ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৬-২০১৭)
বাংলা
০১. “সেই ফুল আমাদেরই প্রাণ “ — “ ফেব্রুয়ারী ১৯৬৯” কবিতায় ফুল বলতে কী বুঝানো হয়েছে?
A) কৃষ্ণচূড়া ফুল B) বাংলা ভাষা
C) মনুষ্যত্ব D) পদ্মবন
E) ভাষা আন্দোলন
০২. নিচের কোনটি অশুদ্ধ বিশেষ্য?
A) একত্র B) জবাবদিহি
C) দারিদ্র D) সহমর্মিতা
E) উৎকর্ষতা
০৩. ‘ঐকতান’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়—
A) একতান + অ B) ঐক্য + তান
C) একতান + জ D) একতা + ইন
E) এক + তান
০৪. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সংখ্যা কত?
A) ৭ টি B) ৯ টি
C) ১১ টি D) ১৩ টি
E) ১৬ টি
০৫. ‘টাকায় টাকা আনে ‘ — এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি ?
A) কর্তৃকারকে শূন্য B) কর্তৃকারকে ৭মী
C) কর্মকারকে ৭মী D) অপাদানে ৭মী
E) করণকারকে ৭মী
০৬. ‘তুফান’ শব্দটি কোন ভাষা থেকে আগত ?
A) হিন্দি B) ফারসি
C) চীনা D) সংস্কৃত
E) আরবি
০৭. নিচের কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত?
A) আকাঙ্ক্ষা, স্বায়ত্তশাসন B) পরিপক্ব, মরূদ্যান
C) শ্রদ্ধাঞ্জলি, মুমূর্ষু D) ভিখারিনী , ত্রিভুজ
E) দুরবস্তা, মিথস্ত্রিয়া
০৮. ‘লক্ষ্মী’ শব্দের অর্থ —
A) ধন – সম্পদের দেবী B) লক্ষপতি
C) লক্ষ্য সামনে রেখে D) লক্ষ করে
E) শান্ত- সুবোধ
০৯ . কোন জাতীয় শব্দে ‘ষ’ এর ব্যবহার হয় না ?
A) তৎসম B) দেশি
C) সংস্কৃত D) তদ্ভব
E) বিদেশী
১০. ‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’ – এখানে ‘মা’ কোন কর্তা?
A) মূখ্য কর্তা B) গৌণ কর্তা
C) প্রযোজক কর্তা D) প্রযোজ্য কর্তা
E) ব্যতিহার কর্তা
১১. ‘পরাভব’ শব্দে ‘পরা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
A) নিকৃষ্ট B) অধীন
C) বিপরীত D) আতিশয্য
E) নিন্দিত
১২. ‘সলিল’ শব্দের সমার্থক কোনটি ?
A) দরিয়া B) অবধি
C) উদক D) পাবক
E) ঢেউ
১৩. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বন্ধু কে?
A) শম্ভুনাথ B) বিনুদা
C) কল্যাণী D) হরিশ
E) নারদ
১৪. দুঃখ + ইত = দুঃখিত, কোন প্রত্যয়যোগে গঠিত শব্দ?
A) বাংলা কৃৎ প্রত্যয় B) সংস্কৃত কৃৎ প্রত্যয়
C) বাংলা তদ্ধিত প্রত্যয় D) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
E) বিদেশী তদ্ধিত প্রত্যয়
১৫. ‘এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে’ — এখানে ‘বিষাদে’ কোন কারকে কোন বিভক্তি ?
A) অধিকরণে ৭মী B) অপাদানে ৭মী
C) করণে ৭মী D) অধিকরণে ২য়া
E) করণে ৬ ষ্ঠী
১৬. ‘হরিৎ’ অর্থ —
A) হলুদ B) লাল
C) সবুজ D) নীল
E) কালো
১৭. ‘আস্তানা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
A) আরবি B) ফারসি
C) ফরাসি D) হিন্দি
E) সংস্কৃত
১৮. বাংলা সাহিত্যে সাহিত্যসম্রাট উপাধিতে কে ভূষিত হন?
A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) সৈয়দ মুজতবা আলী D) প্রমথ চৌধুরী
E) রবীন্দ্রনাথ ঠাকুর
১৯. তপোবন কোন সমাস?
A) রূপক কর্মধারায় B) বহুব্রীহি
C) দ্বিগু D) চতুর্থী তৎপুরুষ
E) নিতা
২০. ‘হিমাচল’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A) হিমা + আচল B) হিম + আচল
C) হিমা + আঁচল D) হিমা + আঁচল
E) হিম + অচল
উত্তর
ENGLISH
Read the following passage and answer (questions 1- 5)
We know that all species are important for maintaining ecological balance. If one is lost, the whole natural environment changes. In order to protect the environment from being spoiled, we should protect our wildlife. The good news is that many countries are now taking action to protect their endangered wildlife. George Laycock, author of several books on wildlife, writes: Mankind must develop a concern for wild creatures and a determination that wild species will not perish. We should save the earth’s wild creatures to save ourselves. To be kind to mankind.
1. Ecological systems are usually ______.
A) sustainable B) naturally beautiful
C) constant D) stable equilibrium
D) changing over time
2. Why are countries now taking action to protect their endangered wildlife?
A) to protect the forests
B) to protect the food chain
C) to protect the environment
D) to protect natural beauty
E) to protect the diversified wildlife
3. What do you mean by ‘ecological balance’?
A) balance of nature B) balance of wildlife
C) balance of forests D) balance of mankind
E) balance between mankind and wildlife
4. What can we achieve by ‘being kind to animals’ ?
A) protect wildlife B) save ourselves
C) diversify D) preserve natural forest
E) bring a balance
5. Mankind must develop concern for wildlife creatures_____ save themselves.
A) to B) for
C) by D) of
E) despite
Fill in the blanks with appropriate words (questions 6 – 11)
6. In such a ____ grouping, a wide range of talent must be expected.
A) formal B) healthy
C) heterogeneous D) casual
E) homogeneous
7. The type of clothing people wear tells others a lot about ____.
A) What they are B) who they are
C) Who are they D) they are
E) when they are
8. Clothing made by Bangladeshi workers are _____ by millions of consumers around the world.
A) clad B) wore
C) dressed D) worn
E) wrapped
9. He gave up _____ cricket when he got married.
A) of playing B) playing
C) To play D) play
E) played
10. I wish I _____ a queen.
A) was B) is
C) are D) am
E) were
11. They remain _____ compared to other citizens with higher levels of unemployment and lower wages.
A) disadvantage B) advantage
C) advantageous D) disadvantaged
E) disadvantegous
Choose the correct prepositions (questions 12- 17)
12. We often go for fishing _____ the river.
A) on B) in
C) inside D) around
E) of
13. Which of the following word is spelt correctly?
A) exaggerate B) exagerate
C) exaggerrate D) exaggerate
E) exeggerrate
14. I am writing this essay _____ blue ink.
A) in B) with
C) by D) from
E) on
15. The synonym of ‘severe’ is:
A) cut B) harm
C) mischief D) unite
E) extreme
16. The antonym of ‘divulge’ is :
A) reveal B) reprimand
C) admonish D) conceal
E) cure
17. Cyber attacks are much easier to carry out than to defend _______ .
A) against B) about
C) after D) at
E) down
18. Select the correct passive form of : we insist on punctuality in this office.
A) It is to be insisted that punctuality should be in this office
B) Punctuality should be insisted in this office
C) Punctuality be insisted in this office
D) Punctuality is to be insisted on this office
E) Punctuality is insisted on in this office
Find the correct sentence ( questions 19 – 20 )
19. A) The intruder stood quietly for few moments.
B) The intruder stood quietly for few times.
C) The intruder stood quietly for sometimes.
D) The intruder stood quietly for moments.
E) The intruder stood quietly for few moments .
20. A) If i find a bag in the street, I take it to the police.
B) If i find a bag in the street, I take it to the police.
C) If i find a bag in the street, I would take it to the police.
D) If i find a bag in the street, I will be taking it to the police.
E) If i find a bag in the street, I had to take it to the police.
Answer
ACCOUNTING
০১. বছরের শেষে সমম্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের জের ছিল ৩২,০০০ টাকা , যেখানে ডিসেম্বরের ১ তারিখে ৪ তারিখে ৪ মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল। ৩১ শে ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা নিম্নেরূপঃ
A) ভাড়া খরচ হিসাব ডেবিট ২৪,০০০ টাকা ; অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব ক্রেডিট ২৪,০০০ টাকা
B) অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব ডেবিট ৮০০০ টাকা ; ভাড়া খরচ হিসাব ক্রেডিট ৮০০০ টাকা
C) অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব ডেবিট ২৪,০০০ টাকা ; ভাড়া খরচ হিসাব ক্রেডিট ২৪,০০০ টাকা
D) ভাড়া খরচ হিসাব ডেবিট ৮,০০০ টাকা ; প্রাপ্য ভাড়া হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা
E) ভাড়া খরচ হিসাব ৮,০০০ টাকা ; অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব ৮,০০০ টাকা
০২. রেওয়ামিলের উভয় দিক মিলবে যদিঃ
A) প্রাপ্য বিল হিসাবে ক্রেডিট পোস্টিং ৫২৫ টাকা বাদ পড়ে
B) ভাড়া খরচ হিসাবের ডেবিট ৪৭৫ টাকার স্থলে ৪৫৭ টাকা পোস্টিং করা হয়
C) সাপ্লাই একাউন্টের ডেবিট ৯,০০০ টাকা ইকুইপমেন্ট একাউন্টে ৯০০ টাকা ডেবিট করা হয়
D) ভাড়া হিসাবে একটি লেনদেন রেকর্ড করা না হয়
E) প্রদেয় হিসাবসমূহে ৪১৫ টাকার ক্রেডিট পোস্টিং দুইবার করা হয়
০৩. হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে –
A) সকল লেনদেন সঠিকভাবে রেকর্ড করা
B) একটি প্রতিষ্ঠানের নগদানের অবস্থা সম্পর্কে তথ্য দেয়া
C) আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্য দেয়া
D) প্রতিষ্ঠানের লাভজনক দফাসমূহ চিহ্নিত করা
E) সরকারকে প্রদেয় করদায় নির্ণয় করা
০৪. ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে বেঙ্গল ফুডস্ লিমিটেডের দেনাদারের পরিমাণ ছিল ২,৫০,০০০ টাকা এবং কুঋণ সঞ্চিতির জের ছিল ১০,০০০ টাকা। সারা বছর নিট ধারে বিক্রয়ের পরিমাণ ছিল ৫,০০,০০০ টাকা এবং দেনাদারের কাছ থেকে আদায় করা হয় ৪,৩০,০০০ টাকা। উক্ত বছরে কুঋণ বাবদ অবলোপন করা ২০,০০০ টাকা। বছর শেষে সমাপনী দেনাদারের উপর ৫% কুঋণ সঞ্চিতি ধার্য করা হলে কুঋণ সঞ্চিতির সমাপনী জের কত হবে?
A) ৫,০০০ টাকা B) ১৫০০০ টাকা
C) ১৬,০০০ টাকা D) ২৫,০০০ টাকা
E) ২৬,০০০ টাকা
০৫. চার বছর আগে কলাতিয়া ট্রেডার্স ১,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুকাল ধরা হয় পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। তখন থেকেই এটি বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে । আজ এটি ৩২,০০০ টাকা বিক্রয় করা গেলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
A) লাভ ৮,০০০ টাকা B) লোকসান ৩,৯৬০ টাকা
C) লোকসান ৬,৯১২ টাকা D) লোকসান ৮,৯৬০ টাকা
E) লাভ ১৩,০০০ টাকা
০৬. শেয়ার হোল্ডারগণ নিম্নের কোনটির দ্বারা আর্থিকভাবে লাভবান হয়?
A) নীট মুনাফা B) লভ্যাংশ
C) সুদ D) বিক্রিত পণ্যের ব্যয়
E) লাভ
০৭. তারানগর কোম্পানির একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরির্বতনশীল ব্যয় ও মোট স্থির ব্যয় যথাক্রমে ১২০ টাকা, ৭২ টাকা ও ৩,৮৪,০০০ টাকা । ৯৬,০০০ টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে?
A) ৮,০০০ ইউনিট B) ৫,৩৩৩ ইউনিট
C) ৩,২০০ ইউনিট D) ৪,০০০ ইউনিট
E) ১০,০০০ ইউনিট
০৮. একটি কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে কোন তথ্যটি অপ্রয়োজনীয় ?
A) স্থির ব্যয় B) পরিবর্তনশীল ব্যয়
C) পণ্যের দাম D) অবদান প্রান্ত
E) গড় ব্যয়
০৯. মিলকরণ নীতির প্রাথমিক উদ্দেশ্য হচ্ছেঃ
A) ব্যবসায়ের সকল তথ্য প্রকাশ করা
B) কোন সময়কালের আয় অর্জনের জন্য ব্যয়িত সকল খরচকে অন্তর্ভূক্ত করা
C) তথ্য সরবরাহকারীদের সকল তথ্য প্রদান করা
D) বিভিন্ন সময়কালের আর্থিক বিবরণীর মধ্যে তুলনা করা
E) বিশ্বাসযোগ্য তথ্য প্রদান করা
১০. নিচের কোনটি উৎপাদন – ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য?
A) ব্যয় সংরক্ষণ B) ব্যয় সমন্বয়
C) ব্যয় হ্রাস D) ব্যয় নির্বাহ
E) ব্যয় নিয়ন্ত্রণ
১১. অবচয়ের জন্য সমন্বয় না করা হলে নিচের কোনটি সত্য হবে ?
A) সম্পত্তি কম দেখাবে B) মালিকানা স্বত্ব কম দেখাবে
C) নীট মুনাফা কম দেখাবে D) ব্যয় কম দেখাবে
E) ব্যয় বেশি দেখাবে
১২. ৫০,০০০ টাকা কমিশন পাওয়া গেছে যার মধ্যে ৩০,০০০ টাকা পরবর্তী বছরের জন্য । বর্তমান বছরের জন্য সঠিক জাবেদা কোনটি?
A) অগ্রিম কমিশন ডেবিট ৩০,০০০ টাকা ; কমিশন খরচ ডেবিট ২০,০০০ টাকা ; নগদ ক্রেডিট ৫০,০০০ টাকা
B) কমিশন খরচ ডেবিট ৫০,০০০ টাকা ; নগদ ক্রেডিট ৫০,০০০ টাকা
C) নগদ ডেবিট ৫০,০০০ টাকা ; কমিশন আয় ক্রেডিট ৫০,০০০ টাকা
D) নগদ ডেবিট ৫০,০০০ টাকা ; কমিশন আয় ক্রেডিট ২০,০০০ টাকা ; অনুপার্জিত কমিশন ক্রেডিট ৩০,০০০ টাকা
E) নগদ ডেবিট ৫০,০০০ টাকা ; অনুপার্জিত কমিশন ক্রেডিট ৫০,০০০ টাকা
১৩. হিসাববিজ্ঞানের কোন নীতি কোম্পানির বিভিন্ন বছরের আর্থিক অবস্থা তুলনা করতে সাহায্য করে?
A) রক্ষণশীলতা B) এক্রুরাল
C) চলমান প্রতিষ্ঠান D) সামঞ্জস্য
E) প্রাসঙ্গিকতা
১৪. আলফা কোম্পানির ১০,০০,০০০ টাকার প্রাপ্য রয়েছে যা ৩৫০ দিনের মধ্যে প্রাপ্য। এটি প্রদর্শিত হবে –
A) উদ্বৃত্তপত্রে চলতি সম্পদ হিসেবে
B) উদ্বৃত্তপত্রে স্থায়ী সম্পদ হিসাবে
C) উদ্বৃত্তপত্রে চলতি দায় হিসেবে
D) আয় বিবরণীতে ব্যয় হিসেবে
E) আয় বিবরণীতে আয় হিসেবে
১৫. বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে?
A) মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে
B) মালিকানাস্বত্ব হ্রাস পাবে
C) মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকবে
D) সম্পদ বৃদ্ধি পাবে
E) সম্পদ হ্রাস পাবে
১৬. ‘পুরাতন আসবাবপত্র বিক্রয়’ কোন ধরনের নগদ প্রবাহ ?
A) পরিচালনাকৃত B) বিনিয়োগকৃত
C) অর্থায়নকৃত D) A এবং B
E) A , B এবং C
১৭. সৌরভ ও সিয়াম দুইজন আংশীদার যারা ২:৩ অনুপাতে মুনাফা ক্ষতি বণ্টন করে। সায়ান ১/৪ অংশের জন্য নতুন অংশীদার হিসেবে যোগদান করে। সৌরভ, সিয়াম ও সায়ানের মুনাফা / ক্ষতি বণ্টনের নতুন অনুপাত কত ?
A) ২ঃ৩ঃ৪ B) ১ঃ১ঃ১
C) ৩ঃ৫ঃ৯ D) ৫ঃ৯ঃ৫
E) ৫ঃ৮ঃ৪
১৮. XYZ কোম্পানি ১,০০,০০০ টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করল । এতে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে?
A) সম্পদ ও মালিকানাস্বত্ব বৃদ্ধি
B) সম্পদ ও দায় বৃদ্ধি
C) দায় বৃদ্ধি ও দায় হ্রাস
D) মালিকানাস্বত্ব বৃদ্ধি ও দায় হ্রাস
E) মালিকানাস্বত্ব বৃদ্ধি ও দায় বৃদ্ধি
১৯. নিচের কোনটি হিসাববিজ্ঞান তথ্যের গুণবাচক বৈশিষ্ট্য নয় ?
A) ব্যয় সুবিধা বিশ্লেষণ B) যথাকালীনতা
C) প্রাসঙ্গিকতা D) তুলনীয়
E) বোধগম্যতা
২০. বারিগাঁও কোম্পানির ১০% হারে ১,০০,০০০ টাকার ঋণ ,১২% হারে ২,০০,০০০ টাকার অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ টাকা সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা ১,৫০,০০০ টাকা হয়, তবে সাধারণ শেয়ারহোল্ডারগণ সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে?
A) ১,৫০,০০০ টাকা B) ১,২৬,০০০ টাকা
C) ১,১৬,০০০ টাকা D) ১,৩৬,০০০ টাকা
E) ১,২৪,০০০ টাকা
উত্তর
Management
০১. ব্যবস্থাপনার নীতিমালা নয় কোনটি?
A) কার্যবিভাগ B) আদেশের ঐক্য
C) কার্যকারিতা ও কার্যদক্ষতা D) শৃঙ্খলা
E) নিয়মানুবর্তিতা
০২. নিচের কোন দলিলকে সংগঠনের ব্লুপ্রিন্ট বলা হয় ?
A) অধ্যাদেশ B) পরিমেল নিয়মাবলি
C) বিবরণ পত্র D) স্মারকলিপি
E) অংশীদারি চুক্তি
০৩. পেনসন বিমাকে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বলা হয় ?
A) liability insurance B) life insurance
C) property insurance D) personal insurance
E) social insurance
০৪. নিচের কোনটি ব্যবসায় পরিবেশের উপাদান নয়?
A) অর্থনৈতিক শক্তি B) প্রযুক্তিগত শক্তি
C) মনস্তাত্ত্বিক শক্তি D) মুদ্রাস্ফীতি
E) শ্রমশক্তি
০৫. যে সম্পদ অন্য সব সম্পদকে কার্যকর করে তোলে তা হচ্ছে –
A) ভূমি B) মূলধন
C) অর্থ D) মানব সম্পদ
E) প্রযুক্তি
০৬. নিচের কোনটি বাংলাদেশ ব্যাংক বিক্রি করে না ?
A) commercial paper B) fixed deposit receipt
C) banker’s acceptance D) treasury bill
E) certificate of deposit
০৭. আমলাতন্ত্র তত্ত্বের প্রবর্তক কে ?
A) এফ. ডব্লিউ . টেইলর B) হেনরি ফেওল
C) ম্যাক্স ওয়েবার D) হিউ গ্রান্ট
E) আব্রাহাম মাসলো
০৮. মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম কি ছিল ?
A) এ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট
B) ফাংশনাল ম্যানেজমেন্ট
C) হিউম্যান ক্যাপিটাল
D) পারসোনেল ম্যানেজমেন্ট
E) সাইন্টিফিক ম্যানেজমেন্ট
০৯. কোন সংস্থা মুদ্রা নীতি প্রণয়ন করে?
A) Ministry of Finance B) The central government
C) Central bank D) National Board of revenue
E) National monetary authority
১০. একটি পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদে সর্বনিম্ন ____ জন পরিচালক থাকতে হয়?
A) ২ B) ৩
C) ৪ D) ৫
E) ৭
১১. হার্জবার্গের প্রেষণাতত্ত্ব অনুসারে নিচের কোনটি প্রেষণার উপাদান?
A) বেতন B) চাকরি নিরাপত্তা
C) পদোন্নতির সুযোগ D) কর্ম- পরিবেশ
E) সহকর্মীদের সাথে সম্পর্ক
১২. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
A) এফ. ডব্লিউ টেইলর B) হেনরি ফেয়ল
C) পি. এফ. ড্রাকার D) ডি. ম্যাকগ্রেগর
E) আর লাইকার্ট
১৩. ‘বাজেট’ —— পরিকল্পনার একটি উদাহণ ।
A) দীর্ঘমেয়াদি B) মধ্যমেয়াদি
C) একার্থক D) স্থায়ী
E) সামগ্রিক পরিকল্পনা
১৪. বাংলাদেশ চিনিকল কোন সংস্থার অন্তর্ভুক্ত?
A) বিসিআইসি B) বিএসএমসি
C) বিএফএআইসি D) বিএসএফআইসি
E) বিডিবিএল
১৫. কোনটি ব্যবস্থাপনার মৌলনীতি নয় ?
A) পারিশ্রমিক B) শৃংখলা
C) বিকেন্দ্রীকরণ D) কার্য বিভাগ
E) উদ্যোগ
১৬. ধারণাগত দক্ষতা বলতে বুঝায়ঃ
A) সামাজিক জ্ঞান B) রাজনৈতিক জ্ঞান
C) চিন্তার ক্ষমতা D) কার্যসংক্রান্ত জ্ঞান
E) অর্থনৈতিক জ্ঞান
১৭. প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তক হলেন —
A) হার্জবার্গ B) আব্রাহাম মাসলো
C) ডগলাস ম্যাকগ্রেগর D) ভিক্টর ভ্রুম
E) ডেভিড সি. ম্যালেল্যান্ড
১৮. ‘ আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই ‘ – এ দুয়ের মাঝে সেতুবন্ধন রচনা করে—-
A) নির্দেশনা B) নেতৃত্ব
C) পরিকল্পনা D) নিয়ন্ত্রণ
E) সংগঠন
১৯. নিচের কে ‘ এক্স তত্ত্ব ‘ এবং ‘ওয়াই তত্ত্ব’ দুইটির প্রবর্তক ?
A) আব্রাহাম মাসলো B) ডগলাস ম্যাকগ্রেগর
C) উইলিয়াম জিঔসি D) জে . ডব্লিউ . নিউজটর্ম
E) ভিক্টর ভ্রুম
২০. বাংলাদেশের সমবায় সমিতি আন্দোলনের ক্ষেত্রে কোন জেলাকে পথিকৃৎ বলা হয় ?
A) ঢাকা B) রংপুর
C) খুলনা D) সিলেট
E) কুমিল্লা
উত্তর
Finance
01. Which of the following is not a source of short – term financing?
A) Trade credit B) Transaction loan
C) Retained earning D) Treasury Bill
E) Line of credit
02. To whom the right shares are issued?
A) Potential shareholders
B) Sponsor directors
C) Existing shareholders
D) Management
E) Elected directors
03. Which of the following securities has prior claim on income and assets?
A) Ordinary share B) Debenture
C) Preference share D) Bonus share E) Bond
04. Which of the following asset has the highest liquidity ?
A) Share B) Bond
C) FDR D) Inventory E) Treasury bill
05. By whom the insurance companies are regulated in Bangladesh ?
A) Insurance development and Regulatory Authority
B) Bangladesh Securities and Exchange Commission
C) Bangladesh Bank
D) Insurance Academy
E) Microcredit Regulatory Authority
06. Which is the most important item reported in the income statement that shows the result of operations during the past year?
A) Gross profit after tax B) Net profit before tax
C) Net profit after tax D) Earnings per share
E) A & D
08. Which of the following is not a cash outflow for a firm?
A) Dividends B) Interest payment
C) Taxes D) Depreciation
E) Utilities
09. How will the risk premium be if Rm < Rf?
A) Positive B) Negative
C) Zero D) One E) Equal
10 . Stock Exchanges of Dhaka and Chittagong were established respectively in :
A) 1972 and 1998 B) 1955 and 1994
C) 1954 and 1995 D) 1976 and 1999
E) 1957 and 1996
11. Which one of the following is an institute under the Financial Institutions Act , 1993?
A) Sonali Bank Ltd B) United Leasing Company Ltd
C) Exim Bank Ltd D) Uttara Bank Ltd
E) B & C
12. Which one of the following is not a long – term financial instrument ?
A) Common stock B) Commercial paper
C) Preferred stock D) Mortgaged
E) Debenture
13. Which one of the following institutions is a major player in the money market?
A) Stock Exchange B) Commercial Bank
C) Development Bank D) Non-Bank Financial Institution
E) Specialized Bank
14. Due to diversification of portfolio , the risk _____
A) increases B) remains the same
C) increases significantly D) reduces
E) is not affected
15. A savings account earns 4%. If the saver is in a 28% tax bracket, the after tax rate of return on savings would be ____ percent .
A) 28.0 B) 16.72
C) 4.0 D) 2.88 E) 1.12
16. Which of the following is not a feature of a Bond ?
A) Indenture Agreement B) Protective Covenants
C) Principal D) Residual Claims
E) Coupon
17. Approximately , how many companies are listed in Dhaka Stock Exchange Ltd. right now?
A) 3,000 B) 1,300
C) 300 D) 1,000 E) 2,550
18. Which one is a hybrid security?
A) Treasury Bill B) Bond
C) Stock D) Repurchase Agreement
E) Preferred Stock
19. Which annuity requires payment to be made at the end of each period ?
A) Annuity Due B) Ordinary annuity
C) Growing annuity D) Perpetuity
E) Growing perpetuity
20. Risk of a single asset is usually measured by which of the following ?
A) Variance B) Standard deviation
C) Coefficient of variation D) Correlation
E) Covariance
Answer
Marketing
০১. বৃহদায়তন খুচরা কারবারী হিসেবে বাংলাদেশের ‘আগোরা’ কে বলা হয় –
A) ডিপার্টমেন্ট স্টোর B) বহুশাখা বিপনী
C) টেইন স্টোর D) সুপার শপ
E) সুপার মার্কেট
০২. মার্কেটিং এর 4 P’s জনক কে?
A)নেইল বোরডেন B) ই. জে. মেকার্থী
C) পি.জে.ভেরভুরন D) ফিলিপ কটলার
E) কেলভিন লেন কেলার
০৩. বিজ্ঞাপন কোন ধরণের প্রসার?
A) ব্যক্তিক B) নৈর্ব্যক্তিক
C) সাধারণ D) বিশেষ E) প্রচার
০৪. নিম্নের কোনটি বাজারজাতকরনের মৌলিক ভিত্তি?
A) বিনিময় B) বিক্রয়
C) সম্পর্ক D) বাজার E) উৎপাদন
০৫. বিপণন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
A) ক্রেতা ভ্যালু অর্জন
B) ক্রেতার প্রয়োজন ও অভাব অনুধাবন
C) বিজ্ঞাপন বাজেট নির্ধারণ
D) বিক্রয় বাহিনী গঠন
E) সন্তষ্টি পরিমাপ
০৬. কোনটি সামষ্টিক পরিবেশের উদাহরণ?
A) প্রতিযোগিতা B) গ্রাহক
C) সংস্কৃতি D) মধ্যস্থব্যবসায়ী E) জনগোষ্ঠী
০৭. কোন স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় ?
A) পণ্য উদ্ভাবন B) সূচনা স্তর
C) প্রবৃদ্ধি স্তর D) পতন স্তর E) পূর্ণতা স্তর
০৮. নিচের কোনটি মার্কেটিং এর সামষ্টিক পরিবেশের উপাদান নয়?
A) জনসংখ্যাগত পরিবেশ B) গ্রাহকগণ
C) প্রযুক্তিগত পরিবেশ D) অর্থনেতিক পরিবেশ
E) সাংস্কৃতিক পরিবেশ
০৯. নিচের কোন সামাজিক উপাদানটি ভোক্তার ক্রয় আচরণে প্রভাব বিস্তার করে?
A) সংস্কৃতি B) সামাজিক শ্রেণী
C) উপসংস্কৃতি D) নির্দেশক দল
E) জীবনধাঁচ
১০. নিচের কোনটির মাধ্যমে মার্কেটিং এর স্বত্বগত উপযোগ সৃষ্টি হয় ?
A) আমদানি ব্যবসায় B) বাণিজ্য
C) ক্রয় – বিক্রয় D) রপ্তানি ব্যবসায়
E) উৎপাদন
১১. দৃশ্যমান ও অদৃশ্যমান কোন কিছু যা ভোক্তার প্রয়োজন পূরণ করতে পারে তাকে বলে-
A) সেবা B) পণ্য
C) চাহিদা D) বাজার E) সন্তুষ্টি
১২. নিচের কোনটি বন্টন সংক্রান্ত কাজ ?
A) ক্রয় B) মান নির্ধারণ
C) মোড়কীকরণ D) অর্থসংস্থান
E) বিজ্ঞাপন
১৩. আচরণভিত্তিক বিভক্তিকরণ কোনটি?
A) জীবনধাঁচ B) ব্যক্তিত্ব
C) পেশা D) সামাজিক শ্রেণী
E) উপলক্ষ
১৪. ‘জীবন বীমা পলিসি’ কোন ধরণের পণ্য?
A) বিশেষ পণ্য B) সুবিধা পণ্য
C) লোভনীয় পণ্য D) অযাচিত পণ্য
E) আবশ্যক পণ্য
১৫. ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিপণনের কোন পরিবেশের উপাদান?
A) সামাজিক B) রাজনৈতিক
C) অর্থনৈতিক D) জনমিতিক
E) আইনগত
১৬. বিজ্ঞাপনের কোন মাধ্যমটির কার্যকারিতা দীর্ঘদিন ধরে চলমান থাকে?
A) সংবাদপত্র B) সাময়িকী
C) প্রচারপত্র D) বিজ্ঞাপনী ফলক
E) টেলিভিশন
১৭. যদি একটি পণ্য ক্রয়ের সময় গুণ , মান , স্টাইল, মূল্য , উপযুক্ততা ও বৈশিষ্ট্য বিবেচনা হয় তাহলে সেই পণ্যকে বলা হয় –
A) অযাচিত পণ্য B) বিশেষ পণ্য
C) শপিং পণ্য D) ভারি যন্ত্রপাতি
E) সুবিধাজনক পণ্য
১৮. নিচের কোনটি শিল্প পণ্যের বৈশিষ্ট্য নয়?
A) নির্ভরশীল চাহিদা B) অনমনীয় চাহিদা
C) পরিবর্তনশীল চাহিদা D) ক্রেতা সংখ্যাধিকা
E) বৃহত্তর একক ক্রয়
১৯. নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য নয়?
A) অস্পর্শনীয়তা B) তারতম্য
C) পচনশীল D) অপৃথকীকরণ
E) মালিকানা অর্জন
২০.নিম্নের কোন ধরণের পণ্যে ক্রেতার নিম্নমূল্য সংবেদনশীলতা রয়েছে?
A) সুবিধাজনক পণ্য B) শপিং পণ্য
C) বিশেষ পণ্য D) অযাচিত পণ্য
E) জরুরী পণ্য
উত্তর