Dhaka University D Unit Admission Question 2006-2007

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৬-২০০৭)

বাংলা

০১. কোন বাক্যে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ আছে?

A) সে চোখে দেখে না B) সে চাঁদ দেখে

C) আমি ভাত খাব D) তাকে আমার ভয় করে

০২. ঠিক বিপরীত শব্দজোড়া কোনটি?

A) ইষ্ট – শিষ্ট B) ক্ষিপ্র – দ্রীপ্র

C) আগ্রহ – নিগ্রহ D) সঞ্চয় – অপচয়

০৩. He is out of your blood. বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ –

A) সে তোমার জন্য রক্ত খুঁজছে

B) সে তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প

C) সে তোমার রক্তের জন্য বেরিয়েছে

D) সে তোমাকে খুন করবে

০৪. ‘নগদ নারায়ণ’ বাগ্‌ধারাটির অর্থ –

A) কাঁচা টাকা B) তাৎক্ষণিকভাবে প্রদেয় পারিশ্রমিক

C) গলাধাক্কা D) সাক্ষাৎ ভগবান

০৫. ‘মশকরা’ ও ‘মশগুল’ শব্দ দুটো –

A) তুর্কি B) হিন্দি

C) ফারসি D) আরবি

০৬. ‘গরীবকে কম্বল দিয়ে ঠান্ডায় বাঁচাও।’ বাক্যটির ‘ঠান্ডায়’ শব্দের কারক-বিভক্তি কোনটি?

A) কর্মে ৭মী B) করণে ৭মী

C) অপাদানে ৭মী D) অধিকরণে ৭মী

০৭. উপসর্গযুক্ত শব্দ –

A) কয়েক B) তিলেক

C) বারেক D) হরেক

০৮. বহুবচনজ্ঞাপক শব্দবিভক্তি –

A) গাছ B) গাছা

C) গজ D) গেছ

০৯. ‘অন্ধের আবার কি দিন কি রাত।’ এ বাক্যে ‘কি’ –

A) অব্যয় B) সর্বনাম

C) বিশেষ্য D) বিশেষণ

১০. ‘Anonymous’ এর বাংলা –

A) অনামা B) অজ্ঞাত

C) এলোমেলো D) রাগান্বিত

১১. ‘মন্দকে মন্দ বলতেই হবে।’ এ বাক্যের দুই ‘মন্দ’ –

A) বিশেষ্য

B) বিশেষণ

C) প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ

D) প্রথমটি বিশেষণ দ্বিতীয়টি বিশেষ্য

১২. ‘অতঃপর তিনি উপস্থিত হয়ে এতদসংক্রান্ত বিবরণ উপস্থিত জনতাদের অবহিত করতে সচেষ্ট হইলে তারা মারমুখি হইয়া উঠল।’ সাধুভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা –

A) পাঁচ B) ছয়

C) সাত D) আট

১৩. ‘যে নেতা দেশের মঙ্গল বোঝেন না, তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ।’ বাক্যটি –

A) জটিল B) যৌগিক

C) সরল D) খণ্ড

১৪. নিচের কোনটির সন্ধিবিচ্ছেদ ঠিকভাবে হয়নি?

A) ষষ্‌ + থ = ষষ্ঠ B) যথা + ইষ্ট = যথেষ্ট

C) শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র D) মৃত্যু + জয় = মৃত্যুঞ্জয়

১৫. ‘পরকে প্রতিপালন করে যে’ এক কথায় হবে –

A) পরভৃত B) পরভৃৎ

C) প্রতিপালক D) প্রতিপোষক

১৬. দন্তমূল্যের শেষাংশ ও জিহ্বার সহযোগে সৃষ্ট ধ্বনি –

A) ঘ B) ঝ

C) ঢ D) ভ

১৭. ‘জাঙ্গাল’ এর প্রতিশব্দ –

A) স্তূপ B) আবর্জনা

C) বাঁধ D) জঙ্গল

১৮. শুদ্ধ বানান কোনটি?

A) কনীনিকা B) কনিনীকা

C) কনিনিকা D) কর্নিনিকা

১৯. ‘কী সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা এতটুকু,’ কোন কথা বলা হলো?

A) কোনো শহিদের কথা B) একটি হত্যাকাণ্ডের বৃত্তান্ত

C) মুক্তিযুদ্ধের রোমহর্ষক কাহিনী D) পুত্রের মৃত্যুসংবাদ

২০. ‘কবর’ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল –

A) কবিতাটি লেখার পর-পরই

B) কবির মৃত্যুর পর

C) কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা লাভের পর

D) কবি ছাত্র থাকা অবস্থায়

২১. ‘অনন্তকাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা।’ উক্তিটি কোন গল্পের?

A) বিলাসী B) একটি তুলসী গাছের কাহিনী

C) একুশের গল্প D) অর্ধাঙ্গী

২২. ‘জীবন-বন্দনা’ কবিতায় শেষ বন্দিত মানুষ –

A) মেরু অভিযাত্রী B) শ্রমিক

C) বিপ্লবী D) অসংযমী

২৩. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ কথাটি ব্যবহৃত হয়েছে –

A) চারবার B) তিনবার

C) দু-বার D) একবার

২৪. ‘তোগলোক খাঁ’র উল্লেখ আছে যে রচনায় –

A) সৌদামিনী মালো B) বিলাসী

C) একটি তুলসী গাছের কাহিনী D) যৌবনের গান

২৫. ‘শকুন্তলা’ রচনায় উল্লেখকৃত সৌমতীর্থের জন্য নাম –

A) প্রসাব B) নিবাস

C) প্রভাস D) বিভাস

উত্তর

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

A

D

B

B

D

C

D

B

A

A

C

B

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

D

B

C

C

A

D

D

C

D

C

B

C

English


Choose the correct option :

01. The girl takes ____ her mother.

A) with B) after

C) to D) for

02. He has been entrusted ____ new responsibilities.

A) with B) for

C) to D) at


03. As soon as he became rich he cast ____ his old friends.

A) aside B) off

C) to D) upon


04. Burrowing animals provide paths for water in soil, and so do the roots of plants ____.

A) decaying and they dying

B) when they die and decay

C) They die and decay

D) when they will die and decay


05. Not until a student has mastered algebra, ____ the principles of geometry, trigonometry and physics.

A) He can begin to understand

B) can he begin to understand

C) he begins to understand

D) begins to understand


06. He hopes to provide ____ service.

A) uninterrupted B) uninterrupt

C) uninterrupting D) un-interrupted


07. It ____ five days since he ____ missing.

A) was, has been B) was, was

C) has been, went D) has been, is


08. I ____ twenty kilometers to work everyday.

A) make B) do

C) commute D) go


09. ____ sixteen years I lived with a lie.

A) after B) before

C) for D) since


10. The correct spelling is ____.

A) Conscince B) Consciense

C) Consience D) Conscience


11. ‘To meet one’s Waterloo’ means ____ .

A) to die fighting

B) to meet one’s final defeat

C) to meet a strong adversary

D) to fulfill a strong desire


12. He visits us now and again. Here ‘now and again’ stands for –

A) everyday B) occasionally

C) many times D) often


13. Which is the best translation of the sentence? সে অত্যন্ত ধূর্ত মানুষ।

A) He is an extremely intelligent man

B) He is a very clever man

C) He is an extremely deceitful man

D) He is a shrewd man


14. The correct antonym for the word ‘ominous’ is –

A) auspicious B) potent

C) unlucky D) spacious


15. The captain, ____, had a score of thirty.

A) Joy and me B) Joy and myself

C) Joy and I D) Joy and us


16. The thief who broke into our house was ____ by our pet dog.

A) bited B) biten

C) bitten D) bitted 


17. Identify the incorrect part of the sentence:

 She would A) much rather B) to exercise moderately C) than D) strenuously.


18. When I finally arrived at the party at 10 pm, Mita was annoyed with me because I was late and she ____ for a very long time.

A) had been waiting B) waited

C) is waiting D) has waiting


19. Choose the correct sentence.

A) Can they tell you what time does the movie start?

B) Can they say you what time the movie starts?

C) Can they tell you when time the movie starts?

D) Can they tell you what time the movie starts?


20. If I found a lost dog, I ____ it to its owner.

A) would return B) will return

C) will returning D) will have returned


Read the following passage and then answer question 21 – 25:

Men are notoriously insensitive to the emotional world around them. At least, that is the impression circulated by a thousands women’s magazine. And a study by two researchers at the university of Melbourne, in Australia, confirms that men are, Indeed, less sensitive to emotion than women, with one important and suggestive exception. Men are extremely sensitive to the anger of other men.


21. The most suitable title for this passage would be:

A) women’s magazines and men

B) men and women relationship

C) anger and men

D) recent research on human emotion


22. Notoriously is used as ____ .

A) an adverb B) a noun

C) an adjective D) gerund


23. The passage suggests that ____ .

A) In general, men are more sensitive than women

B) In general, women are more sensitive than men

C) Men and women are equally sensitive

D) Men are never as sensitive as women


24. A suggestive exception is one that is:

A) exceptional B) extreme

C) thought provoking D) puzzling


25. Which meaning of ‘extremely’ is most appropriate here?

A) unreasonably B) unacceptably

C) very D) severely


Answers


01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

B

A

A

B

B

A

C

C

C

D

B

B

D

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

A

C

C

B

A

D

A

C

A

B

C

D

বাংলাদেশ বিষয়াবলি

০১. মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?

A) মৌর্য বংশ B) পাল বংশ

C) সেন বংশ D) গুপ্ত বংশ


০২. ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন –

A) মাওলানা ভাসানী

B) কমরেড মুজাফ্‌ফর আহমদ

C) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

D) হোসেন শহীদ সোহরাওয়ার্দী


০৩. জমিদারি প্রথা বিলুপ্ত হয় –

A) ১৯৪৭ সালে B) ১৯৫০ সালে

C) ১৯৫২ সালে D) ১৯৬৪ সালে


০৪. ঢাকা শহরের গোড়াপত্তন হয় –

A) ব্রিটিশ আমলে B) সুলতানি আমলে

C) মুঘল আমলে D) স্বাধীন নবাবী আমলে


০৫. ‘শাড়ি’ শব্দের উৎস –

A) সংস্কৃত ‘শাচী’ B) প্রাকৃত ‘শাকি’

C) মাগবী ‘সারি’ D) গৌড়ী ‘শাঢ়ি’


০৬. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেছিলেন –

A) রাজা রামমোহন রায় B) দীনবন্ধু মিত্র

C) মাইকেল মধুসূদন দত্ত D) কাঙ্গাল হরিনাথ


০৭. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র –

A) জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র B) পূর্ব জার্মানি

C) ইতালি D) ফ্রান্স


০৮. ‘সংগ্রাম’ চিত্রকর্মের শিল্পী –

A) এস এম সুলতান B) জয়নুল আবেদিন

C) কামরুল হাসান D) যামিনী রায়


০৯. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন –

A) লক্ষ্মণ সেন B) বিজয় সেন

C) সম্রাট আকবর D) সম্রাট শাহজাহান


১০. অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন –

A) স্যার জন হাভার্ট B) এণ্ডারসন

C) স্যার এফ বারোজ D) আর জি কেসি


১১. বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার –

A) বিচারপতি সাদেক B) এম ইদ্রিস

C) এটিএম মাসউদ D) বিচারপতি সাত্তার


১২. নির্মানাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য –

A) ৫.০৩ কি.মি. B) ৬.০৩ কি.মি.

C) ৪.০৮ কি.মি. D) ৬.০৮ কি.মি.


১৩. ২০০৬-০৭ অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার –

A) ৬৪,৭৪০ কোটি টাকা B) ৭০,৭৪০ কোটি টাকা

C) ৬৮,৭৪০ কোটি টাকা D) ৬৯,৭৪০ কোটি টাকা


১৪. মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

A) ২ নং সেক্টর B) ৮ নং সেক্টর

C) ১০ নং সেক্টর D) ১১ নং সেক্টর


১৫. চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?

A) ২৭ B) ৩০

C) ৩৯ D) ৪০


১৬. ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয় –

A) ১৮১৮ সালে B) ১৮১৯ সালে

C) ১৮২০ সালে D) ১৮২১ সালে


১৭. বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে –

A) পঞ্চগড়ে B) রাজশাহীতে

C) মৌলভীবাজারে D) সিলেটে


১৮. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় –

A) ১৯৪৮ সালে B) ১৯৫২ সালে

C) ১৯৫৫ সালে D) ১৯৬২ সালে


উত্তর


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

A

C

B

C

C

D

B

B

C

১০

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

C

B

C

B

C

A

A

C

 

আন্তর্জাতিক বিষয়াবলি

০১. ২০০৬ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার লাভ করেন –

A) এডমন্ড ফেল্‌পস B) জোসেফ স্টিগলিটস

C) পল রবিন D) পল স্যামুয়েলসন


০২. মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটরা কংগ্রেসে ক্ষমতা ফিরে পেল –

A) ১০ বছর পর B) ১১ বছর পর

C) ১২ বছর পর D) ১৩ বছর পর


০৩. কোন প্রণালি আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?

A) মালাক্কা B) জিব্রাল্টার

C) পক D) পানামা


০৪. ২৬ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপিত করেছে –

A) ইরান ও সৌদি আরব B) ইরান ও ইরাক

C) ইরাক ও সিরিয়া D) সিরিয়া ও ইরান


০৫. খ্রিস্টান ক্যাথলিক চার্চের বর্তমান প্রধান –

A) দ্বিতীয় জন পল B) চতুর্থ জন পল

C) ষোড়শ বেনেডিক্ট D) সপ্তদশ বেনেডিক্ট


০৬. সুদান বর্তমানে যে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে রয়েছে –

A) আণবিক অস্ত্র কর্মসূচি B) সামরিক শাসন

C) দারফুর সংকট D) আন্তর্জাতিক সন্ত্রাসীদের সাথে যোগসূত্র


০৭. ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা –

A) ২২ B) ২৫

C) ২৮ D) ৩০


০৮. ‘I Have a Dream’ শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন –

A) মার্টিন লুথার কিং B) নেলসন ম্যান্ডেলা

C) মহাত্মা গান্ধী D) মোহাম্মদ আলী জিন্নাহ


০৯. মাইক্রোসফ্‌টের নতুন অপারেটিং সিস্টেমের নাম –

A) উইন্ডোজ এক্সপি B) উইন্ডোজ ২০০৫

C) উইন্ডোজ ভিসতা D) উইন্ডোজ প্রফেশনাল


১০. বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় –

A) কলকাতা B) ফ্রাঙ্কফুট

C) লন্ডন D) নিউইয়র্ক


১১. সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে –

A) ১৯৯২ সালে B) ১৯৯৪ সালে

C) ২০০০ সালে D) ২০০২ সালে


১২. দানিয়েল ওর্তেগা কোন দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন?

A) বলিভিয়া B) ব্রাজিল

C) নিকারাগুয়া D) পেরু


১৩. দাবা খেলার উৎপত্তি হয়েছে –

A) ভারত B) চীন

C) রাশিয়া D) সুইডেন


১৪. লাইব্রেরি অব কংগ্রেস অবস্থিত –

A) লন্ডন B) প্যারিস

C) ওয়াশিংটন ডিসি D) আমস্টার্ডাম


১৫. আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের সাংকেতিক নাম –

A) অপারেশন সি এ্যাঞ্জেল B) অপারেশন ওভারলোড

C) অপারেশন এনডিওরিং ফ্রিডম D) অপারেশন সার্চলাইট


১৬. দ্য ভিঞ্চি কোড উপন্যাসের রচয়িতা –

A) শেক্সপিয়ার B) উইলিয়াম ফকনার

C) আয়ান ফ্লেমিং D) ড্যান ব্রাউন


১৭. কোন ফুটবল খেলোয়াড়ের ছবি প্রথমবারের মতো তার দেশের কাগজী মুদ্রায় ছাপা হয়েছে?

A) দিয়াগো ম্যারাডোনা B) জর্জ বেস্ট

C) ডেবিড বেকহ্যাম D) জিনেদিন জিদান


১৮. সাত পাহাড়ের শহর বলা হয় –

A) মিসিসিপিকে B) কাঠমান্ডুকে

C) রোমকে D) কার্বনডেলকে


১৯. বিশ্ব বাণিজ্য সংস্থায় সর্বশেষ যোগদানকারী রাষ্ট্র –

A) চীন B) সৌদি আরব

C) আফগানিস্তান D) উজবেকিস্তান


২০. আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই হলেন –

A) পস্তন B) হাজারা

C) তাজিক D) উজবেক


২১. ২০০৬ সালের ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় –

A) নয়া দিল্লি B) ইসলামাবাদ

C) হাভানা D) বেলগ্রেড

২২. বিশ্ব এইডস দিবস পালিত হয় –

A) ১ সেপ্টেম্বর B) ৩১ অক্টোবর

C) ১ ডিসেম্বর D) ১৯ ডিসেম্বর


২৩. আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত?

A) পশ্চিম B) দক্ষিণ

C) উত্তর D) পূর্ব


২৪. ‘সাইনিং পাথ’ হচ্ছে –

A) পেরুর গেরিলা সংগঠন

B) নেপারের গেরিলা সংগঠন

C) নিকারাগুয়ার রাজনৈতিক দল

D) হন্ডুরাসের রাজনৈতিক দল


২৫. যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সরকারি পদবি –

A) চ্যান্সেলর অব এক্সচেকার

B) লর্ড প্রিভি সিল

C) সেক্রেটারি অব ট্রেজারি

D) চিফ অব ফিন্যান্স


উত্তর:

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

A

C

B

C

C

A

C

B

D

C

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

C

C

D

B

C

A

C

C

A

A

A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *