‘Time, You Old Gypsy Man’ by Ralph Hodgson

প্রিয় শিক্ষার্থী, আমরা নিয়ে এসেছি English For Today (Classes 9 and 10) এর Unit 14 এর কবিতাগুলোর আলোচনা। কবিতাগুলো বোঝার সুবিধার জন্য থাকছে প্রতিটি কবিতার সারসংক্ষেপ (summary) বা আলোচ্য বিষয়গুলো (Themes )নিয়ে লেখা। সঙ্গে থাকবে ব্যতিক্রম ও জটিল Vocabulary List । তোমরা এগুলো অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে কবিতাগুলো পুরোপুরি বুঝতে ও আত্মস্থ করতে সক্ষম হয় উঠবে বলে আমাদের আশা। Unit 14, Lesson 3 এ অন্তর্ভুক্ত Ralph Hodgson এর কবিতা Time, You Old Gypsy Man এর Summary নিয়েই আজকের পোস্ট।

TIME, you old gipsy man,|||Last week in Babylon,
  Will you not stay,|||Last night in Rome,
Put up your caravan|||Morning, and in the crush
  Just for one day?||| Under Paul’s dome;
  ||| Under Paul’s dial
All things I’ll give you||| You tighten your rein—
Will you be my guest,||| Only a moment,
Bells for your jennet|||And off once again;
Of silver the best,||| Off to some city
Goldsmiths shall beat you|||Now blind in the womb,
A great golden ring,|||Off to another
Peacocks shall bow to you,|||
Little boys sing,|||  Time, you old gipsy man,
Oh, and sweet girls will|||Will you not stay,
Festoon you with may.|||Put up your caravan
Time, you old gipsy,|||  Just for one day?
Why hasten away?|||

Summary/Theme of ‘Time, You Old Gypsy Man’ by Ralph Hodgson:

In this poem, the speaker compares swift-moving time with an old gypsy man and asks it to stop only for a day and to be his guest. In return, he offers to give the best available silver and gold, respect and recreation, anything he has in his repertoire. Then the speaker mentions the ancient civilization of Babylon and Rome and influential figure like St. Paul– all that have succumbed to the quicksand of time. He explores the rapidity of time in human life, from mother’s womb to funeral tomb. And he desires to prolong his journey at any cost and begs time to slow down its movement.

Also Read :
The Sands of Dee‘ by Charles Kingsley

“The Sands of Dee” SSC First Paper – English For Today Classes 9-10

The Sands of Dee

প্রিয় SSC শিক্ষার্থী বন্ধু, আমরা নিয়ে এসেছি তোমাদের English For Today (Classes 9 and 10) এর Unit 14 এর কবিতাগুলোর আলোচনা। কবিতাগুলো বোঝার সুবিধার জন্য থাকছে প্রতিটি কবিতার Paraphrase (সরল ভাষায় কবিতাটির পাঠ) ও কবিতায় আলোচ্য বিষয়গুলোর সারসংক্ষেপ বা Themes নিয়ে Model লেখা। সঙ্গে থাকবে ব্যতিক্রম ও জটিল Vocabulary List । তোমরা এগুলো অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে কবিতাগুলো পুরোপুরি বুঝতে ও আত্মস্থ করতে সক্ষম হয় উঠবে বলে আমাদের আশা। Unit 14, Lesson 3 এ অন্তর্ভুক্ত Charles Kingsley এর বিখ্যাত কবিতা The Sands of Dee এর Paraphrase দিয়েই শুরু হচ্ছে SSC বন্ধুদের সঙ্গে আমাদের যাত্রা – শুভকামনা প্রার্থী।

প্রথমেই আসছে কবিতাটির Paraphrase – সহজ ভাষায় কঠিন বিষয়টিকে বুঝিয়ে বলার নামই Paraphrase। Paraphrase পড়ার মাধ্যমে একজন শিক্ষার্থী text টি বুঝতে ও প্রকৃতভাবে শিখতে অগ্রসর হয়। English Book BD মনে করে, এটি ইংরেজি সাহিত্য বুঝতে প্রচলিত মুখস্তবিদ্যার একটি কার্যকর বিকল্প। এসো, কবিতার paraphrase টি আমরা পড়ে নিই :

Paraphrase

As the stormy evening closes by, the speaker asks Mary to call the cattle home from the grazing field across the river Dee. Despite the violent gale (storm), Mary obliges and goes alone to bring back the livestock. Meanwhile, the high tidal waves creep along the shore repeatedly and there can be seen only flooded water all around. Misty atmosphere beclouds Mary and she drowns into these waves. Some boatmen see a floating object and surmise it to be weed or a fish. But they find it to be a tress of golden hair of Mary. They confirms that no salmon ever seemed brighter than the maiden’s hair. They row across the cruel, hungry waves and bury her beside the shore. But boatmen often hear the voice of Mary’s spirit calling her cattle back.

প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আসছে কবিতাটির Theme বা মূল আলোচ্য বিষয়গুলোর একটি সারসংক্ষেপ। তুমি পরীক্ষায় লেখার জন্য অবশ্যই এগুলো মুখস্ত করবে না, বরং, কবিতাটি উত্তমভাবে বোঝার জন্য এটি পড়বে। কখনোই, অন্যের লেখা হুবহু লিখবে না – তা কোন গাইডবই হোক, অন্যের তৈরি নোট হোক বা হোক আমাদের এই লেখাগুলি। এতে তোমার মেধা বিকাশের পথ শুরুতেই রুদ্ধ হয়ে যাবে। এবার এসো The Sands of Dee কবিতার আলোচিত Theme গুর সারমর্ম পড়ে নিই :

Theme

The main theme of the poem is the capricious cruelty of nature in the form of sea that takes away innocent lives. The speaker asks a maiden to call back the cattle across the river in a stormy evening. She obliges, goes alone, but never returns. She succumbs to the crawling, hungry tide of Dee. But the spirit of her aspirations is never dead since the boatmen still hear her ghostly voice calling the cattle. This indicates that the longing for the continuation of human journey has unexpected ending by the rules of nature.

Author : Night-in-Gale