ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৭-২০০৮)
বাংলা
০১. ‘সিডর’ শব্দটি –
A) তামিল B) তেলেগু
C) সিংহলি D) মালয়
০২. ভুল সন্ধিবিচ্ছেদ –
A) ইতঃ + পূর্বে = ইতঃপূর্বে B) উৎ + হত = উদ্ধত
C) চমক + ইত = চমকিত D) গণ্ + অ = গণ্য
০৩. ‘যুযুৎসা’ শব্দের সম্প্রসারিত রূপ –
A) যুদ্ধবিদ্যা শিক্ষার আগ্রহ
B) আত্মরক্ষার্থ লামাদের বিশেষ কৌশল
C) যুযুৎসু শিক্ষার ইচ্ছা
D) যুদ্ধ করার ইচ্ছা
০৪. নির্ভুল বানানের শব্দজোড় নয় –
A) পৌরহিত্য, নির্ঘৃণ, জেষ্ঠ্য
B) জ্যৈষ্ঠ, সচ্ছল, দৌরাত্ম
C) ঝঞ্ঝা, নিরীখ, দ্ব্যার্থ
D) দূর্বিষহ, সম্মন্ধ, জিগীসা
০৫. যথাযথ বিপরীত শব্দজোর নয় –
A) আকাশ – পাতাল B) উত্তম – মধ্যম
C) কান্না – হাসি D) গৃহী – সন্ন্যাসী
০৬. ‘তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না।’ নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ –
A) তাদের ভুলটা ভাঙতে দেরি হয়
B) অচিরেই তাদের ভুল ভাঙে
C) তাদের ভুলটা দেরিতে ভাঙে
D) তাদের ভুলটা বিলম্বে ভাঙে
০৭. শূন্যতার ভাবজ্ঞাপক ধ্বন্যাত্মক দ্বিরুক্তি –
A) ঠা ঠা B) কা কা
C) শাঁ শাঁ D) খাঁ খাঁ
০৮. ‘গুড়গুড়ি’ এর সঠিক প্রতিশব্দ –
A) ফরসি B) তামাকপাত্র
C) গুড় গুড় শব্দ D) গুড়ি গুড়ি বৃষ্টি
০৯.’পলিটিক্স্ ও চক্রান্ত যে সমার্থক নয় এ নূন্যতম বোধ বুদ্ধিহীন ব্যক্তিগণের হাতে যখন রাজনৈতিক কর্তৃত্বের দায়িত্ব আসিয়া পড়ে তখনই জাতি চরম দূর্দশায় নিপতিত হয়।’ চলিত ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা –
A) পাঁচ B) ছয়
C) সাত D) আট
১০. ‘বাগ্মিতা’র শুদ্ধ উচ্চারণ –
A) বাগ্গিতা B) বাগ্গিঁতা
C) বাগমিঁতা D) বাগ্মিতা
১১. বহুত্ববাচক শব্দ –
A) বিদ্যুদ্দাম B) বুজুর্গ
C) সেপাই D) তারা
১২. পূর্ণ বাক্যের শেষে বসে এমন বিরামচিহ্নের সংখ্যা –
A) ২টি B) ৩টি
C) ৪টি D) ৫টি
১৩. যথাক্রমে ফারসি ও তৎসম শব্দ –
A) সেতারা, শশী B) খেয়াল, দরিয়া
C) শর্বরী, মুসাফির D) রোনাজারি, সোঁত
১৪. ‘উনপাঁজুরে’ বাগ্বিধির অর্থ –
A) দুস্থ B) যার পাঁজরের হাড় কম
C) হতভাগ্য D) নিঃসম্বল
১৫. প্রতয়যোগে গঠিত –
A) পইপই B)হইচই
C) টইটই D) লাগসই
১৬. সাধিত ষ-বিশিষ্ট নয় এমন শব্দ –
A) মৃষিক B) অভিষেক
C) দৃষ্টি D) সুষম
১৭. ‘Bill’ এর যথাযথ বাংলা পারিভাষিক শব্দ –
A) দরপত্র B) পরিপত্র
C) মুল্যপত্র D) খসড়াপত্র
১৮. I was much put out by the late arrival of the train. বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ –
A) ট্রেনটি দেরিতে আসায় আমার অনেক অসুবিধা হলো
B) ট্রেনটি দেরিতে আসায় আমার বেজায় রাগ হলো
C) ট্রেনটি দেরিতে আসায় আমি বেশ বিরক্ত হলাম
D) ট্রেনটি দেরিতে আসায় আমার বেশ অসুবিধাই হলো
১৯. ‘তাঁহার সদুপদেশটা একেবারে বাজে খরচ হইল।’ ‘হৈমন্তী’ গল্পে সদুপদেশটা –
A) বনমালী বাবুর B) হৈমন্তীর বাবার
C) হৈমন্তীর শশুরের D) হৈমন্তীর শাশুড়ির
২০. ‘স্বর্ণশ্যাম বুক ছিঁড়ে / অস্ত্র হাতে নামে সাস্ত্রী কাপুরুষ’ কাদের কথা বলা হলো?
A) ব্রিটিশ সেনা B) পাকিস্তানি সেনা
C) ভারতীয় সেনা D) আমেরিকান সেনা
২১. ‘তুলসী পাতার রসের প্রয়োজন হয় নাই তার।’ কার প্রয়োজন হয়নি?
A) মোদাব্বেরের B) এনায়েতের
C) মকসুদের D) ইউনুসের
২২. ‘স্বপ্নালু চোখে স্বপ্ন নাবতো তার।’ কার চোখে স্বপ্ন নামতো?
A) তপুর B) রেণুর
C) রুণীর D) রাহাতের
২৩. ‘পাঞ্জেরি’ কবিতার পর্ববিন্যাস মূলত –
A) ৮ + ৬ B) ৬ + ৬+ ২
C) ৫ + ৫+ ৪ D) ৪ + ৪ + ৪ + ২
২৪. ‘যৌবনের গানে’ কথিত ‘নীল মঞ্জষার মণি’র প্রাপ্তিস্থল –
A) কাঞ্চঞ্জঙ্ঘা B) বরফের নীচ
C) সাগর তল D) গভীর জঙ্গল
২৫. জন্ম বর্তমান বাংলাদেশে নয় –
A) মাইকেল মধুসূদন দত্তের B) মুহম্মদ আবদুল হইয়ের
C) কাজী মোতাহার হোসেনের D) সুফিয়া কামালের
উত্তর
English
Read the following passage and then answer Questions 1 – 7:
Natural calamities are not uncommon in our part of the world. Annual flooding is regularly complemented by annual droughts in many parts of Bangladesh. To these two chief agents of our misery you can add the violent storms that originate in the Bay of Bengal and wreak death and destruction on our coastal belt every now and then. The most recent example is hurricane Sidr that struck the southern districts on the evening of 15 November, 2007. Despite early warning and precautionary measures, the devastation caused by Sidr has been horrifying. You look to the West and realize with a start that catastrophes such as hurricanes, tornadoes and flash floods are also becoming more and more frequent there. You can’t help wondering whether what you call natural calamities are wholly natural today; for some of them are, to a very considerable degree. Certainly caused by air and water pollution, deforestation, was on big and small scale, each, of which is creation of man and all of which have combined to produce the alarming phenomenon called global warming you ask: are not natural calamities really nature’s vengeance for the sins committed by man against nature?
01. ‘Vengeance’ means –
A) revenge B) venerable
C) generous D) energy
02. ‘Every now and then’ means –
A) always B) never
C) now D) occasionally
03. ‘Our coastal belt’ in the paragraph refers to ____ .
A) leather strip produced and worn in the seaports of Bangladesh
B) belt like shape of the Chittagong coast
C) islands off the Sundarbans
D) The southern districts of Bangladesh bordering the Bay of Bengal
04. ‘Not uncommon’ is an instance of ____ .
A) negatives used incorrectly
B) incorrect arrangement of words
C) double negative producing an affirmative
D) sheer nonsense
05. ‘Global warming’ refers to –
A) A historical phenomenon B) political disorder
C) endangered environment D) rise in the earth’s temperature
06. ‘Deforestation’ is caused chiefly by ____ .
A) Wild fire
B) Hurricane
C) man unscrupulously destroying forest
D) long period of dry weather
07. The apraghra[h blames natural calamities on ____ .
A) god B) man
C) fate D) nature
Choose the correct option:
08. Birds of a Feather ____ together.
A) group B) fly
C) flock D) nest
09. The correct antonym of the word ‘shrivel’ is:
A) embrace B) expand
C) explode D) enslave
10. Which is the best translation of the sentence – সে খুবই আবেগ প্রবণ।
A) He is very passionate B) He is very proud
C) He is very conscientious D) He is very emotion
11. He passed ____ but did not notice me.
A) out B) on
C) by D) at
12. Choose the correct synonym for ‘buccaneer’.
A) bachelor B) presenter
C) pirate D) butcher
13. ‘Hitting below the belt’ means:
A) doing something unfair in a competition
B) injuring someone fatally
C) striking someone in the abdomen
D) beating someone in a competition
14. Choose the incorrect sentence:
A) Who is the best of the two boys?
B) Who is the best among these boys?
C) Who is the best among the three boys?
D) Who is the best boy of the group?
15. The correct spelling is:
A) Transfigaration B) Transfiguration
C) Transfigarution D) Transfigurution
Identify the pair that does not fit (Question 16 – 17):
16. A) ambiguous / obvious B) brutal / human
C) fantastic / believable D) colossal / gigantic
17. A) obnoxious / likable B) excitable / calm
C) spontaneous / deliberate D) determined / resolute
18. I would like a complete break down ____ these figures.
A) by B) into
C) of D) for
19. Life is a succession of lessons ____ must be lived to be understood.
A) then B) those
C) which D) these
20.The year 1913. The wright brothers had just ____ in making an airplane that could fly.
A) delighted B) announced
C) proceeded D) succeeded
21. The correct synonym of the word ‘astute’ is:
A) autistic B) shrewd
C) economic D) acute
22. ‘Bon voyage’ means –
A) Have a sound sleep B) Devil’s advocate
C) A handsome fellow D) wish you a good trip
23. Although his dress is ____ in all other ways he seems to be a perfectly normal man.
A) eccentric B) conventional
C) conservative D) old-fashioned
24. Choose the word that is misspelled.
A) dirrhea B) cholera
C) dehydration D) typhoid
25. Which is the correct sentence?
A) I wish I was in your shoes
B) I wish I were in your shoes
C) I wish I got into your shoes
D) I wish I get into your shoes
Answers
বাংলাদেশ বিষয়াবলি
০১. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন সালে?
A) ১৯৭২ সালে B) ১৯৭৩ সালে
C) ১৯৭৪ সালে D) ১৯৭৫ সালে
০২. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর?
A) ১৯৮৩ B) ১৯৮২
C) ১৯৭৬ D) ১৯৯১
০৩. বাংলাদেশ সরকার বর্তমানে নিম্নের কোন দলিলটি বাস্তবায়ন করছে?
A) Poverty Reduction Strategy Papers (PRSP)
B) Population Reduction Strategy Papers (PRSP)
C) Poverty Reduction Synthesis Papers (PRSP)
D) Population Reduction Synthesis Papers (PRSP)
০৪. সাফটা চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়?
A) ২০০২ B) ২০০৪
C) ২০০৬ D) ২০০০
০৫. ‘এ গোল্ডেন এজ’ উপন্যাসটির রচয়িতা –
A) তাহমিমা আনাম B) মনিকা আলী
C) সৈয়দ মনজুরুল ইসলাম D) এদের কেউ নন
০৬. কোন তারিখে নির্বাহী বিভাগ হতে বাংলাদেশের বিচার বিভাগ পৃথক হয়েছে?
A) ১ নভেম্বর ২০০৭ B) ২ নভেম্বর ২০০৭
C) ১ ডিসেম্বর ২০০৭ D) ২ ডিসেম্বর ২০০৭
০৭. বাংলাপিডিয়ার প্রকাশক –
A) বাংলা একাডেমি B) ইউপিএল
C) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ D) ঢাকা বিশ্ববিদ্যালয়
০৮. বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জণ্য সংরক্ষিত আসন সংখ্যা –
A) ২৫ B) ১৫
C) ৩০ D) ৪৫
০৯. বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় –
A) রাঙামাটিতে B) নেত্রকোনায়
C) যশোরে D) রংপুরে
১০. বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ –
A) ১ একর B) ১.৫ একর
C) ২ একর D) ০.১৫ একর
১১. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক –
A) সাইমন ড্রিং B) উইলিয়াম ডালরিম্পল
C) ডব্লিঊ এ এস ওডারল্যান্ড D) আর্চার বাড
১২. আর্সেনিক দূরীকরণ সনো ফিল্টারের উদ্ভাবক –
A) মোস্তফা জব্বার B) অধ্যাপক আবদুস সালাম
C) অধ্যাপক আবুল হুসসাম D) অধ্যাপক আবদুল গনি
১৩. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
A) ওআইসি B) এফএও
C) কমনওয়েলথ D) ন্যাম
১৪. ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর –
A) লুই কান B) নিতুন কুন্ডু
C) শামীম শিকদার D) সৈয়দ আবদুল্লাহ খালেদ
১৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য –
A) স্যার এএফ রহমান B) পি জে হার্টস
C) উইলিয়াম জোনস D) জিএইচ ল্যাংলি
১৬. কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
A) UNICEF B) UNESCO
C) ILO D) UNIFEM
১৭. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ –
A) ইরাক B) সৌদি আরব
C) কুয়েত D) সংযুক্ত আরভ আমিরাত
১৮. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী –
A) খাজা নাজিমুদ্দিন B) এ. কে. ফজলুল হক
C) মোহাম্মদ আলী D) হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী
১৯. ‘কান্তজী’র মন্দিরের অবস্থান –
A) নাটোর B) দিনাজপুর
C) সিলেট D) রংপুর
২০. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় –
A) ১৯৫৪ সালে B) ১৯৫৬ সালে
C) ১৯৫৭ সালে D) ১৯৬১ সালে
২১. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদিত হয় –
A) ১৯৯৬ সালে B) ১৯৯৭ সালে
C) ১৯৯৮ সালে D) ১৯৯৯ সালে
২২. এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কয়বার সংশোধিত হয়েছে?
A) ১২ B) ১৩
C) ১৪ D) ১৬
২৩. ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় –
A) ভারতে B) পাকিস্তানে
C) শ্রীলঙ্কায় D) বাংলাদেশে
২৪. জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি –
A) দেবপ্রিয় ভট্টাচার্য B) ইসমত জাহান
C) হুমায়ুন কবীর D) মুহম্মদ জমির
২৫. তত্ত্বাবধায়ক সরকার কার কাছে দায়বদ্ধ?
A) প্রধান উপদেষ্টা B) রাষ্ট্রপতি
C) স্পিকার D) প্রধান বিচারপতি
উত্তর
আন্তর্জাতিক বিষয়াবলি
০১. নিম্নের কোন দুটি দেশ এখনো বাস্তবিক পক্ষে যুদ্ধরত রয়েছে –
A) ভারত ও পাকিস্তান B) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
C) চীন ও জাপান D) মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি
০২. রূপার্ট মারডক –
A) একজন মিডিইয়া লর্ড
B) অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী
C) অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল
D) অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান
০৩. কোন আন্তর্জাতিক সংস্থা ২০০৭ সালে আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে যৌথভাবে শান্তির জন্য নোবেল পুরষ্কার পেয়েছে?
A) ইউনেস্কো
B) ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ
C) ইউনিসেফ
D) বিশ্ব খাদ্য সংস্থা
০৪. ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট –
A) ইভো মোরালেস B) হুগো শ্যাভেজ
C) নিকুলাস মাদুরো D) ড্যানিয়েল অরটেগা
০৫. দক্ষিণ পূর্ব এশিয়ার কোন্দ এশ কখনই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না?
A) সিঙ্গাপুর B) থাইল্যান্ড
C) ইন্দোনেশিয়া D) ব্রুনাই দারুস-সালাম
০৬. ড্রাগন অর্থনীতিসমূহে নিম্নের কোন দেশগুলো অন্তর্ভুক্ত?
A) দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর
B) দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন ও থাইল্যান্ড
C) দক্ষিণ কোরিয়া, তাইওয়ান,হংকং ও মালয়েশিয়া
D) দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও চীন
০৭. পাকিস্তানে জেনারেল পারভেজ মোশাররফ কত সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেণ?
A) ১৯৯৯ B) ২০০১
C) ১৯৯৮ D) ২০০২
০৮. ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম –
A) রাজ্যসভা B) লোকসভা
C) জাতীয় সংসদ D) বিধান সভা
০৯. ক্যাম্প ভেভিভ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
A) মেরিল্যান্ড B) ভার্জিনিয়া
C) কেন্টাকি D) ওহাইও
১০. ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে কোন মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিলেন?
A) উড্রো উইলসন B) বিল ক্লিনটন
C) রিচার্ড নিক্সন D) রোনাল্ড রিগান
১১. আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ –
A) কানাডা B) রাশিয়া
C) ব্রাজিল D) ভারত
১২. বিশ্বের সর্ববৃহৎ টিন উৎপাদনকারী দেশ –
A) ভারত B) মালয়েশিয়া
C) দক্ষিণ আফ্রিকা D) ব্রাজিল
১৩. ইস্তাম্বুলের পূর্ব নাম –
A) আংকারা B) ইজমির
C) কনস্ট্যানটিনোপল D) আদানা
১৪. রাশিয়ার মুদ্রার নাম –
A) ইউরো B) রুবল
C) লিরা D) পেসো
১৫. ৯/১১ ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে কোন বিভাগটি প্রতিষ্ঠা করা হয়?
A) ডিপার্টমেন্ট অব স্টেট
B) ডিপার্টমেন্ট অব কমার্স
C) ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি
D) ডিপার্টমেন্ট অব ডিফেন্স
১৬. কোন পরমাণু কেন্দ্রের জন্য রাশিয়া এবং ইরানের মধ্যে ২০০৭ সালের অক্টোবর মাসে চুক্তি স্বাক্ষরিত হয়?
A) বুশার B) আরাক
C) নাতান্জ D) ইস্পাহান
১৭. Wailing Wall অবস্থিত –
A) বার্লিনে B) রোমে
C) জেরুজালেমে D) মাদ্রিদে
১৮. টেস্ট ক্রিকেটে ইনজামাম উল হক পাকিস্তানের পক্ষে কার সর্বমোট রানের রেকর্ড ভাঙতে ব্যর্থ হয়েছেন?
A) জাভেদ মিয়াঁদাদ B) শোয়েব মালিক
C) জহির আব্বাস D) ইমরান খান
১৯. বিশ্বে শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ –
A) কানাডা B) জাপান
C) ডেনমার্ক D) সুইডেন
২০. নেপচুনের নবতম আবিষ্কৃত উপগ্রহ –
A) এস২০০৩এন-১ B) এস২০০৩এন-১
C) এস২০০৩এন-২ D) এস২০০৩এন-১২
২১. পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত –
A) নীল B) ফোরাত
C) জর্ডান D) সিন্ধু
২২. দক্ষিণ আফ্রিকার রাজধানী কোথায় অবস্থিত?
A) কেপটাউন B) জোহান্সবার্গ
C) প্রিটোরিয়া D) সোয়েটো
২৩. নেপাল সরকার ও মাওবাদী গেরিলাদের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদিত হয় কোন তারিখে?
A) ৮ ডিসেম্বর ২০০৬ B) ৮ নভেম্বর ২০০৬
C) ৮ অক্টোবর ২০০৬ D) ৮ সেপ্টেম্বর ২০০৬
২৪. ‘ইন্ডিয়াজ এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাসটেইন্ড গ্রোথ’ গ্রন্থের লেখক –
A) পি. চিদিম্বরম B) যশোবন্ত সিং
C) মনমোহন সিং D) অমর্ত্য সেন
২৫. কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল?
A) পারস্য উপসাগর B) আরব সাগর
C) শাত ইল আরব D) ওমান উপসাগর
উত্তর