Dhaka University D Unit Admission Question 2005-2006

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৫-২০০৬)

বাংলা

০১. কোন শব্দটি সংস্কৃত – ফারসির মিশ্রণ –

A) হাসিমুখ B) হাসিঠাট্টা

C) হাসিতামাশা D) হাসিখুশি


০২. বাংলা ভাষায় অসমাপিকা ক্রিয়ার রূপ –

A) দুইটি B) চারটি

C) পাঁচটি D) ছয়টি


০৩. সেমিকোলনের বাংলা –

A) অর্ধচ্ছেদ B) পূর্ণচ্ছেদ

C) আংশিকচ্ছেদ D) বাক্যচ্ছেদ


০৪. ‘Thesaurus’ এর পরিভাষা –

A) কোষগ্রন্থ B) অভিধান

C) সমার্থ শব্দকোষ D) বিশ্বকোষ


০৫. ‘গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার মধ্যে নৈপূণ্যও নেই এবং তাতে মানষিক বিকাশও ব্যহত হইয়া থাকে।’ সাধু ভাষায় লিখতে বাক্যটিতে কয়টি ভুল রয়েছে?

A) পাঁচ B) ছয়

C) সাত D) আট


০৬. ‘সূত’ শব্দের অর্থ –

A) পুত্র B) সূত্র

C) সারথি D) পবিত্র


০৭. তদ্ভব শব্দগুচ্ছ –

A) ক্রোধ, নক্ষত্র, পত্র B) কেওন, ঘেন্না, পথ্যি

C) আট, ছাতা, মাছ D) আনারস, লিচু, হাকিম


০৮. ড় এবং ঢ় –

A) ঘৃষ্ট ধ্বনি B) নাসিক্য ধ্বনি

C) তাড়নজাত ধ্বনি D) ওষ্ঠ্য ধ্বনি


০৯. ‘সত্যি এক ইউনিক ব্যাপার’ বাক্যের ‘ইউনিক’ শব্দটি –

A) ফরাসি B) স্প্যানিশ

C) ইংরেজি D) জার্মান

১০. ‘He was bombarded with complaints’ এ বাক্যের ঠিক বঙ্গানুবাদ –

A) তার উপর অসংখ্য বোমা মারা হলো

B) তার কাছে অজস্র অভিযোগ করা  হলো

C) তার অভিযোগগুলি বোমার মতো ছিল

D) বোমা মারার জন্য তাকে অভিযুক্ত করা হলো


১১. নির্ভুল শব্দ গুচ্ছ –

A) পৌরহিত্য, নির্ঘৃণ, জেষ্ঠ্য B) ঝঞ্ঝা, নিরীখ, দ্ব্যার্থ

C) দুর্বিষহ, সম্মন্ধ, জিগীষা D) জৈষ্ঠয, সান্ত্বনা, দৌরাত্ম


১২. ‘ইঁদুরকপালে’ বাগ্‌ধারাটির অর্থ –

A) মন্দভাগ্য B) ছোট কপাল

C) সৌভাগ্যবান D) কিম্ভূত চেহারা


১৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবি ‘মাঘের সন্ন্যাসী’ বলতে বুঝিয়েছেন –

A) শীত ঋতুকে B) শীতের কুয়াশাকে

C) বিষণ্ণ কবি-হৃদয়কে D) কবির স্বামীকে


১৪. ‘অতিমাত্র’ সমাসবদ্ধ শব্দের ব্যাসবাক্য –

A) অতি ও মাত্র B) অত্যন্ত মাত্র যা

C) মাত্রাকে অতিক্রান্ত D) না অতি না মাত্র


১৫. ‘তুমি কবে আসবে’? বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করলে দাঁড়ায় –

A) তুমি আসবে কবে? B) তোমার আসা কি হবে?

C) তোমার আসা হবে কি? D) তোমার কবে আসা হবে?


১৬. ‘পর্যবেক্ষণ’ এর সন্ধিবিচ্ছেদ –

A) পর + বেক্ষণ B) পরি + বেক্ষণ

C) পর + অবেক্ষণ D) পরি + অবেক্ষণ


১৭. ‘ধেণু’ এর সমার্থক শব্দ –

A) গরু B) দড়ি

C) তীর D) ধনু


১৮. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ –

A) বিস্ময় B) নির্ভয়ে

C) নির্ণয় D) প্রত্যয়


১৯. ‘বাংলাদেশ’ কবিতায় কোন ধানের উল্লেখ আছে?

A) আউশ ধান B) বোরো ধান

C) আমন ধান D) শালি ধান


২০. ‘চেয়ে দেখি, সমুদ্রগভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে।’ বাক্যটির রচয়িতা কে?

A) কাজী নজরুল ইসলাম B) জহির রায়হান

C) সৈয়দ ওয়ালীউল্লাহ D) শওকত ওসমান


২১. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে কোন রঙের শাড়ি হাওয়ায় দুলছিল?

A) কালো B) লাল

C) সাদা D) নীল


২২. ‘যৌবনের গান’ প্রবন্ধে যাঁর উল্লেখ নেই –

A) মার্কস B) লক্ষ্মণ সেন

C) লেনিন D) বখতিয়ার খিলজি


২৩. ‘কেন সখি কোণে কাঁদিছ বসিয়া’? — চরণটি কোন রচনায় পাওয়া যায়?

A) জীবন বন্দনা B) তাহারেই পড়ে মনে

C) অর্ধাঙ্গী D) সৌদামিনী মালো


২৪. হৈমন্তীর ছবিতে পেছনে ঝোলানো ছিল –

A) গালিচা B) শতরঞ্জ

C) ফুলদানি D) জ্যাকেট


২৫. কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন। ‘শৈবালে’ বলতে বুঝানো হয়েছে –

A) নিজ ভাষাকে B) পরভাষাকে

C) অনাহারক্লিষ্ট জীবনকে D) শেওলার দামকে

উত্তর:

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

D

A

A

C

D

C

C

C

C

B

D

A

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

C

D

D

A

D

C

B

A

A

C

B

B

English

Read the following passage and then answer questions 1 – 5 by choosing the correct option:

The Victorian cult of death is quite unique in English history. Never before or since have the English been so obsessed with the rites and rituals of deaths. Funerals and mourning: a whole language of dress, objects and social formalities grew up around it.

Queen Victoria herself set an example of irreproachable widowhood for her subjects to follow. After Prince Albert’s death in 1861, she remained in mourning for over ten years. To the end of her life she preferred to wear black. Many people thought she carried things too far; it was with great difficulty that she was persuaded to re-enter public in 1871.


01. An appropriate title for the passage would be :

A) Black obsession B) Language of mourning

C) After Prince Albert D) Victorian Rites


02. A synonym of obsessed would be :

A) fixated B) frenzied

C) frantic D) fazed


03. A close substitute for ‘irreproachable’ would be :

A) Irresponsible B) irksome

C) unshakable D) none of the above


04. The noun form of persuaded :

A) persuasion B) persecution

C) perseverance D) persistence


05. Rites signify :

A) practices B) regulations

C) law D) habits


06. I am going away ____ the end of the month.

A) in B) at

C) for D) into


07. Choose the correct meaning of the underlined expression:

Psychiatrists encourage their patients not to get upset about trivial matters.

A) unexpected B) unusual

C) unimportant D) uncertain


08. I’m so tired! ____ I finish this test, I’m having nap/

A) Now that B) Every time

C) Once D) Until


09. You should try to cut ____ on coffee. You drink far too much of it.

A) out B) up

C) down D) off

10. The clerk checked us ____ and gave us our keys.

A) in B) over

C) out D) down


Questions 11 – 15 Try to choose the appropriate option to fill in the gaps in the following sentences:

The Indian subcontinent (11) clearly marked by the long British (12), just as Britain’s history shows the result of its lengthy association (13) India. Whether all of (14) has been for better or worse is (15) impossible to say.


11. A) had been B) have been

      C) has been D) has had been


12. A) interaction B) presence

      C) policy D) development


13. A) for B) through

      C) with D) over


14. A) those B) these

      C) this D) that


15. A) around B) almost

      C) about D) above


16. The island is a colony: however, in most matters it is ____ and receives no orders from the mother colony.

A) autonomous B) dependent

C) distant D) submissive


17. Which of the following is the correct spelling.

A) excessive B) excesive

C) axcesive D) exccessive


18. The time is ripe for a revolt means that.

A) it is too late for a revolt

B) it is the right time for a revolt

C) the revolt is underway

D) the revolution is about to begin


19. The term ‘en route’ means –

A) Through the route B) Through the way

C) On the way D) In the way


20. Which is the best translation of the sentence –

 ‘সকালে পাখিরা কিচিরমিচির করে’?

A) Birds cry at dawn

B) Birds shout at dawn

C) Birds twitter at dawn

D) Birds howl at dawn


21. The correct antonym of the word ‘amazing’ is ____.

A) deceitful B) clever

C) ordinary D) shocking


22. The correct active voice of ‘That house has not been lived in for years.’

A) No one has been living in that house for years.

B) No one ever lived in that house for years.

C) Nobody has for years lived in that house.

D) Nobody had been living for years in that house.


23. Mr. Roberts is a noted chemist ____

A) as well as an effective teacher

B) and too a very effective teacher

C) but he teaches very good in addition

D) however he teaches very good also


24. Choose the correct sentences :

A) The man that said that was fool

B) The man who said that was a fool

C) The man, that said that, was a fool

D) The man which said that was a fool


25. ‘Blue Chips’ are ____

A) securities issue by the government

B) industrial shares considered to be a safe investment

C) industrial shares considered to be a risky investment

D) flat plastic counters used as money tokens


Answers

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

D

A

C

A

A

B

C

B

C

A

C

B

C

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

C

B

A

A

B

C

C

C

C

A

B

B

  

বাংলাদেশ বিষয়াবলি

০১. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

A) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

B) তাজউদ্দীন আহমদ

C) ক্যাপ্টেন এম মনসুর আলী

D) এ এইচ এম কামারুজ্জামান


০২. ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের পর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন –

A) এইচ এস সোহরাওয়ার্দী B) মাওলানা ভাসানী

C) নুরুল আমিন D) এ কে ফজলুল হক


০৩. বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়?

A) ১৪ বার B) ১১ বার

C) ১৩ বার D) ১৬ বার


০৪. স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে –

A) কমনওয়েলথ B) সার্ক

C) জাতিসংঘ D) আসিয়ান


০৫. ছয় দফা ঘোষনা করা হয় –

A) কাগমারীতে B) লাহোরে

C) মেহেরপুরে D) ঢাকায়


০৬. জীবন থেকে নেয়া চলচ্চিত্রের নির্মাতা –

A) আলমগীর কবির B) জহির রায়হান

C) খান আতাউর রহমান D) চাষী নজরুল ইসলাম


০৭. বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালুর সন –

A) ১৯৯৫ B) ১৯৯৬

C) ১৯৭৮ D) ১৯৯৭


০৮. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?

A) ১২০৮ B) ১৬১০

C) ১৯১২ D) ১৬১৪


০৯. কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন?

A) ১৯৯৫ সালে B) ১৯৯৬ সালে

C) ১৯৯৭ সালে D) ১৯৯৮ সালে


১০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব রাষ্ট্র –

A) ইরাক B) কুয়েত

C) মিসর D) সিরিয়া

১১. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান –

A) ৪০৬ B) ৪১৬

C) ৪২৬ D) ৪৩৬


১২. ১৯৭১ সালে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর প্রধান শিল্পী –

A) রুনা লায়লা B) বাপ্পী লাহিড়ী

C) মার্ক এন্থনী D) জর্জ হ্যারিসন


১৩. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?

A) বাংলাদেশ বিনিয়োগ বোর্ড

B) বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন

C) বাংলাদেশ নির্বাচন কমিশন

D) বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড


১৪. বাংলাদেশ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?

A) তাহমিনা বেগম B) নাজমুন আরা সুলতানা

C) জাকিয়া সুলতানা D) আনিসা হামিদ


১৫. ‘খোয়াবনামা’ উপন্যাসের লেখক –

A) সৈয়দ ওয়ালীউল্লাহ B) শহীদুল্লাহ কায়সার

C) আখতারুজ্জামান ইলিয়াস D) শওকত ওসমান


১৬. ‘পিআরএসপি’ হচ্ছে –

A) পঞ্চবার্ষিকী পরিকল্পনা

B) দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র

C) দারিদ্রকে ঋণ বিতরণ সংক্রান্ত কৌশল

D) বাজেট বিশ্লেষণ


১৭. যে বাঙালি বিজ্ঞানী ‘ফাদার অব মর্ডান এ্যাসট্রোফিজিকস’ হিসেবে পরিচিত?

A) সত্যেন বোস B) জগদীশচন্দ্র বসু

C) মেঘনাদ সাহা D) এফ আর খান


১৮. বাংলাদেশের জিডিপি -তে কৃষির অবদান –

A) ২৪ শতাংশের কম B) ২৫ শতাংশ

C) ২৪.৫ শতাংশের কম D) ২৫ শতাংশের বেশি


১৯. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম –

A) নাথান কমিশন B) খুদা কমিশন

C) ম্যাকলে কমিশন D) মেটকাফ কমিশন


২০. মুক্তিযুদ্ধে কোন সেক্টর কেবল নৈ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল?

A) ১১ নং সেক্টর B) ১ নং সেক্টর

C) ১০ নং সেক্টর D) ৯ নং সেক্টর


২১. মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি রচনা করেছিলেন?

A) ওয়াল্ট হুইটম্যান B) অ্যালেন গিন্‌সবার্গ

C) উইলিয়াম কার্লোস উইলিয়ামস D) রবার্ট ফ্রস


২২. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি ভাগ আছে?

A) ১৫ টি B) ১১ টি

C) ১৪ টি D) ১৬ টি


২৩. বাংলাদেশের জনসংখ্যায় নারী ও পুরুষের অনুপাত –

A) ১০০ : ১০২ B) ১০০ : ১০৩

C) ১০০ : ১০৪ D) ১০০ : ১০৫


২৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় কোন তারিখে?

A) ২ ডিসেম্বর ১৯৯৭ B) ৩ ডিসেম্বর ১৯৯৬

C) ১৩ ডিসেম্বর ১৯৯৭ D) ১২ ডিসেম্বর ১৯৯৬


২৫. বাংলাদেশের উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত –

A) বৃহত্তর ঢাকায় B) পটুয়াখালীতে

C) বৃহত্তর ময়মনসিংহে D) দিনাজপুরে


উত্তর:

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

D

A

B

B

B

B

C

A

D

C

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B

C

B

A

A

C

B

B

D

C

আন্তর্জাতিক বিষয়াবলি

০১. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় –

A) লন্ডনে B) প্যারিসে

C) সানফ্রান্সিসকোতে D) নিউইয়র্কে


০২. রাষ্ট্রপ্রধান নন –

A) জর্জ বুশ B) টনি ব্লেয়ার

C) ভ্লাদিমির পুতিন D) মাহিন্দ্র রাজাপকসে


০৩. আলোড়ন সৃষ্টিকারী ভলকার রিপোর্টে কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে?

A) আফগানিস্তানে তালেবানদের কার্যকলাপ

B) ইরাকে তেলের বিনিময়ে খাদ্য সরবরাহ করতে গিয়ে কয়েক ব্যক্তির সুযোগ গ্রহণ

C) ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্যাতন

D) কাশ্মীরে সহিংসতা


০৪. আচেহ প্রদেশটি কোন দেশের অংশ?

A) মালয়েশিয়ার B) ইন্দোনেশিয়ার

C) থাইল্যান্ডের D) মায়ানমারের


০৫. UNESCO -র সদর দপ্তর অবস্থিত?

A) লন্ডনে B) জেনেভায়

C) নিউইয়র্কে D) প্যারিসে


০৬. Orient House কার সদর দপ্তর?

A) প্যালেস্টাইন লিবারেশন অর্গানেইজেশন

B) ব্রিটিশ লেবার পার্টি

C) যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি

D) ভারতীয় জাতীয় কংগ্রেস


০৭. আলবেনিয়ার রাজধানী –

A) মিলান B) জেনেভা

C) প্রাগ D) তিরানা


০৮. মোট কতটি রাষ্ট্র জাতিসংঘের সদস্য?

A) ১৪৮ B) ১৮৮

C) ১৯০ D) ১৯৩


০৯. ইরানের কোন পারমাণবিক প্লান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী Highly Enriched Uranium প্রস্তুতির জন্য সন্দেহ করা হয়?

A) নাতানজ পারমাণবিক প্লান্ট

B) ইস্ফাহান পারমাণবিক প্লান্ট

C) আরাক পারমাণবিক প্লান্ট

D) বুশের পারমাণবিক প্লান্ট


১০. কোন দেশটির Organization of Islamic Cooperation (OIC) -এর পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে?

A) চীনের B) বাংলাদেশের

C) থাইল্যান্ডের D) আলজেরিয়ার


১১. ভারতের বর্তমান জোট সরকারের প্রতিষ্ঠানিক নাম –

A) ভারতীয় কংগ্রেস B) ভারতীয় গণতান্ত্রিক জোট

C) ভারতীয় জনতা পার্টি D) ঐক্যবদ্ধ প্রগতিশীল জোট


১২. পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত চুক্তি (এনপিটি) এর স্বাক্ষরকারী নয় –

A) চীন B) বাংলাদেশ

C) ভারত D) ফ্রান্স


১৩. জাতিসংঘ দিবস পালিত হয় –

A) ১৭ এপ্রিল B) ৩ জুন

C) ২৪ অক্টোবর D) ১০ ডিসেম্বর


১৪. কোন দেশে রাজতন্ত্র নেই?

A) যুক্তরাজ্যে B) নেপালে

C) জাপানে D) যুক্তরাষ্ট্রে


১৫. তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় –

A) পোপ B) ভিক্ষু

C) দালাইলামা D) কনফুসিয়াস


১৬. BIMSTEC বলতে বোঝায় –

A) Bangladesh, India, Malaysia, Singapore, Thailand Economic Co-operation

B) Bangladesh, India, Myanmar, Sri Lanka, Thailan, Economic Co-operation

C) Burma, India, Maldives, Sri Lanka, Thailand, Economic Co-operation

D) Burma, India, Malaysia, Sri Lanka, Thailand, Economic Co-operation


১৭. একাডেমি অ্যাওয়ার্ড জয়ী ফারেনহাইট ৯/১১ ছবিটির পরিচালক –

A) ক্লিন্ট ইস্টউড B) মাইকেল মুর

C) আর্থার মিলার D) জেমস ক্যামেরুন


১৮. ২০০৮ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে –

A) সিউলে B) আমস্টারড্যামে

C) বেইজিংয়ে D) মিউনিখে


১৯. কোন দেশগুলো ২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক সম্মেলনে পর্যবেক্ষক মর্যাদা লাভ করেছিল?

A) মায়ানমার ও চীন B) মায়ানমার ও জাপান

C) চীন ও মায়ানমার D) চীন ও জাপান


২০. CTBT এর পূর্ণরূপ –

A) Complete Test Ban Treaty

B) Comprehensive Test Ban Treaty

C) Chemical Test Ban Treaty

D) Chlorinc That Ban Treaty


২১. ইসরাইলের লিকুদ দলটির বর্তমান নেতা –

A) লেভি এক্সল B) বেগিন

C) নেতানিয়াহু D) এ্যারিয়েল শ্যারন

২২. রাশিয়ায়র কোন অংশের চেচনিয়া অবস্থিত?

A) সাইবেরিয়া B) তাতারিস্তানে

C) ক্যাম্পিয়ানে D) ককেশাসে


২৩. কোন বছর আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

A) ১৭৮৭ সালে B) ১৯৮৯ সালে

C) ১৭৭৬ সালে D) ১৭৭৭ সালে


২৪. আল জাজিরা স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত?

A) কুয়েতে B) ওমানে

C) কাতার D) বাহরাইনে


২৫. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে বিস্তৃত?

A) কায়রো B) প্যারিস

C) লন্ডন D) ইস্তাম্বুল

উত্তর


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

C

B

B

D

A

D

D

B

C

B

C

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B,D

C

B

C

D

B

C

D

C

C

D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *