Dhaka University D Unit Admission Question 2008-2009

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৮-২০০৯)

বাংলা

০১. ‘টুপভুজঙ্গ’ বাগ্‌ধারাটির অর্থ –

A) জল-সাপ     B) নির্লজ্জ

C) নেশাগ্রস্থ     D) গো-সাপ

 

০২. ‘অতি কর্মনিপুণ ব্যক্তি’র বাক্য সংকোচন –

A) ধুরন্ধর      B) কর্মদক্ষ

C) কর্মবীর    D) সুকর্মী

 

০৩. প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ শব্দ –

A) তদ্দর্শনে B) অধীন

C) নির্দোষ     D) আবশ্যকীয়

 

০৪. আধার-আধেয় সম্বন্ধ হলো –

A) টিনের দুধ     B) রাজশাহীর পদ্মা

C) যমুনা সেতু   D) টর্চের আলো

 

০৫. ‘Bloc’ এর যথার্থ পারিভাষিক শব্দ –

A) অবরোধ                B) শক্তিজোট

C) নির্ধারিত এলাকা   D) নির্দিষ্টসংখ্যক অট্টালিকা

 

০৬. অসংলগ্ন সমাস –

A) কালোগোলাপ       B) সঙ্গীত সম্মেলন

C) সংস্কৃতি বিষয়ক    D) রীতি-নীতি

 

০৭. ভুল সন্ধি

A) মনঃ + কষ্ট = মনঃকষ্ট     B) ইতঃ + পূর্বে = ইতপূর্বে

C) সিম্‌ + হ = সিংহ              D) শ্রু + অন = শ্রবণ

 

০৮. উপসর্গযুক্ত শব্দ –

A) কুজন     B) কুসুম

C) কুলীন     D) কুশল

 

০৯. কর্মবাচ্যের উদাহরণ –

A) ওকে খেতে ডেকে আন B) দূর থেকে পাহাড় নিচু দেখায়

C) কেমন শীত শীত করছে    D) তা, আপনার কী করা হয়

 

১০. বহুবচনজ্ঞাপক শব্দ –

A) ময়   B) চয়

C) লয়   D) হয়

 

১১. ‘আমার মনে হইয়াছে, ইংরেজের মহত্বকে এরা সকল প্রকার নৌকাডুবি থেকে উদ্ধার করিতে পারিবেন।’ চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা –

A) তিন   B) চার

C) পাঁচ   D) ছয়

 

১২. ‘On that question I must part company with you.’ বাক্যটির বঙ্গানুবাদ –

A) ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সঙ্গে ভিন্নমত পোষণ করব

B) ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সঙ্গে কোম্পানিটি ভাগ করে নেব

C) ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব

D) ঐ প্রশ্নে আমি নিশ্চয়ই তোমার বিরুদ্ধে যাব

 

১৩. প্রতিশব্দদ্বয় –

A) প্যান্ট – কোর্তা    B) মৎস – মাংস

C) লাল – লোহিত     D) ফ্রুট – ফুল

 

১৪. ‘বাজখাঁই’ শব্দটি –

A) বিশেষ্য    B) বিশেষণ

C) সর্বনাম    D) ক্রিয়া

 

১৫. আরবি শব্দ নয় –

A) আজব   B) আদব

C) আমল   D) আবাদ

 

১৬. কোন শব্দগুচ্ছে অশুদ্ধ বানান আছে –

A) প্রদোষ; যুধিষ্ঠির; চান্দ্রায়ণ; পরান্ন

B) সমীক্ষণ; বিপন্ন; শতবার্ষিক; সাইরেন

C) শেকসপিয়র; পরিষ্কার; সুরকি; সৌষ্ঠ্যর

D) প্রণয়ন; পরিবহন; দুর্নীতি; হস্থিনী

 

১৭. ‘গৃহী’ এর বিপরীতার্থক শব্দ –

A) সংসারী    B) সঞ্চয়ী

C) সংস্থিতি   D) সন্ন্যাসী

 

১৮. কোনটি প্রবাদ?

A) বোমা ফাটানো    B) পাড়াপড়শির চক্ষুশূল

C) চড়াই উৎরাই      D) ধর্মের কল বাতাসে নড়ে

 

১৯. দুটি পুরুষবাচক রূপ রয়েছে কোন শব্দের?

A) ননদ     B) প্রিয়া

C) শিষ্যা    D) আয়া

 

২০. ‘একটি ফটোগ্রাফ’ কোন ছন্দে লেখা?

A) সমিল অক্ষরবৃত্ত     B) মুক্তক অক্ষরবৃত্ত

C) স্বরমাত্রিক               D) মাত্রাবৃত্ত

 

২১. স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে?

A) পনের    B) দশ

C) সাত       D) পাঁচ

 

২২. ‘চারি দিকে বাঁকা জল করিছে খেলা।’ ‘বাঁকা জল’ কিসের প্রতীক?

A) স্রোতপূর্ণ জল     B) ঘূর্ণ্যমান জল

C) কালস্রোত           D) আঁকাবাঁকা স্রোত

 

২৩. ‘রাজনীতির রাঙালাঠি’ কোন রচনার প্রসঙ্গ?

A) একটি তুলসী গাছের কাহিনী   B) একুশের গল্প

C) সাহিত্যের খেলা                       D) ভাষার কথা

 

২৪. ‘রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা।’ পঙ্‌ক্তিটির আগের পঙ্‌ক্তি –

A) ‘সারা বাড়ি ভতি এত সোনা মর ছড়াইয়া দিল কারা’

B) ‘বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা’

C) ‘এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেতে হইতাম সারা’

D) ‘আমারে দিখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ’

 

২৫. শকুন্তলাকে রক্ষা করেছিল –

A) বিশ্বামিত্র    B) মেনকা

C) কণ্বমুনি      D) শকুন্ত

 

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

B

D

A

B

B

B

A

B

B

D

A

C

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

B

D

C

D

D

A

B

C

C

C

B

D

 

English

01. Choose the correct sentence

A) I earned nearly a hundred dollars last week

B) I earned a nearly hundred dollars last week

C) I earned a hundred dollars nearly last week

D) I earned a hundred dollars last week nearly


02. ‘Bank on’ in the sentence ‘You really can’t bank on the support of this neighbour of yours’ means –

A) ask for B) appeal to

C) ignore     D) depend on

 

03. Choose the appropriate preposition for the following sentence : ‘The behaviour of our politics does not accord ____ their stated principles.’

A) with      B) for

C) to D) into

 

04. The word that readily falls into place in the blank : ‘In spite of everything’ life is worth ____ .

A) eating B) singing

C) dancing    D) living

 

05. It is correct to say ____ .

A) Habib and myself stayed home

B) Habib and me stayed home

C) Myself and habib stayed home

D) Habib and I stayed home

 

Read the following passage and answer questions (6 to 10):

Why is literacy so important in the modern world? Some of the reasons, like the need to fill out forms or get a good job, are obvious. But the chief reason is broader. The complex undertakings of modern life depend on the cooperation of many people with different specialities in different places. Where communication fails, so do the undertakings. The function of national literacy is to foster effective nationwide communications. Our chief instrument of communication over time and space is the standard national language, which is sustained by national literacy. Mature literacy alone enables the tower to be fly without crashing. All nationwide communications, whether by telephone, radio, TV, or writing, are fundamentally dependent upon literacy, for the essence of literacy is not simply reading and writing but also effective use of the standard literate language.

 

06. ‘Obvious’ means –

A) clear          B) obscure

C) unclear D) evidence

 

07. Complex undertaking of modern life means –

A) the complexities of modern life

B) the complex tasks of modern life

C) the immense variety of modern life

D) the various aspects of modern life

 

08. According to the passage, the main function of literacy is to –

A) promote interaction between people

B) enable people to read and write

C) enable people to get better job

D) promote knowledge

 

09. According to passage the main medium of ‘communication’ is –

A) TV   B) radio

C) standard language  D) telephone

 

10. The real meaning for literacy is:

A) the ability to read and write

B) the ability to use the standard language

C) the ability to formulate ideas

D) the ability to exchange ideas

 

Fill in the blanks with the appropriate word(s) :

11. ____ that life began billions of years ago in the water.

A) In the belief B) It is believed

C) The belief   D) Believing

 

12. The most important chemical catalyst on the planet is chlorophyll, ____ carbon dioxide and water react to form carbohydrates.

A) whose presence B) which is present

C) presenting D) in the presence of which

 

13. Choose the correct options: An antonym if ‘severity’ is –

A) security       B) celebrity

C) mildness     D) separation

 

14. Which word rhymes with ‘brow’?

A) crow     B) through

C) crew   D) now

 

15. The correct translation of ‘আমি আম পছন্দ করি’ would be –

A) I like mango 

B) I would like a mango

C) I like mangoes 

D) I like the mango

 

16. The phrase ‘look up to’ most probably means –

A) revere       B) search

C) glance   D) find


17. Please don’t ____ on your payments.

A) fall back    B) fall behind

C) fall on        D) fall of

 

18. If we work steadily, we can finish ____ noon.

A) by    B) on

C) in     D) between

 

19. It was I ____ he wanted to sing to.

A) who    B) whom

C) which    D) that

 

20. You must be careful to ____ in your use of tense.

A) look up B) remain constant

C) maintain consistency D) double check

 

21. Choose the correctly spelled word:

A) Payprous B) Papyrus

C) Pappyras   D) Pepyras

 

22. He took ____ bull by ____ horns.

A) an, the     B) the, the

C) a, an D) the, on

 

23. He fantasized ____ winning the lottery.

A) with B) from

C) after    D) about

 

24. Strenuous exercise soon ____ meals is detrimental ____ health.

A) after, to         B) through, against

C) before, for    D) from, upon

 

25. The correct passive form of ‘we don’t like idle people’ is –

A) We are not liked by idle people

B) Idle people are not liked us

C) Idle people are not of our liking

D) Idle people are not liked by us

 

Answers

 

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

A

D

A

D

D

A

B

A

C

A

B

D

C

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

 

A

C

A

A

A

B

C

B

B

D

A

D

 

 

বাংলাদেশ বিষয়াবলি

০১. জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় –

A) প্রথম সংশোধনীতে     B) দ্বিতীয় সংশোধনীতে

C) তৃতীয় সংশোধনীতে    D) চতুর্থ সংশোধনীতে

 

০২. শকুন্তলা গ্রন্থটির রচয়িতা –

A) ঈশ্বরচন্দ্র গুপ্ত                 B) কালিদাস

C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়    D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

০৩. বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় –

A) ১৯৮৫ সালে     B) ১৯৮৬ সালে

C) ১৯৯৫ সালে     D) ১৯৯৬ সালে

 

০৪. বাংলাদেশ কখন বিশ্ববাণিজ্য সংস্থার (WTO) সদস্যপদ লাভ করে?

A) জানুয়ারি ১৯৯৪     B) জানুয়ারি ১৯৯৫

C) জানুয়ারি ১৯৯৩    D) জানুয়ারি ১৯৯৬

 

০৫. ড. মুহাম্মদ ইউনূসকে নোবেল পুরষ্কার দেওয়া হয় –

A) ক্ষুদ্রঋণে     B) দারিদ্র দূরীকরণে

C) শান্তিতে      D) অর্থনীতিতে

 

০৬. ‘আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন’ – গানটির রচয়িতা-

A) গাজী মাজহারুল আনোয়ার    B) খান আতাউর রহমান

C) মোহাম্মদ মনিরুজ্জামান        D) মোহাম্মদ রফিকুজ্জামান

 

০৭. বাংলাদেশের কোন উপজাতির পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক?

A) গারো       B) মারমা

C) সাঁওতাল D) খাসিয়া

০৮. ‘আমার সোনার বাংলা’ গানের কয়টিলাইন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে বেছে নেওয়া হয়েছে?

A) প্রথম চারটি    B) প্রথম নয়টি

C) প্রথম দশটি    D) প্রথম বারোটি

 

০৯. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে?

A) ২২    B) ২৭

C) ১৮    D) ১১৮

 

১০. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল?

A) সেক্টর – ৩   B) সেক্টর – ৫

C) সেক্টর – ৭   D) সেক্টর – ৯

 

১১. ভারতের ছিটমহল নেই –

A) লালমনিরহাটে    B) রংপুরে

C) কুড়িগ্রামে           D) নীলফামারীতে

 

১২. ‘মৎস্যন্যায়’ বাংলার কোণ সময়কাল নির্দেশ করে?

A) ৫ম-৬ষ্ঠ শতক   B) ৬ষ্ঠ-৭ম শতক

C) ৭ম-৮ম শতক    D) ৮ম-৯ম শতক

 

১৩. ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত –

A) র‍্যাডক্লিফ কমিশন     B) সাইমন কমিশন

C) লরেন্স কমিশন D) ম্যাকডোনাল্ড কমিশন

 

১৪. তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল –

A) শেরে বাংলা নগরে     B) জগন্নাথ হলে

C) তেজগাঁয়ে                  D) জগন্নাথ কলেজে

 

১৫. ভাসানী যখন ইউরোপে বইটির লেখক –

A) খন্দকার মোহাম্মদ ইলিয়াস    B) শওকত ওসমান

C) বদরুদ্দীন উমর                       D) আবু জাফর শামসুদ্দীন

 

১৬. স্যার পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হল অবস্থিত –

A) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে    B) হাভার্ড বিশ্ববিদ্যালয়ে

C) কলকাতা বিশ্ববিদ্যালয়ে      D) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

 

১৭. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন –

A) অধ্যাপক ইউসুফ আলী  B) কামারুজ্জামান

C) তাজউদ্দীন আহমদ        D) ক্যাপ্টেন মনসুর আলী

১৮.কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন?

A) আজাদ      B) সওগাত

C) নবযুগ       D) ধূমকেতু

 

১৯. বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় –

A) ৪০০ ডলারের নিচে   B) ৪৫০ ডলারের নিচে

C) ৫০০ ডলারের নিচে   D) কোনোটিই নয়

 

২০. বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম –

A) পার্লামেন্ট                  B) এ্যাসেম্বলি

C) ন্যাশনাল এ্যাসেম্বলি  D) ইউজ অব দ্য নেশন

 

২১. ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে সর্বনিম্ন করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে –

A) এক লক্ষ টাকা 

B) এক লক্ষ ২০ হাজার টাকা

C) এক লক্ষ ৬৫ হাজার টাকা 

D) এক লক্ষ ৮০ হাজার টাকা

 

২২. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কতজন নারীকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়?

A) দুই জন      B) তিন জন

C) চার জন     D) পাঁচ জন

  

২৩. বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় –

A) ১৯৫৫ সালে       B) ১৯৫৬ সালে

C) ১৯৫৭ সালে   D) ১৯৫৮ সালে

 

২৪. কোনটি ভুল?

A) BANSDOC: Bangladesh Scientific and Technical Documentation Centre

B) BCSIR: Bangladesh Cultural Scientific and Industrial Research

C) GIS: Geographical Information System

D) ECNEC: Executive Committee of National Economic Council

 

২৫. বাংলাদেশের রাষ্ট্রীয় লোগটি ডিজাইন করেন –

A) কামরুল হাসান B) এ এন এ সাহা

C) আবদুর রউফ    D) মোহাম্মদ কিবরিয়া

 

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

D

B

B

C

C

B,C

C

A

C

B

C

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

B

C

D

D

C

D

D

C

A

A

B

B

 

আন্তর্জাতিক বিষয়াবলি

০১. গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?

A) মিসর ও ইসরায়েল     B) সিরিয়া ও ইসরায়েল

C) জর্ডান ও ইসরায়েল   D) রাশিয়া ও জর্জিয়া

 

০২. নিকারাগুয়ার রাজধানী –

A) মানামা                 B) কারাকাস

C) সান সালভাদর    D) মানাগুয়া

 

০৩. আনোয়ার হোজ্জা কোন দেশের শাসক ছিলেন?

A) ইজবেকিস্তান      B) তুরস্ক

C) আলবেনিয়া         D) তাজিকিস্তান

 

০৪. ‘বেলফোর ঘোষণা’ কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত?

A) পাকিস্তান   B) কসভো

C) ইসরায়েল   D) কিউবা

 

০৫. ভুটানের জাতীয় খেলা –

A) ফুটবল    B) ক্রিকেট

C) আর্চারি    D) টেনিস

 

০৬. WMD – এর পূর্ণরূপ –

A) ওয়াটার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট

B) ওয়ার অফ মাস ডেস্ট্রাকশন

C) উইপেন্‌স অব মাস ডেস্ট্রাকশন

D) ওয়ার্ল্ড মাস ডেভেলপমেন্ট

 

০৭. আফ্রিকার শিং কোথায় অবস্থিত?

A) উত্তরপূর্ব আফ্রিকা    B) দক্ষিণপূর্ব আফ্রিকা

C) পূর্ব আফ্রিকা             D) দক্ষিণ আফ্রিকা

 

০৮. জাপানের সবচেয়ে বড় দ্বীপ –

A) হোক্কাইডো     B) কিয়ূসু

C) হনস্‌              D) সিককু

  

০৯. মার্টিন লুথার একজন –

A) নাগরিক অধিকার আন্দোলনকারী     B) ধর্ম সংস্কারক

C) গায়ক                                                  D) শিল্পী

 

১০. ‘সুনামি’ শব্দটি –

A) জাপানি     B) ডাচ্‌

C) ফরাসি       D) চীনা

 

১১. পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তির সদস্য না হওয়া সত্ত্বেও কোন রাষ্ট্র সম্প্রতি নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপের সাথে বাণিজ্য করার অনুমতি পেয়েছে?

A) জাপান            B) উত্তর কোরিয়া

C) পাকিস্তান       D) ভারত

 

১২. কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়?

A) জাপান     B) সৌদি আরব

C) তুরস্ক        D) ওমান

 

১৩. বারাক ওবামার পূর্বে কোন আফ্রিকান-আমেরিকান ব্যক্তি ডেমোক্রেটিক পার্টি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চেয়েছিলেন?

A) মার্টিন লুথার কিং         B) জেসি জ্যাকসন

C) নোয়া লুইস রবিনসন   D) রেভারেন্ড লিয়ন সুলিভান

 

১৪. আর্কটিক এর বরফ গলে যাবার কারণ –

A) বৈশ্বিক উষ্ণতা  B) প্রলম্বিত গ্রীষ্মকাল

C) ভূমিকম্প          D) অতিরিক্ত বৃষ্টিপাত

 

১৫. কোন অবদানের জন্য ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্টি আহতিসারি ২০০৮ সালের নোবেল পুরষ্কার লাভ করেন?

A) আন্তর্জাতিক দ্বন্দের সমাধান

B) সার্বজনীন মানবাধিকারের উন্নয়ন

C) পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম

D) অনুন্নত দেশগুলোতে দারিদ্র বিমোচন

 

১৬. যুক্তরাষ্ট্রের কোন সাবেক পররাষ্ট্রমন্ত্রী White House Years রচনা করেন?

A) হ্যারন্ড ব্রাউন        B) জেমস্‌ বেকার

C) জর্জ শুল্‌জ          D) হেনরি কিসিঞ্জার

 

১৭. কোন সংস্থা মানবাধিকার এবং গণতন্ত্রের সংগ্রামে অবদানের জন্য ‘Sakharov Prize for Freedom of Thought’ পুরষ্কার দিয়ে থাকে?

A) ইউরোপীয় ইউনিয়ন        

B) মার্কিন যুক্তরাষ্ট্র সরকার

C) জাতিসংঘ মানবাধিকার কমিশন 

D) কোনটিই নয়

 

১৮. FARC গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে?

A) পেরু        B) কলম্বিয়া

C) চিলি         D) কোস্টারিকা

 

১৯. ওয়েস্ট পয়েন্টে যুক্তরাষ্ট্রের –

A) নৌ একাডেমি                    B) সামরিক একাডেমি

C) বিমানবাহিনী একাডেমি    D) মেরিন একাডেমি

 

২০. সম্প্রতি কোন দেশকে যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে?

A) সৌদি আরব       B) পাকিস্তান

C) ইরাক                 D) উত্তর কোরিয়া

 

২১. ‘ডটার অব দি ইস্ট’ বইটি লিখেছেন –

A) গোল্ডা মেয়ার   B) বেনজির ভুট্টো

C) ইন্দিরা গান্ধী      D) শ্রীমাভো বন্দরানায়েকে

 

২২. চীনা নভোচারী যে নভোযানে ২০০৮ সালে সফল মহাকাশ যাত্রা করেছেন –

A) শেনজু-৭     B) ডিসকভারি

C) এ্যাপোলো    D) স্পুটনিক

 

২৩. দারফুর সংকটের সঙ্গে জড়িত –

A) জাতিগোষ্ঠী নির্মূলকরণ  B) পরিবেশ দূষণ

C) ভৌগোলিক সীমানা        D) বাজারে প্রবেশ

 

২৪. আইএলও প্রতিষ্ঠিত হয় –

A) ১৯১৯ সালে     B) ১৯১৮ সালে

C) ১৯২০ সালে    D) ১৯২১ সালে

 

২৫. মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার –

A) মালিহা লোদী         B) ফাহমিদা মির্জা

C) ফাহমিদা নবী        D) ফাহিমদা ইসলাম

 

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

D

C

C

C

C

C

C

B

A

D

C

B

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

A

A

D

A

B

B

 

B

A

A

A

B

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *