Dhaka University C Unit Admission Question 2018-2019

ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯)

বাংলা

০১. আধুনিক বাংলা কবিতার ‘ভোরের পাখি’ কে?   

A) রবীন্দ্রনাথ ঠাকুর         B) মাইকেল মধুসূদন দত্ত 

C) বিহারী  লাল চক্রবর্তী D) ঈশরচন্দ্র গুপ্ত 

 

০২.কোন বানানটি সঠিক? 

A) আকাঙ্খা B) প্রতিযোগিতা 

C) মুমূর্ষূ D) পরিণয় 


০৩.কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? 

A) চৌরাস্তা B) তেপায়া 

C) পঞ্চবট D) দশগজি 


০৪. আঠারো বছর বয়সে কী নেই? 

A) ঝুঁকি B)মন্ত্রণা 

C) সংশয় D)কাঁদা 

 

০৫. দীনবন্ধু মিত্রের “ নীল- দর্পন” নাটক প্রথম প্রকাশিত হয়- 

A) চট্টগ্রাম থেকে B) ঢাকা থেকে 

C) কলকাতা থেকে D)ময়মনসিংহ থেকে 

 

০৬. সন্নিকৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? 

A) বিস্তৃত B) বিশ্লিষ্ট 

C) দূরবর্তী D) বিপ্রকৃষ্ট 

 

০৭. ‘এক স্থান থেকে অন্য  স্থানে ঘুরে ঘুরে জীবন যাপন করে যে’ — কথাটিকে এক কথায় প্রকাশ কর। 

A) যাযাবর B) পর্যটক 

C) পথিক D) অভিযাত্রী 


০৮. ‘টেকো গোঁজা’ বাগ্ধারাটির অর্থ – 

A) পকেট ভারী করা B) ক্ষমতা পরীক্ষা করা 

C) অবহেলা করা           D)সহজে কাবু করা 


০৯. মেঘনাদের পিতামহীর নাম কী? 

A) প্রমীলা B) চিত্রাঙ্গনা 

C) মন্দোদরী D) নিকষা 


১০. নিচের কোন শব্দটি শুদ্ধ? 

A) অন্তস্থল B) অন্তস্থল 

C) অন্তস্তল           D) অন্ততল 


 

১১. নিচের কোনটির  পূরুষবাচক শব্দ নেই? 

A) ঠাকুরাণী B) এয়ো 

C) দুলাইন D) জেনানা 


১২. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বাবার পেশা কী ছিল? 

A) চাকুরি B) ইঞ্জিনিয়ারিং 

C) ওকালতি D) শিক্ষকতা 

 

১৩. ‘ধান্য তার বসুন্দরা যার’। –  এই বাণীটি নিচের কোন রচনার উদ্বৃত্ত হয়েছে? 

A) বিড়াল B) সাম্যবাদী  

C) অপরিচিতা D) চাষার দুক্ষু 


১৪. ‘চশমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 

A) আরবি B) পর্তুগীজ 

C) তুর্কি D) ফারসি  


১৫. ‘আহ্বান’ শব্দের সমার্থক শব্দ কোনটি? 

A) আহোব্‌বান্‌ B) আওভান্‌ 

C) আউভান্‌ D) আহোভান্‌

 

 

১৬. ‘উদক’ শব্দের সমার্থক শব্দ কোনটি? 

A) জল B) অন্ন 

C) তন্ডুল D) ফলাহার 


১৭. মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দলনের সাথে যুক্ত ছিলেন? 

A) স্বদেশী B) অসহযোগ 

C) ভাষা D) বুদ্ধির মুক্তি 


১৮. ‘উপর্যুক্ত’ —- এর সন্ধি বিচ্ছেদ কী? 

A) উপর + যুক্ত B) উপরি + উক্ত 

C) উপ + যুক্ত D) উপঃ + যুক্ত

 

 

১৯.  নূরলদীনের বাড়ি কোথায় ছিল? 

A) দিনাজপুর B) নওগাঁ 

C) রংপুর D) রাজশাহী 


২০. ‘তামাক বিষ’ বাগধারাটির অর্থ–

A) অত্যন্ত বিষাক্ত B) অর্থের কুপ্রভাব 

C) চাকচিক্যময় জীবন D) দীর্ঘস্থায়ী শত্রুতা 

 

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

C

D

D

C

B

D

A

A

D

B

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

B

C

D

D

B

A

D

B

C

B

English

Read the passage below and answer the questions that follow (1 – 5)

 The earth is about 4.5 billion years old, and during its life, the climate has changed quite often and the planet has experienced as Ice Age, warming , and everything in between. Scientists agree that the Earth’s average temperature has increased by about 1.8° F over the past 200 years. It may not sound like a big change, but it will influence the earth. The earth is covered like a greenhouse, which is used by some farmers, florists, and others to grow plants. A greenhouse is a glass-covered building that absorbs the heat from the sun it is usually very hot. Of course, the earth is not covered with glass, but the greenhouse effect refers to the retention of the greenhouse gases. The  greenhouse glass include mostly carbon dioxide ,methane, and nitrous oxide. These gases (instead of glass) act as a blanket for the earth,helping to keep the earth warm enough to support life at an average temperature of about 50 F.  An increase in the greenhouse gases the earth to become warmer. Think of it as a heavier blanket. The ‘blanket’ is created by the gases released into the atmosphere when fossil fuels – such as oil, coal, and natural gas – are burned.  

 

1. A suitable title of the passage is–  

 A) Global climate  

 B) The long history of earth  

 C) The problem with fossil fuels 

 D) The greenhouse effect  

2. According to the passage, the Ice Age came 

A) As an effect of global warming  

B) After 4.5 billion years of earth’s life 

C) When greenhouses were built 

D) Early in earth’s life 

3. The greenhouse gases 

A) Cover the earth with a blanket of glass 

B) Sharply increase earth’s temperature 

C) Keep the earth warm to sustain life 

D) Reflect the sun’s rays to the earth’s lower atmosphere 

 

4. A greenhouse is where

A) Plants are grown in a protected atmosphere 

B) Plants are grown at 59F 

C) Farmers grow plants because its is green 

D) Carbon dioxide protects plants and flowers 

5. In the past 200 years? 

A) The earth has seen an Ice Age, warming and everything in between 

B) The earth has become very hot like a greenhouse 

C) The earth has become a warmer place 

D) Fossil fuels have been used for making greenhouses 

 

Fill in the blanks with appropriate prepositions (6 – 9) 

 

6. My best friend Mazhar is named ____ his great grandfather. 

A) after B) to 

C) about D) from 

 

7. The committee has arrived _____ a decision. 

A) at B) on 

C) in  D) to 

8. Economists divide resources _____ four categories. 

A) on B) into 

C) for D) with 

9. I think he is familiar _____ this subject . 

A) to B) for 

C) of D) with 

Fill in the blanks with appropriate words (10 – 13)   

 

10. Money seems to be the primary ____ for most people. 

A) effect B) hope 

C) motivator  D) aspect 

 

 

11. The young entrepreneur as well as her sales team members _____ praise. 

A) deserve B) deserves 

C) has deserved D) deserving 

12. The doctor suggested that the patient____ weight 

A) would lose B) lost 

C) loss D) lose 

13. It was a very ____ situation. 

A) embarrass B) embarrassing 

C) embarrassed D) embarrassment 

 

Choose the pair that expresses a relationship similar to the one expressed by the capitalized  pair ( 14 – 15) 

14. Dog : Leash ? 

A) Belt : Buckle B) Cow : Tether 

C) Bird : Cage D) Bicycle : Chain 

 

15. Brush : Painting 

A) Piano :Sonata           B) Body : Dance 

C) Typewriter : Novel D) Chisel : Sculpture 

 

 

16. Choose the correctly spelt word : 

A) Accelarate B) Accelerate 

C) Accelerrate D) Accilaratc 

17. Which of the following sentences is correct? 

A) Paper is made of wood 

B) Paper is made from wood 

C) Paper is made by wood 

D) Paper is made on wood 

18. The word ‘Euphemism’ means- 

A) Stating one thing like another 

B) Description of disagreeable thing by an agreeable name 

C) Contrast of words made in the same sentence 

D) A statement made emphatic by overstatement  

19.choose the antonym of the word ‘NOTABLE’

A) Considerable B) Famous 

C) Insignificant D) Provocative 

 

20. Choose the synonym of the word ‘FAIR’  

A) Share B) Status 

C) Unjust D) Impartial 

Answer 

1

2

3

4

5

6

7

8

9

10

D

D

D

A

C

A

A

B

D

C

11

12

13

14

15

16

17

18

19

20

B

D

B

B

D

B

B

B

C

D

Accounting

০১. কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেয়া হয়? 

A) ক্রয় ফেরত B) অনুপার্জিত রাজস্ব আয় 

C) পুঞ্জীভূত অবচয় D) কু- ঋণ সঞ্চিতি 


০২. গাংচিল এক্সপ্রেস ভুলকমে ৫০,০০০ টাকার বকেয়া সেবা আয় সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে? 

A) রাজস্ব বেশি দেখানো হবে

B) সম্পত্তি বেশি দেখানো হবে 

C) নিট মুনাফা বেশি দেখানো হবে   

D) দায় বেশি দেখানো হবে

০৩. চার বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ১০ বছর আয়ুষ্কাল হবে এবং আয়ুশেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য দাঁড়াবে ৫০,০০০ টাকা । এই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, তবে এইরূপ বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে? 

A) ক্ষতি ৫০,০০০ টাকা B) লাভ- ক্ষতির কোনটিই হবে না

C) ক্ষতি ৭০,০০০ টাকা D) ক্ষতি ২,০০,০০০ টাকা 

০৪. বীথী ও চৈতি একটি অংশীদারী ব্যবসায়ের দুইজন অংশীদারী। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৩ঃ২ । তারা সাথীকে ১/৩ অংশ মুনাফা বণ্টনের চুক্তিত্তে ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। বীথী,চৈতি ও সাথীর মধ্যে মুনাফার নতুন অনুপাত কত হবে? 

A) ৫ঃ৪ঃ৩ B) ৪ঃ৩ঃ২ 

C) ৩ঃ২ঃ১ D) ৬ঃ৪ঃ৫ 

০৬. সানফ্লাওয়ার কোম্পানির দেনাদার হিসেবে সম্পর্কিত তথ্য নিচে প্রদান করেছেঃ 

বিক্রয়ের পরিমাণ ১,২৫,০০০ টাকা ; নগদ গ্রহনের পরিমাণ ৫০,০০০ টাকা ; খদ্দেরকে বাট্টা প্রদানের পরিমাণ ২০০০ টাকা ; কুঋণের পরিমাণ ৫০০০ টাকা। সমাপনী জের- এর পরিমাণ ৯৫০০০ টাকা । ঐ বছরের শুরুতে দেনাদার হিসাবে কত টাকা প্রারম্ভিক জের ছিল? 

A) ২৭,০০০ টাকা B) ২২,০০০ টাকা 

C) ১৮০০০ টাকা D) ২০০০০ টাকা 

০৭. একটি কোম্পানির ২০১৭ সনের তথ্যসমুহ নিম্নেরূপঃ 

নিট বিক্রয় ১,৭৫,০০০ তাকা,নীট আয় ৯৫,০০০ টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে ৩,০০,০০০ টাকা এবং ৪,০০,০০০ টাকা । কোম্পানির সম্পত্তির আবর্তন অনুপাত কত? 

A) ০.২৪ B) ০.২৭ 

C) ০.৫০ D) ০.৫৪ 

০৮. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? 

A) বিমা খরচ B) ব্যবস্থাপকের বেতন 

C) প্রত্যক্ষ কাঁচামাল D)  যন্ত্রপাতির অবচয় 

০৯. অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা- 

A) দায় হ্রাস করে ও রাজস্ব- আয় বৃদ্ধি করে 

B) দায় হ্রাস করে ও রাজস্ব- আয় হ্রাস করে 

C) সম্পত্তি বৃদ্ধি করে ও দায় বৃদ্ধি করে 

D) সম্পত্তি বৃদ্ধি করে ও রাজস্ব – আয় বৃদ্ধি করে

 

১০. অন্য সব কিছু  অপরিবর্তিত থাকলে, নিচের কোন লেনদেনটি  চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না- 

A) স্বল্পমেয়াদি ঋন দিয়ে চলতি দায় পরিশোধ 

B) বিবিধ দেনাদার হতে নগদ আদায় 

C) বিবিধ পাওনাদারকে নগদ প্রদান 

D) নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয় 

 

১১. লামিয়া ট্রেডার্সের বিক্রয় ২,০০,০০০ টাকা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ১,২০,০০০ টাকা , সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা এবং বিক্রয় ও প্রশাসনিক ব্যয় ৫৫,০০০ টাকা হলে লামিয়া ট্রেডার্সের মোট মুনাফা নির্ণয় কর। 

A) ৮০,০০০ টাকা B) ৬০,০০০ টাকা

C) ২৫,০০০ টাকা D) ১,০০,০০০ টাকা 

১২. নিচের লেনদেনের কোনটি উদ্ধর্তপপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না? 

A)মালিক কর্তৃক ৮,০০০ টাকা উত্তোলন 

B) ৩,০০০ টাকার বকেয়া খরচ পরিশোধ 

C) দেনাদারের কাছ থেকে ৪০০০ টাকা আয় করা 

D) ধারে ৫০০ টাকার দ্রব্য ক্রয় করা হলো

১৩. চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি ২০,০০০ টাকা। তার মধ্যে বিগত বছরের ৪,০০০ টাকা এবং আগামী বছরের ২৫০০ টাকা , চলতি বছরে বকেয়া চাঁদা ৫,৫০০ টাকা হলে আয়- ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে? 

A) ২০,০০০ টাকা B) ১৯,০০০ টাকা 

C) ৮০০০ টাকা D) ২৫,৫০০ টাকা 

১৪. একটি পুরানো গাড়ির পুনঃসংস্কণ ব্যয় – উদাহরণ 

A) একটি মূলধনজাতীয় খরচের

B) একটি বিলম্বিত মুনাফাজাতীয় খরচের 

C) একটি মুনাফাজাতীয় খরচের

D) একটি পরিচালন ব্যয়ের 

 

১৫. নিচের তথ্যসমুহ হতে সমাপনী মজুত মাল নির্ণয় করঃ 

প্রারম্ভিক মজুত মাল ১,৬০,০০০ টাকা ,ক্রয় ৮৬,০০০ টাকা ,ক্রয় ফেরত ৪,০০০ টাকা , বিক্রয় ১,৪০,০০০ টাকা । ক্রয়মুল্যের উপর মার্ক – আপ ২৫% হারে। 

A) ১,৩৭,০০০ টাকা B) ১,৩০,০০০ টাকা 

C) ১,১২,০০০ টাকা D) ১,০২,০০০ টাকা 

১৬. একটি কোম্পানির উদ্ধর্তপপত্র প্রস্তুতকালে হিসাববিজ্ঞানের নিচে কোন ধারণাটি গণ্য করা হয় না? 

A) ঐতিহাসিক ব্যয় ধারণা B) চলমান প্রতিষ্ঠান ধারণা 

C) পূর্ণ – প্রকাশ ধারণা D) মিলকরণ নীতি 

১৭. বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে ? 

A) রাজস্ব সঞ্চিতি  হিসাব B) সংরক্ষিত মূলধন হিসাব 

C) মূলধন সঞ্চিতি হিসাব D) শেয়ার আবন্টন হিসাব 

১৮. একটি যন্ত্রের ক্রয়মূল্য ৭,০০,০০০ টাকা। ইহার পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা । যন্ত্রটির প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর সহ ভগ্নাশেষ মূল্য ৩৫,০০০ টাকা। যন্ত্রটির প্রথম বছরের অবচয় খরচ কত দাঁড়াবে ; যদি অবচয় ধার্য্যের বেলায় ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতি অনুসরণ করা হয়? 

A) ৩,৮৫,০০০ টাকা B) ১,৯২, ৫০০ টাকা 

C) ৯৬,২৫০ টাকা D) ২,৮৫,০০০ টাকা 

১৯. ‘কমিশন অগ্রিম পাওয়া গেল’ – লেনদেনটির জাবেদা হবে- 

A) প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় ক্রেডিট 

B) নগদান হিসাব ডেবিট, কমিশন আয় ক্রেডিট 

C) নগদান হিসাব ডেবিট , অনুপার্জিত কমিশন আয় ক্রেডিট 

D) নগদান হিসাব ডেবিট , প্রাপ্য কমিশন ক্রেডিট 

 

 

২০. নিচের কোনটি রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে ? 

A) করিম এন্ড সন্স থেকে ক্রয়ক্রত পণ্য ৪৪০ টাকার পরিবর্তে উভয় হিসাবে ৪০৪ টাকা লেখা হয়েছে 

B) পেট্রোল খরচ মোটর গাড়ি হিসাব দেখানো হয়েছে 

C) তাহের এন্ড সন্স এর কাছে ২৫০ টাকার পণয বিক্রয় সম্পূর্ণভাবে হিসাব থেকে বাদ পড়েছে  

D) বিদ্যুৎ খরচ ৫০০ টাকা শুধু নগদান বহিতে লেখা হয়েছে  

 

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

A

C

D

A

A

C

C

A

A & D

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

D

C

B

A

B

D

C

A

C

D

ম্যানেজমেন্ট

০১. একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত অধিকার যে আইন দ্বারা পরিচালিত হয় তাকে বলে – 

A) প্যাটেন্টস B) ট্রেডমার্কস

C) কপিরাইট D) ট্রেড সিক্রেটস 

০২. যে নেতা কর্মীদের কে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনোরূপ কর্তৃত্ব আরোপ করে না, তাকে বলে- 

A) অংশগ্রহণমূলক নেতা B) গণতান্ত্রিক নেতা 

C) স্বেরাচারী নেতা D) লাগামহীন নেতা 

০৩. “জোড়া- মই – শিকল” নীতি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?  

A) নিয়মানুবর্তিতা B) কর্তৃত্ব প্রবাহ 

C) কর্তৃত্ব অর্পণ D) ভারসাম্য রক্ষা 

০৪. ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি?

A) আন্তর্জাতিক সম্পর্ক B) সার্বভৌমত্ব 

C) শিল্পনীতী D) সরকার ব্যবস্থা 

০৫. আমদানি – রপ্তানি নিয়ন্ত্রন ব্যবস্থার হাতিয়ার হিসেবে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না? 

A) লাইসেস্নিং B) শুল্ক আরোপ 

C) কোটা নির্ধারণ D) বহন পত্র 

০৬. উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহন করে কিভাবে? 

A) অধ্যাবসায়ের মাধ্যমে   B) শ্রমের মাধ্যমে 

C) উদ্ভাবনী শক্তির মাধ্যমে    D) মূলধন গঠন করে 

০৭. দ্বৈত বিমার ধারণাটির প্রযোজ্য ক্ষেত্র- 

A) নৌ বিমা B) জীবন বিমা 

C) অগ্নি বিমা D) রপ্তানি বিমা 

০৮. কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? 

A) এফ. ডব্লিউ. টইলর B) জে. এল. লুন্ডি 

C) হেনরি ফেয়ল    D) নিউম্যান 

০৯. নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি নয়?

A) জীবন বিমা কর্পোরেশন B) টিবিসি 

C) অয়াসা D) পূবালী ব্যাংক লি. 

১০. কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করার অনুমতি দেয়? 

A) ঘুমন্ত অংশীদার           B) নামমাত্র আংশীদার 

C) সীমাবদ্ধ অংশীদার D) আতদৃষ্টিতে অংশীদার 

১১. প্রাভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সংখ্যা কতজন?

A) ২০ B) ৫০ 

C) ৭ D) অসীম 

১২. সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ শতকরা কতভাগ শেরা ক্রয় করতে পারে?

A) ১০% B) ১৫% 

C) ২০% D) ২৫% 

১৩. সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ কোনটি? 

A) সমস্যা চিহ্নিতকরন B) মাপকাঠী নির্ধারণ 

C) পরীক্ষণ D) বিকল্পসমূহ উদ্ভাবন 

১৪. একটি ব্যবসায়ের SWOT  বিশ্লেষণে ‘O’ দ্বারা বুঝায় – 

A) Objectives  B) Obstacles 

C) Opponunity  D) Overcome 

১৫. নিয়ন্ত্রনের মূল উদ্দেশ্য  কোনটি? 

A) কর্মীদেরকে শাসন করা

B) ভুল শনাক্ত করা

C) কর্মীদেরকে সংশোধন করা

D) পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে কি না তা দেখা 

১৬. নিম্নের কোন ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক? 

A) সমবায় সমিতি        B) পাবলিক লিমিটেড কোম্পানি 

C) প্রাভেট লিমিটেড কোম্পানি     D) আংশীদারি কারবার 

১৭. আন্তর্জাতিক বাণিজ্য কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়?  

A) আকাশ পথের বিল B) ঋণপত্র 

C) এন্টিবিল D) চার্টার পার্টি 

১৮. কোনটি স্মারকলিপির একটি  উপাদান?

A) কোম্পানির উদ্দেশ্য B) শেয়ারহোল্ডারদের অধিকার 

C) লভ্যাংশ ঘোষণা পদ্ধতি D) পরিচালক নির্বাচন 

১৯. নিয়ন্ত্রনের মুল ভিত্তি কি?

A) উপযুক্ততা B) আর্দশমান 

C) বোধগম্যতা D) সরলতা 

২০. মাসলোর চাহিদা তত্ত্ব অনুসারে ‘ স্বীকৃত’ নিচের কোন ধরনের চাহিদা? 

A) আত্মবিকাশ B) সামাজিক চাহিদা 

C) অহম চাহিদা D) জৈবিক চাহিদা 

  

  

উত্তর 

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

B

D

B

C

D

C

B

A

D

B

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

B

C

A

C

D

D

D

A

B

C

Marketing

০১. নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত?

A) সেবাসমূহ            B) ব্যান্ড 

C) অবস্থান               D) প্রত্যক্ষ বাজারজাতকরণ 

 

 

০২.পাইকারি ব্যবসায়ের প্রসারমূলক কাজ কোনটি? 

A) বিজ্ঞাপন B) প্রচার 

C) বিক্রয় প্রসার D) জনসংযোগ 

  

০৩. বাজারকরণে কোনটিকে সবচেয়ে বেশি গুরত্ব দেয়া হয়? 

A) ভোক্তা        B) পণ্য 

C) মূল্য           D) স্থান 

 

 

০৪. গুদামজাতকরণে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? 

A) রূপগত উপযোগ B) সময়গত উপযোগ 

C) স্থানগত উপযোগ      D) স্বত্বগত উপযোগ 

 

০৫. কোনো কিছু থেকে ভোক্তার  বঞ্চনার অনুভূতিকে বলা হয় – 

A) অভাব B) প্রয়োজন 

C) চাহিদা         D) যোগান

 

০৬. টুথপেস্ট কোন ধরণের পণ্য ?

A) বিশিষ্ট পণ্য              B) অযাচিত পণ্য 

C) সুবিধাজনক পণ্য D) জরুরি পণ্য

 

০৭. নিচের কোনটি বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্পর্কিত নয়? 

A) বাজার B) মুনাফা 

C) বিনিময়       D) চাহিদা 

০৮. যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখামাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে বলা হয়? 

 A) সুবিধাজনক পণ্য     B) শপিং পণ্য 

C) জরুরি পণ্য D) লোভনীয় পণ্য 

০৯. সামাজিক বাজারজাতকরন মতবাদ কোন ধারণা বহন করে? 

A) টেকসই বাজারজাতকরন B) ক্রেতা ভ্যালু সরবরাহ 

C) বাজারজাতকরন প্রক্রিয়া   D) ক্রেতা বাজারজাতকরন 

১০. নিচের কোনটি স্টাইলের সাথে সম্পর্কযুক্ত ?

A) উচ্চ গুণগ মান B) আই ক্যাচিং 

 C) পণ্য নকশা D) অধিকতর মনোযোগ 

 

১১. বাজারজাতকরনের বিক্রয় মতবাদে প্রধানত গুরুত্ব আরোপ করা হয়? 

A) পণ্যের মূল্য       B) পণ্যের গুণাগুণ 

C) পণ্যের প্রসার D) পণ্যের বণ্টন 

১২. কোনটি বাজারজাতকরণ পরিবেশের অনিয়ন্ত্রিতযোগ্য উপাদান ? 

A) প্রতিযোগিতা B) ক্রেতা 

C) প্রযুক্তি D) সরবরাহকারী

 

 

১৩. নিচের কোনটি শিল্প পণ্যের বাজারজাতকরণ বৈশিষ্ট্য ?

A) ক্ষুদ্র একক ক্রয় B) বিক্রয়োওর সেবা 

C) বিস্তৃত বাজার   D) ব্যাপক ভোক্তা প্রমোশন 

১৪. একজন নির্দিষ্ট বাজারজাতকারি কর্তৃত্ব বিক্রীত পণ্য আইটেমসমূহের তালিকাকে বলা হয়- 

A) পণ্য সারি     B) পণ্য মিশ্রণ 

C) পণ্য রণকৌশল         D) পণ্য সমাহার 

 

১৫. বাংলাদেশে ব্যন্সায়ের ক্ষেত্রে কোন মতবাদটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? 

A) পণ্য মতবাদ B) বিক্রয় মতবাদ 

C) উৎপাদন মতবাদ   D) সামাজিক বাজারজাতকরণ মতবাদ 

১৬. নিচের কোনটি বহুশাখা বিপণির উদাহরণ ?

A) আলমাস B) মোস্তফা মার্ট 

C) বাটা            D) আগোরা 

 

১৭. নিছে কোন পণ্যটি নিম্নমূল্য সংবেদনশীলতার সাথে সম্পর্কযুক্ত ? 

A) সুবিধাজনক পণ্য B) শপিং পণ্য 

C) বিশিষ্ট পণ্য D) অযাচিত পণ্য 

১৮. কোনো কাজ বা সুবিধা যা একপক্ষ অপর পক্ষকে প্রদান করতে পারে এবং যা মালিকানার কোন পরির্বতন করে না তাকে বলা হয়- 

A) দ্রব্য B) সেবা 

C) ধারণা      D) তথ্য 

১৯. নিচের কোনটি ভোক্তা  বাজার বিভক্তিকরণের আচরণগত দিক? 

A) পেশা B) শিক্ষা 

C) আনুগত্য           D) জীবন ধাঁচ 

২০. নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? 

A) পণ্য          B) মূল্য 

C) পলিসি D) স্থান  

 উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

D

C

A

B

B

C

B

D

B

C

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

C

C

B

B

C

C

C

B

C

C

Finance

১. নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক ?

A) শেয়ারের ভবিষ্যৎ মূল্য         B) শেয়ারের অন্তনির্হিত মূল্য

C) শেয়ারের নিট সম্পদ মূল্য   D) শেয়ারের বর্তমান বাজার মূল্য

 

২. আর্থিক ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন বিষয়কে বিবেচনা করা হয় না ?

A) বার্ষিক নিট আয়           B) নিট নগদ প্রবাহ

C) অর্থের সময় মূল্য       D) ঝুঁকি

 

৩. নিচের কোনটি অর্থায়নের নীতি নয় ?

A) তারল্য নীতি            B) অর্থের সময় মূল্য নীতি

C) ক্ষতিপূরণের নীতি D) বৈচিত্রায়ন নীতি

 

৪. নিচের কোন কারণে ব্যবসায় আর্থিক ঝুঁকির উদ্ভব হয় ?

A) স্থায়ী পরিচালন ব্যয় বৃদ্ধি 

B) পণ্যের চাহিদা হ্রাস

C) ঋণ-মূলধন বৃদ্ধি

D) পণ্যের বিক্রয় মূল্যের অধিকমাত্রায় তারতম্য

 

৫. নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বাধিক ?

A) ডিবেঞ্চার                  B) বন্ড

C) সংরক্ষিত মুনাফা     D) সাধারণ শেয়ার

 

৬. নিম্নের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস ?

A) ব্যবসায় ঋণ B) ব্যাংক ঋণ

C) বন্ধক                D) সংরক্ষিত মুনাফা

 

৭. যদি কর হার হ্রাস পায়, ঋণের খরচ প্রকৃত অর্থে – 

A) হ্রাস পাবে                    B) বৃদ্ধি পাবে

C) অপরিবর্তিত থাকবে   D) উঠা- নামা করবে

 

৮. একজন বিনিয়োগকারীকে কোন নীতিটি ঝুঁকি হ্রাসকরণে সাহায্য করতে পারে ?

A) অর্থায়নের আদর্শ নীতি        B) লভ্যাংশ নীতি

C) তারল্য নীতি                          D) বৈচিত্রায়ন নীতি

 

৯. নিচের কোনটি মূলধন ফেরত সময় পদ্ধতির অসুবিধা ?

A) মূলধন ফেরত সময়ের পরবর্তী নগদ প্রবাহগুলো বিবেচনা করে না

B) স্বল্প- মেয়াদি প্রকল্পকে সমর্থন করে না

C) অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না

D) A এবং C উভয়ই

 

১০. নিচের কোন কারণটির জন্য ব্যবসায়ে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায় ? 

A) যদি সাধারণ শেয়ার ইস্যু করা হয়

B) যদি সংরক্ষিত মুনাফা বৃদ্ধি পায়

C) যদি ডিবেঞ্চার ইস্যু করা হয়

D) যদি রাইট শেয়ার ইস্যু করা হয়

 

১১. মূলধন বাজেটিং এর নীট বর্তমান মূল্য পদ্ধতি ও আন্তঃ আয়-হার পদ্ধতির মধ্যে পার্থক্য মূলত-

A) নীট বর্তমান মূল্য পদ্ধতির অপেক্ষাকৃত সহজ নিরূপণ

B) উভয় ভিন্ন প্রকৃতির নগদ প্রবাহ ব্যবহার করে 

C) উভয় ভিন্ন সময়কাল ব্যবহার করে

D) উভয় ক্ষেত্রে পুনঃবিনিয়োগ হার ভিন্ন ধরা হয়

 

১২. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পতি হিসেবে বিবেচিত হয় ?

A) বাংলাদেশ ব্যাংকের জমাকৃ্ত নগদ তাহবিল

B) স্থায়ী সম্পতি

C) ঋণ ও অগ্রিম

D) স্বল্প- নোটিশে ফেরতযোগ্য ঋণ

 

১৩. নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসাবে ব্যবহৃত হয় না ?

A) স্বল্প- নোটিশে ফেরতযোগ্য ঋণ      B) পে- অর্ডার

C) ভ্রমণকারীর চেক                             D) প্রাইজ বন্ড

 

১৪. ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য হয় ? 

A) ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা উত্তোলন করা যায়

B) ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা যায়

C) ডেবিট এবং ক্রেডিট কার্ড প্লাস্টিক কার্ড

D) ডেবিট এবং ক্রেডিট কার্ড এর হিসাবে টাকা থাকা প্রয়োজন

 

১৫. নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয় ? 

A) বিনিময় বিল            B) ব্যাংক নোট

C) ব্যাংকের ক্রাফট     D) প্রতিজ্ঞাপত্র

 

১৬. ‘Jettison’ বলতে কি বুঝায় ?

A) পণ্য ক্রয় B) পণ্য বোঝাই

C) পণ্য স্থানান্তর    D) পণ্য নিক্ষেপ

 

১৭. নিএচ্র কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক ?

A) ব্যাংক অব ইংল্যান্ড   B) ব্যাংক অব ভেনিস

C) রিক্সব্যাংক                 D) ব্যাংক অব ইজিপ্ট

 

১৮. দ্বৈত বিমার ধারনাটি প্রয়োগের ক্ষেতে –

A) নৌ- বিমা             B) অগ্নি বিমা

C) জীবন বিমা        D) শস্য বিমা

 

১৯. নিচের কোন পদ্ধতির বিমায় বিমা গ্রহিতা ও বিমাকারী উভয়ই বিমা কোম্পানি ?

A) সহ-বিমা      B)পুনঃ বিমা

C) যুগ্ম বিমা     D) গোষ্ঠী বিমা

 

২০. একটি পে-অর্ডারের মেয়াদ কতদিন ? 

 A) ১৮০ দিন                                B) ৯০ দিন

 C) কোন নির্দিষ্ট মেয়াদ নেই        D) ১ বছর

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

D

A

C

C

D

D

B

D

D

C

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

D

A

A

D

D

C

C

B

B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *