Dhaka University C Unit Admission Question 2019-2020

ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৯-২০২০)

`বাংলা

০১.  নিচের কোন ধ্বনি বাংলায় নেই?  

A) ওষ্ঠ্য B) দন্তৌষ্ঠ্য

C) তালব্য D) মূর্ধন্য

০২.ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রই সৃষ্টি করে……।’ শূন্যস্থানে বসবে যে শব্দ-   

A) ল্যুভ B) ভের্সাই

C) হার্মিটেজ D) বুর্জোয়া বিপ্লব

 

০৩. নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক?   

A) নিলয়,নিকেতন,গৃহ,খগ

B) ছবি, আলেখ্য, তসবির,নকশা

C) সুধাকর, রাকেশ, অভ্র,সোম

D) বহ্নি,পাবক,শর্বর, তমিস্রা

   

০৪. কোন সমাসের পূর্বপদ উপর্সগ  কিংবা অব্যয় যোগে এবং উত্তরপদ বিশেষ্য দ্বারা গঠিত হয়?

A) কর্মধারয় সমাস B) অব্যয়ীভাব সমাস   

C) তৎপুরুষ সমাস D) দ্বন্দ্ব সমাস

 

০৫. ‘ঝোলের লাউ অম্বরের কদু’ বাগধারার অর্থ কি?  

A) জীর্ণশীর্ণ লোক B) মিশিয়ে ফেলা

C) সব পক্ষের মন জুগিয়ে চলা D) পুথিগত বিদ্যাসার

  

০৬. অর্থগত দিক থেকে ‘হরিন’ কোন শ্রেনির শব্দ?      

A) মৌলিক B) যৌগিক

C) রূঢ়ি D) যোগরূঢ়

 

০৭. রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল –    

A) ১৯০৫ B) ১১৮৯ 

C) ১৭৫৭ D) ১৯৪৭

   

০৮. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এ বাক্যের অন্তর্গত ‘স্বাধীনতা’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?   

A) করণে ষষ্ঠী B) অপাদানে ষষ্ঠী

C) নিমিতার্থে ষষ্ঠী D) অধিকরণে ষষ্ঠী


০৯. ‘জাদু’ শব্দ বাংলায় এসেছে যে ভাষা থেকে-   

A) ফারসি B) ফরাসি

C) আরবি D) হিন্দি


১০. রাবণের মায়ের নাম কী?   

A) সরমা B) বাসন্তী

C) কৈকেয়ী D) নিকেষা


১১. প্রসন্ন চরিত্রটি কোন রচনায় রয়েছে?   

A) অপরিচিতা C) বিড়াল

C) আহ্বান D) মাসি-পিসি


১২. নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ কোনটি?   

A) মৃন্ময় B) বৃহস্পতি

C) বৃহদর্থ D) আদ্যন্ত

  

  উত্তর        


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

B

A

B

B

C

C

B

C

A

D

B

B

    

English

  

Fill in the blanks with appropriate  words (Questions 13 – 15)   

13. Even as a child, sleep ____ sumana.

A) liked C) eluded

C) disturbed D) loved

  

14. I am looking forward to ____ you.

 A) seeing B) see

 C) saw D) sees

  

15. The tall gentleman ____ by the door is the bank manager.

A) who standing B) is standing

C) stands D) standing

  

Fill in the blanks with appropriate prepositions (questions 16-17)   

16.  The building is made ____ bricks.

A) with B) of

C) on D) from

 

17. The bullet Train travels ____ 200 miles an hour .    

A) for B) in

C) at D) off

18. The expression ‘distinctive qualities’ means those qualities of  person which –

A) Are the same as those of others

B) Make him/her different from others

C) Emphasise honesty in his/her

D) Depend on his/her instincts

19. Which is a synonym of the word ‘incredible’?

A) impervious B) probable

C) unspectacular D) inconceivable

  

20. Choose the closest opposite meaning. She is indeed human?

A) universal B) devilish

C) divine D) terrestrial

21. Find the misspelt word:

A) conceive B) receive

C) belief D) perceive

22. The word ‘paradigm’ means:

A) proof B) parallel

C) advice D) example

23. Salman is one of the richest persons in the town. What does the sentence imply?

A) No other man is as rich as Salman in this town

B) No one in this town is rich

C) Very few persons in  the town are as rich as Salman

D) Salman is very rich but others are also rich 

 

24. Choose the correct sentence:

A) Who belongs to the book?

B) Whom does the book belong?

C) To who the book belongs?

D) Who does the belongs to ?

 Answers     


13 

14

15

16

17

18

19

20

21

22

23

24

B

A

D

B

C

B

D

C

D

D

C

D

  

হিসাববিজ্ঞান

২৫. নিচের কোন সমীকরণটি সঠিক নয়?

A) A = L+O/E B) A-L = O/E

C) A = O/E D) A+O/E = L   

২৬. বিপরীত সম্পত্তি কী ধরনের জের প্রকাশ করে?

A) ক্রেডিট B) ডেবিট

C) শূন্য D) ডেবিট এবং ক্রেডিট দুটোই

    

২৭. একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে?

A) ডেবিট জের

B) ক্রেডিট জের

C) ডেবিট এবং ক্রেডিট জের দুটোই

D) ডেবিট ,ক্রেডিট এবং শূন্য জের

  

২৮. নিচের কোনটি মুনাফাজাতীয় ব্যয়?

A) মেশিনের ক্রয়মূল্য B) মেশিনের আমদানি শুল্ক

C) মেশিনের বিমা খরচ D) মেশিনের সংস্থাপন ব্যয়

   

২৯. প্রারম্ভিক মজুদ ও বিক্রয়কৃত পণ্যের ব্যয় যথাক্রমে ২০,০০০ টাকা ,৩০,০০০ টাকা ৩৭০,০০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত ?

A) ৫০,০০০ টাকা B) ৯০,০০০ টাকা

C) ১,০০,০০০  টাকা D) ৮০,০০০ টাকা


৩০. নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেয়া হয়?   

A) মূল্ধন B) অনুপার্জিত আয়

C) অগ্রিম  বীমা D) উত্তোলন

   

৩১. উদ্বৃত্তপত্র প্রস্তত করা হয়…………।   

A) একটি নির্দিষ্ট তারিখে B) সমাপ্ত বছরের জন্য

C) একটি হিসাব বছরের জন্য D) একটি আর্থিক বছরের জন্য

    

৩২. নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?

A) আর্থিক অবস্থার বিবরণী B) মূল্য সংযোজন বিবরণী

C) নগদ প্রবাহ বিবরণী D) কম্প্রিহেনসিভ আয় বিবরণী

   

৩৩. দুইজন অংশীদারের মুনাফা বণ্টন অনুপাত ২ঃ১। তৃতীয়জনকে ১/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত?

A) ৮ঃ৪ঃ৩ B) ২ঃ১ঃ১

C) ২ঃ১ঃ৫ D) ৪ঃ২ঃ৫

  

৩৪. অবচয়ের কোন পদ্ধতি  প্রথম বছরের অবচয় সবচেয়ে কম দেখাবে?

A) সরলরৈখিক  পদ্ধতি B) ক্রমহ্রাসমান পদ্ধতি

C) বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি D) উৎপাদন একক

  

৩৫. পাওনাদারকে দেয়া ৩৫২০ টাকার চেক ভুলে নগদ বইতে ৩২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক  সমন্বয় বিবরণীতে কীভাবে দেখাতে হবে?

A) নগদ বইয়ের সাথে যোগ হবে ২৭০ টাকা

B) ব্যাংক বিবরণীর সাথে যোগ হবে ২৭০ টাকা

C) নগদ বই থেকে বিয়োগ হবে ২৭০ টাকা

D) ব্যাংক বিবরণী থেকে বিয়োগ হবে ২৭০ টাকা   

  

৩৬. মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর?

A) FIFO B) LIFO

C) HIFO D) Average cost

  


উত্তর   

২৫

২৬

২৭

২৮

২৯

৩০

৩১

৩২

৩৩

৩৪

৩৫

৩৬

D

A

D

C

C

D

A

B

A

A

C

B

ব্যবসায় নীতি ও প্রয়োগ

৩৭. একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি?

A) সীমিত মুল্ধন B) সীমিত আয়তন

C) অসীম দায় D) কৃতিম সত্তাহীনতা

৩৮. সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন?

A) ৮ জন B) ৯ জন

C) ১০ জন D) ১১ জন

 

৩৯. নিয়ন্ত্রন ভিত্তি কী?    

A) সংগঠন B) কর্মীসংস্থান

C) পরিকল্পনা D) প্রেষণা

 

৪০. ফ্র্যাংক গিল্ব্রেথের নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়?

A) সময় ও গতি নিরীক্ষা B) কার্য পরিবেশ

C) কার্য মনোবিজ্ঞান D) সামাজিক বিন্যাস হিসেবে কাজ

 

৪১. কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?

A) হেনরি ফেয়ল B) এফ. ডব্লিউ. টেলর

C) হেনরি এল. গ্যান্ট D) মেরি পার্কার ফলেট

 

৪২. আধুনিক সংগঠন কাঠামো কোনটি?

A) সরলরৈখিক B) মেট্রিস

C) কার্যভিত্তিক D) পদস্থ কর্মী

 

৪৩. সম্পদ আহরণ ও প্রক্রিয়াকাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলির অন্তর্গত?

A) উৎপাদন B) পরিবহন

C) গুদামজাতকরন D) পর্যায়িতকরণ

৪৪. অংশীদারী ব্যবসাইয়ের মূল ভিত্তি কোনটি?

A) মালিকানা B) চুক্তি

C) মূল্ধন D) মুনাফা

৪৫. কোম্পানির অস্তিত্ব কোন ধরনের?

A) স্বল্পকালীন B) চিরস্থায়ী

C) নির্দিষ্ট D) র্দীঘস্থায়ী

 

৪৬. পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলে……।

A) নীতি B) লক্ষ্য

C) বাজেট D) কৌশল

 

৪৭. মাসলোর চাহিদা তত্ত্ব  অনুযায়ী ‘কার্যক্ষেত্রে বন্ধুত্ব’ কোন ধরনের চাহিদা?

A) জৈবিক B) নিরাপত্তা

C) সামাজিক D) আত্মবিকাশ

৪৮ ……….. হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ এবং ……… হচ্ছে প্রতিনিধির উদাহরণ।

A) শেয়ারহোল্ডারঃ ব্যবস্থাপক B) বন্ডহোল্ডারঃ হিসাবরক্ষক

C) হিসাবরক্ষকঃ শেয়ারহোল্ডার D) ব্যবস্থাপকঃ শেয়ারহোল্ডার 

উত্তর   

৩৭

৩৮

৩৯

৪০

৪১

৪২

৪৩

৪৪

৪৫

৪৬

৪৭

৪৮

C

C

C

A

B

B

A

B

B

C

C

A

মার্কেটিং

৪৯. চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় কে?

A) কোম্পানি B) সরবরাহকারী 

C) প্রতিযোগি D) মধ্যস্থব্যবসায়ী

 

৫০.  নিচের কোনটি মার্কেটিং প্রমোশানের উপাদান হিসেবে বিবেচিত?

A) সেবাসমূহ          B) অবস্থান

C) গণসংযোগ D) ব্র্যান্ডিং

  

৫১.  নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণ স্বীকৃতি ভিত্তি নয়?

A) জনসংখ্যাগত B) ভৌগোলিক

C) প্রতিযোগীতামূলক    D) মনস্তাত্তিক

 

৫২.  বাজারজাত করণ মিশ্রণের প্রধান উপাদান কয়টি?

A) দুইটি B) চারটি

C) তিনটি D) সাতটি

 

৫৩. পন্যের জীবন চক্রের কোন স্তরে কোম্পানি পন্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করে?

A) সূচনা স্তর   B) প্রবৃদ্ধির স্তর

C) পূর্ণতা স্তর          D) পতন স্তর

  

৫৪. অর্থের বিনিময়ে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারনার নৈর্ব্যত্তিক উপস্থাপনকে বলা হয়………

A) প্রচার B) ব্যক্তিক বিক্রয় 

C) বিজ্ঞাপন     D) বিক্রয় প্রসার

 

৫৫. নিচের কোনটি একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন কার্যাবলির অন্তর্ভুক্ত?

A) দূষণ রোধ B) মুনাফা অর্জন

C) পণ্য ডিজাইন     D) রণকৌশল তৈরী

 

৫৬. নিচের কোনটি ভোগ্য পণ্য?

A) কাঁচামাল B) জেনারেটর

C) যন্ত্রপাতি         D) টেলিভিশন

 

৫৭. নিচের কোনটি মূল্য নির্ধারণ  সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী বাহ্যিক বিবেচ্য উপাদান?

A) বাজার প্রকৃতি এবং চাহিদা সার্বিক B) বাজারজাতকরন রণকৌশল

C) উদ্দেশ্যাবলি D) বাজারজাতকরন মিশ্রণ 

 

৫৮. শক্তিশালী ব্রান্ড পছন্দ এবং ভোক্তার আনুগত্য নিচের কোন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য?

A) সুবিধা পণ্য B) শপিং পণ্য 

C) বিশিষ্ট পণ্য D) অযাচিত পণ্য 

 

  

৫৯. বাংলাদেশে নিচের কোনটি সুপার মার্কেট -এর উদাহরণ? 

A) আগোরা          B) মোস্তফা মার্ট 

C) আড়ং D) রকমারি ডট কম 

 

 

৬০. নিচের কোনটি নতুন পণ্য প্রস্তত উন্নয়ন প্রক্রিয়ার শেষ ধাপ? 

A) বানিজিকীকরন  B) ব্যবসা বিশ্লেষণ

C) পণ্য তৈরি D) বাজারজাতকরন রণকৌশল প্রস্তুত  

 

উত্তর 

৪৯

৫০

৫১

৫২

৫৩

৫৪

৫৫

৫৬

৫৭

৫৮

৫৯

৬০

D

C

C

B

C

C

A

D

A

C

A

A      

ফিন্যান্স এন্ড ব্যাংকিং

৬১. নিচের কোনটি চলতি মূলধনের উপাদান? 

A) বাণিজ্যিক পত্র B) ট্রেজারি বিল 

C) ডিবেঞ্চার D) মজুদপণ্য  

৬২. বাজার নির্ধারিত সুদের হার ও বন্ডের মূল্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? 

A) সমানুপাতিক B) নিরপেক্ষ 

C) ঋণাত্মক D) ধনাত্মক    

৬৩. আধুনিক অগ্নি-বিমার জনক কে? 

A) নিকলাস বারবন B) ইউজিন ফামা 

C) উইলিয়াম ক্যারি D) ফিসার ব্ল্যাক   

৬৪. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? 

A) মুদ্রানীতি প্রনয়ন ও বাস্তবয়ন 

B) বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ নীতি প্রনয়ন ও বাস্তবায়ন 

C) সরকারি বৈদেশিক মুদ্রার রির্জাভ সংরক্ষণ ও বাস্তবায়ন 

D) তালিকাবদ্ধ কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ও তদারকি

 

৬৫. নিচের আর্থিক সম্পদসমূহের মধ্যে কোনটি কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকির ক্রমধারার তালিকা? 

A) আগ্রাধিকার শেয়ার,সাধারণ শেয়ার, বন্ড 

B) বন্ড, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার 

C) সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড 

D) বন্ড ,অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার 

 

৬৬. কোন ধরনের চেক হস্তান্তরে অনুমোদনের প্রয়োজন নেই? 

A) বাহক চেক B) দাগ কাটা চেক 

C) ভ্রমণকারীর চেক D) হুকুম চেক 

 

৬৭. নিচের কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ মূলধন নয়? 

A) প্রদেয় কর B) বকেয়া দায়সমূহ 

C) অগ্রাধিকার শেয়ার D) সংরক্ষিত মুনাফা 

৬৮. নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বনিম্ন হবে? 

A) অগ্রাধিকার শেয়ার           B) বন্ড  

C) সংরক্ষিত মুনাফা D) সাধারণ শেয়ার 

 

৬৯. নিচের কোনটি জীবন-বিমার ক্ষেত্রে প্রযোজ্য নয় ? 

A) ক্ষতি পূরনের চুক্তি B) সমর্পণ মূল্য 

C) বিমাযোগ্য স্বার্থ D) চূড়ান্ত সদ্বিশ্বাস

৭০. বিনিময় বিলের প্রস্তুতকারী কে ? 

A) আদেষ্টা B) ধারক

C) আদিষ্ট D) প্রাপক 

৭১. নউ-বীমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে ? 

A) গ্রিস B) ইংল্যান্ড

C) ইতালী D) ফ্রান্স 

৭২. মূলধন বাজেটিং- এর পদ্ধতিসমূহের মধ্যে নিচের কোনটিতে প্রকল্পের অর্থ সময়মূল্য ও নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করে না ? 

A) পে- ব্যাক সময় B) নিট বর্তমান মূল্য 

C) আন্তঃআয় হার D) গড় মুনাফা হার

উত্তর

৬১

৬২

৬৩

৬৪

৬৫

৬৬

৬৭

৬৮

৬৯

৭০

৭১

৭২

D

C

A

D

D

A

C

B

A

A

C

D

  

[লিখিত প্রশ্ন]

1. Translate the following sentences into English:    

সে আমার চেয়ে শক্তিমান। 

বিদ্যা অমূল্য ধন।

দেশের উন্ননের জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার।

সে অনেক কথা।

চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে।  

  

 

2. Translate the following sentences into Bangla : 

A) It is now three minutes to four.  

B) The growth in the export sector this year surpassed all expectations. 

C) He has run into debts. 

D) To err is human, to forgive is divine. 

E) How much do I owe you?  

 

3. Explain the following concepts in English:

A) Cyber Crime 

B) The literary term ‘Sonnet’ 

C) International Mother Language Day 

D) Corporate Social Responsibility  

E) Online Shopping   

 

 

4. Make a precis of the following passage –  

There is an enemy beneath our feet – an enemy more deadly for her complete  impartiality. She recognizes no national boundaries, no political parties and no  population groups. Everyone in the world is threatened by her. The enemy is  mother  earth herself. The power of  an  earthquake  strikes without  warning.  when  it  does,  its power is immense. If it happens in urban areas, the damage is  huge. Buildings  collapse, bridges fal l and gaping cracks appear in busy streets. If the  quake  strikes  at sea, huge tidal waves sweep inland. Earthquakes happen  when two large pieces of Earth’s crust called tectonic plates suddenly slip. These plates slowly move over a long period of time. It is not possible to predict when an earthquake is due, but scientists today are trying to find some way of fighting earthquakes. It is possible that sometime in the near future mankind will discover a way of protecting itself from earthquake.  

 

5. সংক্ষেপে ‘বাংলাদেশে পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বাংলায় রচনা লেখ।   

  

 

6. Answer the following short questions:  

A)‘লালসালু’ – কে  কেন সামাজিক উপন্যাস বলা হয়?  

B)Write a few lines about your mother. Mention the qualities that make her dear to you. 

C)সমন্বয় জাবেদা লিখনের উদ্দেশ্য উল্লেখ কর। 

D)বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কী? 

E)ভোক্তা বাজার বিভক্তকরনের ভিত্তিসমুহ উল্লেখ কর। 

অথবা

একটি ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ লক্ষের চেয়ে সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ শ্রেয় কেন? ব্যাখ্যা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *