Dhaka University D Unit 2011-2012

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১১-২০১২)

বাংলা

০১. ‘Vivid’ শব্দের বঙ্গানুবাদ হলো –

A) বিবিধ      B) প্রাণবন্ত

C) বিস্তৃত   D) ব্যাপ্ত

 

০২. যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলে –

A) বহুধা বিভক্তি             B) ক্রিয়া বিভক্তি

C) তির্যক বিভক্তি D) শব্দ বিভক্তি

 

০৩. I’ll teach you a lesson. বাক্যটির যথার্থ বঙ্গানুবাদ –

A) আমি তোমাকে একটি শিক্ষা দেব

B) আমি তোমাকে এমন শিক্ষা দেব

C) আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব

D) আমি তোমাকে শিখিয়ে দিব

 

০৪. শুদ্ধ বানান –

A) ব্যধি    B) ব্যাক্তি

C) ব্যার্থ    D) ব্যভিচার

 

০৫. ‘ছেলেটির উদ্ধতপূর্ণ আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থি হওয়ায় তাকে অবিলম্বে বহিষ্কারের নির্দেশ দেওয়া হল।’ সাধুরীতির বাক্যটিতে ভুলের সংখ্যা –

A) পাঁচটি     B) ছয়টি

C) সাতটি    D) আটটি

 

০৬. কোনটি ঠিক?

A) গুচ্‌ + ঘঞ্চ্‌ = শোক           B) বন্দ + অনা = বন্দনা

C) শম্‌ + তৃচ = শান্তি             D) পঠ্‌ + ঘ্যণ = পঠিত

 

০৭. ‘মাধবী’ অর্থ –

A) মধুকর           B) মধুমালতী

C) বাসন্তী ফুল D) মধুময়

 

০৮. ‘Ambiguous’ এর পরিভাষা –

A) উভয়বলতা    B) উভবল

C) উভচর          D) দ্ব্যর্থক

 

০৯. ‘দেখিবারে চাই।’ এখানে ‘দেখিবারে’ –

A) নিমিত্তার্থক অসমাপিকা ক্রিয়া   B) ক্রিয়াবিশেষ

C) ক্রিয়াদ্বিত্ব                                 D) অসমাপিকা ক্রিয়াবিশেষণ

 

 

 

১০. ‘মনে মনে তুলনা করে দেখলাম।’ এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে –

A) ব্যাপ্তি অর্থে       B) আধিক্য অর্থে

C) বিশেষ্য অর্থে    D) ক্রিয়াবিশেষণ অর্থে

 

১১. মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে, তাকে বলে –

A) অভিকর্ষ     B) অভিশ্রুতি

C) ক্ষীণায়ন     D) বিপ্রকর্ষ

 

১২. ‘তখন থেকে যাব যাব করছি।’ বাক্যটিতে ‘যাব যাব’ –

A) বিশেষ্যের বিশেষণ   B) বিশেষণের বিশেষণ

C) ক্রিয়া বিশেষণ         D) ধনাত্ম বিশেষণ

 

১৩. ‘নোনতা’ শব্দে ‘তা’ শব্দটি ব্যবহৃত হয়েছে –

A) নিন্দিত অর্থে   B) সদৃশ অর্থে

C) ঈষৎ অর্থে      D) যুক্ত অর্থে

 

১৪. ভিন্নার্থক শব্দযুগল নয় কোনটি?

A) কপাল, কপোল  B) অন্নদ্য, অন্যদা

C) পর্যঙ্ক, খট্বা         D) সিরিশ, গিরীশ

 

১৫. ‘কেবল কিন্তু কিন্তু করো না।’ এখানে ‘কিন্তু’ কোন অর্থে ব্যবহৃত?

A) প্রতিবাদ  B) সন্দেহ

C) বিস্ময়     D) সংশয়

 

১৬. ‘সদানন্দ’ এর সন্ধিবিচ্ছেদ হলো –

A) সদ + আনন্দ     B) সদা + নন্দ

C) সৎ + আনন্দ   D) সদ + অ + নন্দ

 

১৭. বিপরীতার্থক শব্দ –

A) ঐতিহ, পারত্রিক   B) হর্ম, হর্ম্য

C) শসা, স্বসা               D) শঠ, ষট্‌

 

১৮. ‘কচুবনের কালাচাঁদ’ বাগ্‌ধারাটির অর্থ –

A) মাকাল ফল            B) অপদার্থ

C) গোবরে পদ্মফুল     D) কলির কেষ্ট

 

১৯. ‘অপাঙ্গ’ শব্দের অর্থ –

A) প্রতি অঙ্গ         B) আপাদমস্তক

C) ভিন্নাঙ্গ             D) দৃষ্টিকোণ

 

২০. ‘বিলাসী’ গল্পে উল্লেখকৃত ভূদেব বাবু কে?

A) উনিশ শতকের বাংলার জাগরণের অগ্রদূত 

B) বিলাসীর পিতা

C) রাজনীতিবিদ                               

D) মৃত্যুঞ্জয়ের কাকা

 

২১. ‘ঘন গাছপালায় বেষ্টিত দুপারের গ্রাম বেশ উঁচুতে।’ কোন রচনার অন্তর্গত?

A) অপরাহ্নের গল্প     B) কলিমদ্দি দফাদার

C) বিলাসী                  D) একুশের গল্প

 

২২. ‘অর্ধাঙ্গী’ রচনায় ব্যবহৃত ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতাংশ কার রচনা?

A) বিহারীলাল চক্রবর্তী   B) রবিন্দ্রনাথ ঠাকুর

C) দ্বিজেন্দ্রলাল রায়       D) সত্যেন্দ্রনাথ দত্ত

 

২৩. ‘শামলা’ শব্দটি পাওয়া যায় কোন রচনায়?

A) অর্ধাঙ্গী                               B) যৌবনের গান

C) কমলাকান্তের জবানবন্দি    D) বিলাসী

 

২৪. ‘কবর’ কবিতায় ‘মজিদ’ শব্দে নির্দেশিত –

A) বৃদ্ধ          B) মুয়াজ্জিন

C) মসজিদ   D) বৃদ্ধের ছেলে

 

২৫. ‘হৈমন্তী’ প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়?

A) গল্পগুচ্ছ ৩য় খন্ড B) গল্পগুছ ৪র্থ খন্ড

C) গল্প সপ্তক                 D) সবুজপত্র

 

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

C

C

D

C

A

C

D

A

D

C

C

D

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

C

D

C

A

B

D

C

B

B

A,C

C

C

 

 

English

Questions 1 to 2 : Which of the following is closest in meaning to the underlined word.

 01. The whote blood cell count in one’s body may fluctuate by 50 percent during a day.

A) undulate B) multiply

C) diminish D) vary


02. Ultrasonic waves are beyond the range of sound a human can hear.

A) outside B) with

C) over D) around


Question 3 to 5 : The correct translation of

03. ‘বইটি কেমন কাটছে’?

A) How does the book cut readers?

B) Does the book cut well?

C) Is the book leaving the market?

D) How is the book selling?


04. ‘পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভাল’।

A) Good food is for food health

B) Nutritious food is good for health

C) Nutrients in food is good and healthy

D) Healthy food is good for health


05. ‘কি করে অংকটি করতে হয় তা তিনি আমাকে দেখালেন’ is –

A) He shows me to do the sum

B) He showed me to do the sum

C) He showed me how to do the sum

D) He showed me do the sum


Question 6 to 9 : Choose the correct option

06. The correct antonym for ‘superficial’ is –

A) Careless B) Indifferent

C) Sufficient D) Deep


07. ‘At a low ebb’ – means

A) increasing B) Decreasing

C) Still D) Invalid


08. The best passive form of the sentence ‘What do you want?’ – is 

A) What was wanting by you?

B) What is wanted by you?

C) What was wanted by you?

D) What is wanting by you?


09. The correct spelling is 

A) exemplery B) exemplary

C) examplary D) eximplary


Question 10 to 11 : Indicate the synonym of the words given below:

10. Auspicious

A) supernatural B) suspicious

C) fortunate D) fearful

11. Shabby

A) smart B) fair

C) unsmart D) honourable

Question 12 to 14 : Which of the following sentence is correct?

12. A) Fear makes where I stand tremble me

      B) Fear makes me tremble where I stand

      C) Fear where I stand makes me tremble

      D) Fear makes me stand where I tremble


13. A) Family and friends together stay through thick and thin

      B) Family and friends stay through thick and thin together

      C) Family and friends stay together through thick and thin

      D) Family and friends through thick and thin together stay


14. A) It is more better to be safe than sorry

      B) It is better to be safer than sorry

      C) It is better to be safe than more sorry

      D) It is better to be safe than sorry


Read the following passage carefully and answer Questions 15 to 19:

I have traveled in many countries and have met with men of all classes, but never in my travels did I feel the presence of the human so distinctly as in this land. In other great countries signs of man’s power loomed large, and I saw vast organizations which showed efficiency in all their features. There, display and extravagance, in dress, in furniture, in costly entertainments are startling. They seem to push you back into a cornet, like a poor intruder at a feast; they are apt to make you envious or take your breath away with amazement. There, you do not feel man as supreme; you are hurled against stupendous things that alienate. But in Japan it is not the display of power or wealth that is the predominating element. You see everywhere emblems of love, admiration, and not mostly of ambition and greed.


15. ‘Like a poor intruder’ is an example of

A) simile B) metaphor

C) metonymy D) hyperbole


16. Which statement is not true?

A) The Japanese admire good things

B) They are not an ostentatious people

C) They alienate visitors

D) They shun ambition and greed

17. The writer is describing the following things about the people of Japan:

A) ambition and greed B) love and admiration

C) display and extravagance D) envy and amazement


18. The writer praises the japanese because –

A) they make you envious

B) they love environment

C) they have vast organizations

D) they are very humane


19. The word ‘stupendous’ means

A) stupid B) expensive

C) ugly D) huge


Questions 20 to 25 : Fill in the blanks

20. I remembered ____ the race.

A) the horse’s winning to B) the horse to win

C) the horse winning D) the horse’s to win


21. ____ parent plays a different but important role in a child’s life.

A) Each B) One

C) Anyone D) The


22. Jenny ____ leave the hospital only six hours after the baby was born.

A) was able to B) might

C) can D) is able to


23. ____ physicist, Gabriel Fahreneit, invented the mercury thermometer in 1714.

A) There is B) It is

C) The D) It is the


24. He is my best friend now, and ____ for many years.

A) was B) had been

C) has been D) was to be


25. Our teacher told the monitor to hand not scripts ____ the class.

A) between B) into

C) through D) among

Answers


01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

D

C

D

B

C

D

B

B

B

C

C

B

C

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

D

A

C

B

D

D

C

A

A

C

C

D

বাংলাদেশ বিষয়াবলি

 

০১. জাতীয় সংসদের ১নং আসনটি বাংলাদেশের কোন জেলায়?

A) কক্সবাজার B) পঞ্চগড়

C) চাঁপাইনবাবগঞ্জ        D) বরগুনা

 

০২. প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল?

A) হরিকেল B) সমতট

C) বরেন্দ্র        D) রাঢ়

 

০৩. বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?

A) ডা. এম আর খান     B) ডা. মোহাম্মদ ইব্রাহিম 

C) ডা. নুরুল ইসলাম    D) ডা. গোলাম রসুল

 

০৪. কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কী?

A) কাপ্তাই ভ্যালি B) গ্রাউন্ড ডিলুজ

C) চিটাগাং ট্র্যাক্ট D) ভেঙ্গি ভ্যালি

 

০৫. ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ কোন দিন?

A) ১ জুলাই     B) ১ জুন

C) ১ আগস্ট   D) ১ মে

 

০৬. নিম্নের কোন বংশ প্রায় চারশ বছরের মতো বাংলা শাসন করেছেন?

A) মৌর্য বংশ B) গুপ্ত বংশ

C) পাল বংশ     D) সেন বংশ

 

০৭. পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন গ্রিন পিস তার প্রতীকী জাহাজ ‘রেইনবো ওয়ারিয়র’কে একটি বাংলাদেশের দাতব্য সংগঠনের কাছে হস্তান্তর করেছে। জাহাজটির নতুন নাম কী?

A) রংধনু             B) সবুজ সাথী

C) সবুজ যোদ্ধা D) পরিবেশ সংরক্ষক

 

০৮. ১৭৮০ সালে উপমহাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে –

A) বেঙ্গল গেজেট B) ইন্ডিয়ান গেজেট

C) সমাচার দর্পণ    D) দিগদর্শন

 

০৯. ভারতবর্ষে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র শাসন প্রাতিষ্ঠানিকভাবে কবে শেষ হয়?

A) ১৮৫৭      B) ১৮৫৮

C) ১৯২১       D) ১৯৪৭

 

১০. কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫ শে মার্চের মধ্য রাতে নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল?

A) অপারেশন ব্লু স্টার     B) অপারেশন ক্লিনহার্ট

C) অপারেশন সার্চলাইট    D) অপারেশন হান্ট

 

১১. ময়নামতির পূর্বনাম কী ছিল?

A) রোহিতগিরি         B) ত্রিপুরা

C) হরিকেল D) নদীয়া

 

১২. ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে?

A) হিন্দু সভ্যতা          B) বৌদ্ধ সভ্যতা

C) খ্রিস্টান সভ্যতা     D) জৈন সভ্যতা

 

১৩. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

A) আবদুর রউফ                  B) এ. এস. এম সায়েম

C) এ. বি. এম খায়রুল হক   D) এদের কেউ নন

 

১৪. বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?

A) সাঁওতাল   B) চাকমা

C) মারমা      D) রাখাইন

 

১৫. সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা পদক কাকে দেয়া হয়েছে?

A) সোনিয়া গান্ধী      B) ইন্দিরা গান্ধী

C) মনমোহন সিং    D) মমতা ব্যানার্জি

 

১৬. বাংলাদেশ ও মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম –

A) সুরমা         B) নাফ

C) কর্ণফুলী    D) সাঙ্গু

 

১৭. টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে কোন নদীতে –

A) সুরমা         B) বরাক

C) কুশিয়ারা   D) যমুনা

 

১৮. ‘মাটির ময়না’ ছবি নির্মাণ করেন –

A) মিশুক মনীর               B) সুভাষ দত্ত

C) চাষী নজরুল ইসলাম  D) তারেক মাসুদ

 

১৯. বাংলাদেশে উপজেলার মোত সংখ্যা –

A) ৩৬৪ টি      B) ৩৮০ টি

C) ৪৮২ টি      D) ৪৮৬ টি

 

২০. কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?

A) লন্ডন        B) কলকাতা

C) টোকিও     D) ওয়াশিংটন

 

২১. পলাশীর যুদ্ধ কখন হয়েছিল?

A) ২৩ জুন, ১৭৫৭         B) ২৫ জুলাই, ১৭৫৭

C) ১৫ আগস্ট, ১৮৫৮   D) ২৫ আগস্ট, ১৮৫৮

 

২২. সম্প্রতি স্বাক্ষরিত সীমান্ত চুক্তির আওতায় মোত কতগুলি বাংলাদেশি ছিটমহল ভারতের কাছে হস্তান্তর করা হবে?

A) ৪৯ টি   B) ৫০ টি

C) ৫১ টি   D) ৫২ টি

 

২৩. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?

A) মনু             B) কর্ণফুলী

C) করতোয়া   D) সাঙ্গু 

 

২৪. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

A) তাজউদ্দীন আহমেদ B) সৈয়দ নজরুল ইসলাম

C) খাজা নাজিম উদ্দিন    D) এ এইচ এম কামরুজ্জামান

 

২৫. দিনাজপুরের বড়পুকুরিয়া কী জন্য প্রসিদ্ধ?

A) প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র

B) প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র

C) দ্বিতীয় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র

D) দ্বিতীয় গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র

 

উত্তর

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

A

B

D

A

C

A

A

B

C

A

B

B

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

B

B

B

B

D

 

B

A

C

C

A

A

 

আন্তর্জাতিক বিষয়াবলি

০১. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?

A) বার্লিন B) প্যারিস

C) ফ্রাঙ্কফুট D) জেনেভা

০২. ‘The Idea of Justice’ গ্রন্থের রচয়িতা কে?

A) অমর্ত্য সেন B) উইলিয়াম রসেটা

C) মাইকেল লিফ্‌ঠ D) শুনার মিরডাল

০৩. ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল?

A) ব্রিটেন B) পর্তুগাল

C) ফ্রান্স D) জাপান

০৪. এই.এম.এফ এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্দ কোন দেশের নাগরিক?

A) ইতালি B) ফ্রান্স

C) নরওয়ে D) সুইজারল্যান্ড

০৫. সার্ক এর প্রথম মহাসচিব কে ছিলেন?

A) আবুল আহসান B) নরসিমা রাও

C) জি পি কৈরালা D) পি এন হাকসার

০৬. বান্দা আচেহ্‌ কোথায় অবস্থিত?

A) মলয়েশিয়া B) ইন্দোনেশিয়া

C) ভিয়েতনাম D) থাইল্যান্ড

০৭. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি কে লিখেছেন?

A) মনিকা আলী B) রবার্ট ফ্রস্ট

C) এ্যালেন গিন্সবার্গ D) বব ডিলান

০৮. আন্তর্জাতিক শান্তি দিবস উদ্‌যাপিত হয়?

A) ৩ জুন B) ১১ জুলাই

C) ২১ সেপ্টেম্বর D) ১৬ ডিসেম্বর

০৯. কোনটি দক্ষিণ সুদানের রাজধানী?

A) জুবা B) মালাকাল

C) টরিট D) ওয়ারাপ

১০. ওয়াটার লু যুদ্ধখেত্র কোথায় অবস্থিত?

A) বেলজিয়াম B) জাপান

C) ইংল্যান্ড D) জার্মানি

১১. টেলিফোনে আড়িপাতা স্ক্যান্ডাল এর কারণে ব্রিটেনের কোন পত্রিকা ২০১১ সালে বন্ধ হয়ে গেছে?

A) দি টেলিগ্রাফ C) দি ডেইলি মেইল

C) দি নিউজ অব দি ওয়ার্ল্ড D) দি গার্ডিয়ান

১২. কোন প্রতিষ্ঠান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমিয়ে দেয়?

A) স্ট্যান্ডার্ড এন্ড পুয়্যরস B) জে পি মরগ্যান

C) আমেরিকান এক্সপ্রেস D) বিবি এন্ড টি কর্‌প্‌

১৩. স্যান্ডহার্স্ট হচ্ছে একটি –

A) নৌ একাডেমি B) সামরিক একাডেমি

C) বিমান একাডেমি D) মেরিন একাডেমি

১৪. ভারতের সমাজকর্মী আন্না হাজারে কিসের বিরুদ্ধে আন্দোলন করেছেন?

A) মাদক B) সন্ত্রাসবাদ

C) দুর্নীতি D) দারিদ্র

১৫. ‘The Keeling Curve’ – রেখাচিত্রটি কিসের সাথে যুক্ত?

A) অর্থনীতি B) পরিবেশ

C) জনসংখ্যা বৃদ্ধি D) শেয়ারবাজার

১৬. ফ্রাঙ্কফুট শহরটি কী জন্য বিখ্যাত?

A) আইস হকি B) বই মেলা

C) ঔষধ পণ্য D) কৃষি পণ্য

১৭. কোন দেশে এ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন?

A) জার্মানি B) সুইজারল্যান্ড

C) অস্ট্রিয়া D) চেকোস্লোভাকিয়া

১৮. ‘IFC’ এর পূর্ণরূপ হচ্ছে –

A) ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন

B) ইন্টারন্যাশনাল ফিসক্যাল কর্পোরেশন

C) ইন্টারন্যাশনাল ফুড কর্পোরেশন

D) কোনটিই নয়

১৯. ‘মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোল্‌স’ এর মোট লক্ষ্য হচ্ছে –

A) ৫টি B) ৬ টি

C) ৮ টি D) ১০ টি

২০. মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন –

A) নাগরিক অধিকার আন্দোলনকারী B) ধর্মীয় সংস্কারক

C) গায়ক D) চিত্রশিল্পী

২১. মুয়াম্মার গাদ্দাফি কত বছর লিবিয়া শাসন করেন?

A) ৪৫ B) ২৬

C) ৩৪ D) ৪২

২২. শেন্‌ঝেন কোন দেশের অংশ?

A) ফ্রান্স B) লুক্সেমবার্গ

C) বেলজিয়াম D) নেদারল্যান্ডস

২৩. জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কী?

A) অরাষ্ট্রীয় পর্যবেক্ষক B) রাষ্ট্রী পর্যবেক্ষক

C) কোন পদ মর্যাদা নেই D) কোনোটিই নয়

২৪. সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন –

A) বিল গেটস্‌ B) টিম বার্নার্স লি

C) এ্যান্ডি গ্রোভ D) মার্ক জুকারবার্গ

২৫. কোন রাষ্ট্রটি পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষর করেনি?

A) যুক্তরাষ্ট্র B) চীন

C) ভারত D) রাশিয়া

উত্তর

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

A

B

B

A

B

C

C

A

A

C

A

B

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

C

B

B

C

A

C

A

D

B

B

D

C

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *