Dhaka University D Unit Admission (2019-2020)

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৯-২০২০)

বাংলা

০১. কোন বানানটি শুদ্ধ?

A) দুষ্কৃতকারী B) দুরাবস্থা

C) দৌড় D) দুরারোগ্য 

০২. ‘আলাভোলা’ বাগ্‌ধারাটির অর্থ-

A) অসহায় B) সাদাসিধে

C) অকর্মণ্য D) অলস

০৩. ‘বেগতিক’ শব্দে ব্যবহৃত ‘বে’ কোন ধরনের উপসর্গ?

A) বাংলা B) সংস্কৃত

C) আরবি D) ফারসি

০৪. কোন বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ নয়?

A) শৈশিল্য-শিথিল B) সরলতা-সারল্য

C) হৃদয়-হার্দিক D)  প্রতীচী-প্রতীচ্য

০৫. ‘ডেঙ্গু’ শব্দের উৎস ভাষা-

A) ইংরেজি B) গুজরাটি

C) তামিল D) স্প্যানিশ

০৬. ‘কুল কাঠের আগুন’ এর অর্থ-

A) তীব্র যন্ত্রণা B) দীর্ঘস্থায়ী জ্বালা

C) ধ্বংসাত্মক কান্ড D) অসম্ভব কান্ড

০৭. ‘হরিৎ’ শব্দের অর্থ কী?

A) হলুদ B) বেগুনি

C) ধূসর D) সবুজ

০৮. ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

A) ওদন B) উদক

C) তণ্ডুল D) বারিদ

০৯. ‘মানানসই’ শব্দের ‘সই’ কোন ধরনের প্রত্যয়?

A) বাংলা কৃত প্রত্যয় B) বাংলা তদ্ধিত প্রত্যয়

C) সংস্কৃত তদ্ধিত প্রত্যয় D)  বিদেশি প্রত্যয়

১০. ‘প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা’ এক কথায় হবে-

A) বরাভয় B) লবেজান

C)  রোদসী D) বীরবৌলি

১১. বয়স হলে এরা আর কিচ্ছু না হোক-

A) অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়

B) এরা ছুটতে শেখে

C) শক্ত করে গিরেটা দিতে শেখে

D) দেহটা গেলেই হয়, এমন ভাবনা ভাবে

১২. ছেলেবেলায় অনুমপের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পন্ডিতমশায় কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন?

A) বকুল ও ডুমুর B) পলাশ ও আমড়া

C) পারুল ও লটকন D) শিমুল ও মাকাল

১৩. ‘One swallow does not make a summer’ এর অর্থ কী?

A) এক হাতে তালি বাজে না B) এক মাঘে শীত যায় না

C) ভাগ্যের মা গঙ্গা পায় না D) বিপদ কখনও একা আসে না

১৪. ‘Dilemma’ শব্দের বাংলা পরিভাষা-

A) ঢিলেমি B) মতান্তর

C) উভয় সংকট D) তর্ক-বিতর্ক

১৫. ‘পাখাল’ শব্দের অর্থ-

A) পাখির খামারি B) পান্তা

C) পাখ-পাখালি D) পাটের আঁশ

১৬. কোন শব্দে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে?

A) তেলাপোকা B) দেহ

C)  হেথা D) শেষ

উত্তর

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

১৪

১৫

১৬

D

B

D

B

D

A

D

B

D

B

C

D

B

C

B

A

English

Provide the appropriate preposition (questions 1 and 2)

01. Tina is renowned ____ her oratory.

A) with B) of

C) in D) for

02. He was not conversant ____ the plan.

A) of B) to

C) with D) in

Select the correct word to complete the sentences (Q. 3-7)

03. Waring! No unauthorized personnel ____ this point.

A) about B) beyond

C) here D) then

04. ____ to Barishal by bus yesterday?

A) Did Jashim went B) had Jashim go

C) Was Jashim go D) Did Jashim go

05. The dress was designed by ____ famous Italian artist.

A) a B) the

C) an D) one

06. It is the ____ city of the country.

A) most populous B) more populous

C) Most people D) most population

07. Who says that you can go ____ the world in eighty days?

A) over B) around

C) Across D) beyond

08. Choose the correct sentence.

A) The railway will compensate us with the loss.

B) The railway will compensate us for the loss.

C) The railway will compensate us the loss.

D) The railway will compensate us loser.

09. The correct synonym if ‘mediocre’ is-

A) average B) industrious

C) ordinary D) better

10. The correct antonym of ‘spurious’ is-

A) cautious B) fantastic

C) modest D) genuine

11. What is the meaning of the proverb ‘Do not put the cart before the horse’?

A) Put the horse behind the cart.

B) Do not follow any order when you do things.

C) A cart cannot move without a horse.

D) Do things in proper order.

Read the following passage and answer the questions 12-16.

Money is not only coins and banknotes, it is anything that people are willing to use in order to represent the value of other things for the purpose of exchanging goods and services. Money enables people to compare quickly and easily the value of different commodities (such as fish and shoes), to exchange one thing for another, and to store wealth conveniently. There have been many types of money. The most familiar is the coin. Which is a standardized piece of imprinted metal. Yet money existed long before the invention of coins, and cultures have prospered using other things as currency. Such as cowries, cattle, skins, salt, grains, beads, cloth and promissory notes. In modern prisons, cigarettes have often served as money. Nowadays people do not have to carry money when they go for shopping, they can use debit or cash cards. These cards are also called plastic money.

12. What was the most well-known form of money in the past?

A) Cowries B) Computer bits

C) Coins D) Stone

13. What is the passage about?

A) The history of money in human society.

B) How money changes society.

C) How coins came into existence.

D) The importance of plastic money.

14. The passage suggests that

A) coins existed long before the invention of money.

B) cowries were never counted as money.

C) in ancient times, cigarettes were used as money.

D) coins followed the invention of money.

15. How does the passage define money?

A) Anything that is used to represent the value of something and used for the purpose of exchange of goods and services.

B) Cowries and coins are used for the purpose of exchange of goods and services.

C) Something that is only used to store wealth.

D) A standardized piece of imprinted metal.

16. According to the passage-

A) debit or cash cards were carly forms of money.

B) debit and cash cards have always been there.

C) debit and cash cards are newer forms of money.

D) debit and cash cards are money only in our imagination. 

Answers

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

16

D

C

B

D

A

A

B

B

A

D

D

C

A

D

A

C

 

সাধারণ জ্ঞান

০১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচিত্র ধীরে বহে মেঘনা -এর পরিচালক কে ছিলেন?

A) আলমগীর কবির B) খান আতাউর রহমান

C) হুমায়ূন আহমেদ D) সুভাষ দত্ত

০২. জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে?

A) সাধারণ পরিষদ B) আন্তর্জাতিক বিচারালয়

C) নিরাপত্তা পরিষদ D) অছি পরিষদ

০৩. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ কবে উৎক্ষেপন করা হয়?

A) ২৩ জুন ২০১৭ B) ১৭ মে ২০১৮

C) ১১ মে ২০১৮ D) ১৭ মার্চ ২০১৯

০৪. সম্প্রতি সরকার কর্ত্‌ক গৃহীত শুদ্ধ বানান কোনটি?

A) Chattogram B) Chittagong

C) Chotogramm D) Chitagong

০৫. ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুল ইসলামকে ডি.লিট. ডিগ্রী প্রদান করে-

A) ১৯৭২ সালে B) ১৯৭৩ সালে

C) ১৯৭৪ সালে D) ১৯৭৮ সালে

০৬. ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের জাতীয় বাজেটের আকার হল-

A) ৫,২৩,১৯০ কোটি টাকা B) ৪,২৩,১৯০ কোটি টাকা

C) ৩,৭৭,৮১০ কোটি টাকা D) ৩,২৫,৬৬০ কোটি টাকা

০৭. কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত?

A) ইউএনএফপিএ B) ডব্লিউএইচও

C) ইউএন ইউমেন D) সিডো

০৮. বাংলাদেশের একমাত্র ‘পাহাড়’-বিশিষ্ট দ্বীপ

A) পাহাড়পুর B) কুতুবদিয়া

C) নিঝুমদ্বীপ D) মহেশখালী

০৯. সম্প্রতি অনুষ্ঠিত কোন প্রতিযোগিতায় বাংলাদেশের রোমান সানা স্বর্নপদক জিতেছেন?

A) আর্চারি ওয়ার্ল্ড কাপ B) আর্চারি অলিম্পিক

C) এশিয়া কাপ আর্চারি D) বিশ্ব অলিম্পিক

১০. বাংলাদেশের প্রথম নারী মেয়র কে?

A) সেলিনা হায়াত আইভি B) মেহের আফরোজ চুমকি

C) পান্না কায়সার D) কবরী সারোয়ার

১১. কোন ইস্যুতে হংকং-এ সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়?

A) প্রত্যর্পণ বিল B) চীন থেকে স্বাধীনতা

C) গণতন্ত্র D) জলবায়ু পরিবর্তন

১২. নিচের কোনটি বাংলাদেশের ‘জাতীয় জরুরি সেবা’ পালন করে থাকে?

A) ৯১১ B) ২২২

C) ৯৯৯ D) ১১১

১৩. মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহায়তা করছে?

A) জাপান B) সিঙ্গাপুর

C) জার্মানি D) দক্ষিণ কোরিয়া

১৪. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কী?

A) বীর বাহাদুর B) এম. এন. লারমা

C) দেবাশীষ রায় D) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা

১৫. কোন বিষয়কে ঘিরে ‘#মি টু আন্দোলন’-টি সূচিত হয়?

A) শিশু নির্যাতন B) পরিবেশ দূষণ

C) প্রাণি নির্যাতন D) যৌন হয়রানি

১৬. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন?

A) লর্ড ক্লাইভ B) লর্ড কর্ণওয়ালিশ

C) লর্ড কার্জন D) লর্ড মাউন্টব্যাটেন

১৭. বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে?

A) পটুয়াখালী B) বরিশাল

C) নোয়াখালী D) কক্সবাজার

১৮. নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়?

A) ব্রাজিল B) পেরু

C) আর্জেন্টিনা D) বলিভিয়া

১৯. হাইকমিশনার ও অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কী?

A) প্রথমজন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি

B) প্রথমজন ইউরোপীয় রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন এশিয়া ও আফ্রিকার প্রতিনিধি

C) প্রথমজন কূটনীতিক ও অপরজন রাষ্ট্রের প্রতিনিধি

D) কোন পার্থক্য নেই

২০. বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি?

A) নাগরিকত্ব B) জানমালের নিরাপত্তা

C) গণহত্যার বিচার D) ঘরবাড়ি পুনর্নির্মাণ

২১. নিচের কোনটি spreadsheet-এর একটি ফাঙ্গশন?

A) ওয়েবসাইটে প্রবেশ B) আয় এবং ব্যয় বিশ্লেষণ

C) ভিডিও চিত্র দেখা D) ই-মেইল একাউন্ট খোলা

২২. কোনো ছাত্রাবাসে ৬৫% ছাত্র মাছ পছন্দ করে, ৫৫% ছাত্র সবজি পছন্দ করে এবং ৪০% ছাত্র উভয়টি পছন্দ করে। কত শতাংশ ছাত্র কোনটিই পছন্দ করে না?

A) ৩৫% B) ৪৫%

C) ৬০% D) ২০%

২৩. ‘ইস্তিফাদা’ কী?

A) আরব গণজাগরণ

B) ইসরায়েলী দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ

C) সিরিয়ায় আসাদ-বিরোধী যুদ্ধ

D) আফগানিস্তানে মার্কিন-বিরোধী যুদ্ধ

২৪. ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোন রাজনৈতিক দলের সদস্য?

A) গ্রীন পার্টি B) ডেমোক্রেটিক লেবার পার্টি

C) ইংলিশ ন্যাশনাল পার্টি D) কনজারভেটিভ পার্টি

২৫. আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?

A) আফ্রিকা B) এশিয়া

C) ইউরোপ D) দক্ষিণ আমেরিকা

২৬. নিচের ক্ষেত্রগুলোর মধ্যে কোনটির বিরুদ্ধে কাজ করার জন্য ডেনিস ম্যুকউইগি এবং নাদিয়া মুরাদকে ২০১৮ সালের নোবিল শান্তি পুরষ্কার দেওয়া হয়েছিল?

A) দাস প্রথা B) শিশু নির্যাতন

C) মানব পাচার D) যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংসতা

২৭. ঢাকা কেন মেগাসিটি?

A) অত্যধিক জনসংখ্যার জন্য B) অত্যধিক যানবাহন চলাচলের জন্য

C) পরিবেশগত দূষণের জন্য D) অত্যধিক দালান-কোঠার জন্য

২৮. ইউ.এন.সি.এইচ.ই কী?

A) ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান এনভায়রনমেন্ট

B) ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউমেন ইকোলজি

C) ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হ্যাবিটেট এনভায়রনমেন্ট

D) ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্যা হ্যাবিটেট ইকোলজি

উত্তর

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

১৪

A

D

C

A

C

A

D

D

C

A

A

C

A

D

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

D

C

D

C

A

A

B

D

B

D

C

D

A

A

লিখিত পরীক্ষা

বাংলা

০১. নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর।

What’s more, it recognizes that we Rohingya are not alone. Many other ethnic groups in Myanmar including the Kachin, the Shan, the Karen – endure shocking violence at the hands of the armed forces of the central government. The United Nations concludes; The Myanmar military, the force behind this vicious cycle of murderous abuse, must be brought to account. We must end decades of impunity for some of the worst crimes known to humanity in recent years.


০২. নিচের চলিত রীতির গদ্যাংশটি শুদ্ধ করে লিখ।

ছাত্র-ছাত্রীদের বানানভুলের মহড়া আজকাল বেশ বিব্রতকর হয়ে উঠিতেছে। শান্তনা, কথপোকথন, দূরবীন, দৌরাত্য ইত্যাদি বানানও দেদার ভুল হচ্ছে। শুধু বানান ভুল নয়, দুর্ভাগ্যজনকভাবে বাক্য গঠনে ব্যাকরণগত বিষয়ে তাহাদের অসচেতনতা লক্ষণীয়। তারা যেমন যৌগিক ও জটিল বাক্যের বিন্যাস করতে ভুল করে, তেমনি বাক্যসমূহের মধ্যে যথাযথ সংযোগ স্থাপনেরও অশুদ্ধতা দেখা যায়। বস্তুতঃ এসব রপ্ত করা ঠিক চুলখেজুরে লোকের ব্যাপার নয় রীতিমত সাধন করে হাত পাকাইতে হবে।

English

03. Translate the following paragraph into English:

মা আমার সবচেয়ে বড়ো সমালোচক ছিলেন। তিনি আমার সব সেমিনারে যেতেন। আমি সাবলীল্ভাবে কথা বলতে না পারলেও তিনি বুঝতে পারতেন। আমার কাজে বা কথায় কেউ কষ্ট পেলে তিনি সাবধান করে দিতেন। তিনি বলতেন, ‘মনে রেখো মা, তুমি চলে গেলে মানুষ তোমার ব্যবহারটাই মনে রাখবে।’

04. Write a paragraph on the political leadership of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman in ten (10) sentences.


সাধারণ জ্ঞান

০৫. ‘ফেসবুক ও আমাদের সমাজ’ – বিষয়ে দশটি (১০) বাক্যে একটি অনুচ্ছেদ লিখ।

০৬. ‘ক্রিকেট বিশ্বে বাংলাদেশ’ বিষয়ে পাঁচটি (৫) বাক্যে তোমার অভিমত দাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *