Dhaka University D Unit Admission Question 2000-2001

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০০-২০০১)

বাংলা

০১. বাংলা কোন রীতি এখন বহুল প্রচলিত?

A) সাধু রীতি B) গৌড়ী রীতি

C) চলিত রীতি D) রচনা রীতি


০২. ‘প্রতিধ্বনি ক্রমবিস্তার’ এর এক শব্দরূপ –

A) অনুকরণ B) অনুপ্রাণন C) অনুবর্তন D) অনুরণন

০৩. ‘চঞ্চল’ এর বিপরীত শব্দ –

A) বিচল B) অবিচল

C) প্রচল D) নিশ্চল


০৪. ‘মহাভারত অশুদ্ধ হওয়া’ বাগ্‌বিধির অর্থ –

A) অপবিত্র হওয়া B) বড় ক্ষতি হওয়া

C) বড় দোষ হওয়া D) বড় অপমান হওয়া


০৫. ‘কেউ বলে না দিলেও মনে হচ্ছে এটি একটি বিপদজ্জনক জায়গা।’ বাক্যটি –

A) সরল B) জটিল

C) যৌগিক D) মিশ্র


০৬. কোনটি প্রবচন?

A) ধরাকে সরা জ্ঞান করা B) ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া

C) পুরানো চাল ভাতে বাড়ে D) দুধের স্বাদ ঘোলে মেটানো


০৭. ‘Appendix’ কী?

A) সূচিপত্র B) আখ্যাপত্র

C) নির্ঘণ্ট D) পরিশিষ্ট


০৮. ‘He hates to part with his money’ এর যথাযথ বঙ্গানুবাদ –

A) সে টাকা রাখতে ঘৃণা বোধ করে

B) সে টাকা রাখতে চায় না

C) সে টাকা পয়সার ভাগীদার করতে চায় না

D) সে তার টাকা খরচ করতে চায় না


০৯. ‘সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস।’ উক্তিটি কোন রচনার?

A) জীবন ও বৃক্ষ B) যৌবনের গান

C) নমাজ D) বই কেনা


১০. ‘তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি, আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গীকৃত।’ সিরাজ উ দ্দৌলা নাটকে এ উক্তি কে করে?

A) রায়দুর্লভ B) জগৎশেঠ

C) উমিচাঁদ D) রাজবল্লভ


১১. সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? কে কাকে এ কথা বলেছেন?

A) মিরজাফর জগৎশেঠকে B) মিরজাফর রাজবল্লভকে

C) উমিচাঁদ রায়দুর্লভকে D) রায়দুর্লভ রাজবল্লকে


১২. ‘আঠারো বছর বয়স’ কবিতার লেখকের নাম কী?

A) ঈশ্বরচন্দ্র গুপ্ত B) কাজী নজরুল ইসলাম

C) সুকান্ত ভট্টাচার্য D) আবুল হোসেন


১৩. ‘আজই জানতে পারলাম, এতোদিনে হতভাগীর হাড় জুড়িয়েছে।’ এটি কোন গল্পের শেষ বাক্য?

A) সৌদামিনী মালো B) বিলাসী

C) কলিমদ্দি দফাদার D) হৈমন্তী


১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতার উদ্ধৃতি কোন প্রবন্ধে রয়েছে?

A) শকুন্তলা B) একটি তুলসী গাছের কাহিনী

C) অর্ধাঙ্গী D) রস ও ব্যক্তিত্ব


১৫. ‘কথা না দেয়াই সবচেয়ে নিরাপদ।’ হৈমন্তী গল্পের উক্তিটি কার?

A) হৈমন্তী B) বনমালী

C) গৌরীশঙ্কর D) অপুর


১৬. জসীমউদ্‌দীনের ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?

A) স্বরবৃত্ত B) অক্ষরবৃত্ত

C) অমিত্রাক্ষর D) মাত্রাবৃত্ত


১৭. ‘পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে’ কে পেয়েছিলেন?

A) মাইকেল মধুসূদন দত্ত B) রবীন্দ্রনাথ

C) বেনজীর আহমেদ D) গোবিন্দচন্দ্র দাস


১৮. কুবেরের সঙ্গে কপিলার মূল সম্পর্ক কী?

A) শ্যালিকা B) ভাতৃষ্পুত্রী

C) বন্ধুর স্ত্রী D) প্রতিবেশী


১৯. হোসেন মিয়ার বাড়ি কোন অঞ্চলে?

A) বিক্রমপুর B) নোয়াখালী

C) কেতুপুর D) দিনাজপুর


২০. ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়। কারণে – অকারণে বদলায়। সকালে – বিকালে বদলায়।’ এ উক্তিটি কার?

A) নজীবউদ্দৌলা B) সুজাউদ্দৌলা

C) মনু বেগম D) আতা খাঁ


২১. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকে মানবচরিত্র সম্পর্কে অনেক গুরূত্বপূর্ণ ও মূল্যবান উক্তি করেছেন –

A) ইব্রাহিম কার্দি B) আহমদ শাহ আবদালী

C) হিরণবালা D) সুজাউদ্দৌলা


২২. ‘তুমি পশু, সে দেবতা।’ এ উক্তি কার?

A) হিরণবালার B) জোহরা বেগমের

C) জরিনা বেগমের D) দিলীপের


২৩. ‘আজ উদ্যানলতা সৌন্দর্য গুণে বনলতার নিকট পরাজিত হইল।’ এ বাক্যটি কোন লেখকের?

A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B) রবীন্দ্রনাথ ঠাকুর

C) বেগম রোকেয়া D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


২৪. ‘লেখক এবং পাঠকের মধ্যে এখন স্কুলমাস্টার দণ্ডায়মান।’ এ উক্তিটি কে করেছেন?

A) প্রমথ চৌধুরী B) রবীন্দ্রনাথ ঠাকুর

C) কাজী নজরুল ইসলাম D) সৈয়দ ওয়ালীউল্লাহ্‌


২৫. ‘পুঁথির প্রতাপ’ কে লিখেছেন?

A) অক্ষয় কুমার বড়াল B) মানিক বন্দ্যোপাধ্যায়

C) মোহিতলাল মজুমদার D) এয়াকুব আলী চৌধুরী

উত্তর


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

D

B

B

A

C

D

C

A

D

B

C

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

C

C

D

A

A

B

B

D

A

D

A

C

English


Read the following passage and answer the question 1 – 5:

Most of the people who appear most often and most gloriously in the history books are great conquerors and generals and soldiers, whereas the people who really helped civilization forward are often never mentioned at all. We do not know who first set a broken leg, or launched a seaworthy boat, or calculated the length of a year, or manured a field; but we know all about the killers and destroyers. People think a great deal of them, so much so that on all the highest pillars in the great cities of the world you will find the figures of a conqueror of a general or a soldier. And I think most people believe that the greatest countries are those that have beaten in the battle the greatest number of countries and ruled over them as conquerors.


01. In the first sentence, the author say that ____.

A) most history books were written by conquerors, generals and soldiers

B) no one who really helped civilization is mentioned in history books

C) history books tell us more about conquerors and soldiers than about those who helped civilization

D) conquerors, generals and soldiers should not be mentioned in history books


02. On all the highest pillars in the great cities of the world, we find.

A) the figure of some conqueror or general

B) the figure of the same conqueror or general or soldier

C) a figure representing the number of conquerors, generals and soldiers in that country

D) None of the above


03. Most people believe that the greatest countries are

A) those the built the highest pillars

B) those that were beaten in the battle by the greatest number of other countries

C) those that were ruled by the greatest number of conquerors

D) those that won the greatest number of battles against other countries


04. The word ‘launched’ in the passage means ____.

A) established B) floated

C) invented D) introduced


05. Select the most suitable title for the passage.

A) Making history B) People’s contribution

C) Civilization and history D) The samsung soldiers

12. Which of the following is correct?

A) Do you know where does he live?

B) Do you know where he lives?

C) Do you know where does he lives?

D) Do you know he lives where?


13. Complete the following sentences:

 The news ____ always bad nowadays.

A) is B) was

C) are D) were


14. Which sentence is correct?

A) I don’t like things that are made of the plastic

B) I don’t like things that are made of plastic

C) I don’t like things that are made of a plastic

D) I don’t like things that are made of that plastic


15. Nasreen, an interior decorator, designs ____

A) furnitures B) the furnitures

C) furnitures D) some furniture


16. They certainly ____ the right person for the job.

A) choose B) choose

C) had choose D) chose


17. He was never bright at maths.

 Replace the underlined word with one of the words given below.

A) good B) weak

C) poor D) shiny


18. Which word is incorrectly spelled?

A) weather B) whether

C) heather D) weathere


19. My mother ____ by a well known photographer.

A) had taken her photo B) had her photo taken

C) her photo was taken D) took her photo


20. My birthday is ____ March.

A) in B) on

C) at D) by

21. He didn’t let me ____ the guitar.

A) play B) to play

C) playing D) that I could play


22. Choose the correct active voice of the following sentences:

The results were reported by the research assistants.

A) The research assistants reported the results

B) The results reported to the research assistants

C) The research assistants were reporting the result

D) The report of the results made the research assistants


23. Choose the right verb:

 Rabindranath’s stories often _____ surprise endings.

A) had B) have

C) has D) have had


24. The correct translation: কথাটি শুনে সুমন অনেকক্ষণ ভাবলো is:

A) Shumon is thinking for a long time after hearing the word

B) Shumon thought about the words after a while

C) Shumon thought for a long time after words were spoken

D) Shumon thought for a long time after hearing the words


25. Identify the correct sentence.

A) The students were confusing by the directions

B) The students confused the directions

C) The students were confused by the directions

D) The students should be confused by the directions

Answers


01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

C

B

D

B

C

B

A

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

B

A

D

A

D

B

A

A

A

B

D

C

বাংলাদেশ বিষয়াবলি


০১. বাংলাদেশে এ পর্যন্ত কতটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?

A) ২০ টি B) ১৭ টি

C) ২১ টি D) ১৮ টি


০২. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

A) ৭ টি B) ৬টি

C) ৪ টি D) ৫ টি


০৩. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

A) মেঘনা B) পদ্মা

C) যমুনা D) ব্রহ্মপুত্র


০৪. বাংলাদেশের সবচেইয়ে বড় সার কারখানা কোনটি?

A) কাফফো B) ঘোড়াশাল

C) ফেঞ্চুগঞ্জ D) যমুনা


০৫. মধ্যপাড়া কঠিন শিলা এলাকার বিস্তার কত?

A) ২ বর্গ কি.মি. B) ১.২ বর্গ কি.মি.

C) ১.৮ বর্গ কি.মি. D) ৩.২ বর্গ কি.মি.


০৬. গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?

A) ভৈরব B) মেঘনা

C) রূপসা D) সুরমা


০৭. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়?

A) ১৯৯৬ B) ১৯৯৮

C) ১৯৯৭ D) ১৯৯৫


০৮. মার্কিন যুক্তরাষ্ট্র কোন সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

A) ১৯৭১ B) ১৯৭২

C) ১৯৭৩ D) ১৯৭৪


০৯. বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

A) ১ টি B) ২ টি

C) ৩ টি D) ৪ টি


১০. ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

A) বাবর B) আকবর

C) সেলিম D) শেরশাহ

১১. বাংলাদেশের প্রথম নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়?

A) ১৯৭১ B) ১৯৭২

C) ১৯৭৩ D) ১৯৭৪


১২. কোন সংস্থা সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?

A) ইউনিসেফ B) ইউএনডিপি

C) বিশ্ব ব্যাংক D) ইউনেস্কো


১৩. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?

A) ৬ ঘন্টা B) ৫ ঘন্টা

C) ৪ ঘন্টা D) ২ ঘন্টা


১৪. বাংলাদেশ কোনটির সদস্য নয়?

A) আইএলও B) আইএমএফ

C) ওআইসি D) ওপেক


১৫. বাংলাদেশের কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক?

A) গারো B) চাকমা

C) সাঁওতাল D) হাজং


১৬. মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?

A) মধুমতি B) আড়িয়াল খাঁ

C) পদ্মা D) কুমার


১৭. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন?

A) শেখ মুজিবর রহমান B) মওলানা আবদুল হামিদ খান ভাসানী

C) শামসুল হক D) আবুল হাসিম


১৮. হরিপুর তেলক্ষেত্র আবিষ্কৃত হয় –

A) ১৯৮৬ সালে B) ১৯৮৭ সালে

C) ১৯৮৮ সালে D) ১৯৯৬ সালে


১৯. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

A) ৯ টি B) ১০ টি

C) ১১ টি D) ১২ টি


২০. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?

A) ১৯১৮ সালে B) ১৯২১ সালে

C) ১৯২৩ সালে D) ১৯২৫ সালে


২১. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

A) লর্ড বেন্টিক B) লর্ড কার্জন

C) লর্ড মাউন্ট ব্যাটন D) লর্ড কর্নওয়ালিস


২২. বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি?

A) ২ টি B) ৩ টি

C) ৪ টি D) ৫ টি


২৩. বাংলাদেশের পুরুষ ও নারীর অনুপাত কত?

A) ১০৬ঃ১০০ B) ১০৩ঃ১০০

C) ১০০ঃ১০১ D) ১০৮ঃ১০০


২৪. রবি শস্য বলতে কী বোঝায়?

A) শীতকালীন শস্য B) বর্ষাকালীন শস্য

C) গ্রীষ্মকালীন শস্য D) বসন্তকালীন শস্য


২৫. কোন শ্রেণি পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছে?

A) ৭ম শ্রেণি পর্যন্ত B) ৮ম শ্রেণি পর্যন্ত

C) ৫ম শ্রেণি পর্যন্ত D) ১০ম শ্রেণি পর্যন্ত

উত্তর


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

D

A

D

C

A

C

B

C

A

C

D

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

D

A

B

C

A

C

B

D

A

A

আন্তর্জাতিক বিষয়াবলি

আন্তর্জাতিক বিষয়াবলি

০১. জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

A) নিউইয়র্ক B) জেনেভা

C) জুরিখ D) অ্যামস্টারডাম


০২. ১৯ মে ২০০০ -এ ফিজিতে সংঘটিত অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তি হলেন –

A) এহুদ বারাক B) মহেন্দ্র নাগামুটু

C) রাবুকা সিটিভেনি D) জর্জ স্পেইট


০৩. কোন ইসরাইলি নেতার আল-আকসা মসজিদ এলাকা সফরকে কেন্দ্র করে বর্তমান মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়?

A) শিমন পেরেজ B) আইজাক রাবিন

C) গোন্ডা মায়ার D) এরিয়েল শ্যারন

০৪. লেনিনগ্রাড শহরের বর্তমান নাম কী?

A) ভলগাগ্রাড B) সেন্ট পিটার্সবার্গ

C) রস্টভ অন ডন D) কিয়েভ


০৫. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কয়টি?

A) ১৮৯ টি B) ১৮৮ টি

C) ১৮৭ টি D) ১৯৩ টি


০৬. ২০০০ সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার কে পেয়েছেন?

A) কিম জং ইল B) কিম দায়ে জং

C) লী কোয়ান ইউ D) মেডিসিন স্যান ফ্রন্টিয়ার


০৭. ভারতের ২৬ তম রাজ্য কোনটি?

A) অরুণাচল প্রদেশ B) ঝাড়খন্ড

C) ছত্রিশগড় D) গোয়া


০৮. বাংলাদেশ কোন সংগঠনটির সদস্য নয়?

A) জাতিসংঘ B) কমনওয়েলথ

C) আসিয়ান D) অরগানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স


০৯. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?

A) স্ট্রাসবার্গ B) হামবুর্গ

C) লিওন D) রোম


১০. আরব রাষ্ট্রসমূহের মধ্যে কোন দেশটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?

A) মিসর B) জর্ডান

C) আরব আমিরাত D) ইরাক


১১. ওয়ার্ল্ড ব্যাংক এর প্রকৃত নাম কী?

A) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক

B) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

C) ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন

D) ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট


১২. বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটি?

A) যুক্তরাষ্ট্র B) যুক্তরাজ্য

C) জার্মানি D) ফ্রান্স


১৩. হো-চি-মিন কে ছিলেন?

A) ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির নেতা

B) সংযুক্ত ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট

C) উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট  

D) আগের কোনটিই নয়


১৪. নিচের কোনটি আরব লীগের সদস্য নয়?

A) ইরাক B) ইরান

C) মরক্কো D) তিউনেশিয়া


১৫. সারায়েভো কোন দেশের রাজধানী?

A) বসনিয়া-হার্জাগোভিনা B) ক্রোয়েশিয়া

C) যুগোস্লোভিয়া D) আলবেনিয়া


১৬. আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

A) চীন B) রাশিয়া

C) ভারত D) কানাডা


১৭. কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি?

A) জাপান B) সুইজারল্যান্ড

C) কানাডা D) সুইডেন


১৮. নেপালের আইনসভার নাম কী?

A) লোকসভা B) কংগ্রেস

C) পঞ্চায়েত D) সংসদ


১৯. ‘দি প্রিন্স’ -এর লেখক কে?

A) হেগেল B) মেকিয়াভেলী

C) রুশো D) লক


২০. ঐতিহাসিক ‘বাবরী মসজিদ’ কোথায় অবস্থিত?

A) দিল্লি B) বানারস

C) অযোধ্যা D) লক্ষ্মৌ


২১. ভিসুভিয়াস কী?

A) সাগর B) আগ্নেয়গিরি

C) হ্রদ D) শহর


২২. ২০০০ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার কোন আবিষ্কারের জন্য দেওয়া হয়?

A) যে প্লাস্টিক বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে

B) ই মেইল

C) পকেট ক্যালকুলেটর ও সেলুলর ফোন

D) মাইক্রোওয়েভ ওভেন


২৩. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

A) গোল্ডা মায়ার B) ইন্দিরা গান্ধী

C) শ্রীমাভো বন্দরনায়েক D) মার্গারেট থ্যাচার

২৪. ভূ-বেষ্টিত রাষ্ট্র কোনটি?

A) মরক্কো B) আফগানিস্তান

C) ব্রাজিল D) এল সালভাদর


২৫. কোন দেশটির স্থায়ী সেনাবাহিনী নেই?

A) নিকারাগুয়া B) কোস্টারিকা

C) কলম্বিয়া D) এল সালভাদর

উত্তর

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

D

D

B

D

B

C

C

A

D

D

A

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B

A

B

A

B

C

B

A

C

B

B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *