Magic Chart for Tense

আমরা এবার নিয়ে এসেছি ইংরেজি বিভিন্ন tense এর structure আয়ত্ত করার জন্য এক Magic Chart. কেবল এই চার্টটি আয়ত্ত করতে পারলেই বিভিন্ন tense এর structure সমূহের উপর ৯০% দখল চলে আসবে বলে নিশ্চয়তা দেয়া যায়। প্রয়োজন পড়বে না জটিল জটিল structure মুখস্ত করার অথবা বাংলা ক্রিয়ার শেষ বর্ণ মিলিয়ে tense শেখার। আসুন, বারবার চর্চা ও অনুশীলনের মাধ্যমে Magic Chart for Tenseটি আয়ত্ত করে নিই।

চার্টটি ব্যবহার করতে হলে আপনাদের অবশ্যই forms of verbs সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। forms of verbs সম্পর্কে আমাদের পূর্বের পোস্টটি পড়ুন এখানে

MAGIC CHART

চার্টটি ব্যবহারের নিয়ম :

প্রথমেই বলে নিই, চার্টটি active ও passive উভয় voice এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

active voice এর ক্ষেত্রে প্রতিটি বাক্যের নিজ নিজ main verbকে উপরের ছক অনুযায়ী তার জন্য প্রযোজ্য form এ বসাতে হবে। আর main verb হিসেবে যেটাই ব্যবহৃত হোক না কেন, auxiliary verb সর্বদা চার্টে উল্লিখিত verb গুলোর মধ্যেই হবে (Modals ব্যতীত)। আমরা যেই tense এ বাক্য লিখতে আমরা চাইব, সেই tense এর জন্য প্রযোজ্য auxiliary verb উপরোক্ত ছক থেকে খুঁজে নিব। মুখস্ত নয়, বরং এভাবে চর্চা করতে করতে বিষয়টি আয়ত্ত্ব করতে হবে।

passive voice এর ক্ষেত্রে মনে রাখতে হবে সর্বদা passive বাক্যের main verb হল be. উপরোক্ত ছকের সাহায্যে main verb হিসেবে be এর যেই form টি যে tense এ হবে, সেই form বসাতে হবে। আর tense অনুযায়ী auxiliary verb বসবে। be verb ও have verb এর বিভিন্ন form সম্পর্কে পড়ুন এখানে

বিশেষভাবে মনে রাখতে হবে, বর্তমানে ইংরেজির প্রচলিত ১২ টি tense এর মধ্যে কেবল, ৮ টি tense নিয়মিত ব্যবহৃত হয়। অত্যন্ত কম ব্যবহৃত tense গুলো হল : Present Perfect Continuous, Past Perfect Continuous, Future Perfect এবং Future Perfect Continuous tense. অনেক Native Speaker দেশগুলোতে এই tenseগুলো বইপত্রে পড়ানোই হয় না। Native speaker দের মধ্যে বিচিত্র tense ব্যবহারের প্রবণতা তুলনামূলকভাবে কম। কিন্তু আমাদের দেশের পাঠ্যক্রমে এর ব্যাপক গুরুত্ব থাকায় আমাদের জন্য শেখা প্রয়োজন।

অপর একটি স্বল্প আলোচিত tense হল Future in the Past . বেশকিছু Modals (Modal Auxiliary Verbs) বিশিষ্ট বাক্যগুলোকে এই tense ছাড়া ব্যাকরণের আলোকে ভিন্নভাবে বোঝা যায় না। এটিকে প্রচলিত গ্র্যমার বইয়ে একটি স্বতন্ত্র tense হিসেবে আলোচনা করা না হলেও, অন্যান্য tense এর মত এটিরও যথেস্ট গুরুত্ব অ ব্যবহার রয়েছে. এটি সম্পর্কে পড়ুন এখানে

Forms of Verbs [Latest] ‘All in 5’ Chart

Forms of Verbs

Basic Forms of Verbs in English

Forms of Verbs আমরা ছোট থেকেই শিখি , সেজন্য অনেকের কাছে বিষয়টি অবহেলার মনে হতে পারে । বিষয়টি কিন্তু মোটেও অবহেলার নয় , কারণ এটি ভালমত আয়ত্ত করার উপরই নির্ভর করবে আপনার গ্র্যমারের ভবিষ্যত দক্ষতা

ইংরেজি ভাষার আন্তর্জাতিকমানের ব্যাকরণবিশারদগণ (Grammarians) Verb এর ৫ টি form নির্ণয় করেছেন। এর অর্থ হলো, ইংরেজি ভাষায় একটি verb এর মোট ৫ টি চেহারায় দেখা মিলবে. সেই ৫ টি form হল :

1. Base Form

2. Present Form

3. Past Form

4. Present Participle Form

5. Past Participle Form

প্রতিটি form সম্পর্কে বিস্তারিত পড়তে ট্যাবগুলোর উপর ক্লিক করুন. form গুলোর তাৎপর্য বোঝার জন্য নিচের উদাহরণগুলো লক্ষ্য করি :

Five Forms of Different Verbs

অনেকের মনে হতে পারে base form হতে present form ভিন্ন কীভাবে হল। এর সহজ উত্তর হচ্ছে infitinitive phrase এ to এর পরে ভার্ব এর base form ব্যবহৃত হয়, present form হয় না। আবার present indefinite tense এর subject যখন 3rd person singular number বিশিষ্ট হয়, তখন verb এর base form ব্যবহৃত হয় না, present form ব্যবহৃত হয়। Dictionary তেও আমরা verb গুলোকে base form এর এন্ট্রিতে পাই। Base form এবং present form এর মাঝে মিল থাকলেও দুটি form সম্পূর্ণ আলদা ব্যাকরণ মেনে চলে। এটি আমাদের দেশের ছাত্রদের জন্য বোঝা খুবই জরুরি এজন্য যে, আমরা বাজারের দেশী লেখকদের প্রচলিত বই পড়ে base form আর present form কে একই মনে করে থাকি, যা native English grammarianদের লিখিত বা আন্তর্জাতিকমানের ইংরেজি ব্যাকরণ বইগুলো হতে সম্পূর্ণ ভিন্ন। আমরা পৃষ্ঠার শেষে কিছু রেফারেন্স উল্লেখ করব।

এবার চলুন এই form গুলোর বিশেষ প্রয়োগের কয়েকটি উদাহরণ দেখি:

He has to have the work done.

এই বাক্যের subject হচ্ছে he, কিন্তু বাক্যে verb হিসেবে প্রথমবার has এবং পরে have এসেছে. কেন এরকম হল ? কারণ এই যে, প্রথম verbটি বাক্যের main এবং একমাত্র finite verb : বাক্যটি present indefinite tense এ থাকায় সেজন্য have ভার্বটির present form বসবে. ছক থেকে দেখি verb টির present form হল have/has. এদুটির মধ্য় হতে যেটি subject (he) এর number এবং person এর সাথে যায়, সেটি (has) বসবে। পক্ষান্তরে, পরের ভার্বটি বাক্যের non-finite verb, যেটি infinitive phrase এ ব্যবহৃত হয়েছে। Infinitive phrase এর গঠন হল to+base form of verb, সেজন্য দ্বিতীয়বার have বসেছে, যা verb টির base form. যারা base form এবং present form এর মধ্যে পার্থক্য জানেন না, তাদের জন্য বিষয়টি নির্ণয় করা বেশ ঘোলাটে হয়। আবার, যদি বাক্যটির subject ই হত , তবে main verb এর ক্ষেত্রেও have ব্যবহৃত হত। সেক্ষেত্রে বাক্যটি হত : I have to have the work done.

Base form আর present form এর মধ্যে সবচে স্পষ্ট পার্থক্য দেখা যায় be verb এর বিভিন্ন ফর্মের ক্ষেত্রে। একটি বাক্য লক্ষ্য করি : He is to be an engineer. বাক্যটির প্রথম verb হল main verb, ‘be‘, এবং দ্বিতীয় verbটিও non-finite verb, ‘be‘. প্রথমক্ষেত্রে be এর present form, ‘is’, ব্যবহৃত হয়েছে, কিন্তু পরবর্তিতে base form হিসেবে be ব্যবহৃত হয়েছে।

বিশেষ জ্ঞাতব্য : অনেক বিখ্যাত grammarian এর মতে verb forms মোট ৬ টি। উনারা passive form কে একটি স্বতন্ত্র form হিসেবে উল্লেখ করেছেন। আমরা যেই মতটি অনুসরণ করেছি, সেটি অনুযায়ী passive verb বিশিষ্ট বাক্যগুলো প্রকৃতপক্ষে Linking verb বিশিষ্ট বাক্য – যেখানে be হচ্ছে main verb এবং পরবর্তী past participle form বিশিষ্ট verbটি বাক্যের Complement. এসম্পর্কে passive verb অধ্যায়ে বিস্তারিত আলোচনা আসবে।

**References :

  • https://dictionary.cambridge.org/grammar/british-grammar/verb-forms
  • http://www.mit.edu/course/21/21.guide/v-form.htm
  • Oxford A-Z English Grammar – John Seely
  • Practical English Grammar – Michael Swan
  • An Oxford Guide to English Grammar – John Eastwood
  • The Oxford Dictionary of English Grammar – Bas Arts, Sylvia Chalker, Edmund Weiner
  • The Pocket Guide to English Language – John o` Connor
  • English Grammar-Geoffrey Leech
  • A Practical English Grammar Exercises 2 – A.J. Thomson
  • A Practaical English Grammar Exercies 1 – A.V. Martinet
  • A English Grammar of the English Language – Sidney Greenbaum
  • A University Grammar of English – Randolph Quirk
  • A University Course in English Grammar – Angela Downing
  • ABC of English Grammar – Jahurul Islam
  • Learning English The Easy Way – Sadruddin Ahmed
Look for Forms of Verbs in the Dictionary
The word ‘verb’ in the dictionary

Grammar Series: Chapter 1 ~ The Verbs

The Verb

The verb is a word which denotes an action. অর্থাৎ, যে শব্দ দিয়ে কোন কাজ করা হয়েছিল, হয়েছে, হয়, হচ্ছে, হল, হবে বা হতে থাকবে ইত্যাদি বুঝায় তাকেই  verb বলে।

এখানে দ্রষ্টব্য হল, কোন ‘কাজ এর নাম’ কিন্তু verb নয়, সেটি noun ।


Verb/Verb Phrase  প্রধানত ২ টি উদ্দেশ্য ব্যবহৃত হয়:

  • ১)Action বর্ণনা করতে

She slept noiselessly

  • ২)State(অবস্থা) বর্ণনা করতে

She was alone


Forms of Verbs: পুরো ইংরেজি ভাষাতে Verb 5 টি form এ ব্যবহৃত হয়

  • 1)Base form(bare infinitive): Walk, Swim, Be, Do, Have
  • 2)Present form: Walk/Walks,Swim/Swims,am/is/are,Do/Does, Have/has
  • 3)Past form: Walked, Swam, Was/Were, Did, had
  • 4) Present Participle: Walking, Swimming, Being, Doing, Having
  • 5) Past Participle: Walked, Swum, Been, Done, Had

কোন Clause এর Verb Phrase এর মাঝে 2 প্রকারের verb থাকতে পারে: Main VerbAuxiliary Verb.
যে verb phrase এ শুধু একটি Verb থাকে সেটি Main verb. একের অধিক হলে একটি Main verb বাকিগুলা Auxiliary verb.

উদাহরণে main verb কে bold type ও auxiliary verb(s) কে italics হিসেবে দেখানো হয়েছে:

Everything now was always reminding me of something else.

এখানে Auxiliary verb টি Tense গঠন করেছে।

was reminding: past continuous tense


Subject এর সাথে সম্পর্কের উপর ভিত্তি করে Verb কে দুইভাগে ভাগ করা যায়ঃ

  • 1) Finite Verb: Subject এবং Tense এর সাথে পরিবর্তনশীল
  • 2) Non-Finite Verb: Subject এবং Tense এর সাথে পরিবর্তনশীল নয়। এটি Finite verb এর সাথে যেকোনো Tense এ বসতে পারে।

Coming from the gym, Hasan eats his dinner.
Coming from the gym, they/we eat their/our dinner.

এখানে বাক্যের প্রথম অংশের Verb হচ্ছে Non Finite  এবং পরের অংশের হচ্ছে Finite.


Classification of the Main Verb: Finite Verb Phrase ই Main Verb হিসেবে ব্যবহৃত হয়।Main verb কে Object এর উপস্থিতির ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়।

  • 1)Transitive
  • 2)Intransitive
  • 3)Linking
  • Transitive & Intransitive verb:

যেসকল Verb সরাসরি কোনো Noun,Pronoun, Adjective তথা *Nominal এর উপরে আপতিত হয় অর্থাৎ Verb এর action কে ছাড়িয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তু কে প্রভাবিত করে। অথবা যে সকল সংঘটিত হতে কোনো Nominal এর সহযোগিতা অবশ্যই প্রয়োজন সেগুলো Transitive verb.

I stole the chicken kabab from the fridge

The cat killed a rat

*Nominal- যে সকল শব্দ Noun এর মত কাজ করে
Noun, Pronoun, Adjective (not Adverb)

Transitive verb যে Nominal দ্বারা সম্পাদিত হয় তাকে Subject এবং যে Nominal এর ওপর বর্তায় তাকে Object বলে।

When the “Doer” the action is the subject of the sentence and the “Doee” of the action is the object of the sentence then the action or the main verb is a transitive verb

যখন কোন Verb এর সম্পাদন ক্রিয়া তার কর্তার মাঝেই সীমাবদ্ধ থাকে তখন তাকে Intransitive verb বলে। অর্থাৎ যে সকল Verb কোন Object এর সহযোগিতা ছাড়াই কেবলমাত্র Subject এর দ্বারাই পূর্ণভাবে সম্পাদিত হয় তাদেরকে Intransitive verb বলে।

Hasib ran fast to catch the bus.

Birds fly in the sky.

Dogs bark.

Transitive and intransitive verbs are not mutually exclusive অর্থাৎ এ কথা বলা যাবে না যে এই verb গুলো সব সময় Transitive or Intransitive.

Birds fly in the sky. (intransitive)

Boys are flying kites. (transitive)

  • Linking Verb:

কোন Sentence এর Subject এবং Complement যখন একই ব্যক্তি বা বস্তু কে বুঝায় তখন তাদের মধ্যকার verb কে Linking verb/Copula বলা হয়।

He is clever.

Don’t get nervous.

The book reads interesting.

He was called a fool.

Grammatical Functions এবং Characteristics অনুযায়ী Verb কে আরো কয়েক ভাগে ভাগ করা যায়।যেমন: Weak & Strong verb, Active & Passive verb, Dynamic & Stative verb, Simple & Complex verbs, Verbal Idioms etc.


Bibliography:

ABC of English Grammar by Jahurul Islam

Oxford A-Z English Grammar by John Seely

Oxford Guide to English Grammar by John Eastwood

Practical English Grammar by Michael Swan