ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯)
বাংলা
০১. ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে ’।
(ক) বায়ান্নর দিনগুলো (খ) আহ্বান (গ) রেইনকোট (ঘ) মাসি-পিসি
০২. “একতারা’’ শব্দটি এসেছে যে ভাষা থেকে এসেছে-
(ক) আরবি (খ) ফারসি (গ) তুর্কি (ঘ) সংস্কৃত
০৩. সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা হলো-
(ক) ঐকতান (খ) সেই অস্ত্র
(গ) বিভীষণের প্রতি মেঘনাদ (ঘ) ফেব্রুয়ারি ১৯৬৯
০৪. “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই ’’ মার্জার যেভাবে কথাটি বলেছিল –
(ক) ঝিমোতে ঝিমোতে (খ) খেতে খেতে
(গ) মনে মনে হেসে (ঘ) চারটি পা ওপরে তুলে
০৫. যে সম্পর্কটি বিসদৃশ-
(ক) বারিধি : বারিদ (খ) কাঞ্চন : সুবর্ণ
(গ) মৃগেন্দ্র : কেশরী (ঘ) সবিতা : তপন
০৬. নিচের যে শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়-
(ক) তূণ (খ) লক্ষণ (গ) অর্পণ (ঘ) ভীষণ
০৭. কাজী নজরুল ইসলামের মতে, দেশের শত্রু হলো-
(ক) যাদের মধ্যে মিথ্যার বেসাতি (খ) যাদের মধ্যে ’আমিত্ব ’ নেই
(গ) যারা প্রতারনা করে (ঘ) যারা অন্যকে গুরু বলে মনে করে
০৮. শ্বাপদ=শ্ব+পদ। এখানে ’শ্বন’ শব্দের অর্থ-
(ক) সারমেয় (খ) ধারালো (গ) তীক্ষ্ণ-নখযুক্ত (ঘ) হিংস্র
০৯. ’—–যার নীচসহ,নীচ সে দুর্মতি’ শূন্যস্থানে বসবে-
(ক) মতি (খ) ধর্ম (গ) গতি (ঘ) জ্ঞাতি
১০. ’হন্যমান’ যে শব্দের বিশেষন-
(ক) হরণ (খ) হনন (গ) হন্যে (ঘ) হতাশা
১১. প্রত্যক্ষ বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে-
(ক) উপমান (খ) উপমিত (ঘ) উপমেয় (ঘ) উপমা
১২. ’শোক দূর হয়েছে যার’ বাক্যটির সংক্ষিপ্ত রূপ-
(ক) শোকহারা (খ) বীতশোক (গ) শোকহীন (ঘ) বীতকাম
১৩. বাংলা বর্ণমালাভুক্ত ঐ এবং ঔ হচ্ছে-
(ক) মৌলিক ধ্বনি (খ) যৌগিক স্বর (গ) যৌগিক বর্ণ (ঘ) দ্বিলেখ
১৪. অপপ্রয়োগ দৃষ্টান্ত :-
(ক) সুগন্ধ ফুল (খ) বিষাদ মন্ডিত (গ) সংযতবাক (ঘ) সুনীল আকাশ
১৫. লক্ষ্মীপেঁচা যার মতো তরুণ-
(ক) মধুকুপী ঘাসের মতো (খ) রূপসীর শরীরের মতো
(গ) উড়ে যাওয়া সুদর্শনের মতো (ঘ) ধানের গন্ধের মতো
১৬. “আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি ’’ । ঘসেটি বেগমকে উদ্দেশে করে এ কথা বলা হয়েছিল-
(ক) সিরাজ (খ) রাইসুল জুহালা (গ) লুৎফা (ঘ) আমিনা
১৭. নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শোনায়-
(ক) ব্যর্থতার (খ) বেদনার (গ) সার্থকতার (ঘ) আনুভূতির
১৮. সমাজে উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে এর পূর্ববর্তী চরণ-
(ক) পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালাব্ধ ধনে
(খ) ভিতওে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে
(গ) অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
(ঘ) সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত
১৯. মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে-
(ক) সূর্য (খ) ইস্পাত (গ) ধ্রুবতারা (ঘ) হীরকখন্ড
২০. ঠিক শব্দগুচ্ছ হলো-
(ক) শিহরণ, দারুণ, দরুন (খ)গণ্ডূষ, সায়াহ্ন, ইন্সিত
(গ) আশীষ, ইতোপূর্বে, শ্বাশুড়ি (ঘ) ভষ্ম পুষ্পাঞ্জলি, দারিদ্রতা
২১. “She walks in beauty, like the night Of cloudless climes and stray skies.’এর উত্তম বঙ্গানুবাদ –
(ক) তার পথের পরে সৌন্দর্য ঝরে তারাভরা রাতের মতো।
(খ) নির্মেঘ নক্ষত্ররাতের মতো সৌন্দর্যকে সঙ্গী করে হেঁটে চলে সে।
(গ) মেঘশূন্য নক্ষত্রপূর্ণ পূর্ণিমা রাতের মতো হেঁটে চলে সে।
(ঘ) মেঘশূন্য নক্ষত্রভরা সুন্দরী রাতে হেঁটে যায় সে
২২. “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।’’ লালসালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এ মন্তব্যের তাৎপর্য –
(ক) আত্মবিধংসী ধর্মান্ধতা (খ) যুক্তিনিষ্ঠ আনুগত্য
(গ) বিশ্বাস ও জুক্তির দ্ধান্দিকতা (ঘ) অপরিসীম বিনয়
২৩. “পরোক্ষে তাঁর নামে দেশ শাসন করবেন রাজবল্লভ।’’ সিরাজকে হটানোর এ চক্রান্তসুত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার-
(ক) অতিদর্পে হত লঙ্কা (খ) কালেনেমির লঙ্কাভাগ
(গ) গাঙ পার হলে কুমিরকে কলা (ঘ) বানরের রুটি ভাগ
২৪. নিচে বাংলাভুল ভাবে যুক্ত হয়েছে-
(ক) ক্ + ষ = ক্ষ (খ) হ্ +ম = হ্ম (গ)ত্ + ন = (ঘ) জ্ + ঞ = জ্ঞ
২৫. ছেলেটি মাকে চিঠি লিখছে। এ বাক্যে লিখছে যে ধরনের ক্রিয়া-
(ক) অকর্মক (খ) অসমাপিকা (গ) দ্বিকর্মক (ঘ) প্রযোজক
General English
Read the following passage and answer questions (1-4) using information from it:
In Bangladesh folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers and rural and riverine life, these songs are also about social inequality and poverty, about the material world and the supernatural. Mystical songs have been composed using the metaphors of rivers and boats. Since the country is basically riverine, the Bhatyali forms and important genre of folk music. Folk music is formed and developed according to the environment. Differences in the natural environment are reflected in the different regions. The dialects too vary across the different regions. Bangladeshi folk music therefore varies from region to region. Thus there are the northern Bhawaiya, the eastern Bhatiyali and the southwestern Baul songs. Folk songs may be sung individually or in chorus. Folk songs sing individually include Baul, Bhatiali, Kabigan, Lotoalkap and Ghambhira. Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal.
01. The most suitable title for the passage is:
a. Bangla Folk Music b. Folk Musical saga
c. Bengal Folk Trend d. Bangladeshi Folk
02. The rural riverine life is reflected in-
a.Festival songs b. Alkap songs c. Leto songs d. Mystical songs
03. The word Genre stands for-
a. typical religious verities b. categories of creative forms
c. associated variants d. subclasses of folk music
04. Find the statement which is false
a. Folk songs contains supernatural elements
b. Bhatiyali and Baul are two regional folk verities
c. Folk songs must bear local flavors
d. Social crisis is also a part of folk music
05. The word category of Foment is-
a. adjective b. verb c. noun d. adverb
06. ’Blandishment’ is related to-
a. honeyed words b. abusive veyss
c. declamatory speech d. modest reply
07. In the sea flocks of flying fish skimmed in terror from the approaching hull count the modifiers-
a. 1 b. 2 c. 3 d.4
08. The gist of the poem “I Died for Beauty” is –
a. Love is beauty and beauty is truth
b. Truth, Beauty and Goodness come first
c. Beauty will save the world
d. Beauty is truth, truth beauty
09. Dreams are disguised fulfillments of……. Wishes. The best synonym for the bold faced word is-
a. subdued b. encourage c. liberate d. accomplish
10. The apostrophe (`) is placed correctly in-
a. My parent’s home is one off the town’s posh area-
b. My parents’ home is one off the town’s posh areas.
c. My parent’s home is one off the towns’ posh areas.
d. My parents home is one off the town’s posh areas.
11. The correct spelling is-
a. Conscientious b. Concientious
c. Conscintous d. Conscientous
12. progress is the antidote to stagnation _____ The bold faced words are-
a. homonyms b. synonyms c. antonyms d. hyponyms
13. It is difficult to sympathize_____ an unfortunate man.
a. for b. with c. by d. at
14. To keep an eye on means-
a. To keep calm b. To be active c. To observe d. To look
15. She can easily get along with others. The meaning of the bold faced word is-
a. Walk b. adjust c. accompany d. stay
16. The verb form of the noun ‘Humanity’ is-
a. human b. humane c. humanitarian d. humanize
17. Find the appropriate antonym of ‘Malice’
a. Bitterness b. Animosity c. Malevolence d. Kindness
18. Mina’s lovely voice was music to our ears’ is an example of-
a. metaphor b. metonym c. simile d. symbol
19. “He questioned softly why I failed”. Change this sentence into reported speech.
a. He questioned softly. “Why did you fail?”
b. He questioned softly. “Why did I fail?”
c. He told softly, “Why have you failed?”
d. He told softly, “Why had I failed?”
20. Translate the sentence into English: “†Kv‡bv KvRB Kv‡Ri w`K †_‡K DuPz ev wbPz bq|”
a. No work is superior or inferior from its value
b. No work is better or worse as itself
c. No work is superior or inferior in itself
d. No work is better and worse as itself
21. ’He will finish the work ____’. Choose the appropriate word for the gap.
a.in no time b. right then c. of his cost d. absolutely
22. She was sliding____ depression.
a. into b. of c. on d. at
23. I like travelling to visit different places of the world. In this sentence the verbal noun is-
a. travelling b. visit c. world d. places
24. Find the correct use of although-
a. He likes music although he is always busy.
b. We decided to return. Although, it was raining.
c. Although he is young, he is very careful.
d. My grandfather is over 70, he is although active.
25. Change the form of voice: He did not give up the fight even though he was badly bruised.
a. The fight did not give up by him even though he was badly bruised.
b. The fight had not give up by him even though he was badly bruised
c. The fight was not given up by him even though he was badly bruised
d. The fight was not giving up by him even though he was badly bruised
সাধারন জ্ঞান
০১. ল্যাটিন শব্দ সিভিস -এর অর্থ-
(ক) নগর (খ) নগররাষ্ট্র (গ) নাগরিক (ঘ) রাষ্ট্র
০২. ক্লিপফ্লপ হলো এক প্রকার-
(ক) লজিক গেট (খ) মাল্টি-ভাইব্রেন্ট (গ) রেজিস্ট্রার (ঘ) এনালগ বর্তনি
০৩. নৌকা বাইচে পরিবেশিত গানের নাম-
(ক) সারি (খ) জারি (গ) ভাটিয়ালি (ঘ) ভাওয়াইয়া
০৪. কোনটি প্রাচীনতম?
(ক) মহাস্থান (খ)
(গ) রামচরিতম (ঘ) গীতগোবিন্দ
০৫. সামষ্টিক অর্থনীতির জনক-
(ক)রাবার্ট ম্যালথাস (খ) যে এম কেইনস
(গ)জন স্টুয়ার্ট মিল (ঘ) এডাম স্মিথ
০৬. মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ –
(ক) গারো ও খাসিয়া (খ) গারো ও রাখাইন
(গ) খাসিয়া মনিপুরী (ঘ) চাকমা অ খাসিয়া
০৭. —— ভূমিরম্পসৃষ্ট সমুদ্র-ঢেউ হিসেবে পরিচিত।
(ক) টর্নেডো (খ) হ্যারিকেন (গ) সুনামি (ঘ) টাইফুন
০৮. সদ্য সপ্তাহ বিমসটেক শীর্ষ সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হয়-
(ক) হায়াত রিজেন্সি (খ) দি এভারেস্ট হোটেল
(গ) হোটেল অন্নপূর্ণা (ঘ)ক্রাউন প্লাজা কাঠমুন্ডু-সোয়াল্টি
০৯. পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট?
(ক)টারশিয়ারি যুগে (খ) প্লাইস্টোসিন যুগে
(গ) সাম্প্রতিক যুগে (ঘ) জুরাসিক যুগে
১০. বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে যুক্ত করা-
(ক) ১৯৯১ (খ) ১৯৭৭ (গ) ১৯৮৫ (ঘ) ১৯৭২
১১. উইং কমান্ডার এম. কে. বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন?
(ক) সেক্টর ২ (খ) সেক্টর ৪ (গ) সেক্টর ৬ (ঘ) সেক্টর ৫
১২. বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ যার সাথে যুক্ত-
(ক) ভু-রাজনিতি (খ) জলবায়ু পরিবর্তন
(গ) গ্রিন হাউস প্রতিক্রিয়ার (ঘ) বন্যপ্রাণী
১৩. জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা হলো-
(ক) ইউএন উইমেন (খ) উইমেন ওয়াচ
(গ) ইকুইটি ফান্ড (ঘ) জেন্ডার ইকুইটি ফান্ড
১৪. ’পারসোনা নন – গ্রাটা ’ যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক-
(ক) রাজনীতিবিদ (খ) কুটনীতিবিদ (গ) খেলোয়াড় (ঘ) লেখক
১৫. ’মান্ট্রয়েল ’ প্রেটোকল যার সঙ্গে স¤পর্কিত-
(ক) সাদা বাঘ (খ) ক্লোরোফ্লোরোকার্বন (গ) পানি দূষণ (ঘ) ভূমিক্ষয়
১৬. মূল্য সংযোজিত সেবা বলতে যা বোঝায়-
(ক) কম মুল্যের পণ্য (খ) মূল্যছাড়
(গ) একই খরচে বাড়তি সেবা (ঘ) বেশি মূল্যের পণ্য
১৭. মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র-
(ক) জয়যাত্রা (খ) কখনো আসেনি
(গ) জীবন থেকে নেয়া (ঘ) এ দেশ তোমার আমার
১৮. বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট-
(ক) ৩০৫৩ দিন (খ) ৪৬৬৩ দিন (গ) ২৫৫০ দিন (ঘ) ৩৫০০ দিন
১৯. বাংলাদেশ: দি আনফিনিশড রেভ্যুলুশন গ্রন্থটির রচয়িতা হলেন-
(ক) লরেন্স লিফশুলৎজ (খ) তালুকদার মনিরূজ্জামান
(গ) অ্যান্থনি মাসকারেনহাস (ঘ) সিদ্দিক সালিক
২০. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে?
(ক) ২০টি (খ) ১৯টি (গ) ১৮টি (ঘ) ১৭টি
২১. মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার –
(ক) আগারগাও (খ) সেগুনবাগিচা (গ) শাহবাগ (ঘ)ধানমন্ডিতে
২২. ফিফা ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়-
(ক) লুঝনিকি (খ) ভলগোগ্রাদ (গ) সামারা (ঘ) কালিনিনগ্রাদ
২৩. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ী হলেন-
(ক) বব দিলান (খ) মো ইয়ান
(গ) হারূকি মারূকামি (ঘ) কাজুওইশিগুরো
২৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় যে স্থান থেকে-
(ক) ফ্লোরিডা (খ) টেক্সাস (গ) ক্যালিফোর্নিয়া (ঘ) নিউয়র্ক
২৫. ২০১৮-১৯ অর্থবছর বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ –
(ক) ৪, ৬৪, ৫৭৩ কোটি (খ) ৪, ০৭, ৪২২ কোটি
(গ) ৪, ২১, ৫৭৩ কোটি (ঘ) ৩, ৯৪, ৬১২ কোটি
২৬. সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৮-এর সর্বোচ্চ গোলদাতা-
(ক) মোহাম্মদ ফয়সল (খ) মানভির সিং
(গ) হামযা মোহাম্মদ (ঘ) সুমিত পাসি
২৭. জি৭ শীর্ষ সম্মেলন ২০১৮ যে শহরে অনুষ্ঠিত হয়েছে-
(ক) লা মালবাই (খ) অটোয়া (গ) সাংহাই (ঘ) কোবে
২৮. “থিওরি অব এভরিথিং’ একটি-
(ক) চলচিত্র (খ) কবিতা (গ) উপন্যাস (ঘ) নাটক
২৯. হায়ারোগিফ্লিক যে সভ্যতার প্রাচীন লিখন-পদ্ধতি-
(ক) মিশরীয় (খ) সুমেরীয় (গ) পারস্য (ঘ) ব্যাবিলনীয়
৩০. খাদ্য ও কৃষি সংস্থার তথ্যানুযায়ী,২০১৮ সালে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান-
(ক) ৫ম (খ) ৩য় (গ) ৪র্থ (ঘ) ৮ম
৩১. ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশীয় চারূকলা প্রদর্শনীতে অংশ নেওয়া দেশের সংখ্যা-
(ক) ৩১ (খ) ৬৫ (গ) ৭০ (ঘ) ৬৮
৩২. “৭ মার্চ ভবন ’’ —— বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
(ক) রাজশাহি (খ) খুলনা (গ) জগন্নাথ (ঘ) ঢাকা
৩৩. অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা-
(ক) একজনের বেশি (খ) তিনজন (গ) দুজনের বেশি (ঘ) দুজন
৩৪. মিয়ানমারে ২০১৬ সালে সঠিত দি অ্যাডভাইজারি কমিশন অন রাখাইন স্টেট-এর প্রধান ছিলেন-
(ক) বিল ক্লিনটন (খ) বুট্রোস-ঘালি (গ) কফি আনান (ঘ) বান কি-মুন
৩৫. ১৬২৬৩ নম্বরে কল করলে যে সেবা পাওয়া যায়-
(ক) কৃষি (খ) অ্যাম্বুলেন্স (গ) ফায়ারসার্ভিস (ঘ) পুলিশ
৩৬. ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৮ অনুসারে বাংলাদেশে সাক্ষরতার বর্তমান হার-
(ক) ৭২.৮% (খ) ৭৮.২% (গ) ৭৭.২% (ঘ) ৭৮.৭%
৩৭. প্রথম শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে বাংলাদেশের যে জেলা –
(ক) বগুড়া (খ) কুমিল্লা (গ) রাজশাহী (ঘ) খুলনা
৩৮. “Justice delayed is justice denied’’ উক্তিটি-
(ক) সক্রেটিসের (খ) প্লেটোর (গ) গ্যাল্ডস্টোনের (ঘ) বার্নার্ড শর
৩৯. বিমান বাংলাদেশের বহরে সংযোজন-
(ক) বোয়িং ৭৭৭-৩০০০ (খ) বোয়িং ৭৮৭-৭
(গ) এয়ারবাস এ ৩৫০ (ঘ) এয়ারবাস এ ৩৮০
৪০. —— টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয়।
(ক) জেন্ডার সমতা (খ) গণতন্ত্রায়ণ
(গ) মানস¤পন্ন (ঘ) জিরো হাঙ্গার
৪১. সম্প্রতি এশিয়ার যে দেশে রাষ্ট্রপতির মেয়াদকাল অবলুপ্ত হয়েছে –
(ক) উত্তর কোরিয়া (খ) তাইওয়ান (গ) ফিলিপাইন (ঘ) চীন
৪২. ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম-
(ক) ম্যাস র্যাপিড ট্রানজিট (খ) প্যাসেঞ্জার র্যাপিড ট্রানজিট
(গ) কমিউটার র্যাপিড ট্রানজিট (ঘ) পাসারবাই র্যাপিড ট্রানজিট
৪৩. বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং ভোট প্রধানের ক্ষমতা সংরক্ষণ করেন-
(ক) সংসদ নেতা (খ) স্পিকার (গ) বিরোধি দলনেতা (ঘ) রাষ্ট্রপতি
৪৪. রোজ গার্ডেন বাংলাদেশের একটি-
(ক)আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (খ) রাষ্ট্রীয় অতিথিশালা
(গ) উদ্ভিদ-উদ্যান (ঘ) ঐতিহাসিক ভবন
৪৫. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কম্পানি যে মোগল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে-
(ক) দ্বিতীয় শাহআলম (খ) আলীবর্দী খান
(গ) ফররূখশিয়ার (ঘ) বাহাদুর শাহ জাফর
৪৬. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এক ধরনের-
(ক) ব্যবহারকারী-বান্ধব কৌশল (খ) ওয়েব হোস্টিং কোড
(গ) ডোমেইন কাঠামো (ঘ) গুগলের ক্লাসরুম সেবা
৪৭. ’Heuristic’ শব্দটি যার সঙ্গে সম্পর্কিত-
(ক) মহাকাব্যেও নায়ক (খ) কৃত্রিম বুদ্ধিমত্তা
(গ) বৈশ্বিক উষ্ণায়ন (ঘ) ক্রীড়া
৪৮. সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্ট ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের কোন সম্প্রতি প্রকাশিত হয়েছে? –
(ক) প্রথম (খ) দশম (গ) চতুর্দশ (ঘ) পঞ্চম
৪৯. জ্যাক মা উন একজন-
(ক) মানবাধিকার কর্মী (খ) উদ্যোক্তা
(গ) নারীবাদি লেখক (ঘ) প্রানী অধিকার কর্মী
৫০. ইসলামের ইতিহাসে —— শহরের অধিবাসীগন আনরস হিসেবে পরিচিত ছিলেন।
(ক) মক্কা (খ) দামেস্ক (গ) মদিনা (ঘ) বাগদাদ
Elective English
Read the following passage and answer questions (1-4) using information from it:
International efforts to protect animals often aim to prevent animals from going extinct or losing their natural habitats. Many countries prohibit imports of ivory through laws that commonly include the African Elephant conservation Act of 1989 . But ivory remains in demand in various parts of the world. According to a 2013 report from the Los Angeles Times, in 2012, at least 25,000 African elephants were slaughtered by criminal gang’s eager to market the lucrative ivory from their tusks. The poachers’ take has risen to alarming levels over the last twelve years, with about one in 17 wild elephants being felled in 2012, by some estimates. Elephant populations have fallen from 5 million a century ago to fewer than 420,000 today. The situation is equally worse for other species. In United States, 623 animal species are listed as either endangered or threatened. This includes 85 mammalian species such as bear. Foxes. Ocelots, otters, panthers, rats and whales. The International Union for Conservation of Nature (IUCN) Produces a ‘red list’ of animal and plant specks that are endangered around the world. I however, the mountain gorillas in Eastern Africa arc making a comeback with a 26 percent increase in population after many years of conservation efforts. Such successes arc due to the fact that there are more protected areas in the world, including wildlife refuges and reserves.
01. Producing ‘red lists’ can help to –
a. motivate the hunters b. combat the situation
c. save the world d. rescue African animals
02. The world poacher stands for –
a. illegal hunter b. faulty receiver
c. injured animal d. faulty methods
03. Choose the best way to preserve pare species –
a. apprehending culprits b. promoting surveys
c. establishing sanctuaries d. building awareness
04. The most suitable title for this paragraph is –
a. Stop killing animals b. animals are in jeopardy
c. Save animals, save morality d. Animals’ endangerment
05. ‘Sarcasm’ is –
a. a belief in everything that is
b. a special kind of body movement
c. a belief that nothing in this world is of any value
d. an ironical remark or comment
06. If someone is saturnine he/she is –
a. an extremist b. brilliant c. satiric d. serious
07. ‘Magnum oous’ is a Latin expression that refers to
a. a person’s habit of working
b. a magnificent operation
c. a person’s greatest work
d. invaluable source of information
08. ‘Biman Bangladesh – your home in the air’ is an example of –
a. metaphor b. simile c. metonym d. oxymoron
09. She is always running down her neighbor’ is closest in meaning to –
a. She is always winning over her neighbor
b. She is always facing problem with her neighbor
c. She is always criticizing her neighbor
d. She is always earning more than her neighbor
10. The quote, ‘Autumn is a second spring when every leaf is a flower’ is by –
a. George Herbert b. William Shakespeare
c. George Orwell d. Albert Camus
11. If somebody is ‘supine in the face of racial injustice’, he/she –
a. stands firm against it b. fails to protest it
c. supports it d. protests it strongly
12. choose the correct spelling –
a. Cameraderi b. Camaradry
c. Camaraderie d. Cameradeire
13. ‘Cul-de-sac’ means –
a. impasse b. turmoil c. a dark street d. a curve
14. The synonym of ‘Belligerent’ is –
a. friendly b. flexible c. pugnacious d. repugnant
15. After____suspended for misbehavior, the student requested reconsideration.
a. having been b. having c. have d. was
16. ‘Take with a grain of salt’ means –
a. not to take something too seriously
b. not to harm anyone
c. not to injure someone
d. not to feel insulted by someone
17. If Vertex: Pyramid then-
a. Strand: Hair b. Frame: Picture
c. Summit: Mountain d. Rung: Ladder
18. Even though the surface of the ocean seems smooth, as we look at it, it is ___ at the floor.
a. unreal b. disproportionate c. irregular d. unsteady
19. The book that does not fall into the same category-
a. Frankenstein b. The Great Gatsby c. Misery d. The Shining
20. The antonym of the word Equanimity is –
a. agitation b. aplomb c. ataraxy d. assurance
21. The pursuit for ambition fills one with ____ towards the task undertaken. Which of the following is not a correct answer?
a. enthusiasm b. fervor c. conviction d. apathy
22. The sagacity of Mohsin is known to all. Here sagacity means –
a. good looks b. hypocrisy c. intelligence d. sportiness
23. Guilt about neglecting their children makes parents____ in the toy shop.
a. irreparable b. overindulges c. irresponsible d. overrated
24. When the disease is at the latent stage it is almost impossible to determine its existence by –
a. through examination b. mere observation
c. a scrutiny d. a rigorous checkup
25. The ‘odd one’ is:
a. Brilliant b. Luminescent c. Bright d. Brittle