Dhaka University C Unit Admission Question 2017-2018

ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮)

বাংলা

০১. নিচের কোনটি সমার্থক শব্দ নয়? 

A) উষা B) প্রদোষ 

C) প্রত্যুষ D) সুবহ 

০২. ‘সে তো প্রাপ্তি নয়, আত্মবির্সজন’ – কার প্রসঙ্গে বলা হয়েছে?  

A) সৃজনশীল মানুষের B) নদীর 

C) বৃক্ষের D) রবীন্দ্রনাথের 

 

০৩. যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে? 

A) মুক্তাক্ষর B) বদ্ধাক্ষর 

C) স্বরতন্ত্রী D) দীর্ঘস্বর 

০৪. ‘আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক’ – এই বাক্যে বাংলাদেশের পদটি কোন কারকে কোন বিভক্তি?

A) কর্তৃ কারকে ষষ্ঠী B) অধীকরণে ষষ্ঠী 

C) অপাদানে ষষ্ঠী D) কর্মে দ্বিতীয়া 

০৫. ‘Fair weather friends’ – এই ইংরেজী প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি? 

A) দুধের মাছি B) ধামাধরা মানুষ 

C) পিরিত বিনে সুহৃদ নাই D) চোরে চোরে মাসতুতো ভাই 

০৬. কোন নামটি শুদ্ধ? 

A) জীননান্দ দাস B) জীবানান্দ দাশ 

C) জীবনান্দ দাশ D) জীবনানন্দ দাস 

০৭. ‘কার্তিকেয়’ – এর অগ্রজ কে? 

A) রাবণ B) গজানন 

C) বিভীষণ   D) দুঃশাসন 

০৮. ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি কার লেখা? 

A) সৈয়দ শামসুল হক B) শওকত ওসমান 

C) কাজী নজরুল ইসলাম D) শওকত আলী 

০৯. ‘কিরাত’ শব্দের অর্থ কী? 

A) কাঠ চেরাইয়ের যন্ত্র B) জাতি বিশেষ 

C) বণিক শ্রেনী D) বন্যপ্রাণী 

১০. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস ? 

A) প্রিয়ংবদা B) প্রাণভয় 

C) মুখভ্রষ্ট D) নবযৌবন 

১১. ‘বাক্য’ – এর প্রকৃতি – প্রত্যয় কোনটি?  

A) বাক + ত B) বচ্‌ + য 

C) বাক্‌ + য D) বাচ্‌ + য 

১২. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে? 

A) ড্যাস B) কমা 

C) সেমিকোলন D) হাইফেন 

১৩. নিচের কোন বানানটি শুদ্ধ ?

A) পরিষ্কার B) সংস্রব 

C) স্নেহাশীষ D) শ্রদ্ধাভাজনীয়াষু 

১৪. রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি? 

A) পল্লী – সমাজ B) ছায়ানট 

C) গৃহদাহ D) কালান্তর 

১৫. ‘ধর্মের ষাঁড় ‘ বাগধারাটির অর্থ- 

A) যথেচ্ছাচারী B) দলের সর্দার 

C) গুণহীন ব্যাক্তি D) ভগু 

১৬. উপসর্গযুক্ত শব্দ কোনটি? 

A) পঙ্কজ B) জ্বালাতন 

C) কদবেল D) মাচন 

১৭. অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ? 

A) অহঃ + অহ B) অহঃ + রহ 

C) অহ + রহ D) অহ + অহ 

১৮. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? 

A) বিশেষণ ও ক্রিয়া B) বিশেষ্য ও বিশেষণ 

C) ক্রিয়া ও সর্বনাম D) বিশেষ্য ও সর্বনাম 

১৯. ‘মোলায়েম’ শব্দটি কোন ভাষার থেকে এসেছে? 

 A) তুর্কি B) ফারসি 

 C) হিন্দি D) আরবি 

২০. ‘শত ধিক্‌ ! জন্মভূমি রক্ষাহেতু কে ডরে মরিতে ?’ – এখানে ‘ধিক্‌’ হলো – 

A) অব্যয় বিশেষণ C) সর্বনাম 

C) পদান্বয়ী অব্যয় D) অনম্বয়ী অব্যয়  

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

B

B

A

B

A

C

B

C

B

A

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

B

B

B

D

A

C

A

C

D

D

English

Read the passage below and answer the questions that follow ( question 1- 5) 

The loss of environment purity is the price that we pay for many of the benefits of modern technology. We now have cars and buses on our roads and highways , but we risk sufferings from smoke and dust – indeed diseases. We have to build factories and expand our cities, but in the process our forest lands are shrinking, which is reducing our wildlife. Many countries use nuclear power, but there is always the risk of radiation. by increasing agricultural production with fertilizers, we pollute our water bodies. The highly developed nations of the world are not only the immediate beneficiaries of the good that technology brings; they are also the first victims of past, the environmental effects which accompanied technological progress were limited to small areas, but in our time, the new hazards are really widespread Today’s air pollutions , for example, cover vast areas of the world and can cause health problems for millions.  

 

1. According to the passage, modern transportation – 

A) reduces the number of the wild animals 

B) exposes  passengers and drivers to radiation 

C) cause biological disasters 

D) increases the risk of diseases 

 

2. The passage emphasizes that modern technology- 

A) is an unmixed blessing 

B) has caused serious hazards to life  

C) has produced powerful chemicals 

D) has benefited highly developed nations 

3. A ‘beneficiary‘ is someone who – 

A) benefits others

B) misuses benefits 

C) benefits from an investment  

D) derives advantage from something 

4. Air pollutions now are – 

A) widespread and short – lived 

B) not widespread 

C) responsible for health problems 

D) limited in their effect 

5. According to the passage  the increasing use of fertilizer is responsible for – 

A) abundance of food 

B) disturbance  in the ecological system 

C) disturbance is the weather patterns 

D) water pollution 

Fill in the blanks with appropriate prepositions ( questions 6 – 9) 

6. When she parted ___ her parents, her eyes were full of tears. 

A) from B) to 

C) of D) off 

7. The new government took ___ last year. 

A) over B) after 

C) upon D) out 

8. Javed was acquitted ____ the charge of theft. 

A) on B) from 

C) of D) about 

9. Can you tell the difference ____ butter and margarine ? 

A) over B) with 

C) between D) in 

Fill in the blanks with appropriate words ( questions 10 – 13) 

10. The person who has committed such an ____ crime should be severely punished. 

A) uncharitable B) abominable 

C) unkind D) unworthy 

11. He failed in the examination because his answers were not ____ the questions? 

A) revealing of B) allusive to 

C) referential of D) pertinent to 

12. The  art of cooking ____ in ancient India. 

A) Is perfected B) will perfect 

C) were perfected D) was perfected 

13. The poor man said ‘I _____ starve than beg.’ 

A) rather B) would 

C) would rather D) better did 

 

Choose the pair that expresses a relationship similar to the one expressed by the capitalized pair ( questions 14 – 15) 

14. SAW : CARPENTER  

A) Wagon : Farmer B) Painter : Color 

C) Cloth : Tailor D) Scissors : Barber 

15. EGG : OMELET 

A) Flour : Cake B) Rice : curry 

C) Fish : Water D) Banana : Ice cream 

16. Find the correct spelling :  

A) Lieutanent B) Lieutenant 

C) Leftenent D) Leiutenant

 

17. Which sentence is grammatically correct ? 

A) Our printer’s don’t work too good. 

B) I introduced him to one of my friend.

C) Coming back home he found his key not anywhere. 

D) Ask for assistance from someone around you. 

18. The meaning of the idiom ‘a dime a dozen’ means – 

A) something common B) something very rare 

C) something we need D) something very costly 

19. The antonym of ‘harmonious’ is – 

A) discordant B) disrespectful 

C) amicable D) ruthless 

20. The synonym of ‘intrepid’ is – 

A) coward B) indifferent 

C) fearless D) arrogant 

 

Answers

01

02

03

04

05

06

07

08

09

10

D

B

D

C

D

A

A

C

C

B

11

12

13

14

15

16

17

18

19

20

D

D

C

D

A

B

D

A

A

A

হিসাববিজ্ঞান

০১. পদ্মা সার্ভিসেস হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলো করেছে। এসব ভুলের কোনটির জন্য রেওয়ামিল মিলবে না ? 

A) সেবা প্রদান ২০,০০০ টাকা জেবেদাভুক্ত হয় নি 

B) দেনাদারের কাছ থেকে প্রাপ্ত ১০,০০০ টাকা খতিয়ানভুক্ত হয়নি 

C) মারুফকে প্রদত্ত ৫০০০ টাকা মাসুদের হিসাবে লেখা হয়েছে 

D) কর্মচারীকে প্রদত্ত বেতন ১৫,০০০ টাকা বেতন হিসাবে ডেবিট করা হয়েছে ১০,০০০ টাকা। 

 

০২. একটি কাপড়ের দোকানে নভেম্বরের ৩০ তারিখে ১,০০,০০০ টাকার কাপড় বিক্রয় হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের ০৫ তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের ১০ তারিখে এ সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয় । দোকানটি  IFRS  অনুযায়ী আয়চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে। কখন ১,০০,০০০ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে ?  

A) ডিসেম্বর ০৫   B) ডিসেম্বর ১০ 

C) নভেম্বর ৩০    D) ডিসেম্বর ০১ 

 

০৩. যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না?  

A) পরিবহনাধীন জমা ২০,০০০ টাকা 

B) ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ১০,০০০ টাকা 

C) ব্যাংক সার্ভিস চার্জ ৫০০ টাকা

D) আমানতকারীর ভুল ২০০০ টাকা 

 

 

০৪. আর্থিক বিবরণী প্রস্তত করা হয় মূলতঃ 

A) অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য 

B) বহিঃস্থ ব্যবহারকারীদের জন্য  

C) নিরীক্ষকদের জন্য 

D) ব্যবসায়েরর ব্যবস্থাপকের জন্য 

০৫. অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? 

A) সরলরৈখিক পদ্ধতি    B) বর্ষসংখ্যার পদ্ধতি 

C) ক্রমহ্রাসমান পদ্ধতি   D) উৎপাদন একক পদ্ধতি 

 

০৬.  নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? 

A) পরোক্ষ মজুরি         B) প্রত্যক্ষ মজুরি 

C) পরোক্ষ কাঁচামাল    D) প্রত্যক্ষ কাঁচামাল 

 

০৭. নিম্নের কোনটির ফলে ত্বরিত অনুপাতের হ্রাস ঘটে? 

A) মজুদপণ্যের হ্রাস        B) প্রাপ্যসমূহের বৃদ্ধি 

C) প্রদেয় সমূহের বৃদ্ধি    D) জমাকৃত মুনাফার বৃদ্ধি 

 

০৮. প্রারম্ভিক মজুদ মাল ৩০,০০০ টাকা, ক্রয় ২,০০,০০০ টাকা, বিক্রয় ১,০০,০০০ টাকা । বিক্রয়ের উপর মুনাফা ২৫% হলে সমাপনী মজুদের পরিমাণ কত? 

A) ২,৩০,০০০ টাকা     B) ১,৫৫,০০০ টাকা 

C) ১,৩০,০০০ টাকা     D) ২,০০,০০০ টাকা 

০৯. মালের নিম্নগামী বাজার মূল্যের সময় মাল নির্গমন কোন পদ্ধতি প্রয়োগ যুক্তিযুক্ত?               

 A) FIFO                             B) LIFO 

 C) ভারযুক্ত গড় পদ্ধতি     D) সাধারণ গড় পদ্ধতি 

 

১০. দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে বলা হয়- 

A) ব্যাংক বাট্টা    B) প্রাপ্ত বাট্টা 

C) প্রদত্ত বাট্টা     D) কারবারি বাট্টা 

 

১১. আয়কর ধার্য হয় কিসের উপর? 

A) মূলধনের উপর   B) ব্যয়ের উপর 

C) সম্পদের উপর   D) আয়ের উপর 

 

১২. নিম্নের কোনটি আয় বিবরণীর একটি সীমাবদ্ধতা? 

A) আয় বিবরণী তৈরি করা অত্যন্ত কঠিন কাজ 

B) আয় বিবরণীর অডিট অত্যন্ত জটিল 

C) কিছু ব্যয় এবং সঞ্চিতি সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না 

D) শেয়ারহোল্ডারগণ আয় বিবরণীকে বিশ্বাস করেন না  

 

১৩. ডেনিম লিমিটেডের নিট কার্যকরী মূলধন ৪০,৭৪০ টাকা। কোম্পানির চলিত অনুপাত হল ৫ঃ২। চলতি সম্পদের পরিমাণ বের কর। 

A) ১১,৬৪০ টাকা     B) ২৭,১৬০ টাকা 

C) ২৯,১০০ টাকা     D) ৬৭,৯০০ টাকা 

১৪. হিসাব বছরের শুরুতে একটি কোম্পানির দায় ও  মালিনাকানাস্বত্বের পরিমাণ ছিল যথাক্রমে ৬,৫০,০০০ টাকা ও ৮,২৫,০০০ টাকা। উক্ত হিসাব বছরে ভকোম্পানির সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা ও দায় হ্রাস পায় ১,০০,০০০ টাকা। মালিকানাস্বত্ত্বে পরিবর্তন সৃষ্টিকারী কোন লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত? 

A) নিট মুনাফা ১,০০,০০০ টাকা      B) নিট ক্ষতি ১,০০,০০০ টাকা 

C) নিট মুনাফা ৩,০০,০০০ টাকা    D) নিট ক্ষতি ৩,০০,০০০ টাকা 

 

১৫. নিচের কোনটির জন্য সমন্ব্য জাবেদার প্রয়োজন হয় না? 

A) অগ্রিম প্রদত্ত বিমা   B) বকেয়া খরচ 

C) অর্জিত আয়            D) অবচয়  

 

১৬. বিক্রীত পণ্যের ব্যয় নির্ধারণেঃ 

A) নিট ক্রয় থেকে ক্রয় বাট্টা বাদ দেয়া হয় 

B) নিট ক্রয়ের সাথে বহিঃপরিবহন খরচ যোগ করা হয় 

C) নিট ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেয়া হয় 

D) নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ করা হহয় 

 

১৭. নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয় ? 

A) আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি 

B) বাকিতে পণ্য বিক্রয় 

C) অবচয় 

D) সরবরাহকারী নগদ প্রদান 

 

১৮ . আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান হলো – 

A) GAAP      B) IFRS 

C) GAAS  D) GAAT 

 

১৯. কোনটি লেনদেন নয়? 

A) বাকিতে মাল ক্রয় করা হলো 

B) দালানকোঠার উপর ১০% হারে অবচ্য ধার্য করা হলো 

C) গত মাশের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো 

D) গত বছরের তুলনায় এ বছর বিক্রি ৭,০০০ টাকা কম হয়েছে 

 

২০. যদি প্রারম্ভিক মজুদ পণ্য , সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে ৪৮,০০০ টাকা ,৬২,০০০ টাকা ও ১,৪০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 

A) ২,০২,০০০ টাকা      B) ১,৫৪,০০০ টাকা 

C) ১,৮৮,০০০ টাকা     D) ১,২৬,০০০ টাকা

 

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

D

C

B

B

D

D

C

B

A

C

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

D

C

D

C

C

D

D

B

D

A

ম্যানেজম্যান্ট

০১. যে কাঠামো  কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে তাকে ______ বলে ?

A) আমলাতন্ত্র B) মেট্রিক্স কাঠামো

C) ভার্চুয়াল সংগঠন D) সাধারণ কাঠামো

০২. ‘দি ওয়েলথ অব নেশন’ নামক প্রসিদ্ধ বইয়ের লেখক কে ?

 A) ফ্রেডারিক টেইলর B)হেনরি মিন্টসবার্গ

 C) হেনরি ফেওস D)এডাম স্মিথ

০৩. জেড তত্ত্ব-এর প্রবর্তক কে ?

A) এফ ডাব্লিউ টেলর B) হেনরি এল গেন্ট

C) উইলিয়াম জি ঔসি D) মেরি পার্কার ফেলট

০৪. একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তনদের পরিচালনা করেন তার সংখ্যাকে _______বলে ।

A) নিয়ন্ত্রণের পরিসর B) আদেশের ঐক্য

C) আদেশের শৃংখল D) নেতৃত্বের জাল

০৫. বিআরডিবি নিম্নের কোন শহরে অবস্থিত ?

A) বগুড়া B) কুমিল্লা

C) ঢাকা D) রাজশাহী

০৬. রপ্তানির জন্য কোন দলিলটি প্রয়োজনীয় নয় ?

A) চালানি রশিদ B) রপ্তানি চালান

C) নৌ-বীমাপত্র D) বাণিজ্যিক দূতের প্রত্যায়িত চালান

০৭. মাসলোর চাহিদা  তত্ত্বের সর্বোচ্চ ধাপ হলো :

A) আত্ন-তৃপ্তি B) আত্ম-প্রতিষ্ঠা

C) আত্ন-সম্মান D) আত্ন-বিশ্বাস

০৮. কোনটি অনার্থিক প্রেষণা হয় ?

A) চাকরির নিরাপত্তা B) পদোন্নতি

C) কাজের মূল্যায়ন D)  সামাজিক মর্যাদা

০৯. কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমভাবে প্রয়োজন ?

A) কারিগরি B) মানব সম্পর্ক

C) ধারণাগত D) যোগাযোগ

১০. ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয় ?

 A) মধ্য স্তর B) নিম্নমধ্য স্তর

 C) উচ্চমধ্য স্তর D) উচ্চ স্তর

১১. নিচের কোন দলিলটি একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন হয় ?

A) বিবরণ পত্র B) সরকারি আদেশ

C) পরিমেল নিয়মাবলি D) পরিমেলবন্ধ

১২. একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো:

A) অর্থ B) ভূমি

C) মানব সম্পদ D) মূলধন

১৩. MBO এর পূর্ণরূপ হলো ________.

A) Management by Operations

B) Managing Business Operations

C) Managing Business Objectives 

D) Management by Objectives

১৪. _______ হল বিভিন্ন বিকল্প থেকে সর্বচ্চো ভাল বিকল্পটি নির্বাচন প্রক্রিয়া ।

A) পরিকল্পনা B) সংগঠন

C) সিদ্ধান্ত গ্রহণ D) সমন্বয়

১৫. কৌশলগত দক্ষতা বলতে বোঝায়-

A) চিন্তার ক্ষমতা B) কাজ সংক্রান্ত জ্ঞান

C) সামাজিক জ্ঞান D) অর্থনৈতিক জ্ঞান

১৬. নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয় ?

A) পরিকল্পনা B) নেতৃত্ব

C) সংগঠন D) মুল্য নির্ধারণ

১৭. “সাংগঠনিক কাজে সুনির্দিষ্ট নিয়ম-নীতি ব্যবহার করতে হবে” , এই নীতিটি কে দিয়েছেন?

A) হেনরি ফেয়ল B) ম্যাক্স ওয়েবার

C) এফ ডাব্লিউ টেলর D)এলটন ম্যায়ো

১৮. নিচের কোনটি হাইজিন উপাদান ?

A) বেতন B) স্বীকৃতি

C) কৃতিত্বার্জন D) প্রবৃদ্ধি

১৯. কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়ের ব্যবধান______ মাসের বেশি হবে না ।

A) ১২ মাস B) ১৫ মাস

C) ১৮ মাস D) ৬ মাস

২০. নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা  ?

A) বাজেট         B) প্রকল্প      

C) রণকৌশল D)  বিশেষ প্রোগ্রাম 

 উত্তর  

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

B

D

C

A

C

D

B

B

D

D

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

C

C

D

C

B

D

A

A

B

C

  

ফিন্যান্স এবং ব্যাংকিং

০১. নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল ?

A) সমচ্ছেদ বিশ্লেষণ B) নগদ প্রবাহ বিশ্লেষণ

C) মূলধন বাজেটিং D) সিকিউরিটি বিশ্লেষণ

০২. যে ঝুঁকি ফার্ম উদ্ভূত এবং হ্রাস করা যায় তাকে বলা হয় –

A) আনসিস্টেমেটিক ঝুঁকি B) সিস্টেমেটিক ঝুঁকি

C) আর্থিক ঝুঁকি D) ব্যবসায় ঝুঁকি

০৩. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় ?

A) পল্লী সঞ্চয় ব্যাংক B) উরি ব্যাংক

C) সীমান্ত ব্যাংক D) বেসিক ব্যাংক

০৪. নিচের কোনটি অর্থব্যবস্থার উদ্দেশ্য নয় ?

A) মুনাফা সর্বাধিকরণ B) সম্পদ সর্বাধিকরণ

C) লভ্যাংশ সর্বাধিকরণ D) ব্যয় হ্রাসকরণ

০৫. বাংলাদেশে সরকার কত সালের অধ্যাদেশ বলে বীমা ব্যবসাকে জাতীয়করণ কর ?

A) ১৯৭১ B) ১৯৭৩

C) ১৯৭২ D) ১৯৭৪

০৬. নিচের কোন ধরনের হিসাবে ক্ষেতে চেক বই সরবারহ করা হয় না ?

A) সঞ্চয়ী B) চলতি

C) বিশেষ চলতি D) স্থায়ী

০৭. বুল মার্কেট বলতে কী বুঝায় ?

A) একটি অনিশ্চিত বাজার

B) একটি মূল্য উর্ধ্বমুখী বাজার

C) একটি অত্যাধিক মূল্য পরিবর্তনশীল বাজার

D) একটি পশুর বাজার

০৮. নিচের কোনটি সিকিউরিটি ভোট দানের অধিকার রয়েছে ?

A) বন্ড B)ডিবেঞ্চার

C) সাধারণ শেয়ার D)অগ্রাধিকার শেয়ার

০৯. ব্রিজ লেন কি ?

A) দীর্ঘমেয়াদি ঋণ B) আন্তবর্তীকালীন স্বল্পমেয়াদি ঋণ

C) বন্ধকি ঋণ D) ব্রিজ তৈরির জন্য ঋণ

১০. নিচের কোন জাতীয় প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে না ?

A) উন্নয়ন ব্যাংক B) সমবায় ব্যাংক

C) বাণিজ্যিক ব্যাংক D) বিনিয়োগ ব্যাংক

১১. কোন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয় ?

A) অগ্নিবীমা B) নৌ-বীমা

C) জীবনবীমা D) শস্যবীমা

১২. নিচের কোন সিকিউরিটি বাট্টায় বিক্রি হয় এং লিখিত মূল্যে পরিশোধিত হয় ?

A) বোনাস শেয়ার B) ট্রেজার বিল

C) অগ্রাধিকার শেয়ার D) রাইট শেয়ার

১৩. নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিলের উদাহরণ নয় ?

A)  ব্যাংক চেক B) ব্যাংক ড্রাফ্‌ট

C)  ব্যাংক নোট D) ব্যাংক ক্রেডিট কার্ড

১৪. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস ?

A) পরিশোধিত মূলধন B) সঞ্চিত তহবিল

C) কেন্দ্রীয় ব্যাংকের ঋণ D) আমানত

১৫. নিচের কোনটি ফার্মের নগদ আন্তঃপ্রবাহ ?

A) প্রাপ্য বিলের হ্রাস B) প্রাপ্য বিলের বৃদ্ধি

C) প্রদেয় বিলের হ্রাস D) প্রদেয় সুদের হ্রাস

১৬. নিচের কোনটি সরকারি নোট হিসাবে গণ্য হয় ?

A) ৫০ টাকা B) ১০ টাকা

C) ৫ টাকা D) ১০০ টাকা

১৭. একটি প্রকল্পে ৯,০০,০০০ টাকা বিনিয়গ করে কর-পরবর্তী নীট মুনাফা ১,৩২,৫০০ টাকা পাওয়া যায় এবং এই প্রকল্পের স্থায়ী সম্পতির মোট অবচয় ৪,৬৬,২০০ টাকা । প্রকল্পটির নগদ আন্তঃপ্রবাহ কত ?

A) ৫,৯৮,৭০০ টাকা B)  ৩,৩৩,৭০০ টাকা

C) ১০,৩২,৫০০ টাকা          D)  ৪,৩৩,৮০০ টাকা

১৮. ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের নিকট নিম্নের কোন জামানতটি অধিক পছন্দনীয় ?

A) প্রত্যয়পত্র B) শেয়ার

C) স্থায়ী আমানতের রশিদ D) ঋণপত্র

১৯. নিচের কোনটি একটি ফার্মের আর্থিক ঝুঁকি সৃষ্টি করে ?

A) প্রযুক্তির পরিবর্তন B) শেয়ার ইস্যু

C) বন্ড পরিশোধ D) বন্ড ইস্যু

২০. নিচের কোন সম্পদটির তারল্য সবচেয়ে কম ?

 A) নগদ B) এফডিআর

 C) এপার্টমেন্ট D) বন্ড 

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

B

A

A

C

C

D

B

C

B

A

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

C

B

D

A

A

C

A

C

D

C

মার্কেটিং

০১. যে পাইকার তুলনামূলকভাবে স্থায়ী ভিত্তিতে ক্রেতা বা বিক্রেতা পক্ষ হয় অল্প সংখ্যক কার্যাদি সম্পন্ন করে কিন্তু পণ্যের মালিকানা নেয়া না তাকে বলে-

A) দালাল B) র‍্যাক জবার্স

C) এজেন্ট D) মার্চেন্টস

০২. নিম্নের কোনটি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে ?

A) পণ্যের কম মুল্য B) ক্রেতা সন্তুষ্টি

C) প্রয়োজন অনুধাবন D) অধিক বিজ্ঞাপন

০৩. কতিপয় পণ্য যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কারন সেগুলো একইভাবে কাজ করে, একই ভোক্তা শ্রেণীর কাছে বিক্রয় হয়, একই ধরনের দোকানের মাধ্যমে বাজারজাত করা হয় অথবা একই মূল্য সীমার মধ্যে পড়ে, তাকে বলা হয় –

A) পণ্য সমাহার B) পণ্য মিশ্রণ

C) পণ্য শ্রেণী D) পণ্য সারি 

০৪. টেলিমার্কেটিং কিসের অংশ ?

A) প্রতেক্ষ মার্কেটিং B) সম্পর্ক মার্কেটিং

C) সামাজিক মার্কেটিং D) ভাইরাল মার্কেটিং

০৫. মার্কেটিং ক্রেতাদের জন্য নিচের কোনটি সৃষ্টি করে ?

A)  ভ্যালু B) পণ্য

C) সেবা D) অভিজ্ঞতা 

০৬. পণ্যের জীবন চক্রের কোন স্তরে ক্রেতা প্রতি খরচ সর্বোচ্চ হয় ?

A) পণ্য উন্নয়ন স্তর B) সূচনা স্তর

C) পূর্ণতা স্তর D) পতন স্তর

০৭. বিদ্যালয়, হাসপাতাল এবং কারাগার কোন ধরনের বাজারের অংশ ?

A) ভোক্তা বাজার B) সরকারি বাজার

C)  প্রতিষ্ঠানিক বাজার D)ব্যাষ্টিক বাজার

০৮. নিম্নের কোনটি জনসংখ্যা- বিষয়ক বিভক্তিকরণের উপাদান নয় ?

A) বয়স B) পেশা

C) শিক্ষা D) জীবনধাঁচ

০৯. অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বাজারজাতকরণের কোন মতবাদটি উপযুক্ত ?

A) পণ্য মতবাদ B) বাজারজাতকরন মতবাদ

C) উৎপাদন মতবাদ D) বিক্রয় মতবাদ

 

১০. ক্রয়-বিক্রয় মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় ?

A) স্থানগত উপযোগ B) সময়গত উপযোগ

C) রূপগত উপযোগ D) মালিকানাগত উপযোগ 

১১. পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি ?

A) আন্তর্জাতিক সরবারহ B) বাজার তথ্য

C) স্থানীয় চাহিদা D) ঝুঁকি

১২. বিজ্ঞাপনের জন্য নিচের কোন বিষয়টি প্রযোজ্য নয় ?

A) মুখোমুখি যোগাযোগ B) নৈর্ব্যক্তিক উপস্থাপনা

C) ব্যয়িত মাধ্যমে D) নৈর্ব্যক্তিক উদ্যোক্তা

১৩. “ক্রেতারা ঐ সকল পণ্য পছন্দ এবং ক্রয় করবে যেগুলোর যোগান পর্যাপ্ত এবং পণ্যের মূল্য ক্রেতারদের ক্রয় ক্ষমতার মধ্যে”- এটি কোন বিপণন ব্যবস্থাপনার মূল কথা ?

A) উৎপাদন মতবাদ B) পণ্য মতবাদ 

C) বিক্রয় মতবাদ D) বিপণন মতবাদ

১৪. নিচের কোনটি “লোভনীয়” পণ্যের উদাহরণ ?

A)  চুলের তেল B) আইসক্রিম

C)   শিশু টিকা D) গায়ে মাখা সাবান

১৫. নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উৎপাদন হিসেবে বিবেচিত নয় ?

 A)  বিজ্ঞাপন B) পরিবহন

 C) বিক্রয় উন্নয়ন D) গণ যোগাযোগ

১৬. বিজ্ঞাপনের প্রধান কাজ কি ?

A) কর্মসংস্থান B) অবিহতকরণ

C)  শিল্পোন্নয়ন D) জীবন যাত্রার মানোন্নয়ন

১৭. আধুনিক বিপণনের জনক কে ?

A) পিটার  ড্রাকার B) ফিলিপ কাটলার।

C) লেস্টার ওয়ান্ডারম্যান D) আব্রাহাম মাসলো 

১৮. অনলাইন বিপণনের সমস্যা কোনটি ?

A) সীমিত ক্রেতা B) মধ্যস্থ কারবারির অভাব

C) বর্ধিত ব্যয় D) গোপনীয়তা প্রকাশ

১৯. “অনেক মানুষই বিএমডব্লিউ গাড়ি কিনতে চায়, তবে মাত্র কয়েক জনই ক্রয় করার সামর্থ্য রাখে” – এটি নিচেরে কোনটির উদাহরণ ?

A) অভাব B) অভিজ্ঞতা

C) চাহিদা D) প্রয়োজন

২০. কোন বাজারে ক্রেতার সংখ্যা বেশি ?

A) ভোক্তার বাজার B) ব্যবসায় বাজার

C) সরকারি বাজার D) আন্তর্জাতিক বাজার 

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

C

B

D

A

A

B

C

D

D

D

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

B

A

A

B

B

B

B

A

A

A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *