Dhaka University D Unit 2015-2016

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৫-২০১৬)

বাংলা

০১. ‘জ্ঞানপাপী’ বলে তাকে –

A) জ্ঞানের বড়াই করে যে B) সজ্ঞানে অন্যায় করে যে

C) অন্যের জ্ঞান আছে যার D) বাস্তবে জ্ঞানের প্রয়োগ করে না যে

০২. উপমান শব্দের অর্থ –

A) তুলনা B) তুলনীয় বস্তু

C) সাদৃশ্য D) প্রত্যক্ষ বস্তু

০৩. ‘One man’s meat is another man’s poison’ এর অর্থ –

A) কাক কাকের মাংস খায় না

B) কারও সর্বনাশ, কারও পৌষ মাস

C) পরের কষ্টে খুশিতে বগল বাজানো

D) শত্রুর শেষ রাখতে নেই

০৪. ‘Cosmic’ এর পরিভাষা –

A) প্রসাধনী B) সৃষ্টি

C) প্রলয় D) মহাজাগতিক

০৫. কোন বাক্যে সমধাতুজ ক্রিয়া রয়েছে –

A) সে হাসিয়া উঠিল B) সে হাসিতেছিলো

C) তার হাসিতে বিস্ময় ছিল D) সে বিস্ময়ের হাসি হাসিল

০৬. শুদ্ধ বানানে সংকলিত গুচ্ছ কোনটি?

A) মধ্যাহ্ন, বক্ষমাণ, মহত্ব B) উচ্ছ্বল, স্বায়ত্তশাসন, মহত্ব

C) প্রোজ্জ্বল, পরাস্থ, সস্ত্রিক D) পরিবহন, পক্ক, ভস্ম

০৭. ‘পশু + অধম’ এর সন্ধিসাধিত রূপ কোনটি?

A) পশ্বাধম B) পশ্যাধম

C) পশ্বধম D) পশ্যুধম

০৮. ‘এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে’ কোন কারকে কোন বিভক্তি?

A) করণে ৭মী B) অপাদানে ৭মী

C) অধিকরণে ৭মী D) কর্মে ৭মী

০৯. ‘যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে’ তাকে কী বলে?

A) প্রোষিতভর্তৃকা B) প্রবাসিনী

C) প্রোষিতপত্নীক D) প্রোষিতা

১০. ধ্বন্যাত্মক অব্যয় নয় কোনটি?

A) তির তির B) শির শির

C) মড় মড় D) ধড়ফড়

১১. ‘অলখের পাথার বাহিয়া/তরী তার এসেছে কি’ কার তরী?

A) গ্রীষ্মের B) বসন্তের

C) বর্ষার D) শীতের

১২. ‘হা-ঘরে’ কোন সমাস?

A) দ্বন্দ B) তৎপুরুষ

C) বহুব্রীহি D) দ্বিগু

১৩. ‘ত্বরা’ এর বিপরীত শব্দ?

A) তাড়াতাড়ি B) তাৎক্ষণিক

C) অপেক্ষা D) বিলম্ব

১৪. ‘বালতি’ কোন ভাষার শব্দ?

A) পর্তুগিজ B) সংস্কৃত

C) দেশি D) ফারসি

১৫. দ্রাখখমে > দ্রম্য > দাম শব্দটির বিবর্তন হলো যেভাবে –

A) প্রাচীন পারসিক থেকে বাংলা

B) প্রাচীন দ্রাবিড় থেকে বাংলা

C) প্রাচীন গ্রিক থেকে বাংলা

D) প্রাচীন অস্ট্রিক থেকে বাংলা

১৬. ভুল বানান কোনটি?

A) দ্বন্দ্ব B) শিহরণ

C) সমীচিন D) জিগীষা

১৭. ‘দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফিটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে’ চরণদ্বয়ে বিশেষণ রয়েছে –

A) একটি B) দুইটি

C) তিনটি D) চারটি

১৮. একুশের গল্প এর তপুরা কোথায় কোথায় বেড়াতে যেত?

A) বুড়িগঙ্গা, রমনা, ইস্কাটন

B) আজিমপুর, নিউমার্কেট, ইস্কাটন

C) ইস্কাটন, আজিমপুর, বুড়িগঙ্গা

D) ইস্কাটন, নিউমার্কেট, বুড়িগঙ্গা

১৯. সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র ‘একটি তুলসী গাছের কাহিনী’ ছোটগল্পে গোপনে তুলসী গাছের পরিচর্যা করেছে কে?

A) মকসুদ B) এনায়েত

C) আমজাদ D) ইউনুস

২০. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উল্লেখ আছে – কোন দেশের মেয়েরা ছাতা ব্যবহারে অধিকারী ছিল না?

A) ইরান B) পাকিস্তান

C) ভারত D) ইরাক

২১. বাঘ-ময়ূর-সিংহ ও সাপের উল্লেখ রয়েছে কোন কবিতায়?

A) কবর B) বাংলাদেশ

C) জীবন-বন্দনা D) পাঞ্জেরী 

২২. ‘কী অকলঙ্ক শুভ্র সে, কী নিভিড় পবিত্র।’ কে, কার প্রসঙ্গে এ কথা বলেছেন?

A) অপু, হৈমন্তী প্রসঙ্গে B) ন্যাড়া, বিলাসী প্রসঙ্গে

C) প্রাবন্ধিক, নারীজাতি প্রসঙ্গে D) রেণু, তপু প্রসঙ্গে

২৩. ‘সোনার তরী’ কবিতাভুক্ত ‘ভরা পালে চলে যায়’ এ চরণের পরের চরণ কোনটি?

A) ঢেউগুলি নিরুপায় B) গান গেয়ে তরী বায়

C) যারে খুশি তারে দেয় D) কোনো দিকে নাহি চায়

২৪. ‘কাল ছিলে কোথা?’ আদালতে উকিলের এ প্রশ্নের উত্তরে কমলাকান্ত বলেছে –

A) মোকামে B) বাড়িতে

C) একখানা দোকানে D) পর্যটনে

২৫. ‘কলিমদ্দি দফাদার’ গল্পের ঘটনাকাল ১৯৭১ সালের –

A) অগ্রাহায়ণ মাসের তৃতীয় বুধবার

B) ভাদ্র মাসের শেষের দিকের কোনো বুধবার

C) শ্রাবণ মাসের শেষের বৃহস্পতিবার

D) আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার

উত্তর

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

B

B

D

D

B

C

A

C

D

B

C

D

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

A

C

C

C

C

D

A

C

A

D

C

B

English

Read the following passage and answer questions (1-5)

Use of electronic mail (e-mail) has been widespread for more than a decade and a half. E-mail simplifice the flow of ideas, connects people from distant offices, eliminates the need for meeting, and often boosts productivity. However, e-mail should be carefully managed to avoid unclear and inappropriate communication. E-mail messages should be concise and limited to one topic. When complex issues need to be addressed, phone calls are still the best.

01. Which of the following would be the most appropriate title for the passage?

A) E-mail’s Popularity

B) Appropriate Use of E-mail

C) E-mail: The Ideal Form of Communication

D) Why Phone Calls Are Better than E-mail

02. The main idea of the paragraph is that E-mail

A) causes people to be unproductive when it is used to incorrectly

B) has changed considerably since it first began a decade and a half ago

C) is not always the easiest way to connect people from distant offices

D) Is effective for certain kinds of messages but if managed wisely

03. The word ‘eliminate’ means

A) established B) initiate

C) remove D) set up

04. The word productivity is a/an

A) adjective B) adverb

C) verb D) noun

05. The passage suggests that e-mail messages should be

A) unclear B) clear-cut

C) detailed D) frequent

Choose the correct preposition (6-7)

06. He felt bad ____ no reason at all.

A) of B) on

C) in D) for

07. The train to Rajshahi departed ____ the platform.

A) from B) at

C) with D) on

08. The synonym of the word ‘tumult’ is –

A) commotion B) composure

C) calm D) tranquility

09. The antonym of the word ‘Somber’ is –

A) sleepy B) bright

C) drab D) dismal

Choose the word that is closest in meaning to the word in italics (10-12)

10. Bangladesh has made considerable progress in last few decades.

A) trivial B) amazing

C) absolute D) significant 

11. The Taka has dropped by three poisha against the dollar after being steady against the greenback for more than eight month.

A) strong B) stable

C) fixed D) certain

12. We have been able to disburse over 20 percent funds allocated against the World Bank endorsed projects.

A) distribute B) procure

C) Spend properly D) collect

Choose the best option (question 13-15)

13. You can ____ Zaman to get the job done.

A) call off B) hold on

C) give in D) count on

14. Come, she will not change her mind.

A) whatever B) what may

C) which may D) off it

15. If I thought I could ____ it, I wouldn’t pay my taxes at all.

A) get away with it B) put up with

C) do away with D) grow out of it

Choose the correct pronouns (16-17)

16. Leap years, ____ have 366 days, contain an extra day in February.

A) that B) when

C) where D) which

17. Nazrul, ____ is our national poet, was also a soldier.

A) whom B) who

C) he D) what

Choose the verb that agrees with the subject (18-19)

18. He ____ tha ball so hard that it flew over the tree.

A) hitted B) hitting

C) hit D) hits

19. Each member of the large family ____ his own sets of priorities.

A) has B) is

C) have D) are

Complete the statements with appropriate choices (20-22)

20. A local company has agreed to ____ the school team with football shirts.

A) contribute B) give

C) supply D) produce

21. I really enjoy stories that are ____ in the distant future.

A) set B) found

C) put D) positioned

22. I think I’ve made our position very ____.

A) clarified B) clear

C) clearly D) cleared

23. Which of the following sentences is correct (23-24)

A) Do you know who the house belong to?

B) Do you know whom does the house belong to?

C) Do you know to whom the house belongs to?

D) Do you know who the house belongs to?

24. 

A) It was an error of judgement.

B) It was a mistake of judgement.

C) It was a wrong of judgement.

D) It was a gaffe of judgement.

25. Choose the incorrectly spelled word

A) conscientious B) preseverence

C) committee D) connoisseur

Answers

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

B

D

C

D

B

D

A

A

B

D

B

C

D

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

D

A

D

B

C

A

C

A

B

D

A

B

বাংলাদেশ বিষয়াবলি

০১. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী?

A) বিজয় ‘৭১’ B) উল্লাস

C) বিজয় কেতন D) ঐতিহ্য


০২. বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্য নয় –

A) সার্ক B) আসিয়ান

C) ন্যাম D) ডি-৮


০৩. ফেইসবুক -এর সহ প্রতিষ্ঠাতা কোন বাংলাদেশি?

A) অমিত চাকমা B) জিয়া হায়দার রহমান

C) সালমান খান D) জাওয়েদ করিম


০৪. নিচের কোন দিনটি বাংলাদেশে ‘সংবিধান দিবস’ হিসেবে পালিত হয়?

A) ৪ নভেম্বর B) ১৬ ডিসেম্বর

C) ১৭ এপ্রিল D) ১২ অক্টোবর


০৫. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?

A) সেতু মন্ত্রণালয়

B) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

C) সেতু যোগাযোগ মন্ত্রণালয়

D) সড়ক পরিবহন মন্ত্রণালয়


০৬. বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কত জন?

A) ৪ B) ৫

C) ৬ D) একজনও নেই


০৭. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির বর্তমান সুরকার কে?

A) আলতাফ মাহমুদ B) আবদুল লতিফ

C) আবদুল গাফ্‌ফার চৌধুরী D) সমর দাস

০৮. বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সর্বাধিক?

A) কৃষি B) শিল্প

C) সেবা D) পরিবহন


০৯. দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে?

A) বিরিশিরি, নেত্রকোনা B) লাউয়াছাড়া, মৌলভীবাজার

C) নবীনগর, সাভার D) কালিয়াকৈর, গাজীপুর


১০. ‘দ্য রাইজ অব ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার’ গ্রন্থটি কে লিখেছেন?

A) ওরিয়ানা ফালাচি B) আর্চার ব্লাড

C) রিচার্ড ডকিন্স D) রিচার্ড ইটন


১১. মানব উন্নয়ন সূচক ২০১৪-এ বাংলাদেশের অবস্থান কত?

A) ১৪৫ B) ১৪২

C) ১৪১ D) ১৪০


১২. ১৭ এপ্রিল ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?

A) তাজউদ্দিন আহমেদ B) মোহাম্মদ ইউসুফ আলী

C) আব্দুল মান্নান D) সৈয়দ নজরুল ইসলাম


১৩. বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?

A) ৬০.৫ B) ৭০.৫

C) ৭০.৭ D) ৮০


১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কী?

A) বেগম সুফিয়া কামাল B) লীলা নাগ

C) প্রীতিলতা ওয়াদ্দেদার D) জাহানারা ইমাম


১৫. আইএসবিএন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

A) সফ্‌টওয়্যার B) হার্ডওয়্যার

C) সাময়িকী D) বই


১৬. কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থিত?

A) কুমিল্লা B) দিনাজপুর

C) জয়পুরহাট D) রাঙামাটি


১৭. কোনটি বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল?

A) বিএনএস পদ্মা B) জীবনতরী

C) হজরত শাহ্‌জালাল D) লাইফবয়


১৮. দেশের দ্বিতীইয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি কোথায় হয়?

A) কুয়াকাটা B) কক্সবাজার

C) সেন্টমার্টিন D) টাঙ্গাইল


১৯. বিদেশিদের মধ্যে একমাত্র কে বীরপ্রতীক খেতাবে ভূষিত হন?

A) মার্ক টালি B) আঁদ্রে মালরো

C) ফাদার রেগান D) উইলিয়াম ওডারল্যান্ড


২০. দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?

A) মার্কেন্টাইল ব্যাংক B) ব্যাংক এশিয়া

C) ইস্টার্ন ব্যাংক D) ব্র্যাক ব্যাংক


২১. বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?

A) জেনেভা সালিশি আদালত B) ন্যুরেমবার্গ বিচার আদালত

C) স্থায়ী সালিশি আদালত D) হেগ ইন্টারন্যাশনাল আরবিট্যাশন কোর্ট


২২. বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় –

A) ১৯৯৬ সালে B) ১৯৮৬ সালে

C) ১৯৯১ সালে D) ১৯৭৩ সালে


২৩. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতজন নারী মুক্তিযোদ্ধা তাদের অনন্য অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন?

A) ৫ B) ৭

C) ১০ D) কোনটিই নয়


২৪. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রানীর ‘জীবনরহস্য’ উন্মোচন করেছেন?

A) গরু B) মহিষ

C) ভেড়া D) মুরগি


২৫. সম্প্রতি বাংলাদেশে ২০০ বছরের পুরনো মুদ্রা কোথায় পাওয়া গেছে?

A) উল্লাপাড়ার কানসোনায় B) আখাউড়ার গঙ্গানগর গ্রামে

C) ঈশ্বরদীর মোহনগঞ্জে D) পাবনার বেড়াতে


উত্তর


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

B

A

B

B

A

A

D

D

B

C

C

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B

D

B

B

A

D

B

C

C

D

B

B

আন্তর্জাতিক বিষয়াবলি

০১. ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?

A) কাতার B) জাপান

C) দক্ষিণ কোরিয়া D) আরব আমিরাত

০২. বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ড. জাহিদ হাসান কোন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন?

A) হাভার্ড B) প্রিন্সটন

C) ইয়েল D) কলম্বিয়া

০৩. সাম্প্রতিক ২০১৫ সালে এপ্রিল মাসে নেপালে সংঘটিত ভূমিকম্পটি কী নামে পরিচিত?

A) পোখরা ভূমিকম্প B) চিতয়ান ভুমিকম্প

C) গোর্খা ভূমিকম্প D) নগরভূম ভূমিকম্প

০৪. সিডও সনদের মোট কয়টি ধারা?

A) ২০ B) ২৫

C) ২৮ D) ৩০

০৫. সিরীয় শিশু আইলান কূর্দি কোথায় মৃত্যুবরণ কওরে?

A) ভূমধ্যসাগর B) ক্যাসপিয়ান সাগর

C) বাল্টিক সাগর D) ভারত মহাসাগর

০৬. ইউরোপের সাম্প্রতিক চলমান সংকট হচ্ছে –

A) পানি সংকট B) অর্থনৈতিক সংকট

C) জাতিগত সংকট D) অভিবাসী সংকট 

০৭. ‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?

A) নাগাসাকি B) নিউইয়র্ক

C) লন্ডন D) পিসা

০৮. মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন?

A) স্ট্যাচু অব লিবার্টি বক্তৃতা B) ১৪ দফা ঘোষণা

C) অ-হস্তক্ষেপ তত্ত্ব D) কোনটিই নয়

০৯. কোন দেশটি ইউরো মুদ্রা অঞ্চলের অন্তর্ভুক্ত নয়?

A) ইতালি B) জার্মানি

C) ফ্রান্স D) যুক্তরাজ্য

১০. বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অনুষ্ঠিত হবে –

A) ইংল্যান্ড B) অস্ট্রেলিয়া

C) দক্ষিণ আফ্রিকা D) নিউজিল্যান্ড

১১. ‘স্বাধীনতা, সাম্য ও ভার্তৃত্ব’ কোন বিপ্লবের ভিত্তি ছিল?

A) চীন বিপ্লব B) মার্কিন বিপ্লব

C) রুশ বিপ্লব D) ফরাসি বিপ্লব

১২. সাহিত্যে নোবেল পুরষ্কারজয়ী প্রথম মহিলা কে?

A) পার্ল বাক B) সেলমা লেগারলফ

C) গ্রেজিয়া ডেলেদ্দা D) সিগ্রিভ উন্দসেট

১৩. সম্প্রতি গ্রিসে গণভোট অনুষ্ঠিত হওয়ার প্রধান কারণ কী?

A) ইইউ ত্যাগ B) ইউরো জোন ত্যাগ

C) ঋণ সংকট মোকাবেলা D) সরকারের পতন

১৪. ‘ব্ল্যাক মানডে’ কিসের সম্পর্কিত?

A) রাজনীতি B) স্টক মার্কেট

C) পরিবেশ D) সন্ত্রাসবাদ

১৫. বিমসটেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

A) কাঠমান্ডু B) ব্যাংকক

C) নয়াদিল্লি D) ঢাকা

১৬. ‘এজেন্ডা ২১’ কোন বিশ্ব সংস্থা গ্রহণ কওরে?

A) জাতিসংঘ B) এডিবি

C) বিশ্বব্যাংক D) ডাব্লিউটিও

১৭. ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ -এর প্রস্তাব কোন দেশ করেছে?

A) যুক্তরাষ্ট্র B) রাশিয়া

C) ভারত D) চীন

১৮. ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে কোন পক্ষের সঙ্গে?

A) পি৫ + ১ B) পি৫ + ২

C) পি৫ + ৩ D) পি৫

১৯. প্রিস্টিনা কোন দেশের রাজধানী?

A) ক্রোয়েশিয়া B) জর্জিয়া

C) মেসিডোনিয়া D) কসভো

২০. ব্রিকস ব্যংক এর বর্তমান নাম কী?

A) এশীয় উন্নয়ন ব্যাংক B) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক

C) নয়া উন্নয়ন ব্যাংক D) নয়া সহস্রাব্দ ব্যাংক

২১. কোন দেশ এ বছর তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে?

A) সিঙ্গাপুর B) ইন্দোনেশিয়া

C) মালোয়েশিয়া D) থাইল্যান্ড

২২. কোন ইংরেজ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?

A) লর্ড মিন্টো B) লর্ড কার্জন

C) লর্ড চেমসফোর্ড D) লর্ড হার্ডিঞ্জ

২৩. নিখোঁজ বিমান এমএইচ-৩৭০ এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় –

A) বার্টলম দ্বীপে B) সান্তা ক্রজে

C) জেমস দ্বীপে D) রিইউনিয়ন দ্বীপে

২৪. সুবিক বে কোথায়?

A) মধ্য ইউরোপে B) দক্ষিণ-পূর্ব এশিয়া

C) মধ্য প্রাচ্যে D) ক্যারিবীয় অঞ্চলে

২৫. কোন যুদ্ধের পরে হংকং-এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়?

A) বক্সার যুদ্ধ B) এট্রিশন যুদ্ধ

C) আফিম যুদ্ধ D) জল যুদ্ধ

উত্তর

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

A

B

C

D

A

D

A

B

D

A

D

B

C

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B

D

A

D

A

D

C

A

D

D

B

C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *