ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৪-২০০৫)
বাংলা
০১. অপপ্রয়োগের দৃষ্টান্ত –
A) প্রতি ঘরে ঘরে B) চরম দুরবস্থা
C) উর্ধ্বমুখী D) কথার ফুলঝুরি
০২. কোনটি শুদ্ধ শব্দগুচ্ছ?
A) সমীচীন, হরীতকি, বাল্মীকি B) সমীচীন, হরিতকি, বাল্মীকি
C) সমিচীন, হরিতকী, বাল্মীকী D) সমিচীন, হরিতকি, বাল্মিকি
০৩. ‘আঁতাত’ শব্দটি –
A) ইংরেজি B) ফারসি
C) ফরাসি D) স্প্যানিশ
০৪. কোন বক্তব্যটি ঠিক?
A) সাধু ভাষায় কেবল তৎসম শব্দই ব্যবহৃত হয়
B) সাধু ভাষায় কোন তৎসম শব্দ ব্যবহৃত হয় না
C) যেকোনো ধরনের শব্দ সাধু ভাষা ও চলিত ভাষায় ব্যবহৃত হতে পারে
D) সাধু ভাষায় দেশি শব্দ ব্যবহৃত হয় না
০৫. ‘He will make a good player’ এর বঙ্গানুবাদ –
A) সে ভালো খেলবে
B) সে ভালো খেলোয়াড় তৈরি করবে
C) সে ভালো খেলোয়াড় হবে
D) সে একজন ভালো খেলোয়াড়
০৬. ‘অহ্ন’ এর বিপরীতার্থক শব্দ –
A) সূর্য B) গতি
C) অপর D) রাত্রি
০৭. ‘আইনজীবী’ শব্দটি কোন দুইয়ের যোগফল?
A) তৎসম + ফারসি B) আরবি + তৎসম
C) তদ্ভব + তৎসম D) তৎসম + আরবি
০৮. ক্ষুদ্রার্থে ‘ইকা’ প্রত্যয়যোগে গঠিত –
A) নায়িকা B) সেবিকা
C) মালিকা D) শ্যালিকা
০৯. ‘উপাচার্য’ শব্দটি কোন সমাসসাধিত?
A) উপপদ তৎপুরুষ B) অলুক তৎপুরুষ
C) বহুব্রীহি D) অব্যয়ীভাব
১০. সরল বাক্য কোনটি?
A) যা করবার তা করেছি
B) তুমি যা বললে তাই ঠিক
C) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
D) তুমি অধম বলে আমি উত্তম হব না কেন?
১১. নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি?
A) মৃন্ময় B) বৃহস্পতি
C) বৃহদর্থ D) আদ্যন্ত
১২. দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে?
A) পূর্বপদ B) পরপদ
C) উভয়পদ D) অন্যপদ
১৩. ‘Excise Duty’র পরিভাষা কোনটি?
A) অতিরিক্ত কর B) আবগারি শুল্ক
C) অর্পিত দায়িত্ব D) অতিরিক্ত কর্তব্য
১৪. কারক নির্ণয়ে ভুল কোনটি?
A) বড় রাস্তা দিয়ে যাও। — কর্মে তৃতীয়া
B) রতনে তরন চিনে। — কর্তায় সপ্তমী
C) চিরদিন তোমারে চিনি। — অধিকরণে শূন্য
D) ভূতকে কিসের ভয়! — অপাদানে দ্বিতীয়া
১৫. ‘গরমা-গরম’ এর বিশিষ্টার্থ কোনটি?
A) টাটকা B) উত্তেজনাপূর্ণ
C) সাম্প্রতিক D) উত্তপ্ত
১৬. কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বসে –
A) সেমিকোলন B) ড্যাশ
C) কমা D) হাইফেন
১৭. ‘কেউ কিছু বলছে না।’ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
A) কেউ কিছু না বলে পারছে না
B) কেউ কিছু বলছে
C) কেউ কিছু বলবে
D) সবাই চুপচাপ
১৮. ‘কপাল’ এর সমার্থক শব্দ কোনটি?
A) চিকুর B) ভাল
C) কপোল D) খুলি
১৯. ‘সেখানে কালো আর ফিকে সবুজ রং খেলা করছে মুহূর্তে মুহূর্তে।’ বাক্যটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে?
A) যৌবনের গান B) হৈমন্তী
C) সৌদামিনী মালো D) বিলাসী
২০. ‘বিষহরির দোহাই বুঝি আর খাটে না।’ এটি বোঝা গেল কখন?
A) মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড় দিল
B) যখন মৃত্যুঞ্জয়কে শিকড় – বাকড় খাওয়ানো হলো
C) যখন মৃত্যুঞ্জয়ের হাতে মাদুলি বেঁধে দেওয়া হলো
D) যখন মৃত্যুঞ্জয় বমি করল
২১. কোন কবিতাটি কবির ছাত্রাবস্থায় মাধ্যমিক স্তরের পাঠ্য তালিকাভুক্ত হয়?
A) আঠার বছর বয়স B) বাংলাদেশ
C) কবর D) বঙ্গভাষা
২২. রবীন্দ্রনাথের সোনার তরীতে মূলত ব্যক্ত হয়েছে –
A) মেঘের গর্জন B) বর্ষার চিত্র
C) কবির আনন্দ D) কবির বেদনা
২৩. রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ‘বনলতা’ বলেছেন যে জন্য –
A) শকুন্তলা বনবাসিনী বলে
B) শকুন্তলা আশ্রমের গাছ ও লতার যত্ন নেয় বলে
C) বনে অযত্নে থেকেও শকুন্তলা রূপবতী বলে
D) শকুন্তলা বনে জন্ম নিয়েছে বলে
২৪. ‘তবে বস্তু যে কী, তার জ্ঞান অনুভূতিসাপেক্ষ, তর্কসাপেক্ষ নয়।’ বাক্যটির রচয়িতা –
A) প্রমথ চৌধুরী B) সৈয়দ ওয়ালীউল্লাহ
C) মুহম্মদ আবদুল হাই D) জহির রায়হান
২৫. ‘বন্য-শ্বাপদ-সঙ্কুল জরা-মৃত্যু-ভীষণা-ধরা’ এ চরণে পৃথিবীর রূপ বোঝাতে কটি বিশেষণ ব্যবহৃত হয়েছে?
A) দুটি B) তিনটি
C) চারটি D) পাঁচটি
উত্তর:
English
Read the following passage and then answer question 1 – 9 by choosing the correct option :
A shirt nowadays may have a complicated history. One may buy it in London and it can have a label saying ‘Made in Bangladesh’ but it may well have been made from Chinese fabric woven from Chinese yarn, spun from Chinese cotton or man made fibre. Why you may wonder, was the shirt not actually cut and sewn in China? We know they have scissors and sewing machines there and millions of nimble fingered operators. After all, many of the other shirts in London shop hangers were indeed made in China. The question is being asked with increasing urgency in China too as well as in Bangladesh, Sri-Lanka, Nepal, Cambodia, El-Salvador, Honduras and more than 40 other countries with thriving clothing industries based exports. They are attempting to come to terms with the elimination at the end of 2004 of quotas that have governed their exports to the world’s two biggest markets: America and the European Union. The quotas have restraint some countries exports, but in others have created an industry that might not otherwise have existed.
01. An appropriate title for the passage would be:
A) The history of shirts
B) China’s Quota in the shirt Industry
C) Quotas and the Garments Industry
D) The export Industry
02. An antonym for ‘complicated’ is:
A) complex B) confused
C) sophisticated D) simple
03. An example of a man – made fibre is:
A) silk B) cotton
C) polyester D) linen
04. Nimble – fingered is used as:
A) a modifier B) a nominative
C) a possessive D) an auxiliary
05. A synonym for urgency is :
A) pressing B) preliminary
C) pressurizing D) urge
06. A thriving industry is :
A) one that isn’t doing well
B) one that is picking up
C) one that is doing well
D) one that is closing down
07. The elimination of quotas implies that quotas will be :
A) extended B) terminated
C) simplified D) contested
08. To say the quotas have governed exports to the world’s biggest markets means that they have:
A) Administered exports B) controlled exports
C) diverted exports D) assisted exports
09. Quotas have in some cases restrained exports: in other words, they have sometimes been
A) a help B) a hindrance
C) a stimulant D) a cause of worry
10. The university will build a new dormitory ____ campus.
A) on B) in
C) over D) with
11. Her grades have improved, but only ____
A) in a small amount B) very slightly
C) minimum D) some
12. The correct translation of এটি কিভাবে হয় তা জানি is ____ .
A) I know to doing it B) I know to do it how
C) I know how to do it D) I know about doing it
13. A Machiavellian character is ____ .
A) an honest person B) a cunning person
C) a romantic person D) a wise person
14. Identify the correct antonym of the word ‘reticent’.
A) reserved B) a person who talks less
C) dumb D) talkative
15. Choose the correct passive voice of the following sentence:
All of his friends laughed at him
A) He laughed at all of his friends
B) He was laughed at by all of his friends
C) All his friends had laughed at him
D) All his friends were laughed at by him
16. This book ____ first published in 1985.
A) has been B) was
C) is D) was being
17. Learners of English as a foreign language often fail to ____ between unfamiliar sounds in that language.
A) separate B) differ
C) distinguish D) solve
18. I am trying to calculate _____ .
A) how many money you owe me
B) you owe me how much money
C) you owe me how many money
D) how much money you owe me
19. I want ____ more careful with your homework in future.
A) you be B) you to be
C) that you are D) you will be
20. Choose the correct word: The president said that the ____ stations was very serious.
A) economical B) economic
C) economy D) economics
21. There were ____ reactions after the bill was passed.
A) a mix B) mix
C) mixed D) missed
22. A synonym of ‘functional’ is –
A) practical B) passive
C) peculiar D) pedantic
23. Man does not live by bread alone.
A) Man needs water too
B) Hunger is a relative concept
C) Man needs other things too
D) Man is never content
24. Find the misspelt word.
A) seperate B) raisin
C) psychology D) taming
Answers
বাংলাদেশ বিষয়য়াবলি
০১. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি –
A) স্বায়ত্তশাসিত সংস্থা B) সাংবিধানিক সংস্থা
C) কর্পোরেট সংস্থা D) আধাস্বায়ত্তশাসিত সংস্থা
০২. ময়নামতি কোন সভ্যতার নিদর্শন?
A) বৌদ্ধ সভ্যতার B) হিন্দু সভ্যতার
C) খ্রিস্টীয় সভ্যতার D) মুসলিম সভ্যতার
০৩. দি ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক –
A) মাহফুজ আনাম B) কে. এম. এ. মুনীমও
C) এস. এম. আলী D) আবদুস সালাম
০৪. বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে নূন্যতম কত বয়স দরকার?
A) ৩০ বছর B) ২৫ বছর
C) ৩৫ বছর D) ৪০ বছর
০৫. বাংলাপিডিয়ার প্রকাশক –
A) বাংলা একাডেমি
B) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
C) ঢাকা বিশ্ববিদ্যালয়
D) ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
০৬. ‘ম্যাডোনা – ৪৩’ হলো –
A) কামরুল হাসানের চিত্রকর্ম
B) রশীদ চৌধুরীর টেরাকোটা
C) জয়নুল আবেদীনের চিত্রকর্ম
D) জহির রায়হানের চলচ্চিত্র
০৭. ‘বনি আদম’ গ্রন্থের রচয়িতা –
A) মীর মোশাররফ হোসেন B) ইসমাইল হোসেন সিরাজী
C) ফররুখ আহমদ D) গোলাম মোস্তফা
০৮. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো…’ গানটির সুরকার –
A) আবদুল লতিফ B) আবদুল আহাদ
C) আলতাফ মাহমুদ D) আবদুল গাফফার চৌধুরী
০৯. কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান?
A) জেলা পরিষদ B) উপজেলা পরিষদ
C) ইউনিয়ন পরিষদ D) গ্রাম পরিষদ
১০. ‘মোহামেডান লিটারেরি সোসাইটি’ এর প্রতিষ্ঠাতা কে?
A) নওয়াব আবদুল লতিফ B) হাজী মুহম্মদ মুহসীন
C) সৈয়দ আমীর আলী D) স্যার সলিমুল্লাহ
১১. ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
A) ৮ এপ্রিল B) ১০ এপ্রিল
C) ১১ এপ্রিল D) ১৭ এপ্রিল
১২. বাংলায় ‘ঋণ সালিশি আইন’ কার আমলে প্রণীত হয়?
A) খাজা নাজিমুদ্দিন B) এইচ. এস. সোহরাওয়ার্দী
C) এ. কে. ফজলুল হক D) নুরুল ইসলাম
১৩. ‘গম্ভীরা’ কোন অঞ্চলের সঙ্গীত?
A) রংপুর B) সিলেট
C) রাজশাহী D) চট্টগ্রাম
১৪. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
A) সোনারগাঁও জাদুঘর B) বরেন্দ্র গবেষণা জাদুঘর
C) জাতীয় জাদুঘর D) মুক্তিযোদ্ধা জাদুঘর
১৫. মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে?
A) বেগম সুফিয়া কামাল B) ডাঃ সেতারা বেগম
C) আঞ্জুমান আরা D) ডাঃ নীলিমা ইব্রাহিম
১৬. দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান –
A) বিচারপতি এম এ রউফ
B) বিচারপতি মোদাচ্ছির হোসেন
C) বিচারপতি সুলতান হোসেন খান
D) বিচারপতি জয়নাল আবেদীন
১৭. রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়?
A) ৯ ডিসেম্বর B) ১০ জানুয়ারি
C) ১৫ ফেব্রুয়ারি D) ১০ এপ্রিল
১৮. তেভাগা আন্দোলনের নেত্রী –
A) সুমিত্রা দেবী B) তারামন দেবী
C) ইলা মিত্র D) মহাশ্বেতা দেবী
১৯. কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
A) রাজশাহী B) ফরিদপুর
C) রংপুর D) যশোর
২০. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন?
A) স্যার জগদীশচন্দ্র বসু B) ডাঃ আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন
C) ডঃ কুদরত ই-খুদা D) ডঃ জামিলুর রেজা চৌধুরী
২১. পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর করেন?
A) মানবেন্দ্র নারায়ণ লারমা B) রাজা দেবাশীষ রায়
C) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা D) মণি স্বপন দেওয়া
২২. এ পর্যন্ত ঢাকায় কয় বার সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়?
A) এক B) দুই
C) তিন D) চার
২৩. বাংলাদেশে কোন সার্কভুক্ত দেশের দূতাবাস নেই?
A) ভুটান B) নেপাল
C) মালদ্বীপ D) শ্রীলঙ্কা
২৪. যৌতুক দেওয়া ও নেওয়ার সর্বোচ্চ শাস্তি –
A) ১০ বছর কারাদণ্ড B) মৃত্যুদণ্ড
C) যাবজ্জীবন কারাদণ্ড D) পাঁচ বছর কারাদণ্ড
২৫. বর্তমান বাংলাদেশের কোন অংশকে ‘সমতট’ বলা হতো?
A) কুমিল্লা ও নোয়াখালি B) রাজশাহী ও বগুড়া
C) চট্টগ্রাম D) দিনাজপুর ও রংপুর
উত্তর
আন্তর্জাতিক বিষয়াবলি
০১. যুক্তরাজ্য কত সালে চীনের নিকট হংকং নগরী হস্তান্তর করে?
A) ১৯৯৮ সালে B) ১৯৯৭ সালে
C) ১৯৯৯ সালে D) ১৯৯৫ সালে
০২. জনগণের ভোটে নির্বাচিত প্রথম মহিলা সরকার প্রধানের নাম –
A) শ্রীমাভো বন্দরনায়েকে B) ইন্দিরা গান্ধী
C) মার্গারেট থ্যাচার D) গোন্ডা মায়ার
০৩. সেরা ছবি হিসেবে ৭৬ তম (২০০৪ সন) অস্কার পুরষ্কার পাওয়া ছবি –
A) ইভিল B) বারবারিয়ান ইনভেনশস
C) টুইন সিস্টার্স D) লর্ড অব দ্য রিংস : দ্য রিটার্ন অব দ্য কিং
০৪. সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A) পাকিস্তান B) বাংলাদেশ
C) ভারত D) নেপাল
০৫. কোন দেশটি কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
A) মার্কিন যুক্তরাষ্ট্র B) জাপান
C) ফ্রান্স D) যুক্তরাজ্য
০৬. Wailing Wall কোথায় অবস্থিত?
A) জেরুজালেম B) বার্লিন
C) চীন D) মিসর
০৭. উজবেকিস্তানের মুদ্রার নাম –
A) সোম B) রুবল
C) ডলার D) মানাত
০৮. ইসরাইলের পার্লামেন্টের নাম কী?
A) মজলিস B) নেসেট
C) ডায়েট D) কংগ্রেস
০৯. বিশ্বের কোন ‘হেরিটেজ সাইট’ তার ৩৫০ তম বার্ষিকী পালন করছে?
A) তাজমহল B) গিজার পিরামিড
C) আলেকজেন্দ্রিয়া D) ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান
১০. আইরিন খান কোন আন্তর্জাতিক সংস্থার প্রধান?
A) আন্তর্জাতিক শ্রম সংস্থা B) ইউনিফেম
C) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল D) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
১১. পর্তুগিজ নাবিক ভাস্কো – দা – গামা কত সালে ভারতে পৌছান?
A) ১৪৫৩ B) ১৪৭৬
C) ১৪৯২ D) ১৪৯৮
১২. যে দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় –
A) ১০ ডিসেম্বর B) ৫ জুন
C) ১৪ অক্টোবর D) ১১ মার্চ
১৩. কোন শহরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপন অবস্থিত?
A) কুয়ালামপুর B) তাইপে
C) হংকং D) সিঙ্গাপুর সিটি
১৪. ‘ওআইসি’র বর্তমান মহাসচিব কোন দেশের?
A) তুরস্ক B) মরক্কো
C) পাকিস্তান D) সিরিয়া
১৫. ‘সুনামি’ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
A) জাপানি B) ইন্দোনেশীয়
C) মালয় D) সিংহলি
১৬. বিশ্ব শান্তিতে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে প্রবর্তিত পুরষ্কারের নাম –
A) উইমেন পিস প্রাইজ B) মিলোনিয়াম প্রিস প্রাইজ
C) উইমেন ফর পিস D) ইউনিফেম পিস প্রাইজ
১৭. জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
A) নিউইয়র্ক B) প্যারিস
C) স্যানফ্রান্সিসকো D) লন্ডন
১৮. কোন দেশের সংবিধান অলিখিত?
A) যুক্তরাজ্য B) চীন
C) যুক্তরাষ্ট্র D) জাপান
১৯. ২০০৩ সালে নোবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত শিরিন এবাদি কোন দেশের নাগরিক?
A) পাকিস্তান B) তুরস্ক
C) মিসর D) ইরান
২০. আন্তর্জাতিক হকিতে সর্বাধিক গোলদাতার নাম –
A) সোহেল আব্বাস B) হাসান সর্দার
C) পল লিটজেনস D) টেলি ওয়ালস
২১. কোন রাষ্ট্রটি ‘বাংলা’কে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
A) রুয়ান্ডা B) ইরিত্রিয়া
C) সিয়েরা লিয়ন D) লাইবেরিয়া
২২. ভারতের কোন রাষ্ট্রপতি ভারতরত্ন সম্মানে ভূষিত হন?
A) ড. রাজেন্দ্রপ্রসাদ B) ড. রাধাকৃষ্ণণ
C) ড. জাকির হোসেন D) ড. আব্দুল কালাম
২৩. ডেটন চুক্তির মাধ্যমে কোন সংকটের পরিসমাপ্তি ঘটে?
A) বসনিয়া B) কসোভো
C) সোমালিয়া D) জর্জিয়া
২৪. কোনটি জোসেফ ই. স্টিগলিজের রচনা?
A) Development as Freedom
B) Globalization and its Discontents
C) Passage to India
D) States and Markets
২৫. সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে?
A) ফেব্রুয়ারি, ২০০৩ B) মার্চ, ২০০৩
C) এপ্রিল, ২০০৩ D) মে, ২০০৩
উত্তর: