Dhaka University D Unit Admission Question 2009-2010

ঢাকা বিশ্ববিদ্যালয় – ঘ ইউনিট (শিক্ষাবর্ষ ২০০৯-২০১০)

বাংলা

০১. ‘বিশুদ্ধ’ শব্দে ‘বি’ উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?

A) বিশেষণরূপে B) নেতিবাচক

C) সংকোচন D) প্রসারণ

০২. ‘Why do you fight sight of me’ বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ –

A) কেন তুমি আমাকে এড়িয়ে চলছ?

B) কেন তুমি আমার সঙ্গে ঝগড়া করছ?

C) কেন তুমি আমাকে আঘাত করছ?

D) কেন তুমি আমাকে ফাঁকি দিচ্ছ?

০৩. নিচের কোন শব্দে কোনো নিয়ম ছাড়াই মুর্ধন্য-ষ বসেছে?

A) কৃষ্ণ B) কল্যাণীয়েষু

C) ভাষ্য D) অভিষেক

০৪. ‘চৌঠা’ কোন বাচক শব্দ?

A) অঙ্কবাচক B) গণনাবাচক

C) তারিখবাচক D) পূরণবাচক

০৫. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ কথাটিকে এক কথায় প্রকাশ করলে হবে –

A) সর্বসম্মত B) বিতার্কিক

C) ঐক্যমত D) অবিসংবাদী

০৬. যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে তাকে কী বলে?

A) প্রোষিতভর্তৃকা B) প্রবাসিনী

C) প্রোষিতপত্নীক D) প্রেষণী

০৭. ‘রক্ত’ শব্দের প্রকৃতি – প্রত্যয় হলো –

A) রুজ্‌ + ত B) রন + ত

C) রক্‌ + ত D) রনজ্‌ + ত

০৮. কোনটি শুদ্ধ শব্দগুচ্ছ –

A) সমীচীন, হরীতকী, বাল্মীকি, অতীন্দ্রিয়

B) সমিচীন, হরিতকী, বাল্মীকি, অতীন্দ্রিয়

C) সমীচীন, বাল্মিকী, হরীতকী, অতিন্দ্রীয়

D) সমীচিন, বাল্মিকী, হরিতকি, অতীন্দ্রিয়

০৯. সমার্থক শব্দজোড় সনাক্ত কর –

A) সলিল, সলীল B) শ্নশ্রু, শ্বশ্রূ

C) সিঁথি, সিতি D) শ্বেত,সিত

১০. ‘Epicurism’ এর যথার্থ পরিভাষা –

A) নিয়তিবাদ B) ভোগবাদ

C) অস্তিত্ববাদ D) পরিবেশবাদ

১১. নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেছ?

A) উপর্যুক্ত B) পরিবর্তমান

C) আয়ত্তাধীন D) শিক্ষার্থিনী

১২. নিচের কোনটি বিশেষণ?

A) গণবিরোধী B) গণ-অভ্যুত্থান

C) গণ-আন্দোলন D) শিক্ষার্থিগণ

১৩. ‘নেপোয় মারে দই’ বাগ্‌বিধিটির অর্থ –

A) ধূর্ত লোকের ফলপ্রাপ্তি B) অন্যকে ঠকানো

C) চাতুর্যপূর্ণ চুরি D) আত্মসাৎ

১৪. ‘কী নিস্পৃহ’ এখানে ‘কী’ কোন অর্থে ব্যবহৃত?

A) বিস্ময় B) বিশেষ্য

C) ক্রিয়াবিশেষণ D) বিশেষণ

১৫. কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয় –

A) প্রতক্ষ্য B) প্রতিরক্ষা

C) প্রতিরোগ D) প্রতিযোগী

১৬. নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত?

A) প্রতিবাদ B) পরোক্ষ

C) আমরা D) প্রবচন

১৭. ‘আপনি স্বছল ও অভিজাত পরিবারের সন্তান হইয়াও যে আচরণ করলেন তাহা একমাত্র নেশাগ্রস্থ ব্যক্তির পক্ষেই সম্ভব।’ চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা ক’টি?

A) পাঁচ B) ছয়

C) সাত D) আট

১৮. রুগ্‌ণতাব্যঞ্জক অব্যয় –

A) কিনকিন B) ঝিনঝিন

C) টিনটিন D) মিনমিন

১৯. ‘আমার পুর্ব বাংলা’ কবিতায় উল্লেখকৃত কদম গাছের ফুল ও পাতার সংখ্যা –

A) দুটি ও তিনটি B) দুটি ও অনেক

C) একটি ও তিনটি D) তিনটি ও অনেক

২০. ‘বিলাসী’ গল্পটি কার জবানিতে রচিত –

A) বিলাসী B) মৃত্যুঞ্জয়

C) ন্যাড়া D) বৃদ্ধ মালো

২১. ‘কোন্দা’ বলতে বোঝায়?

A) তালগাছের নৌকা B) কোন্দলপ্রিয় নারী

C) রোগবিশেষ D) মোটা লাঠি

২২. ‘তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভাল।’ ‘অর্ধাঙ্গী’ রচনায় উল্লেখকৃত জায়গাটি –

A) চন্দ্রালোক B) গ্রহ – নক্ষত্র

C) সৌরমণ্ডল D) আকাশমার্গ

২৩. ‘বনের ঘুঘুরা উহু উহু করে কেঁদে মরে রাতদিন,

        পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার বীণ।’ যার কথা বলা হয়েছে সে বৃদ্ধের নাতির কী হয়?

A) বাবা B) মা

C) বুজি D) ছোট ফুপু

২৪. কোনটি সামাজিক ব্যাধি?

A) ক্যানসার B) সোয়াইন ফ্লু 

C) দুর্নীতি D) এইডস

২৫. ‘টিপাই’ অর্থ –

A) একটি নদী B) সেপাই

C) তিন পায়াযুক্ত টেবিল D) বাড়ির পেছনের দিকের দরজা

উত্তর:

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

A

A

C

C

D

C

D

A

D

B

C

A

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

A

A

C

C

C

D

C

A

C

C

C

C

English

Read the following passage carefully and answer the Question 1 to 6:

There is no reason to think that reading and writing are about to become extinct, but some sociologists speculate that reading books for pleasure will one day be the province of a special ‘reading class’, much as it was before the arrival of mass literacy, in the second half of the nineteenth century. They warn that it probably won’t regain the prestige of exclusivity; it may just become an increasingly secret hobby. Such a shift would change the texture of society. If one person decides to watch Ei Sab Din Ratri rather than to read Sharat Chandra’s Devdas, the culture goes on largely as before – both viewer and reader are entertaining themselves while learning something about society in the bargain. But if, over time, many people choose television over books then a nation’s conversation with itself is likely to change.


01. ‘Mass literacy’ means –

A) closely organized education

B) unrestricted education

C) open education

D) education for as many people as possible


02. ‘a viewer’ in the paragraph is someone –

A) who sees everything around him

B) who watches people going by

C) who is a sightseer

D) who watches television


03. The difference between a reader and a viewer is one of :

A) intelligence

B) perceptions

C) leisure activities

D) preference for either of two different media of communication


04. ‘A special reading class’ in the paragraph implies –

A) a class of experts

B) a class of noble man

C) a class of distinguished citizens

D) a very small group of dedicated readers


05. ‘in the bargain’ is a phrase which means –

A) haggling B) arguing

C) make an agreement D) in addition


06. ‘a nation’s conversation with itself’ in the paragraph suggests :

A) dialogue between government and people

B) dialogue between different classes of people

C) a nation’s image of itself

D) a nation’s way of thinking


Fill in the blanks (Questions 7 to 13) :

07. Jamal is no different ____ Kamal.

A) from B) than

C) in D) on


08. ____ vastness of the Grand Canyon, it is difficult to capture it in a single photograph.

A) While the B) The

C) For the big D) Because of the


09. Computers that once took up entire rooms are now ____ to put on desktops and into wrist watches.

A) small enough B) smaller than

C) as small as D) so small


10. We have recently entered ____ an agreement with the island co-operative society.

A) no preposition B) in

C) into D) upon


11. It is high time we ____ the people conscious about our national Interest.

A) should make B) made

C) must make D) will make


12. Our country is facing a ____ environmental crisis that need to be –

A) sever, solved B) severe, tackled

C) major, jeopardized D) important, addressed


13. A man who cannot win honor on his own ____ will have a very small chance of winning it from ____ .

A) right, publicity B) country, immigrants

C) field, critics D) age, posterity


Choose the correct option (Question 14 to 23) :

14. The tag for ‘You broke the machine, ____?’ is –

A) haven’t you B) hadn’t you

C) did you D) didn’t you


15. The closest translation of ‘আমি তার কথা মনে করতে পারছি না।’ is –

A) I don’t remember his words

B) My memory has lost his words

C) I have forgotten him

D) I can’t remember him


16. The antonym of ‘spiteful’ is –

A) malicious B) malignant

C) rancorous D) benevolent


17. She went back to work (to close) the door.

A) closed B) was closing

C) closing D) close


18. Which sentence is correct?

A) When the police seen the thief, he ran away

B) When the thief seen the police, he ran away

C) When the thief see the police, he ran away

D) When the thief sees the police, he ran away


19. What is the meaning of ‘White Elephant’?

A) An elephant of while colour

B) A big elephant

C) A precious and rare possession

D) A very costly and troublesome possession


20. The word ‘anthropology’ is related to –

A) the study of diseases B) the study of evolution

C) the study of minerals D) the study of mankind


21.’Megalomania’ is a kind of condition in which a person has an exaggerated view of her or his own –

A) family B) power

C) mental illness D) blue blood


22. If you dilly-dally, you –

A) do your work diligently B) do your work slowly

C) hesitate to do your work D) do your work quickly


23. No spelling mistake occurs in –

A) hedious B) hidious

C) hideous D) hedeous


Which of the following sentence is correct? (Question 24 – 25) :

24. A) He disguised himself lest he be recognized

      B) He was disguised lest he should be recognized

      C) He disguised lest he be recognized

      D) He disguised himself lest he can be recognized


25. A) Do you know when the results will be published?

      B) Do you know when will the results be published?

      C) Do you know when when will publish the results?

      D) Do you know when the results will published?

Answers

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

D

D

D

D

D

D

A

D

A

C

B

B

D

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

D

D

D

C

B

D

D

B

B

C

B

A

বাংলাদেশ বিষয়াবলি

০১. সর্বশেষ বাঙালি নোবেল বিজয়ী হলেন –

A) রবিন্দ্রনাথ ঠাকুর B) অমর্ত্য সেন

C) ফজলে হাসান আবেদ D) মুহাম্মদ ইউনূস


০২. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির সুরকার কে?

A) আবদুল লতিফ B) আবদুল আহাদ

C) আলতাফ মাহমুদ D) আবদুল গাফ্‌ফার চৌধুরী


০৩. ‘জাতীয় কর দিবস’ কবে পালিত হয়?

A) ১৩ই সেপ্টেম্বর B) ১৪ই সপ্টেম্বর

C) ১৫ই সেপ্টেম্বর D) ১৬ই সেপ্টেম্বর


০৪. কুমিল্লার পূর্ব নাম কী?

A) নাসিরাবাদ B) সুধারাম

C) ত্রিপুরা D) সুবর্ণগ্রাম


০৫. টিআইএন শব্দের অর্থ কী?

A) ট্যাক্‌স ইনডেক্স নাম্বার

B) ট্যাক্‌স আইডেন্টিকেশন নাম্বার

C) ট্যাক্‌স ইনফরমেশন নাম্বার

D) ট্যাক্‌স ইনফরমেশন নেটওয়ার্ক


০৬. বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী?

A) পদ্ম B) শাপলা

C) গোলাপ D) পাখি


০৭. কবে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়?

A) ১৭ জানুয়ারি ১৯৭২ B) ১৬ ডিসেম্বর ১৯৭১

C) ২৬ মার্চ ১৯৭১ D) ১৭ এপ্রিল ১৯৭১


০৮. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

A) আগারগাঁও B) গফরগাঁও

C) চাঁদগাঁও D) সোনারগাঁও


০৯. যে আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল –

A) সৌদি আরব B) সিরিয়া

C) জর্ডান D) ইরাক


১০. বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি?

A) কেওক্রাডং B) থানচি

C) নীলগিরি D) চিম্বুক


১১. টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কততম ম্যাচে জয়লাভ করে?

A) ৩২তম B) ৩৩তম

C) ৩৪তম D) ৩৫তম


১২. বাংলা বর্ষের প্রবক্তা কে ছিলেন?

A) সম্রাট অশোক B) সম্রাট আকবর

C) সম্রাট লক্ষ্মণ সেন D) আবুল ফজল


১৩. বাংলাদেশে প্রথম কোন কোম্পানি আইএসও ৯০০১ সার্টিফিকেট লাভ করেছে?

A) এসিআই B) ইউনিলিভার বাংলাদেশ লিমিটেদ

C) প্রাণ গ্রুপ D) স্কয়ার ফার্মাসিউটিকেলস্‌ লিঃ


১৪. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে?

A) কক্সবাজার B) বান্দরবান

C) খাগড়াছড়ি D) রাঙামাটি


১৫. জাতীয় সংসদের কোরামের জন্য সর্বনিম্ন সদস্যের উপস্থিতি লাগে?

A) ৬০ B) ৯০

C) ৩০ D) ১০০


১৬. বাংলার মানচিত্র প্রথম কে এঁকেছিলেন?

A) জয়নুল আবেদিন B) মেজর জেম্‌স রেনেল

C) কামরুল হাসান D) ডব্লিউ এ এস ওডারল্যান্ড


১৭. গ্রামীণ ফোন বাংলাদেশের শেয়ার বাজারে কবে যোগ দিয়েছে?

A) ১ অক্টোবর, ২০০৯ B) ২ অক্টোবর, ২০০৯

C) ৩ অক্টোবর, ২০০৯ D) ৪ অক্টোবর, ২০০৯


১৮. বাংলাপিডিয়া প্রকাশিত হয় –

A) বাংলা একাডেমি থেকে B) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

C) শিল্পকলা একাডেমি থেকে D) এশিয়াটিক সোসাইটি থেকে


১৯. বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন –

A) ক্যাপ্টেন মো. মনসুর আলী B) সৈয়দ নজরুল ইসলাম

C) আতাউর রহমান D) তাজউদ্দীন আহমদ


২০. বাংলাদেশের কত টাকার নোটে বাংলাদেশ ব্যাঙ্গকের গভর্নরের স্বাক্ষর থাকে না?

A) ১০০০ B) ১০০

C) ১০ D) ১


২১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম –

A) মরিস জোন্স কমিশন B) স্যার এ এফ রহমান কমিশন

C) সলিমুল্লাহ কমিশন D) নাথান কমিশন


২২. বাংলাদেশের সংবিধান কত বার সংশোধন করা হয়েছে?

A) ১২ B) ১৩

C) ১৪ D) ১৬


২৩. দেশের প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরটি কোথায় স্থাপন করা হবে?

A) কুতুবদিয়া B) হাতিরদিয়া

C) সোনাদিয়া D) মংলা


২৪. বার্ডের (BARD) প্রতিষ্ঠাতা কে?

A) জয়নুল আবেদিন B) রহমত আহমেদ

C) আখতার হামিদ খান D) মোঃ এনামুল হক


২৫. বাংলার যে নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা রাখেন?

A) হোসেন শহীদ সোহরাওয়ার্দী B) এ কে ফজলুল হক

C) মাওলানা ভাসানী D) খাজা নাজিমুদ্দিন


উত্তর:

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

D

C

C

C

B

B

A

D

D

D

B

D

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

D

A

B

C

D

D

D

D

D

C

B

আন্তর্জাতিক বিষয়াবলি

০১. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?

A) নিউইয়র্ক B) বোস্টন

C) ওয়াশিংটন ডি.সি. D) শিকাগো

০২. কোন দেশটির লিখিত সংবিধান নেই?

A) অস্ট্রেলিয়া B) যুক্তরাজ্য

C) সৌদি আরব D) ব্রাজিল

০৩. আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?

A) দামেষ্ক B) কায়রো

C) তেহরান D) বাগদাদ

০৪. ২০০৯ সালের মহিলা এককে উইম্বলডন চ্যাম্পিয়ন –

A) সেরেনা উইলিয়ামস B) ভেনাস উইলিয়ামস

C) মারিয়া সারাপোভা D) ম্যারি পিয়ার্স

০৫. অস্কার জয়ী ফিম্ল ‘স্লামডগ মিলোনিয়ার’ -এর পরিচালক –

A) ড্যানি বোয়েল B) জেমস ক্যামেরুন

C) রোমান পোলনস্কি D) আমির খান

০৬. যে ইউরোপীয় বণিক ভারতে আসার পথ আবিষ্কার করেন –

A) ম্যাজেলান B) স্যার ফ্রান্সিস ডে

C) ভাস্কো দ্য-গামা D) ক্রিস্টোফার কলম্বাস

০৭. ‘জিন্নাহ: ইন্ডিয়া-পার্টিশন-স্বাধীনতা’ নামে বইটি লিখেছেন –

A) যশবন্ত সিং B) অটল বিহারী বাজপেয়ী

C) ভি পি সিং D) এল কে আদভানি

০৮. প্রেসিডেন্ট ওবামা কোন শহরের অধিবাসী ছিলেন?

A) মেমফিস B) ডেট্রয়েট

C) নিউইয়র্ক D) শিকাগো

০৯. কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়?

A) নরওয়ে B) সুইডেন

C) ডেনমার্ক D) পোল্যান্ড

১০. OIC -এর সদস্য রাষ্ট্র কতটি?

A) ৪৭ B) ৭৪

C) ৫৭ D) ৭৫

১১. যে দু’টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ২০০৯ সনের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনের শুরু হয়?

A) আণবিক অস্ত্র বিস্তার ও সন্ত্রাসবাদ

B) সন্ত্রাসবাদ ও মানবাধিকার

C) জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ

D) জলবায়ু পরিবর্তন ও আণবিক অস্ত্র বিস্তার

১২. ফরাসি বিপ্লব কোন সালে শুরু হয়েছিল?

A) ১৬৮৪ B) ১৬৮৮

C) ১৭৮৯ D) ১৮০৫

১৩. ফ্রান্সে নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন?

A) ১৭৮৯ B) ১৭৯৯

C) ১৮০২ D) ১৭৫৪

১৪. ২০০৯ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন?

A) অলিভার স্মিথ B) টমাস কার্লাইল

C) এলিনার ওস্ট্রোম D) ক্যাথরিন মেকলে

১৫. কোন দেশ ন্যাটোর সদ্যা নয়?

A) অস্ট্রিয়া B) পোল্যান্ড

 C)হাঙ্গেরি D) স্পেন

১৬. পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে?

A) ইন্দোনেশিয়া B) অস্ট্রেলিয়া

C) চীন D) থাইল্যান্ড

১৭. এমডিজির পূর্ণাঙ্গ রূপ –

A) মিনিমাম ডেভেলপ্‌মেন্ট গোল্‌স

B) মিলেনিয়াম ডেভেলপ্‌মেন্ট গোল্‌স

C) মিলিটারি ডিফেন্স গ্রাউন্ড

D) মিলিটারি ডিলিমিটেশন গ্রুপ

১৮. ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?

A) ব্রিটেন B) ফ্রান্স

C) পর্তুগাল D) নেদারল্যান্ডস্‌

১৯. পিটস্‌বার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত?

A) ক্যালিফোর্নিয়া B) পেনসেল্‌ভেনিয়া

C) ফ্লোরিডা D) টেক্সাস

২০. ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেম্‌সের আয়োজন –

A) লন্ডন B) শিকাগো

C) এথেন্স D) রিও ডি জেনিরো

২১. OPEC কোন পণ্যের cartel?

A) পাট B) কপা

C) কফি D) পেট্রোলয়াম

২২. কোন দেশটিতে বর্তমানে ন্যাটো বাহিনীর উপস্থিতি আছে?

A) ইরাক B) আফগানিস্তান

C) সুদান D) কোনোটিই নয়

২৩. প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টার কে?

A) জিয়াউর রহমান B) সূর্য শেখর গাঙ্গুল

C) নিয়াজ মোর্শেদ D) দিব্যেন্দু বড়ুয়া

২৪. আফ্রিকা ভিত্তিক COMESA হচ্ছে একটি –

A) শান্তি ফোরাম B) সামরিক জোট

C) বাণিজ্যিক ব্লক D) পরিবেশবাদী গ্রুপ

২৫. গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী শীর্ষস্থানীয় দেশ দু’টি হচ্ছে –

A) মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান

B) মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন

C) মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

D) মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া

উত্তর:

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

B

B

A

A

C

A

D

D

C

C

C

B

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

C

A

A

B

D

B

D

D

C

C

C

B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *