প্রিয় পাঠক, Blow, Blow Thou Winter Wind কবিতাটি তোমাদের বইয়ের Unit 4, Lesson 2 তে Love and Friendship নামে রয়েছে। কবিতাটি বাস্তবে William Shakespeare এর বিখ্যাত নাটক As You Like It এর মধ্যে Amiens নামক এক চরিত্রের গাওয়া একটি ছোটগান। তুমি কি লক্ষ্য করেছ, কবিতাটির উপরে অধ্যায়ের সূচনার দিকে italics এ লেখা কয়েকটি লাইন আছে ? এসো লাইনগুলো দেখি :
লাইনগুলো কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে। তুমি কি জানো, এই লাইনগুলোই বাস্তবে কবিতাটির theme writing ?
লাইনগুলোর মাধ্যমে শ্রদ্ধেয় লেখকগণ তোমাকে কবিতাটির মূলভাব বা theme বোঝাতে চেয়েছেন। আর এভাবে শিরোনামহীন দেয়ার কারণ যেন তুমি মূল বিষয়টি উপলব্ধি করার পূর্বে মুখস্ত করতে উদ্যত না হও। এভাবেই আস্তে আস্তে বিভিন্ন আঙ্গিকে লেখা theme পড়তে পড়তে কবিতার theme বোঝা ও লেখাতে তোমাকে পারদর্শী হয়ে উঠতে হবে। Blow, Blow Thou Winter Wind এর আরো কয়েকটি Theme নিচে দেয়া হল।
Model Theme 1 : Blow, Blow Thou Winter Wind
This song (or poem) is actually a song sung by Amiens, a character in the play As you like it by William Shakespeare. The main theme of the poem is fake friendship. The speaker here compares human nature with the harsh winter wind to show the negative attributes of human beings. According to him a fake friend causes more pain than the harsh winter wind. The winter wind is bitter but the intensity of this bitterness is lesser than the ingratitude of a friend. The winter wind hurts for a short period of time but the betrayal of a friend is unforgettable. The sting of the winter wind is not unbearable but a friend’s ingratitude is hard to tolerate.
Model Theme 2
The main theme of the poem (or, the short song) is the exposure of the ungrateful nature of the human heart. The forces of nature such as, winter wind and frosty sky cause great sufferings to mankind. But the ingratitude of friends and lovers generates greater grief and anguish due to its sheer perceptibility. The nature is harsh sometimes, but harsher is the sting of thankless attitudes in man that bites bitterly fading the intensity of winter.
প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই মডেল Theme গুলো কখনোই মুখস্ত করার জন্য নয়। বরং কবিতাটির Theme বুঝার জন্য। তুমি পরীক্ষায় লেখার জন্য অবশ্যই এগুলো মুখস্ত করবে না, বরং, এগুলো পড়ে নিজের মত করে একটি লিখবে। প্রয়োজনে, বাসায় নিজের মত করে লিখে সেটি শিক্ষককে দেখাবে। তারপর সেটি সংশোধন করে পরীক্ষায় লিখবে। কিন্তু কখনোই, অন্যের লেখা হুবহু লিখবে না। এতে তোমার মেধা বিকাশের পথ শুরুতেই রুদ্ধ হয়ে যাবে।
HSC First Paper পরীক্ষার জন্য English For Today (Class 11-12) বইয়ের আরো কবিতার theme পড়তে ক্লিক কর এখানে।.
- ‘The School Boy‘ by William Blake
- What is Beauty – ‘She Walks in Beauty‘ by Lord Byron , and ‘I Died for Beauty‘ by Emily Dickinson
- Dream Poems – ‘Dreams‘ by D.H. Lawrence, and ‘Dreams’ by Langston Hughes
- ‘The Traffic Police‘ Poem by Anonymous
- ‘The Lake Isle of Innisfree‘ by Y. B. Yeats
- ‘The Sands of Dee‘ by Charles Kingsley
- ‘Time, You Old Gypsy Man’ by Ralph Hodgson