Magic Chart for Tense

আমরা এবার নিয়ে এসেছি ইংরেজি বিভিন্ন tense এর structure আয়ত্ত করার জন্য এক Magic Chart. কেবল এই চার্টটি আয়ত্ত করতে পারলেই বিভিন্ন tense এর structure সমূহের উপর ৯০% দখল চলে আসবে বলে নিশ্চয়তা দেয়া যায়। প্রয়োজন পড়বে না জটিল জটিল structure মুখস্ত করার অথবা বাংলা ক্রিয়ার শেষ বর্ণ মিলিয়ে tense শেখার। আসুন, বারবার চর্চা ও অনুশীলনের মাধ্যমে Magic Chart for Tenseটি আয়ত্ত করে নিই।

চার্টটি ব্যবহার করতে হলে আপনাদের অবশ্যই forms of verbs সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। forms of verbs সম্পর্কে আমাদের পূর্বের পোস্টটি পড়ুন এখানে

MAGIC CHART

চার্টটি ব্যবহারের নিয়ম :

প্রথমেই বলে নিই, চার্টটি active ও passive উভয় voice এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

active voice এর ক্ষেত্রে প্রতিটি বাক্যের নিজ নিজ main verbকে উপরের ছক অনুযায়ী তার জন্য প্রযোজ্য form এ বসাতে হবে। আর main verb হিসেবে যেটাই ব্যবহৃত হোক না কেন, auxiliary verb সর্বদা চার্টে উল্লিখিত verb গুলোর মধ্যেই হবে (Modals ব্যতীত)। আমরা যেই tense এ বাক্য লিখতে আমরা চাইব, সেই tense এর জন্য প্রযোজ্য auxiliary verb উপরোক্ত ছক থেকে খুঁজে নিব। মুখস্ত নয়, বরং এভাবে চর্চা করতে করতে বিষয়টি আয়ত্ত্ব করতে হবে।

passive voice এর ক্ষেত্রে মনে রাখতে হবে সর্বদা passive বাক্যের main verb হল be. উপরোক্ত ছকের সাহায্যে main verb হিসেবে be এর যেই form টি যে tense এ হবে, সেই form বসাতে হবে। আর tense অনুযায়ী auxiliary verb বসবে। be verb ও have verb এর বিভিন্ন form সম্পর্কে পড়ুন এখানে

বিশেষভাবে মনে রাখতে হবে, বর্তমানে ইংরেজির প্রচলিত ১২ টি tense এর মধ্যে কেবল, ৮ টি tense নিয়মিত ব্যবহৃত হয়। অত্যন্ত কম ব্যবহৃত tense গুলো হল : Present Perfect Continuous, Past Perfect Continuous, Future Perfect এবং Future Perfect Continuous tense. অনেক Native Speaker দেশগুলোতে এই tenseগুলো বইপত্রে পড়ানোই হয় না। Native speaker দের মধ্যে বিচিত্র tense ব্যবহারের প্রবণতা তুলনামূলকভাবে কম। কিন্তু আমাদের দেশের পাঠ্যক্রমে এর ব্যাপক গুরুত্ব থাকায় আমাদের জন্য শেখা প্রয়োজন।

অপর একটি স্বল্প আলোচিত tense হল Future in the Past . বেশকিছু Modals (Modal Auxiliary Verbs) বিশিষ্ট বাক্যগুলোকে এই tense ছাড়া ব্যাকরণের আলোকে ভিন্নভাবে বোঝা যায় না। এটিকে প্রচলিত গ্র্যমার বইয়ে একটি স্বতন্ত্র tense হিসেবে আলোচনা করা না হলেও, অন্যান্য tense এর মত এটিরও যথেস্ট গুরুত্ব অ ব্যবহার রয়েছে. এটি সম্পর্কে পড়ুন এখানে

Literary Criticism Questions Rajshahi University

Rajshahi University Dept. of English Questions on Literary Criticism 2020-2013

B.A. (Honours) English Part III Examination 2020
Course 306 (Literary Criticism)
Full Marks: 90   Time: 4 Hours
[N.B. Question no. 6 carries 10 marks, and the others carry 20 marks each. Answer question no. 6 and FOUR others.]

1. a) The term ‘mimesis in the Poetics must be taken as referring not to some kind of aid or parallel to nature, but to the making of a likeness or image of nature. Discuss.
Or, b) How does Aristotle, in the Poetics, formulate the distinction between simple and complex plots?

2. a) Comment on how Wordsworth exalts the nature of poetry in Preface to Lyrical Ballads. Or,
b) How does Wordsworth emphasize the individualism of the poet in his Preface to Lyrical Ballads?

3. a) How does Coleridge explain his ideas of a poem and poetry itself in Biographia Literaria?
Or. b) How does Coleridge examine the distinction between imagination and fancy in his Biographia Literaria?

(4. a) In “Tradition and the Individual Talent”, Eliot’s conception of art focuses attention not upon the
poet but upon poetry. Elucidate. Or,
b) How does Eliot demonstrate the interdependence between a poet and his tradition in “Tradition and the Individual Talent?

5. a) “Intentional Fallacy” challenges the Romantic conception of literature as a vehicle of personal expression. Elucidate.
Or. b) Affective fallacy involves the error of evaluation of a text on the basis of its emotional effects on the reader. Expand on the statement.

6. Write short notes on any TWO of the following:
a) Pity and Fear
b) Depersonalization
c) Historical Sense
d) Recollection in Tranquility
e) Objective Correlative
f) Hubris


Rajshahi University
BA Honours Part Ill Examination 2019 : English
Course: 306 (Literary Criticism)
Time: 4 Hours Full Marks: 90

[NB: Question 6 carries 10 marks and the others carry 20 marks each. Answer question 6 and four others.]

  1. a) In the Poetics, Aristotle contends that the plot is the soul and first principle of tragedy. Or,
    b) For Aristotle, catharsis implies the purification or aesthetic depersonalization of our usually selfish emotions of pity and fear. Comment. 
  2. a) In Preface to Lyrical Ballads, Wordsworth expatiates on the nature of the poetic process, the origin and purpose of poetry, and the language most suitable for it. Elucidate. Or,
    b) “There neither is nor can be any essential difference between the language of prose and metrical composition.” Do you agree with this statement? Give reasons for your answer.
  3. a) How does Coleridge criticize Wordsworth’s theories in the Biographia Literaria? Or,
    b) How does Coleridge formulate his theory of imagination and its implications for the art of poetry in the Biographia Literaria?
  1. a) In “Tradition and the Individual Talent”, Eliot states categorically: “No poet, no artist of any sort, has his complete meaning alone.” Explain the implications of this statement. Or,
    b) How is Eliot’s view of poetry different from the Romantic poetic ideals?
  1. a) Why does Eagleton, in The Rise of English, draw our attention to the fact that the era of the academic establishment of English is also the era of high imperialism in England? Elucidate in the light of The Rise of English. Or,
    b) How does Eagleton differentiate between 18th and 19th-century views of literature in The Rise of English?
  2. Write short notes on any two of the following:
    a) A complex plot
    b) Esemplastic power
    c) Poetic diction
    d) F. R. Leavis
    e) Dante

BA Honours Part Ill Examination 2018
Department of English
Course: 306 (Literary Criticism)
Full Marks: 90          Time 4 hours

[Question no.8 carries 10 marks and others carry 20 marks each. Answer question no. 8 and four others. Question no. 2 is from 2016 syllabus]

  1.  a) Aristotle in Poetics defines poetry as imitation. Explore the implications of this definition. Or
    b) Discuss reversal, discovery and calamity as elements of a complex plot. What are the different kinds of discovery?
  2. a) Comment on Johnson’s evaluation of Shakespeare in his Preface to Shakespeare as a poet of nature. Or,
    b) How does Johnson defend Shakespeare’s violation of the unities of time and place? 
  3. a) How does Wordsworth glorify poets and poetry  in Preface to Lyrical Ballads? Or,
    b)  Wordsworth’s theory of poetry enunciated in the Preface is full of contradictions. Refute or justify this statement.
  4. a) Secondary imagination is “identical with the primary in the kind of its agency, and differing only in degree and in the mode of its operation.” Elucidate. Or,
    b) How does Coleridge analyse the originality of Wordsworth’s poetry in Biographia Literaria?
  5.  a) Why does Arnold, in The Study of Poetry, state categorically that poetry is a religious act? Or,
    b) Comment on Arnold’s evaluation of Pope and Dryden as poets in his The Study of Poetry.
  6.  a) How does Eliot clarify our understanding of the interaction between an individual poet and her/his “Tradition and the Individual Talent“? Or
    b)  In”Tradition and the Individual Talent” Eliot emphasises the necessity of differentiating the eperience of the man from the activity of the artist. Elucidate.
  7. a) Why does Eagleton attribute the growth of English studies in the later nineteenth century to the failure of religion? Or,
    b) English in England was “the offspring of the provincial petty bourgeoisie.” Explain how. 

a) ln Preface to the Lyrical Ballads, Wordsworth asserts that poetry is the expression or overflow of feeling, or emerges from a process of imagination in which feelings play the crucial part. Elucidate. Write short notes on any two of the following:
a) Poetic Truth and Historical Truth
b) Depersonalisation
c) Fancy
d) Hubris
e) Catalyst


BA (Honours) English P-III Examination 2017
Course: 306 (Literary Criticism)
Time: 4 hours     Full Marks: 90[Answer Question No. 8 and Four others. Q. each.) No. 8 carries 10 marks and the others carry 20 marks each.]

  1. a) What does Aristotle say in Poetics about the media, objects and manner of poetic imitation? Or,
    b) What, according to Aristotle, are the constituent elements of tragedy? Comment on the  interdependence of their relationship. 
  2. a) ln Preface to Shakespeare, the penetrating power of Johnson’s perception enables him to be an even-headed critic of Shakespeare. Comment. Or,
    b) “Shakespeare with his excellences has likewise faults….” What excellences and faults of Shakespeare does Johnson point out in his Preface to Shakespeare? 
  3. a) ln Preface to the Lyrical Ballads, Wordsworth asserts that poetry is the expression or overflow of feeling, or emerges from a process of imagination in which feelings play the crucial part. Elucidate. Or,
    b) Write a critique on Wordsworth’s four stages of poetic development. 
  4. a) What is Coleridge’s view of the language of poetry in Biographia Literaria? How is it diffferent from Wordsworth’s view in Preface to Lyrical Balalds? Or,
    b)  What, according to Coleridge, are the principal features of the secondary imagination? Comment on the relationship between the secondary imagination and the primary imagination. 
  5. a) “Poetry is not a turning-loose of emotion, but an escape from emotion; it is not the expression of personality, but an escape from personality.” How does Eliot validate this statement in “Tradition and individual Talent”? Or,
    b) Tradition involves the perception of the presentness of the past as well as the pastness of the present. Explain with reference to ‘Tradition and the Individual Talentu.
  6. (a) How does Arnold determine the principal features of a classic in The Study of Poetry? Or,
    (b) What is Arnold’s view of Chaucer as a poet?
  1. (a) How does Eagleton evaluate the achievement of the Scrutiny movement in the context of the growth of English studies in the early 1930s in “The Rise of English”? Or,
    (b) Why does Eagleton assert that the era of the academic establishment of English is also the era of high imperialism in England?

Write short notes on any two of the following:
(a) personal estimate and historic estimate
(b) esemplastic power
(c) pity and fear
(d)Shakespeare as a poet of nature
(e) poetic diction


BA Honours English Part III Examination 2016 
Course 306: Literary Criticism
Full Marks: 90   Time:4 Hours

[Question no. 8 carries 10 marks and Others carry 20 marks each. Answer question no. 8 and four others.]

1. a) Why does Aristotle, in Poetics,contend that the plot is the life-blood of tragedy?
b) Why does Aristotle, in Poetics, assert that the full tragic effect requires the union of the emotions of pity and fear?

2. a) Examine Johnson’s defense of Shakespeare’s mingling of the comic and the tragic in his Preface to Shakespeare. Or,
b)Johnson’s failure to appreciate the tragedies of Shakespeare can be attributed to his preconceived opinions and grievances. Discuss.

3. a)Do you support Wordsworth’s statement that “there neither is, nor can be, any essential difference between the language of prose and metrical composition “? Give reasons for your answer. Or,
b) How, according to Wordsworth, is a poet different from and superior to ordinary men?

4. a) Why does Coleridge assert, in Biographia Literaria, that fancy and imagination “are two distinct and widely different faculties”? Or,
b) Biogaphia Literaria contains some of the most penetrating insights into the nature of Wordsworth’s poetry. Elucidate.

5. a)What does Eliot say in “Tradition and Individual Talent” about the relation between a present poet and poets of the past? Or,
b) For Eliot a poem is to be assessed by what it is rather than by what it says. Discuss.

6. a) Comment on Eagleton’s view of literature as expressed in “The Rise of English”. Or,
b) How, according to Eagleton, was English literature used as an alternative ideology in Victorian England?

7. a) How does Trilling demonstrate the relevance of the Freudian method of interpretation to literary studies in “Freud and Literature”? Or,
b) How does Trilling analyze the inadequacies of the Freudian method of interpreting literature in “Freud and Literature”?

8. Write short notes on any two of the following:
a) Simple and complex plots
b) Dramatic Unities
c) Spontaneous overflow of powerful feelings
d) Poetic Truth and Historical Truth


 

BA (Hons) English Part II Examination 2015
Course: 306 (Literary Criticism)
Time: 4 hours   Marks: 90
[N. B. Question No. 8 carries 10 marks others carry 20 marks each. Answer Question No 8 any four others.]

1. a) How does Aristotle examine the relationship between plot and character in the Poetics?
Or, b) Analyse Aristotle’s distinction between tragedy and epic. How does he prove that tragedy is the better of the two?

2. a) How does Johnson, in his “Preface to Shakespeare”, exalt Shakespeare as a poet of nature? Or,
b) In his criticism of Shakespeare, Johnson at once follows and deviates from the Neo-Classical
tenets. Elucidate.

3. a) “Preface to Lyrical Ballads” provides a theoretical justification for a new kind of poetry. Comment. Or,
b) Discuss Wordsworth’s views about the characters, incidents and situations to be treated in
poetry. To what extent do you agree with him?

4. a) How does Coleridge analyse the nature of Wordsworth’s poetry in Biographia Literaria? Or,
b) Analyse Coleridge’s definitions of the primary imagination and the secondary imagination.

5. a) Eliot in “Tradition and Individual Talent” appears to uphold both innovation and conservatism in
literary form. Show how. Or,
b) Critically discuss Eliot’s contention that poetry is “an escape from equation…an escape from
Personality”.

6. a) Comment on Eagleton’s main argument about the rise and role of English literary studies in “The Rise of English”. Or,
b) Discuss how Eagleton views the theoretical development in English up to the New Criticism phase.

7. a) In “Freud and Literature”, Trilling argues that psychoanalysis cannot determine the true meaning of a work of art, because there is no single meaning, Elucidate.
Or, b) How, according to Trilling, does Freudian psychology make poetry “indigenous to the very
constitution of the mind”?

8. Write short notes on any two of the following:
a) Catharsis
b) Poetic diction
c) Depersonalisation
d) Unity of action
e) Poetic justice


BA Honours English Part III Exanıination 2014
Course 306 : Literary Criticism
Time: 4 Hours   Full Marks: 90
[Question 6 carries 10 marks and others carry 20 marks each. Answer Question 6 and Four others.]

1. a) What does Aristotle say about the media, objects, and manner of poetịc imitation? Or,
b) Aristotle’s emphasis falls on the imitation in words of human action, passion and characters. Discuss.

2. a) According to Johnson, Shakespeare’s merits far outweigh his faults. Comment.
Or, b) Comment on Johnson’s evaluation of Shakespeare as a writer of tragedy and that of comedy.

3. a) Coleridge’s Biographia Literaria contains an outstanding important critique of Wordsworth’s poetry. Elucidate.
Or, b) In Biogruphia Literaria Coleridge provides a philosophical explanation of the distinction between fancy and imagination. Comment.

4. a) What, according to Wordsworth, are the four stages of the process of the poetic creation? Elaborate. Or,
b) Wordsworth denies the existence of any essential difference between the language of prose and metrical composition. Discuss the implication of this denial.

5. a) How does Eliot explore the complex nature of the interaction between the impersonality of tradition and the personality of the artist in “Tradition and the Individual Talent”?
Or, b) Write an essay on Eliot’s theory of depersonalization with reference to his “Tradition and the Individual Talent”.

6. Write short notes on any two of the following:
a) Pity and Fear
b) Escmplastic power
c) The structure and the texture of a poem
d) Wordsworth’s views on metre.


BA Honours English Part III Examination 2013
Course 306 : (Literary Criticism)
Time: 4 hours  Full Marks: 90
[ N.B. Question- 6 carries 10 marks and others carry 20 marks each. Answer Questions 6 and four
Others.]

1. a) What, according to Aristotle, are the constituent elements of tragedy? Comment on the interdependence of their relationship.
Or. b) For Aristotle, catharsis implies the purification or aesthetic depersonalisation of our selfish emotions. Elucidate.

2. a) Comment on Shakespeare as a poet of nature in the light of Johnson’s Preface to Shakespeare. Or,
b) Johnson’s praise for Shakespeare does not blind him to the poet of nature’s weaknesses. Discuss

3. a) What, according to toʻWordsworth’s Preface to Lyrical Ballads, are the basic stages of poetic composition? Discuss them in detail. Or,
b) According to Wordsworth, the most important function of poetry is, by its pleasurable resources, to foster and subtilise the sensibility, emotions, and sympathies of the reader. Elucidate

4. a) What, according to Coleridge, is the secondary imagination? Identify the hallmark of this specific faculty. Or,
b) What is Coleridge’s view of Wordswortli’s view of poetry, as expressed in Biographia Literaria?

5. a) What does Eliot mean by ‘tradition’ and historical sense’ in his “Tradition and the Individual Talent”? Or.
bj Write an essay on Eliot’s theory of impartiality in the light of your reading of “Tradition and the Individual Talent”.

6. Write short notes on any two of the following:
a) Poetic diction
b) Plot
c) Primary imagination
d) Anxiety of influence

Rajshahi University Dept. of English Syllabus on Literary Criticism 2020

  • Biographia Literaria by S. T. Coleridge
  • Tradition and the Individual Talent by T. S. Eliot
  • Preface to Lyrical Ballads by W. Wordsworth
  • Affective Fallacy and Intentional Fallacy (2020)
  • “The Rise of English” by Terry Eagleton (2019)

Chittagong University B Unit Admission Question 2019-2020 (Evening)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৯-২০২০) (বিকাল)

বাংলা

01.‘ধর্ম কী? পরোপকারই ধর্ম। ‘ -উক্তিটি  কোন রচনা থেকে নেওয়া হয়েছে?

ক) জীবন ও বৃক্ষ           খ) চাষার দুক্ষু

গ) বিড়াল ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ঘ) আমার পথ

 

02.‘নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা/এ কণক-লঙ্কা রাজা, মজিলা আপনি!’ – কার উক্তি?

ক) মেঘনাদ ⠀⠀ ⠀ ⠀ ⠀ খ) রাম

ঘ) রাবণ ⠀⠀ ⠀ ⠀ ⠀ ঘ) বিভীষণ

 

03.’কার্তুজ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক) ফরাসি খ) ফারসি

গ) তুর্কি ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀  ঘ)উর্দু

 

04.মানিক বন্দোপাধ্যায়েট পৈতৃক নিবাস কেন জেলায়?

ক) কলকাতা খ) ফরিদপুর

গ) চট্টগ্রাম ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ঘ) ঢাকা

 

05.‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) ঝরাপালক ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀    খ) রূপ্সী বাংলা

গ) বনলতা সেন ঘ) ধূসর পান্ডুলিপি

 

06.‘সে যেন খাঁচায় ধরা পড়েছে।’ – লালসালু  উপন্যাসের কাী সম্পর্কে এ কথা বলা হয়েছে?

ক) মজিদ খ) জমিলা

গ) রহিমা ঘ) খ্যাংটা বুড়ি

 

07.‘সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা।’ – কেন কবিতার চরণ?

ক) ঐকতান খ) রক্তে আমার অনাদি অস্থি

গ) আমি কিংবদন্তির কথা বলছি ঘ) ফেব্রুয়ারী ১৯৬৯

 

08.বঙ্গবন্ধু জাদুঘর  কোথায় অবস্থিত?

ক) ধানমন্ডি খ) সেগুনবাগিচা

গ) পল্টন ঘ) আগারগাও

09.নিচের কোনটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়?

ক) মেঘমল্লার খ) অবরোধবাসীনি

গ) পদ্মরাগ ঘ) মতিচুর

 

10.রেইনকোট  গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?

ক) কেমিস্ট্রি খ) ইংরেজি

গ) বাংলা ঘ) জিওগ্রাফি

 

11.কাদের বিরোদ্ধে  নুরুলদীন জেগে উঠার কথা বলেছেন?

ক) পাকিস্তানি ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) নবাব

গ) পর্তুগিজ ⠀⠀ ⠀ ⠀ ⠀    ঘ) ব্রিটিশ

 

12.‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে?

ক) শীত ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ খ) বসন্ত

গ) গ্রীষ্ম ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ঘ) বর্ষা

 

13.কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেনি?

ক) তিনি সন্ত্রাস দূরীকরণে কিছু পরামর্শ দেন

খ) পরবর্তীতে দুজনকে গ্রেপ্তার করা হল

গ) এ তথ্য গ্রাহ্যযোগ্য নয়

ঘ) সভায় সকল সদস্যরা উপস্থিত

 

14.মোতাহের হোসেন চৌধুরী কোনটিকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

ক) নদীকে  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀খ) আত্মাকে

গ) ধর্মকে         ঘ) বৃক্ষকে

 

15.ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়রি চিঠি লিখেছিলেন?

ক) ৪টি  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) ৩ টি

গ) ২ টি ঘ) ৫টি

 

16.বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা

গ) আসত্তি ঘ) রীতিসিদ্ধতা

 

17.শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে কোনটি?

ক) অনুসর্গ খ) বিভক্তি

গ) প্রত্যয় ঘ) উপসর্গ

 

18.‘রচিয়া লহ না আজও গীতি’- এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) অনুরোধ খ) উপদেশ

গ) নিষেধ ঘ) তিরস্কার

 

19.‘আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।’ – কেন রচনার অংশ?

ক) নেকলেস খ) চাষার দুক্ষু

গ) অপরিচিতা ঘ) আমার পথ

20.‘আমি পৃথিবীর কবি…….’ অপূর্ণ এই পঙক্তিতে পরের অংশ  কেনটি?

ক) যেথা তার যত উঠে ধনি খ) যতটুকু যানি

গ) নাড়া তার জাগিবে তখনি ঘ) দেখেছি কত না নগর রাজধানী

21.কোনটি সঠিক বানান?

ক) অভুতপুর্ব  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) অভুতপূর্ব

গ) অভূতপূর্ব ঘ) অভুতপুব

22.গী দ্য মোপাসাঁ কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?

ক) সপ্তদশ  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀        খ) উনবিংশ

গ) অষ্টাদশ ঘ) বিংশ

23.কবি দিলওয়ার – এর জন্মস্থান কোন জেলায়?

ক) রংপুর খ) টাঙ্গাইল

গ) যশোর  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀       ঘ) সিলেট

 

24.কোন বাগধারাটি সমার্থক নয়?

ক) তেলে বেগুনে জ্বলে উঠা খ) অহিনকুল সম্মন্ধ

গ) দা-কুমড়া  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀  ঘ) আদায় কাচকলায়

25.কোনটি দ্বন্দ্ব  সমাসের উদাহরণ?

ক) বাবা-মা  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) সপ্তাহ

গ) অভাব ⠀  ঘ) পলান্ন

 

26.‘শিশুটি খেলা করে।’ -এই বাক্যে কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

ক) কর্তায় শুন্য খ) করণে শূন্য

গ) সম্প্রদানে শূন্য ঘ) কর্মে শূন্য

 

27.শামসুর রহমানের গ্রন্থ নয় কোনটি?

ক) উদ্ভট ঊঠের পিঠে চলেছে স্বদেশ

খ) বৃষ্টি ও সাহসী পুরুষের গল্প

গ) বুক তার বাংলাদেশের হৃদয়

ঘ) ফিরিয়ে নাও ঘাতক কাঁটা

 

28.আহ্বান ছোট গল্পে তিত্তিরাজ কী?

ক) বক জাতীয় পাখি খ) এক ধরণের মাছ

গ) আঞ্চলিক রাজা ঘ) এক ধরণের গাছ

 

29.কবি সুকান্ত ভট্টাচার্য কোন কিশোর সভার সদস্য ছিলেন?

ক) দৈনিক স্বাধীনতা খ) পূর্বাশা

গ) আজাদ ঘ) সওগাত

 

30.Dynamic শব্দটির বাংলা পারিভাষা কোনটি?

ক)গতিশীল খ) উজ্জ্বল

গ) বৈদ্যুতিক তরঙ্গ ঘ) স্থিতিশীল

31.‘তুমি এলে আমি যাব।’- বাক্যটি কোন শ্রেণির?

ক) সরল  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) যৌগিক

গ) অনুজ্ঞাসূচক     ঘ) জটিল

32.‘এইখানে এসে লুটাইয়া পড়ে সকল_______।’-সাম্যবাদী কবিতার এই চরণের শূন্যস্থানে

কোনটি রয়েছে?

ক) তাজাফুল খ) দেবতা

গ) রাজমুকুট  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ঘ) মহাগীতা

 

33.‘দওলত আমার কাছে ভগবানের দাদা মশায়ের চেয়েও বড়।’ সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তি কার?

ক) উমিচাদ  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀   খ) ঘষেটি বেগম

গ) রাজবল্লব ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀   ঘ)মিরজাফর

 

34.‘না বুঝে বোঝার ভন্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনদিনই করব না।’ -উক্তিটি কার?

ক) মোতাহের হোসেন চৌধুরী

খ) বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন

গ) মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ) কাজী নজরুল ইসলাম

 

35.প্রত্যয়ের কাজ কী?

ক) বাক্যস্থিত শব্দে অন্বয় ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) নতুন শব্দ গঠন

গ) সমস্যমান পদ নির্ণয় ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀⠀ ⠀ ⠀ ⠀  ঘ) উচ্চারণ শ্রুতিমধুর


প্রশ্ন

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

১৪

১৫

উত্তর

প্রশ্ন

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

২৯

৩০

উত্তর

প্রশ্ন

৩১

৩২

৩৩

৩৪

৩৫

উত্তর

English -35

Choose the alternative A,B,C or that best completes the sentence (1-17).

01. Have you sent that e-mail to Mr. Kabir? Yes, I’ve _____ done it.

  1. already

  2. still

  3. yet

  4. now

02. Which would you ___ have, gold or silver?

  1. prefer

  2. rather

  3. could

  4. better

03. Antonym of the word ‘foremost’ is_______.

  1. hindmost

  2. disposed

  3. unimportant

  4. utmost

04. They had to provide some evidence to tha court to clear him of the accusation,________?

  1. wouldn’t they

  2. haven’t they

  3. did they

  4. didn’t they

05. I was reading a book when you __ into the room.

  1. have come

  2. came

  3. come

  4. had come

06. Rajiv failed because his answers were not ___ to the questions asked.

  1. allusive

  2. revealing

  3. referential

  4. pertinent

 

07.The woman ___ was old and bent.

  1. I spoke to

  2. that I spoke

  3. whom I spoke her

  4. I spoke for her

08. The man said he did not __ to go by bus.

  1. mind having

  2. bother about

  3. care for

  4. minded

09. Most people are unfailingly obsequious to persons in authority. Here ‘obsequious’ means ____.

  1. servile

  2. differential

  3. disgruntled

  4. obedient

10. Synonym  of “stumbling block” is________.

  1. argument

  2. hurdle

  3. advantage

  4. frustration

11. Whenever there was a visitor, the dog ____ to the door

  1. will run

  2. is running

  3. was running

  4. would run

12. She ____ a baby sitter for three years when she decided to qualify as a nurse.

  1. has been

  2. is being

  3. is

  4. had been

13. The station is roo far away __ to.

  1. for working

  2. in walking

  3. to walk

  4. by walking

14.The word ____ a lot by 2099

  1. is changing

  2. will have changed

  3. has changed

  4. changes

15. The house ______ is adjacent to the church is mine ; I was the one ___ met you the other

day.

  1. who, that

  2. where, that

  3. that, who

  4. that, which

 

16. People who don’t like boys with lonf hair or girls with tattoos are probably ____.

  1. considerate

  2. confident

  3. conservative

  4. cantankerous

17.How many cups of milk ___ yesterday?

  1. you have drunk

  2. did you drink

  3. were have drinking

  4. do you drink


Read the passage below and choose the alternative A, B, C or D to answer the questions(18-23).

Washington was the first city in history to be created solely for the purpose of governance. Following the Revolution Congress had hotly debated the question of a permanent them-selves and departments of the Treasury. the Patent Office. and so on which even the sketchiest of central entrances could feel obliged to establish. In 1790. largely in order to put an end to congressional bickering. George Washington charged with select- ing a site for the newly designated federal district. Not much to anyone’s surprise but to the disappointment of

He chose a tract of land on the banks of the Poto- mac Riser, a mile upstream from his beloved plan. station mount Vernon. The District of Columbia was taken in part from Virginia

and in part from Maryland, At the time it was laid out, its hundred square miles consisted of gently rolling lulls. some under cultivation and the rest heavily wooded. with a number of creeks and much swampy land along the Potomac. There is now a section of Washington that is commonly referred  to as Foggy Bottom: that section bore the same nickname a hundred and gave it access by ship to the most important cities of the infant nation, Charleston, Baltimore. Philadelphia. New York. New. port. Salem and Portsmouth and also to the far•otT part of England and the Continent

 

18. Why was Georege Washington’s choice for the site capital not surprising?

  1. Gorge Washington had lived on the site before the American Revolution

  2. The river would bring trade to the city

  3. the member of congress had already stated their preference for the site

  4. The site was very close to George Washington’s own home

19. It can be inferred from the that the term “foggy Bottom” in the third paragraph refers to a section of Washington, D.C that

  1. lise at the bottom of Mount vernon

  2. used to be mostly swampland

  3. has the lowest population in the district

  4. used to be the site of the national weather station

20. In line 7, the phrase “charged with” could best be replaced by which of the following?

  1. attacked with

  2. accused of

  3. given the responsibility of

  4. asked to pay for

21. The author implies that Georgetown was important in the eighteen century because it

  1. was the home of the Treasury and the Patent office

  2. was a model for building the new federal district

  3. defended the east coast against invaders

  4. linked the federal district with the ocean

22. What is the main topic of the passage?

  1. The role of the George Washington in the American

  2. The founding of Washington

  3. The first years of the United States Congress

  4. The governing of the federal district

23. In 1970 a large of the federal district was –

  1. seashore

  2. village squares

  3. wilderness

  4. a flourishing port

Choose the alternative A,B,C or D that is closest in meaning to the sentence /the  underlined word (24-30).

24. At first, many people didn’t like that kind of music, but after a while it caught on.

  1. Not many people enjoy that kind of music

  2. You’d never catch me listening to that kind of music

  3. The public’s first reaction that music was positive

  4. It took a while for that music to become popular

25. Shirley’s place is always tidy.

  1. Shirley’s place is always busy

  2. Shirley’s place is always time

  3. Shirley’s place is always messy

  4. Shirley’s place is always unprepared

26. On the  whole, I don’t care for fish.

  1. I seldom eat fish whole

  2. I don’t like fish very much

  3. Pet fish are difficult to care for

  4. It’s difficult to buy a whole fish

27. Biologists have………..  that specialized cells convert chemical energy into mechanical energy.

  1. pretended

  2. argued

  3. determined

  4. hypothesized

28. Ice skates manufactured……………. Of iron were  first sold in the 1800s.

  1. routinely

  2. mainly

  3. successfully

  4. solely

29.When humming birds fly, their  wing-beats are so rapid that the wings seem blurred.

  1. indistinct

  2. fragile

  3. tiny

  4. inexhaustible

30. Mary was disappointed in her new secretary.

  1. Mary was appointed by the secretary

  2. The new secretary was disappointed in Mary

  3. Mary was not pleased with her secretary

  4. the new secretary cancelled Mary’s appointment

31.A (A) well-planned resume is the(B) first step towards finding(C)  satisfaction(D) job.

 

32.If a baby stays alive(A) for two or three weeks after leaving(B) the nest, it has a fair(C) chance of become(D) an adult.

 

33.Wind and rain(A) continually hit against the surface(B) of the earth, broken(C) large rocks into smaller and smaller(D) particles.

 

34.The amphibians are of(A) few(B) economic(C) importance to humans.(D)

 

35.The earth was once(A) inhabited(B) by plants and animals of which(C) today there is none(D) living trace.


que

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

ans

a

b

c

d

b

d

a

b

a

b

d

d

c

b

c

que

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

ans

c

b

b

b

c

d

b

b

d

c

b

cc

d

a

c

que

31

32

33

34

35

ans

d

d

c

b

d

সাধারণ জ্ঞান -৩০

01.দার্শনিকদের ক্ষেত্রে কোনটি কালানুক্রমিক সঠিক বিন্যাস?

ক) সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল

খ) সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো

গ)প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল

ঘ)অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো,

 

02.‘অন্যায় যে করে আর যে সহে

   তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।’ -কবিতার চরণটি কার?

ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর খ)কাজী নজ্রুল ইসলাম

গ) সুকান্ত ভট্টাচার্য ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

03.একুশের প্রথম কবিতার রচয়িতা কে?

ক) আলাউদ্দীন আল আজাদ খ) আব্দুল লতিফ

গ) জহির রায়হান ঘ) মাহবুব উল আলম চৌধুরী

 

04.চৌচির উপন্যাসটি কার লেখা?

ক) সেলিনা হোসেন খ) আবু ইসহাক

গ) আব্দুল ফজল ঘ) শওকত উস্মান

05.মির্জা গালিব কোন ভাষার কবি?

ক) আরবি ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) বাংলা

গ) উর্দু ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀         ঘ) হিন্দি

 

06.‘অর্থনৈতিক সমীক্ষা -২০১৯’অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?

ক) ৭২ বছর খ) ৭১ বছর

গ) ৭৩ বছর  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀            ঘ) ৭৪ বছর

 

07.ইতিহাসের জনক কে?

ক) এডওয়ার্ড গিবন  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) আল বেরুনী

গ) হেনরি পিরেন ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀       ঘ) হেরডেটাস

 

08.রাজা কণিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন?

ক) জরুতুন্ত্র  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀ ⠀ খ) বৌদ্ধ ধর্ম

গ) হিন্দু ধর্ম⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀      ঘ)  বাহাই

 

09.শেখ হাসিনার জীবনীভিত্তিক ‘হাসিনা: আ ডটার্স টেল’ কোন ধরনের শিল্পকর্ম?

ক)পূর্ণদৈর্ঘ্য চলচিত্র   ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ)ডকুড্রামা

গ) উপন্যাস  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀     ঘ) মঞ্চনাট্য

 

10.কোন সালকে ভিত্তি করে হিজরী সন গণনা করা হয়?

ক)৬২৪ খ্রিঃ  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) ৬২২খ্রিঃ

গ) ৬২৮ খ্রিঃ  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) ৬৩২ খ্রিঃ

 

11.শিখদের ধর্ম গ্রন্থের নাম কী?

ক) গ্রান্থসাহেব  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) গীতা

গ) জেন্দাবেস্থা  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) ত্রিপিটক

 

12.পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন কে?

ক) বিক্রমআদিত্য  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) লক্ষণ সেন

গ) মহীপাল  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) ধর্মপাল

13. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রথম বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন করা হয়?

ক) ১ অক্টোবর ২০১৯  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ খ) ৩ অক্টোবর ২০১৯

গ) ২ অক্টোবর ২০১৯ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) ৪ অক্টোবর ২০১৯

 

14.২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল -এর ‘ম্যান আব দ্য ফাইনাল হয়েছেন কে?

ক) অ্যান্তনি গ্রিজম্যান ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀        খ) অ্যান্তনি হাইডম্যান

গ) অ্যান্তনি ম্যাথিও  ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ঘ) অ্যান্তনি রজারম্যন

 

15. জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নের সময়সীমা

কত সাল পর্যন্ত?

ক) ২০২১ ⠀ ⠀⠀⠀ খ) ২০৩৫ গ) ২০৩০ ঘ) ২০৪১

 

16. আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ?

ক) ১৮ ডিসেম্বর খ) ১৫ ডিসেম্বর

গ) ১৯  ডিসেম্বর ঘ) ২০ ডিসেম্বর

 

17. বিশ্বের সবচেয়ে চিরহরিৎ বনাঞ্চল কোনটি?

ক) আমাজন ফরেস্ট খ) ডেইন্ট্রি ফরেস্ট

গ) সুন্দরবন ঘ) কাপ্তাই ফরেস্ট

 

18. অভিন্ন ইউরো চালু করার ম্যাসট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত কত সালে?

ক) ১৯৯৪⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) ১৯৯৩

খ) ১৯৯২⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ ঘ) ১৯৯৫

 

19.‘ইউডেমনিটি ‘ বলতে কী বোঝায়?

ক) রাজসাক্ষী⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) আসামি

গ) বিচারপ্রার্থী⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ঘ) দায়মুক্তি

 

20. সম্প্রতি ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন নেতা?

ক) শেখ হাসিনা ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ খ) ডোনাল্ড ট্রাম্প

গ) নরেন্দ্র মোদি ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀  ঘ) অ্যাঙ্গেলা মার্কেল

 

21.পৃথিবীর কোন শহরকে  স্বর্ণনগরী বলা হয়?

ক) ইস্তাম্বুল ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) জোহান্সবার্গ

গ) কায়রো ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ ঘ) ভেনিস

 

22. ২০১৯ সালে কোন শহরকে ‘OIC City of  Tourism’ হিসেবে ঘোষনা করা হয়?

ক) টোকিও ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀খ) ঢাকা

গ) দিল্লি ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀     ঘ) প্যারিস

 

23. Veto- কোন ভাষার শব্দ?

ক) ইংলিশ ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ খ) ফ্রেঞ্চ

গ) ল্যাটিন ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ ঘ) স্প্যানিশ

 

24.২০১৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ীর নাম কী?

ক) অ্যান্তনিও গুতেরেস খ) শিরিন এবাদি

গ) গ্রেটা থুনবার্গ ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀ঘ) আবি আহমেদ আলি

 

25.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানি ভাষায় অনুবাদকের নাম কী?

ক) ইশিকাওয়া ওয়াতানাবে খ)  হাইয়ামি ওয়াতানাবে

 গ) কাজুহিরো ওয়াতানাবে ঘ) কুনোহিরো ওয়াতানাবে

 

26.জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র কোনটি?

ক) এতটুকু আশা   খ) অমরপ্রেম

গ) ওরা এগারো জন  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ঘ) স্টপ জেনোসাইড

   ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀

27.কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক) সোজন বাদিয়ার ঘাট  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) রাখালী

গ) ধানক্ষেত  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ঘ) বালুচর

 

28. Interventions: A Life in War and Peace শীর্ষক আত্মজীবনী কার লেখা?

ক) বারাক ওবামা ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) বিন ক্লিনটন

গ) কফি আনান  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ঘ) ইসাসির আরাফাত

 

29. ২০১৯ সালে কে ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ লাভ করেন?

ক) জিয়া হাইদার খ) ড্যান ক্লিনটন

গ) নোয়া হারীবী ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀     ঘ) জোখা আলহারথি

30. ঐতিহাসিক ‘রোজ গার্ডেন’ ঢাকার কোথায় অবস্থিত?

ক) সোনারগাঁও  ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀  খ) পলাশী

গ) লালবাগ ঘ) টিকাটলি


প্রশ্ন

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

১৪

১৫

উত্তর

প্রশ্ন

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

২৯

৩০

উত্তর

Chittagong University B Unit Admission Question 2019-2020 (Morning)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – খ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৯-২০২০) (সকাল)

বাংলা-৩৫

01.‘আঠারো বছর বয়সে নেই ভয়’  – পরের লাইনটি কী?

ক) তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা 

খ) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা

গ) এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় 

ঘ) এ বয়সে তাই নেই কোনো সংশয়

  

02.‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) নিজ বাসভূমে খ) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে

গ) বন্দিশিবির থেকে ঘ) রৌদ্র করটিতে 

03.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প?

ক) রেইনকোট খ) সৌদামিনী মালো

গ) মানুষ খ) আহ্বান 

04.কোনটিতে ব-ফলা উচ্চারণ বহাল রয়েছে?

ক) উদর্তন খ) বিধ্বস্ত গ) স্বত্ব ঘ) দ্বন্দ 

05.‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কেন ছন্দে রচিত?

ক) গদ্য খ) মাত্রাবৃত্ত গ) অক্ষরবৃত্ত ঘ) স্বরবৃত্ত 

06.রাবণি বলতে কাকে বোঝানে হয়েছে?

ক) বিভীষণকে খ) রাবনকে 

গ) রামচন্দ্রকে ঘ) মেঘনাদকে

07.‘লালসালু’ উপন্যাসে তানু বিবির স্বামীর নাম কী?

ক) ধলা মিয়া খ) কালু মিয়া 

গ) রতন ঘ) খালেক ব্যাপারী 

08.সিরাজুদ্দৌলা নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?

ক) ঘসেটি বেগমের বাড়িতে খ) মীরজাফরের আবাস 

গ) নবাবের দরবার ঘ) লুৎফুন্নিসার কক্ষ 

09.কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?

ক) সুন্দরতা খ) সৌন্দর্যতা 

গ) আধিক্যতা ঘ) বৈশিষ্ট্যতা

 

10.‘Fairy tale ‘ – শব্দের বাংলা পরিভাষা কোনটি?

ক) রূপকথা খ) রেণুকে 

গ) লোকগীতিকা ঘ) গীতিনাট্য 

11.‘ইয়ে কেয়া বাত হ্যায়,আপ জেলখানা মে।  আমি বললাম কিসমত।উক্তিটি কাকে বলা হয়েছে?

ক) মহিউদ্দিনকে খ) রেনুকে 

গ) আর্মড পুলিশের সুবেদারকে ঘ) ডেপুটি জেলারকে 

12.সৈয়দ ওয়ালীউল্লাহ লেখেননি কোনটি? 

ক) নাটক খ) আত্মজীবনী 

গ) গল্প ঘ) উপন্যাস 

13.বিশ শতকীয় পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনি কোনটি? 

ক) নেকলেস খ) অপরিচিতা 

গ) রেইনকোট ঘ) আমার পথ 

14.‘সেই অস্ত্র’ কবিতাটি আহসান হাবীবের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক) বিদীর্ণ দর্পণে মুখ খ) সারাদুপুর 

গ) রাত্রিশেষ ঘ) ছায়াহরিণ 

15.‘দয়া করে আমাকে কিছু টাকা দিন’- এটি কি ধরনের বাক্য?

ক) নেতিবাচক খ) বিস্ময়বাচক 

গ) প্রশ্নবাচক ঘ) অনুজ্ঞাবাচক 

16.উপসর্গ  যুক্ত শব্দ কোনটি?

ক) পঙ্কজ খ) জালাতন 

গ)মাচান ঘ) কদবেল 

17.কেনটি বাগধারার উদাহরণ? 

ক) কিংকর্তব্যবিমূঢ়  খ) ননীর পুতুল

গ) ভবনদী ঘ) অহোরাত্র

18.অন্তরে যাদের এত গোলামীর ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?’ – কোন প্রবন্ধের অংশ?

ক) আমার পথ খ) চাষার দুক্ষু 

গ) বিড়াল ঘ) জীবন ও বৃক্ষ 

19.অভিধানে কেন শব্দটি আগে থাকবে?

ক) নেশা খ) নৃশংসতা 

গ) নীলিমা ঘ) নৃশংস 

20.মুমূর্ষু অবস্থা থেকে কৃষকদের মুক্তির জন্য রোকেয়া গ্রামে গ্রামে কি প্রতিষ্ঠার গুরুত্ব দিয়েছিলেন?

ক) গো-খামার খ) পাঠশালা 

গ) হাস-পাতাল ঘ) কল-কারখানা 

21.ফরাসি লেখক মোপাসাঁর সাহিত্যগুরু কে লিছেন?

ক) লিও তলস্তয় খ) এমিল জোলা

গ) ইভান তুরগেনিভ ঘ) গুস্তাফ ফ্লবেয়ার 

22.প্রকৃতির সঙ্গে  মানব মনের সম্পর্কের দিকটি কোন কবিতায় স্পষ্ট? 

ক) বিভীষণের প্রতি মেঘনাদ খ) সাম্যবাদী
গ) তাহারেই পড়ে মনে ঘ) ফেব্রুয়ারি ১৯৬৯

23. ‘রক্তে আমার অনাদী অস্থি’ কবিতায় নিচের কেন নদীর নাম উল্লেখ নেই?

ক) পদ্মা খ) সুরমা 

গ) করতোয়া ঘ) কর্ণফুলী 

24.‘চা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক) গ্রিক খ) হিব্রু 

গ) চীনা ঘ) ল্যাটিন 

 

25.রবীন্দ্রনাথ ঠাকুর  ‘ঐকতান’ বলতে বুঝিয়েছেন?

ক) ধনী-গরীবের মিলন খ) জীবনের সর্বপ্রান্তস্পরশী সমস্বর 

গ) নারী-পুরুষের মিলন ঘ) বৃদ্ধ ও তরুণ মিলন 

26.বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি?

ক) ইছামতি           ⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) মেঘমল্লার

গ) অশনি সংকেত⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ঘ) অপরাজিতা 

 

27.‘মসজিদ এই, মন্দির এই, গির্জা ____’ সাম্যবাদী কবিতার এই চরণের শূন্যস্থানে কী বসবে?

ক) দেবালয়⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀  ⠀ খ) আনন্দময় 

গ) এই হৃদয়⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ঘ) ভুবনময় 

28.’ঐহিক’ শব্দের বিপরীত শব্দ হলো-

ক) পারত্রিক ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) বিবাদ 

গ) বৈরাগ্য ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀    ঘ) বিষন্ন 

29.‘স্বল্পপ্রাণ, স্থুলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের সংসার পরিপূর্ণ’- কোন প্রবন্ধের অংশ?

ক) আত্মচরিত ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ খ) জীবন ও বৃক্ষ 

গ) আমার পথ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀ ⠀⠀⠀ ⠀ ⠀   ঘ) মানব-কল্যাণ 

30.‘তেলা মাথায় তেল দেওয়া মানুষ্যজাতির রোগ- দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না’- কোন রচনা থেকে নেওয়া?

ক) চাষার দুক্ষু খ) মানুষ 

গ) মানব কল্যাণ ঘ) বিড়াল 

31.কোন গল্পটিতে স্বামীর নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন তরুণীর জীবন কাহিনি ফুটে উঠেছে?

ক) অপরিচিতা খ) মাসি-পিসি 

গ) আহবান ঘ) বিলাসি 

32.কোনটি আনিসুজ্জামান রচিত গ্রন্থ নয়?

ক) বাঙালি নারী খ) সংস্কৃতি কথা 

গ) মুসলিম মানস ও বাংলা ঘ) বিপুলা পৃথিবী 

33.‘সভয়ে লোকটি বলল, বাঘ আসছে।’- এখানে নিম্নরেখ পদটি কোন বিশেষণের উদাহারণ ? 

ক) বিশেষ্যের বিশেষণ খ) বিশেষণের বিশেষণ

গ) বিধেয় বিশেষণ ঘ) ক্রিয়ার বিশেষণ 

34.মূরলদীনের ডাকে কত সালে বাংলার মানুষ জেগে উঠেছিল?

ক) ১৭৫৭ খ) ১৭৮২ গ) ১৯৭১ ঘ)১৮৫৭

35.‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় রূপসীর নাম কী?

ক) মানিক মালা খ) কংকাবতী 

খ) শঙ্খমালা ঘ) বনলতা 

প্রশ্ন 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

১৪

১৫

উত্তর 

প্রশ্ন 

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

২৯

৩০

উত্তর 

ক্

প্রশ্ন

৩১

৩২

৩৩

৩৪

৩৫

উত্তর

English -35

Choose the alternative A,B,C or D that best com- pletes the sentence (1-17)

01. I ______ told him if i had known he was your brother. 

  1. hadn’t

  2. wouldn’t have

  3. wouldn’t 

  4. haven’t

02.The student could not answer the question, ao he _______ 

  1. gave up

  2. gave into

  3. gave off

  4. gave away

03.Technology is not always ______ to humans.

  1. benefit

  2. benefited

  3. beneficiary 

  4. beneficial

04.The committee  consists ___ five members. 

  1. with

  2. in 

  3. of

  4. about 

05.His father _____ tomorrow morning. 

  1. will be operated on

  2. will operate on

  3. operates on

  4. being operated 

06.The weather is better today_________?

  1. hasn’t it 

  2. is it

  3. does it

  4. isn’t it

07.The book ____ is not in the library.

  1. that are needed 

  2. I am needed

  3. which I need

  4. I need

08. I ___ travelling by bus.

  1. used to 

  2. did not used to

  3. am not used to 

  4. do not use to 

09.Passengers must ____ their seat -belt while travel- ling by air 

  1. knot 

  2. fasten

  3. hold

  4. bent

10.Where ____ to spend your holidays next summer?

  1. you are going 

  2. you going

  3. you will go

  4. are you going

11. If _____ I will tell him you called. 

  1. I’ll see him

  2. I saw him

  3. I’d see him 

  4. I see him 

12.He _____ to see us if he had been able to. 

  1. had come 

  2. is coming

  3. would have come 

  4. came 

13.If your friend always thinks the best will happen, she’s _____.

  1. optimistic 

  2. creative

  3. despondent 

  4. critical 

14.The indirect speech of: he said to her, “What a cold day!” is________

  1. He exclaimed that it was very cold day

  2. He exclaimed sorrowfully that it was a cold day

  3. He exclaimed sadly that it was a cold day

  4. He told her that it was a cold day 

15.The synonym of ‘arduous’ is_________.

  1. easy

  2. simple

  3. laborious

  4. straight 

16. The correctly spelled word is_______. 

  1. cacophone

  2. cacophoney

  3. cacophony

  4. caccophoni 

17.I couldn’t sleep  last night ___ very tired.

  1. because I was 

  2. despite of

  3. despite

  4. because of

Read the passage and then choose the alternative A, B, C or D to answer the questions(18-23). 

The Man Booker Prize for Fiction is awarded every year for a novel written in the English language and pub-lished in the Commonwealth countries and Ireland and it aims to represent the very best in contemporary fiction. The prize was originally called the Booker-McConnell Prize, which was the name of the company that spon- sored it, though it was better—known as simply the ‘Booker Prize’. In 2002. The Man Group became the sponsor and they chose the new name, keeping ‘Book- er’. Publishers can submit books for consideration for the prize, but the judges can also ask for books to be submitted they think should be included. Firstly, the Ad- visory Committee gives advice if there have been any changes to the rules for the prize and selects the people who will judge the books. The judging panel changes every year and usually a person can be judged once only. Great efforts are made to ensure that the judging panel is balanced in terms of gender and professions within the industry. so that a writer, a critic, an editor, and an academic are chosen along with a well-known person from wider society. However, when the panel Of 

The judges have been finalized. they are left to make their own decisions without any further involvement or interference from the prize sponsor. The Man Booker judges include critics, writers and academics to maintain the consistent quality of the prize and its influence is such that the winner will almost certainly see the sales increase considerably. in addition to the $50,000 that comes with the prize.


18.The sponsors of the prize ___.

  1. are involved in choosing the winner

  2. are not involved at all

  3. choose the academic for panel of judges 

  4. are involved in choosing the judges 

19.The man group ______.

  1. decided to use only the name ‘Booker’ 

  2. decided keep the name ‘Booker-McConnell”

  3. decided to include name ‘Booker’

  4. was forced to keep the name ‘Booker’

20.The consistent quality of the prize _____.

  1. is guaranteed by the make-up of panel judges

  2. is guaranteed by the gender of judges

  3. is guaranteed by the prize money

  4. is guaranteed by the increase in sales of the winner

21.Books can be submitted _______.

  1. by the sponsors

  2. by writers

  3. by judges 

  4. by publishers 

22.The judging panel________.

  1. does not include women

  2. includes someone outside the industry 

  3. includes only women 

  4. is only chosen from representatives of industry 

23.The word ‘sponsor’ in line 16 refers to _____.

  1. patron 

  2. councillor

  3. counsellor

  4. academic

Choose the alternative A,B,C or D that is closest in meaning to the sentence/ the underlined word(24-30) 


24.Mr Belal will fill you in on what happened at the meeting.

  1. He will give you the information you missed 

  2. He will schedule one last meeting for you 

  3. He will ask you what happened in the meeting 

  4. he will give you some forms to complete

25.Rats are nocturnal animals and   tend to sleep during the day.

  1. are certain 

  2. are afraid

  3. are prone

  4. are induce

26.Samia measured the flour, sugar and spices  and mixed them in the eggs.

  1. samia was doing a chemistry experiment 

  2. Samia made a mistake 

  3. Samia became confused 

  4. Samia was baking 

27.Regional planning deals with proposals  concerning  ——- communities and highways as well as urban affairs.

  1. outlandish

  2. remote

  3. exempted

  4. exclusive

28.Laurels are valued for their aromatic oils and spices, edible fruits,and ——. 

  1. blossoms 

  2. wood

  3. leaves

  4. sap

29.If i had brought my cheque book, I would have paid by cheque.

  1. I didn’t bring my cheque book, so I couldn’t pay by cheque

  2. If I could have paid by cheque, I would have brought the cheque book

  3. I’ll write you a cheque when, I get my cheque book

  4. after I check my cheque book, I will pay you back 


30.In certain types of quartz, ——– of colour form an irregular pattern.

  1. stripes 

  2. grains

  3. drops

  4. shades

Identify the alternative A, B, C or D that must be changed to the correct sentence (31-35)


31. He could(A) not do well(B) in the examination because(C) he studied hardly(D)


32.The younger(A) you are(B), the easy(C) it is to learn(D) 

33.In an editorial(A), a twitter mar criticize praise(B) or merely to discuss(C) the actions of some public official(D)  or group. 

34. Take this medicine(A) and you will(B) soon(C) come about.(D) 

35. Ancient drawings indicate(A)  that juggling is at least(B)  a three thousand(C)- years(D) old skill.


que

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

ans

b

a

d

c

a

d

d

c

b

d

d

c

a

a

c

que

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

ans

c

a

d

c

a

d

b

a

a

c

d

b

b

a

a

que

31

32

33

34

35

ans

d

c

c

d

d

সাধারণ জ্ঞান -৩০

01.অ্যাশেজ ক্রিকেট সিরিজ প্রতিবছর কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?

ক) অস্ট্রেলিয়া ও ভারত খ) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া 

গ) নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘ) নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ 


02.আমাজন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত?

ক)  অস্ট্রেলিয়া খ) ইউরোপ 

গ) এশিয়া ঘ) দক্ষিন আমেরিকা 

03.পেলোপনেশীয় যুদ্ধ কাদের কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

ক) কবিস্থ ও করথিয়ার মধ্যে খ) এথেন্স ও করিস্থ এর মধ্যে 

গ) এথেন্স ও স্পার্টার মধ্যে ঘ) করিস্থ ও স্পার্টার মধ্যে 

04.১৯৬৯ সালে কোন তারিখের জনসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়?

ক) ২১ ফেব্রুয়ারী খ) ২৩ ফেব্রুয়ারী

গ) ২২ ফেব্রুয়ারী ঘ) ২৪ ফেব্রুয়ারী 

05.১৯৪৭ সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?

ক) সিরিল র‍্যাডক্লিফ খ) লর্ড অয়াভেল

গ) সি. সি. বিশ্বাস ঘ) স্টাফোর্ড ক্রিপস 


06.জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন (UNHCR)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক খ) জেনভা 

গ) জুরিখ ঘ) রোম 

 

07.বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ এর গ্রাউন্ড স্টেশন কোথায় স্থাপন করা হয়েছে?

ক) মানিকগঞ্জ কেরানীগঞ্জ খ) ঢাকা ও গাজীপুর 

গ) চট্টগ্রাম ও খুলনা ঘ) গাজীপুর ও বেতবুনিয়া 


08.বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতি লুই আই কানের জন্ম কেন দেশে?

ক) বুলগেরিয়া খ) সার্বিয়া 

গ) এস্তোনিয়া ঘ) লিথুনিয়া 

09.বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

ক) বুড়ি মারী খ) বেনাপোল

খ) সোনা মসজিদ ঘ) জাফলং 


10.ব্রাহ্মধর্ম কোনটি প্রচারে উদ্যোগী হয়েছিল?

ক) একেশ্বরবাদ খ) বহু ইশ্বরবাদ 

গ) শূন্যবাদ ঘ) কোন কিছুই নয় 


11.ইমরুল কায়েস কোন ভাষার কবি?

ক) ফারসি গ) আরবি

গ) হিন্দি ঘ) উর্দু 


12.ব্ল্যাক হোলের মাধাকর্ষণ কেমন?

ক) দুর্বল খ) শক্তিশালী 

গ) হাল্কা ঘ) কোনো অস্তিত্ব নাই


13.ম্যাক্সিম গোর্কি তাঁর বিখ্যাত উপন্যাস ‘মা’ কেন ভাষায় লিখেছেন?

ক) ইংরেজি খ) ফরাসি 

গ) রুশ ঘ) তুর্কি 


14.২০১৯ সালের ২ অক্টোবর কোন নেতার সার্ধশত জন্মজয়ন্তী পালিত হয়?

ক) মতিলাল নেহ্রু খ) মাহত্মা গান্ধী 

গ) আবুল কালাম আজাদ ঘ) জওহরলাল নেহ্রু 


15.“যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান 

 ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান “- এই বিখ্যাত কবিতাংশটি কোন কবির রচনা?

ক) মধুদন দত্ত খ) অন্নদাশংকর রায়

গ) নির্মলেন্দু গুণ ঘ) শামসুর রাহমান 


16.কোন খেলোয়াড় ২০১৯ সালে ইউএস ওপেন ( পুরুষ – একক) শিরোপা জেতেন?

ক) নোভাক ইউকোবিচ খ) রজাব ফেদেরার

গ) রাফায়েল নাদাল ঘ) ডি.  মেডভেডেড


17.রবীন্দ্রনাথের গীতাঞ্জলি-র ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়-

ক) ১৯১৬ সালে খ) ১৯১০ সালে 

গ) ১৯১২ সালে ঘ) ১৯১৪  সালে 


18.‘তুমি শুয়ে র’বে তেতালার’ পরে,আমরা রহিব নিচে,অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ 

মিছে।’ – কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?

ক) কুলি-মজুর খ) চোর-ডাকাত 

গ) মানুষ ঘ) সাম্যবাদী 


19.আগরতলা ষড়যন্ত্র  মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত ছিলেন কে?

ক) উইলিয়াম কেরি খ) উইলিয়াম হান্টার 

গ) স্যার উইলিয়াম থমাস ঘ) উইলিয়াম জোন্স 

 

20.‘গুয়ানতানামো বে’ কী?

ক) প্রাচীন স্থাপনা খ) আদালত

গ) সামুদ্রিক মাছ ঘ) কারাগার 


21.মনিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য?

ক) রাজশাহী খ) সিলেট 

গ) রাঙ্গামাটি ঘ) নেত্রকোনা 


22.জর্জ অরওয়েলের জন্মস্থান কোথায়? 

ক) জার্মানি খ) ইংল্যান্ড

গ) ফ্রান্স ঘ) ভারত 

 

23.মুজিব নগর সরকারের অস্থায়ী সদর দপ্তর কোথায় ছিল?

ক) আগরতলা খ) কলকাতা 

গ) দিল্লি ঘ) মেহেরপুর 


24.আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? 

ক) ১৬ আগস্ট খ) ১৫ ডিসেম্বর 

গ) ১৫ নভেম্বর ঘ) ১৫ সেপ্টেম্বর 


25.জাতীসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়  (SDG) কয়টি লক্ষ নির্ধারণ করেছে?

ক) ১৬ টি খ) ১৮টি গ) ১৭ টি ঘ) ১৯ টি

 

26.শেখ হাসিনা কিসের জন্য ইউনেস্কো’র ‘ফেলিক্স-হোফে-বোইনি শান্তি পদক ‘- এ ভূষিত হন?

ক) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির জন্যে 

খ) সমুদ্র সীমা মামলা জয়ের জন্য

গ) গঙ্গা পানি বন্টন চুক্তির জন্য 

ঘ) ছিট্মহল সমস্যা সমাধানের জন্য 


27.ইবনে বতুতা কোন দেশের নাগরিক?

ক) বেবিলন খ) সিরিয়া 

গ) মরক্কো ঘ) তিউনেশিয়া 


28.ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেছিলেন?

ক) এ কে. ফজলুল হক খ) চৌধুরী খালেকুজ্জামান 

খ) আবুল হাশিম ঘ) হোসেন শহিদ সোহরাওয়ার্দি 


29.‘দেশবন্ধু’ উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ?

ক) চিত্তরঞ্জন দাশ খ) এ কে ফজলুল হক

গ) সুভাষ চন্দ্র বসু ঘ) শরতচন্দ্র বসু


30.২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক কে?

ক) সাকিব আল হাসান খ) রশিদ খান 

গ) মুশফিকুর রহমান ঘ) ব্রায়ান লারা


প্রশ্ন 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

১৪

১৫

উত্তর 

প্রশ্ন 

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

২৯

৩০

উত্তর 

খ 

Dhaka University C Unit Admission Question 2011-2012

ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১১-২০১২)

বাংলা

০১. ‘বাংলাদেশ’ কবিতায় কোন প্রাণীটির কথা উল্লেখ করা হয়েছে? 

A) বাঘ             B) সিংহ 

C) উল্লুক  D) ভাল্লুক

E) খরগোশ 

 

০২. কলিমদ্দিকে ষোলই ডিসেম্বর কোথায় গিয়েছিল?  

A) রাস্তায়          B) সাঁকোতে 

C) সিনেমায়     D) চা স্টলে

E) মাঠে 

 

০৩. কালস্কট্‌কা কোন মাছের দেশ নামে পরিচিত? 

A) ইলিশ           B) ভেটকি 

C) রূপচাঁদা      D) টুনা

E) স্যামন 

 

০৪. ‘বেওয়ারিশ’ কোন সমাসের উদাহরণ? 

A) দ্বন্দ্ব             B) কর্মধারয় 

C) তৎপুরুষ     D) বহুব্রীহি

E) দ্বিগু 

 

০৫. ‘হরণ’ এর বিপরীত শব্দ? 

A) গ্রহণ            B) দান 

C) পূরণ            D) বরণ

E) চরণ 

 

০৬. কোনটি ভিন্নার্থক শব্দ? 

A) গজ            B) তুরাগ 

C) দ্বিরদ          D) করী  

E) মাতঙ্গ 

 

  

০৭. শূণ্যস্থান পূরণের প্রশ্নে  লুপ্ত জায়গায় বসে- 

A) কমা           B) কোলন 

C) দাঁড়ি           D) ড্যাস  

E) সেমিকোলন 

 

০৮. ‘কর্তব্যের বাস্তাব ঘনিষ্টতা উপেক্ষা করে সপ্নকল্পনার রাজ্যে বিচরণ করিলে জীবনসংগ্রামের কঠোর দিকটি অনুশীলনের সুযোগ হয় না’। – চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা – 

A) তিন              B) চার 

C) পাঁচ              D) ছয়

E) সাত 

 

০৯. কার মূল্যবান সময় ‘মিনিটে মিনিটে টাকা প্রসব করে’? 

A) ফরিয়াদির                     B) ডিপুটির 

C) ফরিয়াদির উকিলের     D) কমলাকান্তের    

E) কালোকোর্তা কনস্টেবলের 

১০. ‘উচ্ছুণ্ড্য’ শব্দের অর্থ-  

A) উচ্ছন্ন                B) উৎসব 

C) উচ্ছৃঙ্খল            D) উৎসর্গ  

E) উচ্ছ্বাস 

 

১১. সমোচ্চারিত শব্দযুগল নয় – 

A) টিকা-টীকা         B) অশ্ব-অশ্ম 

C) আশি-আশী       D) আপন-আপণ

E) কৃতি-কৃতী 

 

১২. বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ- 

A) অরবিন্দ      B) তপস্বী 

C) দাপট          D) আতরদান  

E) পাচক 

 

১৩. কোনটি শুদ্ধ বানান? 

A) পরিপক্ক       B) আকাঙ্খা 

C) লক্ষন          D) দিক্ষীত

E) লাঞ্চনা 

 

১৪. ‘কাটিতে কাটিতে ধান এল বরষা’ – এখানে ‘কাটিতে কাটিতে’ কোন অর্থে ব্যবহৃত হয়? 

A) নিরন্তরতা       B) বিলম্ব 

C) সমাপ্তি            D) সম্ভাবনা  

E) আকস্মিকতা 

 

১৫. কোনটি হিন্দি শব্দ? 

A) আব্ব      B) কলম 

C) পানি       D) মৌসুম  

E) জেনানা 

 

১৬. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ- 

A) গাড়িবারান্দা      B) পাঁচহাতি 

C) দশবছুরে           D) কাঞ্চনপ্রভ

E) পঙ্কজ 

 

 

১৭. কোনটিতে ‘উপ’ উপসর্গ ভিন্ন দ্যোতনায় প্রযুক্ত?  

A) উপনদী          B) উপকূল 

C) উপভাষা        D) উপবিধি  

E) উপদল 

 

১৮. ‘হানাদা বাহিনী পুড়িয়ে দেওয়ার ফলে শূন্য বাড়িটা খাঁ খাঁ করছে’। ‘খাঁ খাঁ’ – র ব্যাকরণিক অভিধা 

A) ধ্বন্যাত্মক ধাতু                B) ধ্বন্যাত্মক বর্ণ 

C) ধ্বন্যাত্মক অব্যয়            D) ধ্বন্যাগম

E) ধ্বনিবিকার 

 

১৯. কোনটি একার শব্দ? 

A) মামা      B) দিদি 

C) জল       D) আম্মা  

E) বন্ধুর 

 

২০. ‘Agora’ শব্দের অর্থ – 

A) মুদিখানা          B) পণ্যাগার 

C) পণ্য                 D) মুক্তাঞ্চল  

E) মনোরম 

 

 

২১. ‘দা-কুমড়া সম্বন্ধ’ বাগধারাটি পাওয়া যায় কোন রচনায়? 

A) সাহিত্যে খেলা     B) বিলাসী 

C) একুশের গল্প       D) একটি তুলসী গাছের কাহিনী

E) অর্ধাঙ্গী 

 

২২. ‘কোষ্ঠী’ কী? 

A) বংশলতিকা         B) জন্মপত্রিকা 

C) কোঠা                  D) ব্যাধি  

E) কুঠিবাড়ি 

 

২৩. The fire is out – বাক্যটির বানলা অনুবাদ- 

A) আগুন ছড়িয়ে পড়েছে B) আগুন নিভে গেছে 

C) আগুন এখন বাইরে          D) বাইরে আগুন  

E) আগুন নিবুনিবু 

 

২৪. ‘অপরাহ্নের গল্প’টির শুরুতে কত সময় আগের কথা বলা হয়েছে? 

A) এক মাস B) ছয় মাস 

C) এক বছর    D) প্রায় পাঁচ বছর  

E) প্রায় এক যুগ 

 

২৫. ‘ভুয়িষ্ঠ’ শব্দের অর্থ-  

A) ভূমিজাত         B) ভুমিলগ্ন 

C) ভুয়া  D) প্রচুর  

E) মিথ্যাচার 

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

D

E

D

C

B

D

E

C

D

B

B

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

A

C

A

B

C

C

B

A

B

A

E

D

 

English

Read the following passage carefully and then answer (questions 1 – 5) 

Oil markets are full of uncertainty. Asian demand is booming and doubts abound over the ability of supply to match the world’s appetite. What goes for crude oil also applies to the stuff squeezed out of vegetable matter. 

The price of frying food and cooking has rarely been higher. Over past decade the price of vegetable oils has increased substantially. Like other commodities, prices hit records in 2008. The subsequent slmp is now forgotten: prices are back close to the peaks. Increasing demand and supply problems indicate that prices will not go down in the near future. 

01. This passage is mainly about rising prices and  

A) oil markets B) the world economy 

C) vegetable oils D) asian markets 

E) demand and supply problems 

02. The passage suggests that- 

A) crude oil prices are rising while vegetable oil prices are falling 

B) both crude oil and vegetable oil prices are rising 

C) both crude oil and vegetable oil prices are falling 

D) Crude oil prices are falling while vegetable oil prices are rising 

E) prices of crude oil and vegetable oils are going to stay the same in the future. 

03. The antonym of ‘booming’ is – 

A) explosive     B) peaking 

C) Slimming     D) shrinking  

E) growing 

04. ‘Substantially’ in line 5 is – 

A) an adjective    B) an adverb 

C) a noun             D) a gerund

E) a participle 

05. A synonym of ‘subsequent’ is – 

A) antecedent       B) recent 

C) consequent      D) current  

E) existent 

Choose the correct options 

06. The government has extended a warm welcome _____ the visiting delegation. 

A) to            B) for 

C) with        D) among

E) through 

07. Identify the incorrect spelling- 

A) contamination       B) conjunction 

C) connection            D) commotion  

E) conotation 

08. Choose the correct verb from: Marine biologists are concerned about the effects of untreated sewage that____ into costal water. 

A) flow              B) flows 

C) is flowing    D) flowed  

E) flown 

09. To markdown price is to – 

A) make them remarkable      B) reduce them 

C) deemphasize them             D) make them outstanding

E) depress them 

10. Choose the correct word for the following sentence: The teacher _____ student evaluations were the highest won an award. 

A) which         B) whose 

C) whom        D) who  

E) whosoever 

11. The opposite of ‘inflation’ is – 

A) strangulation      B) stagflation 

C) depression         D) deflation  

E) expansion 

12. Choose the correct verb form : “Central bankers _____ themselves ready to tackle the problems likely to be caused by falling share markets. “  

A) had shown               B) having shown 

C) have had shown     D) has shown

E) have shown 

13. A mediator is – 

A) a thoughtful person 

B) a middle man 

C) someone inclined to meditation 

D) a media expert 

E) a settler of disputes 

14. Fill in the blanks- 

______ Bangladesh has many new growth sectors, foreign investors are coming here in great numbers. 

A) Why                     B) As a result 

C) On account of    D) Ever since  

E) Because 

15. The word ‘Gravity’ is 

A) a noun              B) an adverb 

C) an adjective    D) a verb  

E) a gerund 

Fill in the blanks with appropriate preposition (question 16 – 17)  

16. The boy looked ____ his sick pet bird. 

A) Up          B) Over 

C) Into        D) On  

E) After 

17. You can have no excuse ______ behaving rudely. 

A) of         B) for 

C) at         D) on  

E) with 

18. Which is an adequate translation of “চক চক করলেই সোনা হয় না” – 

A) All that glitters is not gold 

B) Shining does not make a metal gold 

C) Glittering is not alone for gold 

D) All that is glittering is not being gold 

E) Glitters are not gold 

Pick the option that best completes the sentence (question 19 – 20)  

19. The cyclist ______ he crossed the main street. 

A) Looked with caution after 

B) Had looked cautiously 

C) was looked cautious when 

D) looks cautious when 

E) had looked cautiously when 

20. Neither Jane nor her brothers _____ a consent form for tomorrow’s field trip. 

A) need               B) needs 

C) is needing     D) has need

E) are needing 

21. Select the lettered pair that best express a relationship similar to that expressed in the original pair : EXPIATE : GUILT 

A) canvass : support

B) adorn : appearance 

C) testify : conviction  

D) correct : error  

E) preach : conversion 

Choose the word that is closest in meaning to the keyword in italics (questions 22 – 23) 

22. The bank charges an exorbitant rate of interest. 

A) marvellous         B) excessive 

C) moderate           D) increasing

E) fair 

23. It was an indiscreet action on their part. 

A) unfair             B) secret 

C) dishonest      D) imprudent  

E) hasty 

24. Fill in the blanks with appropriate choice. 

The government is considering _____ a new international airport. 

A) to build                B) building 

C) to have built       D) for building  

E) that build 

25. Choose the correct sentence. 

A) We have many works to do in summer 

B) We have much works to do in the  summer 

C) We have a lot of work to do in summer 

D) We have a lot of works to do n summer  

E) We have a lot of works to do in the summer 

 

Answer 

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

A

B

D

B

C

A

E

C

B

B

D

E

E

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

 

D

A

E

B

A

B

A

D

B

D

B

C

 

 

হিসাববিজ্ঞান

০১. একটি পণ্য ক্রয় – বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক হিসাবকালে একের বেশিবার ক্রয় করা সাপেক্ষে দাম বৃদ্ধির পরিস্থিতিতে মজুদ পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি অবলম্বন করলে মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে? 

A) লিফো LIFO B) ফিফো FIFO 

C) সাধারণ গড়  D) ভারযুক্ত গড়  

E) চলমান গড় 

 

০২. কালান্তিক মজুদ পদ্ধতি (periodic inventory method) ব্যবহার করে এম্ন পণ্য ক্রয় -বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়ামিলে কোন হিসাবটি পাওয়া যাবে? 

A) বিক্রয় – বাট্টা হিসাব 

B) ক্রয় হিসাব 

C) আন্তপরিবহন খরচ হিসাব 

D) বিক্রিত পণ্যের হিসাব (Cost of Good Sold Account) 

E) প্রারম্ভিক মজুদ হিসাব 

 

০৩. একটি হিসাবকাল নীট বিক্রয়ের পরিমাণ ৭৮,০০০ টাকা, মোট লাভের হার ৪০%, নীট লাভের হার ২৫%। উক্ত হিসাবকালের ব্যবসায়ের পরিচালন খরচ কত? 

A) ৩,১২,০০০ টাকা        B) ১,১৭,০০০ টাকা 

C) ১,৯৫,০০০ টাকা        D) ৫,০৭,০০০ টাকা  

E) ৪,২৯,০০০ টাকা 

০৪. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ‘ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাব সরাসরি জমা’ কে – 

A) নগদান বহিতে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে।

B) ব্যাংকের পাসবহি অনুসারে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে ।

C) নগদান বহির ব্যাংকের জেরের সাথে যোগ করতে হব।

D) ব্যাংকের পাসবই অনুসারে ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে ।

E) কোনো সমন্বয়ের দরকার নেই। 

 

০৫. লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ (recording point of view) হতে ‘জাবেদা’ ‘ খতিয়ান’ – এর মধ্যে সম্পর্ক কী? 

A) একটি আর একটির সাথে সম্পর্কযুক্ত  (Related to each other) 

B) একবারেই সম্পর্কযুক্ত নয় 

C) খতিয়ানে লিপিবদ্ধকরণের উৎস হল জাবেদা 

D) দুইটির প্রত্যেকটিই জের দেখায় 

E) দুইটির প্রত্যেটিই আর্থিক বিবরণী প্রস্তুতের উৎস 

 

০৬. একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবকাআলের প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ ১২,০০,০০০ টাকা, সমাপনি দিনে দায়ের পরিমাণ ২,০০,০০০ টাকা বেড়ে মোট ৯,০০,০০০ টাকায় দাঁড়িয়েছে। সমাপ্তি দিনে মালিকানা স্বত্বের পরিমাণ হল ৮,০০,০০০ টাকা। যদি ব্যবসায়টি উক্ত হিসাবকালে ২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে থাকে এবং মালিক নতুন করে ১,৭৫,০০০ টাকা বিনিয়োগ করে উক্ত হিসাবকালে মালিক কর্তৃক উত্তোলনের পরিমাণ কত? 

A) শূন্য                          B) ৭৫,০০০ টাকা 

C) ১,৫০,০০০ টাকা      D) ২৫,০০০ টাকা  

E) ১,২৫,০০০ টাকা 

 

০৭. চলতি নয় এম্ন সম্পত্তির উপর বাৎসরিক অবচিতি (depreciation) ধার্য করার ভিত্তিমূল্য (base value) হল –

A) সম্পত্তি ক্রয় মূল্য 

B) সম্পত্তির পুনঃস্থাপন মূল্য 

C) সম্পত্তি আদায়যোগ্য মূল্য 

D) সম্পত্তি কেনার সময় পরিশোধিত অথবা পরিশোধের জন্য দায়ের পরিমাণ 

E) সম্পত্তিটি যে উদ্দেশ্যে কেনা হয়েছে তার জন্য মোট ত্যাগকৃত সম্পদ 

 

০৮. একটি পণ্য প্রস্তুতকারী কোম্পানির একটি হিসাবকালে ৬,০০,০০০ টাকা মূল্যের মালামাল ক্রয় করে, যার মধ্যে ৪,০০,০০০ টাকার মালামাল প্রত্যক্ষ কাঁচামাল হিসাবে ৫০,০০০ টাকার মালামাল পরোক্ষ মালামাল হিসাবে উৎপাদনে ব্যবহার করে। কোম্পানি ৩,০০,০০০ টাকা প্রত্যক্ষ মজুরি, কারখানার ব্যবস্থাপকের ৫০,০০০ টাকা বেতন অ বিক্রয় ব্যবস্থাপকের ২০,০০০ টাকা বেতন প্রদান করে। অন্যান্য কারখানা খরচ ৪০,০০০ টাকা অবচিতিসহ মোট ২,৫০,০০০ টাকা। কোম্পনিটি কারখানা- উপরিব্যয় হিসাবে কত টাকা উৎপাদনে চার্জ করেছে? 

A) ৩,৫০,০০০ টাকা B) ৩,১০,০০০ টাকা 

C) ৩,৭০,০০০ টাকা           D) ২,৮০,০০০ টাকা  

E) ৩,৩০,০০০ টাকা 

০৯. অনু অ তনু দুই অংশীদার একটি অংশীদারি কারবারে ৩ঃ২ হারে লাভ-ক্ষতি বণ্টন করে। ২০১০ সনের ১ জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদ্ব্য প্রারম্ভিক মূলধনের উপর ১০% সুদ পাবে এবং অনু মাসিক ১০০০ টাকা বেতন পাবে। ২০১০ সনে কারবারটি ২,০০,০০০ টাকা মোট মুনাফা করে। পরিচালন খরচ ৫০০০ টাকা। ২০১০ সনের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত? 

A) ১,২৫,০০০ টাকা B) ১,১৩,০০০ টাকা 

C) ১,৩০,০০০ টাকা D) ১,০০,০০০ টাকা

E) ১,১২,০০০ টাকা 

 

১০. ইতঃপূর্বে অপলোপিত একটি কু-ঋন (bad debt already written off) থেকে যখন অপ্রত্যাশিতভাবে নগদ পাওয়া যায়, তখন- 

A) দেনাদার একই থাকে B) দেনাদার কমে 

C) খরচ বাড়ে                       D) নগদ একই থাকে  

E) বিক্রয় বাট্টা বাড়ে 

 

১১. কোনটি মোট মুনাফার (gross profit) শতকরা হার বাড়ায়? 

A) ক্রয়ের পরিমান বৃদ্ধি                       B) খরচের হ্রাস 

C) গ্রাহকের দীর্ঘকালীন ধার প্রদান D) বিক্রয়মূল্য বৃদ্ধিকরণ 

E) পণ্যের ক্রয়মূল্য বৃদ্ধি 

 

১২. একটি কোম্পানি কালীন মজুদ পদ্ধতি (periodic inventory system)  অনুসরণ করে এবং তার ক্রয়-বিক্রয়ের জন্য কোনো ফেরৎ বা বাট্টা দেয় না অথবা তাতে জড়িত নয়। কোন পরিস্থিতিতে ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের সমান হয়?  

A) প্রারম্ভিক মজুদ পণ্য শূন্য 

B) সমাপনি মজুদ প্নন শূন্য 

C) প্রারম্ভিক মজুদ পণ্য সমান সমাপনি মজুদ পণ্য 

D) বিক্রয় প্রত্যাশার চেয়ে কম 

E) সমাপনি মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বেশি 

 

১৩. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? 

A) শেয়ারহোল্ডার      B) কর্মচারী 

C) ব্যবস্থাপনা            D) ট্রেড ইউনিয়ন  

E) সরকার 

 

১৪. কোনটি লেনদেন নয়? 

A) গ্রাহকের নিটক হতে অগ্রিম গ্রহন ৫০,০০০ টাকা 

B) পরবর্তী মাসে পণ্য সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন করা হল এবং ১,০০,০০০ টাকা জমা দেওয়া হল 

C) মাসিক ৩০,০০০ টাকায় একজন ব্যবস্থাপক নিয়োগ করা হল 

D) ১০,০০০ টাকার সেবা প্রদান করা হল কিন্তু বিল করা হয় নি 

E) এই বৎসরে ৮,০০০ টাকার মালামাল অপব্যয়িত 

১৫. রেওয়ামিলে সাপ্লাই হিসাবে ১৫,০০০ টাকা দেখানো আছে। যদি বৎসর শেষে ৮,০০০ টাকার সাপ্লাই হাতে থাকে, তবে সমন্বয় জাবেদা হবে- 

A) সাপ্লাই খরচ ডেবিট ৮,০০০ টাকা এবং সাপ্লাই ক্রেডিট ৮,০০০ টাকা 

B) সাপ্লাই ডেবিট ৮,০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৮,০০০ টাকা 

C) সাপ্লাই ডেবিট ৭,০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৭,০০০ টাকা 

D) সাপ্লাই খরচ ডেবিট ৭,০০০ টাকা এবং নগদান ক্রেডিট ৭,০০০ টাকা 

E) সাপ্লাই খরচ ডেবিট ৭,০০০ টাকা এবনহ সাপ্লাই ক্রেডিট ৭,০০০ টাকা 

 

১৬. মালিকের মূলধন দায় হিসাবে গণ্য করা হয় কারণ আমরা অনুসরণ করি – 

A) সত্তার নীতি           B) প্রকাশের নীতি 

C) চলমান নীতি        D) মেটেরিয়ালিটি নীতি  

E) আদায়ের নীতি 

 

১৭. নিম্নের হিসাব সমুহ শুরু করার জন্য প্রারম্ভিক জাবেদার প্রয়োজন হয়- 

A) রাজস্ব, খরচ ও সম্পত্তি

B) সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ব 

C) সম্পত্তি,দায় ও মালিকের উত্তোলন  

D) রাজস্ব, ব্যয় ও দায় 

E) রাজস্ব , ব্যয় ও নীট সম্পত্তি 

 

১৮. যন্ত্রপাতির সংযোজন একটি- 

A) রাজস্ব জাতীয় খরচ          B) মেরামত খরচে ডেবিট 

C) ক্রয় হিসাবে ডেবিট          D) মূলধন জাতীয় খরচ 

E) বিলম্বিত রাজস্ব জাতীয় খরচ 

 

১৯. বোনাস শেয়ার প্রাদান করা হলে শেয়ার হোল্ডারদের স্বত্বে দেখানো হয়- 

A) পরিশোধিত মূলধন ও জমাকৃত অর্জন হতে কমানো হয় 

B) শেয়ার প্রিমিয়ারে যোগ হবে 

C) শুধুমাত্র জমাকৃত অর্জন হতে বাদ দিয়ে 

D) শুধুমাত্র মূলধনের সাথে যোগ হবে 

E) জমাকৃত অর্জন হতে বাদ যাবে এবং মূলধন সাথে যোগ হবে 

 

২০. চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়? 

A) ইনভেনটরি টার্নওভার        B) সংগ্রহের গড় দিন 

C) এসিড টেস্ট অনুপাত        D) বিনিয়োগের উপর অর্জন 

E) মুনাফার অনুপাত 

 

২১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনী তহবিলে বলতে বোঝায়- 

A) একটি নির্দিষ্ট কালের আয় ও ব্যয়ের পার্থক্য 

B) একটি নির্দিষ্ট কালের নগদ গ্রহণ ও পরিশোধের পার্থক্য 

C) একটি নির্দিষ্ট হিসাব কালের সম্পত্তি ও দায়ের পার্থক্য 

D) একটি নির্দিষ্ট দিনের সম্পত্তি ও দায়ের পার্থক্য 

E) মোট প্রাপ্ত দান 

২২. অর্থ সংস্থান বিল লেখা হয়- 

A) দেনাদারের প্রাপ্য মেটানোর জন্য 

B) মূল্যবান প্রতিদানের বিপরীতে অর্থ উত্তোলনের জন্য 

C) ধারে ব্যবসায় করার সুযোগ সৃষ্টি করার জন্য 

D) কোনো প্রতিদান ছাড়া অর্থ উত্তোলনের জন্য 

E) মেয়াদান্ত পর্যন্ত ধরে রাখার জন্য 

 

২৩. ‘কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হল’- এর জাবেদা হবে- 

A) বেতন ও ভাতা হিঃ ডেবিট, নগদান হিঃ ক্রেডিট 

B) নগদান হিঃ ডেবিট ,বেতন ও ভাতা হিঃ ক্রেডিট 

C) উৎসব বোনাস হিঃ দেবিত,বেতন হিঃ ক্রেডিট 

D) বেতন হিঃ ডেবিট, উৎসব বোনাস হিঃ ক্রেডিট 

E) উপরের কোনটাই নয় 

 

২৪. ধারে বিক্রয় ৬০০ টাকা হিসাব ও দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। এর প্রভাব কী? 

A) দেনাদার হিসাবের জের ১২০০ টাকা কম হয়েছে 

B) দেনাদার হিসাবের জের ৬০০ টাকা কম হয়েছে 

C) বিক্রয় ১২০০ টাকা বেশি ধরা হয়েছে 

D) বিক্রয় ৬০০ টাকা বেশি ধরা হয়েছে

E) বিক্রয় হিসাব ০ দেনাদার উভয়ই ঠিক আছে 

 

২৫. ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ৩০,০০০ টাকার একটি যন্ত্র কেনা হয় যার কার্যকরী আয়ুষ্কাল ১৫ বৎসর। ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে জমাকৃত অবচয় হিসাবের জের কত হবে ? 

A) প্রায় ৪,৫০০ টাকা  

B) প্রায় ৮,৩২৫ টাকা 

C) প্রায় ১১,৫৭৬ টাকা  

D) প্রায় ১৪,৩৪০ টাকা  

E) প্রায় ১৬,২৩২ টাকা 

 

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

D

B

C

C

B

A

A

D

A

D

C

C

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

C

E

A

B

D

E

C

D

D

A

A

C

 

ব্যবসায় নীতি ও প্রয়োগ

০১. বাংলাদেশে অংশীদারি ব্যবসায় —–  সনের অংশীদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 

A) ১৯১৩           B) ১৯৩২ 

C) ১৯৭২          D) ১৯৯৪

E) ২০০২ 

 

০২. অংশীদারি ব্যবসায় প্রসঙ্গে কোন বক্তব্যটি সঠিক নয়? 

A) অংশীদারি চুক্তি অবশ্যই লিখিত হতে হবে 

B) অংশীদারি ফার্মের নিবন্ধন বাধ্যতামূলক নয় 

C) অংশীদারি ফার্মের দেনার জন্য প্রত্যেক অংশীদার ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে দায়ী থাকেন 

D) একজন অংশীদার তার মালিকানার শেয়ার তৃতীয় কোনো পড়ে নিকট হস্তান্তর করতে পারে না 

E) মূলধন বিনিয়োগ না করেও কোনো ব্যক্তি একটি অংশীদারি ফার্মের অংশীদার হতে পারে 

 

০৩. কোন প্রতিষ্ঠানটি বানিজ্যে নিয়োজিত নয়? 

A) ব্রাক ব্যাংক লিঃ  

B) প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ 

C) ঢাকা কোল্ড স্টোরেজ লিঃ

D) বাংলাদেশ রেলওয়ে 

E) স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ 

 

০৪. কোন অংশীদার অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করেন কিন্তু এর ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনা সক্রিয় অংশগ্রহন করেন না? 

A) নিষ্ক্রিয় অংশীদার  

B) নামমাত্র অংশীদার 

C) আপাতদৃষ্টিতে অংশীদার  

D) পরিমত অংশীদার 

E) সাধারণ অংশীদার 

 

০৫. একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্বন্ধে কোন উক্তিটি সত্য? 

A) এটি গঠন করতে কমপক্ষে সাতজন সদস্যের প্রয়োজন হয় 

B) শেয়ার ক্রয়ের আমন্ত্রন জানিয়ে সাধারণ জঙ্গনের নিকট এ কোম্পনিকে একটি বিবরণপত্র ইস্যু করতে হয় 

C) এর ব্যবসায় পরিচালনায় কমপক্ষে তিনজন পরিচালকের প্রয়োজন হয় 

D) এর শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না 

E) ব্যবসায় শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র পেতে হলে এ কোম্পানিকে ন্যূনতম পুঁজি সংগ্রহ করতে হয় 

 

০৬. দায়-দায়িত্বের বিবেচনায় কোন ধরণের ব্যবসায়টি সর্বোত্তম? 

A) একক মালিকানাধীন ব্যবসায়

B) অংশীদারি ব্যবসায় 

C) যৌথ পারিবারিক ব্যবসায়  

D) পাবলিক লিমিটেড কোম্পানি 

E) সমবায় সমিতি 

 

০৭. একটি প্রাথমিক ব্যবসায় সমতির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে যথাক্রমে ____ এবং ____ । 

A) ২, ৫০          B) ৭ , ৫০ 

C) ১০ , ৫০       D) ৭, সীমাহীন  

E) ১০ , সীমাহীন 

 

০৮. ব্যবস্থাপনার জনক কে? 

A) হেনরি মিন্‌জবার্গ

B) এফ.ডব্লিউ.টেলর 

C) ডগ্লাস ম্যাকগ্রেগর

D) হেনরি ফেয়ল

E) ম্যাক্স ওয়েবার 

 

০৯. _____ নীতির অর্থ হচ্ছে , একজন অধস্তন কর্মী একজন মাত্র বস্‌ থাকা উচিত। 

A) কর্তৃত্ব                  B) আদেশের ঐক্য 

C) স্ক্যালার চেইন     D) শৃঙ্খলা

E) নির্দেশনার ঐক্য 

 

১০. জনৈক কর্মী একজন সহযোগিতা – মনোভাবাপন্ন ও বন্ধুসুলভ কর্তার অধীনে কাজ করতে চায়। মাসলোর প্রয়োজনীয় সোপান তত্ত্ব অনুযায়ী এক্ষেত্রে এ কর্মী কী ধরণের প্রয়োজন অনুভব করেছে? 

A) জৈব   B) নিরাপত্তা সংক্রান্ত 

C) সামাজিক D) আত্মসম্মান সক্রান্ত  

E) আত্মতুষ্টি সংক্রান্ত 

 

১১. একজন ম্যানেজারের অধীনে কতজন কর্মী কাজ করবে তার নির্ধারণের বিষয়টি ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত?

A) পরিকল্পনা            B) সংগঠিতকরণ 

C) নেতৃত্ব প্রদান       D) প্রেষণা প্রদান  

E) নির্মাণ শিল্প 

 

১২. পানি বা বায়ু থেকে সম্পদ উত্তোলন যে – শিল্পের অন্তর্ভুক্ত তা হল – 

A) সেবা শিল্প             B) উৎপাদনমুখী শিল্প 

C) নিষ্কাশন শিল্প       D) প্রজনন শিল্প   

E) নির্মাণ শিল্প  

 

১৩. কোনটি ‘তালিকাভুক্ত তফসিলি ব্যাংক’ নয়? 

A) রূপালি ব্যাংক লিঃ  

B) বাংলাদেশ ব্যাংক 

C) ওয়ান ব্যাংক লিঃ  

D) ডাচ্‌-বাংলা ব্যাংক লিঃ  

E) প্রাইম ব্যাংক লিঃ 

 

১৪. ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? 

A) যুক্তরাজ্য        B) মার্কিন যুক্তরাষ্ট্র 

C) জার্মানি           D) জাপান  

E) রুশ প্রজাতন্ত্র 

 

১৫. বাণিজ্যিক ব্যাংকের কাজ হল? 

A) মুদ্রার ইস্যু                    B) ঋণ নিয়ন্ত্রণ 

C) গ্রাহকদের ঋণদান      D) বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ

E) মুদ্রাবাজার নিয়ন্ত্রণ 

 

১৬. নিকাশ ঘরের প্রধান কাজ-  

A) আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তিকরণ 

B) আমানত সংগ্রহ ও বাণিজ্যিক ব্যাংকের নিকট বিতরণ 

C) মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করা 

D) মুদ্রাবাজার গঠন করা 

E) ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা 

 

 

১৭. কোনটি চেকের পক্ষ নয়? 

A) সরকার         B) আদেষ্টা 

C) প্রাপক          D) অনুমোদনকারী

E) ধারক 

 

১৮. ‘দা ইনস্যুরেন্স (এমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স’ পাস হয় – 

A) ১৯৮৪ সালে    B) ১৯৮৫ সালে 

C) ১৯৯৪ সালে    D) ১৯৯৫ সালে  

E) ১৯৭৫ সালে 

 

১৯. ‘ব্যাংক রেট’ নির্ধারণ করে- 

A) বাণিজ্যিক ব্যাংক B) কৃষি ব্যাংক 

C) কেন্দ্রীয় ব্যাংক      D) বিশেষায়িত ব্যাংক

E) অর্থ মন্ত্রণালয় 

 

২০. কোন তহবিলটি ব্যাংকের ‘বিপদের বন্ধু’ হিসাবে পরিচিত? 

A) সংরক্ষিত তহবিল        B) কল মানি 

C) ফিক্সড ডিপোজিট      D) চলতি তহবিল  

E) পরিশোধিত মূলধন 

 

২১. পুঁজি বাজারের নীতি নির্ধারক কে? 

A) স্টক এক্সচেঞ্জ     B) বাংলাদেশ ব্যাংক 

C) এস.ই.সি             D) অর্থমন্ত্রণালয়  

E) বিনিয়োগকারী 

 

২২. কোন মন্ত্রণালয় বীমা ব্যবসায় পরিচালনা করে?  

A) কমার্স      B) শিক্ষা 

C) অর্থ          D) নৌ-পরিবহন

E) পরিকল্পনা 

 

২৩. রপ্তানিকারকগণ জাহাজিকরণের পর নিম্নলিখিত কাগজ জাহাজ কোম্পানির থেকে পেয়ে থাকেন। 

A) এয়ার ওয়ে বিল         B) বিল অব লেডিং 

C) চালান                       D) প্যাকিং লিস্ট  

E) এক্সেপটেন্স লেটার 

 

২৪. চেক ইস্যু করার তারিখ থেকে কত মাসের মধ্যে না ভাঙালে তা কার্যকর হয় না? 

A) ৩ মাস       B) ৬ মাস 

C) ৯ মাস       D) ১২ মাস  

E) ১৮ মাস 

 

২৫. ‘বিবরণ পত্রের বিকল্প বিবৃতি’ প্রকাশ করে- 

A) কর্পোরেশন  

B) রাষ্ট্রীয় কারবার 

C) সমবায় সমিতি  

D) পাবলিক লিমিটেড কোম্পানি 

E) প্রাইভেট লিমিটেড কোম্পানি  

 

 

উত্তর 

 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

A

D

A

D

A

E

D

B

C

C

C

B

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

 

B

C

A

A

A

C

A

C

C

B

B

D

 

Dhaka University C Unit Admission Question 2012-2013

ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১২-২০১৩)

বাংলা

০১. কোনটি নিশা’র সমার্থক শব্দ নয়? 

A) যামিনী B) শর্বরী 

C) বিভাবরী D) ত্রিযামা

E) অরাতি 


০২. কমলাকান্তের পদবি কী? 

A) শর্মা B) চক্রবর্তী 

C) মৈত্রেয় D) বন্দ্যোপাধ্যায়

E) মিত্র 


০৩. ‘মন উঁচুতে উঠতে চায়, নীচুতেও নামতে চায়’। কোন রচনায় অন্তর্গত? 

A) যৌবনের গান B) কলিমদ্দি দফাদার 

C) সাহিত্যে খেলা D) একুশের গল্প

E) অপাহ্নের গল্প 


০৪. ‘নালিশটা অযৌক্তিক’। কোন ধরণের বাক্য? 

A) নেতিবাচক B) অস্তিবাচক 

C) অনুজ্ঞাবাচক D) প্রশ্নবাচক

E) নির্দেশক 


০৫. ‘আদ্যোপান্ত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-  

A) আদি + পান্ত B) আদ্য + পান্ত 

C) আদ্যো + পান্ত D) আদি + প্রান্ত

E) আদি + উপান্ত 


০৬. ‘Transparency’ শব্দের বাংলা পরিভাষা হলো- 

A) মুক্ততা B) ত্রুটিহীনটা 

C) স্বচ্ছতা D) সাবলীলতা

E) স্বাচ্ছন্দ্য 


০৭. ‘কুতুব’ গ্রামে জন্ম নিয়েছিলেন- 

A) সৈয়দ আলী আহসান B) শামসুর রাহমান 

C) হুমায়ুন আহমেদ D) আবু জাফর শামসুদ্দীন

E) জহির রায়হান 


০৮. ‘বঙ্গভাষা’ সনেটটি কোন ছন্দে রচিত? 

A) অক্ষরবৃত্ত B) মাত্রাবৃত্ত 

C) স্বরবৃত্ত D) অমিত্রাক্ষর

E) পয়ার 


০৯. তুলসী গাছটি উপড়ে ফেলতে চায় কে? 

A) হুকাসেবী আমজাদ B) গল্পপ্রেমিক কাদের 

C) বামপন্থী মকসুদ D) হুজুগে মোদাব্বের

E) মোটা বদরুদ্দিন 


১০. “নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল” । ‘একটি ফটোগ্রাফ’  কবিতায় কবির এ অভিব্যক্তি কেন? 

A) বাজখাঁই কাউকে দেখে B) অথিতির জিজ্ঞাসায় 

C) ছেলের ফটোগ্রাফি দেখে D) ছেলের মৃত্যতে

E) নিচের কন্ঠস্বর শুনে 


১১. ‘বিবর’ শব্দটির অর্থ কী? 

A) বিরাট B) ছোট 

C) গর্ত D) পুকুর

E) হাওর 


১২. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন ছেদচিহ্ন ব্যবহৃত হয়? 

A) কমা B) ড্যাস 

C) সেমিকলন D) কোলন

E) দাড়ি 


১৩. ‘যৌবনসূর্য’ কোন ধরণের শব্দ? 

A) সন্ধিজাত B) সামাসবদ্ধ 

C) প্রত্যয়জাত D) উপসর্গজাত

E) ধ্বন্যাত্মক 

 

১৪. ‘মানুষ’ পদের বিশেষণ- 

A) মনুষ্য B) মানস 

C) মানুষিক D) মানুষ্যত্ব

E) মানুষ্য 


১৫. ‘কবর’ কবিতায় বৃদ্ধের পুত্র মারা গিয়েছিল কোন মাসে? 

A) শ্রাবণ B) বৈশাখ 

C) আশ্বিন D) ফাল্গুন

E) অগ্রহায়ন 


১৬. কোন গুচ্ছ বিদেশী উপসর্গ? 

A) নিম , ফি B) বদ , পরি 

C) অপি , সু D) অনা, ফুল

E) গর , প্র 


১৭. ‘বায়স – ফিঙে’ কোন রচনায় আছে?  

A) হৈমন্তী B) বিলাসী 

C) একুশের গল্প D) অপরাহ্নের গল্প

E) যৌবনের গান 


১৮. ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় কালো চুল কিসের মতো ? 

A) আন্ধকার B) কালো মেঘ 

C) রাত্রি D) কাকে চোখ

E) প্রগাঢ় নিকুঞ্জ 


১৯. ‘বিলাসী’ গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কী করত? 

A) উৎসাহ দিত B) নিরুৎসাহিত করত 

C) বাধা দিত D) ভয় দেখাত

E) পালিয়ে যেত 


২০. ষাট বছর পূর্ণ হওয়ায় উৎসবকে এককথায় কি বলে? 

A) হীকর জয়ন্তী B) সুবর্ণ জয়ন্তী 

C) রজত জয়ন্তী D) সার্ধশত বর্ষ

E) প্লাটিনাম জয়ন্তী 


২১. ‘সানু’ কোন গল্পের চরিত্র? 

A) কলিমদ্দি দফাদার B) বিলাসী 

C) হৈমন্তী D) অপরাহ্ণের গল্প

E) একুশের গল্প 

২২. ছাদে বৃষ্টি পড়ে। এ বাক্যে ‘ছাদে’ কোন কারকে কোন বিভক্তি?  

A) অপাদানে ৭মী B) অধিকরণে ৭মী 

C) করণে ৭মী D) অধিকরণে শূন্য

E) অপাদানে শূন্য 


২৩. ‘কাঁচকলা’ কোন সমাসভুক্ত? 

A) দ্বন্দ্ব B) কর্মধারয় 

C) অব্যয়ীভাব D) বহুব্রীহি

E) উপপদ তৎপুরুষ 


২৪. ‘কূর্ম অবতার’ বলতে বুঝায়- 

A) মহৎ B) অসহায় 

C) অকর্মণ্য D) কুৎসিত

E) অলস 


২৫. কোনটি নিত্য মূর্ধন্য – ণ বাচক শব্দ? 

A) পুণ্য B) গ্রহণ 

C) স্মরণ D) অর্পণ

E) বিষ্ণ

উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

E

B

C

B

E

C

C

A

D

E

C

C

B

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

C

D

A

E

D

C

A

E

B

B

E

A

English

Read the following passage and answer (Questions 1-5) 

Joy Card and Printing Ltd, a local company, made around 4 million SIM cards since 2011 at its own Plant for the country’s mobile phone operators, a testimony to the capability of domestic enterprise. From 2010, the company also supplied 40 million scratch cards used for recharging balance in mobile phones.this local initiative was  able to gain confidence in both national and multinational cell phone companies. Joy, a 200 person strong company with the capacity to produce 2 million SIM cards a month, imports ABS sheet and then installs chips for making the SIM cards. However, the company today is faced with a setback due to poor customer acquisition and the operators’ unwillingness to buy the SIM cards from domestic markets.  


01. One drawback faced by the company was : 

A) Overproduction 

B) Underproduction of SIM Sets 

C) Regulatory problem 

D) Lack of interest in local SIM cards 

E) Lack of government support 


02. ‘Acquisition’ in the passage implies : 

A) lacking B) loss 

C) gaining D) dearth

E) want 


03. The passage is all about 

A) The inefficiency of local mobile markets 

B) A local mobile firm’s experience of SIM production 

C) The competitive nature of mobile banking 

D) Lack of government initiative in SIM production 

E) The structure of the mobile market in Bangladesh 

 

04. ‘Testimony’ in the passage implies :  

A) hypothesis B) test case 

C) evidence D) glamour

E) denial 


05. ‘Plant’ in the passage refers to :   

A) a place in the ground B) something inserted 

C) a perennial product D) an industrial 

E) a large estate for crops 


06. Which do you think is the nearest in meaning to ‘proviso’ 

A) sanction B) substitute 

C) directive D) supply E) stipulation 

 

07. Antonym of ‘dogma’ is : 

A) doctrine B) principle 

C) tenet D) unbelief

E) rule 


08. Synonym of ‘apex’ is : 

A) base B) zenith 

C) bottom D) low

E) floor 


09. ‘To smell a rat’ means 

A) to smell a bad smell B) to suspect a trick or deceit 

C) to misunderstand D) to have dirty ways

E) to be bothersome 


10. Antonym of ‘tedious’ is : 

A) boring B) monotonous 

C) tiresome D) refreshing E) dull 

 

11. ‘Out and out’ means 

A) not at all B) someone from outside 

C) to get out D) to be last

E) thoroughly 


12. ‘Pediatric’ relates to the treatment of : 

A) adults B) women 

C) old people D) children E) men


Identify one of the underlined words or phrase that must be changed in order for the sentence to be correct:   

13.A)  Joseph’s stroy is B)  a clinical C) portrayal of D)  man as an animal trapped  E) by the fear and hunger. 


Fill in the blanks with appropriate preposition(s) / word (s) [questions 14 – 19]  

14. The doctor suggested that the patient _____ weight. 

A) should lose B) would lose 

C) loss D)  lose

E) lost 


15. Our friends will _______ for two nights. 

A) put us up B) put us in 

C) provide us in D) provide us up

E) provide after 


16. The ozone in the upper layers of Earth’s atmosphere is beneficial, ______ animal and plant life from dangerous ultraviolet radiation.  

A) withdrawing B) thwarting 

C) displacing D) reflecting

E)  protecting


17. Once the audience began to applaud and laugh at his jokes, Monem felt more ______.

A) professional B) ambiguous 

C) uncertain D) relaxed

E) uncomfortable 


18. We drove _____ the river for an hour _____ turned north before we reached it . 

A) to , and B) back , when 

C) towards , but D) in , to

E) on , so 


19. There is ______ in one of your front  teeth. 

A) a filing B) a cavity 

C) decay D) food

E) growth 


20. Which one is the correct spelling? 

A) scaning B) stoped 

C) dyeing D) recommend

E) buget 


21. Which of the following pairs expresses relationship different from the rest in terms of their parts of speech? 

A) convince – convincing B) persuade – persuasive 

C) vary – various D) economise – economie

E) fame – famous 


22. Synonym of ‘paradox’ is : 

A) exaggeration B) hyperbole 

C) contradiction D) invective

E) poetic device 


Choose the correct sentence (questions 23 -25) 

23. A) If I found a bag in the street, I will take it to the police. 

      B) If I found a bag in the street, I would take it to the police. 

      C) If I found a bag in the street, I took it to the police. 

      D) If I found a bag in the street, I’ll be taking it to the police. 

      E) If I found a bag in the street, I have taken it to the police. 


24. A) He used the phrase you know so often that I finally said, No, I don’t know. 

      B) He used the phrase “you know” so often that I finally said, No, I don’t know. 

      C) He used the phrase you know so often that I finally said, “No, I don’t know” 

      D) He used the phrase “you know” so often that I finally said, “No, I don’t know”. 

      E) He used the phrase “you know” so often that I finally said, “No, I don’t know”. 


25.A) Why you have done this? 

     B) Why did you have done this? 

     C) Why have you done this? 

     D) Why you had done this? 

     E) Why did you done this? 


Answers 

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

D

C

B

C

D

E

D

B

B

D

E

D

E

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

D

A

E

D

A

B

C

D

C

B

D

C

    

হিসাববিজ্ঞান

০১. নিম্নলিখিত তথ্যসমূহ হতে মোট বিক্রয় ও নিট মুনাফা কত টাকা হবে তা নির্ণয় করঃ 

বিক্রিত পণ্যের ব্যয় ৮৩,৯০০ টাকা , মোট মুনাফা ৭৯,৬০০ টাকা এবং পরিচালনা খরচ ৩৯,৫০০ টাকা। 

A) ৫৪,৩০০ ও  ৪৩,৮০০ 

B) ১,২০,০০০ ও  ৯০,০০০ 

C) ১,৩৬,০০০ ও ১,৪২,০০০ 

D) ১,৬৩,৫০০ ও ৪০,১০০ 

E) ১,৬৩,৫০০ ও  ১,২৪,০০০ 


০২. নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত প্রকাশ? 

A) সম্পত্তি + দায় = মালিকের মূলধন + মালিকের উত্তোলন+ আয় + ব্যয় 

B) সম্পদ = দায় + মালিকের মূলধন + মালিকের উত্তোলন + আয় – ব্যয় 

C) সম্পদ = দায় – মালিকের মূলধন – মালিকের উত্তোলন – আয় – ব্যয় 

D) সম্পদ = দায় + মালিকের মূলধন – মালিকের উত্তোলন+ আয় – ব্যয় 

E) সম্পদ + দায় = মালিকের মূলধন – মালিকের উত্তোলন + আয় – ব্যয় 


০৩. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে এন. এস. কর্পোরেশন তার আয় নগদ আদায়ের পরিবর্তে অর্জিত হলেই হিসাবভুক্ত করে?  

A) ঐতিহাসিক ব্যয় B) পূর্ণাঙ্গ প্রকাশ 

C) আয় স্বীকৃতি D) ব্যবসায়িক সত্তা

E) রক্ষণশীলতা 


০৪. এপেক্স লি. এর ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে সমাপ্ত বৎসরের নিয়মিত কার্যাবলির তথ্যসমূহ নিম্নে দেয়া হলঃ  

বিক্রয় ১০,০০,০০০ টাকা ; বিক্রয় খরচ ১,২৫,০০০ টাকা; মোট মুনাফার হার ৩০% ; প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা; ৩১/১২/২০১১ তারিখের সমাপ্তি মজুদ ৮০,০০০ টাকা ও ৩১/১২/২০১০ তারিখের সমাপ্তি মজুদ ৬০,০০০ টাকা। উক্ত ২০১১ সনের মজুদপণ্যের আবর্তনের সময় কত মাসে? 

A) ১.১৬ B) ০.৯৬ 

C) ০.৮৪ D) ১.২

E) ১.০২ 


০৫. নিম্নের কোন ঘটনাটি  লেনদেন নয়? 

A) হিসাব কালের অপরিশোধিত বেতন 

B) সেবাদান হতে আয় যা অর্জিত হয়েছে, কিন্তু পাওয়া যায়নি 

C) মজুদপণ্যের মূল্য বৃদ্ধি 

D) দুর্ঘটনায় নষ্ট হওয়া পণ্য 

E) হিসাব কালের জন – উপযোগ মূলক কাজের বিল, যা পাওয়া গেছে কিন্তু পরিশোধ করা হয় নি 


০৬.নিম্নের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ নয়? 

A) বিশেষ প্রকৃতি মেরামত B) কারখানার হস্থান্তর ব্যয় 

C) কর্জের উপর সুদ D) কোম্পানি গঠনের খরচ

E) বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ 


০৭. ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে ব্যাংক হিসাবে কী এন্ট্রি হবে? 

A) ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট 

B) আদিষ্ট হিসাব ডেবিট , ব্যাংক হিসাব ক্রেডিট 

C) ব্যাংক হিসাব ডেবিট , দেনাদার হিসাব ক্রেডিট 

D) ব্যাংক হিসাব ডেবিট , নগদান হিসাব ক্রেডিট 

E) কোন এন্ট্রি দেয়ার প্রয়োজন নেই 


০৮. একটি প্রতিষ্ঠানের  আর্থিক অবস্থা যা থেকে জানা যায়ঃ 

A) নগদ প্রবাদ বিবরণী B) উদ্বর্তপত্র 

C) মালিকানা স্বত্ব বিবরণী D) লাভ – লোকসান হিসাব

E) ক্রয় – বিক্রয় হিসাব 


০৯. কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান নয়? 

A) প্রত্যক্ষ কাঁচামাল

B) পরোক্ষ কাঁচামাল 

C) পণ্য বিতরণে নিয়োজিত মোটরযানের অবচয়

D) প্রত্যক্ষ মজুরি 

E) মেশিন অপারেটরের বেতন 


১০. নিম্নের কোন আইটেমটি সাধারণত সমন্বয়যোগ্য নয়? 

A) পূর্বপরিশোধিত খরচ B) বকেয়া খরচ 

C) বকেয়া রাজস্ব D) অর্জিত রাজস্ব

E) অনর্জিত রাজস্ব 


১১. নিম্নের কোন নীতি অনুসারে সমন্বয় জাবেদা করা হয়? 

A) মিলকরণ নীতির জন্য B) সামঞ্জস্য নীতির জন্য 

C) ব্যয় নীতির জন্য D) রক্ষণশীলতা নীতির জন্য 

E) গুরুত্ব নীতির জন্য 


১২. ২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানাস্বত্ব টাকায় – 

A) ৪০,০০০ বেড়েছে B) ১,৪০,০০০ কমেছে 

C) ৪০,০০০ কমেছে D) ১,৪০,০০০ বেড়েছে 

E) অপরিবর্তিত রয়েছে 


১৩. একটি মোটরগাড়ি ৮,০০০ টাকায় কেনা হয়েছে যার মধ্যে ৩৬ টাকা পেট্রোল খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পূর্ণ মূল্য ৮,০০০ টাকা মোটরগাড়ি হিসাবে ডেবিট করা হয়েছে। লাভ-ক্ষতি হিসাব এবং উদ্বর্তপত্রে এর কি প্রভাব পড়েছে?  

A) লাভ বেড়েছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা 

B) লাভ বেড়েছে ৩৬ টাকা এবং স্থায়ী সিম্পত্তি কমেছে ৩৬ টাকা 

C) লাভ কমেছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা

D) লাভ কমেছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি কমেছে ৩৬ টাকা 

E) লাভে কোন প্রভাব পড়েনি কিন্তু স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা 


১৪. একটি বযবসায়িক প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ ২৩,০০০ টাকা , সমাপনি মজুদ ২৭,০০০ টাকা, বছরের বিক্রয় ১,৬০,০০০ টাকা এবং ক্রয় মূল্যের উপর ২৫% লাভ ধরে পণ্য বিক্রয় হয়। বছরের ক্রয় কত টাকা? 

A) ১,২০,০০০ টাকা B) ১,২৪,০০০ টাকা 

C) ১,২৮,০০০ টাকা D) ১,৩০,০০০ টাকা

E) ১,৩২,০০০ টাকা 


১৫. ‘ধারে বিক্রয়’ এর উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি হিসাববিজ্ঞানের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ?  

A) সামঞ্জস্য নীতি B) গুরুত্ব নীতি 

C) প্রকাশ নীতি D) মিলকরণ নীতি

E) রক্ষণশীলতা  নীতি 


১৬. রবিনের কাছ থেকে প্রাপ্ত টাকা পিটারের হিসাবে ক্রেডিট করা হলে, কী ধরণের ভুল হবে? 

A) বাদ পড়ার ভুল B) খতিয়ানভুক্তির ভুল 

C) পরিপূরকের ভুল D) নীতির ভুল

E) লেখার ভুল 


১৭. শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দেয়া হলে- 

A) সম্পত্তি বাড়বে এবং দায় কমবে 

B) সম্পত্তি কমবে এবং দায় বাড়বে 

C) সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব কমবে 

D) সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব বাড়বে 

E) শেয়ারহোল্ডারদের স্বত্বে কোন প্রভাব পড়বে না 

 

১৮. নিম্নের কোনটি  সার – সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ? 

A) চিহ্নিতকরণ B) বিশ্লেষণ 

C) জাবেদা লিখন D) রেওয়ামিল প্রস্তুকরণ

E) খতিয়ানভুক্তকরণ 


১৯. অবচয় সঞ্চিতি হচ্ছে 

A) একটি কন্ট্রা-সম্পদ হিসাব B) একটি খরচ হিসাব 

C) একটি মালিকানা স্বত্ব হিসাব D) একটি সম্পদ হিসাব

E) একটি দায় হিসাব 


২০. একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০/ , n/৩০ শর্তে ৬,০০০ টাকার পন্নি ক্রয় করে। ১,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হয় এবং বাকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়, তাহলে বাট্টার পরিমাণ টাকায় কত? 

A) ১২০ B) ১০০ 

C) ৬০০ D) ৫০০

E) ১,৮০০ 


২১. ত্বরিত অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনা করা হয় না? 

A) নগদ টাকা B) প্রাপ্য হিসব 

C) অগ্রিম প্রদত্ত হিসাব D) মজুদ পণ্য

E) প্রদেয় হিসাব 


২২. নিচের কোনটি  আয় বিবরণীতে দেখানো হয় না? 

A) লাভ ও লোকসানসমূহ B) শেয়ার প্রিমিয়াম 

C) আয়কর খরচ D) বিক্রয় বাট্টা

E) অপরিচালন খাত হতে আয় 


২৩. নিম্নের কোনটি অলীক সম্পত্তি ? 

A) সুনাম B) ব্যবসায় চিহ্ন 

C) প্রাথমিক খরচ D) লাইসেন্সিং

E) কপিরাইট 


২৪. সকল সম্পদ ডেবিট ও সকল দায়  এবং মালিকানা স্বত্ব ক্রেডিট হলে জাবেদাটির ধরন কিরূপ হবে? 

A) প্রারম্ভিক জাবেদা লিখন B) সমাপনি জাবেদা লিখন 

C) সমন্বয়ী জাবেদা লিখন D) সংশোধনী জাবেদা লিখন 

E) স্থানান্তর জাবেদা লিখন 


২৫. ব্যবসায় প্রতিষ্ঠানে অবচয় কোন ধরণের সম্পত্তির উপর ধার্য করা হয়? 

A) চলতি সম্পত্তি B) অলীক সম্পত্তি 

C) অস্পর্শনীয় সম্পত্তি D) স্থায়ী সম্পত্তি 

E) ব্যক্তিগত সম্পত্তি 


উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

D

D

C

D

C

C

E

B

C

D

A

A

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

E

D

E

C

D

A

B

D

B

C

A

D

 

ব্যবসায় নীতি ও প্রয়োগ

০১. ‘Jettison’ বলতে কী বুঝায়? 

A) পণ্য হ্রাসকরণ B) পণ্য বোঝাই 

C) পণ্যস্থানান্তর করণ D) পণ্য নিক্ষেপ

E) পণ্য বিনিময় 


০২. নিচের কোন নীতিটি বীমা চুক্তির অন্তর্ভুক্ত নয়? 

A) পূর্ণ আস্তা ও বিশ্বাস B) বিমাযোগ্য স্বার্থ 

C) ক্ষতিপূরণ D) ব্যবসায় সম্প্রসারণ

E) নিকটবর্তী করণ 


০৩. ‘Causa Proxima’ এর অর্থ কী? 

A) সমন্বয়যোগ্য করণ B) ঝুঁকির কারণ 

C) নিকটতম কারণ D) ক্ষতিপূরণ

E) আনুপাতিক অবদান 


০৪. বাংলাদেশে বীমা কোম্পানিসমূহের নিয়ন্ত্রক সংস্থার সংক্ষিপ্ত নাম কী? 

A) আই.ডি.আর.এ B) আই.ডি.এ 

C) আই.আর.এ D) আই.আর.ডি.এ

E) এ.আই.ডি 


০৫. পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি ‘লিমিটেড’ ? 

A) পরিচালকের সংখ্যা B) শেয়ার সংখ্যা 

C) মূলধন D) শেয়ারহোল্ডারদের সংখ্যা

E) শেয়ারহোল্ডারদের দায় 


০৬. প্রাইম ব্যাংকের মালিকানার ধরন- 

A) একক মালিকানা B) অংশীদারি কারবার 

C) প্রাইভেট লিমিটেড D) সরকারী

E) পাবলিক লি. 


০৭. ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের নিকট নিচের কোন জামানতটি উত্তম?  

A) শেয়ার B) ঋণপত্র 

C) নোট ও বন্ড D) প্রত্যয় পত্র

E) স্থায়ী আমানত রশিদ 


০৮. ব্যাংকের কোন ধরণের হিসাব খুলতে কোনো পরিচিতির প্রয়োজন হয় না? 

A) চলতি হিসাব B) সঞ্চয়ী হিসাব 

C) স্থায়ী হিসাব D) বিশেষ চলতি হিসাব

E) গৃহঞ্চয়ী হিসাব 


০৯. যদি ব্যাংক হার হ্রাস পায়, অর্থ সরবারহঃ 

A) বৃদ্ধি পায় B) অপরিবর্তিত থাকে 

C) হ্রাস পায় D) ওঠানামা করা

E) নির্ণয় করা সহজ নয় 


১০. নিচের কোন পদ্ধতির বীমায় বীমা গ্রহীতা ও বিমাকারী উভয়ই বীমা কোম্পানি? 

A) সহ-বিমা B) পুনঃবিমা 

C) যুগ্ম বিমা D) চলতি বিমা

E) গোষ্ঠী বিমা 


১১. হওর্থন স্টাডিজের প্রবক্তা কে? 

A) হেনরি ফ্যায়ল B) ম্যাককিন্‌জি 

C) হেনরি মিন্‌জাবার্গ D) এফ.ডব্লিউ.টেলর

E) এলটন ম্যাও 


১২. ব্যবস্থাপনার নিয়মে কোনটি প্রথম আসবে? 

A) বেতন B) প্রশিক্ষণ 

C) নির্বাচন D) কর্মী সংগ্রহ

E) পদোন্নতি 


১৩. কোনটি ব্যবস্থাপনার নীতি নয়? 

A) শিক্ষাগত যোগ্যতা B) নিয়মানুবর্তিতা 

C) শৃঙ্খলা D) কর্ম বিভাজন

E) পারিশ্রমিক 


১৪. ভবিষ্যতে করণীয় এর আগাম সিদ্ধান্ত কে বলে? 

A) সংঠন B) পরিকল্পনা 

C) নিয়ন্ত্রণ D) নেতৃত্ব

E) নির্দেশনা 


১৫. প্রতিষ্ঠানের প্রত্যাশিত কার্যক্রম যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন তাকে বলে – 

A) বাজেট B) উদ্দেশ্য 

C) কৌশল D) লক্ষ্য

E) পলিসি 


১৬. নিম্নের কোন পদ্ধতিটি আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় না? 

A) লাইসেন্স ব্যবস্থা B) শুল্ক আরোপ 

C) কোটা নির্ধারন D) মাশুলপত্র 

E) বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রন 


১৭. নিম্নের কোনটি শ্রমঘন শিল্প? 

A) ঔষধ B) সার 

C) প্রসাধনী D) তৈরি পোশাক

E) কম্পিউটার 


১৮. ব্যবসায়ের ক্ষেত্রে ‘প্রমিতকরণ’ কী ধরণের উপযোগ সৃষ্টি করে? 

A) সময়গত B) প্রচারগত 

C) মানগত D) বিক্রয়গত

E) রূপগত 


১৯. নিম্নের কোনটি ঋণ নিয়ন্ত্রণের গুনগত পদ্ধতি? 

A) প্রত্যক্ষ নিয়ন্ত্রণ

B) ভোগ্যপণ্য ক্রয়ে ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণ 

C) বন্ধকী ঋণের মার্জিন হারের পরিবর্তন 

D) ব্যাংক অব পরিবর্তন 

E) নৈতিক প্রভাব 


২০. নিম্নের কোনটি অবাণিজ্যিক দলিল ঋণ? 

A) প্রত্যয় পত্র B) পে-অর্ডার 

C) ব্যাংক গ্যারান্টি D) ব্যাংক আজ্ঞাপত্র

E) ভ্রাম্যমাণ নোট


২১. কোনটি সাংগঠনিক কাঠামোর উদাহরণ নয়? 

A) সরলরৈখিক সংগঠন 

B) কার্যভিত্তিক সংগঠন 

C) সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন 

D) মেট্রিক্স সংগঠন 

E) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা 


২২. নিম্নের কোন সংগঠনটির সামরিক সংগঠনের সাথে সবচেয়ে বেশী সাদৃশ্য আছে? 

A) সরলরৈখিক সংগঠন B) কার্যভিত্তিক সংগঠন 

C) মেট্রিক্‌স সংগঠন D) কমিটি সংগঠন 

E) সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন 


২৩. বাংলাদেশে শিল্প ব্যাংক ও বাংলাদেশের শিল্প ঋণ সংস্থার একীভূত বিশেষায়িত ব্যাংকটির নাম কি? 

A) বি.ডি.বি.এল B) বি.ডি.ডি.এল 

C) ডি.বি.বি.এল D) ডি.ডি.বি.এল E) ডি.সি.বি.এল 


২৪. একটি মিলের শ্রমিকেরা একটি সমবায় বিপণী হতে বছরে ১,০০.০০০ টাকা মুনাফা করেছে। তারা সংরক্ষিত তহবিলে মুনাফার নূন্যতম কত টাকা জমা রাখবে? 

A) ৫,০০০ B) ১০,০০০ 

C) ১৫,০০০ D) ২০,০০০ E) ২৫,০০০ 


২৫. সুবিধার (বেতন, অর্থ অথবা লাভের অংশ)  বিনিময়ে কোন ধরণের অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়? 

A) আপাত দৃষ্টিতে অংশীদার B) কর্মী অংশীদার 

C) সীমিত অংশীদার D) নিষ্ক্রিয় অংশীদার

E) নামমাত্র অংশীদার 


উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

D

D

C

A

E

E

E

C

A

B

E

D

A

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B

A

D

D

C

E

E

A

A

C

E

Dhaka University C Unit Admission Question 2013-2014

ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৩-২০১৪)

বাংলা

০১. ‘প্রস্রবণ’ শব্দটির অর্থ কি? 

A) স্রোতস্বিনী B) নির্ঝর 

C) জলপ্রপাত D) নদী E) তটিনী 


০২. কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয়? 

A) বারিধি B) অর্ণব 

C) জলধি D) রত্মাকর E) তরঙ্গিণী 


০৩. ‘পৃথিবী’ শব্দের বিশেষণ কোনটি? 

A) পৃথ্বী B) পার্থিব

C) ধরিত্রী D) বসুন্ধরা E) জগৎ 


০৪. Horizontal শব্দের পরিভাষা কোনটি ? 

A) দিগন্ত B) অনুভূমিক 

C) অনুভূম D) উল্লম্ব E) দিকচক্রবাল 


০৫. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে কর্তৃপক্ষের নির্দেশে বাড়িতে আশ্রয় গ্রহণকারী মানুষগুলো কতদিনের মাথায় বাড়ি ছাড়ে? 

A) সপ্তম দিন B) নবম দিন 

C) দশম দিন D) চতুর্থ দিন E) দ্বিতীয় দিন 


০৬. ‘সেখানে ঐতিহাসিকদের আনাগোনা নাই’ ‘হৈমন্তী’ গল্পের এ বাক্যাংশে কিসের কথা বলা হয়েছে? 

A) হৈমন্তীর হৃদয় B) হৈমন্তীর বাবার মন 

C) অপুর হৃদয় D) অপুদের সংসার

E) কলকাতা 


০৭. ‘তরঙ্গ ভঙ্গ’ সৈয়দ ওয়ালীউল্লাহর একটি- 

A) গল্পগ্রন্থ B) উপন্যাস 

C) প্রবন্ধগ্রন্থ D) নাটক E) প্রহসন 


০৮. নিচের কোন কবিতাটি ৮ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? 

A) বঙ্গভাষা B) বাংলাদেশ 

C) কবর D) সোনার তরী E) জীবন-বন্দনা 


০৯. ‘অন্তরীপ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? 

A) অন্তর+ইপ B) অন্তর+ঈপ 

C) অন্ত+রীপ C) অন্তঃ+রীপ E) অন্তঃঈপ 


১০. ‘আশৈশব আত্মনিন্দা শুনিতেছি’। – এখানে আশৈশব’ কোন সমাস? 

A) কর্মধারয় B) বহুব্রীহি 

C) অব্যয়ীভাব D) তৎপুরুষ E) নিত্য সমাস

 

১১. ‘যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহর’ । – এখানে বিশেষণ কতটি? 

A) ৪ টি B) ৩ টি 

C) ২ টি D) ১ টি E) নেই


১২. কোনটি দেশি শব্দ? 

A) হাত B) ধর্ম 

C) দোকান D) চোঙ্গা E) বোতল 


১৩. ‘হাতাহাতি’ কোন সমাসভুক্ত? 

A) দ্বন্দ সমাস B) নিত্য সমাস 

C) প্রাদি সমাস D) কর্মধারয় সমাস E) বহুব্রীহি সমাস 


১৪. ‘বঙ্গভাষা’ কবিতায় ব্যবহৃত ‘তপে’ শব্দের অর্থ- 

A) পরিতাপ B) তাপে 

C) তপস্যায় D) তপোবনে E) তাপহীনে 


১৫. শুদ্ধ জোড়া চিহ্নিত কর- 

A) বাত্যাঃসংবাদ B) বিহঙ্গঃ ললনা 

C) আত্মজাঃ কুন্তল D) ললাটঃ ওদন E) অগ্নিঃ সর্বভুক 


১৬.মল্লিকদের বাগানে কোন ফুলগাছ ফুলে আচ্ছন্ন ছিল? 

A) কুরচি গাছ B) কামিনী গাছ 

C) কাঞ্চন গাছ D) কবরী গাছ E) কনকচাঁপা 


১৭. ‘কুশলীব’ শব্দের অর্থ- 

A) অভিনয় B) অভিনয় জগৎ 

C) অভিনীত D) অভিনয়যোগ্য E) অভিনেতা 


১৮. মাইকেল মধুসুদন দত্তের ‘বঙ্গভাষা’ কবিতাটির পূর্বনাম – 

A) বঙ্গভাষা B) কবি – মাতৃভাষা 

C) চতুর্দশপদী বঙ্গভাষা D) কবি বঙ্গভাষা E) বঙ্গ-মাতৃভাষা 


১৯. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় ফরিয়াদি কে? 

A) লেখক B) কমলাকান্ত 

C) নসীবাবু D) রাধারানী গোয়ালিনী

E) প্রসন্ন গোয়ালিনী 


২০. সনেটের ‘ষটক’- এর বিভাজনকে কী বলা হয়? 

A) ত্রিত্ব B) ষষ্টক্ব 

C) ত্রিক্ব D) চতুষ্ক E) ত্রয়ী 


২১. ‘কোলাব্যাঙ’ বাগধারাটির অর্থ- 

A) ঘরকুনো B) ঝগড়াটে 

C) কৃপণব্যাক্তি D) বাকসর্বস্ব E) জঘন্য 


২২. মৃত্যুঞ্চয়কে দংশন করেছিল- 

A) কালকেউটে B) উদয়নাগ 

C) খরিশ গোখর D) চন্দ্রবোড়া E) পদ্মগোখরো 


২৩. ‘তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়’। – বাক্যটি কোন রচনার অন্তর্গত ? 

A) সাহিত্য খেলা B) বিলাসী 

C) হৈমন্তী D) অর্ধাঙ্গী E) একুশের গল্প 


২৪. ‘যৌবনের গান’ প্রবন্ধে নজরুল কিসের সঙ্গে নিজ-স্বভাবের মিল খুঁজে পেয়েছেন? 

A) সৈনিক B) দেশপ্রেমিক 

C) নদীর স্রোত D) বিদ্রোহী E) বনের পাখি 


২৫. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? 

A) অতি+ অন্ত= অত্যন্ত B) ষট+ আনন = ষড়ানন 

C) বি + ছিন্ন = বিচ্ছিন্ন D) বাক + ধারা = বাগধারা 

E) বৃহৎ + পতি = বৃহস্পতি 

উত্তর

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

B

E

B

B

C

C

D

D

E

C

C

D

E

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

C

E

C

E

B

E

A

D

C

D

E

E

English

01. The people of Quebee have been considering ______ themselves from the rest of Canada. 

A) to separate B) separating 

C) separated D) separate

E) to be separated 


02. ‘A piece of cake’ means 

A) A task that can be accomplished very easily 

B) A very mild punishment 

C) A result that is still unclear and can go either way 

D) A hidden or secret strength 

E) A kind, innocent and mild mannered person 


03. A dolphin ______ a porpoise in that it has a longer nose. 

A) different B) differs 

C) different from D) differs from

E) differs than 


04. Identify one of the underlined words or phrases that must be changed in order for the sentence to be correct : 

 He (A) made me sit down,

(B) and he was tying the string of the new

(C) rubber apron tightly

(D) around my neck, and

(E) combed up hair. 


05. Taking the time to eat a good breakfast is a simple way to make the morning _____  and the day ______ . 

A) best , easiest B) case , easy 

C) easy , easier D) better , easier

E) well . at ease 


06. He was happy to be _____ friends. 

A) between B) middle of 

C) along D) into

E) among 


07. While going to the class _______ . 

A) the dog bit me B) a dog bit me 

C) a dog bite me D) i was bitten by a dog 

E) a dog had bitten me 


08. Despite the lack of evidence, politicians _______ blaming the media for violence. 

A) cannot resist B) will not have resisted 

C) may not resist D) should not resist 

E) do not resist 


09. Which one of the following words is spelt incorrectly? 

A) repercussions B) exemplification 

C) sausage D) cigarettes

E) grammatical 


10. Choose the correct preposition : Do you know the solution _____ the economic crisis? 

A) at B) for 

C) on D) to E) about 


11. The antonym for ‘delicious’ is: 

A) appetizing B) scrumptious 

C) displeasing D) dainty E) toothsome 


12. The word ‘off – spring’ means 

A) Twins B) Children 

C) Strength D) Winter E) Fountine 


13. Let us not ____ your past mistakes. 

A) dwell B) dwell at 

C) dwell on D) dwelt E) dwell about 


14. What is the synonym for the word ‘indifferent’ ? 

A) similar B) unhappy 

C) apathetic D) frank E) not differming 


15. What is the noun form of the word ‘defer’? 

A) difference B) deferation 

C) defamation D) deferming E) deferment 


Choose the correct sentences questions 16 – 17 

16. A) He thinks that she leaving for Sylhet.

      B) He thinks that she has left for Sylhet.

      C) He will thought that she is leaving for Sylhet. 

      D) He thought that she is left for Sylhet. 

      E) He is thinking that she leaves for Sylhet. 


17. A)  Mary has been on a diet for three weeks. 

      B)  Mary has been on a diet since three weeks. 

      C)  Mary had been on a diet since three weeks. 

      D)  Mary was on a diet since three weeks. 

      E) Marry is on diet since three weeks.  


18. Find the misspelt word 

A) asthma B) tiphoid 

C) cholera D) dehydration E) headache 


19. It is  high time we ______ the people conscious about our national interest.  

A) should make B) will make 

C) must make D) have to E) made 


20. What is the adjective form of the word divide? 

A) divisible B) dividable 

C) divisible D) divisible E) devisable 


Read the following passage and answer questions 21 -25 : 

The Geographical Indication (GI) Law 2013, the first of its kind in Bangladesh was enacted in parliament on Tuesday to protect the patent rights of traditional products. ‘Historically’ we produce some unique products naturally that others cannot. The law will ensure the exclusive rights of the products’, said Industries Secretary Mohammod Moinuddin Abdullah. The government has passed the law in compliance with Article-22 of Trade Related Aspects of Intellectual Property Rights. GI is a name or sign used on certain products to certify that they possess certain qualities because they are made as per traditional methods or enjoy a certain reputation due to their geographical origin. The law will protect the country’s claims to commodities such as hilsa fish, jamdani sari, nakshi kantha and fruits, including pineapple and fazil, a variety of mango, said Mahboob Murshed, who is an advocate of the Supreme Court and  a legal expert on GI law. This means that the real producers of any particular goods in an area will get the absolute rights to their registered products, he went on to observe, and added that the law will ensure that customers get genuine products.  


21. Who is the authority to pass approve GI act in Bangladesh? 

A) The President  B) The Supreme Court 

C) The Prime Minister D) The Ministry of Commerce 

E) The Parliament  


22. The phrase ‘protect the patent rights of traditional products’ can be explained by which of the following phrase? 

A) to encourage others to supervise patent rights of traditional products

B) to effectively thwart others from securing patent rights of traditional products. 

C) to actualize patent  rights of traditional products effectively. 

D) to ensure that patent rights of traditional products are safeguarded. 

E) to realize patent rights of traditional products comprehensively. 


23. The government passed the GI law in compliance to certify that, 

A) The products are made according to some specific methods and their location. 

B) The products are made according to some traditional methods or have an exclusive reputation and originated from a specific geographical location.  

C) The products are made according to some random methods and originated from a specific geographical location.

D) The products are made in accordance with a very systematic process and originate from a historical location. 

E) The products process superior qualities or enjoy a certain reputation due to their cultural origin. 


24. GL law will look out for the interest of 

A) The government B) The consumers 

C) The hoarders D) The importers 

E) The registered producers 

25. The GI law protect ot commodities so that other countries cannot : 

A) Offer export privileges to the products and also give customers the authority to mass produce that commodities. 

B) Clamies their access to the products and so that customers also can sell the products. 

C) Deny their authority to the products and the customers will have access to a diversity of products 

D) Demand rights to the products and the customers will strive to buy genuine products. 

E) Claims their rights to the products and also the customers will have access to genuine products. 


Answer  

 

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

B

A

D

B

D

E

D

A

B

D

C

B

C

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

C

E

B

A

B

E

A

E

C

B

B

E

 

হিসাববিজ্ঞান

০১. টাইটান কোম্পানির সমাপনী মজুত পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট আয়ের উপর এই ভুলের প্রভাব হবে যথাক্রমে –  

A) কম প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে 

B) কম প্রদর্শিত হবে , কম প্রদর্শিত হবে 

C) বেশি প্রদর্শিত হবে, কম প্রদর্শিত হবে 

D) বেশি প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে 

E) বেশি প্রদর্শিত হবে, শূন্য 


০২. নিচের কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় খরচ? 

A) অগ্রপ্রদত্ত ভাড়া 

B) অবচয় 

C) প্রারম্ভিক খরচ 

D) ঋণপত্রের উপর বাট্টা 

E) অবলোপন 


০৩. নিম্নের কোন ঘটনাটি হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হয় না? 

A) ধারে যন্ত্রপাতি ক্রয় 

B) একজন কর্মচারী চাকুরিচ্যুত হলে 

C) ব্যবসায় নগদ বিনিয়োগ 

D) মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 

E) ধারে বিক্রয় 


০৪. যদি মজুকপণ্য ৬০,০০০ টাকা ক্রয়কৃত পণ্যের মূল্য ৩,৮০,০০০ টাকা এবং সমাপনি মজুত ৫০,০০০ টাকা , সেক্ষেত্রে বিক্রিতপণ্যের ক্রয়মূল্য হল- 

A) ৩,৯০,০০০ টাকা

B) ৩,৭০,০০০ টাকা 

C) ৩,৩০,০০০ টাকা

D) ৪,২০,০০০ টাকা

E) ৩,৬০,০০০ টাকা 


০৫. বকেয়া আয় হল- 

A) অর্জিত হওয়ার পূর্বে দায় হিসাবে গ্রহণ করা এবং লিপিবদ্ধ করা হয় 

B) গ্রহণ করার পূর্বে দাম হিসাবে অর্জিত এবং লিপিবদ্ধ হয় 

C) অর্জিত হিসেবে দেখান হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে যদিও এখনও গ্রহণ করা হয় নি 

D) অর্জিত হিসাবে দেখান হয় যা ইতোমধ্যে অর্জিত হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে 

E) খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে 


০৬. ভাড়া হিসাবে ৫.০০০ টাকা ডেবিট জের ছিল। বছর শেষে দেখা যায় যে, এর মধ্যে ২,০০০ টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে নিচের কোন সমন্বয় দাখিলা দিতে হবে? 

A) ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 

B) নগদান হিসাব ডেবিট , ভাড়া হিসাব ক্রেডিট 

C) নগদান হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট 

D) অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট 

E) ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট 


০৭. নিচের কোন লেনদেন মালিকানা স্বত্বকে প্রভাবিত করবে না? 

A) অগ্রিম আয় 

B) লভ্যাংশ প্রদান 

C) অগ্রিম আয়কর সমন্বয় দাখিলা 

D) বকেয়া খরচ প্রদান 

E) সম্পত্তির অবচয় 


০৮. একটি পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে দেখিয়েছে। এই ভুল সংশোধনের জন্য কি জাবেদা হবে? 

A) ক্রয় হিসাব ডেবিট , নগদান হিসাব ক্রেডিট 

B) ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট 

C) যন্ত্রপাতি হিসাব ডেবিট , ক্রয় হিসাব ক্রেডিট 

D) ক্রয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 

E) যন্ত্রপাতি হিসাব ডেবিট, সাসপেন্স হিসাব ক্রেডিট 

০৯. নিম্নের কোনটি উৎপাদন পণ্যের ব্যয় নয়?  

A) কারখানা সুপারভাইজার এর বেতন 

B) বিজ্ঞাপন ব্যয় 

C) মজুরি 

D) কারখানা যন্ত্রপাতি অবচয় 

E) কাঁচামাল আমদানির শুল্ক 


১০. বিক্রিত পণ্যের ক্রয় মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর ২০% হারে লাভ হয় তাহলে পণ্যের বিক্রয় মূল্য কত?  

A) ২০,১৬০ টাকা 

B) ১৩,৬০০ টাকা 

C) ২১,০০০ টাকা 

D) ২১,১৬০ টাকা 

E) ২০,০০০ টাকা 


১১. রাজস্ব বলতে কি বুঝায়? 

A) নগদানের অন্তঃপ্রবাহ 

B) সম্পদের অন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্য ভাবে নগদানে নহে 

C) সম্পদের অন্তঃপ্রবাহ 

D) সম্পদের অন্তঃপ্রবাহ , কিন্তু অপরিহার্য ভাবে নগদানে 

E) ক্রেতাগণ পণ্য অথবা সেবা প্রদানের বিনিময় সম্পদের অন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্য ভাবে নগদান নহে 


১২. এক্তা ব্যবসা প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিমোক্ত হিসাবগুলো অন্তর্ভুক্ত আছে- দেনাদা ২৫,০০০ টাকা ,অগ্রিম প্রদান ১০,০০০০ টাকা ,ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা , পাওনাদার ৮,০০০ টাকা ,স্থায়ী সম্পত্তি ১৫,০০০ টাকা , সমাপনি মজুদ ৮,০০০ টাকা। প্রতিষ্ঠানটির কার্যকারী মূলধন কত? 

A) ৪২,০০০ টাকা

B) ৪৫,০০০ টাকা 

C) ৫০,০০০ টাকা

D) ৩০,০০০ টাকা

E) ২৮,০০০ টাকা 


১৩. এনাম এর কাছে প্রদেয় টাকা হারুন এর হিসাবে ডেবিট করা হলে, এটা কি ধরণের ভুল হবে? 

A) বাদ পড়ার ভুল B) খতিয়ানভুক্তির ভুল 

C) পরিপূরক ভুল D) লেখার ভুল

E) নীতির ভুল 


১৪. নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি? 

A) প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য 

B) প্রতিষ্ঠানের লাভ – লোকসান জানার জন্য 

C) কোম্পানির আইনের সাথে ঐক্যমতের জন্য 

D) নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য 

E) উদ্বৃত্ত পত্রে নগদের পরিমাণ জানার জন্য 


১৫. নিচের কোন হিসাব সেট এর সাধারণ ক্রেডিট উদ্বৃত্ত থাকে- 

A) আয়, মূলধন, সম্পদ 

B) দায়, মূলধন, ব্যয় 

C) আয়, দায়, মূলধন 

D) সম্পদ, মালিকের উত্তোলন, খরচ 

E) বিক্রয়, মালিকের উত্তোলন, বাট্টা 


১৬. যখন নিট ক্ষতি হয়, আয় বিবরণী _______ 

A) ডেবিট এবং মূলধন ক্রেডিট 

B) ক্রেডিট এবং মূলধন ডেবিট 

C) ডেবিট এবং উত্তোলন ক্রেডিট 

D) ক্রেডিট এবং অবন্টিত আয় ডেবিট 

E) ক্রেডিট এবং উত্তোলন ক্রেডিট 


১৭. নিচের কোনটি চলতি দায় নয়? 

A) প্রদেয় মজুরি B) স্বল্পমেয়াদি ঋণ 

C) প্রদেয় কর D) প্রদেয় বন্ড

E) বিধি পাওনাদা 


১৮. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ‘প্রক্রিয়াজাত মজুত’ হিসাবের ডেবিট লিখিত ব্যয় গুলি হল- 

A) ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও উৎপাদন উপরি খরচ 

B) ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ 

C) তৈরি পণ্যের উৎপাদন ব্যয় 

D) কালীন ব্যয় ও উৎপাদন ব্যয় 

E) এই হিসাবে ডেবিটে লিখিত ব্যয় গুলি কোম্পনি কর্তৃক তৈরি পণ্যের বিশিষ্টতার উপর নির্ভর করে 

 

১৯. নিচের কোনটি পরিশোষিত আয়ের অনুপাত ? 

A) নগদ লভ্যাংশ / নিট মুনাফা 

B) নিট মুনাফা / নিট বিক্রয় 

C) নিট বিক্রয় / গড় সম্পদ 

D) মোট ঋণ / মোট সম্পদ 

E) নিট আয় / গড় সম্পদ 


২০. নিচের কোন ধারণা বা নীতি বার্ষিক অবচয় ধার্যকে বর্ণনা করে? 

A) চলমান ধারণা নীতি 

B) পূর্ণ প্রকাশ নীতি 

C) মিলকরন নীতি 

D) সামঞ্জস্যপূর্ণ নীতি 

E) তুলনা যোগ্যতা নীতি 


২১.  একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য ১২৫০ টাকা ও বাজার মূল্য ১,০০০ টাকা যা বছর শেষে মজুত পণ্যে গণনা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ঐ ব্যবসার মুনাফার কি ধরণের প্রভাব পড়বে? 

A) মুনাফা ১২৫০ টাকা বাড়বে 

B) মুনাফা ১,০০০ টাকা বাড়বে 

C) মুনাফা ২৫০ টাকা বাড়বে 

D) মুনাফা ১,০০০ টাকা কমবে 

E) মুনাফা ১২৫০ টাকা কমবে 


২২. ক্রয় মূল্য নীতি অনুযায়ী নিচের কোনটি সঠিক? 

A) সম্পত্তি প্রাথমিক ভাবে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় এবং বাজার মূল্য পরিবর্তিত হলে সমন্বয় করতে হয় 

B) ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যাবলি মালিক থেকে আলাদা রাখতে হবে 

C) সম্পত্তি সমূহ ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হবে 

D) সকল প্রকারের লেনদেন টাকায় প্রকাশ করতে হবে 

E) সম্পদসমূহ বাজারমূল্যে লিপিবদ্ধ করতে হবে 


২৩. মোট সম্পত্তি হ্রাস এর কারণ – 

A) স্টক লভ্যাংশ B) স্টক বিভাজন 

C) নগদ লভ্যাংশ D) সম্পত্তি ক্রয়

E) বিক্রয় ফেরত 


২৪. যদি অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হয়, তবে-   

A) সম্পত্তি বেশি দেখানো হবে 

B) দায় বেশি দেখানো হবে

C) আয় বেশি দেখানো হবে 

D) ব্যয় বেশি দেখানো হবে 

E) মূলধন বেশি দেখানো হবে


২৫. মূলধন জাতীয় ব্যয় কোথায় দেখানো হয়? 

A) ক্রয়-বিক্রয় হিসাব 

B) লাভ-লোকসান হিসাব 

C) উদ্বর্ত পত্রের দায় পার্শ্বে  

D) উদ্বর্ত পত্রের সম্পত্তি পার্শ্বে 

E) উপরের ক এবং খ উভয়ই  


উত্তর

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

A

B

A

C

D

D

C

B

E

E

D

D

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

D

C

B

D

A

A

A

B

C

C

B

D

ব্যবসায় নীতি ও প্রয়োগ

০১. নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? 

A) প্রমিতকরণ B) মিতব্যয় 

C) নিয়ন্ত্রণ D) আর্থিক প্রণোদনা

E) কার্য বিশ্লেষণ 


০২. নিচের কোনটি একক ব্যভারের পরিকল্পনা? 

A) নীতি B) পদ্ধতি 

C) আইন/নিয়ম D) কর্মসূচী

E) রণকৌশল 


০৩.একটি পণ্যের একক প্রতি ব্যয় কখন হ্রাস পায়? 

A) পণ্য উন্নয়ন স্তরে B) সূচনা স্তরে 

C) প্রবৃদ্ধি স্তরে D) পূর্ণতা স্তরে

E) পতন স্তরে 


০৪. পাঁচ বৎসরের অধিক সময় ব্যভারযোগ্য পরিকল্পনা সমূহকে বলে – 

A) স্বল্প মেয়াদী পরিকল্পনা B) দীর্ঘ মেয়াদী পরিকল্পনা 

C) একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা D) দুইবার ব্যবহারযোগ্য 

E) পঞ্চবার্ষিক পরিকল্পনা 


০৫. ব্যবস্থাপনায় নিয়ন্ত্রনের সর্বশেষ ধাপ কোনটি? 

A) মান নির্ধারণ B) সম্পাদিত কার্য মূল্যায়ন 

C) সম্পাদিত কার্য তুলনাকরণ D) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ 

E) শাস্তি প্রদান 


০৬. বর্তমান সরকারের বিগত বছরের সময়কালে বিদ্যুৎ উৎপাদন মেগাওয়াট উন্নীত করার জন্য কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে? 

A) ৬,০০০ মেগাওয়াট B) ৭,০০০ মেগাওয়াট 

C) ৮,২৫০ মেগাওয়াট D) ৮,৫০০ মেগাওয়াট 

E) ৭,৫০০ মেগাওয়াট 


০৭. অনবরত বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও নিচের জি.ডি.পি – এর কোন গড় হার বাংলাদেশ বিগত চার বছরে ধারাবাহিক ভাবে অর্জনে সক্ষম হয়েছে?  

A) ৫% B) ৫.৫% 

C) ৬% D) ৬.৫%

E) ৭% 


০৮. নিচের কোনটি জাহাজি দলিল নয়? 

A) বহনপত্র বা চালানি রসিদ B) চালান 

C) বিনিময় বিল D) পণ্য উৎপত্তিপত্র

E) ফরমায়েশ পত্র 


০৯. প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে? 

A) শেয়ার বিক্রয় B) ঋণপত্র 

C) বাণিজ্যিক ব্যাংক D) সদস্য

E) রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 


১০. নিচের কোনটি হেনরি ফেওল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি নয়? 

A) কার্য বিভাজন B) আদেশের ঐক্য 

C) নিয়ন্ত্রন C) কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ

E) শৃঙ্খলা 


১১. একটি ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে? 

A) ব্যবস্থাপক B) ঋণ গ্রহীতা 

C) উদ্যোক্তা D) ব্যাংকার E) দালাল 


১২. সমবায় সমিতির একজন সদস্যের শেয়ার কেনার সর্বোচ্চ সীমা হল- 

A) ৬,০০০ টাকা B) মোট মূলধনের ১৫% 

C) মোট মূলধনের ২৫% D) মোট মূলধনের ২০%

E) সীমা নাই 


১৩. পৌর এলাকার একমালিকানা ব্যবসা পরিচালনা করতে কোন দলিলটি সংগ্রহ করতে হয়? 

A) আয়কর সনদপত্র B) স্মারক লিপি 

C) ট্রেড লাইসেন্স D) পরিমেল নিয়মাবলী 

E) মিউনিসিপ্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট 


১৪. নিচের কোন ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম Q-cash চালু করে? 

A) সোনালি ব্যাংক লিঃ

B) অগ্রনী ব্যাংক লিঃ 

C) জনতা ব্যাংক লিঃ

D) প্রাইম ব্যাংক লিঃ

E) এইচ.এস.বি.সি.লিঃ 


১৫. নিচের কোনটি চেকের সাথে জড়িত পক্ষ নয়? 

A) আদেষ্টা B) আদিষ্ট 

C) প্রাপক D) অনুমোদন বলে প্রাপক

E) পাওনাদার 


১৬. পৃথিবীর প্রাচীন্তম কেন্দ্রীয় ব্যাংকের নাম- 

A) ব্যাংক অব ইংল্যান্ড

B) ব্যাংক ডি ফ্রান্স 

C) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া

D) ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ইউ এসএ 

E) ব্যাংক অব জাপান 


১৭. বাংলাদেশ MDG (Millennium Development Goals) এর কোন লক্ষ্য অর্জনের জন্য সম্প্রতি পুরষ্কৃত হয়েছে? 

A) শিশু মৃত্যু হার হ্রাসকরণের জন্য 

B) সকলের জন্য শিক্ষা নিশ্চিতকরণের জন্য 

C) দারিদ্র ও ক্ষুধা সমূলে উৎপাদন করার জন্য 

D) মানসিক ও শারিরীক সুস্বাস্থ্য উন্নয়নের জন্য  

E) পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য 


১৮. বাংলাদেশের বীমা কোম্পানিগুলোর জন্য কোন রেটিং পদ্ধতি প্রচলিত আছে? 

A) সি.এ.এম.ই.এল

B) ইউ.এফ.আই.আর.এস 

C) এস.এন্ড পি

D) সি.এ.আর.এ.এম.ই.এল 

E) এফ.আই.আর.এস 

১৯. ‘মৃত্যুহার পঞ্জিকা’ সর্বপ্রথম প্রস্তুত করেন কে?

A) এডমন্ড হ্যালী

B) এম.এন.মিশ্র 

C) আর.এস.শর্মা

D) পি.এইচ.কলিন

E) লর্ড হার্শেল 


২০. SWIFT কী? 

A) একটি ব্যাংক সমিতি B) একটি পরিশোধ পদ্ধতি 

C) ক্রেডিট রেটিং D) একটি ব্যাংকিং সিস্টেম 

E) ব্যাংক দুর্দ্দশা পূর্বাভাষ নিরুপণ পদ্ধতি 


২১. রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? 

A) মূলধন গঠন B) বৈদেশিক মুদ্রার মজুত 

C) সম্পদের বণ্টন D) ঋণ প্রদান ক্ষমতার সম্প্রসারণ 

E) সরকারী রাজস্ব নীতি 


২২. নিচের কোনটি বিনিময় হার উঠা – নামার কারণ নয়? 

A) ব্যাংকিং নীতি B) সরকারী নীতি 

C) মূলধনের প্রবাহ D) প্রাকৃতিক দুর্যোগ 

E) ব্যবসায়িক অবস্থার পরিবর্তন 


২৩. মিউটিলেটেড চেক কাকে বলে? 

A) ভবিষ্যৎ তারিখের চেক

B) দুই বা ততোধিক অংশে বিচ্ছিন্ন চেক 

C) তারিখ বিহীন চেক

D) জালিয়াতি চেক 

E) স্বাক্ষরবিহীন চেক 


২৪. নিচের কোন পদ্ধতির বীমায় বীমাগ্রহীতা ও বীমাকারী উভয়ই বীমা কোম্পানি? 

A) সহ- বীমা

B) পুনঃবীমা 

C) যুগ্মবীমা

D) গোষ্ঠী  বীমা 

E) সাধারণ বীমা 


২৫. বীমাযোগ্য স্বার্থের উপস্থিতি জীবন বীমার কোন পর্যায়ে থাকা বাধ্যতামূলক? 

A) ক্ষতির সময়

B) আবেদনের সময় 

C) সমগ্র পলিসি চালুকালীন সময় বাপিয়া

D) বীমা গ্রহীতার মৃত্যুর সময় 

E) বীমা দাবি পরিশোধের সময় 


উত্তর 


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

D

C

B

D

E

C

E

B

C

C

D

C

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

C

E

A

A

D

A

A

D

D

B

B

B

Dhaka University C Unit Admission Question 2014-2015

ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৪-২০১৫)

বাংলা

০১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?   

A) মোহাম্মদী B) কল্লোল 

C) সওগাত D) নওরোজ

E) সাধনা 


০২. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? 

A) এক B) একক 

C) একত্র D) একত্রিত

E) একাকিত্ব 


০৩.  কোন বানানটি শুদ্ধ? 

A) স্বায়ওশাসন B) স্বায়ত্ত্বশাসন 

C) স্বায়ত্ত্বশাসন D) স্বায়ত্তশাসন

E) স্বায়ত্ত্বশাষন 


০৪. ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?  

A) বাক্যতত্ত্ব B) ছন্দ প্রকরণে 

C) অর্থ তত্ত্বে D) রূপ তত্ত্বে 

E) শব্দ তত্ত্বে 


০৫. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের লেখক কে? 

A) জসীমউদ্‌দীন B) জীবনানন্দ দাশ 

C) সুকান্ত ভট্টাচার্য D) কাজী নজরুল ইসলাম 

E) শামসুর রহমান 


০৬. নিচের কোনটিতে বিশেষ অর্থে ‘প্র’ উপসর্গটি ব্যবহৃত হয়? 

A) প্রযত্ন B) প্রশাসন 

C) প্রমাণ D) প্রদান

E) প্রভাব 


০৭. ‘নিজেই চমকে উঠি, কি নিস্পৃহ কেমন শীতল’। – এই বাক্যটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ? 

A) তাহারেই পড়ে মনে B) আঠারো বছর বয়স 

C) একটি ফটোগ্রাফ D) পাঞ্জেরী

E) বাংলাদেশ 


০৮. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে? 

A) কর্মধারয় সমাস B) তৎপুরুষ সমাস 

C) বহুব্রীহি সমাস D) দ্বিগু সমাস

E) অব্যয়ীভাব সমাস 


০৯. ‘প্রাণ দেওয়া – নেওয়া ঝুলিটা থাকে না শূণ্য’ – পঙক্তিটির রচয়িতা কে? 

A) সুকান্ত ভট্টাচার্য B) কাজী নজরুল ইসলাম 

C) আহসান হাবীব D) শামসুর রহমান

E) রবীন্দ্রনাথ ঠাকুর 


১০. ‘মোলায়েম’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দসম্ভার যুক্ত হয়েছে? 

A) সংস্কৃত B) ফারসি 

C) আরবি D) পর্তুগিজ

E) তুর্কি 


১১. ‘আচরণেই ইতর-ভদ্র বোঝা যায়’ – এই বাক্যে ‘আচরণেই’ কোন কারকে কোন বিভক্তি নির্দেশ করে? 

A) করণে সপ্তমী B) কর্মে সপ্তমী 

C) অপাদানে সপ্তমী D) অধিকরণে সপ্তমী

E) সম্প্রদানে সপ্তমী 


১২. নিচের কোন গ্রন্থটি রোকেয়া সাখাওয়াত হোসেন রচনা করেন? 

A) ক্ষনম B) পদ্মরাগ 

C) পল্লীসমাজ D) ত্রাহি

E) মেঘদূত 


১৩. ‘পাঞ্জেরী’ কবিতায় কবি ‘আসমান’ শব্দটি কি অর্থে ব্যবহার করেছেন? 

A) ব্যক্তিজীবন B) ইসলাম 

C) আকাশ D) জাতীয় জীবন

E) সমাজ 


১৪. নিচের কোন শব্দটি স্ত্রী- প্রত্যয় ঈ – যুক্ত শব্দ? 

A) মেধারিণী B) চতুর্দশী 

C) হস্তিনী D) কর্মী

E) শ্রীমতী 


১৫. ‘তাদের দলে নতুন নতুন খেলোয়ার আসিয়াছে’ চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কত? 

A) তিন B) এক 

C) দুই D) চার

E) পাঁচ 


১৬. নিচের কোন স্বরসন্ধি অশুদ্ধ?  

A) পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দূ B) তথা + এব = তথৈব 

C) অনু + এষণ= অন্বেষণ D) প্রতি + আগমন = প্রত্যাগমন 

E) কটু + উক্তি = কটুক্তি 


১৭. ২০১৪ সালে কোন পত্রিকা-প্রকাশনার শতবর্ষ পূর্ণ হচ্ছে? 

A) বঙ্গদর্শন B) শিখা 

C) সবুজপত্র D) সমকাল

E) মোহাম্মদী 


১৮. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে কি বুঝানো হয়েছে ? 

A) স্বর্ণবর্ণের ধান B) দামি ধান 

C) জীবনের সৃষ্টিকর্ম D) জীবনের আনন্দ

E) বাদামি ধান


১৯. কোনটি দেশী বাংলা শব্দ? 

A) গিন্নি B) দোকান 

C) চর্মকার D) বাতাস

E) চোখ 


২০. কাজী নজরুল ইসলামের জন্ম সাল কোনটি?  

A) ১৯০৭ B) ১৯০২ 

C) ১৮৯৯ D) ১৮৯৬

E) ১৮৯৭ 


২১. ‘ঝাঁকের কই’ বাগধারাটির অর্থ কি? 

A) সামান্য ব্যক্তি B) সমধিকার 

C) সমমনা D) ভীষন শত্রুতা

E) অন্তরঙ্গতা 


২২. ‘সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাঁহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে’ – এই বাক্যটি কোন রচনার অন্তর্গত? 

A) হৈমন্তী B) একুশের গল্প 

C) যৌবনের গান D) অর্ধাঙ্গী

E) সাহিত্যে খেলা 


২৩. ‘চোখে হারানো’ শব্দদ্বয় দ্বারা কী বুঝানো হয়েছে? 

A) খুঁজে না পাওয়া B) খুঁজে পাওয়া 

C) অতি প্রিয় D) অপ্রিয়

E) চোখে না দেখা 


২৪. ‘গৃহান্তর’- কোন সমাস? 

A) নিত্য সমাস B) দ্বন্ধ সমাস 

C) বহুব্রীহি সমাস D) প্রাদি সমাস

E) মধ্যপদলোপী কর্মধারয় সমাস 


২৫. ‘বাংলাদেশ’ কবিতাটি অমিয় চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?  

A) পারাপার B) এক মুঠো 

C) অনিঃশেষ D) পালাবদল E) আমরাবর্তী 


উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

A

D

A

A

E

A

C

B

A

C

A

B

D

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B

C

E

C

C

D

C

C

D

C

A

C

 

English

Read the passage below and answer questions 1 – 5 

Singapore ranked by the World Bank as the second most densely populated country of the world, imports more than 90 percent of its food. Singapore produced nearly 22,000 tons of vegetables in 2013, compared with a little more than 17,000 tons in 2004. Last year, it imported 514,574 tons of vegetables. While Singapore ranks fifth out of 109 countries in the Economist Intelligence Unit’s global food security index, the government wants to diversify its food sources and become more self-reliant in producing eggs, fish and leafy vegetables. As part of its efforts, it has provided some funding and research support to local vertical farming company. Sky greens, which grows leafy vegetables at its fram in three-storey high frames inside greenhouse. 


01. What could be an appropriate title to the passage? 

A) Food scarcity in Singapore 

B) Lack of Food security in Singapore 

C) Diversification of Food sources in Singapore 

D) Singapore’s Food Imports and Exports 

E) Research support to vertical Farming 


02. According to the passage, the Singapore government wants to diversify its food sources_____ of its high position in the global food security index. 

A) despite B) in case 

C) because D) as a result

E) in spite 


03. Diversify means 

A) branch out B) contract 

C) continue D) stop

E) divide 


04. Greenhouses are 

A) ecologically suitable houses 

B) buildings of complexes where plants are grown 

C) buildings that are painted green 

D) safe houses in a war zone 

E) buildings that save energy 

 

05. Vertical farming is more suited to areas where. 

A) cities are crowed B) farm land is scarce 

C) people eat a lot D) people live in poverty 

E) Trees are numerous 


Find the correct sentence questions 6 – 7 

06. A) Ratan failed to carry out his studies for poverty .

      B) Ratan has failed to carry away his studies for poverty. 

      C) Ratan failed to carry on his studies for poverty .

      D) Ratan has failed to carry about his studies for poverty. 

      E) Ratan failed to carry off his studies for poverty.


07. A) He casted his vote for you. 

      B) He cast his vote for you.   

      C) He Caste his Vote for you. 

      D) He cost his vote for you. 

      E) He cusped his vote for you. 


08. Identify one of the underlined word (s) or phrases that must be changed in order for the sentence to be correct. 

‘Popular method of treating colds include taking extra vitamins, getting a lot of sleep , and drinking plenty of liquid.’

A) method B) colds 

C) extra vitamins D) sleep

E) liquid 


Which underlined phrase in each of the following two sentences should be replaced by an alternative given below to make it grammatically correct ? questions 9 – 10 

09. Since Ruma didn’t want to be disturbed while studying, she left the phone off hooks.  

A) of hooks B) for the hook 

C) off hooking D) off the hook

E) from the hook 


10. Since the officer was overburdened with work,his colleague decided to give him hand. 

A) giving hands B) give him a hand 

C) Give him handful D) give him handy

E) give him hands 


11. Choose the pair that expresses a relationship similar to the one expressed by the capitalized pair – HEART : HUMAN 

A) Tail : Dog B) Field : House 

C) Brick : Wall D) Engine : Car

E) None 


12. Which following words is spelt correctly?  

A) Comittee B) Comitee 

C) Commiittee D) Comitie 

E) Committee 


Fill in the blanks with appropriate words / phrase questions (13 – 17)

13. His health has _____ because of hard labour. 

A) broken up B) broken into 

C) broken out D) broken for

E) broken down 

14. He told me that he ______ in Khulna in the previous year. 

A) had been working B) has been working 

C) Was working D) have been working 

 

15. Ten thousand dollars _____ a lot of money. 

A) are B) is 

C) were  D) aren’t

E) it’s 


16. The word ‘Brittle’ means 

A) Strong B) Wiry 

C) Enduring D) Resistant

E) Fragile 


17. In time of Financial crisis , such lavish expenditure should be____. 

A) justified B) curtailed

C) encouraged  D) corrected

E) organized 


18. While going to office, take your umbrella_____ it rains. 

A) if B) if not 

C) perhaps D) in case

E) by the chance 


Choose the correct preposition question 19 – 21 

19.she was blessed _____ a son. 

A) by B) for 

C) in D) with

E) of 


20. I will write ____ your phone number.  

A) off B) in 

C) on D) down

E) up 


21. Sumon is beating around the bush. In other words, summon is 

A) avoiding the main point 

B) attacking aggressively 

C) solving a problem 

D) clearing the undergrowth 

E) speaking to the point 


Fill the synonym of the following words questions 22 – 25 

22. Degrading 

A) Damning B) Lowering 

C) Corrupting D) Minimizing

E) Maximizing 


23. Arduous 

A) Hazardous B) Difficult 

C) Different D) Pleasurable

E) Tedious 


Find the antonym of the following words questions 24 – 25 

24. Perilous 

A) Risky B) Greedy 

C) Curative D) Secure

E) Dire 


25. Perfect 

A) Spotless B) Immaculate 

C) Sheer D) Superb

E) Flawed 

Answers 

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

C

C

B

B

B

C

B

B

D

B

D

E

E

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

A

B

E

B

D

D

D

A

B

E

D

E

   

Accounting

০১. নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়? 

A) নির্বাচন B) লিপিবদ্ধকরণ 

C) যাচাইকরণ D) শ্রেণী করণ

E) পরিবেশ 


০২. অনুপার্জিত আয় নির্দেশ করে- 

A) আয় B) চলতি দায় 

C) ব্যয় D) দীর্ঘমেয়াদি দায়

E) চলতি সম্পদ 

 

০৩. উত্তরা কোম্পানির ২০১৩ সালে সম্পত্তি হ্রাস পায় ৮০,০০০ টাকা এবং দায় বৃদ্ধি পায় ৩০,০০০ টাকা। তাহলে মালিকানা স্বত্ব- 

A) ৫০,০০০ টাকা বৃদ্ধি পায় 

B) ৫০,০০০ টাকা হ্রাস পায় 

C) ১,১০,০০০ টাকা বৃদ্ধি পায় 

D) ১,১০,০০০ টাকা হ্রাস পায় 

E) ৮০,০০০ টাকা বৃদ্ধি পায় 


০৪. নিচে উল্লেখিত নীতি অনুসরন করি বলে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিররণীতে দেখাই- 

A) স্বত্বার নীতি

B) হিসাবকাল নীতি 

C) মিলকরণ নীতি

D) ধারাবাহিকতার নীতি

E) পূর্ণ প্রকাশের নীতি 


০৫. বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বহিতে সম্ভাব্য পরিবর্তন হবে- 

A) সম্পদ বৃদ্ধি  এবং দায় বৃদ্ধি

B) দায় বৃদ্ধি এবং পরিশোধিত মুলধন বৃদ্ধি 

C) দায় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস 

D) সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি 

E) দায় বৃদ্ধি এবং রাজস্ব হ্রাস 


০৬. নিচের কোনটি অস্থায়ী হিসাব?  

A) নগদান হিসাব B) মজুদ পণ্য হিসাব 

C) ব্যাংক হিসাব D) পুঞ্জীভূত হিসাব

E) ভাড়া হিসাব 


০৭. ২০১২ সালের ১লা জানুয়ারি তিন বছরের জন্য অগ্রীম বিমা প্রদান করা হয়েছে ৩,০০০ টাকা। ২০১২ সালের ৩১শে ডিসেম্বর সম্ন্ব্য দাখিলা কী হবে? 

A) বীমা হিসাব ডেবিট ৩,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা 

B) বীমা খরচ ডেবিট ১,০০০ টাকা ; অগ্রিম বীমা হিসাব ক্রেডিট ১,০০০ টাকা 

C) বীমা খরচ হিসাব ডেবিট ৩,০০০ টাকা; অগ্রিম বীমা হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা 

D) বকেয়া বীমা ডেবিট ৩,০০০ টাকা; নগদান ক্রেডিট ৩,০০০ টাকা 

E) অগ্রিম বীমা ডেবিট ১,০০০ টাকা ; বীমা খরচ ক্রেডিট ১,০০০ টাকা 


০৮. নিচের কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না? 

A) বিক্রয় কমিশন B) অগ্রিম প্রদত্ত বীমা 

C) বেতন D) ভাড়া

E) অবচয় 


০৯. নিচের কোনটি অলীক সম্পত্তি ? 

A) সুনাম B) পেটেন্ট

C) শেয়ার মূল্যে ছাড় D) কপিরাইট

E) অগ্রিম ভাড়া 


১০. নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? 

A) আর্থিক অবস্থার বিবরণী

B) মূল্য সংযোজন বিবরণী 

C) কম্প্রিহেনসিভ আয় বিবরণী

D) নগদ প্রদান বিবরণী 

E) শেয়ারহোল্ডারদের স্বত্বের পরিবর্তন বিবরণী 


১১. হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কি ভুল বলে? 

A) বাদ পড়া B) লেখার ভুল 

C) বেদাখিলা D) পরিপুরক ভুল

E) নীতিগত ভুল 


১২. সাধারণত নিচের কোন হিসাব সেট এর ডেবিট উদ্বৃত্ত থাকে? 

A) আয়,মূল্ধন, সম্পদ

B) দায়,মূলধন, ব্যয় 

C) আয় , দায় , মূলধন

D) সম্পদ , মালিকের উত্তোলন, খরচ 

E) বিক্রয় , মালিকের উত্তোলন, বাট্টা 


১৩. ফলাফল নিট আয় হবে যখন- 

A) সম্পদ দায়ের চেয়ে বেশি 

B) সম্পদ আয়ের চেয়ে বেশি 

C) খরচ আয়ের চেয়ে বেশি 

D) আয় খরচের চেয়ে বেশি 

E) আয় এবং খরচ সমান 


১৪. নিচের কোন উক্তিটি সত্য নয়?  

A) নগদ প্রাবাহ বিবরণী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নগদের অর্ন্তপ্রবাহ ও বর্হিপ্রবাহের সংক্ষিপ্তসার তথ্য বর্ণনা করে 

B) উদ্বৃত্ত পত্র একটি নির্দিষ্ট সময়ের মধ্যেকার সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের প্রতিবেদন দেয় 

C) লাভ লোকসান হিসাব একটি নির্দিষ্ট সময়ের মধ্যেকার আয়, ব্যয় এবং নীট মুনাফা অথবা লোকসান বর্ণনা করে 

D) মালিকানাস্বত্ব বিবরণী একটি নির্দষ্ট সময়ের মধ্যেকার মালিকানা স্বত্বের পরিবর্তন বর্ণনা করে 

E) উত্তোলন এবং বিনিয়োগ লাভ লোকসান হিসাবের অন্তর্ভুক্ত নয় 


১৫. নিম্নোক্ত কোনটি একটি ব্যবসায়ের সর্বাধিক তরল সম্পদ হিসাবে বিবেচিত হবে? 

A) দেনাদার B) মজুদ পণ্য 

C) শেয়ারের বিনিয়োগ D) ব্যাংক উদ্বৃত্ত

E) অগ্রিম কর 


১৬. একটি ফার্মের নীট মুনাফা ৬,০০০ টাকা এবং করের ৪০% হলে কর-পূর্ব মুনাফা হবে- 

A) ৯,০০০ টাকা B) ৭,৯৪২ টাকা 

C) ৮,৩৩৩ টাকা D) ৩,০০০ টাকা

E) ১০,০০০ টাকা 


১৭. ব্যাংক সমন্বয় বিবরণীতে ‘ডিপোটিজ ইন ট্রানজিট’ কী করা হয় – 

A) বুক ব্যালেন্স থকে কমাতে হয় 

B) বুক ব্যালেন্সের সাথে যোগ করতে হয় 

C) ব্যাংক বিবরণী ব্যালেন্সের সাথে যোগ করতে হয় 

D) ব্যাংক বিবরণী ব্যালেন্স থেকে বাদ দিতে হয় 

E) নগদান হিসাবের সাথে যোগ করতে হয় 


১৮.মূখ্য ব্যয় কি? 

A) কাঁচামাল + কারখানা উপরিব্যয় 

B) কারখানা উপরিব্যয়+প্রাশাসনিক উপরিব্যয় 

C) কাঁচামাল ব্যয় + প্রত্যক্ষ মজুরি ব্যয়+ অন্যান্য প্রত্যক্ষ খরচ 

D) প্রত্যক্ষ মজুরি+কারখানা উপরিব্যয় 

E) কারখানা ব্যয়+বিক্রয় ব্যয় 


১৯. যদি প্রারম্ভিক মজুদ ৬০,০০০ তাকা,সারা বৎসরের ক্রয় ৩,০০,০০০ টাকা ,অন্তর্মুখী পরিবহন খরচ ৬,০০০ টাকা ,বর্হিমুখী পরিবহণ ১০,০০০ টাকা ,ক্রয় ফেরত ও ভাতা ৮,০০০ টাকা ,সরবরাহের সমাপনী মজুদ ৫,০০০ টাকা এবং পণ্যের সমাপনী মজুদ ৫০,০০০ টাকা হয় তবে বিক্রিত পণ্যের খরচ হবে- 

A) ২,৯৮,০০০ টাকা B) ৩,১৮,০০০ টাকা 

C) ৩,১৩,০০০ টাকা D) ৩,০৮,০০০ টাকা

E) ২,৯৩,০০০ টাকা 


২০. নিট বিক্রয় ও মোট মুজাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৬,০০০ টাকা হলে ক্রয়মূল্যের উপর মুনাফার হার কত? 

A) ১৬.৬৭% B) ২০% 

C) ২৫% D) ৩০%

E) ৫০% 


২১. A,B ও C  একটি অংশীদারি কারবারের অংশীদার। A এর মূলধন ২,৫০,০০০ টাকা। B এর মূলধন ৩,২০,০০০ টাকা ও C এর মূলধন ১,৮০,০০০। C ব্যবসায় পরিচালনা বাবদ ৬০,০০০ টাকা বেতন পাবে। ব্যবসায়ে ২,১০,০০০ টাকা লাভ হলে , বছর শেষে C মোট কত টাকা পাবে? 

A) ৪৮,০০০ টাকা B) ১,৪০,০০০ টাকা 

C) ৬০,০০০ টাকা D) ১,১০,০০০ টাকা

E) ৯৩,৬০০ টাকা 


২২. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা, পরবহন খরচ ৫০,০০০ টাকা ও সংস্থাপন খরচ ২০,০০০ টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর এবং অবশিষ্ট মূল্য ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসকৃত উদ্বৃত্ত পদ্ধতিতে ২য় বছরের অবচয় কত টাকা? 

A) ২,৮৫,০০০ টাকা B) ১,৪২,৫০০ টাকা 

C) ১,০৬,৮৭৫ টাকা D) ১,৩৮,৭৫০ টাকা

E) ১,০৫,০০০ টাকা 


২৩. আগুনে বিনষ্ট মজুদ পণ্য ১০,০০০ টাকা, যা সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। বীমা কোম্পানি ৬০% ক্ষতিপুরণ দিতে সম্মত হয়েছে। এ বাবদ আয় বিবরণীতে কত টাকা খরচ দেখাতে হবে? 

A) ৪,০০০ টাকা B) ১৪,০০০ টাকা 

C) ১০,০০০ টাকা D) ৮,০০০ টাকা

E) ৬,০০০ টাকা 


২৪. বোনাস শেয়ার হিসেবে লভ্যাংশ প্রদান করা হলে-  

A) শেয়ার হোল্ডারদের স্বত্ববৃদ্ধি পাবে     B)শেয়ারহোল্ডারদেরস্বত্বহ্রাস পাবে 

C) মালিকানাস্বত্ব ও সম্পদ বৃদ্ধি পাবে

D) দায় ও মালিকানা স্বত্ববৃদ্ধি পাবে 

E) শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন হবে না


২৫. যে সকল ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তনশীল, তাদেরকে বলা হয়- 

A) পরিবর্তনশীল ব্যয় B) স্থির/স্থায়ী ব্যয় 

C) কাঁচামাল ব্যয় D) উৎপাদন ব্যয়

E) একক ব্যয় 

 

উত্তর 

       

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

C

B

D

E

A

E

B

E

C

B

C

D

D

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B

D

E

C

C

D

C

D

B

A

E

A

                       

Principles of Business

০১. শস্য বীমা কোন দেশে প্রথম প্রচলন করা হয়? 

A) ইংল্যান্ড B) যুক্তরাষ্ট্র 

C) হল্যান্ড D) ইতালি

E) জার্মানি 


০২.মৃত্যুহারপঞ্জি কোন ধরণের বমায় ব্যবহৃত হয়? 

A) সাধারণ বীমা B) অগ্নি বীমা 

C) পুনঃ বীমা D) শস্য বীমা

E) জীবন বীমা 


০৩. ব্যাংক হার হ্রাস পেলে অর্থ সরবরাহের ক্ষেত্রে কি ঘটে? 

A) হ্রাস পায় B) বৃদ্ধি পায় 

C) অপরিবর্তিত থাকে D) নির্ণয় কঠিন

E) ওঠানামা করে 


০৪. সম্পত্তি কোন ধরণের বীমার মূল বিষয় নয়? 

A) অগ্নি বীমা B) নৌ বীমা 

C) শস্য বীমা D) জীবন বীমা

E) গাড়ি বীমা 


০৫. অবলেখক শব্দটি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য ? 

A) অগ্নি বীমা B) জীবন বীমা 

C) যুগ্ম বীমা D) নৌ বীমা

E) পুনঃ বীমা 

 

০৬. কোনটি অনাবাসি বিদেশী মুদ্রা আমানত হিসাব খোলার জন্য উপযুক্ত? 

A) চলতি হিসাব B) সঞ্চয়ী হিসাব 

C) মেয়াদি হিসাব D) সঞ্চয় পত্র হিসাব

E) বন্ড হিসাব 


০৭. কোনটি বীমার কাজ নয়? 

A) ঝঁকি বন্টন B) ক্ষতির পরিমাণ হ্রাস 

C) ব্যসায় অর্থসংস্থান D) অর্থনৈতিক প্রগতি

E) ঝঁকি বৃদ্ধি 


০৮. MICR- এর পূর্ণরূপ কি ? 

A) Managerial Identity Control Recognition 

B) Magnetic Ink Character Recognition 

C) Managerial Input Control Register 

D) Magnetic Input Control Registrar 

E) Magnetic Input Character Recognition 


০৯. অংশীদারি কারবারের নিবন্ধন- 

A) বাধ্যতামূলক B) ঐচ্ছিক 

C) ক্ষতিকর D) লাভজনক

E) অলাভজনক 


১০. কোন ধরণের ব্যাংক হিসাব গ্রাহককে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেয়? 

A) চলতি হিসাব B) সঞ্চয়ী হিসাব 

C) স্থায়ী হিসাব D) পৌনঃপুণিক জমা হিসাব

E) বিবিধ হিসাব


১১. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কী ধরণের বিপ্লব ছিল? 

A) মানসিক B) আবেগজনিত 

C) সামাজিক D) অর্থনৈতিক

E) ফিনান্সিয়াল 


১২. লক্ষ্য নির্ধারণ করা এবং তা কীভাবে অর্জিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়াকে বলা হয়- 

A) প্রেষণা B) সংগঠন 

C) কর্মী নিয়োগ D) নিয়ন্ত্রণ

E) পরিকল্পনা 


১৩. বিশ্বব্যাংক গোষ্ঠীর কোন প্রতিষ্ঠানটি ‘সহজ-ঋণ’ দেয়ার জন্য পরিচিতি? 

A) MIGA B) EDI 

C) IDA D) IBRD

E) IFC 


১৪. কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কি? 

A) উৎস নির্ধারণ B) বিজ্ঞপ্তি প্রদান 

C) কর্মী নিয়োগ D) কর্মী প্রশিক্ষন

E) ডাক্তারি পরীক্ষা 


১৫.নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট নয়? 

A) মুনাফা অর্জন B) সংগঠন 

C) ঝুঁকি ও অনিশ্চয়তা D) পুঁজির সংস্থান

E) শ্রমিক ছাঁটাই 


১৬. ব্যবস্থাপনার মূল লক্ষ- 

A) মুনাফা অর্জন B) নির্দেশনা 

C) প্রেষনা D) পরিকল্পনা

E) নিয়ন্ত্রণ 


১৭. কোনটি পরিকল্পনার প্রকারভেদের মধ্যে পড়ে না? 

A) লক্ষ্য B) টার্গেট 

C) পলিসি D) মিশন

E) ফলাবর্তন 


১৮. ট্যারিফ কিসের সাথে সম্পর্কিত ? 

A) বীমা B) বিজ্ঞাপন 

C) পরিবহণ D) ঝুঁকি

E) আমদানি 


১৯. পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভার নোটিশ দিতে হয়- 

A) ৭ দিন পূর্বে B) ১৪ দিন পূর্বে 

C) ২১ দিন পূর্বে D) ২৮ দিন পূর্বে

E) ৩০ দিন পূর্বে 


২০. সমবায় সংগঠনে কোন একক সদস্য শেয়ার মূলধনের সর্বোচ্চ কত অংশ শেয়ার ক্রয় করতে পারে? 

A) এক তৃতীয়াংশ B) এক চতুর্থাংশ 

C) এক পঞ্চমাংশ D) এক দশমাংশ

E) ৫০ শতাংশ 


২১. একটি কোম্পানি কখন তার বিবরণপত্র প্রকাশ করে? 

A) কোম্পানি গঠনের পূর্বে B) কোম্পানি গঠনের পরে 

C) শেয়ার ইস্যুর পর D) শেয়ার ইস্যুর পূর্বে

E) নিবন্ধনের পূর্বে 


২২. কোনটি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলির বিকল্প?  

A) Table-F B) Table-B 

C) Table – A D) Table -D

E) Table-G 


২৩. ট্রেজার বিক ইস্যু করেন- 

A) বিশেষায়িত ব্যাংক B) বাণিজ্যিক ব্যাংক 

C) মার্চেন্ট ব্যাংক D) কেন্দ্রীয় ব্যাংক

E) ইনভেস্টমেন্ট ব্যাংক  

২৪. নিচের কোন বিষয়কটিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়? 

A) লোকবল B) ভূমি 

C) সংগঠন D) যন্ত্রপাতি

E) অর্থ 


২৫. নিচের কোন পরিমেল কার্যক্ষেত্রের আওতার বাইরে কোন কাজ করলে ক্ষমতা বহির্ভুত কাজ বলে বিবেচিত হবে?  

A) পরিমেল বন্ধ / সংঘ স্মারক B) কার্যারম্ভের অনুপতিপত্র 

C) বিবরণপত্র D) নিবন্ধনপত্র 

E) বার্ষিক বিবরণী  


উত্তর 

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১১

১২

১৩

E

E

B

D

E

C

E

B

B

A

A

E

E

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

B

E

D

E

E

B

C

D

C

D

E

B

Dhaka University C Unit Admission Question 2015-2016

ঢাকা বিশ্ববিদ্যালয় – গ ইউনিট (শিক্ষাবর্ষ ২০১৫-২০১৬)

বাংলা

০১. ‘স্থির’ শব্দের বিপরীত শব্দ কোনটি? 

A) সতত B) অচঞ্চল 

C) অস্থায়ী D) স্থানু

E) জঙ্গম 


০২. ‘চাবি’ কোন ভাষা থেকে আগত শব্দ? 

A) আরবি B) ফারসি 

C)পর্তুগিজ D) তামিল

E) দেশি 

 

০৩. ‘আমড়াগাছি করা’ বলতে বোঝায়?  

A) বনে – বাদাড়ে ঘোরা B) তোষামোদ করা 

C) গালমন্দ করা E) হম্বিতম্বি করা

E) অহেতুক প্রশংসা করা 


০৪. ‘ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতি লভে নি কি …………..’ শূণ্যস্থানে কি হবে ?  

A) বসন্তের সাজ B) ঋতুর সাজন 

C) ঋতুর সাজ D) ঋতুর রাজন

E) ঋতুর ঘ্রাণ 


০৫. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় ‘হাস কেন’ কথাটি কে বলেছে? 

A) চাপরাশি B) হাকিম 

C) মুহুরি D) কনস্টেবল

E) নসীবাবু 


০৬. নিচের কোনটি রূপক কবিতা? 

A) বঙ্গভাষা B) কবর 

C) আমার পূর্ব বাংলা D) আঠারো বছর বয়স

E)  পাঞ্জেরী 


০৭. ঢাকা বিশ্ববিদ্যালয় ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ কে ডি লিট উপাধি প্রদান করে কত সালে?  

A) ১৯৩৩ সালে B) ১৯৩২ সালে 

C) ১৯৩৪ সালে D) ১৯৩৬ সালে

E) ১৯৩৮ সালে 


০৮. ‘রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের ধার বেয়ে’ কাকে উদ্দেশ্য করে এ চরণ রচিত?  

A) বৃদ্ধের স্ত্রীকে B) বৃদ্ধের ছেলের বউকে 

C) বৃদ্ধের মেয়েকে D) বৃদ্ধের নাতিকে

E) বৃদ্ধের ছেলেকে 


০৯. ‘আলোকদিয়া’ – য় কে জন্মগ্রহণ করেন? 

A) সুকান্ত ভট্টাচার্য B) শামসুর রাহমান 

C) ফররুখ আহমদ D) বেগম সুফিয়া কামাল

E) সৈয়দ আলী আহসান 


১০. ‘কুলকাঠের আগুন ‘ বলতে বোঝায় – 

A) সর্যনাশ B) অসহিষ্ণুতা  

C) ভয়ংকর D) শত্রুতা

E) তীব্র জ্বালা 


১১. ‘তার ধন আছে কিন্তু বিদ্যা নেই’ – বাক্যটি  কোন শ্রেণীর ? 

A) সরল B) মিশ্র 

C) জটিল D) যৌগিক

E) নির্দেশাত্মক 


১২. কোনটি ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস? 

A) আরক্তিম B) আজীবন 

C) আপাদমস্তক D) আগমন

E) অলুক 


১৩. কোন দুটি রচনায় ‘সীতা’ নামের উল্লেখ পাওয়া যায় ? 

A) হৈমন্তী ও অর্ধাঙ্গী B) হৈমন্তী ও বিলাসী 

C) হৈমন্তী ও সাহিত্য খেলা D) অর্ধাঙ্গী ও বিলাসী 

E) অর্ধাঙ্গী ও সাহিত্য খেলা 


১৪. ‘লক্ষ্মীছাড়া শিমুল গাছটির বড়ো বাড় বেড়েছে।’ এই বাক্যে ‘শিমুল গাছটির’ কোন কারকে কোন বিভক্তি ?  

A) কর্মে ৭মী B) কর্মে ৬ষ্ঠী 

C) কর্তকারকে ৭মী D) কর্তৃকারকে ৬ ষ্ঠী

E) মম্বন্ধ পদ 


১৫. কাজী নজরুল ইসলামের ‘ জীবন – বন্দনা’ কবিতার দ্বিতীয় স্তবকে কাদের বন্দনা করা হয়েছে? 

A) কৃষকদের B) শ্রমজীবীদের 

C) মৎস্যজীবীদের D) বিপ্লবীদের

E) মানুষের 

 

১৬. ‘প্রতিজ্ঞা আগে ইহাকে শুনাইয়া দাও- গোলমালে কাজ নাই।’ – বাক্যে ‘প্রতিজ্ঞা’ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে- 

A) বিবৃতি B) প্রতিশ্রুতি 

C) শপথ D) প্রত্যয়

E) প্রতিপাদ্য 


১৭.  নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল অপ্রাণিবাচক শব্দের সঙ্গে যুক্ত?  

A) -কুল B) -লোক 

C) -সভা D) -দাম

E) -জন 


১৮. ‘দলছুট’ শব্দটি কোন সমাসের উদাহরণ? 

A) কর্মধারয় B) অপাদান তৎপুরুষ 

C) করণ তৎপুরুষ D) সম্বন্ধ তৎপুরুষ

E) রূপক তৎপুরুষ 


১৯. ‘আদিত্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি? 

A) অবনী B) বসুন্ধরা 

C) অর্ক D) জলধি

E) শশাঙ্ক 


২০. কোন বানানটি শুদ্ধ? 

A) ত্রিভূজ B) পরিপক্ক 

C) আকাঙ্খা D) পূণ্য

E) পুরানো  

 

উত্তর


০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

E

C

E

D

A

E

D

C

E

E

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

D

A

A

D

B

C

D