Khulna University Admission Test Question 2018-19 : B-Unit : Set A

Question 40-44 : Read the excerpt from the play Nuroldiner sara Jiban by Sayed Shamsul Haq and answer the questions 40-42 :

[ প্রশ্নে প্রদত্ত কবিতাংশটি একটু দীর্ঘ, আমরা কেবল প্রয়োজনীয় অংশটুকু উদ্ধৃত করব, এবং পরীক্ষার্থীদেরও মনে রাখতে বলব, পরীক্ষার হলে পুরো কবিতা পড়ে সময় নষ্ট না করে আগে প্রশ্নগুলো পড়বে, যেন কোন কোন লাইন প্রশ্নের সাথে সম্পর্কিত তা আগেই বাছাই করে নিতে পারো ]

Get ready, ready, ready, ready, ready, wake and start up,
Look with careful eyes, listen with careful ears
Listen carefully, brothers mine.
[..]Nabab Sirajuddaulah has been defeated at Palassey,
The Gora [..] company rules the country now…
Look at his tricks, brothers mine.
I grow rice, I grow jute with blood-like sweat.
The Mahajan buys rice with the price of his sweet will….(translated by Khairul Haque Chowdhury)

Q.40 : Which of the following sets of words best describes the condition of rural people of Bengal during colonial India?
(a) misery, suffering, oppression
(b) suffering, hunger, merriment
(c) oppression, deprivation, cheerfulness
(d) deception, hostility, benevolence
Q. 41 : The figure of speech ‘blood-like’ in line 12 is an example of –
(a) metaphor
(b) simile
(C) hyperbole
(d) irony
Q. 42 : The excerpt presents Nuroldin who is –
(a) arrogant and headstrong
(b) cowardly and gullible
(c) concerned and committed
(d) clever and selfish

Answers :

Q. 40 এর উত্তর হল (a), কেননা অন্য তিনটি উত্তরের মাঝে একটি করে বিপরীতার্থক শব্দ রয়েছে, যা কবিতার বর্ণনা ও প্রেক্ষাপটের সাথে সঙ্গতিপূর্ণ নয়

Q. 41 এর উত্তর (b) simile, কারণ, simile সেই figure of speech যার ক্ষেত্রে দুটি একদম ভিন্ন বিষয় বা বস্তুর মাঝে explicit comparison অর্থাৎ প্রকাশ্য বা ব্যক্ত তুলনা ঘটে; এখানে blood like sweat শব্দ দুটির মাঝে like এসেছে এবং তার দ্বরুণ comparison টা explicit হয়ে গেছে যদি like শব্দটি না থাকত, তবে উত্তর হত (a) metaphor, এটি সেই figure of speech যার মাঝে as, like, as like as ইত্যাদি তুলনাবাচক শব্দ ব্যবহার করা হয় না।
বিস্তারিত দেখুন : A Glossary of Literary Terms by M. H. Abrams

Q. 42 এর উত্তর (c)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *