Dhaka University B Unit 2001-2002

ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০১-২০০২)

বাংলা

01. কারক নির্ণয়ে কোনটি ভুল?

(ক) সে বাজারে যায়- অধিকরণ কারক

(খ) তিনি জ্ঞানে শ্রেষ্ট- অপাদান কারক

(গ) আমি ভাত খাব না- কর্মকারক

(ঘ) রতনে রতন চেনে- কর্তৃকারক 

 

02. মৌলিক শব্দ কোনটি?

(ক) মেঘ          (খ) ছুটি 

(গ) কাব্য         (ঘ) দ্বীপ 

 

03. সঠিকভাবে উপমা ব্যবহার না করলে বাক্য হারায়-

(ক) শৃঙ্খলা                   (খ) আসত্তি 

(গ) আকাঙ্ক্ষা             (ঘ) যোগ্যতা 

 

04. শুদ্ধ বানান গুচ্ছ-

(ক) ধস, জাগরূক, বৃহদংশ, মিথস্ক্রিয়া 

(খ) জাত্যাভিমান , যক্ষা, মরুদ্যান, ইতোমধ্যে

(গ) সাতনা, অনুসয়া, মাস্টার , গড্ডালিকা 

(ঘ) সংশ্রব, পুষ্প, অভ্যন্তরীণ, গোষ্ঠি    

 

05. কুম্ভিলক শব্দের অর্থ-

(ক) যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায়

(খ) কুমির ছানা 

(গ) মজবুত তালা

(ঘ) পৌরাণিক চরিত্র

 

06. ‘ব্যতীত’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? 

(ক) বেতিতে (খ) বতিত

(গ) বেতিতো     (ঘ) ব্যাতিতো

 

07. ‘প্রাতরাশ’ এর সন্ধিবিচ্ছেদ-

(ক) প্রাত + রাশ        (খ) প্রাতঃ + রাশ 

(গ) প্রাতঃ + আশ (ঘ) প্রাত + আশ 

 

08. কোন বাক্যটি শুদ্ধ?

(ক) মেয়েটি সুকেশিনী

(খ) মেয়েটি সুকেশিনী ও সুহ্যাসিনী 

(গ) মেয়েটি সুকেশি এবং সুহাসিনী 

(ঘ) মেয়েটি সুকেশা এবং সুহাসিনী 

 

09. ‘সে কত না দিনের কথা’  বাক্যে ‘না’ কোন প্রয়োজনে ব্যবহৃত?

(ক) না বোঝাতে        (খ)অনুরোধ

(খ) বিকল্প অর্থে        (ঘ) পদ-পূরণে

 

10.কোনটি তদ্ভব শব্দ?

(ক) রোদ্দর          (খ) সাঁওতাল

(গ) জ্যোৎস্না (ঘ) সাগর 

 

11. ‘ঠেলা গাড়িতে ইংরেজ নারী ও ঘোড়ার পিঠে ইংরেজ পুরুষেরা বায়ুসেবনে বের হয়েছে।‘ কোন ধরনের বাক্য?

(ক) সরল         (খ) জটিল

(গ) যৌগিক     (ঘ) মিশ্র 

 

12. ’হরিণ’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ-

(ক) হিরণ পয়েন্টের (খ) হননকারী

(গ) হরণকারী (ঘ) সোনালী রঙের পশু

 

13. ‘Waste not, Went Not.’ বাক্যটির যথাযথ অনুবাদ-

(ক) নষ্ট করো না, কিছু চেয়োনা 

(খ) নষ্ট করো না, করলে কিছু চাইতে পারবে নাহ

(গ) অপচয় করো না, অভাবও হবে না

(ঘ) অপচয় করো না, কিছু চেয়ো না 

 

14. ‘Canvas’ শব্দের অর্থ-

(ক) প্রচার            (খ) ক্যাম্বিস কাপড়

(গ) ভোট চাওয়া (ঘ) বিক্রি করা 

 

15. ‘কৃত্রিম’ শব্দটি গঠিত হয়েছে-

(ক) সমাস দ্বারা (খ) সন্ধি দ্বারা

(গ) উপসর্গ দ্বারা (ঘ) প্রত্যয় দ্বারা 

 

16. ‘বিষ নেই তার কুলোপনা চক্কর’ বলতে বোঝায়-

(ক) যার কোনো প্রকার ক্ষমতা নেই

(খ) ক্ষমতাশীল দম্ভ প্রকাশ 

(গ) অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন

(ঘ) বিষ নেই, কিন্তু কুলো আছে 

 

17. ‘Nabula’ এর পরিভাষা-

(ক) নীহারিকা (খ) ছায়াপথ 

(গ) ধুমকেতূ       (ঘ) মহাকাশযান 

 

18. ‘বিদ্যুৎ’ এর প্রতিশব্দ-

(ক) ক্ষণজীবী     (খ) ক্ষণপ্রভা

(গ) জীবমৃত (ঘ) ক্ষণদা

 

19. রোগাপটকা ইউনুস কলকাতায় যেখানে বাস করত তার নাম-

(ক) ব্লকম্যান লেন

(খ) বৈঠকখানার দফতরিদের পাড়া

(গ) ম্যাকলিওড স্ট্রিট 

(ঘ) সৈয়দ সালেহ লেন 

 

20. ‘সৌদামিনী মালো’ গল্পে একটি উপন্যাসের নাম উল্লেখ করা হয়েছে। উপন্যাসটি-

(ক) মৃত্যুক্ষুদা         (খ) জননী

(গ) ব্যথার দান       (ঘ) গোরা 

 

21. “পলকহীন চোখজোড়া দিয়ে  অশ্রুর ফোয়ারা নেমেছিল তার।“ একুশে গল্পে কার  অশ্রুর কথা বলা হয়েছে?

(ক) রাহাতের (খ) তপুর মায়ের

(গ) বানুর (ঘ) রেণুর 

 

22. ‘বনের ব্যাঘ্র ময়ূর সিংহ বিবরের  ফণী লয়ে”  এর আগের পঙক্তি-

(ক) যারা বর্বর বাঁধে থো ঘর পরম অকুতোভয়ে 

(খ) বর্বর যারা বাঁধে ঘর হেথা পরম অকুতোভয়ে 

(গ) যারা বর্বর হেথা বাঁধে  ঘোর পরম অকুতোভয়ে 

(ঘ) বর্বর যারা বাঁধে হেথা ঘোর পরম অকুতোভয়ে 

 

23. ‘জীবন-বান্দনা’ কবিতায় ব্যবহৃত শব্দগুচ্ছ-

(ক) পরিহরি, বিফল, ক্ষুরধারা, ভগ্নস্তূপ

(খ) অমরাবতী, কূপমন্ডূক, কুস্মিত, যীশু

(গ) নিরুপায়, শৈবাল, রহমান, জিন্দোগানি

(ঘ) কুকুরছানা, জন্মোৎসব, পুষ্পসাজ, সন্ন্যাসী   

 

24. “বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে, তারাই চারপাশে ঘুরে  বেড়াতে চায়, উড়তেও চায় না, ডিবতেও চায় না” কথাটি কোন রচনার অন্তর্গত?

(ক) হৈমন্তি        (খ) সাহিত্যে খেলা

(গ) বিলাসী         (ঘ) যৌবনের গান 

 

25. ‘ইউরোপ আমেরিকা আজ যা করছে আড়াই হাজার বছর আগে ওঁরা তাই করে গেছেন। ‘ ওঁরা কী করেছেন? 

(ক) জ্ঞানচর্চা                    (খ) বিজ্ঞানচর্চা

(গ) ভাষা বিজ্ঞান চর্চা       (ঘ) ধ্বনি বিজ্ঞান চর্চা 

 

 

 

প্রশ্ন 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

উত্তর

প্রশ্ন 

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

উত্তর

 

English

Read the passage carefully and answer questions 1-6:

Most of us take life for granted. We know that one we must die, but usually, we picture that day as in the future. When we are in buoyant health. death is all but unimaginable. We seldom think of it. We go about our petty tasks. hardly aware of our listless attitude toward life. It is the same old story of not being grateful for what we have until we lose it, of not being conscious of health until we are ill. I have often thought it would be a blessing if each human being were stricken blind and deaf for a few days at some time during his early adult life. Darkness would make him more appreciative of sight; silence would teach him the joys of sounds.

 

01. According to the writer we do not play attention to life because

a. We think life is meaningless

b. We are too tired 

c. We give more 

d. We do not realize the value of life 

 

02. What does it stand for in “we seldom think” of it? 

a. death         b. life

c. health        d. sight 

 

03. Why will be a blessing for people to become deaf and blind for a few days?

a. To punish them for their sins

b. to help them understand the deaf and the blind 

c. to help people appreciate the benefits of sight and sound

d. to bring darkness and silence in the world

 

04. Why does the writer mean by all but unimaginable?

a. It is almost impossible to imagine death

b. It is not possible to imagine death

c. Death dose not exist 

d. We should try to imagine death   

 

05. “Buoyant health” means 

a. poor health           b. excellent health

c. to be unhealthy    d. recovering from illness

 

06. The main purpose of this passage is to –

a. frightens people 

b. draw attention to blindness

c. remind people of death

d. make people appreciate life

 

07. Choose the correct sentence:

a. The thickness of the books vary

b. The thickness of the books is very

c. The thickness of the books varies

d. The thickness of the books is vary  

 

08. The English equivalent of “ অবিচল” is –

a. quite b. unmoved

c. frank   d. sincere 

 

09. Put in the affirmative, ‘We did not remember this name,’ would stand best as-

a. We had no memory of his name 

b. Time erased his name from our minds

c. Forgetfulness surrounded his name from our minds

d. We forgot his name

 

10. I don’t have __ spare time these days.

a. many b. much

c. some    d. more 

 

11. Finish the sentence If there had been a concert today,_____.

a. I would certainly go

b. I have certainly gone

c. I would certainly have gone

d. I will certainly go

 

[Q. 12-14 text  book এর পুরাতন সিলেবাসের প্রশ্ন ]

 

15. Hello, Bashir. I didn’t expect to see you today. You said you __ill.

a. are   b. were

c. was d. should be

 

16. No spelling error occurs in

a. Resturant      b. Restaurent

c. Restaurant    d. Restrant 

 

17. We couldn’t buy anything because __ of the shops were open.

a. all         b. no one

c. none     d. nothing 

 

18. By  2010, I _ for this firm for 15 years. 

a. will be working      b. will work 

c. have worked           d. will have woreked 

 

19. Translate it into Bengali the sentence  “She delivered a talk on philosophy to the Society”  would stand best as 

a. তিনি সমাজের সম্মুখে দর্শনের কথা প্রকাশ করলেন।

b. তিনি সমাজের কাছে দর্শনের বক্তব্য প্রকাশ করলেন।

c. তিনি মানব সমাজের কাছে দর্শনের কথা বললেন।

d. তিনি সমিতির সামনে দর্শন বিষয়ক একটি বক্তব্য দিলেন।

 

20. It is one street when the sun is shining, another street in rain, and another under the full moon. How many streets are mentioned here?

a. two      b. three

c. one      d. none 

 

21. Which phrase contains words opposed to each other in meaning? 

a. hopes aspirations

b. heat and warmth 

c. reproduction and death

d. bullets and bayonets  

 

22. Choose the word that is the opposite of ‘relaxed’

a. tensed     b. easy 

c. happy     d. contented 

 

23. I was tired that night. I __ wood all morning

 a. was cutting   b. had been cutting

c. had cut           d. cut

 

24. He could not find his pen, so he started _ it.

a. looking for     b. looking after

c. looking at       d. looking about 

 

25. Do you think she is married? She _____ be ; she hasn’t got a ring on her fighter.

a. can      b. can’t 

c. must    d. must’t

 

ans 

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

que

d

a

c

a

b

d

c

b

d

b

c

ans

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

 

que

b

c

d

d

c

c

c

a

b

a

d

 

সাধারণ জ্ঞান

01. গৌতম বুদ্ধের  জন্মস্থান লুম্বিনী কোন দেশে অবস্থিত?

(ক) ভারত         (খ) ভুটান

(গ) বাংলাদেশ   (ঘ) নেপাল

 

02. বাংলা সনের প্রবর্তক কে?

(ক) সম্রাট আশোক (খ) সম্রাট আঁকবর

(গ) আবুল ফজল (ঘ) লক্ষ্ণন সেন

 

03. শিখদের ধর্মগ্রন্থের নাম কী?

(ক) ত্রিপিটক (খ) গ্রন্থসাহেব

(গ) ভগবত গিতা (ঘ) তৌরাত

 

04. পবিত্র কোরআনের দীর্ঘতম সূরার নাম কী? 

(ক) আন’আম        (খ) নিসা

(গ) আল-ইমরান     (ঘ) বাকারা 

 

05. চতুর্থ বিশ্বনারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) নাইরোবী                (খ) মেক্সিকো

(গ) কোপেনহেগেন (ঘ) বেইজিং 

 

06. কোন ক্ষেত্রে আবেদনের জন্য অমর্ত্য সেনকে পুরস্কার দেওয়া হয়েছে?

(ক) উন্নয়ন অর্থনীতি                (খ) কল্যাণ অর্থনীতি 

(গ) আন্তর্জাতিক বাণিজ্যতত্ত্ব   (ঘ) মজুরই তত্ত্ব 

 

07. অর্থশাস্ত্রের জনক কে? 

(ক) Adam Smith            (খ) David Ricardo

(গ) Jhon Stuart Mill       (ঘ) Karl Marx

 

08. আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন?

(ক) ৯ (খ) ৭

(গ) ৬ (ঘ) ২ 

 

09. দুধে কোন এসিড আছে?

(ক) ফেলিক এসিড (খ) হাইড্রোক্লোরিক 

(গ) ল্যাক্টিক                   (ঘ) সালফিউরিক  

 

10. কান্তজীর মন্দির কোথয় অবস্থিত?

(ক) বগুড়া           (খ) পুরী 

(গ) দিনাজপুর     (ঘ) মথুরা  

 

11. মাদার তেরেসার জন্ম কোন দেশে?

(ক) ভারত (খ) আলবেনিয়া 

(গ) ব্রিটেন      (ঘ) জার্মানি 

 

12. ‘পেয়েটিকস’ কী?

(ক) সাহিত্যতত্ত্ব        (খ) কাব্যগ্রন্থ 

(গ) নাটক সংগ্রহ      (ঘ) ধর্মগ্রন্থ 

 

13. নিচের কোন নাটকটি মঞ্চায়ন  করা হয় একটি কারাগারে? 

(ক) কারাগারে     (খ) কবর

(গ) নীলদর্পণ (ঘ) সিরাজউদ্দৌলা 

 

14. সর্বপ্রথম ইংরেজি অভিধান সম্পাদনা করেন কে?

(ক) স্যামুয়েল বাটলার      (খ) আইজকি ওয়াল্টন

(গ) স্যামুয়েল জনসন       (ঘ) টমাস ব্রাউন 

 

15. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কী?

(ক) বর্ণমালা (খ) আগ্নেয়াস্ত্রের ব্যবহার 

(গ) মুদ্রার প্রচলন (ঘ) চিত্রলেখা 

 

16. ২০০২ সালের শীতকালীন অলিম্পিক কেন শহরে অনুষ্ঠিত হবে? 

(ক) বোল্টন (খ) সল্ট লেক 

(গ) মিউনিখ (ঘ) জেনভা 

 

17. কোন শহরে তুরস্ক খেলাফতের অবসান হয়?

(ক) ১৯১০ সালে      (খ) ১৯১৪ সালে

(গ) ১৯২০ সালে (ঘ) ১৯২৪ সালে

 

18. টেস্ট ক্রিকেটে দক্ষিণ এশিয়ার কোন বোলার সর্বাধিক উইকেট লাভ করেছেন?

(ক) ওয়াসিম আকারম (খ) কপিল দেব

(গ) মুত্তিয়া মুরালিধরণ (ঘ) ইমরান খান 

 

19. কোন বিপ্লবের পরিপ্রেক্ষিতে ‘A  Tale of Two cities’ রচিত  হয়?

(ক) বলশেভিক বিপ্লব (খ) ইংল্যান্ড এর গৌরবময় বিপ্লব

(গ) আমেরিকান বিপ্লব (ঘ) ফরাসি বিপ্লব 

 

20. গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশকে কয়টি অংশে ভাগ করা হয়েছে?

(ক) ১৮        (খ) ২০

(গ) ২১ (ঘ) ২৩ 

 

21. কোনো দেশের  সবচেয়ে অনুর্বর জমির  খাজনা-

(ক) শূন্য (খ) নেতিবাচক 

(গ) ইতিবাচক     (ঘ) কোনটিই নয় 

 

22. আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেছিলেন?

(ক) বিদ্যুৎ            (খ) কম্পিউটার 

(গ) ডিনামাইট (ঘ) পোলিও টিকা 

 

23. কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে?

(ক) এফ আর খান (খ) বব রুই

(গ) লুই কান (ঘ) মাজহারুল খান 

 

24. বাংলাদেশের ভুখন্ড থেকে প্রথম প্রকাশিত-

(ক) বরিশাল হিতৈষী      (খ) সমাচার দর্পণ 

(গ) ঢাকা প্রকাশ             (ঘ) রংপুর বার্তাবহ  

 

25. নিচের কোনটি বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পরে না?

(ক) বিবাহ-বিচ্ছেদ (খ) নারী ও শিশু পাচার

(গ) শিশুর অভিভাবকত্ব (ঘ) দেনমোহর 

 

26. ভি এস নাইপল কোন বইটির রচয়িতা?

(ক) Indian Wind Freedom

(খ) The Enigms of Arival 

(গ) Heart of Darkness

(ঘ) The Guide 

 

27. পাঁচ বিবির মাজার কোথায়?

(ক) সোনারগাঁও (খ) লালবাগ

(গ) চট্টগ্রাম            (ঘ) সিলেট 

 

28. ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ? 

(ক) স্পেন (খ) আর্জেন্টিনা 

(গ) পর্তুগাল (ঘ) ইংল্যান্ড 

 

29. কোনটি ‘শ্বেতহস্তীর দেশ’ নামে পরিচিত? 

(ক) থাইল্যান্ড (খ) সিঙ্গাপুর

(গ) কাম্পুর্চা (ঘ) ইন্দোনেশিয়া

 

30. অরুন্ধতি রায় কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার পান?

(ক) The English Patient     

(খ) Midnight’s Children    

(গ)The God of Small Thinks

(ঘ) Interpreter of Maladies

 

31. ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর কোথায়? 

(ক) ব্রাসেলস (খ) লুক্সেমবার্গ

(গ) বার্লিন (ঘ) রোম 

 

32. ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? 

(ক) ১৭৭০     (খ) ১৭৯৩ 

(গ) ১৮০০ (ঘ) ১৮১২ 

 

33. বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীয় বিষয়বস্তু কী ছিল?

(ক) সংসদীয় সরকার ব্যবস্থা     (খ) রাষ্ট্রধর্ম ইসলাম

(গ) তত্ত্ববধায়ক সরকার (ঘ) বহুদলীয় গণতন্ত্র 

 

34. কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী?

(ক) ২৫      (খ) ৫০

(গ) ৭৫       (ঘ) ৬০ 

 

35. ইসরাইলের পার্লামেন্টের নাম কী?

(ক) Knesset  

(খ) Duma   

(গ) Congress 

(ঘ) Diet

 

36. আন্তর্জাতিক পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়?

(ক) ৫ মার্চ        (খ) ৪ এপ্রিল 

(গ) ২৭ এপ্রিল   (ঘ) ৫ জুন

 

37. ক্ষমতার বিভাজন তত্ত্বের প্রবক্তা কে?

(ক) মন্টেস্কু (খ) ভলতেয়ার

(গ) জনলক (ঘ) রুশো 

 

38. বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?

(ক) কুতুবদিয়া (খ) সেন্টমারটিন

(গ) সন্দ্বীপ (ঘ) মহেশ খালি 

 

39. ইংরেজি কেন সনের দুর্ভিক্ষ পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত?

(ক) ১৭৭০ সনের          (খ) ১৮৬৬ সনের

(গ) ১৮৯৯ সনের (ঘ) ১৯৪৩ সনের 

 

40. বাংলাদেশের বর্তমান গভর্নরের নাম কী?

(ক) ড. ফখরুদ্দীন আহমদ 

(খ) এম. নুরুল ইসলাম

(গ) ড. ফরাসউদ্দীন 

(ঘ) এ এন এম হামিদুল্লাহ 

 

41. Asian  Drama গ্রন্থের রচয়িতা কে? 

(ক) Adam Smit 

(খ)Gunar Myrdal  

(গ) David Ricardo 

(ঘ) J.M. Keynes 

 

42. IFC বলতে কোনটিকে বোঝায়?

(ক) Indian Film Corporation 

(খ) Indian Forest Corporation 

(গ) International Finance Corporation 

(ঘ) International Food Company 

 

43. জিব্রাল্টার প্রণালি কোন দুটিকে যুক্ত করেছে? 

(ক) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর

(খ) প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর

(গ) মর্মর সাগর ও কৃষ্ণ সাগর

(ঘ) লোহিত সাগর ও আরব সাগর

 

44. ১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন? 

(ক) Anthony Mascarenhas                (খ) Peter Shore 

(গ) DP Dhar                                         (ঘ) Ravi Shankar

 

45. দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কী?

(ক) আফ্রিদি     (খ) জুলু

(গ) কুর্দ             (ঘ) মাসাই 

 

46. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? 

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় 

(খ) বাংলা একাডেমি

(গ) শিল্প কলা একাদেমি 

(ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি 

 

47. খোয়াবনামা’র  লেখক কে? 

(ক)আখতারুজ্জামান ইলিয়াস

(খ) মাওলানা আতাহার আলী

(গ) মুন্সী মেহেরুল্লাহ 

(ঘ) নজীবর রহমান সাহিত্যরত্ন 

 

48. কোন দেশটি আরব লীগের সদস্য নয়?

(ক) ইরাক       (খ) কুয়েত

(গ) ইরান        (ঘ) কাতার 

 

49. গ্লোরিয়া অ্যারাইয়ো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

(ক) লাওস             (খ) কাম্পুচিয়া

(গ) ফিলিপাইন     (ঘ) পেরু

 

50. শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়?

(ক) ইংল্যান্ড      (খ) যুক্তরাষ্ট্র 

(গ) জার্মানি       (ঘ) ফ্রান্স 

 

প্রশ্ন 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

উত্তর

প্রশ্ন 

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

উত্তর

প্রশ্ন 

২৭

২৮

২৯

৩০

৩১

৩২

৩৩

৩৪

৩৫

৩৬

৩৭

৩৮

৩৯

উত্তর

প্রশ্ন 

৪০

৪১

৪২

৪৩

৪৪

৪৫

৪৬

৪৭

৪৮

৪৯

৫০

   

উত্তর

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *