ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০০-২০০১)
বাংলা
01. ‘তার বয়স অনুমান করতে না পারলেও খুব বেশি বলে মনে হয় না।‘ এটা কোন শ্রেণির বাক্য?
(ক) সরল (খ) জটিল
(গ) যৌগিক (ঘ) সাধারণ বাক্য
02. ‘বিয়ে’ কোন ধরনের শব্দ?
(ক) তৎসম (খ) দেশি
(গ) অর্ধ-তৎসম (ঘ) তদ্ভব
03. কথায় কথা বাড়ে- এখানে ‘কথা’ শব্দের অর্থ হলো-
(ক) উক্তি (খ) বাক্য
(গ) প্রসঙ্গ (ঘ) বাদানুবাদ
04. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত কর:
(ক) লক্ষ্মী, বিদ্যান, জ্ঞানবান, প্রানিগণ
(খ) সম্মুখ, অত্তাদিক, আশস্থ, নৃশংস
(গ) নিরিক্ষা, শ্রদ্ধাঞ্জলি, সহকারী, গহনা
(ঘ) সমীচীন, মুমূর্ষ, পুণ্য, অপরাহ্ণ
05. ‘আমি ভাত খেয়ে যাব’ বাক্যটির নেতিবাচক রূপ-
(ক) আমি ভাত না খেয়ে যাব না
(খ) আমি ভাত খেয়ে যাব না
(গ) আমি ভাত খাব না
(ঘ) আমি কি ভাত খাব না?
06. নিচের কোন জোড়া শব্দগঠনে সহায়তা করে?
(ক) উপসর্গ ও সমাস (খ) প্রত্যয় ও অব্যয়
(গ) বিভক্তি ও কারক (ঘ) সন্ধি ও অনুসর্গ
07. ‘পেয়ারা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
(ক) জাপানি (খ) পর্তুগিজ
(গ) গুজরাটি (ঘ) চীনা
08. ‘ঐকমত্য’ শব্দের শুদ্ধ উচ্চারণের লিখিত রূপ-
(ক) ঐক্যমত (খ) ঐককোমততো
(গ) ওইকোমোততো (ঘ) ওইকোমততো
09. ‘বরাঙ্গ’ শব্দের অর্থ কী?
(ক) বরের অঙ্গ (খ) বৃহৎ শরীর
(গ) সুন্দর দেহ (ঘ) বরের আসন
10. কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তারা একত্রে গমন করল
(খ) তারা একত্র গমন করল
(গ) তারা একত্রিত হয়ে গমন করল
(ঘ) তারা একত্রভাবে গমন করল
11. ‘অনুগত’ শব্দটির বিকল্প শব্দ-
(ক) পরাধীন (খ) বিনীত
(গ) পেটোয়া (ঘ) ভৃত্য
12. বেগম সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’ কবিতা প্রথম কেন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) মাসিক সওগাত (খ) মাসিক মোহাম্মদী
(গ) বেগম (ঘ) মাহে নও
13. কোন বিখ্যাত লেখকের শুভাগমন উপলক্ষে কী লেখা হয়?
(ক) স্মারক লিপি (খ) শ্রদ্ধার্ঘ্য
(গ) মানপত্র (ঘ) ক্রোড়পত্র
14. ‘সন্ধান’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
(ক) সন + ধান (খ) সন্ধ্যা + ন
(গ) সন্ধা + অন (ঘ) সম + আন
15. ‘যা আঘাত পায়নি’ বাক্যটির এক শব্দে প্রকাশ রূপ-
(ক) অনাঘাত (খ) অনগ্রাত
(গ) অনাহত (ঘ) অনাহৃত
16. কোনটি ভাববাচ্যের উদাহরণ?
(ক) আমি খেতে পারব না ।
(খ) আমি কাপড় কিনেছি।
(গ) শেষ পর্যন্ত তার খাওয়া হবে না।
(ঘ) এখন কিছুই বলো না।
17. ‘চাবিকাঠি’ কীরূপ শব্দ?
(ক) দেশি (খ) বিদেশি
(গ) সংস্কৃত (ঘ) মিশ্র
18. ‘এখন যাও, কাল এসো।‘ এ বাক্যে ‘যাও’ ও ‘এসো’ ক্রিয়াপদ দুটির কাল-
(ক) বর্তমান অনুজ্ঞা ও ভবিষ্যৎ অনুজ্ঞা
(খ) বর্তমান অনুজ্ঞা ও সাধারণ ভবিষ্যৎ
(গ) সাধারান বর্তমান ও ভবিষ্যৎ অনুজ্ঞা
(ঘ) সাধারান বর্তমান ও সাধারণ ভবিষ্যৎ
19. ‘High tide’ এর পরিভাষা-
(ক) জোয়ার (খ) ভাটা
(গ) জলোচ্ছ্বাস (ঘ) উঁচু স্রোত
20. He can make you do this?
(ক) সে তোমার জন্য এটি করতে পারে
(খ) সে তোমাকে দিয়ে এটি করতে পারে
(গ) সে ও তুমি করতে পার
(ঘ) সে তোমার জন্য এটি করতে পারে
21. He left no stone unturned. বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ-
(ক) সে কোনো পাথর উলটে ফেলল না
(খ) সে চেষ্টার কোনো ত্রুটি করল না
(গ) সে কোনো পাথর উল্টাতে পারল না
(ঘ) সে খুব চেষ্টা করল
22. শরৎচন্দ্রের ‘বিলাসী’ গল্পে হুমায়ুনের বাপের নাম কী লেখা হয়েছিল?
(ক) বাবর (খ) আঁকবর
(গ) শের খাঁ (ঘ) তোগলক খাঁ
23. ‘মার্টিনো পড়িয়া রহিল।‘ বাক্যটি কোন গল্পের?
(ক) বই কেনা (খ) হৈমন্তী
(গ) জিবন-বন্দনা (ঘ) যৌবনের গান
24. ফররুখ আহমদের ‘পাঞ্জেরি’ কবিতায় ‘পাঞ্জেরি’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
(ক) চার বার (খ) পাঁচ বার
(গ) ছয় বার (ঘ) সাত বার
25. “যে চাঁদ সাগরে জোয়ার জাগায়, সে হয়ত তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ।“ এ বাক্যটি কোন রচনার?
(ক) যৌবনের গান (খ) সুবেহ সাদেক
(গ) হৈমন্তী (ঘ) আদর্শ মহাপুরুষ
English
Read the passage carefully, then answer questions 1 to 8 according to the information given in the passage.
Strange spaces of silence seem to separate one period of activity from another. There was Sapho anda little group of women all writing poetry on a Greek island before the birth of Christ. A long silencefollowed. Then about the year 1,000, we find a certain court lady writing a very long and beautiful novel in Japan. But in England in the sixteenth century, when the dramatists and poets were most active, the women were dumb. Elizabethan literature is exclusively masculine. Then, at the end of the eighteenth century and at the beginning of the nineteenth century. we find women again writing— this time in England-with extraordinary frequency and success.
01. ‘Silence’ relates to-
a. peace b. general inactivity
c. writing d. noiselessness
02. ‘Spaces’ means-
a. open skies b. gaps
c. long distances d. horizon
03. ‘Activity’ refers to-
a. business b. interaction
c. operation d. writing
04. ‘Exclusively’ means-
a. mainly b. solely
c. exactly d. chiefly
05. ‘certain’ means-
a. little known b. unspecified
c. famous d. unknown
06. ‘Frequency’ is a-
a. noun b. adverb
c. adjective d. verb
07. ‘Dumb’ means-
a. inability to speak b. gentle
c. did not write anything d. remained indoor
08. ‘masculine’ means-
a. manly b. very strong
c. of male writers d. of brave people
09. Finish the sentence: If there was a concert today ___
a. I would go b. I would be going
c. I would have gone d. I would be going
10. The correct translation of ‘সাকিব সুন্দর গান গাইতে পারে’ is
a. Sakib can sing nicely
b. Sakib can sing good
c. Sakib can sing well
d. Sakib is a good singer
11. Jashim looks sick.
a. He has suffered from fever for the last three days
b. He has been suffering from fever for the last three days
c. He has suffered with fever for the last three days
d. He has been suffering with fever for the last three days
12. Which of the following words is misspelt?
a. Receive b. Belief
c. Deciet d. Preview
13. Which phrase contains words that are opposite to each other in meaning?
a. death and dishonor b. beauty and youth
c. conflict and resolution d. chastity and purity
14. Finish the following sentence: “If there is a will, -“.
a. there is a way
b. there must be ways
c. there is no problem
d. there should be will power to
15. Choose the word closest in meaning to anxiously:
a. worriedly b. unhappily
c. slowly d. hesitantly
16. Fill in the blanks with the most appropriate preposition: Is there anything good ____ television this evening?
a. for b. upon
c. in d. on
17. Choose the word that means the opposite of ‘reluctantly’.
a. unwillingly b. not willingly
c. eagerly d. not eagerly
18. Which sentence is correct?
a. Not looking where he was going, a car hit him
b. Not looking where he was going, a car had hit him
c. Not looking where he was going, he was hitted by a car
d. Not looking where he was going, he was hit by a car
19. Choose the most appropriate word: 2a equals 10, and ____ a equals 5.
a. eventually b. thus
c. therefore d. thereby
20. Which one of the following sentence is correct?
a. One of my friends are a lawyer
b. One of my friends is a lawyer
c. One of my friend are a lawyer
d. One of my friend is a lawyer’s
21. What is the meaning of doubtful in the following sentence? Because of a long ‘drought,’ farmers are doubtful about the prospect of a good yield.
a. fearful b. pessimistic
c. debating d. uncertain
22. The passive of “who taught you French?” is
a. By whom you were taught French
b. By whom French was taught you?
c. French was taught you by whom?
d. By whom were you taught French?
23. The wedding guest stood and listened to the Ancient Mariner because
a. the Mariner was very insistent
b. the guest was frightened by the Mariner’s appearance
c. the guest felt pity for the old Mariner
d. the mariner spoke very strangely
24. Which one of the following statements is wrong?
a. Jerry was a honest
b. Jerry was a liar
c. Jerry was very hard-working
d. jerry invented a story about his mother
25. In ‘The Ancient Mariner’ the ship of Death carried away
a. all the dead sailors
b. the souls of the cruel sailors
c. the souls of the dead sailors
d. all the sailor except the old sailor
সাধারণ জ্ঞান
01. ১৯৯৮ সালের মাদার তেরেসা পুরস্কার পান-
(ক) চন্দ্রিকা কুমারতুঙ্গা (খ) শেখ হাসিনা
(গ) বেনজির ভুট্টো (ঘ) হিলারি ক্লিন্টন
02. রিখটার স্কেল হচ্ছে-
(ক) বায়ুর আদ্রতা মাপার যন্ত্র
(খ) বিমানপথের দৈর্ঘ্য মাপার যন্ত্র
(গ) ভূমিকম্পের নির্গত শক্তি মাপার যন্ত্র
(ঘ) ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্ণয় করার যন্ত্র
03. ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষিত হয়?
(ক) ১৯৪৭ সালে (খ) ১৯৫০ সালে
(গ) ১৯৫১ সালে (ঘ) ১৯৫২ সালে
04. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে?
(ক) গ্রিসে (খ) ইরানে
(গ) ফ্রান্সে (ঘ) ইরাকে
05. কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
(ক) মার্কটালি (খ) মাসকারহেনহাস
(গ) সাইমন দ্রিং (ঘ) ট্মিমুর
06. যে সংস্থাটির পরিবর্তে WTO দায়িত্ব নিয়েছে-
(ক) ওয়ার্স প্যাক্ট (খ) গ্যাট
(গ) ন্যাটো (ঘ) আঙ্গট্যড
07. চন্দননগর (পশ্চিমবঙ্গ) একসময় ____ এর উপনিবেশ ছিল।
(ক) হল্যান্ড (খ) ফ্রান্স
(গ) ইংল্যান্ড (ঘ) পর্তুগাল
08. কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না?
(ক) জার্মানি (খ) ফ্রান্স
(গ) ইতালি (ঘ) জাপান
09. বাংলাদেশ ছাড়া কোন দেশের সরকার প্রধান ও বিরোধী দল প্রধান দুজনই মহিলা?
(ক) শ্রীলঙ্কা (খ) নিউজিল্যান্ড
(গ) আইসল্যান্ড (ঘ) কোনটিই নয়
10. মিলেনিয়াম অলিম্পিকের কোন ইভেন্টে অস্ট্রেলীয় আদিবাসী প্রিন্টার ক্যাথী ফ্রিম্যান স্বর্ণপদক জয় করেন?
(ক) ১০০ মিটার (খ) ২০০ মিটার
(গ) ৪০০ মিটার (ঘ) ৮০০ মিটার
11. বার্লিন দেওয়াল কখন নির্মান করা হয়েছিল?
(ক) ১৯৪৫ (খ) ১৯৫২
(গ) ১৯৬০ (ঘ) ১৯৬১
12. কোথায় কসোভো শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়?
(ক) ফ্রান্স (খ) জার্মানি
(গ) সুইজারল্যান্ড (ঘ) ইতালি
13. ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স ইউনিয়নের সদরদপ্তর কোথায়?
(ক) জেনেভা (খ) রোম
(গ) বার্লিন (ঘ) ব্যাংকক
14. অভি সম্প্রতি যুগোস্লাভিয়ায় কীভাবে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়?
(ক) নির্বাচনের মাধ্যমে (খ) সামরিক অভ্যুথানের মাধ্যমে
(গ) গণবিদ্রোহের মাধ্যমে (ঘ) মুক্তি আন্দোলনের মাধ্যমে
15. বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?
(ক) সাতক্ষীরা (খ) যশোর
(গ) ফেনী (ঘ) সিলেট
16. ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে-
(ক) মালাক্কা প্রণালী (খ) পক প্রণালী
(গ) ডোভার প্রণালী (ঘ) বসফরাস প্রণালী
17. ১৯৭৪ সনের আগে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল।
(ক) ব্রিটেন (খ) ফ্রান্স
(গ) স্পেন (ঘ) পর্তুগাল
18. কোনটি মুদ্রাস্ফীতির কারণ?
(ক) উৎপাদন বৃদ্ধি (খ) আমদানি বৃদ্ধি
(গ) রপ্তানি বৃদ্ধি (ঘ) মুদ্রার যোগান বৃদ্ধি
19. একদিনের ক্রিকেট খেলার প্রথম ১৫ ওভারে কতজন ফিল্ডার ১৫ গজ বেষ্টনীর বাইরে অবস্থান করতে পারবে?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
20. নিচের কোন দেশটি আফ্রিকার নয়?
(ক) আলজেরিয়া (খ) আলবেনিয়া
(গ) তিউনেসিয়া (ঘ) নাইজেরিয়া
21. কে বলেছেন- কাপুরুষের মরার আগে বহুবার মারা যায়; সাহসীরা একবার মৃত্যুবরণ করে?
(ক) উইলিয়াম শেক্সপিয়ার (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) উইনস্টন চার্চিল (ঘ) অলিভার গোল্ডস্মিথ
22. যুদ্ধে অংশ গ্রহণের জন্য কোন দেশে বাংলাদেশি সৈন্যদের পাঠানো হয়েছিল?
(ক) কুয়েত (খ) সৌদি আরব
(গ) কাতার (ঘ) আফগানিস্তান
23. বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না?
(ক) ১২ বছর (খ) ১৪ বছর
(গ) ১৬ বছর (ঘ) ১৮ বছর
24. UNFPA- এর পূর্ণ অভিব্যক্তি কী?
(ক) United Nations Freedom of Press Association
(খ) United Nations Fund for Population Activities
(গ) United Nations Fund for Poverty Alleviation
(ঘ) United Nations Fair price Association
25. সিডনি অলিম্পিক ২০০০ দ্রুততম মানবী কে?
(ক) ক্যারল কুপার (খ) ক্যাথি ফ্যিমান
(গ) কিমিতি ওথা (ঘ) ম্যারিয়ান জোন্স
26. বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কী?
(ক) খনিজ তেল (খ) পাকৃতিক গ্যাস
(গ) খরস্রোতা (ঘ) উপরের সবগুলা
27. ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?
(ক) মেঘালয় (খ) আসাম
(গ) ত্রিপুরা (ঘ) মনিপুর
28. কেনটি এশিয়াকে উত্তর আমেরিকা হতে বিচ্ছিন্ন করেছে?
(ক) সুয়েজ খাল (খ) বেরিং প্রণালি
(গ) ভূমধ্যসাগর (ঘ) পক প্রণালি
29. পাহাড়পুর খনন কার্যের ফলে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে-সংস্কৃতির নিদর্শন।
(ক) হিন্দু (খ) মুসলিম
(গ) খ্রিস্টান (ঘ) বৌদ্ধ
30. প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন _______।
(ক) ব্রিটিশ বিরোধি আন্দোলনে (খ) তেভাগা আন্দোলনে
(গ) ১৯৭১, এর মুক্তিযুদ্ধে (ঘ)সত্যাগ্রহ আন্দোলনে
31. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে?
(ক) প্রধানমন্ত্রী (খ) প্রেসিডেন্ট
(গ) প্রধান বিচারপতি (ঘ) স্পিকার
32. অনুরাধাপুর কোথায় অবস্থিত?
(ক) ভুটান (খ) বাংলাদেশ
(গ) শ্রীলঙ্কা (ঘ) ভারত
33. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
(ক) আরব-বাংলাদেশ ব্যাংক লিঃ
(খ) আল-বারাকা ব্যাংক লিঃ
(গ) আইএফআইসি ব্যাংক
(ঘ) ন্যাশনাল ব্যাংক লিঃ
34. ‘লেইসে ফেয়ার’ নীতির প্রবক্তা কে?
(ক) ডে এস মিল (খ) ডেভিড রিকার্ডো
(গ) অ্যাডাম স্মিথ (ঘ) জে এম কিনস
35. ভূ-পৃষ্ঠে কোন ধাতব পদার্থ প্রচুর পরিমাণে পাওয়া যায়?
(ক) অ্যালুমিনিয়াম (খ) দস্তা
(গ) লোহা (ঘ) তামা
36. তৃতীয় বিশ্ব বলতে বোঝায়-
(ক) উন্নত দেশসমূহ (খ) উন্নয়নশীল দেশসমূহ
(গ) তেল প্রধান দেশসমূহ (ঘ) এশিয়ার দেশসমূহ
37. পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি?
(ক) ইহুদি ধর্ম (খ) ইসলাম ধর্ম
(গ) খ্রিস্ট ধর্ম (ঘ) হিন্দু ধর্ম
38. সত্যজিৎ রায় হচ্ছেন-
(ক) একজন চলচ্চিত্র নির্মাতা
(খ) একজন সঙ্গীত পরিচালক
(গ) একজন লেখক
(ঘ) সবগূলোই
39. ‘ফুড কনফারেন্স’ গ্রন্থের রচয়িতা-
(ক) আবুল কাশেম শামসুদ্দিন (খ) আবুল মন্সুর আহমদ
(গ) আবুল ফজল (ঘ) মাহবুবুল আলম
40. ‘ইউরো’ বলতে কী বোঝায়?
(ক) ইউরোপীয় টিভি কার্যক্রম (খ) ইইসিরি অপর নাম
(গ) ইউরোপীয় মুদ্রার নাম (ঘ) ইউরোপীয় বেতার
41. বাংলাদেশের ১৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোনটি গ্রহন করা হয়?
(ক) সমাজতন্ত্র
(খ) ধর্মনিরেপেক্ষতা
(গ) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন
(ঘ) সংসদীয় সরকার
42. বাংলাদেশের সর্ব পশ্চিমে অবস্থিত জেলা-
(ক) ঠাকুরগাঁও (খ) পঞ্চগড়
(গ) নবাবগঞ্জ (ঘ) সাতক্ষীরা
43. এখন পর্যন্ত ফারাক্কার উপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
44. ‘মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণি সংগ্রামের ইতিহাস’ – উক্তিটি কার?
(ক) কার্ল মার্ক্স (খ) লেনিন
(গ) অ্যাঙ্গেলস (ঘ) হেনরি মরগার
45. ‘নবী বংশ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
(ক) শাহ্ মুহাম্মদ সগীর (খ) কায়কোবাদ
(গ) সৈয়দ সুলতান (ঘ) আলাওল
46. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি?
(ক) হোয়াইট হাউস
(খ) হোয়াইট হল
(গ) ১০ ডাউনিং স্ট্রিট
(ঘ) বাকিংহাম প্যালেস
47. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা-
(ক) এক (খ) দুই
(গ) তিন (ঘ) চার
48. উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন-
(ক) ২৫ ডিসেম্বর (খ) ২১ জুন
(গ) ৩০ সেপ্টেম্বর (ঘ) ১৫ এপ্রিল
49. কোন গ্যাসটি গ্রিন হাউস ইফেক্ট এর সাথে জড়িত?
(ক) অক্সিজেন (খ) সিএফসি
(গ) নাইট্রোজেন (ঘ) হিলিয়াম
50. বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
(ক) মকরক্রান্তি রেখা
(খ) ৯০ ডিগ্রি দ্রাঘিমা রেখা
(গ) বিষুব রেখা
(ঘ) কোনটিই নয়