ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০২-২০০৩)
বাংলা
০১. ‘ঈদৃশ’ শব্দের অর্থ –
A) সদৃশ B) তাদৃশ
C) সুন্দর দৃশ্য D) এই রকম
০২. ‘শীকর’ শব্দের অর্থ –
A) গাছের মূল B) জলকণা
C) মেনে নেওয়া D) রাজস্ব
০৩. বাংলা ভাষার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
A) মধুসূদন B) রবীন্দ্রনাথ
C) নজরুল D) জীবনানন্দ
০৪. ‘গালিচা’ কোন ভাষার শব্দ?
A) আরবি B) ফারসি
C) ফরাসি D) চীনা
০৫. ‘উষর’ এর বিপরীত শব্দ কোনটি?
A) মরুময় B) জঙ্গলাকীর্ণ
C) উর্বর D) কর্দমাক্ত
০৬. ‘শ্রদ্ধাঞ্জলি’ কীভাবে গঠিত হয়েছে?
A) সন্ধিযোগে B) সমাসযোগে
C) প্রত্যয়যোগে D) বিভক্তিযোগে
০৭. কোনটি শুদ্ধ শব্দ?
A) স্বশুর B) শ্বসুর
C) শশুর D) শ্বশুর
০৮. ‘তুমি না বলেছিলে আসবে?’ এখানে না – এর ব্যবহার –
A) না – সূচক B) হ্যাঁ – সূচক
C) অলংকারসূচক D) অনিশ্চিতসূচক
০৯. ‘উৎকর্ষতা’ শব্দটি অশুদ্ধ কেন?
A) ষ-ত্ব বিধানজনিত B) প্রত্যয়জনিত
C) উপসর্গজনিত D) সন্ধিজনিত
১০. ‘রাত্রি’র সমার্থক শব্দ –
A) শর্বরী B) শরবী
C) শফরী D) শশী
১১. ‘রত্নপ্রসবিণী’ শব্দের বিশিষ্টার্থ হলো –
A) খনি B) মণি উৎপাদনকারী
C) সুসন্তানের জননী D) রত্নপ্রসব করে যে
১২. ‘অপ’ উপসর্গ ঘটিত কোন শব্দের অর্থ ইতিবাচক?
A) অপমান B) অপসারণ
C) অপযশ D) অপরূপ
১৩. ‘মার্জার’ এর অর্থ কী?
A) কবর B) মজাদার
C) বিড়াল D) মার্জনাকারী
১৪. ‘অগ্নিমান্দ্য’ এর অর্থ কী?
A) চড়া মূল্য B) ক্ষুধার অল্পতা
C) স্বল্প আলো D) কোমল উষ্ণতা
১৫. ‘The anti-socials are still at large’ এর বঙ্গানুবাদ কী?
A) সমাজবিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
B) সমাজবিরোধী দল এখানে বেশ বড়
C) সমাজবিরোধীরা এখন বেশ দূরে
D) সমাজবিরোধীরা স্থির হয়ে দূরে অপেক্ষা করছে
১৬. ‘আনাড়ি’ শব্দের প্রকৃত অর্থ –
A) নাড়িহীন B) অন্যায় আচরণ
C) অভ্যস্ত D) অনিপুণ
১৭. ‘কাজ’ শব্দের তৎসম রূপ –
A) ক্রিয়া B) কর্জ্জ
C) কর্ম D) করণীয়
১৮. ‘বিপদাপন্ন’ শব্দের ব্যাসবাক্য –
A) বিপদে আপন্ন B) বিপদকে আপন্ন
C) গুণবাচক D) বিপদ রূপ আপন্ন
১৯. ‘ভালো মানুষ’ এর ‘ভালো’ শব্দটি কোন ধরনের বিশেষণ?
A) আস্থাবাচক B) রূপবাচক
C) গুণবাচক D) নির্দিষ্টতাজ্ঞাপক
২০. ‘বুকের রক্ত দিয়া আনাজে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত।’ এ বাক্যটি কোন লেখায় আছে?
A) যৌবনের গান B) বিলাসী
C) হৈমন্তী D) ভাষার কথা
২১. ‘মন উঁচুতেও উঠতে চায়, নীচুতেও নামতে চায়।’ এ বাক্যটি কোন লেখকের লেখায় আছে?
A) প্রমথ চৌধুরী B) মুহম্মদ আবদুল হাই
C) বেগম রোকেয়া D) জহির রায়হান
২২. ‘বৈশ্য লেখকের পক্ষেই শুদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত।’ এ বাক্যটি কোন লেখায় আছে?
A) সাহিত্যে খেলা B) বিলাসী
C) ভাষার কথা D) যৌবনের গান
২৩. ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়। কারণে অকারণে বদলায়।’ এ সংলাপ কোন গ্রন্থে আছে?
A) রক্তাক্ত প্রান্তর B) পদ্মা নদীর মাঝি
C) তিতাস একটি নদীর নাম D) গ্রামীণ বসতি
২৪. ‘তাহার হাতিতে গান, তাহার কান্নায় গান।’ ‘যৌবনের গান’ প্রবন্ধের এ বাক্যে ‘তাঁহার’ বলতে কাকে বোঝানো হয়েছে?
A) কবিকে B) যুবককে
C) গায়ককে D) পাখিকে
২৫. পদ্মা নদীর মাঝি কে?
A) হোসেন মিয়া B) গণেশ
C) ধনঞ্জয় D) কুবের
উত্তর
English
Read the following passage and answer the questions 1 – 5 :
Before Helen Keller was two years old, she lost her sight and her hearing. She lived in a world of confusion until the arrival of Anne Mansfiled Sullivan, the woman who was to change Helen’s life. On March 3, 1887, Miss Sullivan arrived at the Keller home. It was three months before Helen’s seventh birthday. Miss Sullivan worked closely with her new student. At times the teacher became frustrated. Eventually, Miss Sullivan’s efforts were rewarded. The deaf and blind Helen Keller learned to communicate verbally.
01. How old was Helen when Miss Sullivan arrived?
A) Six years old B) Two years old
C) Three years old D) Seven years old
02. What does the writer mean when she says that Miss Sullivan’s efforts were rewarded?
A) Helen’s hearing was restored
B) Helen learned to speak
C) Helen’s sight was restored
D) Helen was able to teach other blind children
03. Hearing is used here as ____.
A) verb B) adjective
C) noun D) participle
04. At times the teacher became frustrated means ____.
A) She became absent – minded B) she was happy
C) She was depressed D) she was hurt
05. What does the word ‘confusion’ mean here?
A) chaos B) peace
C) order D) clarity
06. My friend ____ before I came.
A) would be leaving B) had been leaving
C) had left D) will leave
07. Rahim ____ his work by the time his friends arrived.
A) will finish B) had finished
C) has finished D) having finished
08. He has just ____ out.
A) gone B) went
C) going D) getting
09. It is important to distinguish ____ compound interest and simple interest.
A) from B) between
C) con D) about
10. Thieves broke ____ my house.
A) in B) into
C) at D) among
11. He was happy to be ____ friends.
A) between B) into
C) after D) among
12. Find the correct antonym of ‘superficial’.
A) artificial B) sufficient
C) indifferent D) deep
18. The ____ of the office will be sold.
A) furniture B) furnitures
C) pieces of furnitures D) pieces and furniture
Choose the bests alternative to complete the sentences.
19. A new house ____ at the corner of the road.
A) been built B) is being built
C) is building D) building
20. I had two eggs for breakfast and ____ of them was fresh.
A) neither B) either
C) both D) not one
21. The parcel ____ tomorrow.
A) will be delivered B) will deliver
C) will be delivering D) will have delivery
22. If he hadn’t been so tired, he ____ asleep so quickly.
A) didn’t fall B) hadn’t fallen
C) wouldn’t fall D) wouldn’t have fallen
23. I need ____ soap to wash my dress with.
A) any B) a piece of
C) a D) much
24. ____ six of my brothers want to make their books.
A) Any B) Both of the
C) All D) The others
25. Which is the best translation of এই বছর খুব শীত পড়েছে।
A) This year cold has fallen
B) It is very cold this year
C) It is very cold winter
D) This year will be cold
Answers
বাংলাদেশ বিষয়াবলি
০১. মংলা বন্দর কোন জেলায় অবস্থিত?
A) খুলনা B) বাগেরহাট
C) সাতক্ষীরা D) বরগুনা
০২. সুপ্রিম কোর্টের বিভাগ আছে কয়টি?
A) ২ টি B) ৩ টি
C) ১ টি D) একটিও না
০৩. বাংলাদেশের সবচেয়ে কম লোক বাস করে –
A) রাঙামাটি B) খাগড়াছড়ি
C) বান্দরবান D) ময়মনসিংহ
০৪. ‘চা গবেষণা কেন্দ্র’ অবস্থিত –
A) ঢাকায় B) সিলেটে
C) শ্রীমঙ্গল D) চট্টগ্রামে
০৫. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় –
A) ৭ মার্চ ১৯৭৩ B) ৭ জুন ১৯৭২
C) ৭ জানুয়ারী ১৯৭৪ D) ৭ মে ১৯৭২
০৬. বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কী?
A) প্ল্যানিং কমিশন
B) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
C) প্রধানমন্ত্রীর কার্যালয়
D) জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ
০৭. কোন সালে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে?
A) ১৯৭২ সালে B) ১৯৭৩ সালে
C) ১৯৭৪ সালে D) ১৯৭৬ সালে
০৮. বাংলাদেশের সর্ব উত্তরে জেলা –
A) তেতুঁলিয়া B) দিনাজপুর
C) পঞ্চগড় D) ঠাকুরগাঁও
০৯. বিশ্বের কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
A) ইসরাইল B) তাইওয়ান
C) আফগানিস্তান D) জর্ডান
১০. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়?
A) সিলেটের পাহাড়ে B) কক্সবাজার সমুদ্র সৈকতে
C) সুন্দরবনে D) লালমাই এলাকায়
১১. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
A) শাহবাগে B) সোনারগাঁয়ে
C) চট্টগ্রামে D) কুষ্টিয়ায়
১২. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কখন স্বাক্ষরিত হয়?
A) ২৩ জুন ১৯৯৭ B) ১২ ডিসেম্বর ১৯৯৭
C) ২ ডিসেম্বর ১৯৯৭ D) ১০ জানুয়ারি ১৯৯৮
১৩. কবি কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান?
A) ১৮৯০ সালে B) ১৯০১ সালে
C) ১৯৭৬ সালে D) ১৯৯০ সালে
১৪. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা গলেন –
A) রাজা রামমোহন রায় B) কেশবচন্দ্র সেন
C) দেবেন্দ্রনাথ ঠাকুর D) স্বামী বিবেকানন্দ
১৫. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তি বাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন?
A) কর্নেল এম এ জি ওসমানী
B) গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
C) লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ অরোরা
D) কাদের সিদ্দিকী
১৬. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী?
A) সিলেট B) ফরিদপুর
C) যশোর D) রাজশাহী
১৭. ইলা মিত্র অংশগ্রহণ করেন –
A) ওয়াবাহী আন্দোলনে B) নীল বিদ্রোহে
C) তেভাগা আন্দোলনে D) সিপাহী বিদ্রোহে
১৮. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
A) হাতিয়া B) কুতুবদিয়া
C) সেন্টমার্টিন D) ভোলা
১৯. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
A) বিষুবরেখা B) কর্কটক্রান্তি রেখা
C) মকরক্রান্তি রেখা D) সুমেরুবৃত্ত
২০. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান?
A) মোছাঃ তারামন বিবি B) ক্যাপ্টেন সেতারা বেগম
C) পাইলট ফারিয়া রারা D) জাহানারা ইমাম
২১. কোন সালে বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
A) ১৯৫৫ সালে B) ১৯৫৭ সালে
C) ১৯৬৭ সালে D) ১৯৭২ সালে
২২. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত ‘বিজয়’ – এর পূর্ণ নাম কী?
A) কেওক্রাডং B) তাজিংডং
C) বাটালি D) মোদক টং
২৩. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ –
A) সোভিয়েত ইউনিয়ন B) পোল্যান্ড
C) বুলগেরিয়া D) পূর্ব জার্মানি
২৪. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
A) পদ্মা B) ব্রহ্মপুত্র
C) মহানন্দ D) করতোয়া
২৫. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
A) মেঘনা B) পদ্মা
C) যমুনা D) করতোয়া
উত্তর
আন্তর্জাতিক বিষয়াবলি
০১. লয়া জিরগা হলো –
A) মুসলমানদের একটি পবিত্র স্থান
B) ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান
C) আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
D) তিব্বতের আধ্যাতিক নেতা
০২. কোন দেশের অপর নাম নিপ্পন?
A) কোরিয়া B) জাপান
C) ফিজি D) ব্রুনাই
০৩. ‘বালি’ কোথায় অবস্থিত?
A) মালয়েশিয়া B) ইরান
C) ইন্দোনেশিয়া D) আফগানিস্তনা
০৪. ‘বর্ণবাদী নীতি’ কোথায় প্রচলিত ছিল?
A) দক্ষিণ আফ্রিকা B) রুয়ান্ডা
C) জিম্বাবুয়ে D) পাপুয়া নিউগিনি
০৫. নিচে উল্লেখিত কোন দেশটি শ্রীলঙ্কা সরকার ও এলটিটিই এর মধ্যে তামিল সমস্যা সমাধানে মধ্যস্ততা করছে?
A) যুক্তরাষ্ট্র B) জাপান
C) নরওয়ে D) সুইডেন
০৬. বিখ্যাত ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
A) জার্মানি B) ফ্রান্স
C) যুক্তরাজ্য D) বেলজিয়াম
০৭. থাইল্যান্ডের কোন শহরের সাথে বাংলাদেশের আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে?
A) পাতাইয়া B) চিয়াংমাই
C) ব্যাংকক D) কোনটিই নয়
০৮. মার্কিন যুক্তরাষ্ট্র কোন আন্তর্জাতিক পরিবেশ চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে?
A) রিও চুক্তি B) কিয়োটো প্রটোকল
C) কার্টাগেনা বায়োসেফটি প্রটোকল D) ওজন স্তর সংরক্ষণ চুক্তি
০৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট অস্থায়ী সদস্য সংখ্যা –
A) ৯ B) ১০
C) ১২ D) ১৫
১০. মোট কয়টি বিষয়ে নোবেল পুরষ্কার দেওয়া হয়?
A) ৭ টি B) ৬ টি
C) ৫ টি D) ৩ টি
১১. আন্তর্জাতিক আদালতের অবস্থান কোথায়?
A) জেনেভা B) দি হেগ
C) বন D) ভিয়েনা
১২. আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত?
A) অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক B) হাইড্রোজেন আবিষ্কারক
C) আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারক D) অশ্ব – শক্তির আবিষ্কারক
১৩. কোন দেশটিকে ‘সোভিয়েত ইউনিয়নের শ্যভান্ডার’ বলা হতো?
A) পূর্ব জার্মানি B) ইউক্রেন
C) পোল্যান্ড D) লাটভিয়া
১৪. ‘ভেটো’ শব্দের অর্থ কী?
A) আমি এটা জানি না
B) আমি এটা মানি না
C) আমি কোনো মতামত দিব না
D) আমি সমর্থন করি
১৫. নিচের কোন বহুজাতিক সংস্থা সাম্প্রতিককালে জালিয়াতির অভিযোগের সম্মুখীন হয়েছে?
A) ম্যাকডোনাল্ডস B) এনরন
C) মাইক্রোসফট D) আইবিএম
১৬. রোহিঙ্গা কারা?
A) মায়ানমারের একটি জাতিগোষ্ঠী
B)পূর্ব থাইল্যান্ডের বসবাসকারী জনগণ
C) থাইল্যান্ডের একটি জাতিগোষ্ঠী
D) কোনটিই নয়
১৭. ২০০২ সালের নোবেল শান্তি পুরষ্কার কে পেয়েছেন?
A) জর্জ বুশ B) জিমি কার্টার
C) বিল ক্লিনটন D) কফি আনান
১৮. সম্প্রতি কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেদের প্রত্যাহার করেছে?
A) ডব্লিউটিও B) এনপিটি
C) সিটিবিটি D) আইসিসি
১৯. বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত?
A) রুশ বিপ্লবের B) ফরাসি বিপ্লবের
C) আমেরিকার বিপ্লবের D) তুরস্কের বিপ্লবের
২০. কোন সংস্থা ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘোষণা করে?
A) ইউনেস্কো B) ইউনেপ
C) ডব্লিউডবিএফ D) ওয়ার্ল্ড ট্যুরিজম
২১. ইরাকে নিযুক্ত জাতিসংঘের প্রধান অস্ত্র পরিদর্শকের নাম কী?
A) রিচার্ড হলব্রুক B) কফি আনান
C) কলিন পাওয়েল D) হ্যান্স বিক্স
২২. কোন অক্ষরেখা দুই কোরিয়াকে বিভক্ত করেছে?
A) ২৭° B) ৩৮°
C) ১৭° D) ১০°
২৩. সবচেয়ে বড় দেশ কোনটি?
A) রুশ ফেডারেশন B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) ভারত D) ব্রাজিল
২৪. ১৯৭১ সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদকদলের সদস্য?
A) বিটলস B) বি-গস
C) পিঙ্ক D) আইসিসি
২৫. কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
A) আফগানিস্তান B) সিয়েরা লিয়ন
C) থাইল্যান্ড D) মায়ানমার
উত্তর