ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৩-২০১৪)
বাংলা
০১. ‘প্রস্রবণ’ শব্দটির অর্থ কি?
A) স্রোতস্বিনী B) নির্ঝর
C) জলপ্রপাত D) নদী E) তটিনী
০২. কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয়?
A) বারিধি B) অর্ণব
C) জলধি D) রত্মাকর E) তরঙ্গিণী
০৩. ‘পৃথিবী’ শব্দের বিশেষণ কোনটি?
A) পৃথ্বী B) পার্থিব
C) ধরিত্রী D) বসুন্ধরা E) জগৎ
০৪. Horizontal শব্দের পরিভাষা কোনটি ?
A) দিগন্ত B) অনুভূমিক
C) অনুভূম D) উল্লম্ব E) দিকচক্রবাল
০৫. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে কর্তৃপক্ষের নির্দেশে বাড়িতে আশ্রয় গ্রহণকারী মানুষগুলো কতদিনের মাথায় বাড়ি ছাড়ে?
A) সপ্তম দিন B) নবম দিন
C) দশম দিন D) চতুর্থ দিন E) দ্বিতীয় দিন
০৬. ‘সেখানে ঐতিহাসিকদের আনাগোনা নাই’ ‘হৈমন্তী’ গল্পের এ বাক্যাংশে কিসের কথা বলা হয়েছে?
A) হৈমন্তীর হৃদয় B) হৈমন্তীর বাবার মন
C) অপুর হৃদয় D) অপুদের সংসার
E) কলকাতা
০৭. ‘তরঙ্গ ভঙ্গ’ সৈয়দ ওয়ালীউল্লাহর একটি-
A) গল্পগ্রন্থ B) উপন্যাস
C) প্রবন্ধগ্রন্থ D) নাটক E) প্রহসন
০৮. নিচের কোন কবিতাটি ৮ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
A) বঙ্গভাষা B) বাংলাদেশ
C) কবর D) সোনার তরী E) জীবন-বন্দনা
০৯. ‘অন্তরীপ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
A) অন্তর+ইপ B) অন্তর+ঈপ
C) অন্ত+রীপ C) অন্তঃ+রীপ E) অন্তঃঈপ
১০. ‘আশৈশব আত্মনিন্দা শুনিতেছি’। – এখানে আশৈশব’ কোন সমাস?
A) কর্মধারয় B) বহুব্রীহি
C) অব্যয়ীভাব D) তৎপুরুষ E) নিত্য সমাস
১১. ‘যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহর’ । – এখানে বিশেষণ কতটি?
A) ৪ টি B) ৩ টি
C) ২ টি D) ১ টি E) নেই
১২. কোনটি দেশি শব্দ?
A) হাত B) ধর্ম
C) দোকান D) চোঙ্গা E) বোতল
১৩. ‘হাতাহাতি’ কোন সমাসভুক্ত?
A) দ্বন্দ সমাস B) নিত্য সমাস
C) প্রাদি সমাস D) কর্মধারয় সমাস E) বহুব্রীহি সমাস
১৪. ‘বঙ্গভাষা’ কবিতায় ব্যবহৃত ‘তপে’ শব্দের অর্থ-
A) পরিতাপ B) তাপে
C) তপস্যায় D) তপোবনে E) তাপহীনে
১৫. শুদ্ধ জোড়া চিহ্নিত কর-
A) বাত্যাঃসংবাদ B) বিহঙ্গঃ ললনা
C) আত্মজাঃ কুন্তল D) ললাটঃ ওদন E) অগ্নিঃ সর্বভুক
১৬.মল্লিকদের বাগানে কোন ফুলগাছ ফুলে আচ্ছন্ন ছিল?
A) কুরচি গাছ B) কামিনী গাছ
C) কাঞ্চন গাছ D) কবরী গাছ E) কনকচাঁপা
১৭. ‘কুশলীব’ শব্দের অর্থ-
A) অভিনয় B) অভিনয় জগৎ
C) অভিনীত D) অভিনয়যোগ্য E) অভিনেতা
১৮. মাইকেল মধুসুদন দত্তের ‘বঙ্গভাষা’ কবিতাটির পূর্বনাম –
A) বঙ্গভাষা B) কবি – মাতৃভাষা
C) চতুর্দশপদী বঙ্গভাষা D) কবি বঙ্গভাষা E) বঙ্গ-মাতৃভাষা
১৯. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় ফরিয়াদি কে?
A) লেখক B) কমলাকান্ত
C) নসীবাবু D) রাধারানী গোয়ালিনী
E) প্রসন্ন গোয়ালিনী
২০. সনেটের ‘ষটক’- এর বিভাজনকে কী বলা হয়?
A) ত্রিত্ব B) ষষ্টক্ব
C) ত্রিক্ব D) চতুষ্ক E) ত্রয়ী
২১. ‘কোলাব্যাঙ’ বাগধারাটির অর্থ-
A) ঘরকুনো B) ঝগড়াটে
C) কৃপণব্যাক্তি D) বাকসর্বস্ব E) জঘন্য
২২. মৃত্যুঞ্চয়কে দংশন করেছিল-
A) কালকেউটে B) উদয়নাগ
C) খরিশ গোখর D) চন্দ্রবোড়া E) পদ্মগোখরো
২৩. ‘তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়’। – বাক্যটি কোন রচনার অন্তর্গত ?
A) সাহিত্য খেলা B) বিলাসী
C) হৈমন্তী D) অর্ধাঙ্গী E) একুশের গল্প
২৪. ‘যৌবনের গান’ প্রবন্ধে নজরুল কিসের সঙ্গে নিজ-স্বভাবের মিল খুঁজে পেয়েছেন?
A) সৈনিক B) দেশপ্রেমিক
C) নদীর স্রোত D) বিদ্রোহী E) বনের পাখি
২৫. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
A) অতি+ অন্ত= অত্যন্ত B) ষট+ আনন = ষড়ানন
C) বি + ছিন্ন = বিচ্ছিন্ন D) বাক + ধারা = বাগধারা
E) বৃহৎ + পতি = বৃহস্পতি
উত্তর
০১
|
০২
|
০৩
|
০৪
|
০৫
|
০৬
|
০৭
|
০৮
|
০৯
|
১০
|
১১
|
১২
|
১৩
|
B
|
E
|
B
|
B
|
C
|
C
|
D
|
D
|
E
|
C
|
C
|
D
|
E
|
১৪
|
১৫
|
১৬
|
১৭
|
১৮
|
১৯
|
২০
|
২১
|
২২
|
২৩
|
২৪
|
২৫
|
|
C
|
E
|
C
|
E
|
B
|
E
|
A
|
D
|
C
|
D
|
E
|
E
|
|
English
01. The people of Quebee have been considering ______ themselves from the rest of Canada.
A) to separate B) separating
C) separated D) separate
E) to be separated
02. ‘A piece of cake’ means
A) A task that can be accomplished very easily
B) A very mild punishment
C) A result that is still unclear and can go either way
D) A hidden or secret strength
E) A kind, innocent and mild mannered person
03. A dolphin ______ a porpoise in that it has a longer nose.
A) different B) differs
C) different from D) differs from
E) differs than
04. Identify one of the underlined words or phrases that must be changed in order for the sentence to be correct :
He (A) made me sit down,
(B) and he was tying the string of the new
(C) rubber apron tightly
(D) around my neck, and
(E) combed up hair.
05. Taking the time to eat a good breakfast is a simple way to make the morning _____ and the day ______ .
A) best , easiest B) case , easy
C) easy , easier D) better , easier
E) well . at ease
06. He was happy to be _____ friends.
A) between B) middle of
C) along D) into
E) among
07. While going to the class _______ .
A) the dog bit me B) a dog bit me
C) a dog bite me D) i was bitten by a dog
E) a dog had bitten me
08. Despite the lack of evidence, politicians _______ blaming the media for violence.
A) cannot resist B) will not have resisted
C) may not resist D) should not resist
E) do not resist
09. Which one of the following words is spelt incorrectly?
A) repercussions B) exemplification
C) sausage D) cigarettes
E) grammatical
10. Choose the correct preposition : Do you know the solution _____ the economic crisis?
A) at B) for
C) on D) to E) about
11. The antonym for ‘delicious’ is:
A) appetizing B) scrumptious
C) displeasing D) dainty E) toothsome
12. The word ‘off – spring’ means
A) Twins B) Children
C) Strength D) Winter E) Fountine
13. Let us not ____ your past mistakes.
A) dwell B) dwell at
C) dwell on D) dwelt E) dwell about
14. What is the synonym for the word ‘indifferent’ ?
A) similar B) unhappy
C) apathetic D) frank E) not differming
15. What is the noun form of the word ‘defer’?
A) difference B) deferation
C) defamation D) deferming E) deferment
Choose the correct sentences questions 16 – 17
16. A) He thinks that she leaving for Sylhet.
B) He thinks that she has left for Sylhet.
C) He will thought that she is leaving for Sylhet.
D) He thought that she is left for Sylhet.
E) He is thinking that she leaves for Sylhet.
17. A) Mary has been on a diet for three weeks.
B) Mary has been on a diet since three weeks.
C) Mary had been on a diet since three weeks.
D) Mary was on a diet since three weeks.
E) Marry is on diet since three weeks.
18. Find the misspelt word
A) asthma B) tiphoid
C) cholera D) dehydration E) headache
19. It is high time we ______ the people conscious about our national interest.
A) should make B) will make
C) must make D) have to E) made
20. What is the adjective form of the word divide?
A) divisible B) dividable
C) divisible D) divisible E) devisable
Read the following passage and answer questions 21 -25 :
The Geographical Indication (GI) Law 2013, the first of its kind in Bangladesh was enacted in parliament on Tuesday to protect the patent rights of traditional products. ‘Historically’ we produce some unique products naturally that others cannot. The law will ensure the exclusive rights of the products’, said Industries Secretary Mohammod Moinuddin Abdullah. The government has passed the law in compliance with Article-22 of Trade Related Aspects of Intellectual Property Rights. GI is a name or sign used on certain products to certify that they possess certain qualities because they are made as per traditional methods or enjoy a certain reputation due to their geographical origin. The law will protect the country’s claims to commodities such as hilsa fish, jamdani sari, nakshi kantha and fruits, including pineapple and fazil, a variety of mango, said Mahboob Murshed, who is an advocate of the Supreme Court and a legal expert on GI law. This means that the real producers of any particular goods in an area will get the absolute rights to their registered products, he went on to observe, and added that the law will ensure that customers get genuine products.
21. Who is the authority to pass approve GI act in Bangladesh?
A) The President B) The Supreme Court
C) The Prime Minister D) The Ministry of Commerce
E) The Parliament
22. The phrase ‘protect the patent rights of traditional products’ can be explained by which of the following phrase?
A) to encourage others to supervise patent rights of traditional products
B) to effectively thwart others from securing patent rights of traditional products.
C) to actualize patent rights of traditional products effectively.
D) to ensure that patent rights of traditional products are safeguarded.
E) to realize patent rights of traditional products comprehensively.
23. The government passed the GI law in compliance to certify that,
A) The products are made according to some specific methods and their location.
B) The products are made according to some traditional methods or have an exclusive reputation and originated from a specific geographical location.
C) The products are made according to some random methods and originated from a specific geographical location.
D) The products are made in accordance with a very systematic process and originate from a historical location.
E) The products process superior qualities or enjoy a certain reputation due to their cultural origin.
24. GL law will look out for the interest of
A) The government B) The consumers
C) The hoarders D) The importers
E) The registered producers
25. The GI law protect ot commodities so that other countries cannot :
A) Offer export privileges to the products and also give customers the authority to mass produce that commodities.
B) Clamies their access to the products and so that customers also can sell the products.
C) Deny their authority to the products and the customers will have access to a diversity of products
D) Demand rights to the products and the customers will strive to buy genuine products.
E) Claims their rights to the products and also the customers will have access to genuine products.
Answer
01
|
02
|
03
|
04
|
05
|
06
|
07
|
08
|
09
|
10
|
11
|
12
|
13
|
B
|
A
|
D
|
B
|
D
|
E
|
D
|
A
|
B
|
D
|
C
|
B
|
C
|
14
|
15
|
16
|
17
|
18
|
19
|
20
|
21
|
22
|
23
|
24
|
25
|
|
C
|
E
|
B
|
A
|
B
|
E
|
A
|
E
|
C
|
B
|
B
|
E
|
|
হিসাববিজ্ঞান
০১. টাইটান কোম্পানির সমাপনী মজুত পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট আয়ের উপর এই ভুলের প্রভাব হবে যথাক্রমে –
A) কম প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে
B) কম প্রদর্শিত হবে , কম প্রদর্শিত হবে
C) বেশি প্রদর্শিত হবে, কম প্রদর্শিত হবে
D) বেশি প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে
E) বেশি প্রদর্শিত হবে, শূন্য
০২. নিচের কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় খরচ?
A) অগ্রপ্রদত্ত ভাড়া
B) অবচয়
C) প্রারম্ভিক খরচ
D) ঋণপত্রের উপর বাট্টা
E) অবলোপন
০৩. নিম্নের কোন ঘটনাটি হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হয় না?
A) ধারে যন্ত্রপাতি ক্রয়
B) একজন কর্মচারী চাকুরিচ্যুত হলে
C) ব্যবসায় নগদ বিনিয়োগ
D) মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন
E) ধারে বিক্রয়
০৪. যদি মজুকপণ্য ৬০,০০০ টাকা ক্রয়কৃত পণ্যের মূল্য ৩,৮০,০০০ টাকা এবং সমাপনি মজুত ৫০,০০০ টাকা , সেক্ষেত্রে বিক্রিতপণ্যের ক্রয়মূল্য হল-
A) ৩,৯০,০০০ টাকা
B) ৩,৭০,০০০ টাকা
C) ৩,৩০,০০০ টাকা
D) ৪,২০,০০০ টাকা
E) ৩,৬০,০০০ টাকা
০৫. বকেয়া আয় হল-
A) অর্জিত হওয়ার পূর্বে দায় হিসাবে গ্রহণ করা এবং লিপিবদ্ধ করা হয়
B) গ্রহণ করার পূর্বে দাম হিসাবে অর্জিত এবং লিপিবদ্ধ হয়
C) অর্জিত হিসেবে দেখান হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে যদিও এখনও গ্রহণ করা হয় নি
D) অর্জিত হিসাবে দেখান হয় যা ইতোমধ্যে অর্জিত হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে
E) খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে
০৬. ভাড়া হিসাবে ৫.০০০ টাকা ডেবিট জের ছিল। বছর শেষে দেখা যায় যে, এর মধ্যে ২,০০০ টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে নিচের কোন সমন্বয় দাখিলা দিতে হবে?
A) ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
B) নগদান হিসাব ডেবিট , ভাড়া হিসাব ক্রেডিট
C) নগদান হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট
D) অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট
E) ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট
০৭. নিচের কোন লেনদেন মালিকানা স্বত্বকে প্রভাবিত করবে না?
A) অগ্রিম আয়
B) লভ্যাংশ প্রদান
C) অগ্রিম আয়কর সমন্বয় দাখিলা
D) বকেয়া খরচ প্রদান
E) সম্পত্তির অবচয়
০৮. একটি পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে দেখিয়েছে। এই ভুল সংশোধনের জন্য কি জাবেদা হবে?
A) ক্রয় হিসাব ডেবিট , নগদান হিসাব ক্রেডিট
B) ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট
C) যন্ত্রপাতি হিসাব ডেবিট , ক্রয় হিসাব ক্রেডিট
D) ক্রয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট
E) যন্ত্রপাতি হিসাব ডেবিট, সাসপেন্স হিসাব ক্রেডিট
০৯. নিম্নের কোনটি উৎপাদন পণ্যের ব্যয় নয়?
A) কারখানা সুপারভাইজার এর বেতন
B) বিজ্ঞাপন ব্যয়
C) মজুরি
D) কারখানা যন্ত্রপাতি অবচয়
E) কাঁচামাল আমদানির শুল্ক
১০. বিক্রিত পণ্যের ক্রয় মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর ২০% হারে লাভ হয় তাহলে পণ্যের বিক্রয় মূল্য কত?
A) ২০,১৬০ টাকা
B) ১৩,৬০০ টাকা
C) ২১,০০০ টাকা
D) ২১,১৬০ টাকা
E) ২০,০০০ টাকা
১১. রাজস্ব বলতে কি বুঝায়?
A) নগদানের অন্তঃপ্রবাহ
B) সম্পদের অন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্য ভাবে নগদানে নহে
C) সম্পদের অন্তঃপ্রবাহ
D) সম্পদের অন্তঃপ্রবাহ , কিন্তু অপরিহার্য ভাবে নগদানে
E) ক্রেতাগণ পণ্য অথবা সেবা প্রদানের বিনিময় সম্পদের অন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্য ভাবে নগদান নহে
১২. এক্তা ব্যবসা প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিমোক্ত হিসাবগুলো অন্তর্ভুক্ত আছে- দেনাদা ২৫,০০০ টাকা ,অগ্রিম প্রদান ১০,০০০০ টাকা ,ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা , পাওনাদার ৮,০০০ টাকা ,স্থায়ী সম্পত্তি ১৫,০০০ টাকা , সমাপনি মজুদ ৮,০০০ টাকা। প্রতিষ্ঠানটির কার্যকারী মূলধন কত?
A) ৪২,০০০ টাকা
B) ৪৫,০০০ টাকা
C) ৫০,০০০ টাকা
D) ৩০,০০০ টাকা
E) ২৮,০০০ টাকা
১৩. এনাম এর কাছে প্রদেয় টাকা হারুন এর হিসাবে ডেবিট করা হলে, এটা কি ধরণের ভুল হবে?
A) বাদ পড়ার ভুল B) খতিয়ানভুক্তির ভুল
C) পরিপূরক ভুল D) লেখার ভুল
E) নীতির ভুল
১৪. নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি?
A) প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য
B) প্রতিষ্ঠানের লাভ – লোকসান জানার জন্য
C) কোম্পানির আইনের সাথে ঐক্যমতের জন্য
D) নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য
E) উদ্বৃত্ত পত্রে নগদের পরিমাণ জানার জন্য
১৫. নিচের কোন হিসাব সেট এর সাধারণ ক্রেডিট উদ্বৃত্ত থাকে-
A) আয়, মূলধন, সম্পদ
B) দায়, মূলধন, ব্যয়
C) আয়, দায়, মূলধন
D) সম্পদ, মালিকের উত্তোলন, খরচ
E) বিক্রয়, মালিকের উত্তোলন, বাট্টা
১৬. যখন নিট ক্ষতি হয়, আয় বিবরণী _______
A) ডেবিট এবং মূলধন ক্রেডিট
B) ক্রেডিট এবং মূলধন ডেবিট
C) ডেবিট এবং উত্তোলন ক্রেডিট
D) ক্রেডিট এবং অবন্টিত আয় ডেবিট
E) ক্রেডিট এবং উত্তোলন ক্রেডিট
১৭. নিচের কোনটি চলতি দায় নয়?
A) প্রদেয় মজুরি B) স্বল্পমেয়াদি ঋণ
C) প্রদেয় কর D) প্রদেয় বন্ড
E) বিধি পাওনাদা
১৮. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ‘প্রক্রিয়াজাত মজুত’ হিসাবের ডেবিট লিখিত ব্যয় গুলি হল-
A) ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও উৎপাদন উপরি খরচ
B) ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ
C) তৈরি পণ্যের উৎপাদন ব্যয়
D) কালীন ব্যয় ও উৎপাদন ব্যয়
E) এই হিসাবে ডেবিটে লিখিত ব্যয় গুলি কোম্পনি কর্তৃক তৈরি পণ্যের বিশিষ্টতার উপর নির্ভর করে
১৯. নিচের কোনটি পরিশোষিত আয়ের অনুপাত ?
A) নগদ লভ্যাংশ / নিট মুনাফা
B) নিট মুনাফা / নিট বিক্রয়
C) নিট বিক্রয় / গড় সম্পদ
D) মোট ঋণ / মোট সম্পদ
E) নিট আয় / গড় সম্পদ
২০. নিচের কোন ধারণা বা নীতি বার্ষিক অবচয় ধার্যকে বর্ণনা করে?
A) চলমান ধারণা নীতি
B) পূর্ণ প্রকাশ নীতি
C) মিলকরন নীতি
D) সামঞ্জস্যপূর্ণ নীতি
E) তুলনা যোগ্যতা নীতি
২১. একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য ১২৫০ টাকা ও বাজার মূল্য ১,০০০ টাকা যা বছর শেষে মজুত পণ্যে গণনা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ঐ ব্যবসার মুনাফার কি ধরণের প্রভাব পড়বে?
A) মুনাফা ১২৫০ টাকা বাড়বে
B) মুনাফা ১,০০০ টাকা বাড়বে
C) মুনাফা ২৫০ টাকা বাড়বে
D) মুনাফা ১,০০০ টাকা কমবে
E) মুনাফা ১২৫০ টাকা কমবে
২২. ক্রয় মূল্য নীতি অনুযায়ী নিচের কোনটি সঠিক?
A) সম্পত্তি প্রাথমিক ভাবে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় এবং বাজার মূল্য পরিবর্তিত হলে সমন্বয় করতে হয়
B) ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যাবলি মালিক থেকে আলাদা রাখতে হবে
C) সম্পত্তি সমূহ ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হবে
D) সকল প্রকারের লেনদেন টাকায় প্রকাশ করতে হবে
E) সম্পদসমূহ বাজারমূল্যে লিপিবদ্ধ করতে হবে
২৩. মোট সম্পত্তি হ্রাস এর কারণ –
A) স্টক লভ্যাংশ B) স্টক বিভাজন
C) নগদ লভ্যাংশ D) সম্পত্তি ক্রয়
E) বিক্রয় ফেরত
২৪. যদি অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হয়, তবে-
A) সম্পত্তি বেশি দেখানো হবে
B) দায় বেশি দেখানো হবে
C) আয় বেশি দেখানো হবে
D) ব্যয় বেশি দেখানো হবে
E) মূলধন বেশি দেখানো হবে
২৫. মূলধন জাতীয় ব্যয় কোথায় দেখানো হয়?
A) ক্রয়-বিক্রয় হিসাব
B) লাভ-লোকসান হিসাব
C) উদ্বর্ত পত্রের দায় পার্শ্বে
D) উদ্বর্ত পত্রের সম্পত্তি পার্শ্বে
E) উপরের ক এবং খ উভয়ই
উত্তর
০১
|
০২
|
০৩
|
০৪
|
০৫
|
০৬
|
০৭
|
০৮
|
০৯
|
১০
|
১১
|
১২
|
১৩
|
C
|
A
|
B
|
A
|
C
|
D
|
D
|
C
|
B
|
E
|
E
|
D
|
D
|
১৪
|
১৫
|
১৬
|
১৭
|
১৮
|
১৯
|
২০
|
২১
|
২২
|
২৩
|
২৪
|
২৫
|
|
D
|
C
|
B
|
D
|
A
|
A
|
A
|
B
|
C
|
C
|
B
|
D
|
|
ব্যবসায় নীতি ও প্রয়োগ
০১. নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়?
A) প্রমিতকরণ B) মিতব্যয়
C) নিয়ন্ত্রণ D) আর্থিক প্রণোদনা
E) কার্য বিশ্লেষণ
০২. নিচের কোনটি একক ব্যভারের পরিকল্পনা?
A) নীতি B) পদ্ধতি
C) আইন/নিয়ম D) কর্মসূচী
E) রণকৌশল
০৩.একটি পণ্যের একক প্রতি ব্যয় কখন হ্রাস পায়?
A) পণ্য উন্নয়ন স্তরে B) সূচনা স্তরে
C) প্রবৃদ্ধি স্তরে D) পূর্ণতা স্তরে
E) পতন স্তরে
০৪. পাঁচ বৎসরের অধিক সময় ব্যভারযোগ্য পরিকল্পনা সমূহকে বলে –
A) স্বল্প মেয়াদী পরিকল্পনা B) দীর্ঘ মেয়াদী পরিকল্পনা
C) একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা D) দুইবার ব্যবহারযোগ্য
E) পঞ্চবার্ষিক পরিকল্পনা
০৫. ব্যবস্থাপনায় নিয়ন্ত্রনের সর্বশেষ ধাপ কোনটি?
A) মান নির্ধারণ B) সম্পাদিত কার্য মূল্যায়ন
C) সম্পাদিত কার্য তুলনাকরণ D) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
E) শাস্তি প্রদান
০৬. বর্তমান সরকারের বিগত বছরের সময়কালে বিদ্যুৎ উৎপাদন মেগাওয়াট উন্নীত করার জন্য কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে?
A) ৬,০০০ মেগাওয়াট B) ৭,০০০ মেগাওয়াট
C) ৮,২৫০ মেগাওয়াট D) ৮,৫০০ মেগাওয়াট
E) ৭,৫০০ মেগাওয়াট
০৭. অনবরত বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও নিচের জি.ডি.পি – এর কোন গড় হার বাংলাদেশ বিগত চার বছরে ধারাবাহিক ভাবে অর্জনে সক্ষম হয়েছে?
A) ৫% B) ৫.৫%
C) ৬% D) ৬.৫%
E) ৭%
০৮. নিচের কোনটি জাহাজি দলিল নয়?
A) বহনপত্র বা চালানি রসিদ B) চালান
C) বিনিময় বিল D) পণ্য উৎপত্তিপত্র
E) ফরমায়েশ পত্র
০৯. প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে?
A) শেয়ার বিক্রয় B) ঋণপত্র
C) বাণিজ্যিক ব্যাংক D) সদস্য
E) রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক
১০. নিচের কোনটি হেনরি ফেওল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি নয়?
A) কার্য বিভাজন B) আদেশের ঐক্য
C) নিয়ন্ত্রন C) কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ
E) শৃঙ্খলা
১১. একটি ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে?
A) ব্যবস্থাপক B) ঋণ গ্রহীতা
C) উদ্যোক্তা D) ব্যাংকার E) দালাল
১২. সমবায় সমিতির একজন সদস্যের শেয়ার কেনার সর্বোচ্চ সীমা হল-
A) ৬,০০০ টাকা B) মোট মূলধনের ১৫%
C) মোট মূলধনের ২৫% D) মোট মূলধনের ২০%
E) সীমা নাই
১৩. পৌর এলাকার একমালিকানা ব্যবসা পরিচালনা করতে কোন দলিলটি সংগ্রহ করতে হয়?
A) আয়কর সনদপত্র B) স্মারক লিপি
C) ট্রেড লাইসেন্স D) পরিমেল নিয়মাবলী
E) মিউনিসিপ্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
১৪. নিচের কোন ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম Q-cash চালু করে?
A) সোনালি ব্যাংক লিঃ
B) অগ্রনী ব্যাংক লিঃ
C) জনতা ব্যাংক লিঃ
D) প্রাইম ব্যাংক লিঃ
E) এইচ.এস.বি.সি.লিঃ
১৫. নিচের কোনটি চেকের সাথে জড়িত পক্ষ নয়?
A) আদেষ্টা B) আদিষ্ট
C) প্রাপক D) অনুমোদন বলে প্রাপক
E) পাওনাদার
১৬. পৃথিবীর প্রাচীন্তম কেন্দ্রীয় ব্যাংকের নাম-
A) ব্যাংক অব ইংল্যান্ড
B) ব্যাংক ডি ফ্রান্স
C) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
D) ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ইউ এসএ
E) ব্যাংক অব জাপান
১৭. বাংলাদেশ MDG (Millennium Development Goals) এর কোন লক্ষ্য অর্জনের জন্য সম্প্রতি পুরষ্কৃত হয়েছে?
A) শিশু মৃত্যু হার হ্রাসকরণের জন্য
B) সকলের জন্য শিক্ষা নিশ্চিতকরণের জন্য
C) দারিদ্র ও ক্ষুধা সমূলে উৎপাদন করার জন্য
D) মানসিক ও শারিরীক সুস্বাস্থ্য উন্নয়নের জন্য
E) পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য
১৮. বাংলাদেশের বীমা কোম্পানিগুলোর জন্য কোন রেটিং পদ্ধতি প্রচলিত আছে?
A) সি.এ.এম.ই.এল
B) ইউ.এফ.আই.আর.এস
C) এস.এন্ড পি
D) সি.এ.আর.এ.এম.ই.এল
E) এফ.আই.আর.এস
১৯. ‘মৃত্যুহার পঞ্জিকা’ সর্বপ্রথম প্রস্তুত করেন কে?
A) এডমন্ড হ্যালী
B) এম.এন.মিশ্র
C) আর.এস.শর্মা
D) পি.এইচ.কলিন
E) লর্ড হার্শেল
২০. SWIFT কী?
A) একটি ব্যাংক সমিতি B) একটি পরিশোধ পদ্ধতি
C) ক্রেডিট রেটিং D) একটি ব্যাংকিং সিস্টেম
E) ব্যাংক দুর্দ্দশা পূর্বাভাষ নিরুপণ পদ্ধতি
২১. রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়?
A) মূলধন গঠন B) বৈদেশিক মুদ্রার মজুত
C) সম্পদের বণ্টন D) ঋণ প্রদান ক্ষমতার সম্প্রসারণ
E) সরকারী রাজস্ব নীতি
২২. নিচের কোনটি বিনিময় হার উঠা – নামার কারণ নয়?
A) ব্যাংকিং নীতি B) সরকারী নীতি
C) মূলধনের প্রবাহ D) প্রাকৃতিক দুর্যোগ
E) ব্যবসায়িক অবস্থার পরিবর্তন
২৩. মিউটিলেটেড চেক কাকে বলে?
A) ভবিষ্যৎ তারিখের চেক
B) দুই বা ততোধিক অংশে বিচ্ছিন্ন চেক
C) তারিখ বিহীন চেক
D) জালিয়াতি চেক
E) স্বাক্ষরবিহীন চেক
২৪. নিচের কোন পদ্ধতির বীমায় বীমাগ্রহীতা ও বীমাকারী উভয়ই বীমা কোম্পানি?
A) সহ- বীমা
B) পুনঃবীমা
C) যুগ্মবীমা
D) গোষ্ঠী বীমা
E) সাধারণ বীমা
২৫. বীমাযোগ্য স্বার্থের উপস্থিতি জীবন বীমার কোন পর্যায়ে থাকা বাধ্যতামূলক?
A) ক্ষতির সময়
B) আবেদনের সময়
C) সমগ্র পলিসি চালুকালীন সময় বাপিয়া
D) বীমা গ্রহীতার মৃত্যুর সময়
E) বীমা দাবি পরিশোধের সময়
উত্তর
০১
|
০২
|
০৩
|
০৪
|
০৫
|
০৬
|
০৭
|
০৮
|
০৯
|
১০
|
১১
|
১২
|
১৩
|
C
|
D
|
C
|
B
|
D
|
E
|
C
|
E
|
B
|
C
|
C
|
D
|
C
|
১৪
|
১৫
|
১৬
|
১৭
|
১৮
|
১৯
|
২০
|
২১
|
২২
|
২৩
|
২৪
|
২৫
|
|
C
|
E
|
A
|
A
|
D
|
A
|
A
|
D
|
D
|
B
|
B
|
B
|
|