাব্যথা
25.’কেলিনু’ শব্দটির শিষ্ট চলিত রূপ-
(ক) কেললাম (খ) খেললাম
(গ) খেললাম (ঘ) কেলি
English
Answer questions 1-8 based on the following passage.
Making judgments about people is a common feature of everyday life. We are continually evaluating what others say and do, in comments called for or not,
offering criticism and feedback informally to friends and colleagues about their behavior. Formal, institutional judgments figure prominently in our lives too. For
example people pass driving -tests, survive the probationary period in a new job, get promotions at work, succeed at ‘interviews, win Oscars for performances
in a film, win medals in driving competitions, and are released from prison for good behavior.
01. “evaluating” means _.
a. recalling b. tasting
c. assessing d. balancing
02. “called for” refers to _.
a. asked for b. followed
c. begged for d. summoned
03. “feedback” stands for ____.
a. encouragement b. opinion
c. entertainment d. help
04.The term “institutional judgments” means____.
a. official judgments
b. set judgments
c. stereotyped judgments
d. judging institutions
05.In the passage we get mainly _ types of judgment.
a. Two b. three
c. four d. seven
06.According to the passage judgment are __.
a. seldom made b. frequently made
c. rarely made d. discouraged
07. “figure” stands for _.
a. shape b. number
c. occupy d. picture
08. “the probationary period” is the _ period.
a. learning b. trial
c. leave d. service
09.Which pair of words is synonymous?
a. waste, trash b. reduce, rubbish
c. recycle, destroy d. conserve, consume
10. “Contaminate” means____.
a. purify b. pollute
c. corruption d. think
11.Choose the correct sentence.
a. His hairs are not straight and curly
b. His hair is not straight but curly
c. His hairs are straight and curly
d. His hairs are not straight but curly
12.The man _ down silently and ____ his food.
a. sits, took b. sat, take
c. sat, had taken d. sat, took
13. “Niche” means______.
a. surface b. center
c. edge d. hollow
14.Camping _ usually provides facilities _ entertainment.
a. site, for b. sight, in
c. sites, for d. sites, at
15.She took me _ the hand and led me ____ the dais.
a. at, over b. in, on
c. on, from d. by, to
16._____ there any nursing schools in Chittagong?
a. is, at b. Are, on
c. was, in d. Are, in
17.Where_____ all the boys____?
a. has, gone b. neither, or
c. did, went d. does, go
18.The players are ____ tired ____ nervous.
a. very, but b. neither, or
c. either, or d. either, nor
19.The team is disqualified,_____?
a. isn’t it b. wasn’t
c. hasn’t d. does’nt it
20.The word substantiate is a/an______.
a. verb b. adjective
c. noun d. adverb
21.He got a __ of land _his village.
a. lease, on b. slice, into
c. plot, through d. lease, in
22. One of the _ of globalization is cultural_____.
a. effect, shock b. affects, surprise
c. effects, assault d. effect, confusion
23.Choose the English translation of – তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছে?
a. Have you gone to Kuakata?
b. Have you ever gone Kuakata?
c. Have you ever been to Kuakata?
d. Have you ever go to Kuakata?
24.In Shelley’s “Ozymandias” frown and sneer of cold command are seen on ____.
a. the pedestal of the state
b. desert sar…..!
c. two trunkless legs
d. shattered visage
25.The Taj Mahal is a/an____ monument of the _ century.
a. Indian, 18th b. Indian, 16th
c. Moghal, 17th d. Moghal, 15th
Elective English
(Answer each question by choosing the best option.)
With reference to the passage given below answer questions 1-8.
As Pavlova’s bird body revealed itself on the scene; either immobile in trembling mystery or tense in the incredible are which was her lift, her instep stretched ahead in an arc never before seen. the tiny bones of her hands in ceaseless vibration, her face radiant, diamonds glittering under her dark hair, her little waist encased in silk, the great -tutu balancing quickening and flashing over her beating, flashing quivering legs, every man and woman sat forward, every pulse quickened. She never appeared to rest static, some art of her trembled, vibrated, beat like a heart. Before our dazzled eyes, we flashed with the sudden sweetness of a hummingbird in action too quick for understanding by our gross utilitarian standards in action sensed rather than seen. The
movie cameras could not record her allegro. Her feet and hands were photographed as a blur.
01.The passage is describing _.
a. a bird named pavlova b. confused
c. a ballet because d. a hummingbird
02.Movie cameras could not photograph Pavlova properly because
a. she never remained still
b. her movements were too quick
c. the lights were not good
d. the photographer was inexperienced
03.The word “incredible” means _.
a. beautiful b. superior
c. hard to believe c. hard to see
04. “She never appeared to remain static” means _.
a. she never rested b. she was never boring
c. she was restless d. she was always moving
05. “our dazzled eyes” suggests that the audience_____ the performance.
a. enjoyed b. did not like
c. were indifferent d. could not see
06. “little bird body” is a____.
a. simile b. metaphor
c. synecdoche d. personalisation
07. “gross utilitarian” stands for __.
a. refined b. united
c. peculiar d. ordinary
08.In the passage “allegro” means _.
a. fast movement b. fast music
c. full-body d. delicate figure
09. “Necromancy” relates to _.
a. black magic b. theology
c. life after death d. narcissism
10. “A white elephant” refers to a/an _.
a. attractive thing b. elephant of white color
c. useless expensive thing d. rare species
11.The antonym of nonchalant is _.
a. needless b. apathetic
c. concerned d. beneficial
12.The musician who has just performed is a star _ the making.
a. by b. on c. at d. in
13.A person who uses bitter language is ____.
a. garrulous b. acrimonious
c. discordant d. eccentric
14.The coach, as well as the players, _ responsible ____ the defeat.
a. were, for b. was, for
c. was, in d. are, for
15. “Frailty, thy name is woman.” Is said by ____.
a. King Lear b. Othello
c. Hemlet d. King Duncan
16.I ____ on ____ it until you come.
a. went, doing b. shall go, do
c. am, doing d. will go, doing
17.______ you drive, please? I don’t like _ at night.
a. will, drive b. Can, to driving
c. will, driving d. Could, drive
18. when I _ my job, I _to move to another flat.
a. Changed, had b. change, must
c. changed, have d. shall change, going
19.Jane Eyre was written by_____.
a. Jane Austen b. Charlotte Bronte
c. Charles Dickens d. Emily Bronte
20.The world ‘Hellenic’ refers to __.
a. Halen b. Divine
c. Greek d. Roman
21 Shakespeare did not write_____.
a. All’s well that ends well b. Measure for Measure
c. Love’s Labours Lost d. Caesar and Cleopatra
22.The synonym of “innocuous” is _.
a. Innuendo b. harmless
b. caustic d. innovative
23. “She is given to history” means she _.
a. teaches history b. loves history
b. beocomes historical d. over-dramatizes things
24.The word “succulent” is a/an____.
a. adjective b. noun
c. adverb d. verb
25.Choose the grammatically correct sentence.
a. his being there came as a shock to everyone
b. He be there came as a shock to everyone
c. He being there comers as a shock to everyone
d. He being there had come as a shock to everyone
সাধারণ জ্ঞান
01.মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা থেকে ইস্তফা দেন-
(ক) ফেব্রুয়ারি ৭, ২০১১ (খ) ফেব্রুয়ারি ৯, ২০১১
(গ) ফেব্রুয়ারি ১১, ২০১১ (ঘ) ফেব্রুয়ারি ১৪, ২০১১
02.যে তারিখে প্রেসিডেন্ট ওবামা ওসামা বিন লাদেনের মৃত্যু ঘোষণা করেন-
(ক) মে ১, ২০১১ (খ) মে ৩, ২০১১
(গ) মে ৫, ২০১১ (ঘ) মে ৬, ২০১১
03.কে দুবার আক্রমণ করে নরওয়েতে ৭৬ জন লোক হত্যা করে?
(ক) আন্দ্রে উইলিয়াম এ্যাসাঞ্জ
(খ) মোঃ নাসের হুসাইন
(গ) আন্দ্রে বেকিং ব্রেইভিক
(ঘ) আন্দ্রে শামিল বাসায়েভ
04.মধ্যপ্রাচ্যের কোন দশে কোনো সংবিধান বা সংসদ নেই?
(ক) ইরাক (খ) ইরান
(গ) সৌদি আরব (ঘ) আরব
05.ইংলেন্ডের কোন শহরে প্রথম দাঙ্গার সূত্রপাত হয়?
(ক) ম্যানচেস্টার (খ) ব্রিস্টল
(গ) ওয়েস্ট মিডলান্ডস (ঘ) টটেন হ্যাম
06. “বাংলাদেশ স্কয়ার” কোন দেশে অবস্থিত?
(ক) ভারতে (খ) ইরানে
(গ) নাইজেরিয়া (ঘ) ইতালিতে
07.যে ভাষা থেকে Education শব্দটি উৎপত্তি হয়েছে?
(ক) গ্রীক (খ) ফরাসি
(গ) জার্মান (ঘ) লাতিন/ল্যাটিন
08.আন্না হাজারে কেন অনশন ধর্মঘট করেছেন?
(ক) দুর্ভিক্ষ মোচন (খ) সুশাসন প্রতিষ্ঠা
(গ) দুর্নীতি দমন (ঘ) গণতন্ত্র রক্ষা
09.ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের বাংলাদেশ সফরে যে বিষয়ে চুক্তি হয়নি
(ক) শুল্ক মুক্ত পোশাক রপ্তানি
(খ) ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি
(গ) ঢাকা বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সহযোগিতা
(ঘ) বাঘ রক্ষা
10.ই-৮ কী?
(ক) পরিবেশ দুষণকারী ৮টি দেশ
(খ) পৃথিবীর গরীব ৮টি দেশ
(গ) পৃথিবীর ধনী ৮টি দেশ
(ঘ) শিল্পোন্নত ৮টি দেশ
11.বাংলাদেশ বর্তমানে নারী মন্ত্রীর সংখ্যা কত?
(ক) নয় (খ) আট
(গ) সাত (ঘ) ছয়
12.টাইম একটি-
(ক) সাময়িকী (খ) গ্রন্থ
(গ) সংবাদপত্র (ঘ) টিভি অনুষ্ঠান
13.রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় এসেছিলেন?
(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার
14.বাংলাদেশ নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের নাম-
(ক) সুনেত্র (খ) সাগুভেলী
(গ) বিবিয়ানা (ঘ) মহালছড়ি
15.যে দেশে জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয়েছিল-
(ক) গ্রেট ব্রিটেন (খ) ভারত
(গ) কানাডা (ঘ) অস্ট্রেলিয়া
16.আগরতলা মামলা প্রত্যাহার করা হয়-
(ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ (খ) ২০ মার্চ ১৯৬৮
(গ) ১৮ ফেব্রুয়ারি ১৯৭০ (ঘ) ৫ ডিসেম্বর ১৯৬৮
17. ‘Ode to a Naghtingale’ কবিতার রচয়িতা-
(ক) কিপ্লিং (খ) শেলী
(গ) ওয়ার্ডসওয়ার্থ (ঘ) কীটস
18.বর্তমান বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কেন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
(ক) সমতট (খ) পুন্ড্রবর্ধন
(গ) রাঢ় (ঘ) বঙ্গ
19.বাংলাদেশের তৈরি ল্যাপটপ
(ক) শাপলা (খ) দোয়েল (গ) যমুনা (ঘ) এসাব
20.যে ছবির লোকেশন ঠিক করতে যেয়ে তারেক মাসুদ ও মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হন-
(ক) রানওয়ে (খ) নরসুন্দর
(গ) কাগজের ফুল (ঘ) মাটির ময়না
21.জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ যে ক্লাস পর্যন্ত-
(ক) পঞ্চম শ্রেণি (খ) ষষ্ঠ শ্রেণি
(গ) সপ্তম শেণি (ঘ) অষ্ঠম শ্রেণি
22.দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ-
(ক) উত্তরা, নীলফামারী (খ) মেঘনা, মুন্সিগঞ্জ
(গ) আদমজী, নারায়ণগঞ্জ (ঘ) ঈশ্বরদী, পাবনা
23.নির্মিতব্য পদ্মা সেতুর দৈর্ঘ্য
(ক) ৫.০৩ কি.মি (খ) ৬.৮০ কি.মি
(গ) ৪.৮০ কি.মি (ঘ) ৬.১৫ কি.মি
24.২০১০ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান
(ক) ১২৮ তম (খ) ১২৯ তম (গ) ১৩০ তম (ঘ) ১৪৫ তম
25.আধুনিক আমলাতান্ত্রের প্রবক্তা-
(ক) টেলকট পারসন্স (খ) ম্যাক্স ভেবার
(গ) হাবার্ট স্পেন্সার (ঘ) ডুর্কখেইম
26.কোনটি নাটক নয়?
(ক) নেমেসিস (খ) বোবাকাহিনী
(গ) কবর (ঘ) বসন্ত
27.যে প্রতিষ্ঠানকে ২০১১ সালে শিক্ষায় স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়।
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ই (খ) বারডেম
(গ) বাংলা একাডেমি (ঘ) এশিয়াটিক সোসাইটি
28. ‘এমিরিটাস প্রফেসর’ – এর মেয়াদ কত বছর
(ক) পাঁচ বছর (খ) চার বছর
(গ) আট বছর (ঘ) আজীবন
29.সেক্টর নং ৩-এর সেক্টর কমান্ডার ছিলেন
(ক) মেজর এন.এম নুরুজ্জামান (খ) মেজর শওকত আলি
(গ) মেজর কাজী নূরুজ্জামান (ঘ) মেজর এম. এ জলিল
30.এ.কে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় –
(ক) ঢাকায় (খ) রাওয়ালপিন্ডিতে
(গ) কলকাতায় (ঘ) লাহরে
31.যে সালে বাংলাদেশে তত্বাবধায়ক সরকারের আইনটি প্রবর্তন করা হয়।
(ক) ১৯৯১ (খ) ১৯৯৫ (গ) ২০০১ (ঘ) ১৯৯৬
32.মুসা ইব্রাহিম সম্প্রতি যে পর্বতের চূড়ায় আরোহন করেন তার নাম-
(ক) কিলিমাঞ্জারো পর্বত (খ) টেবিল পর্বত
(গ) কেওকারাডাং পর্বত (ঘ) হিমালয় পর্বত
33.লিওনেল মেসি যে তারিখে বাংলাদেশে আসেন-
(ক) ৬ সেপ্টেম্বর ২০১১ (খ) ৭ সেপ্টেম্বর ২০১১
(গ) ৮ সেপ্টেম্বর ২০১১ (ঘ) ৯ সেপ্টেম্বর ২০১১
34.কোন দেশ এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করবে?
(ক) দক্ষিণ সুদান (খ) ফিলিস্তিন
(গ) পূর্ব তিমুর (ঘ) সোয়াজিল্যান্ড
35.১৮ সেপ্টেম্বর ২০১১ সনে বাংলাদেশ অনুভূত ভূমিকম্পের উৎসস্থল কোথায় ছিল?
(ক) নাগালান্ড (খ) নেপাল
(গ) ভুটান (ঘ) সিকিম
36.সামাজিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে যে মাধ্যম –
(ক) বিদ্যালয় (খ) খেলার সাথী
(গ) পরিবার (গ) চলচ্চিত্র
37.উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা-
(ক) বিল গেটস (খ) জুলিয়ান অ্যাসাঞ্জ
(গ) রবার্ট লিও (ঘ) মাইকেল অ্যাসাঞ্জ
38.কর্ণফুলী নদীর উপর সেতুর নাম-
(ক) কর্ণফুলী সেতু (খ) শাহ আমানত সেতু
(গ) কিংস সেতু (ঘ) চট্টগ্রাম সেতু
39.থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী-
(ক) ইংলাক সিনাওয়াত্রা (খ) পোটে সারাসিন
(গ) থাকসিন সিনাওয়াত্রা (ঘ) অভিজিৎ ভিজ্জাজিভা
40.EVM বলতে বোঝায়-
(ক) ইলেকট্রিক ভোটিং মেশিন
(খ) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন
(গ)ইলাস্টিক ভোটিং মেশিন
(ঘ) এফিসিয়েন্ট ভোটিং মেশিন
41.Windows -XP দ্বারা বোঝানো হয়
(ক) উইনডোজ এক্সপেরিয়েন্স (খ) ইউনডোজ এক্সপার্ট
(গ) উইনডোজ একজ্যাক্ট (ঘ) ইউনডোজ এক্সাম্পল
42.শূন্যে ধারণা কোন দেশের গণিতবিদের?
(ক) ভারত (খ) গ্রিস
(গ) মিসর (ঘ) চীন
43.দিন-রাত কেন হয়?
(ক) পৃথিবীর আহ্নিক গতির জন্য
(খ) পৃথিবীর বার্ষিক গতির জন্য
(গ) সূর্যোদয়- সূর্যাস্তের জন্য
(ঘ) মানুষের কাজ ও বিশ্রামের জন্য
44.কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরত্বপূর্ণ ভুমিকা পালন করেন?
(ক) লর্ড মিন্টো (খ) লর্ড কার্জন
(গ) লর্ড হার্ডিঞ্জ (ঘ) লর্ড চেমসফোর্ড
45.তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
(ক) খুলনা (খ) লালমনিরহাট
(গ) পাবনা (ঘ) কুষ্টিয়া
46.বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায়?
(ক) দার্জিলিং (খ) জলপাইগুড়ি
(গ) কুচবিহার (ঘ) মালদহ
47.নরওয়ের পার্লামেন্টের নাম-
(ক) সেযম (খ) করতেস
(গ) স্টরটিং (ঘ) ডুমা
48. ‘এনটোমোলজি’ কোন বিষয়ের অধ্যায়ন?
(ক) পাখি (খ) পোকা
(গ) সরীসৃপ (ঘ) মাছ
49. “অস্কার” পুরস্কারের অন্য নাম-
(ক) গ্র্যামি (খ) এমি
(গ) একাডেমি (ঘ) টনি
50.এ বছর ২০১১ নোবেল পুরষ্কার প্রাপ্ত সাহিত্যিক ও তাঁর দেশ-
(ক) টেরি ইগলটন (খ) গুন্টার গ্রাস
(গ) টমাস ট্রান্সট্রমার (ঘ) টেড হিউজেস