ঢাকা বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০২-২০০৩)
বাংলা
01. ‘মানুষের মন অত্যন্ত জটিল, সুতরাং তার অনুভূতিও বিচিত্র।‘ বাক্যটি-
(ক) সরল (খ) যৌগিক
(গ) কঠিন (ঘ) জটিল
02. ‘তুর্কি’ শব্দ কোনটি?
(ক) দারোগা (খ) এজলাস
(গ) ফাজিল (ঘ) বোতল
03. নিচের কোন শব্দটি বিশেষ্য?
(ক) আশ্বস্ত (খ) আধুনা
(গ) আধুনিক (ঘ) আরণ্য
04. পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম কোন গ্রামে?
(ক) শিমপুর (খ) ফকিরহাট
(গ) তাম্বুলখানা (ঘ) আলফা ডাঙা
05. ‘কচুকাটা’র’ ব্যাসবাক্য কোনটি-
(ক) কচুর মতো কাঁটা (খ) কচুকে কাটা
(গ) কচু ও কাটা (ঘ) কচু কাটা
06. কোনটি তদ্ভব শব্দ নয়?
(ক) ছাতা (খ) বোন
(গ) রাখাল (ঘ) নদী
07. চলতি রীতিতে রচিত নিম্নের বাক্যটিতে ভুলের সংখ্যা মোট কয়টি? পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত দুস্ত বালকটির সবিনয়ে নিবেদন শুনিয়া উপস্থিত সকলের চোখ অশ্রুসজল হইয়া উঠিল।
(ক) ৫ (খ) ৬
(গ) ৭ (ঘ) ৮
08. ‘সূক্ষ্ম’ শব্দের উচ্চারণ-
(ক) সুখম (খ) শুখম
(গ) সুখখো (ঘ) শুকখো
09. ‘অপোগণ্ড’ শব্দের অর্থ –
(ক) অপ্রাপ্তবয়স্ক (খ) অপদার্থ
(গ) দরিদ্র (ঘ) অকর্মণ্য
10.ঃ এক প্রকার –
(ক) নিঃশব্দ ধ্বনি (খ) ‘য়’ শ্রেণির ধ্বনি
(গ) ‘ং’ জাতীয় ধ্বনি (ঘ) ‘হ’ জাতীয় ধ্বনি
11. ‘ঝড় আসছে হু হু করে।‘ বাক্যটির হু হু পদ-
(ক) বিশেষণ (খ) ক্রিয়া বিশেষণ
(গ) ধনাত্মক শব্দ (ঘ) বিশেষণীয় বিশেষণ
12. ‘তুষ্ট’ এর বিপরীতার্থক শব্দ-
(ক) ভ্রষ্ট (খ) কষ্ট
(গ) রুষ্ট (ঘ) অসন্তুষ্ট
13. ‘তিমিরকুন্তলা’ বেঝায়-
(ক) রাত্রি (খ) ঘন চুল
(গ) অন্ধকার (ঘ) কেশ তৈল বিশেষ
14. ‘Adam’s Apple’ এর বাংলা পরিভাষা-
(ক) কণ্ঠ ধ্বনি (খ) কণ্ঠ মণি
(গ) আদমের আপেল (ঘ) নিষিদ্ধ ফল
15. ‘মোগলের সঙ্গে খানা খাওয়া’ বাগধারার অর্থ-
(ক) রাজা-বাদশাহের সঙ্গে খাওয়া
(খ) ওপরওয়ালার তোষামোদ করা
(গ) অসুবিধায় পড়ে বিড়ম্বনা সহ্য করা
(ঘ) অবিজাতদের সঙ্গে ওঠাবসা
16. ‘He called me names’ এর অনুবাদ-
(ক) সে আমাকে নাম ধরে ডাকল
(খ) সে আমার নাম স্মরণ করল
(গ) সে আমার নামে নিন্দা করল
(ঘ) সে আমাকে গাল দিল
17. ‘যে বিষয়ে কোন বিবাদ বা বিরোধ নেই।‘ কথাটি সংক্ষেপ করলে হবে-
(ক) সর্বসম্মত (খ) অবিসংবাদী
(গ) ঐকমত্য (ঘ) নির্বিরোধ
18. ‘তারা যাবে না কোথাও।‘ বাক্যটির ইতিবাচক রূপ-
(ক) তারা কোথাও যাবে (খ) তারা সবখানে যাবে
(গ) তারা এখানেই থকাবে (ঘ) তারা কোথাও থাকবে
19. ‘উত্থাপন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
(ক) উৎ + থাপন (খ) উৎ + স্থাপন
(গ) উঃ + স্থাপন (ঘ) উঃ + থাপন
20. “হেই পুলা, তুই আমার নাওয়ে যাইবি? আমি খালে-বিলে জাল লইয়া ঘুরি, মাছ ধরি-মাছ বেচি, নাওয়ে রান্ধি-নাওয়ে খাই।“ উক্তিটি কার?
(ক) বনমালী (খ) ধনঞ্জয়
(গ) সুবল (ঘ) কিশোর
21. “ এগুলোন একটিও মানুষ না। এগুলোনের শরীরে যে গোস্তপিণ্ড লেগে আছে সেগুলোন মানুষের গোস্ত না। কুকুরের গোস্ত।“ কার সংলাপ?
(ক) আহমদ শাহ্ আব্দালি (খ) সুজাউদ্দৌলা
(গ) নজীবদ্দৌলা (ঘ) ইব্রাহীম কার্দি
22. ‘সত্যি এক ইউনিক ব্যাপার’ কোন কবিতার অন্তর্গত?
(ক) ধন্যবাদ (খ) একটি ফটোগ্রাফ
(গ) বাংলাদেশ (ঘ) আঠারো বছর বয়স
23. ‘বঙ্গভাষা’ কবিতায় ষটকের মিলবিন্যাস-
(ক) গঘঘগগগ (খ) গগগঘঘগঙ
(গ) গঘঘগঘঘ (ঘ) গঘঘগঙঙ
24. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে পুলিশ সাব-ইন্সপেক্টরের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আত্মীয়তার কথা বলেছিল-
(ক) মোটা বদরুদ্দিন (খ) বামপন্থী মক্সুদ
(গ) হুজুগে মোদাব্বের (ঘ) গল্পপ্রেমিক কাদের
25. ‘বিশ্বমানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক ধর্ম।‘ বাক্যটি কোন রচনার?
(ক) যৌবনের গান (খ) ভাষার কথা
(গ) অর্ধাঙ্গী (ঘ) সাহিত্যে খেলা
English
The practice of Naturopathy can be traced back to over I OOO years to the time of Hippocrates. is known as the father of medicine (460 BC to 357 BC), He considered diseases to be an effect imbalanced in such natural elements as air. water. sunshine and nourishment.
As the suggests, Naturopathy is the treatment or prevention of disease Without drugs. using therapies like changes in diet and lifestyle. It is based on the belief that the body is self-healing and has the ability to repair itself and recover front illness if in a healthy environment. Naturopathy also deems that the power to restore health lies not in drugs but in nature. The modern medical system. on the other hand. depends on drugs; it treats the symptom and suppresses the disease, but often does little to ascertain the real root of the problem. Naturopathy seeks to find the cause often symptoms and then treats it as natural changes based on individual requirements. According to this type of therapy, physical problems are invariably a result of
emotional imbalances caused by the stress of modern life Yet another cause of diseases is the accumulation of waste and toxins in the body. Consequently. u basic foundation of Naturopathy is that the mind. body and soul are interconnected and cannot be treated in isolation.
01. All of the following are true of Naturopathy except:
a. Naturopathy is an ancient medical system
b. Naturopathy gives stress to diet
c. Naturopathy is based on the study of patient’s symptoms
d. Naturopathy considers modern lifestyle to be a root of physical problems
02. The body is self-healing under which condition?
a. When it is free from toxins
b. When it has not been polluted by drugs
c. When it has not been affected by emotions
d. When it is in a healthy environment
03. The word ascertain could be best replaced by:
a. paertain b. dertermine
c. conclude d. retain
04. According to the passage, the main difference between the system of medical practice is that-
a. the modern medical system ignores environmental causes
b. the modern medical system does not always examine the root cause of the disease
c. the modern medical system looks at the emotional imbalance of a patient
d. the modern medical system belives that a balanced life can prevent illness
05. ___ can be grown on arid land.
a. Only little crop b. Only a little corps
b. Only few crop d. Only a few crops
06. A from of natural therapy or Naturopathy as described here would be:
a. undergoing an operation
b. taking a course of antibiotics
c. changing how you live and what you eat
d. taking a second opinion
07. text book এর পুরাতন সিলেবাসের প্রশ্ন।
08. The passive from of “The storm damaged the banyan tree is best expressed in______.”
a. The storm resulted in the of the banyan tree
b. the banyan tree was damaged by the storm
c. the banyan tree damaged was a consequence of the storm
d. The storm led to the damaged of the bayan tree
09. The baby ___ since morning.
a. cries b. has cried
c. has been crying d. have been crying
10. What is the correct past participle form of draw?
a. drew b. drewed
c. drawn d. deawed
11. The word survival is a noun. What is its verb form?
a. survey b. service
b. survive d. swerve
12. Text book এর পুরাতন সিলেবাসের প্রশ্ন?
13. Choose the appropriate preposition: The ambassador called __ the president.
a. at b. upon
c. back d. out
14. Fill in the blank with the suitable word: The flood did not ___ us that much, thank goodness.
a. affected b. effect
c. effecting d. affect
15. Which one of the following is the best translation in the Bangla of the sentence “They had hardly spoken all evening?”
a. তারা সারা সন্ধ্যা কঠিন কঠিন কথা বলল
b. তারা কঠিন সন্ধায় কঠিন কথা বলল
c. তারা সারা সন্ধ্যা প্রায় কোন কথা বলেনি
d. তারা সারা সন্ধ্যা প্রায়ই কথা বলেছে
16. Which of the following word has been misspelt?
a. borrower b. occurs
c. recurs d. procures
17. In the sentence “ The characters in this novel are fictitious,” The underlined word means
a. identifiable b. not real people
c. believable d. symbolic
18. Among the followings, the word that does not rhyme is __.
a. due b. few
c. new d. who
19. The appropriate tag question for the blank in ‘You forgot my birthday, ___’ is
a. haven’t you? b. didn’t you ?
c. aren’t you? d. wouldn’t you?
20. Choose the correct spelling:
a. enclyopadia b. eccyclopidia
c. encylopidia d. encyclopedia
21. text book এর পুরাতন সিলেবাসের প্রশ্ন।
22. No confusion of the grammatical subject occurs in
a. Young and inexperienced, the task seemed ease to me
b. Young and inexperienced, it seemed to me to be ease task
c. Young and inexperienced, I thought the task easy
d. Young and inexperienced, it was an ease task for me
23. Translation into English the sentence “জামাল খুব অল্প কথার মানুষ “
a. Jamal speaks little
b. Jamal does say many things
c. Jamal uses very words when he speaks
d. Jamal is a man of few words
24. It’s been raining all morning and I’m sure it’ ll go ___ all afternoon as well.
a. on rain b. on to rain
c. on raining d. raining
25. The winner will be selected at random.
a. by testing b. by interviewing
c. by chance d. by competition
সাধারণ জ্ঞান
01. বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন?
(ক) এটি এম আফজাল (খ) আব্দুর রউফ
(গ) সুলতান হোসেন খান (ঘ) আবু সাইদ চৌধুরী
02. ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয়-
(ক) আওয়ামী লীগ (খ) কৃষক প্রজা পার্টি
(গ) নেজামে ইসলাম (ঘ) ন্যাশনাল আওয়ামী পার্টি
03. অপারেশন সার্চ লাইট কোন সালের ঘটনা?
(ক) ১৯৬৯ (খ) ১৯৭১
(গ) ১৯৭৫ (ঘ) ১৯৯০
04. বার্লিন দেওয়াল তৈরি হয়-
(ক) ১৯৩৫ (খ) ১৯৪৯
(গ) ১৯৬১ (ঘ) ১৯৭৫
05. OPEC -এর সদস্য নয়-
(ক) রাশিয়া (খ) ইরান
(গ) ইরাক (ঘ) ইন্দোনেশিয়া
06. শেক্সপিয়ারের রচনা নয়-
(ক) কিং লেয়ার (খ) টুয়েল্ভথ নাইট
(গ) ফাউস্ট (ঘ) দ্বি টেম্পেস্ট
07. লেনিনগ্রাদের বর্তমান নাম-
(ক) পেট্টোগ্রাদ (খ) মস্কো
(গ) সেন্ট পিটার্সবার্গ (ঘ) বাকু
08. আইরিশ রিপাবলিক আর্মির রাজনৈতিক শাখা-
(ক) ইনকাথা (খ) সিন ফেইন
(গ) আল-ফারান (ঘ)কারেন
09. ইন্দোনেশিয়া যে দেশের উপনিবেশ ছিল?
(ক) পর্তুগাল (খ) নেদারল্যান্ড
(গ) ব্রিটেন (ঘ) জার্মানি
10. ‘Asian Drama’ গ্রন্থের রচয়িতা-
(ক) হারল্ড লাস্কি (খ) গুনার মিরডাল
(গ) উ-থান্ট (ঘ) এডাম স্মিথ
11. জিম্বাবুয়ের পূর্ব নাম-
(ক) রোডেশিয়া (খ) গ্রিনল্যান্ড
(গ) গোল্ডকোস্ট (ঘ) প্রিটোরিয়া
12. দক্ষিণ আমেরিকার কোন দেশের একজন প্রাক্তন শ্রমিক নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?
(ক) কলম্বিয়া (খ) পানামা
(গ) ব্রাজিল (ঘ) আর্জেন্টিনা
13. আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম-
(ক) মালাস্কা (খ) দার্দানেলিস
(গ) হরমুজ (ঘ) বাব-এল-মান্দেব
14. কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে?
(ক) ১০ ডিগ্রি (খ) ১৯ ডিগ্রি
(গ) ২৭ ডিগ্রি (ঘ) ৩৮ ডিগ্রি
15. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা-
(ক) ১৯১ (খ) ১৯৩
(গ) ১৯৫ (ঘ) ১৯৮
16. কোন রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচিত হয়?
(ক) ত্রয়োদশ লুই (খ) চতুর্দশ লুই
(গ) পঞ্চদশ লুই (ঘ) ষোড়শ লুই
17. CNG এর অর্থ-
(ক) কার্বন মুক্ত নতুন পরিবেশবান্ধব তেল
(খ) নতুন ধরনের ট্যাক্সিক্যাব
(গ) সিসামুক্ত পেট্রোল
(ঘ) কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস
18. ক্ষমতা বিভাজন তত্ত্বের প্রবক্তা কে?
(ক) মন্টেস্কু (খ) জন লক
(গ) হ্যারল্ড লাস্কি (ঘ) জে এস মিল
19. উজবেকিস্তানের রাজধানীর নাম-
(ক) সমরকন্দ (খ) বুখারা
(গ) তাসখন্দ (ঘ) খারতুম
20. ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
(ক) দিল্লি (খ) লন্ডন
(গ) লিউইয়র্ক (ঘ) সিমলা
21. ‘দায়মুক্তি অধ্যাদেশ’ জারি করা হয়-
(ক) ৮ জানুয়ারি, ২০০৩ (খ) ৯ জানুয়ারি, ২০০৩
(গ) ১০ জানুয়ারি, ২০০৩ (ঘ) ১৫ জানুয়ারি, ২০০৩
22. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধরণ করেছে?
(ক) ভৈরব (খ) চাঁদপুর
(গ) দেওয়ানগঞ্জ (ঘ) আজমিরিগঞ্জ
23. বড়পুকুরিয়া কোন জেলায় অবস্থিত?
(ক) দিনাজপুর (খ) সিলেট
(গ) গোপালগঞ্জ (ঘ) রংপুর
24. গ্রন্থের একটি পদ্ধতিগত তালিকাকে বলা হয়-
(ক) জীবনপূঞ্জি (খ) তালিকা
(গ) গ্রন্থপূঞ্জি (ঘ) নির্ঘন্ট
25. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন-
(ক) আর সি মজুমদার (খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) বুদ্ধদেব বসু (ঘ) ড. মুহম্মদ শহিদুল্লাহ
26. প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো-
(ক) বগুড়া ও দিয়ানাজপুর
(খ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
(গ) কুমিল্লা ও নোয়াখালী
(ঘ) বৃহত্তর ময়মনসিংহ
27. আল বেরুনি রচিত গ্রন্থের নাম-
(ক) কিতাবুল হিন্দ (খ) চাচা নামা
(গ) আইন ই আঁকবর (ঘ) বাহারিস্তন-ই-গায়িবি
28. নীলদর্পণ প্রথম মঞ্চস্থ হয়-
(ক) ঢাকা (খ) কলকাতা
(গ) চট্টগ্রাম (ঘ) বরিশাল
29. বাংলাদেশের আদিবাসী নয়-
(ক) রাজবংশী (খ) মগ
(গ) কুকী (ঘ) মাউরি
30. বাংলাদেশের প্রথম সিনেমা হল-
(ক) পিকচার হাউস (খ) শাবিস্তান
(গ) রুপমহল (ঘ) গুলিস্তান
31. দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট-
(ক) ডি. ক্লার্ক (খ) পিটার বোথা
(গ) ড. মালান (ঘ) ফরস্টার
32. ২০০২ সালে বিশ্বকাপ প্রতিযোগিতায় তৃতীয় স্থান নির্ধারণী খেলাটি কেন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?
(ক) তুরস্ক ও ইতালি (খ) পর্তুগাল ও তুরস্ক
(গ) জাপান ও ইতালি (ঘ) তুরস্ক ও দক্ষিণ, কোরিয়া
33. AFP কোন দেশের সংবাদ সংস্থা?
(ক) জার্মানি (খ) ফ্রান্স
(গ) ইংলান্ড (ঘ) কানাডা
34. পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত?
(ক) কায়রো (খ) কাসাব্লাঙ্কা
(গ) প্যারিস (ঘ) ইস্তাম্বুল
35. “Man is born free but everywhere he is in chains” কার উক্তি?
(ক) রুশো (খ) ভোল্টেয়ার
(গ) কার্ল মার্ক্স (ঘ) জে. এস. মিল
36. ‘ভলি’ (Volley) শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়?
(ক) ক্রিকেট (খ) গলফ
(গ) লন টেনিস (ঘ) ভলিবল
37. মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ নয়-
(ক) ভারত (খ) নাইজেরিয়া
(গ) বাংলাদেশ (ঘ) চীন
38. সাহিত্যে নোবেল পুরষ্কার প্রত্যাখ্যান করেছিলেন-
(ক) পার্ল এস বাক (খ) জ্যা পল সার্ত্রে
(গ) সল বেলো (ঘ) উইন্সটোন
39. কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত?
(ক) জর্ডান (খ) সিরিয়া
(গ) সৌদি আরব (ঘ) ইরাক
40. মানবশিশু ক্লোন রয়েছে বলে দাবি করেছে-
(ক) ক্লোন টেক (খ) ক্লোন আইটি
(গ) সুপার ক্লোন (ঘ) ক্লোন এইড
41. বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়?
(ক) চট্টগ্রাম (খ) নরসিংদী
(গ) দিনাজপুর (ঘ) যশোর
42. কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি ছায়াছবি-
(ক) লালসালু (খ) সুর্যদীঘল
(গ) দীপু নম্বর টু (ঘ) মাটির ময়না
43. সম্প্রতি ঘোষিত বাংলাদেশের সর্বপ্রথম উপজেলা-
(ক) সোনার গাঁও (খ) রামগঞ্জ
(গ) মাঝিড়া (ঘ) মীরসরাই
44. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর –
(ক) এ এন এম হামিদুল্লাহ (খ) খোরশেদ আলম
(গ) ড. মোঃ ফরাসউদ্দিন (ঘ) ড। ফখরুদ্দীন
45. ‘লৌহমানবী’ রূপে পরিচিত-
(ক) ইন্দিরা গান্ধি (খ) শ্রিমাভো বন্দরনায়েকে
(গ) গোল্ডা মায়ার (ঘ) মার্গারেট থ্যাচার
46. BIDS বলতে বোঝায়-
(ক) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান
(খ) বাংলাদেশ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান
(গ) বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন সার্ভিস
(ঘ) বাংলাদেশ সেচ উন্নয়ন খাত
47. কোনটি রাষ্ট্রায়ত্ব ব্যাংক নয়?
(ক) অগ্রণী ব্যাংক (খ) রূপালি ব্যাংক
(গ) উত্তরা ব্যাংক (ঘ)জনতা ব্যাংক
48. ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে অধিক পরিচিত-
(ক) রফিকুন্নেসা (খ) হাসেম খান
(গ) কাইয়ূম চৌধুরী (ঘ) এস এম সুলতান
49. বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীতশিল্পী-
(ক) বারীণ মজুমদার (খ) আব্দুল আলিম
(গ) সোহরাব হোসেন (ঘ) সৈয়দ আব্দুল হাদি
50. বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ঠ দ্বীপ-
(ক) ক্তুবদিয়া (খ) মহেশ খালি
(গ) সেন্টমার্টিন (ঘ) নিঝুম দ্বীপ