ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৬-২০১৭)
English
Read the following passage and answer questions: 01-05
Dolphins are regarded as the friendliest creatures in the sea and stories of them helping drowning sailors have been common since Roman times. The more we learn about dolphins, the more we realize that their society is more complex than people previously imagined. They look after other dolphins when they are ill, care for pregnant mothers and protect the weakest in the community, as we do. Some scientists have suggested that dolphins have language but it is much more probable that they communicate with each other without reading words. Could any of these mammals be more intelligent than man? Certainly the most common argument in favor of man’s superiority over them – that we can kill them more easily than they can kill us – is the least satisfactory. On the contrary, the more we discover about these remarkable creatures, the less we appear superior when we destroy them.
01. According to the passage ____ .
A) Dolphins have been helping drowning sailors since the Roman times
B) Sailors have helped drowning dolphins since the Roman times
C) Dolphins have drowned sailors since the Roman time
D) Drowning sailors and dolphins have been helping each other since the Roman times.
02. The passage seems to suggest that ____ .
A) Man is not a mammal
B) Man is the most intelligent mammal
C) Dolphins are the only intelligent mammals
D) There could be more intelligent mammals than man
03. One can infer from reading the passage that ____ .
A) communication is the most fascination aspect of the dolphins
B) dolphins have some social traits that are similar to those of humans
C) dolphins have skills that no other living creatures have, such as the ability to think
D) it is not usual for dolphins to communicate with each other
04. The fact that the writer of the passage thinks that we can kill dolphins more easily than they can kill us ____ .
A) does not mean that we are superior to them
B) means that they are better adapted to their environment that we are
C) shows that dolphins have a very sophisticated form on communication
D) proves that dolphin are not the most intelligent species at sea
05. It is clear from the passage that dolphins ____ .
A) don’t want to be with us as much as we want to be with them
B) are proven to be less intelligent that once though
C) are capable of learning a language and communicating with humans
D) have a reputation for being friendly to human
06. The referee blew the whistle to end the game ____ there were two minutes left.
A) therefore B) since
C) although D) however
07. The doctor ____ checked the patient and found only minor problems.
A) thoroughly B) casually
C) reluctantly D) thoughtfully
08. The Bangladesh girl’s football team beat the Indian girls’ team 2-1 with a ____ minute goal.
A) last B) first
C) injury D) penalty
09. I am used to ____ coffee in the morning now.
A) drink B) drank
C) drunk D) drinking
10. The batsman ____ the ball with all his might.
A) striked B) stoke
C) struck D) streaked
11. I could not figure ____ what the teacher was talking ____ .
A) into, on B) by, on
C) out, about D) on, about
12. If I had known he was in trouble, I ____ helped.
A) would B) have had
C) should have D) would have
13. Raju is someone you can ____ your confidence.
A) take into B) get into
C) build up D) boost up
14. London lies ____ the Thames.
A) over B) under
C) at D) on
15. My father was angry ____ me.
A) at B) with
C) of D) on
Choose the word that is closest in meaning to the word in underline (16-17)
16. Speech was given to conceal his thoughts.
A) reveal B) express
C) hide D) argue
17. Sweet are the uses of adversity.
A) university B) publicity
C) uncertainty D) difficulty
18. ____ among you are from Class XII?
A) which B) who
C) whom D) whose
19. The first half of the game belonged to us the second half to ____ .
A) them B) they
C) their D) those
20. Which of the following sentences are correct
A) More you read, less you understand
B) The more you read, less you understand
C) The more you read, the less you understand
D) More you read, the less you understand
21. Which of the following sentences are correct
A) Doctor suggested the patient to the vacation.
B) He likes listening to music at night.
C) We had great time on the top of mountain.
D) Learning French isn’t easy.
22. Which one of the following is not a synonym for ‘anxiety’?
A) disquiet B) apprehension
C) indifference D) unease
23. I went after my dream and now I am a published writer. The underline phrase means –
A) obtained B) pursued
C) got D) proceeded
24. Choose the correctly spelled word.
A) Occasionally B) Ocassionally
C) Occasionally D) Occasionaly
25. What is the antonym for ‘turbulence’?
A) disorder B) tranquility
C) disturbance D) rupture
Answers
বাংলা
০১. কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে হয়-
A) সকল B) নিচয়
C) মালা D) বর্গ
০২. অভাব বুঝিয়েছে কোন উপসর্গ-
A) বিশুষ্ক B) বিবর্ণ
C) অনুজ D) বিক্ষেপ
০৩. ‘আমাদের একটি গল্প বলুন’ এ বাক্যে ‘আমাদের’ কোন কারকে কোন বিভক্তি?
A) কর্তায় ষষ্ঠী B) অপাদানে সপ্তমী
C) অধিকরণে সপ্তমী D) কর্মে ষষ্ঠী
০৪. নিচের কোনটি শুদ্ধ?
A) পুষ্প + অঞ্জলি = পুষ্পাঞ্জলী
B) মহা + ঈশ্বর = মহীশ্বর
C) সৎ + চিন্তা = সুচিন্তা
D) বহ্নি + উৎসব = বহ্যুৎসব
০৫. কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়?
A) নির্মাণ B) নির্মূল
C) নিলাম D) নিতল
০৬. ‘পরদোষে কে চাহে মজিতে?’ উক্তিটি কার?
A) রাবণের B) বিভীষণের
C) মেঘনাদের D) লক্ষ্মণের
০৭. ‘ধ্বস্ত’ বিশেষণ পদের বিশেষ্য রূপ –
A) ধস B) ধ্বস
C) ধ্বংস D) ধাষ্ট্য
০৮. ‘He was out on reckoning’ বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ –
A) তার শোনায় ভুল হয়েছিল
B) তার গোনায় ভুল হয়েছিল
C) তার চিনতে ভুল হয়েছিল
D) তার মাথা খারাপ হয়েছিল
০৯. ‘শুনে বুকটা তার টিপটিপ করেছিল’ এখানে ‘টিপটিপ’ –
A) অনুকার অব্যয় B) সমুচ্চয়ী অব্যয়
C) অনন্বয়ী অব্যয় D) অনুসর্গ অব্যয়
১০. ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ কাব্যনাট্যাংশে জ্যোৎস্নার সাথে কী ঝরে পড়ে?
A) নদীর অশ্রু B) পাহাড়ি ঢল
C) স্মৃতির দুধ D) আমার স্বপ্ন
১১. ‘আহ্বান’ গল্পে গল্পকথক বুড়ির কাছ থেকে পেত –
A) বেল, চাপাকলা, জাম, আমরা
B) লেবু, আম্র, কুমড়ো, কাঁচকলা
C) আম, পেয়ারা, কাঁঠাল, কুমড়ো
D) কাঁচকলা, লেবু, আম, লাউ
১২. ‘নাত-জামাই’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য –
A) নাতনির জামাই B) নাতির জামাই
C) যে নাতি সে-ই জামাই D) নাতি রূপ জামাই
১৩. ‘নমনীয়তা’ এর বিপরীত শব্দ –
A) শক্তিময়তা B) দৃঢ়তা
C) সদাশয়তা D) কর্কশতা
১৪. ‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।’ এখানে প্রবচনটি রয়েছে যে রচনায় –
A) অপরিচিতা B) চাষার দুক্ষু
C) আহ্বান D) বিড়াল
১৫. ‘তিনি রাশভারী হলেও মূলত হাতভারী লোক।’ বাক্যে যুক্ত ‘হাতভারী’ শব্দটি কী অর্থের প্রকাশক?
A) ঔদার্য B) ক্ষমতা
C) দক্ষতা D) কৃপণতা
১৬. ছোটবেলায় অনুপম পণ্ডিতমশাইয়ের বিদ্রুপের পাত্র হয়েছিল কেন?
A) দেখতে কদর্য ছিল বলে B) একটি কানে কম শুনত বলে
C) সুন্দর চেহারার জন্য D) পড়ায় মনোযোগ ছিল না বলে
১৭. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কয়টি নদীর কথা বলা হয়েছে?
A) ছয়টি B) পাঁচটি
C) চারটি D) তিনটি
১৮. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়?
A) অশ্রুসজল B) ইদানীংকালে
C) সপরিবার D) জন্মবার্ষিকী
১৯. ‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগ্ধারাটির অর্থ –
A) সাপকে দড়ি দিয়ে বাঁধা B) জাদুকরী বিদ্যা অর্জন করা
C) বিভ্রম D) আচমকা বিপদ
২০. আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুঁকা হাতে কী ভাবছিলেন?
A) তিনি যদি সক্রেটিস হতেন B) তিনি যদি এরিস্টটল হতেন
C) তিনি যদি নেপোলিয়ন হতেন D) তিনি যদি বাল্কীকি হতেন
২১. ‘সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ বাক্যটি –
A) সন্দেহবাচক B) অনুজ্ঞাবাচক
C) কার্যকারণবাচক D) ইচ্ছাবাচক
২২. সুপ্রকাশ কোনটি?
A) থুতু ফেলা B) পেট পরিষ্কার করা
C) নাক ঝাড়া D) ঢেঁকুর তোলা
২৩. ‘ক্ষণজন্মা’ নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ?
A) ক্ষণকালের জন্য জন্ম B) স্বল্পায়ু যার
C) জন্মের ক্ষণ D) শুভক্ষণে জাত
২৪. নিচের কোন কবির জন্ম বৃহত্তর ঢাকা জেলায় –
A) সৈয়দ শামসুল হক B) সুকান্ত ভট্টাচার্য
C) আহসান হাবিব D) শামসুর রাহমান
২৫. একতারার কথা উল্লেখ করা হয়েছে কোন কবিতায়?
A) সাম্যবাদী B) ঐকতান
C) তাহারেই পড়ে মনে D) ফেব্রুয়ারী ১৯৬৯
উত্তর
বাংলাদেশ বিষয়াবলি
০১. বর্তমানে বাংলাদেশে সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ?
A) প্রায় ৫০ ভাগ B) প্রায় ৩৬ ভাগ
C) প্রায় ১২ ভাগ D) প্রায় ২৫ ভাগ
০২. দোয়াল চত্বর- এর স্থপতি কে?
A) শামীম শিকদার B) নিতুন কুণ্ডু
C) রফিক আজম D) আজিজুল জলিল পাশা
০৩. বাংলাদেশে বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে?
A) ৯ B) ২
C) ৪ D) ৩
০৪. অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
A) ১৮তম B) ২১তম
C) ১৯তম D) ২০তম
০৫. বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কী বুঝানো হয়েছে?
A) অর্থনীতি B) লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা
C0 অঙ্গীকার D) বাহাত্তরের সংবিধানের মুলনীতিসমুহ
০৬. সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর যে হাতিটি মারা যায় সেটির নাম কী?
A) বঙ্গ-অধিপতি B) বাংলার সাহস
C) বঙ্গ-মৈত্রী D) বঙ্গবাহাদুর
০৭. কাটার মাস্টার খ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাঁর অভিষেক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে মোট কতটি উইকেট সংগ্রহ করেন?
A) ১১ উইকেট B) ৯ উইকেট
C) ১০ উইকেট D) ১৩ উইকেট
০৮. ২০১৬ সালে নিচের কোন নারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়েছে?
A) জাহানারা ইমাম B) আইভি রহমান
C) সুফিয়া কামাল D) ফেরদৌসী প্রিয়ভাষিণী
০৯. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন?
A) ২৫ B) ৩৫
C) ১৮ D) ৪৪
১০. কোন বাঙ্গলাদেশি প্রথমবারের মতো রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরব অর্জন করেন?
A) শ্যামল রায় B) মেজবাহ্ আহমেদ
C) আব্দুল্লাহ্ হেল বাকি D) ছিদ্দিকুর রহমান
১১. শহিদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
A) বাংলাদেশ লিবারেশন ফোর্স B) ক্রাক প্লাটুন
C) ঢাকা গেরিলা (উত্তর) D) ঢাকা গেরিলা (দক্ষিণ)
১২. স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম কী?
A) পতেঙ্গা সমুদ্র বন্দর B) মঙ্গলা সমুদ্র বন্দর
C) কুয়াকাটা বন্দর D) পায়রা সমুদ বন্দর
১৩. ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে?
A) ১৭১০ B) ১৬৫০
C) ১৬১০ D) ১৬০৮
১৪. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী ছিল?
A) খোকা B) আবাই
C) আবু D) আবুল
১৫. বাংলাদেশের মোট জনসংখ্যার মোট কত অংশ হতদরিদ্র?
A) ১৩.৬ B) ১২.৯
C) ১১.৯ D) ১০.৫
১৬. কোনটি জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র?
A) ধারাপাত B) আনোয়ারা
C) নদী ও নারী D) সুতরাং
১৭. কোন স্থানকে ২০১৬-২০১৭ সালের জন্য সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে?
A) কাঠমান্ডু B) মহাস্থানগড়
C) কোচি D) করাচি
১৮. বিরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে?
A) চরফ্যাশন, ভোলা B) আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
C) মিক্রমপুর, মুন্সিগঞ্জ D) মুকসুদপুর, গোপালগঞ্জ
১৯. ‘মনপুরা-৭০’ কী?
A) একটি চিত্রকর্ম B) একটি গ্রাম
C) একটি উপন্যাস D) একটি বন্দর
২০. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
A) আমেনা বেগম B) বেগম রাজিয়া বানু
C) মতিয়া চৌধুরী D) সৈয়দা সাজেদা চৌধুরী
২১. ‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
A) মৌরিতানিয়া B) লাইবেরিয়া
C) বুরুন্ডি D) মোজাম্বিক
২২. বেদে বা বাইদ্যা নামে পরিচিত ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর আদি নাম কী?
A) আরাকান B) রাজবংশী
C) মনতং D) বেদী
২৩. ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত?
A) হাতিয়া B) নিঝুম দ্বীপে
C) সেন্টমার্টিনস দ্বীপের দক্ষিণে D) সেন্টমার্টিনস দ্বীপের উত্তরে
২৪. বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
A) ৬৭৬ B) ৫৪৮
C) ৪২৬ D) ১৭৫
২৫. জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ‘ঢাকেশ্বরী মন্দিরের’ প্রতিষ্ঠাতা একজন রাজা। তাঁর নাম কী?
A) রাজা রামমোহন B) রাজা দেবজ্যোতি
C) বল্লাল সেন D) লক্ষ্মণ সেন
উত্তর
আন্তর্জাতিক বিষয়াবলি
০১. কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
A) যুক্তরাজ্য B) সুইডেন
C) ডেনমার্ক D) সবকয়টি
০২. জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন-
A) আন্তোনিও গুতেরেস B) হেরেন ক্লার্ক
C) আইগর রুকসির D) আইরিনা বকোভা
০৩. আফ্রিকার কোন দেশটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এ প্রর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে?
A) মরিশাস B) জিম্বাবুয়ে
C) নাইজেরিয়া D) দক্ষিণ আফ্রিকা
০৪. তুরস্ক সম্পর্কে কোনটি সঠিক?
A) এটি ন্যাটো জোটের সদস্য
B) এটি আরব লীগের সদস্য
C) এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য
D) এই উপসাগরীয় সহযোগীতা কাউন্সিলের সদস্য
০৫. বিশ্বগ্রাম ধারণাতির প্রবক্তা কে?
A) রবার্ট ম্যাকনামারা B) ফুয়াদ মাসুম
C) মার্শাল ম্যাকলুহান D) ইভান্স পল
০৬. অলিভ পর্বতটি কোথায় অবস্থিত?
A) পাকিস্তান B) জেরুজালেম
C) ইয়েমেন D) ইরাক
০৭. ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের বন্যার জন্য ফারাক্কা বাঁধকে দায়ী করেছেন?
A) ত্রিপুরার মুখ্যমন্ত্রী B) বিহারের মুখ্যমন্ত্রী
C) পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী D) আসামের মুখ্যমন্ত্রী
০৮. ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে-
A) বেইজিং B) টোকিও
C) ভেনকুভার D) এথেন্স
০৯. যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজের ভোট সংখ্যা-
A) ৫২০ B) ৫৩৮
C) ৫৯০ D) ৫২৯
১০. প্রাকৃতিক দুর্যগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত World Risk Index, 2016 অনুযায়ী বাংলাদেশ কততম ঝুঁকিপূর্ণ দেশ?
A) সপ্তম B) পঞ্চম
C) তৃতীয় D) প্রথম
১১. তাইওয়ানের প্রথম নারী রাষ্ট্রপতির নাম-
A) ওয়াং লি B) মিং কিন
C) হুং সিউ চু D) সাই ইং উয়েন
১২. হিলারি ক্লিনটন ২০১৬ সালের আমেরিকার নির্বাচনে কাকে তাঁর রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন?
A) মাইক পেন্স B) জুলিয়ান ক্যাস্ট্রো
C) টিম কেইন D) ক্রিস ক্রিস্টি
১৩. প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন?
A) ভ্যালিনটিনা তেরেশকোভা B) জুনকো তাবেই
C) ক্যারোলিনা মিকেলসন D) কেউই নন
১৪. ‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।’ – উক্তিটি কার?
A) নেলসন ম্যান্ডেলা B) ফিদেল ক্যাস্ট্রোর
C) মার্শাল টিটোর D) জন এফ কেনেডির
১৫. The Clash of Civilizations and the Remaking of World Order গ্রন্থটি কে লিখেছেন?
A) স্যামুয়েল পি হান্টিংটন B) কার্ল মার্কস
C) বিল ক্লিনটন D) অমর্ত্য সেন
১৬. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
A) ইন্দোনেশিয়া B) কাজাখাস্থান
C) সৌদি আরব D) ইরান
১৭. ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে কোথায়?
A) লর্ডস B) ওল্ড ট্রাফোর্ড
C) সোফিয়া গার্ডেন D) দ্য ওভাল
১৮. কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়?
A) র্যাচেল কারসন B) হেনরি এ ওয়ালেস
C) নরম্যান বোরল্যাগ D) জোসেফ ওয়াটসন
১৯. ‘জি-২০’ ফোরামে কয়টি দেশ রয়েছে?
A) ২১ B) ২০
C) ১৯ D) ১৮
২০. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
A) মার্কিন যুক্তরাষ্ট্র B) ইতালি
C) সুইজারল্যন্ড D) নিউজিল্যান্ড
২১. ‘কপ ২১’ সম্মেলন কিসের সাথে সম্পর্কিত?
A) বিশ্ব পরিবেশ পরিবর্তন B) বিশ্ব সন্ত্রাসবাদ
C) দারিদ্র বিমোচন D) পুলিশের আধুনিকায়ন
২২. ‘মানব উন্নয়ন সুচক ২০১৫’ র্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি?
A) অস্ট্রেলিয়া B) কানাডা
C) নরওয়ে D) আমেরিকা
২৩. রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধ-বিমানের নাম কী?
A) সি-১৩০ B) হকার হরিকেন
C) স্টেলথ D) ডি হাভিল্যান্ড মসকিটো
২৪. কোন দেশটি ন্যাটোর সদস্য নয়?
A) দক্ষিণ কোরিয়া B) অস্ট্রেলিয়া
C) জাপান D) সবগুলো
২৫. নিচের কোন দেশটি ‘জি-৮’ এর সদস্য নয়?
A) ফ্রান্স B) নেদারল্যান্ডস
C) রাশিয়া D) যুক্তরাজ্য
উত্তর